Ranbir Kapoor: রণবীর কাপুরের সিক্স প্যাকে কুপোকাত অনুরাগীরা

Ranbir_Kapoor

মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ছবি। রণবীরের সিক্স প্যাক অ্যাবে (six-pack abs) ফের কুপোকাত রমণীরা। নতুন ছবির প্রোমোশনাল শ্যুটে যেন একদম আনকোরা নতুন ছন্দে হবু বাবা রণবীর। পরিচালক করণ মালহোত্রার ‘শামশেরা’ (Shamshera)ছবির মুক্তির দিন ঘোষণা হয়েছে মঙ্গলবার। প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মসের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, আগামী ২২ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘শামশেরা’। ছবিটি হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় দেখা যাবে।

আরও পড়ুন: মা হতে চলেছেন আলিয়া! নিজেই সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর..

প্রযোজনা সংস্থার তরফেই রণবীর কাপুর এবং বাণী কাপুরের (Vaani Kapoor) প্রোমোশনাল শ্যুটের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানেই ঝলসে উঠেছে রণবীরের সিক্স প্যাক। আর তারপর থেকেই রণবীরের ছবি যেন সোশ্যাল মিডিয়ায় হট কেক। 

[tw]


[/tw]

ছবির নায়ক রণবীরের সঙ্গে প্রথমবার নায়িকা বাণী কাপুর ফটোশ্যুট করেছেন। নতুন ছবিতে দু’জনের রসায়ন কেমন হবে তার ঝলক রয়েছে এই ফটোশ্যুটে। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল রণবীর এবং বাণী কাপুরের ঘনিষ্ঠ সব ছবি। ছবির পারদ চড়িয়েছে নেটপাড়ায়। 

ইনস্টাগ্রামে বাণী শেয়ার করেছেন সেই ছবিগুলি। ক্যাপশনে লিখেছেন, ‘বাল্লি ও সোনা’। অর্থাৎ তাঁদের দু’জনের চরিত্রের নাম জানিয়েছেন নায়িকা।  

[insta]


[/insta]

ভক্তরা দুই অভিনেতার ছবি অত্যন্ত পছন্দ করলেও, মশকরা করতেও ছাড়েননি। রণবীরকে নিয়ে মজায় মেতেছেন অনুরাগীরা। অনেকেই লিখেছেন, ‘দূরে সরে দাঁড়াও’, ‘আলিয়া আসছে কিন্তু’– এমন নানা মন্তব্য। 

আরও পড়ুন: প্রতীক্ষার অবসান! অবশেষে মুক্তি পেল ‘ব্রহ্মাস্ত্র’-এর ট্রেলার

নিজের জাতিকে রক্ষা করার জন্য যোদ্ধা হিসেবে মাঠে নেমেছিলেন এক সাহসী রক্ষাকর্তা, শামশেরা। বহুদিন পর ফের বড় স্ক্রিনে বলিউডের চকোলেট বয় রণবীর কাপুরকে দেখা যাবে। আদিত্য চোপড়া ছবির প্রযোজক। এই ছবিতে দেখা যাবে সঞ্জয় দত্ত, বাণী কাপুর ও আশুতোষ রাণাকে। ২০১৮-র পর ফের ২০২২ সালে পর্দায় ফিরছেন রণবীর কাপুর।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share