UPSC Prelims Result 2022: ইউপিএসসি প্রিলিমস-এর ফল প্রকাশিত, কীভাবে দেখবেন?

UPSC Prelims: যেসব পরীক্ষার্থীরা ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন, এবার তাঁদের মূল পরীক্ষায় বসতে হবে। 
UPSC
UPSC

মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশিত হয়েছে ইউপিএসসির প্রিলিমিনারি (UPSC Prelims) পরীক্ষার ফল। ফল ঘোষণা করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)। সরকারি ওয়েবসাইটটিতে পরীক্ষার্থীরা তাঁদের ফল জানতে পারবেন। এই বছর, ৫ জুন সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল। আইএএস, আইপিএস, আইএফএস-সহ আরও একাধিক উচ্চপদস্থ প্রশাসনিক কর্তা হওয়ার স্বপ্ন নিয়ে, প্রতিবছর বিপুল সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসেন।   

কীভাবে দেখবেন পরীক্ষার ফল? 

প্রথমে upsc.gov.in-এই ওয়েবসাইটে যান।
হোমপেজে 'whats new'-এ ক্লিক করুন।  
এবার 'Result: Civil Services (Preliminary) Examination, 2022'- এই লিঙ্কে ক্লিক করুন। 
নতুন একটি পেজ খুলবে। সেখানেই প্রিলিমিনারির ফল দেখা যাবে।

আরও পড়ুন: নারীশক্তির জয়! ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম তিনে তিন কন্যা

এই পরীক্ষায় নম্বর, কাট অফ মার্কস (Cut-off Marks) এবং প্রিলিমিনারির আন্সার কি (answer key) ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। তবে মূল পরীক্ষার ফল বেরনোর পর তা দেখা যাবে। 

যেসব পরীক্ষার্থীরা ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন, এবার তাঁদের মূল পরীক্ষায় বসতে হবে। অর্থাৎ এবার তাঁদের বসতে হবে ইউপিএসসি মেইন-এ। নিয়ম মেনে মূল পরীক্ষার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে প্রিলিমিনারিতে পাশ করা পরীক্ষার্থীদের।

আরও পড়ুন: ইউপিএসসি মেধাতালিকায় দ্বিতীয় বাংলার মেয়ে, সাফল্য কলকাতারও

এবছর ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা দুটি শিফটে হয়েছিল। মর্নিং শিফটে সকাল সাড়ে নটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এবং বিকেলের শিফটে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত পরীক্ষা হয়েছে। প্রতিবছর প্রায় দশ লক্ষ পরীক্ষার্থী দেশ সেবার লক্ষ্য নিয়ে এই পরীক্ষায় বসেন। 

গতবছর ২০২১ সালের ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা ১০ অক্টোবর হয়েছিল। পরীক্ষার ফলাফল ২৯ অক্টোবর প্রকাশিত হয়েছিল। কোভিডের কারণেই পিছিয়ে যায় গত বছরের পরীক্ষা। ২০২২ সালের ৭ থেকে ১৬ জানুয়ারি মেইন পরীক্ষা নেয় ইউপিএসসি। ফলাফল ঘোষণা হয় ১ মার্চ। ইন্টারভিউ নেওয়া হয় ৫ এপ্রিল থেকে ২৬ মে। এরপরই ৩০ মে ফলাফল ঘোষণা করে ইউপিএসসি। 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles