CUET 2022: ‘কুয়েট’ স্নাতক প্রবেশিকা পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, বিশদে জেনে নিন

tetexams

মাধ্যম নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির স্নাতক পর্যায়ের প্রবেশিকা পরীক্ষার বা কুয়েট ২০২২ (CUET 2022)- এর দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এনটিএ নোটিস জারি করে জানিয়েছে আগামী ১৫ জুলাই থেকে নেওয়া হবে কুয়েট-২০২২- এর পরীক্ষা।  

দেশের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির পথ সহজ করতে এ বছর থেকে এনটিএ একটি প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করতে চলেছে। এর নাম দেওয়া হয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (CUCET) বা সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET)। এখন আর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শিক্ষার্থীদের আলাদা পরীক্ষা দিতে হবে না। 

[tw]


[/tw]

কবে কবে নেওয়া হবে পরীক্ষা?

পরীক্ষা শুরু হচ্ছে ১৫ জুলাই। পরীক্ষা নেওয়া হবে ১৫,১৬,১৯,২০ জুলাই এবং অগাস্টের ৪,৫,৬,৭,৮,১০ তারিখ। 

পরীক্ষার প্যাটার্ন কি হবে?

পরীক্ষাটি দুটি শিফটে নেওয়া হবে। প্রথম শিফটে প্রার্থীরা একটি ভাষা, দুটি ডোমেন-নির্দিষ্ট পেপার এবং সাধারণ পরীক্ষা দেবেন। দ্বিতীয় শিফটে অবশিষ্ট চারটি ডোমেন-নির্দিষ্ট বিষয় এবং ফরাসি, আরবি, জার্মান ইত্যাদি সহ যে কোনও একটি ঐচ্ছিক ভাষায় পরীক্ষা দেবেন। কাগজে একাধিক পছন্দের প্রশ্ন মানে মাল্টিপিল চয়েজ বেসড কোয়েশ্চেন (MCQ) থাকবে। দক্ষতা মূল্যায়ন পরীক্ষা একটি লিখিত পরীক্ষা, কমিউনিকেশন স্কিল পরীক্ষা এবং লজিক্যাল রিজনিং নিয়ে গঠিত। কোর্স অনুযায়ী পরীক্ষার ধরন ভিন্ন হবে, যার সম্পূর্ণ তথ্য বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। পরীক্ষাটি ১২ ক্লাসের সিলেবাসের ওপর ভিত্তি করে হবে। 

আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি 

বোর্ড পরীক্ষার স্কোরের উপর কী কোন গুরুত্ব থাকবে?

কোনও সেন্ট্রাল ইউনিভার্সিটি বোর্ড পরীক্ষায় শিক্ষার্থীদের নম্বরকে গুরুত্ব দেবে না। সেন্ট্রাল ইউনিভার্সিটি কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (CUCET) পরীক্ষার স্কোরের ভিত্তিতে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। 

ভারতে মোট ৪৪টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, হেমবতী নন্দন বহুগুনা গাড়ওয়াল বিশ্ববিদ্যালয়, হরিয়ানা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, অসম বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইত্যাদি। সব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ১৩টি রাজ্য সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়, ১২টি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় এবং  ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে সেন্ট্রাল ইউনিভার্সিটি কম্বাইন্ড এন্ট্রান্স টেস্ট (CUCET) ভিত্তিতে। পরীক্ষাটি হিন্দি, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, উর্দু, অসমীয়া, বাংলা, পাঞ্জাবি, ওড়িয়া এবং ইংরেজিতে হবে। দেশের মোট ৫৫৪টি শহরে এবং দেশের বাইরে মোট ১৩টি কেন্দ্রে নেওয়া হবে এই পরীক্ষা। প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার জন্যে আবেদন করেছেন।  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share