Lionel Messi Retirement: কাতার বিশ্বকাপের পরেই অবসর নেবেন লিওনেল মেসি! কী বললেন তিনি?

lionel_messi_retirement

মাধ্যম নিউজ ডেস্ক: মেসির অনুরাগীদের জন্য এক দুঃখের খবর নিয়ে এসেছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi) নিজেই। তিনি ঘোষণা করে দিলেন, এবারের বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ (Lionel Messi Retirement)। ৩৫ বছর বয়সী মেসি এক সাক্ষাৎকারে বলেন, কাতার বিশ্বকাপই (Qatar World Cup) শেষ হতে চলেছে আর্জেন্টিনার (Argentina) হয়ে তাঁর শেষ বিশ্বকাপ। ফলে এই খবর ছড়িয়ে পড়তেই ফুটবল ও মেসি প্রেমীদের উত্তেজনার শেষ নেই।

সাংবাদিক সেবাস্তিয়ান ভিগনোলোর সঙ্গে এক আলোচনায় মেসি জানিয়েছেন ‘এটাই আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে (Lionel Messi Retirement)। সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমি এখন বিশ্বকাপের দিন গুনছি। সত্যি কথা বলছি, একটু উদ্বেগ রয়েছে। আমি বিশ্বকাপে খেলতে মুখিয়ে রয়েছি। আমরা সবাই এই এক জায়গাতেই রয়েছি। কী হবে সেটা নিয়ে আলাদা করে ভাবছি না।“

আরও পড়ুন: ইন্দোনেশিয়ায় ফুটবল ম্যাচ ঘিরে ধুন্ধুমার কাণ্ড! পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ১৭৪

তিনি আরও বলেন, “তবে বিশ্বকাপের জন্য আমি মরিয়া হয়ে রয়েছি। আমরা এই মুহূর্তে খুব ভাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। খুব শক্তিশালী একটা গ্রুপে আছি। তবে বিশ্বকাপে যা কিছু ঘটতে পারে। প্রতিটি ম্যাচই কঠিন। এই জন্যই বিশ্বকাপ এত স্পেশ্যাল। যারা ফেভারিট হয়ে টুর্নামেন্টে নামে তারাই যে জেতে এমনটা নয়, বা প্রত্যাশিত কিছু করে না। জানি না, আমরা ফেভারিট কিনা! ইতিহাস আর্জেন্টিনার কথা বলছে। আমরা ফেভারিট নই। আমাদের ওপরেও অনেক দল আছে।”

প্রসঙ্গত, চলতি মরুশুমে ক্লাব এবং দেশের উভয়ের হয়েই মেসি দারুণ ফর্ম রয়েছেন। ২০১৯ থেকে শুরু করে আর্জেন্টিনা দল এখন পর্যন্ত ৩৫টি ম্যাচে অপরাজিত রয়েছে। গত বছর কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে পরাজিত করে মেসি জিতেছিলেন। এটি তাঁর সর্বশেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা ছিল। তবে এবার তাঁর ভক্তদের প্রত্যাশা আরও বেড়ে গিয়েছে ও তাঁরা আশা করেই রেখেছে যে, দেশকে এবারে বিশ্বকাপ এনে দিয়েই অবসর নেবেন মহাতারকা (Lionel Messi Retirement)। অন্যদিকে মেসিও মরিয়া হয়ে উঠেছে দেশের হয়ে বিশ্ব সেরা হওয়ার জন্য। আগামী ২০ নভেম্বর থেকে শুরু হবে কাতার বিশ্বকাপ (Qatar World Cup)।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share