মাধ্যম নিউজ ডেস্ক: উত্তেজনার সব রসদ মজুত থাকলেও ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ লড়াইয়ে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি । ইতিমধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে । তবে, বৃষ্টি হলে কে আটকাবে? গত কয়েকদিন ধরে মেলবোর্ন এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হচ্ছে । আবহাওয়া দফতর রবিবার অর্থাৎ ২৩ অক্টোবরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । এদিন মেলবোর্নে সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আর স্থানীয় সময় অনুযায়ী, সন্ধে ৬টার দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এদিকে, সন্ধে ৭টা নাগাদ ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে । তাই মনে করা হচ্ছে বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি বৃষ্টির কারণে এই ম্যাচে একটাও বল না গড়ায় তাহলে দুটো দলই ১ পয়েন্ট করে পেয়ে যাবে। সুপার-১২ পর্বের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। যদিও দুই দলের সমর্থকেরা ইতিমধ্যেই ঈশ্বরের কাছে প্রার্থণা করতে শুরু করেছেন যে ওই বিশেষ দিনে যাতে বৃষ্টি না হয়।
আরও পড়ুন: নয়া কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে! বিনিকে শুভেচ্ছা সৌরভের
ব্রিসবেনের ঐতিহাসিক গাব্বা ক্রিকেট গ্রাউন্ডে আজ, বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু এখানে টানা ভারী বৃষ্টির কারণে সেই ম্যাচও বাতিল করা হয়। এই ম্যাচে বেলা একটার দিকে টস করতে মাঠে নামতে যাচ্ছিলেন দুই দলের অধিনায়করা। কিন্তু বৃষ্টির জন্য তাঁরা মাঠে নামতেই পারেননি। অন্তত ৫ ওভার করে ম্যাচ খেলার কথা থাকলেও শেষমেষ বাতিল করা হয় প্রস্তুতি ম্যাচটি। এর আগে একই স্টেডিয়ামে বৃষ্টির জন্য পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচটিও পরিত্যক্ত হয়।
আরও পড়ুন: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে উত্তেজক জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম অনুশীলন ম্যাচে বাজেভাবে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। এই অবস্থায় নিজেদের দ্বিতীয় তথা শেষ প্র্যাক্টিস ম্যাচে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। বিশ্বকাপের আগে নিজেদের কম্বিনেশন যাচাই করে নেওয়ার দু'দলের সামনে এটাই ছিল শেষ সুযোগ। যদিও ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড় হয় তাদের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours