Bollywood Bhai Dooj: ভাইফোঁটার আনন্দে মেতে উঠেছেন বলিউডের তারকারা, দেখুন ছবি

yuwqw-1666797512

মাধ্যম নিউজ ডেস্ক: ভাইফোঁটা বা ভাই দুজ (Bhai Dooj) ভাই-বোনের বন্ধনের উৎসব। এই দিন বোনেরা ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করেন। বাংলায় এই উৎসব ভাইফোঁটা হিসেবে পালিত হলেও গোটা ভারতে এই উৎসব ভাই দুজ নামে পরিচিত। ফলে এদিন বলিউডের তারকারাও ভাই দুজ বেশ জাঁকজমকভাবেই উদযাপন করে থাকে। প্রতিবছরের মত এবছরও তাঁরা তাঁদের ভাই-বোনদের সঙ্গে ভাই দুজ উদযাপন করে তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বুধবার বিকেল থেকেই বলিউড (Bolywood Bhai Dooj) অভিনেত্রীরা ভাইদের মঙ্গল কামনায় ভাই দুজ (Bhai Dooj) পালন করছেন। সোহা আলি খান থেকে শ্বেতা বচ্চন, একতা কাপুর, কঙ্গনা রানাউত, সারা আলি খান সহ অনেকেই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ভাইদের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন।

ভাই সইফ আলি খানকে ভাইদুজের শুভেচ্ছা জানিয়েছেন সোহা আলি খান এবং বোন সাবা পতৌদিও। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সইফের সঙ্গে একটি ভিডিও পোস্ট করে সোহা লিখেছেন, “আমাকে সবসময় নিজের প্রতি সৎ থাকতে অনুপ্রাণিত করার জন্য এবং সেরা সময় এখনও আসেনি এটা আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। শুভ ভাই দুজ”। আবার সাবা পতৌদির মা শর্মিলা ঠাকুররের সঙ্গে সইফ এবং তাঁর ও সোহার পারিবারিক ছবি পোস্ট করে লিখেছেন “দাদা পাক্কা প্র্যাঙ্কস্টার”।

[insta]https://www.instagram.com/reel/CkK8GjPjfQU/?utm_source=ig_web_copy_link[/insta]

[insta]https://www.instagram.com/p/CkKl9q0Iess/?utm_source=ig_web_copy_link[/insta]

অমিতাভ বচ্চনের কন্যা শ্বেতা বচ্চনও নিজের সোশ্যাল মিডিয়া আ্যকাউন্টে ভাই অভিষেক বচ্চনকে ভাইদুজের শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেকের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে শ্বেতা লিখেছেন “সব সময় সূর্যের মতো উজ্জ্বল এবং রামধনুর মতো রঙিন থেকো। শুভ ভাই দুজ”।

[insta]https://www.instagram.com/p/CkK13XYS1hp/?utm_source=ig_web_copy_link[/insta]

ভাই দুজের (Bollywood Bhai Dooj) দিনে শার্টলেস সাদা-কালো  ছবিতে ভাইজান (Bhaijan) সকলের মন কেড়ে নিয়েছেন। ছবিটির সঙ্গে বলিউড সুপারস্টার লিখেছেন ‘শুভ ভাই দুজ’ (Subha Bhai Dooj) অর্থাৎ ‘শুভ ভাইফোঁটা’।

[insta]https://www.instagram.com/p/CkLdUHpveyT/?utm_source=ig_web_copy_link[/insta]

কার্তিক আরিয়ানও তাঁর দিদির থেকে আশীর্বাদ নেওয়ার মুহূর্তকে ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

[insta]https://www.instagram.com/p/CkNNT0FPIMc/?utm_source=ig_web_copy_link[/insta]

ভাই তুষার কাপুরকে ভাই দুজের শুভেচ্ছা জানিয়েছেন প্রযোজক একতা কাপুরও।

[insta]https://www.instagram.com/reel/CkLEL42phcz/?utm_source=ig_web_copy_link[/insta]

দুর্গাপুজো ও কালীপুজোর পর এবার জমিয়ে ভাইফোঁটা উদযাপন করলেন কাজল ও তানিশা। কাজল ভাইফোঁটার দিন মা তনুজা, বোন তানিশা মুখোপাধ্যায় ও জ্ঞাতি ভাই-বোন সম্রাট মুখোপাধ্যায়, সুজয় মুখোপাধ্যায় ও শর্বাণী মুখোপাধ্যায়ের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

[insta]https://www.instagram.com/reel/CkLauv4A31A/?utm_source=ig_web_copy_link[/insta]

অন্যিদকে পরিণীতি চোপড়া ও মানিশ মালহোত্রা বরুণ ধাওয়ান, কঙ্গনা রানাউত, সারা আলি খান তাঁদের ভাই দুজ উদযাপনের মুহূর্ত শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।

[insta]https://www.instagram.com/p/CkIFgKWoDy3/?utm_source=ig_web_copy_link[/insta]

[insta]https://www.instagram.com/p/CkLNTY1Ig1q/?utm_source=ig_web_copy_link[/insta]

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share