The Kerala Story Teaser: কেরলে ৩২ হাজার মহিলার ধর্মান্তকরণ ও আইসিসে যোগদানের কথা বলবে ‘দ্য কেরালা স্টোরি’

The_Kerala_Story

মাধ্যম নিউজ ডেস্ক: ৩ নভেম্বর মুক্তি পেয়েছে, ‘দ্য কেরালা স্টোরি’- এর টিজার (The Kerala Story Teaser)। টিজার প্রকাশ্যে আসতেই উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। টিজারে তুলে ধরা হয়েছে কেরলে ৩২,০০০ মহিলার ধর্মান্তকরণের গল্প। আর এই  নিয়েই দুভাগে বিভক্ত হয়েছে সোশ্যাল মিডিয়া। টিজারে দাবি করা হয়েছে, এই ৩২,০০০ মহিলা কুখ্যাত উগ্রপন্থী দল আইএসআইএস- এ যোগ দিয়ে নিজেদের জীবন উগ্রপন্থী হিসেবে অতিবাহিত করেছেন।

আরও পড়ুন: ‘‘সব বলে এসেছি…’’, ইডি-র সামনে কোন কোন সত্যের খোলসা করলেন কেষ্ট-কন্যা?

বিপুল অম্রুতলাল শাহের তত্ত্বাবধানে এই ছবিটি পরিচালনা করেছেন সুদীপ্ত সেন। ছবিটির প্রোডাকশন হাউসের ইউটিউব পেজে প্রথম ছবিটির টিজারটি শেয়ার করা হয়েছে। কেরলের মহিলাদের গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। দাবি করা হয়েছে, রীতিমতো অপহরণ করে আইএসআইএস এবং অন্যান্য ইসলামিক অঞ্চলে পাচার করা হয় এবং কঠোর প্রশিক্ষণ দিয়ে উগ্রপন্থী বানানো হয় তাঁদের। ছবিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কেরলের এই সকল উগ্রপন্থী নারীদের বেদনার পেছনের সত্যতা তুলে ধরা হবে।” 

 

 

কাহিনীতে দেখানো হয়েছে যে, কী ভাবে কেরলের থেকে মহিলাদের পাচার করা হয়েছিল। এই ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, জনপ্রিয় অভিনেত্রী আদা শর্মা (Adah Sharma)। যে চরিত্রে অভিনয় করেছেন, তিনি একজন নার্স হতে চেয়েছিলেন কিন্তু তাঁকে বাড়ি থেকে অপহরণ করে আইএসআইএস সন্ত্রাসী হিসেবে আফগানিস্তানে জেলে পাঠানো হয়। সেই গল্পই বলবে এই ছবি।

এই টিজার নিয়েই বিভক্ত হয়েছে ট্যুইটার। কেউ প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন, কেউ আবার সমালোচনায় সরব হয়েছেন।

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share