FIFA World Cup: ২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ টি দেশ! নিয়মে পরিবর্তন, জানাল ফিফা

fifa-2022-world-cup-logo-qatar_z5t4wjudq9ty1mh5kqpn38ott

মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপ মধ্যগগনে। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের মতো ফেভারিট দলগুলি দাপটে শেষ আটে জায়গা করে নিয়েছে। তবে কাপ কাদের হতে উঠবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ১৮ ডিসেম্বর ফাইনাল। তবে ফিফা বসে নেই। পরের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি

২০২৬ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসবে তিনটি দেশ আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। খেলবে ৪৮ টি দেশ। কাতারের ৩২ দলের শেষ বিশ্বকাপ হচ্ছে। তবে পরের বিশ্বকাপে দল বাড়লে কী ফরম্যাটে খেলা হবে তাই নিয়ে রয়েছে যথেষ্ট কৌতুহল। ফিফা তিনটি ফরম্যাট নিয়ে চিন্তা ভাবনা করছে। এক, ৪৮ টি দলকে ভাগ করা হবে ১৬টি গ্রুপে। অর্থাৎ প্রত্যেক গ্রুপে তিনটি করে দল খেলবে। পরের রাউন্ডে যাবে দুটি দল। দুই, ৪৮টি দলকে ভাগ করা হতে পারে ১২টি গ্রুপে। প্রত্যেক গ্রুপে চারটি করে দল খেলবে। সেরা দুটি দল পরের রাউন্ড তথা রাউন্ড অব ৩২ তে উঠবে। এভাবে ২৪টি দল সরাসরি উন্নীত হবে পরের রাউন্ডে। এবার বাকি আটটি দলকে বেছে নেওয়া হবে সেরা তৃতীয় স্থান অর্জনের ভিত্তিতে। তৃতীয় ফরম্যাট, ৪৮টি দলকে দুটি গ্রুপে ভাগ করতে হবে। ২৪টি দলকে আবার চারটি গ্রুপে ভাগ করা হবে। তারপর ১৬টি দলকে নিয়ে হবে পরের রাউন্ড। এবার দুই গ্রুপের সেরা দল ফাইনালে মুখোমুখি হবে।

আরও পড়ুন: শেষ আটে পৌঁছে ‘ফুটবল সম্রাট’ পেলেকে বিশেষ শ্রদ্ধার্ঘ্য নেইমারদের

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা জানিয়েছে, আগামী ফুটবল বিশ্বকাপ হবে আরও বড়। এ বারের থেকে কয়েক কোটি বেশি মানুষ বিশ্বকাপের সঙ্গে জুড়বেন। কারণ টুর্নামেন্টের ফরম্যাট পরিবর্তনের দিকে ঝুঁকছে ফিফা। ২০২৬ সালের বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বেড়ে হবে ১০৪। নকআউটে খেলবে মোট ৩২টি দেশ! বর্তমানে ১৬টি দেশ নকআউটের ম্যাচ খেলছে।পরিবর্তন শুধু ফরম্যাটেই নয়, ম্যাচের নিয়মেও হবে। গ্রুপ স্টেজের ম্যাচ টাই হলে পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল বেছে নেওয়া হবে। বর্তমানে গ্রুপ স্টেজের ম্যাচে টাইব্রেকারের নিয়ম নেই। একমাত্র নকআউটের ম্যাচগুলিতে টাই হলে অতিরিক্ত সময়ের খেলা হয়ে থাকে। এক্ষেত্রে পয়েন্টে পরিবর্তন আসতে পারে। নির্ধারিত সময়ে ম্যাচ জিতলে তিন পয়েন্ট। আর পেনাল্টি শুটআউটের মাধ্যমে জয়ী দল পাবে ২ পয়েন্ট। পেনাল্টি শুটে পরাজিত দলের ঝুলিতে যাবে ১ পয়েন্ট।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share