মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! মহারণ নীল-সাদা বনাম লাল সাদা। লড়াই এল এম টেনের। লিওনেল মেসি বনাম লুকা মদ্রিচ। বিশ্বকাপের (World Cup 2022) হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে, আর্জেন্টিনার (Argentina) সামনে ক্রোয়েশিয়া (Croatia)। ভারতীয় সময় ম্যাচ শুরু বুধবার রাত সাড়ে ১২টা অর্থাৎ মঙ্গলবার মধ্যরাতে।
কার পাল্লা ভারি
কলকাতা চাইছে মেসির হাতে কাপ। কাতার কাপযুদ্ধে মেসি (Lionel Messi) ম্যাজিকের দিকেই তাকিয়ে আর্জেন্টিনা সাজঘরও। বিশ্বকাপ সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্টিনা। এবারও সেই ধারা বজায় রাখতে মরিয়া স্কালোনির দল। টুর্নামেন্টে চার গোল হয়েছে লিওর। প্রতি ম্যাচেই ধেয়ে আসছে কড়া ট্যাকল। আটকানো যায়নি মেসিকে। ডালিচের দলের জমাট দুর্গ ভাঙতে মারাদোনার দেশ তাকিয়ে মেসির বাঁ পায়ের দিকে। ৯০ মিনিটে ম্যাচ শেষ করতে চাইবে আর্জেন্টিনা। অন্যদিকে, ডিফেন্স জমাট করে ম্যাচটা রবারের মতো টাইব্রেকার পর্যন্ত টেনে নিয়ে যেতে চাইবে ডালিচের দল।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপের সেমিফাইনালে নতুন বল! জানেন এর বৈশিষ্ট্য?
টাইব্রেকারে ম্যাচ গড়ালে
১৯৮২ সাল থেকে বিশ্বকাপে পেনাল্টি শুট-আউটের ভূমিকা চলে আসছে। কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) শেষ ষোলোর পর্ব থেকে জয় পরাজয় নির্ধারিত হচ্ছে এই নিয়মে। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়া ও আর্জেন্টিনা দুটো টিমই পেনাল্টি শুট-আউটে স্নায়ুর চাপ সামলে সেমিফাইনালে পা রেখেছে। বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনা এখনও পর্যন্ত মোট ৬ বার টাইব্রেকারে নেমেছে। এক্ষেত্রে আর্জেন্টাইনদের রেকর্ড বেশ ভালো। ছয়বারের মধ্যে পাঁচ বারই জিতেছে আর্জেন্টিনা। এক বার পরাজিত। অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে ক্রোয়েশিয়াকে এখনও পর্যন্ত টাইব্রেকারে হারের মুখ দেখতে হয়নি। দুই দলের গোলরক্ষকই চলতি বিশ্বকাপে এখনও পর্যন্ত নিজেদের সেরাটা উজাড় করে দিয়েছে। মেসির দলে মার্টিনেজ আর মদ্রিচদের আছেন লিভাকভিচ। দুজনেই টাইব্রেকারে বিশেষজ্ঞ। মার্টিনেজ শপথ নিয়েছেন মেসির হাতে কাপ তুলেই ছাড়বেন। ডাইনামো জাগরেবে খেলা লিভাকোভিচ এবার গোল্ডেন গ্লাভসের দাবিদার। ২০১৮-র পর ২০২২। টানা দু’বার ফাইনালে ওঠার হাতছানি ক্রোয়শিয়ার সামনে। অন্যদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। শিরোপা জিততে মরিয়া আর্জেন্টিনা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply