FIFA World Cup: ইতিহাস গড়া হল না মরক্কোর, বিশ্বকাপে তৃতীয় ক্রোয়েশিয়া

croatia_vs_morocco

মাধ্যম নিউজ ডেস্ক: শিরোপা লড়াইয়ের আশা শেষ হয়ে গেলেও জয়ের ক্ষুধা যে মেটেনি, তা শুরু থেকেই ফুটে উঠল দুই দলের পারফরম্যান্সে। সেমিফাইনালে উঠেই ইতিহাস লিখেছিল মরক্কো। তবে সেই ইতিহাস আরও সমৃদ্ধ করা হল না মরক্কোর। তৃতীয় স্থানের ম্যাচে ক্রোয়েশিয়া জিতল ২-১ ব্যবধানে। অনেকেরই ধারণা ছিল, এই ম্যাচ গুরুত্বহীন, কিন্তু সেই ধারণাকে ভুল মানতে বাধ্য করে ক্রোটরা। গতকালের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলেছে। তৃতীয় স্থান অধিকারের ম্যাচ হলেও দু’দলকেই আক্রমণাত্মকভাবে খেলতে দেখা গিয়েছে। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল খেলা। দু’দলের টানা আক্রমণের মধ্যেই দুই গোলে এগিয়ে যাওয়ায় ক্রোটরা কাতার বিশ্বকাপ শেষ করল তৃতীয় হয়ে।

হাড্ডাহাড্ডি লড়াই

গতকালের ম্যাচটি ভারতীয় সময় সাড়ে ৮ টায় শুরু হয়েছিল। সেমিফাইনালে হেরে যাওয়া দু’দল ভাঙা মন নিয়ে খেলতে নামে। ফাইনালে যেতে না পারলেও গতকাল দু’দলের ফুটবলারদের মধ্যে দেখা গেছে উত্তেজনা। ফাইনালে উঠতে না পারার আক্ষেপটা তো থাকবেই। তবে ক্রোয়েশিয়া তৃতীয় স্থানের লড়াইয়ের ম্যাচ আর হাতছাড়া করেনি। মরক্কোকে ২-১ হারিয়ে তৃতীয় স্থান দখল করে তারা। 

অন্যদিকে এই ম্যাচটি গুরুত্ববপূর্ণ ছিল ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদ্রিচের জন্য। বিশ্বকাপে সম্ভবত নিজের শেষ ম্যাচটি খেলে ফেললেন তিনি। আজকেও প্রথম গোলটির ক্ষেত্রে তাঁর একটি বড় ভূমিকা ছিল। নিচের দেশকে বিশ্ব ফুটবলের মঞ্চে এক আলাদাই উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন এই ক্রোয়েশিয়ান কিংবদন্তি।

আরও পড়ুন:মেসি বনাম এমবাপে! কাপ কার দখলে? ফাইনালের আগে দ্বিধাবিভক্ত ফুটবল বিশ্ব

গতকাল ম্যাচ শুরুর ৬ মিনিটেই গোল করেন জস্কো গভর্ডিওল। ক্রোয়েশিয়া ১-০ এগিয়ে যায়। এরপর গোল খাওয়ার ৩ মিনিটের মধ্যেই গোলশোধ। আচরফ দারি গোল করে ১-১ করলেন। প্রথমার্ধেই ম্যাচের স্কোরকে সমতায় আনে মরক্কো। এবং মিরোস্লাভ ওরসিচ। মরক্কোর হয়ে একমাত্র গোলটি আচরফ দারির। গতকাল ক্রোয়েশিয়াকে পুরো আক্রমণের মেজাজে দেখা গিয়েছে। গোল করার জন্য মরিয়া হয়ে উঠেছিল ক্রোটরা। কিন্তু ম্যাচের ২৫ মিনিটেও খেলার ফল ছিল ১-১। এরপর ৪২ মিনিটে ফের ব্যবধান বাড়াল ক্রোয়েশিয়া। মিসলাভ ওরসিচের গোলে বিরতির আগে ২-১ করল ক্রোটরা। অন্যদিকে ইতিহাস গড়ার জন্য মরক্কোও চেষ্টা করে চলেছিল লিড বাড়ানোর জন্য। কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়।

১৯৯৮ সালের পর ফের তৃতীয়…

১৯৯৮ সালে নিজেদের প্রথম বিশ্বকাপে তৃতীয় হওয়ার ২৪ বছর পর দ্বিতীয়বারের মত বিশ্বকাপে তৃতীয় হল ক্রোয়েশিয়া। ১৯৯৮ সালে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতে নেদারল্যান্ডসকে একই ব্যবধানে হারিয়েছিল তারা। আর চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে হেরে রানার্সআপ হয় ক্রোয়েশিয়া, বিশ্ব সেরার মঞ্চে সেটাই তাদের সেরা সাফল্য। ফলে ফাইনালে না যাওয়ার আক্ষেপ থাকলেও শেষ লড়াইটা ভালোই হয়েছে ক্রোটদের।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share