Pathaan: সোশ্যাল মিডিয়ায় সংকীর্ণ মানসিকতা প্রকাশ পায়! ‘পাঠান’ বিতর্কে মুখ খুললেন শাহরুখ খান

SRK

মাধ্যম নিউজ ডেস্ক: নেট দুনিয়ায় পাঠান বয়কটের ডাক। গত কয়েকদিন ধরেই ‘পাঠান’ সিনেমার ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্কের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় চলছিল বয়কট ট্রেন্ড। এরই মধ্যে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে সোশ্যাল মিডিয়া নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন শাখরুখ খান। তিনি বলেন, “আধুনিক সময়ে অন্যতম জোরাল মাধ্যম সিনেমা…সোশ্যাল মিডিয়া সিনেমাকে নেগেটিভভাবে প্রভাবিত করবে বলে মনে হয়। এই সময় সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় সংকীর্ণ মানসিকতার প্রকাশ করা হয়।” 

আর যা বললেন শাহরুখ

বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহরে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই নিজের বক্তৃতায় তিনি সিনেমার উপর সমাজমাধ্যমের কুপ্রভাবের প্রসঙ্গ তুললেন। শাহরুখ বললেন, ‘‘সমাজমাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে আমার বিশ্বাস সিনেমা এর চেয়ে অনেক বড়। এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে সে নিজের মতো টিকে থাকবে।’’ সুকৌশলে স্পষ্টভাবে পাঠান প্রসঙ্গ না তুলে  সিনেমা বয়কটের সমালোচনা করলেন কিং খান। তিনি আরও বলেন, “যাই হয়ে যাক আমার মতো মানুষরা সবসময় পজিটিভ থাকবে।” বিভিন্ন ধর্ম, সংস্কৃতির মানুষদের মিলিয়ে দেয় সিনেমা। এক্ষেত্রে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কলকাতা থেকে এই উৎসবের মাধ্যমে ‘মুক্তমনা’ দুনিয়া গড়ার ডাক দিয়েছেন তিনি। বাদশার ইঙ্গিত স্পষ্ট হয়েছে তাঁর বক্তব্যের শেষে। বক্তৃতার শেষে ‘পাঠান’ ছবির সংলাপ ধার করে তিনি বলেন, ‘‘ম্যাঁয়, আপ অওর সব পজিটিভ লোক অভি জিন্দা হ্যায়।’’

আরও পড়ুন: ‘বেশরম রং’ গান নিয়ে বিতর্ক! পাঠান সিনেমা বন্ধের হুমকি

প্রসঙ্গত, ‘পাঠান’-এর প্রথম গানের ভিডিয়ো মুক্তি পাওয়ার পর থেকেই বিতর্ক বেড়েছে। ‘বেশরম রং’-গানে গেরুয়া রঙের পোশাক পরে খোলামেলা দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিন্দায় সরব হয়েছেন অনেকে। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র দাবি করেছেন, এই গানের দৃশ্যগুলি কুরুচিকর, অশ্লীল। সেগুলি সংশোধন না করলে মধ্যপ্রদেশে এই ছবির প্রদর্শন হবে না। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share