Sania Mirza: অবসর নিচ্ছেন সানিয়া মির্জা, ঘোষণা করলেন টেনিসসুন্দরী নিজেই

Sania

মাধ্যম নিউজ ডেস্ক: অবসর নিচ্ছেন টেনিস সুন্দরী সানিয়া মির্জা (Sania Mirza)। জানালেন নিজেই। শেষবার খেলবেন দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপে। আগামী মাসেই হচ্ছে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ। চোটের কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ক্রিড়া মহল। পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের জল্পনার মধ্যেই এল এই বড় খবর।  

আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টেই শেষবারের জন্যে টেনিস হাতে কোর্টে নামবেন সানিয়া।

আরও পড়ুন: শিক্ষিকাকে গুলি করল ৬ বছরের ছাত্র, ভার্জিনিয়ার ঘটনায় স্তম্ভিত গোটা বিশ্ব 

৩৬ বছর বয়সী সানিয়া মির্জা (Sania Mirza) ডাবলসে বিশ্বের এক নম্বর। গত বছর সানিয়া নিজেই ঘোষণা করেছিলেন ২০২২ সালের শেষে অবসর নেবেন। কিন্তু চোটের কারণে ইউএস ওপেন খেলতে পারেননি তিনি। চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন খেলবেন সানিয়া মির্জা। এরপর ইউএই- তে শেষ চ্যাম্পিয়নশিপ খেলে বিদায় জানাবেন টেনিসকে।

কী জানিয়েছেন সানিয়া?

সংবাদমাধ্যমকে টেনিস সুন্দরী (Sania Mirza) বলেন, “গত বছর ডাব্লিউটিএ ফাইনালের পরই আমি অবসর নেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু ডান কনুইয়ের চোটের কারণে ইউএস ওপেন ও বাকি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করতে হয়। আমি এমন একজন ব্যক্তি যে নিজের শর্তে বেঁচে থাকি। এই কারণেই আমি ইনজুরির কারণে বাইরে থাকতে চাই না, এখনও অনুশীলন করছি। তাই আমি দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের পর অবসর নেওয়ার পরিকল্পনা করছি।”  

নিজের টেনিস কেরিয়ারে একাধিক পুরস্কার পেয়েছেন সানিয়া (Sania Mirza)। অর্জুন পুরস্কার (২০০৪), পদ্মশ্রী পুরস্কার (২০০৬), রাজীব গান্ধী খেল রত্ন পুরস্কার (২০১৫) এবং পদ্মভূষণ পুরস্কার (২০১৬) অর্জন করেছেন। এখনও পর্যন্ত ৬টি বড় চ্যাম্পিয়নশিপে পদক জিতেছেন। 

এছাড়াও তিনি ডাবলসে অস্ট্রেলিয়ান ওপেন (২০১৬), উইম্বলডন (২০১৫) এবং ইউএস ওপেন (২০১৫) -এর শিরোপা জিতেছেন। এছাড়াও, মিক্সড ডাবলসে তিনটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন (২০০৯), ফ্রেঞ্চ ওপেন (২০১২) এবং ইউএস ওপেন (২০১৪) শিরোপা জিতেছেন।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share