Oscars 2023: ভারতীয় সিনেমার গর্বের দিন! অস্কার নমিশনে ‘দ্য কাশ্মীর ফাইলস’-‘গাঙ্গুবাই’ সহ ১১টি ছবি

oscars_2023

মাধ্যম নিউজ ডেস্ক: আজ ভারতীয় সিনেমার এক স্মরণীয় দিন। অস্কার নমিনেশনের তালিকায় স্থান পেল একাধিক ভারতীয় ছবি। ২০২৩ সালের অস্কারের রিমাইন্ডার লিস্টে জায়গা করে নিল ‘আরআরআর’, ‘কান্তারা’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘চেলো শো’, ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সহ এগারোটি সিনেমা। ২০২৩ সালের অস্কারে মোট ৩০১ টি সিনেমা জায়গা করে নিয়েছে।

অস্কার ২০২৩ নমিশনের তালিকা প্রকাশ

মঙ্গলবার তালিকা প্রকাশ করল দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এই ছবিগুলিই অস্কারের নমিনেশনে যাওয়ার জন্য প্রতিযোগিতায় নামতে পারবে। যদিও রিমাইন্ডার লিস্ট মানেই নমিনেশনের দরজা পুরোপুরি খুলে যাওয়া, এমনটা নয়। আগামী ১২ তারিখ থেকে নির্বাচনের পদ্ধতি শুরু হবে। মোট ৯,৫৭৯ জন সদস্য ব্যালটে ভোট দেবেন। প্রক্রিয়া শেষ হবে আগামী ১৭ জানুয়ারি। ২৪ জানুয়ারি প্রকাশ পাবে এর চূড়ান্ত তালিকা।

অস্কারের তালিকায় ১১ টি ভারতীয় সিনেমা

‘আরআরআর’, ‘কান্তারা’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘চেলো শো’, ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’ এবং ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছাড়াও মারাঠি ছবি ‘মে ভাসানট্রাও’ এবং ‘তুজ্যা সাথি কহি হি’, গুজরাটি ছবি ‘দ্য চেলো শো’, তামিল ছবি ‘ইরাভিন নিজাল’ এবং কন্নড় ছবি ‘বিক্রান্ত রোনা’ও রয়েছে সেই তালিকায়। এছাড়া বাঙালি পরিচালক শৌনক সেনের ডকুমেন্টারি ‘অল দ্যাট ব্রিদস’ এবং কার্তিকী গনজালভেসের ‘দ্য এলিফ্যান্ট হুইসপারার্স’ও জায়গা করে নিয়েছে লিস্টে।

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরিচালকের ট্যুইট

একাধিক বিতর্কের পরেও বিবেক অগ্নিহোত্রীর ছবি অস্কারের তালিকায় জায়গা করে নিয়েছে। নানা মহলের সমালোচনার মুখেও পড়েছিলেন বিবেক। তবে এবার সেই সমালোচনার যেন জবাব দিলেন বিবেক। ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির মুকুটে উঠল নতুন পালক। ২০২৩ সালের অস্কারের শর্ট লিস্টে উঠে এল ‘দ্য কাশ্মীর ফাইলস’। মঙ্গলবার ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী ট্যুইট করেন, “আমাদের ছবিটি অস্কার ২০২৩-এর দ্য অ্যাকাডেমির প্রথম লিস্টে শর্টলিস্টেড হল। ভারতের তরফে যে ৫টি ছবি এই লিস্টে জায়গা করে নিয়েছে তার মধ্যে এটি অন্যতম। আমি বাকি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় ছবির জন্য এটা একটি দারুণ বছর।”

জানা গিয়েছে, সেরা অভিনেতা বিভাগে এই ছবির তিন অভিনেতা এবং এক অভিনেত্রী নিজেদের জায়গা করে নিয়েছেন। এঁদের মধ্যে আছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশী। পরিচালকের কথায়, “সেরা পরিচালক বিভাগে মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং দর্শন কুমার শর্টলিস্টেড হয়েছেন। আর সেরা অভিনেত্রী বিভাগে পল্লবী যোশী। এটা কেবল শুরু। সামনে এখন লম্বা পথ। ওঁদের সবাইকে আশীর্বাদ করুন।”

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share