Rahul Athiya Marriage: রাহুল-আথিয়ার বিয়ে, সেজেছে সুনীলের বাড়ি, দেখুন ছবি

Athiya-Rahul

মাধ্যম নিউজ ডেস্ক: সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠি এবং জনপ্রিয় ক্রিকেটার কেএল রাহুল (Rahul Athiya Marriage) শিগগিরই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এরই মধ্যে বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি বাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। শোনা যাচ্ছে কে এল রাহুলের বাড়ির ভিডিও সেগুলি। 

ভিডিওতে দেখা যাচ্ছে, বহুতল ভবনের গেটের পাশের গাছে শোভা (Rahul Athiya Marriage) পাচ্ছে আলোকসজ্জা। গেট দিয়ে ভেতরে যাওয়ার পরও রয়েছে বাহারি আলো। চার তলা বাড়িটি পুরোটাই সাজানো হয়েছে। 

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় আথিয়া এবং রাহুলের (Rahul Athiya Marriage) সম্পর্ক। বন্ধু আকাঙ্ক্ষা রঞ্জন কাপুরের মাধ্যমেই দুজনের পরিচয়। যদিও তাদের প্রেমের বিষয়টি নিয়ে মিডিয়ায় প্রথম চর্চা শুরু হয় সেই বছরের জুন থেকে। এরপর ডিসেম্বরে ইনস্টাগ্রামে আথিয়ার সঙ্গে একটি ছবি পোস্ট করেন রাহুল, তাতে প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়। পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আকার ইঙ্গিতে একাধিকবার নিজেদের প্রেমের বিষয়টি প্রকাশ করেন রাহুল ও আথিয়া।

একাধিক সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ২৩ জানুয়ারি বিয়ের পিঁড়িতে বসছেন রাহুল ও আথিয়া (Rahul Athiya Marriage)। জানা যাচ্ছে, খান্ডালায় সুনীল শেট্টির ফার্ম হাউসে বসবে রাহুল-আথিয়ার বিয়ের আসর। বিলাসবহুল সেই ফার্ম হাউজের ছবি ভাইরাল নেটপাড়ায়। তিন দিবন ব্যাপী চলবে এই বিয়ের অনুষ্ঠান। শোনা যাচ্ছে, ইতিমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই পরিবার। প্রস্তুত হয়ে গিয়েছে অতিথি তালিকাও। বলিউড এবং ক্রিকেট মাঠের নামজাদা তারকারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেই প্রাথমিক অনুমান। দেখে নিন কিছু ছবি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @varindertchawla

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Suniel Shetty (@suniel.shetty)



দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

 
 
Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share