Women T20 World Cup: বলে দীপ্তি, ব্যাটে রিচা! দুই বঙ্গতনয়ার দাপটে টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ান-বধ ভারতের

এই ধারাবাহিকতা, ছন্দটা ধরে রাখতে চাই, ম্যাচ শেষে জানালেন হরমনপ্রীত
def080764df9
def080764df9

মাধ্যম নিউজ ডেস্ক: অনুপ্রেরণা মহেন্দ্র সিং ধোনি। ক্রমশ মাহির মতো ফিনিশার হয়ে উঠে আসছেন উইকেটরক্ষক রিচা ঘোষ। পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ,পরপর দুই ম্যাচে চাপের মুখে অসাধারণ ব্যাটিং করলেন বঙ্গতনয়া। মেয়েদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত। বুধবার কেপটাউনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৬ উইকেটে জেতেন হরমনপ্রীতরা।‌ ১১ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় ভারতের মেয়েরা। এদিনও দলের জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা নেন রিচা ঘোষ। বল হাতে অনবদ্য বাংলার দীপ্তি শর্মা।

ম্যাচ-কথা

টসে জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার ফায়দা তুলতে পারেনি। স্টেফানি টেলর এবং শিমেন ক্যাম্পবেলের পার্টনারশিপ ছাড়া ক্যারিবিয়ানদের ইনিংসে উল্লেখযোগ্য কিছু নেই। দারুণ বল করেন দীপ্তি শার্মা। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বাংলার ক্রিকেটার। এদিন ৩ উইকেট নিয়ে নজির গড়েছেন বাংলার এই বোলার। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই প্রথম হিসাবে ১০০ টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন। ৮৯ টি-টোয়েন্টি ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন দীপ্তি। মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ রানে অধিনায়ক হেইলি ম্যাথিউসকে ফিরিয়ে দেন পূজা বস্ত্রকার। দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন স্টেফানি-শিমেন জুটি। পার্টনারশিপ ভাঙেন শেফালি। একই ওভারে দুই উইকেট তুলে নেন। ৩০ রান করে আউট হন ক্যাম্পবেল। ৪২ তে ফিরে যান স্টেফানি। 

আরও পড়ুন: ভারতেই রয়েছে চোখ জুড়ানো বহু মন্দির, দেখুন তারই কয়েকটি  

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে ভারত। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি চোট সারিয়ে ফেরা স্মৃতি মন্ধানা। দলের ৩২, ব্যক্তিগত ১০ রানের মাথায় ফিরে যান ভারতের স্টার ব্যাটার। পাকিস্তান ম্যাচে রান পাওয়া জেমাইমা রদ্রিগেজ (১) ব্যর্থ। কিছুটা চেষ্টা করেন শেফালি বর্মা। শেষপর্যন্ত ২৮ রান করে আউট হন সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ৪৩ রানে ৩ উইকেট হারানোয় সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। এই জায়গা থেকে দলকে উদ্ধার করেন হরমনপ্রীত এবং রিচা। ৩২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রিচা। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। হরমনপ্রীত ৩৩ রান করেন। 

ধারাবাহিকতা ধরে রাখা লক্ষ্য

ম্যাচ জিতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। সতীর্থদের ভালো পারফরম্যান্সকে কুর্ণিশ জানাতেও ভোলেননি তিনি। আর ম্যাচ শেষে তাঁর সোজাসাপ্টা বক্তব্য, ‘আমাদের জন্য দারুণ একটা দিন ছিল। যা প্রত্যাশা ছিল বা করেছি, তা সবটা পূরণ হয়েছে। পরপর দুই ম্যাচের ফলাফল নিয়ে আমরা খুশি। এই ধারাবাহিকতা, ছন্দটা ধরে রাখতে চাই। আমরা পরের ম্যাচেও ভালো পারফরম্যান্স করতে চাই।’

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles