Ekta Kapoor Diwali Party: জমজমাট একতা কাপুরের দিওয়ালি পার্টি, উপচে পড়েছিল পুরো বলিউড

ekta_kapoor_diwali

মাধ্যম নিউজ ডেস্ক: আলোর উৎসবে পুরো দেশ সাজতে শুরু করে দিয়েছে। সেখানে বলিউড কেন পিছনে থাকবে! বলিপাড়াতেও পুরোদমে চলছে দিওয়ালি সেলিব্রেশন। প্রায়ই তারকাদের ক্যামেরাবন্দি হতে দেখা যাচ্ছে দিওয়ালির বিভিন্ন অনুষ্ঠানে। গতকাল, শনিবার রাতে একতা কাপুর ধামাকাদার দিওয়ালি পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে যেন চাঁদের হাট বসেছিল। বলিপাড়ার কে না ছিলেন সেখানে! কিন্তু বাকি তারকাদের থেকে এই পার্টির অন্যতম আকর্ষণ ছিল যে, এই পার্টিতে দেখা গিয়েছিল করণ জোহার, কঙ্গনা রানাউত ও তাপসী পান্নুকে। তাঁদের একে অপরের সঙ্গে সম্পর্ক যে একেবারেই ভালো নয় তা সবারই জানা।

গতকাল একতা কাপুরের জমজমাট পার্টিতে উপস্থিত ছিলেন বড় পর্দার তারকাদের থেকে শুরু করে ছোট পর্দার তারকারাও। এদিন উপস্থিত ছিলেন একতা কাপুরের বাবা জিতেন্দ্র, রাকেশ রোশন, আয়ুষ্মান খুরানা, রাজকুমার রাও, পত্রলেখা, কার্তিক আরিয়ান, অনন্যা পান্ডে, দিশা পাটানি, কৃতি শ্যানন, শমিতা শেট্টি, শিল্পা শেট্টি, করণ কুন্দ্রা, তেজস্বী প্রকাশ, মৌনি রায়, রিয়া কাপুর, হিনা খান, কারিশমা তান্না, অঙ্কিতা লোখান্ডে, তাঁর স্বামী ভিকি জৈন, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদি সহ আরও অনেকে।

[insta]https://www.instagram.com/p/CkCw-_rI8m2/?utm_source=ig_web_copy_link[/insta]

[insta]https://www.instagram.com/p/CkB0f22Bwww/?utm_source=ig_web_copy_link[/insta]

তবে এদিন কঙ্গনা, করণ ও তাপসীকে একই পার্টিতে দেখে আলোচনা শুরু হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, পার্টিতে বিশেষ কারও সঙ্গেই কথা বলতে দেখা যায়নি তাঁকে। তবে অঙ্কিতা লোখন্ডে ও স্বামী ভিকি জৈনের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। কারণ তাঁদের সঙ্গে কঙ্গনার সম্পর্ক ভালো। তবে করণ ও তাপসীকে এড়িয়ে চলেছেন কঙ্গনা। ওঁরাও এড়িয়ে গিয়েছেন তাঁকে।

[insta]https://www.instagram.com/reel/CkB0YylKqA3/?utm_source=ig_web_copy_link[/insta]

এদিন একতার কাপুরের বাবা অভিনেতা জিতেন্দ্রর সঙ্গে রাকেশ রোশনকে ছবি তুলতে দেখা গিয়েছে। এদিনের সব ছবিই সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরাল। একাধিক ছবি, ভিডিও পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। পাপারাৎজিরা তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একের পর এক ভিডিও, ছবি পোস্ট করতেই থাকেন। পার্টিতে উপস্থিত সকলের সাজই ছিল নজরকাড়া।    

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share