মাধ্যম নিউজ ডেস্ক শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করতে অনেকেই ভালোবাসেন। কিন্তু ভাবতে পেরেছেন কখনও ট্যাটু করার এই সখ এনে দিতে পারে বিশ্ব রেকর্ড। সম্প্রতি,বডি মোডিফিকেশনের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল আর্জেন্টিনার এক দম্পতি। দম্পতির নাম ভিক্টর হুগো এবং গ্যাব্রিয়েলা পেরালটা। ট্যাটু এবং বডি মোডিফিকেশন এই দম্পতির প্যাশন বা সখ। বিভিন্ন ধরনের ৯৮টি ট্যাটু রয়েছে এই দম্পতির শরীরে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ভিক্টর হুগো বলেন, আমাদের সবার, জীবনকে খুব সুন্দর ভাবে ভালোবাসতে শেখা উচিত। শিল্প-কলাকে ভালোবাসতে শেখা উচিত। শরীরে ট্যাটু দেখে বলা যায়না,কে ভালো আর কে খারাপ!
আরও পড়ুন: ‘কমিশনকে বলব তৃণমূলের প্রতীক প্রত্যাহার করার জন্য?’, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়
এই দম্পতি চোখের সাদা অংশ এবং আইবলেও ট্যাটু করিয়েছেন।এর পোশাকি নাম স্ক্রেলা।মাইক্রোডারমালাস,বডি ইমপ্ল্যান্ট প্রভৃতি ধরনের বডি মোডিফিকেশন রয়েছে দম্পতির শরীর জুড়ে।চোখ,নাক,কান,জিভ কোনও কিছুই বাদ যায়নি।
আরও পড়ুন: আরও জোরদার ডিএ-র দাবিতে আন্দোলন, গণছুটির পথে রাজ্য সরকারি কর্মীরা!
ট্যাটু করতে যন্ত্রনাও
ভিক্টর হুগো এবং গ্যাব্রিয়েলা পেরালটার প্রথম পরিচয় আজ থেকে ২৪ বছর আগে। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস শহরে। এখানে একটি মোটর সাইকেল ইভেন্টে দুজনের পরিচয় হয়েছিল।তারপর থেকেই দুজনের সম্পর্কের শুরু। আজ অবধি প্যাশন বলতে ট্যাটু এবং বডি মোডিফিকেশন। যা দুজনকে বিশ্ব জোড়া খ্যাতি এনে দিল। কিছু বডি মোডিফিকেশন এবং ট্যাটু করতে তাঁদের যথেষ্ট দৈহিক যন্ত্রনাও ভোগ করতে হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। যেমন,জিভে ইমপ্ল্যান্ট করার সময় তাঁর নিঃশ্বাস নিতে অসুবিধা হতো বলে জানিয়েছেন ভিক্টর হুগো।
আরও পড়ুন: ‘ডিসেম্বর সিনড্রোম’! ভয় পেয়েই কি বিরোধী দলনেতাকে নিজের ঘরে ডাকলেন মুখ্যমন্ত্রী?
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply