মাধ্যম নিউজ ডেস্ক: দেশে বিদেশে পাঠান (Pathaan) ছবির অগ্রিম টিকিট বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে অস্ট্রেলিয়া,আরব আমীরশাহির দেশগুলিতেও ব্যাপকভাবে চলছে অগ্রিম টিকিট বুকিং। যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জার্মানিতে এই ছবির প্রি বুকিং একমাস আগেই শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংস্থা সূত্রে জানা যাচ্ছে যে পাঠান (Pathaan) ছবিকে কেন্দ্র করে ভালো সাড়া পড়েছে ইতিমধ্যে জার্মানিতে ৮৫০০ টিকিটও নাকি বিক্রি হয়ে গেছে। যার মধ্যে প্রথম দিনের জন্যই ৪০০০ টিকিট বিক্রি হয়েছে বলে জানা গেছে। এই টিকিটের মোট মূল্য ১ লক্ষ ২৫ হাজার ইউরো অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১ কোটি টাকার কিছু বেশি। অন্যদিকে আরব আমীরশাহির দেশগুলিতে প্রথম দিনের জন্য ইতিমধ্যে ৩৫০০ টিকিট বিক্রি হয়েছে বলে যশরাজ ফিল্মস সূত্রে জানা গেছে। আরব দেশগুলিতে শাহরুখ খানের ফ্যানবেস ভালই আছে এটা বিভিন্ন সময়ে দেখা গেছে। অস্ট্রেলিয়াতে ২৬ জানুয়ারি পাঠান (Pathaan) ছবি মুক্তি পাবে বলে জানা যাচ্ছে, সেদিন আবার অস্ট্রেলিয়া দিবসও রয়েছে।
সিনেমার চিত্রনাট্য কী
যশরাজ ফিল্ম সূত্রে জানা গেছে যে মূলত এক ভারতীয় গুপ্তচরকে নিয়েই এই সিনেমার চিত্রনাট্য। ছবিতে শাহরুখ খানকে ওই গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে। অন্যদিকে তার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহামকে। ছবিতে শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকেও। দুজনে এর আগে ওম শান্তি ওম এবং চেন্নাই এক্সপ্রেস সিনেমা করেছেন। এই দুটি সিনেমা ভালোই সারা ফেলেছিল। হিন্দি, তামিল, তেলেগু এই তিন ভাষায় আগামী ২৫শে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে পাঠান (Pathaan) ।
এই ছবির হাত ধরে পাঁচ বছর পর আবার বলিউডে ফিরছেন বাদশা শাহরুখ খান। অনুরাগীদের মধ্যে পাঠান (Pathaan) নিয়ে বেশ ভালই উত্তেজনা দেখা দিয়েছে। দিল্লি মুম্বই সহ বেশ কিছু জায়গাতে অগ্রিম টিকিটের জন্য চাহিদাও ভালো রয়েছে। মুম্বইয়ে এই ছবির টিকিটের সর্বোচ্চ দাম ১৫০০ টাকাতে থেমেছে। কলকাতায় তুলনামূলকভাবে টিকিটের দাম কম এখানে ৬৫০ টাকা মূল্যের টিকিটের বেশিরভাগই দেখা যাচ্ছে যে বুকিং হয়ে গেছে। গত ১০ জানুয়ারি শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহামদের অভিনীত এই পাঠান ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল। প্রসঙ্গত, এই পাঠান (Pathaan) ছবির একটি গান বেশরম রং মুক্তি পাওয়ার পর একাধিক বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল সিনেমার পরিচালক থেকে অভিনেতাদের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
+ There are no comments
Add yours