Pro Kabaddi 2022: প্রো কাবাডি লিগের ‘চ্যাম্পিয়ন’ অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার্স, উচ্ছ্বাসে জড়িয়ে ধরলেন স্ত্রী ও কন্যাকে

Pro_Kabaddi_Final_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: প্রো কাবাডি লিগে (Pro Kabaddi 2022) চ্যাম্পিয়ন হল অভিষেক বচ্চনের জয়পুর পিঙ্ক প্যান্থার্স (Jaipur Pink Panthers)। দ্বিতীয়বার ট্রফি উঠল তাঁদের হাতে। প্রো কাবাডি লিগের ২০২২ মরশুমের ফাইনালে পুনেরি পল্টনকে ৩৩-২৯ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতে চ্যাম্পিয়নের শিরোপা ছিনিয়ে নিল তারা। জয়পুর দলের জন্য এটি দ্বিতীয় প্রো কাবাডি শিরোপা। এর আগে প্রো কাবাডি লিগে ইউ মুম্বাকে (U Mumba) হারিয়ে শিরোপা জিতেছিল জয়পুর। টিমের দ্বিতীয়বারের জন্য জয় আসায় উচ্ছ্বাসে ফেটে পড়ে বচ্চন পরিবার। জয়ের আনন্দে গ্যালারিতেই অভিষেক বচ্চন স্ত্রী ও কন্যাকে জড়িয়ে ধরলেন। আর সেই ভিডিও, ফটো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পিঙ্ক প্যান্থার্সের জয়ের আনন্দে বচ্চন পরিবার

গতকাল, শনিবার ছিল প্রো কাবাডি লিগের (Pro Kabaddi 2022) ফাইনাল ম্যাচ। গ্যালারিতে বসে টিমের হয়ে গলা ফাটিয়েছেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁদের একমাত্র কন্যা আরাধ্যা। টিম জেতার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন দম্পতি। আনন্দ ধরে রাখতে না পেরে গ্যালারিতে সবার সামনে স্ত্রী ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যাকে জড়িয়ে ধরেন অভিষেক। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ফাইনালে, রণবীর সিং, পূজা হেগডে, জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ শর্মা এবং রোহিত শেঠিকেও তাঁদের ছবি ‘সার্কাস’ প্রচার করতে দেখা গেছে। সিকান্দার খেরকেও বচ্চন পরিবারের সঙ্গে বসে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের জন্য আনন্দ করতে দেখা গিয়েছে।

আরও পড়ুন: মুক্তি পেয়েছে অবতার ২, প্রযুক্তির ব্যবহার তাক লাগিয়েছে দর্শকদের

টিমের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ছবি পোস্ট করে অভিষেক বচ্চন তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন “এই দলের জন্য খুব গর্বিত। তাঁরা নীরবে এই কাপের জন্য কাজ করে গিয়েছে। সমালোচনা সত্ত্বেও তাঁরা নিজের প্রতি বিশ্বাস রেখেছে। এই কাপ জিততে আমাদের ৯ বছর লেগেছে এবং আমি এই দল নিয়ে খুব খুশি। টিমওয়ার্ক, কঠোর পরিশ্রমে এটি হয়েছে।”

[insta]https://www.instagram.com/p/CmSC5BerdAa/?utm_source=ig_web_copy_link[/insta]

অন্যদিকে ঐশ্বর্য মেয়ে আরাধ্যার হাতে ট্রফি নেওয়া ছবি পোস্ট করে লিখেছেন, “জয়পুর পিঙ্ক প্যান্থার্স প্রো কাবাডি সিজন ৯-এর চ্যাম্পিয়ন। কী দুর্দান্ত সিজন! আশাবাদী ছিলাম। অবিশ্বাস্য প্রতিভাবান, মনোযোগী এবং কঠোর পরিশ্রমী কাবাডি খেলোয়াড়দের দল নিয়ে গর্বিত আমরা। ছেলেদের কাছে কৃতজ্ঞ। ঈশ্বর সর্বদা মঙ্গল করুক। ভালোবাসা, আনন্দ আরও শক্তি এবং উজ্জ্বল করুক।”

[insta]https://www.instagram.com/p/CmSYHqXyrEZ/?utm_source=ig_web_copy_link[/insta]

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share