Abir Chatterjee: এবারে ডেঙ্গির থাবা টলিউডেও! আক্রান্ত আবির চট্টোপাধ্যায়, কেমন আছেন তিনি?

296869-0ffe000b-e6a3-4c51-808d-73a03452d9a21234567

মাধ্যম নিউজ ডেস্ক: এবছর রাজ্যে ডেঙ্গি (Dengue) সংক্রমণের হার গত কয়েক বছরের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। করোনার তেমন দাপট না থাকলেও উৎসবের মরশুমের আগে থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত তা কমার নাম নেই। ফলে পশ্চিমবঙ্গে ডেঙ্গি ভয়াবহ রূপ ধারণ করেছে। আর এবারে ডেঙ্গি থাবা বসাতে শুরু করেছে টলিপাড়াতেও। আজই খবর সামনে এসেছে যে, অভিনেতা আবির চ্যাটার্জি (Abir Chatterjee) ডেঙ্গিতে আক্রান্ত। আর এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীদের মন খারাপ। দ্রুত সুস্থতার জন্য তাঁর অনুরাগীরা কামনাও করেছেন।

সূত্রের খবর অনুযায়ী, অভিনেতার (Abir Chatterjee) পরিবারের তরফে জানানো হয়, রবিবার রাত থেকেই জ্বরে কাবু ছিলেন অভিনেতা। আবিরের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় জানিয়েছেন, এরপরই তাঁরা চিকিৎসকের পরামর্শ নেন এবং দেরি না করে সোমবারই তাঁর রক্তপরীক্ষা করানো হয়। তাতেই ডেঙ্গি রিপোর্ট পজিটিভ আসে। তবে এখন সবারই এক প্রশ্ন কেমন আছেন ও কোথায় আছেন তিনি? তাঁর স্ত্রী জানিয়েছেন, আপাতত বাড়িতেই আছেন আবির। গায়ে জ্বর থাকলেও চিকিৎসকরা বলেছেন, চিন্তার কোনও কারণ নেই। অভিনেতার শারীরিক অবস্থাও বর্তমানে স্থিতিশীল। আপাতত এক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন তাঁর।

আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত সলমন খান,শারিরীক অসুস্থতায় শুটিং বন্ধ

পুজোর পর ছুটি শেষ হয়ে টলিপাড়ায় শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। আর তারপর থেকেই একের পর এক অভিনেতা-তারকাদের ডেঙ্গি (Dengue) হওয়ার খবর সামনে এসেছে। আর সেই তালিকা থেকে বাদ গেলেন না পর্দার ‘ব্যোমকেশ’ও (Abir Chatterjee) । প্রসঙ্গত, টলিউডের পাশাপাশি বলিউডেও ডেঙ্গি থাবা বসিয়েছে। কিছুদিন আগেই বলিউডের ‘ভাইজান’ সলমান খানও ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছিল, অভিনেতার গুরুতর কোনও সমস্যা হয়নি। তিনি বাড়িতেই চিকিৎসাধীন আছেন।

প্রসঙ্গত, আবিরকে (Abir Chatterjee) শেষ ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ছবিতেই দেখা গিয়েছিল। বেশ কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অভিনেতার বহু প্রতীক্ষিত ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। প্রতিবারের মতো এবারেও প্রফেসার সুবর্ণ সেন ওরফে ‘সোনাদা’র চরিত্রে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেতা। চলতি বছরে মুক্তি পাওয়া বাংলা ছবির মধ্যে এই ছবি সবচেয়ে এগিয়ে। প্রথম তিন দিনে ছবির অ্যায় প্রায় ২ কোটির কাছাকাছি ছিল।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share