Ram Setu Trailer: মুক্তি পেল ‘রাম সেতু’- র ট্রেলর, মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার

Ram_Setu

মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের (Akshay Kumar) বহু প্রতীক্ষিত আগামী ছবি ‘রাম সেতু’- র (Ram Setu Trailer) ট্রেলর। ছবিটি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ছবিটিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন জ্যাকলিন ফার্নান্দেজ ও নুসরাত বারুচা। ট্রেলরে দেখা যাচ্ছে, সরকার রামসেতু ভেঙে ফেলার পরিকল্পনা করেছে। সরকারের এই পরিকল্পনাকে ব্যর্থ করতে খিলাড়ি কুমারকে একটি মিশনে পাঠানো হয়। এই ছবিতে আর্কিওলজিস্টের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয়। প্রত্নতাত্ত্বিক অক্ষয়ের মাথায় গুরু দায়িত্ব। ভারত-শ্রীলঙ্কার সংযোগকারী ঐতিহাসিক রাম সেতুর ভবিষ্যৎ তাঁর হাতেই। দুমিনিটের ভিডিও জুড়ে টানটান উত্তেজনা। এছাড়া সত্যদেব ও নস্সরকেও দেখা যাবে কেন্দ্রীয় চরিত্রে। অক্ষয় কুমার সামাজিক মাধ্যমে আজ এই ট্রেলরটি পোস্ট করেছেন। যা দেখার পর  রীতিমতো  শোরগোল পরে গিয়েছে দর্শকমহল।

আরও পড়ুন: জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির      

অক্ষয় কুমার তার ইনস্টাগ্রামে পোস্ট করেন ট্রেলরটি (Ram Setu Trailer) এবং পোস্টার ক্যাপশনে লেখেন, “আপনারা রামসেতুর প্রথম ঝলককে খুব পছন্দ করেছিলেন। আশা করি রামসেতুর ট্রেলরকে আপনারা আরও ভালোবাসবেন। আগামী ২৫ শে অক্টোবর থেকে থিয়েটারে দেখা যাবে রামসেতু। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতেও একসাথে ছবিটি রিলিজ করা হবে বড় পর্দায়।  

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Akshay Kumar (@akshaykumar)

অক্ষয় কুমারকে ‘রাম সেতু’র (Ram Setu Trailer) ইতিহাস খুঁজে বার করবার অভিযানে পাঠাবেন নাসের। যদিও মিশনে পৌঁছে অক্ষয় উপলব্ধি করবেন আদতে মরবার জন্যই এই প্রত্নতাত্ত্বিক অভিযান পাঠানো হয়েছে তাঁদের। কিন্তু হার মানতে না-রাজ তিনি। এই লড়াইয়ে তাঁর সঙ্গী জ্যাকলিন এবং সত্য দেব। ট্রেলরের শেষে দেখা যায়, সমুদ্র থেকে একটি বিরাট পাথর ঘাড়ে করে বেরিয়ে আসছেন অক্ষয়, এবং তাঁর কন্ঠে শোনা যায়- “পৃথিবীতে ভগবান শ্রীরামের লাখো মন্দির রয়েছে, তবে সেতু একটাই”।   

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share