Alia Bhatt Baby Bump: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার ‘বেবি বাম্প’, ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি 

Alia_Bhatt_

মাধ্যম নিউজ ডেস্ক: ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। এই মুহূর্তে ছবির প্রচারে ব্যস্ত কাপুর দম্পতি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও কোনওভাবেই কাজ বন্ধ করেননি আলিয়া ভাট (Alia Bhatt)। চলছে জোর কদমে বাড়ির প্রচার। আর তাতে স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রচার করছে ভাট কন্যা। রাখছেন না পেশাদারিত্বে কোনও খামতি। শুক্রবার ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে হাজির ছিলেন। অতি যত্নে ‘শো অফ’ করলেন ‘বেবি বাম্প’ (Baby Bump)। তাঁর পরনে ছিল কালো লেগিংসের সঙ্গে গোলাপি রঙের স্বচ্ছ টপ। আর তাতে আরও বেশি করে দৃশ্যমান হচ্ছিল আলিয়ার ‘বেবি বাম্প’।  

আরও পড়ুন: গর্ভবতী আলিয়ার ওজন বৃদ্ধি নিয়ে বিরক্তিকর মন্তব্য করলেন রণবীর, ক্ষুব্ধ নেটিজেনরা
 
এদিন ‘ব্রহ্মাস্ত্র’ প্রচার সেরে বেরিয়ে আসার সময় পাপারাৎজিদেরর ক্যামেরায় বন্দি হয়েছেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor)। 

প্রেগন্যান্সি ফ্যাশনে ভক্তদের মন জয় করেছেন আলিয়া। দম্পতিকে খুশির মেজাজে দেখা গেল এদিন। সামনেই মুক্তি পেতে চলেছে এই যুগলের একসঙ্গে প্রথম ছবি। আর নভেম্বর আসতে চলেছে পরিবারের নতুন সদস্য। সব মিলিয়ে এই মুহূর্তে ‘ক্লাউড নাইনে’ বিরাজ করছেন রনলিয়া। 

আরও পড়ুন: অর্ধেক বলিউড লন্ডনে! লিস্ট বানালেন শাবানা আজমি

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Manav Manglani (@manav.manglani)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Alia Bhatt 🤍☀️ (@aliaabhatt)

আলিয়া নিজেও ছবির প্রমোশনের সময় তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ক্যাপশানে লিখেছেন, ‘আলো আসতে আর মাত্র দু’সপ্তাহের অপেক্ষা।’ আলো বলতে ব্রহ্মাস্ত্র  ছবির কথা বলেছেন নায়িকা। আলিয়ার এই পোস্টের নিচে ‘লাভ রিঅ্যাক্ট’ করেছেন তাঁর ননদ করিশ্মা কাপুর এবং করিনা কাপুর। তাঁর আরও এক ননদ ঋদ্ধিমা কাপুর সাহানি কমেন্ট করেছেন ‘গ্লো-বিউটি’। ভালোবাসা প্রকাশ করেছেন বিপাশা বসু। কমেন্ট করেছেন করিনার ননদ সাবা আলি খান। এছাড়াও আরও অনেক তারকাকেই কমেন্ট করতে দেখা গিয়েছে।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share