Amitabh Bachchan: রিয়াদে মেসি রোনাল্ডোদের সঙ্গে দর্শকদের মন ভরালেন বিগ-বি

amitav_bachhan

মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল বিশ্বকাপের টানটান উত্তেজনার ম্যাচগুলি এখনও সবার স্মৃতিতে তাজা। দর্শকদের মনে এখনও রয়ে গেছে ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের মেসি বনাম এমবাপের লড়াই।  এরই মাঝে ১৯ জানুয়ারি রিয়াদে মুখোমুখি মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এদিন মাঠে এই গ্রহের দুই অন্যতম সেরা ফুটবল তারকার সঙ্গে করমর্দন করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan)। অন্যান্য ফুটবল খেলোয়াড়দের মধ্যে নেইমার এবং এমবাপেরাও ছিল। মাঠের ওই ভিডিও আপাতত ভাইরাল হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। মেসির প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে রোনাল্ডোর সৌদি অল-স্টার একাদশের খেলা ছিল এদিন।

ময়দানে বিগ-বি (Amitabh Bachchan)

ম্যাচের আগে বলিউডের বিগ-বি (Amitabh Bachchan) মাঠে নেমে খেলোয়াড়দের শুভেচ্ছা জানান। দুই ক্লাবের এই হাইভোল্টেজ ম্যাচে বলিউড তারকার উপস্থিতি আলাদা উন্মাদনা তৈরি করে। অনেক বচ্চন অনুরাগীকে খুশি হয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ছবি ও ভিডিও শেয়ার করতে দেখা গেছে। অমিতাভ বচ্চনও (Amitabh Bachchan) ট্যুইটারে ফুটবল ময়দানে তাঁর উপস্থিতির ভিডিও শেয়ার করেছেন।
ওই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি মাঠে হাঁটছেন এবং খেলোয়াড়দের শুভেচ্ছা জানাচ্ছেন। ট্যুইটের ক্যাপশনে তিনি লেখেন, “T ৪৫৩৩ – ‘রিয়াদে একটি সন্ধ্যা …’ কী দারুণ একটি সন্ধ্যা! ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপে, নেইমার সবাই একসঙ্গে খেলছেন .. এবং আমি আমন্ত্রিত অতিথি হিসেবে খেলা উদ্বোধনের জন্য .. পিএসজি বনাম রিয়াদ সিজনস। অবিশ্বাস্য!!!”

প্রসঙ্গত, গতকালের ম্যাচে মোট ৯টি গোল হয়। মেসি-নেইমারের পিএসজি জেতে এই ম্যাচ। আবারও আনন্দে উৎফুল্ল তাই মেসি ভক্তরা।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share