Aryan Khan: “আমার কি এসব প্রাপ্য ছিল?” মাদককাণ্ডে নিরবতা ভাঙলেন আরিয়ান খান

aryan

মাধ্যম নিউজ ডেস্ক: গতবছর অক্টোবর মাসের শুরুর দিকে মাদককাণ্ডে (Drug case) জড়িত থাকার অপরাধে গ্রেফতার হয়েছিলেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। একমাসের হাজতবাসের পর অক্টোবরের শেষে জামিন পান আরিয়ান। তারকা সন্তানের বিরুদ্ধে মাদক সেবন, মাদক পাচারের মতো একাধিক অভিযোগ এনেছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। গ্রেফতারি অভিযানের হোতা ছিলেন তৎকালীন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede)। গোটা দেশ ফুঁসে উঠেছিল খান পরিবারের বিরুদ্ধে। এই অভিযোগ সত্যি প্রমাণিত হলে এনডিপিএস অ্যাক্ট (Narcotic Drugs and Psychotropic Substances Act) ১৯৮৫ অনুসারে, ছমাস থেকে কুড়ি বছরের সাজা হতে পারত আরিয়ানের। এরপর চলতি বছরের ২৮ মে কোনও উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে আরিয়ান খানকে ক্লিনচিট দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগও ওঠে।

আরও পড়ুন: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

বিতর্কের সূত্রপাত থেকে এযাবৎ পুরো বিষয়টিতে মুখে কুলুপ এঁটে ছিলেন আরিয়ান। এবার নিরবাতা ভাঙলেন। প্রশ্ন করলেন, “আমার কি এসব প্রাপ্য ছিল?” এক জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানের সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেন এনসিবি কর্তা সঞ্জয় সিং। এনসিবি কর্তাকে শাহরুখজাদার প্রশ্ন, “স্যার আপনারা আমাকে একজন আন্তর্জাতিক মাদক পাচারকারী বানিয়ে দিলেন! আমি মাদক ব্যবসায় টাকা  জোগাই? ওরা আমার কাছে কোনও মাদক পায়নি, তাও আমাকে গ্রেফতার করে। বিষয়টা অদ্ভুত না? আপনারা আমার সঙ্গে অত্যন্ত  খারাপ করেছেন। আমার ভাবমূর্তিটাই নষ্ট করে দিয়েছেন। আমাকে কেন এতগুলো সপ্তাহ জেলে থাকতে হল? সত্যিই কি আমার এসব প্রাপ্য?”  

আরও পড়ুন: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে শাহরুখ পুত্র আরিয়ান

শাহরুখের (Shahrukh Khan) সঙ্গে নিজের সাক্ষাতের কথাও উল্লেখ করেন সঞ্জয় সিং (Sanjay Singh)। তিনি বলেন, “আমি অন্যান্য বন্দিদের পরিবারের সঙ্গে যেহেতু দেখা করেছি, তাই যখন জানতে পারলাম, শাহরুখ খান দেখা করতে চান, তখন আর না করিনি।” এনসিবি কর্তা জানান, বাদশা খান ছেলের মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জানান, আরিয়ান একা ঘুমোতেও পারছিলেন না। তাঁকে সঙ্গ দিতে শাহরুখ তাঁর শোবার ঘরে থাকতেন।  
 
শাহরুখের চোখে জলও দেখেছিলেন সঞ্জয়। শাহরুখ আবেগপ্রবণ হয়ে বলেছিলেন, “আমাদেরকে ভয়ঙ্কর দানব বানিয়ে দেওয়া হল। এমন অপরাধী হিসেবে দাগিয়ে দেওয়া হল যারা সমাজকে ধ্বংস করে দেয়। ছেলের বিরুদ্ধে কোনও প্রমাণ না থাকে সত্ত্বেও আমাদের এই অপমানের মধ্যে দিয়ে যেতে হল।”  

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share