Asia Cup Hockey 2022: এশিয়া কাপ হকির আসরে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

ASIA_CUP_HOCKEY_2022_INDIA_TEAM

মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে ইন্দোনেশিয়ার জার্কাতায় (Jakarta) শুরু হতে চলেছে এশিয়া কাপ হকির (Asia Cup Hockey 2022) প্রতিযোগিতা। প্রথম দিনেই ভারতীয় দলের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India vs Pakistan)। কার্যত টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

জাকার্তার এশিয়ান গেমস ২০১৮ (Asian Games 2018) যেখানে অনুষ্ঠিত হয়েছিল, সেই একই জায়গা, জিবিকে এরিনা-তেই অনুষ্ঠিত হয়েছে এবছরের এশিয়া কাপ হকি। এশিয়ান গেমসের পুল এ-তে ভারতের (India) সঙ্গে রয়েছে জাপান, পাকিস্তান ও আয়োজক দেশ ইন্দোনেশিয়া। পুল বি-তে রয়েছে মালয়েশিয়া, ওমান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। 

প্রতিযোগিতার প্রথম দিনেই মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে ওমানকে। আবার গ্রুপ বি-এর বাংলাদেশ-এর বিরুদ্ধে খেলবে এশিয়ান চ্যাম্পিয়ানস ট্রফির বিজয়ী দক্ষিণ কোরিয়া। এশিয়ান গেমস চ্যাম্পিয়ানস জয়ী জাপান খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের ঢাকায় কন্টিনেন্টাল টুর্নামেন্টে ভারত মালয়েশিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। ভারত ও পাকিস্তান উভয় দেশই টুর্নামেন্টে তিনবার জয়লাভ করেছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া চারবারের বিজয়ী।

আরও পড়ুন: আইপিএলে সাফল্যের পুরস্কার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উমরান, অর্শদীপ

কব্জির চোটের জেরে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয় দলের অধিনায়ক রুপিন্দর পাল সিংকে। তাঁর জায়গায় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বীরেন্দ্র লাকরা। লাকরাকে প্রাথমিকভাবে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। তিনি অধিনায়ক হওয়ায়, সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল এসভি সুনীলকে।

টোকিও অলিম্পিক্সে অসাধারণ খেলা সিমরানজিৎ সিং দীর্ঘ অসুস্থতার পর ফিরে এসেছেন তাঁর দলে। ভারতীয় দলের কোচ হিসেবে নির্বাচিত করা হয় দ্বিতীয়বারের জন্য অলিম্পিক্স বিজয়ী ও প্রাক্তন অধিনায়ক সর্দার সিং।
সুনীল বলেন “পাকিস্তানের বিরুদ্ধে খেলায় সবসময়ই চাপ থাকে। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও প্রতিযোগিতাই চিত্তাকর্ষক। একজন প্রবীণ খেলেয়াড় হওয়ায় কখনওই আমরা বেশি উত্তেজিত হতে পারি না, নয়তো নবীন খেলেয়াড়রাও চাপের মধ্যে খেলবে। সুতরাং আমাদের এটিকে সাধারণ খেলার মতই নেওয়া উচিত।”

লাকরা বলেন, “দুটো দলই নবীন। আমাদের ম্যাচ অনুযায়ী খেলা উচিত। যদি পারফরমেন্স ভালো হয়, তবে তার ফলও ভাল হবে। যদি আমরা ভাল খেলি, কনফিডেন্সও বেড়ে যাবে। সুনীল আরও বলেন, “কোনও দলকেই হাল্কাভাবে নেওয়া যাবে না। প্রত্যেকটি দল এখানে পরের বছরের ওয়ার্ল্ড কাপে জায়গা করতে এসেছে, তাই প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রধান বিষয় হল আমাদের খেলাকে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া।”

ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ কত তারিখে খেলা হবে?

সোমবার, ২৩ মে।

ম্যাচটি কোথায় হবে?

ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বুং কার্নো স্পোর্টস কমপ্লেক্সে।

খেলা শুরু কখন?

খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৫টা।

কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে?

ভারতে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস

লাইভ স্ট্রিমিং কোথায় হবে?

ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share