Ind vs Aus: সিংহ গর্জন! নাথান লায়নের ৮ উইকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ভারত শেষ ১৬৪ রানে

nathan-lyon_large_1726_145

মাধ্যম নিউজ ডেস্ক: মাত্র আড়াই দিনেই শেষ হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্ট (Ind vs Aus) ম্যাচ। বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy) তৃতীয় টেস্ট জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র ৭৬ রান। নাথান লায়নের দাপটে দ্বিতীয় ইনিংসে ভারতকে ১৬৪ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। সিংহ গর্জনে দিশেহারা হয়ে পড়েন ভারতের প্রথম সারির ৮ ব্যাটসম্যান। রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পুজারা, রবীন্দ্র জাদেজা, শ্রীকর ভরত, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ সিরাজ সকলেই সিংহের শিকার। 

ভারত বনাম অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে লায়নের শিকার

প্রতি বারের মতো এ বারও ভারতীয় ব্যাটারদের সমস্যায় ফেলছেন লায়ন। চলতি বর্ডার-গাভাসকর সিরিজে এখনও পর্যন্ত লায়ন পেয়েছেন ১৯ উইকেট। তিনটি টেস্টে ভারত ব্যাট করেছে পাঁচটি ইনিংস। অর্থাৎ ৫০টি উইকেটের মধ্যে ১৯টিই তাঁর দখলে। স্পিন বল খেলার ক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের সুনাম রয়েছে। কিন্তু নাথান লায়নের সামনে বারবারই দিশেহারা হয়ে যান রোহিতরা। বৃহস্পতিবার ৮ উইকেট নিয়ে লায়ন ভারত-অস্ট্রেলিয়া টেস্ট (Ind vs Aus) সিরিজের সফলতম স্পিনার হলেন। ভেঙে দিলেন অনিল কুম্বলের ১১১টি উইকেটের রেকর্ড। এখন তাঁর উইকেট সংখ্যা ১১২। প্রথম পাঁচের বাকি তিন জন অবশ্য ভারতের। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছেন অশ্বিন (১০৬), হরভজন সিংহ (৯৫) এবং জাদেজা (৮৪)। এই নিয়ে টেস্ট ক্রিকেটে ২৩ বার ইনিংসে ৫ উইকেট পেলেন লায়ন। ভারতের বিরুদ্ধে পেলেন নবম বার। 

আরও পড়ুন: ভারতীয় ফুটবলে ইতিহাস! সন্তোষ ট্রফিতে ব্যবহার করা হল ‘ভার’ প্রযুক্তি

ইনদওর টেস্টের শুরু থেকেই চাপে ছিল ভারত। প্রথম দিনেই ১০৯ রানে অল আউট হয়ে যান রোহিত শর্মারা। অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে লিড নিয়ে নেয়। প্রথম দিনেই ১৫৬ রান তোলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতে রান তুললেও উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে মাত্র ৮৮ রানে লিড পেয়েছিল তারা। হাতে তিন দিন এবং দু’টি সেশন থাকলেও ভারত আবার বড় রান তুলতে ব্যর্থ। ১৬৩ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final) খেলতে আর একটা টেস্টে জয় বা ড্র হলেই চলবে। ইনদওর টেস্টে যা পরিস্থিতি তাতে সিরিজের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে ভারতকে।  ইনদওরের পিচে রান তোলা কঠিন হলেও ৭৬ রান আহামরি নয়। তৃতীয় দিনের প্রথম সেশনেই জয়ের লক্ষ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে অজিরা (Ind vs Aus)। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share