Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Kuntal Ghosh: কুন্তলের থেকেও টাকা এসেছিল পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে, নয়া তথ্য ইডির

    Kuntal Ghosh: কুন্তলের থেকেও টাকা এসেছিল পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে, নয়া তথ্য ইডির

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে এল এক নয়া তথ্য। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার সঙ্গে যোগ আছে কুন্তল ঘোষেরও (Kuntal Ghosh)। টাকা এসেছিল কুন্তলের থেকেও। 

    কুন্তল ঘোষের (Kuntal Ghosh) বাড়ি থেকে টাকা উদ্ধার না হলেও কেন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল তাঁকে? তৃণমূল যুবনেতার আইনজীবীর এই প্রশ্নের জবাবে আদালতে ইডি দাবি করে, পার্থ-অর্পিতার সঙ্গে কুন্তলের যোগ রয়েছে। 

    প্রসঙ্গত, কুন্তলের (Kuntal Ghosh) বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। মানিক ভট্টাচার্য-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের বয়ানের ভিত্তিতেই গ্রেফতার করা হয় কুন্তলকে। ইডি হেফাজতে জেরা করে কুন্তলের থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে খবর রয়েছে।

    কী দাবি ইডির? 

    ইডির তদন্তে উঠে এসেছে, চাকরি দেওয়ার নাম করে বাজার থেকে কুন্তল কোটি কোটি টাকা তুলেছে। কীভাবে টাকা তোলা হয়েছে? ইডি আদালতে দাবি করেছে, ১৩০ জনের থেকে ৮ লক্ষ টাকা নিয়েছেন কুন্তল। শুধু তাই নয়, ১২০০ জনের থেকে ২০ হাজার করে নেওয়া হয়েছে। এর আগে আদালতে ইডি জানিয়েছিল, কুন্তলের (Kuntal Ghosh) বাড়ি থেকে ৩০টি ওএমআর শিট উদ্ধার হয়েছে। আশ্চর্যের বিষয, সেই ওএমআর শিটগুলি ছিল গত ১১ ডিসেম্বর নেওয়া টেট পরীক্ষার। শুক্রবার আদালতে ইডি ফের দাবি করেছে, কুন্তলের বাড়ি থেকে উদ্ধার হওয়া ওএমআর শিটের সংখ্যা ৩০ নয়, ২৫০!

    আরও পড়ুন: সবাই নাগরিক হলে ৭১- এর দলিল চায় কেন? সিএএ প্রসঙ্গে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    এদিকে কুন্তলের (Kuntal Ghosh) একাধিক অফিসের খোঁজে তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইডি সূত্রে দাবি, একাধিক অফিসের সন্ধান পাওয়া গিয়েছে, যেখানে নিয়োগ দুর্নীতির বৈঠক হয়েছে সেই অফিসগুলিতেই। কারা আসতেন সেখানে? তদন্ত করতে গিয়ে ইডি জানতে পেরেছে কুন্তল ঘোষের বিভিন্ন এজেন্ট আসতেন সেখানে। তাদের সঙ্গে আলোচনায় বসতেন কুন্তল। খোঁজ নিতেন এজেন্টরা কি ভাবে কাজ করছেন। এমনকি যে প্রভাবশালী যোগ উঠে এসেছে, এই অফিসগুলিতেই হয়েছে একাধিক বৈঠক, যেখানে এসেছেন প্রভাবশালীরা, দাবি ইডির।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Suvendu Adhikari: সবাই নাগরিক হলে ৭১- এর দলিল চায় কেন? সিএএ প্রসঙ্গে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    Suvendu Adhikari: সবাই নাগরিক হলে ৭১- এর দলিল চায় কেন? সিএএ প্রসঙ্গে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এনআরসি-সিএএ নিয়ে তৃণমূল সরকারকে তুলোধনা করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার নবদ্বীপের সভা থেকে মতুয়াদের উদ্দেশে বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর বার্তা দ্রুত এই আইন কার্যকর হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকেও আক্রমণ শানান তিনি। বিরোধী দলনেতার অভিযোগ, ভিন রাজ্যে মতুয়াদের পরিচয় নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। দেশের অন্যান্য নাগরিকদের সঙ্গে তা হয় না। কিন্তু তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন বাংলায় সিএএ লাগু হতে দিচ্ছে না, সে বিষয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু।

    কী বলেন শুভেন্দু? 

    নবদ্বীপের সভার শুরুতেই শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “সিএএর দরকার কিসের? আমরা তো সকলেই নাগরিক। পরিযায়ী শ্রমিক হয়ে আমাদের মতুয়া বন্ধুদের যখন পেটের টানে বাইরে চাকরির জন্য যেতে হয়, ভিসা, পাসপোর্ট করাতে যেতে হয়, বাংলাদেশে আত্মীয়দের বাড়িতে যেতে হয়, তখন ডিআইবি অফিস কেন ৭১ সালের দলিল চায়? অন্যদের থেকে তো চাওয়া হয় না! এই বিভেদ মুছতেই কেন্দ্র সরকার সিএএ চালু করতে চায়। আমরা আশাবাদী, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। দ্রুতই সিএএ কার্যকর হবে।”

    মতুয়া ধর্মগুরুর নাম ভুল উচ্চারণ নিয়েও মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে দাবি করেন, মতুয়া সম্প্রদায়ের বড় মায়ের চিকিৎসা করিয়েছেন তিনি। এদিন সেই দাবিকেও নস্যাৎ করেছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, “চিকিৎসা হয়েছে সরকারি হাসপাতালে। সরকারি খরচে। মুখ্যমন্ত্রীর এই দাবি অত্যন্ত নিম্নরুচির পরিচয়।”    

    শুভেন্দুর (Suvendu Adhikari) কথায়, “প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৯ সালে ঠাকুরনগরে এসে যে কথা দিয়েছিলেন, তা মেনে লোকসভা ও রাজ্যসভায় সিএএ গৃহীত হয়েছে। আমরা সকলে প্রত্যাশায় রয়েছি, অপেক্ষায় রয়েছি, আইন তৈরির পর তা কার্যকরের প্রক্রিয়া কবে শুরু হবে! আমরা আশাবাদী, আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তাই নবদ্বীপের এই সম্মেলন থেকে আওয়াজ তুলব, অবিলম্বে পশ্চিমবঙ্গে সিএএ চালু করা হোক।”

    আরও পড়ুন: বীরভূমে বোমা বিস্ফোরণে আহত তৃণমূল নেতার ভাই, মৃত ১

    তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “মুখ্যমন্ত্রী ১২ বছর পুলিশমন্ত্রী। আপনি তো চাকরি দিতে পারেননি। কর্মসংস্থান দিতে পারেননি। কোটি কোটি টাকায় চাকরি বেচেছেন।” তিনি আরও বলেন, “এই যে মাঝখানে একটা প্রাচীর তৈরি করে রেখেছে, এর বিরুদ্ধে ১৯৪৫ সাল থেকে ঠাকুরের লড়াই। এই লড়াই সফল হয়েছে নরেন্দ্র মোদিজি, অমিত শাহজির সৌজন্যে। ব্যবস্থাপক সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর। এদের বরাবরের জন্য সম্মান করব। এদের কাজকে মর্যাদা দেব।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Birbhum Blast: বীরভূমে বোমা বিস্ফোরণে আহত তৃণমূল নেতার ভাই, মৃত ১

    Birbhum Blast: বীরভূমে বোমা বিস্ফোরণে আহত তৃণমূল নেতার ভাই, মৃত ১

    মাধ্যম নিউজ ডেস্ক: গুণ্ডারাজের বীরভূম। পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা বিস্ফোরণে (Birbhum Blast) কেঁপে উঠল অনুব্রতর জেলা। বোমা ফেটে গুরুতর জখম হলেন খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই। মৃত্যু হয়েছে তাঁর এক বন্ধুর। শনিবার রাতে বীরভূমের মাড়গ্রামে ঘটেছে ঘটনাটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এটা বোমাবাজির ঘটনা নাকি মজুত থাকা বোমা থেকে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই মূল অভিযুক্তসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    কী জানা গেল? 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ মাড়গ্রাম হাসপাতাল মোড়ে বোমা বিস্ফোরণের (Birbhum Blast) ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়েছে মাড়গ্রাম-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ। মৃত্যু হয়েছে লাল্টু শেখের বন্ধু নিউটন শেখের। ঠিক কী কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাড়গ্রাম-১ নম্বর গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেস পরিচালিত। এই গ্রামে প্রায়ই বোমাবাজি (Birbhum Blast), সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এদিন রাত ১০টা নাগাদ হাসপাতাল মোড়ে বোমাটি ফাটে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাড়গ্রাম-১ গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও তাঁর বন্ধু নিউটন। দুজনেই গুরুতর জখম হন। খবর পেয়েই মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গুরুতর জখম দুজনকে উদ্ধার করে রামপুরহাট গর্ভণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নিউটনের। সংকটজনক অবস্থায় রয়েছেন লাল্টুও। 

    মৃত নিউটন শেখের ভাইপো ফিরাজুল ইসলাম বলেন, “রাজনেতিক প্রতিহিংসা থেকে আমার কাকাকে খুন করা হয়েছে। যাঁরা বোমা ছুঁড়েছে তাঁরা আগে বিজেপি করত এখন কংগ্রেসে যোগ দিয়েছে। থানায় অভিযোগ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন: মার্কিন সমীক্ষা অনুযায়ী বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে শীর্ষে নরেন্দ্র মোদি

    স্থানীয়রা দাবি করেছেন, বাইকে করে বোমা (Birbhum Blast) নিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরণে ঘটেছে দুর্ঘটনা। পাশাপাশি জনবহুল এলাকা হাসপাতাল মোড়ে সন্ধ্যের দিকে ঘটনাটি ঘটলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা। আর যে ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।  

    সম্প্রতি বীরভূম সফর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই এই বোমা বিস্ফোরণ! প্রশ্নের মুখে রাজ্যের নিরাপত্তা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

     

  • Hillary Clinton: দুদিনের গুজরাট সফরে আসছেন হিলারি ক্লিনটন, শ্রদ্ধা জানাবেন ইলা ভাটকে

    Hillary Clinton: দুদিনের গুজরাট সফরে আসছেন হিলারি ক্লিনটন, শ্রদ্ধা জানাবেন ইলা ভাটকে

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন মার্কিন বিদেশমন্ত্রী হিলারি ক্লিনটন (Hillary Clinton) রবিবার দুদিনের গুজরাট সফরে আসছেন। সমাজকর্মী এবং গান্ধীবাদী ইলা ভাটকে শ্রদ্ধা জানাবেন তিনি। গত বছরের নভেম্বরে প্রয়াত হয়েছেন ইলা ভাট। ইলা ভাটের প্রতিষ্ঠিত স্ব-কর্মসংস্থান মহিলা সমিতির কর্মসূচিতে অংশ নেবেন হিলারি।  

    দুদিনের সফরে তিনি প্রথমে আহমেদাবাদে ভাটকে শ্রদ্ধা জানাবেন এবং ওইদিনই সেওয়ার অফিসে ফিয়ে সদস্যদের সঙ্গে কথা বলবেন। সোমবার হিলারি ক্লিনটন (Hillary Clinton) সুরেন্দ্রনগর জেলার  ধ্রাংধরা যাবেন। সেখানে সেওয়ার গ্রামীণ উদ্যোগের অংশ হিসাবে লবণ প্যান কর্মীদের সঙ্গে কথা বলবেন। এমনটাই জানান প্রোগ্রাম কোঅর্ডিনেটর রশ্মি বেদী।

    আরও পড়ুন: কৃষি ও সংশ্লিষ্ট পণ্যের রফতানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে! সংসদে দাবি কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের    

    রশ্মি বেদী আরও বলেন, “হিলারি ক্লিনটন ২:৪৫-৪:০০ – এর মধ্যে আহমেদাবাদে সেওয়ার অভ্যর্থনা কেন্দ্র পরিদর্শন করবেন এবং সদস্যদের সঙ্গে কথা বলবেন। তিনি (Hillary Clinton) সেখানে বক্তৃতাও  দেবেন। এর আগে তিনি ২০২২ সালে সেওয়া ফাউন্ডেশনের ৫০ তম বর্ষ উদযাপনের অনুষ্ঠানে ভিক্টোরিয়া গার্ডেনে ইলা ভাটের রোপিত একটি বটগাছের কাছে একটি ফলক উন্মোচন করবেন।”

    আরও পড়ুন: ফের রক্তাক্ত বাসন্তী! বোমা বাঁধার সময় বিস্ফোরণে মৃত্যু ১ জনের, আহত ২

    বয়সজনিত অসুস্থতার কারণে গত বছরের ২ নভেম্বর মৃত্যু হয় ইলা ভাটের। হিলারি ক্লিনটন (Hillary Clinton) এবং ইলা ভাট একে অপরকে ১৯৯৫ সাল থেকে চিনতেন। ২০১৮ সালের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে, নারী অধিকার কর্মীর কাজকে “বিপ্লবী পরীক্ষা” হিসাবে বর্ণনা করেছিলেন হিলারি। ক্লিনটন পোস্টে লিখেছিলেন, “১৯৭২ সালে তিনি মহিলাদের ঋণ দেওয়ার জন্য একটি ছোট সংস্থা শুরু করেছিলেন। যা তাদের কাজের পরিপূর্ণতা খুঁজে পেতে এবং তাদের পরিবারের মঙ্গলে অবদান রাখতে সহায়তা করতে পারে। এটির নাম ছিল স্ব-কর্মসংস্থান মহিলা সমিতি বা SEWA।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     
     
  • TCS: ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত সংস্থার তালিকায় টিসিএস

    TCS: ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত সংস্থার তালিকায় টিসিএস

    মাধ্যম নিউজ ডেস্ক: ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানির তালিকায় স্থান পেয়েছে ভারতীয় সংস্থা টাটা কনসাল্টেন্সি সার্ভিস (TCS)। কর্পোরেট খ্যাতির ব্যারোমিটার হিসাবে বিবেচিত, তালিকাটি বিশ্বজুড়ে ব্যবসায়িক নির্বাহী, পরিচালক এবং বিশ্লেষকদের একটি সমীক্ষার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। উদ্ভাবন, সামাজিক দায়বদ্ধতা, ব্যবস্থাপনার গুণমান, বৈশ্বিক প্রতিযোগিতা, প্রতিভা ব্যবস্থাপনা এবং পণ্য/পরিষেবার গুণমানের ভিত্তিতে কোম্পানির মূল্যায়ন করা হয়। 

    টিসিএস উত্তর আমেরিকার চেয়ারম্যান সুরেশ মুথুস্বামী এ বিষয়ে বলেন, “টিসিএস (TCS) ফরচুন ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রশংসিত কোম্পানির তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে সম্মানিত। বিশেষ করে যেহেতু আমরা আমাদের অনেক ক্লায়েন্টের সঙ্গে এই সফলতা ভাগ করে নিতে চাই।” তিনি আরও বলেন, “এই স্বীকৃতি আমাদের দীর্ঘমেয়াদী, উদ্দেশ্য-চালিত অংশীদারিত্বের ফল। এই সাফল্যের কৃতিত্বের ভাগীদার আমাদের সঙ্ংআমাদের ক্লায়েন্ট এবং অন্যান্য স্টেকহোল্ডাররাও।” উদ্ভাবন, বৃদ্ধি এবং রূপান্তর উদ্যোগে বিশ্বের কিছু বড় কর্পোরেশনের সঙ্গে অংশীদারিত্ব রয়েছে টিসিএসএর। গত এক দশকে বিশ্বে শিল্প-নেতৃত্বে বড় জায়গা করে নিয়েছে টাটাদের এই সংস্থা। ক্রমাগত ক্লায়েন্টদের লাভের কথা মাথায় রেখে নতুন সুযোগের সন্ধান করা, সক্রিয়ভাবে নতুন সক্ষমতায় বিনিয়োগ করা, এর কর্মীদের দক্ষ করে তোলা এবং নতুন পরিষেবা, সমাধান, পণ্য এবং প্ল্যাটফর্ম চালু করার ক্ষেত্রে টিসিএস যথেষ্ট ভালো কাজ করেছে।

    আরও পড়ুন: আবাস যোজনায় মুখ পুড়ল রাজ্যের, প্রাপকদের তালিকায় থাকা মাত্র ৭৩ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে 

    বিশ্ব মন্দার মাঝেও লাভ টিসিএসের 

    সম্প্রতি টিসিএস (TCS) ১০,৪৩১ কোটি টাকার নেট লাভ করেছে। এই প্রথমবার কোনও অর্ধে ১০,০০০ কোটি টাকার লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে সংস্থা। এমনিতে টিসিএসের চাকরিকে অন্যতম নিরাপদ চাকরি বলে মনে করা হয়। যখন সারা বিশ্বে বড়-বড় সংস্থা থেকে কর্মী ছাঁটাই চলছে, সে সময়েও টিসিএসে ১২০০ নতুন কর্মী যোগ দিয়েছেন। তাছাড়া ২০২২ সালের জুলাই-সেপ্টেম্বর এই সময়ের মধ্যে সংস্থার কর্মী সংখ্যা ৯,৮৪০ জন বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানির মোট কর্মী সংখ্যা দাঁড়িয়েছে ৬,১৬,১৭১।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

     

  • Awas Yojana: আবাস যোজনায় মুখ পুড়ল রাজ্যের, প্রাপকদের তালিকায় থাকা মাত্র ৭৩ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে

    Awas Yojana: আবাস যোজনায় মুখ পুড়ল রাজ্যের, প্রাপকদের তালিকায় থাকা মাত্র ৭৩ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের বিরুদ্ধে আবাস যোজনা (Awas Yojana) দুর্নীতির অভিযোগ উঠেছে। তাই টাকা এখনও রিলিজ করেনি কেন্দ্র। আর তার মাঝেই নতুন অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় উপভোক্তাদের তালিকা তৈরির কাজ প্রায় শেষ। কিন্তু সেই তালিকায় তালিকাভুক্ত উপভোক্তাদের মাত্র ৭৩.৫ শতাংশের আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে। এখনও অনেকের নামের সঙ্গে আধার কার্ড সংযোগের কাজই শেষ করতে পারেনি রাজ্য। এই তথ্য সামনে আসতেই অস্বস্তিতে নবান্ন।

    কী জানা গেল? 

    সর্বশেষ তথ্য থেকে জানা গিয়েছে, এই প্রকল্পে ১১ লক্ষ ৬৭ হাজার ৫৮৮ জন উপভোক্তার নাম নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৮ লক্ষ ৫৭ হাজার ৮৮৫ জন অর্থাৎ ৭৩.৫ শতাংশের নাম আধার সংযোগ সম্পূর্ণ হয়েছে। যদিও আবাস যোজনার (Awas Yojana) অধীনে বাড়ি পেতে গেলে আধার সংযোগ বাধ্যতামূলক তা আগেই রাজ্যের তরফে জানানো হয়েছিল জেলাগুলিকে। তারপরেও কেন এত গড়িমসি তা নিয়েই জেলাগুলিকে বিশেষ নির্দেশ দিল নবান্ন। 

    তবে শুধু এই একটি প্রকল্পই নয়, যে কোনও কেন্দ্রীয় প্রকল্পেই (Awas Yojana) এখন উপভোক্তাদের নামের সঙ্গে আধার সংযোগ স্থাপন করা বাধ্যতামূলক। কারণ কেন্দ্রীয় সরকার এখন থেকে সরাসরি প্রকল্পের টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে চায় আধার বেস পেমেন্ট সিস্টেমের মাধ্যমে। এর জন্য ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াকে সামনে আনা হয়েছে। তাদের কাছে উপভোক্তাদের প্রত্যকের আধার কার্ড নথিভুক্ত থাকবে। তারাই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। এর দুটি সুবিধা। এক, উপভোক্তার আধার কার্ড স্ক্যান করলেই জানা যাবে সে কোন কোন প্রকল্পের টাকা পেয়েছে। দুই, এক জনের নাম করে অন্য জন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা তুলতে পারবে না।

    আরও পড়ুন: ‘এটা কেন্দ্রের জবাব দেওয়ার মতো বিষয় নয়’, আদানি ভাঙন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী 

    অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গ উপভোক্তাদের (Awas Yojana) আধার সংযোগ স্থাপনের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে। শুধু একটি প্রকল্পই নয়, দেখা গিয়েছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্দ্বী ভাতার ক্ষেত্রে অনেকের আধার কার্ড সরকারের কাছেও নেই। এই মুহূর্তে রাজ্যের ১৪ লক্ষ ৪১ লক্ষ ৪৬০ জন মানুষ এই তিন কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। কিন্তু এদের মধ্যে মাত্র ৯ লক্ষ ৭৯ হাজার ৬০০ জনের আধার কার্ড সংযোগ করা হয়েছে।

    রাজ্যের মধ্যে সবথেকে পিছিয়ে রয়েছে কলকাতার পার্শ্ববর্তী দুই জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। এরপরই রয়েছে, কোচবিহার, নদিয়া, ঝাড়গ্রামের নাম। আনন্দধারা প্রকল্পেও ৮০.৮ শতাংশ স্বনির্ভর গোষ্ঠীর উপভোক্তাদের আধার সংযোগ স্থাপন করা হয়েছে। যেখানে মহারাষ্ট্র ৯৫.৪ শতাংশ, অন্ধ্র প্রদেশ ৯০.৯ শতাংশ করে ফেলেছে। আর এবার তা নিয়ে জেলাগুলিকে দ্রুত আধার কার্ড সংযোগ স্থাপনের নির্দেশ দিয়েছে নবান্ন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

  • Nirmala Sitharaman: ‘এটা কেন্দ্রের জবাব দেওয়ার মতো বিষয় নয়’, আদানি ভাঙন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

    Nirmala Sitharaman: ‘এটা কেন্দ্রের জবাব দেওয়ার মতো বিষয় নয়’, আদানি ভাঙন নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গের রিপোর্টের কারণে বড় ক্ষতির মুখে আদানি গ্রুপ। গৌতম আদানির সম্পত্তি মাত্র ১০ দিনের মধ্যেই কার্যত অর্ধেকে এসে ঠেকেছে। শেয়ার বাজারে আদানি গ্রুপের সবকটি স্টকেরই দাম পড়েছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দর শেষ ৫ দিনে ৫০ শতাংশ কমেছে। ভারতের শেয়ার বাজারের সূচকও নিম্নমুখী। এবার এ নিয়ে মুখ খুললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)।

    শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) আশ্বাস দিয়ে বলেন, দেশের বাজার রয়েছে ‘যথেষ্ট নিয়ন্ত্রণে’। পাশাপাশি তিনি বলেন, আদানি গ্রুপের বিতর্কের জেরে যে বিনিয়োগকারীদের আস্থা ও বিশ্বাসকে প্রভাবিত করবে, তা তিনি আশা করেননি। তিনি এও বলেন যে, এটা কেন্দ্রের উত্তর দেওয়ার মতো বিষয় নয়। নিয়ন্ত্রকরা বিষয়টি খতিয়ে দেখছেন।  

    প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন আর্থিক রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের বিরুদ্ধে রিপোর্ট প্রকাশ করে। আর তাতেই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্থ আদানি গ্রুপ। খোদ গৌতম আদানির সম্পত্তি ১২০ বিলিয়ন ডলার থেকে নেমে এসেছে ৬১.৯ বিলিয়ন ডলারে। বিশ্বের তৃতীয় ধনীতম ব্যক্তি এক ধাক্কায় ছিটকে গিয়েছেন ২১ তম স্থানে। রিসার্চ সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছিল, আদানি গ্রুপ কারচুপি করে নিজেদের শেয়ারের দাম বাড়িয়েছে। যদিও আদানি গ্রুপ হিন্ডেনবার্গের এই রিপোর্টকে ‘ভুয়ো’ বলে দাবি করেছে। 

    সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে স্বাক্ষাৎকারে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) দাবি করেন, দেশ ‘সম্পূর্ণ সুশাসনে’ রয়েছে। দেশের বাজার ‘খুব ভালোভাবে নিয়ন্ত্রিত আর্থিক বাজার’ হিসেবে রয়েছে। সীতারমন এপ্রসঙ্গে জানিয়েছেন, “গোটা বিশ্বে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু ভারতীয় আর্থিক বাজারগুলি কতটা ভালোভাবে পরিচালিত হচ্ছে, সে বিষয়ে কিছু বলা হচ্ছে না।”

    এসবিআই- এলআইসি নিয়ে কী বললেন অর্থমন্ত্রী? 

    এদিকে, আদানি গ্রুপের শেয়ারের দাম যত পড়ছে, তত দুশ্চিন্তা বাড়ছে আমজনতার। কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং জীবন বিমা নিগমের সঙ্গে আদানি গোষ্ঠীর যোগ রয়েছে। এই দুই সংস্থাই আদানি গ্রুপকে বড় অঙ্কের ঋণ দিয়েছে বলে দাবি করা হয়েছে। আবার আদানি গ্রুপে বিনিয়োগ করেছে এলআইসি। সেই উদ্বেগের মধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) আশ্বাস দিলেন, এখনও আদানি গ্রুপে টাকা ঢেলে লাভ করছে এলআইসি এবং এসবিআই।

    অর্থমন্ত্রী সীতারামন (Nirmala Sitharaman )বলেন, “আদানি নিয়ে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এলআইসি বিস্তারিত বিবৃতি জারি করেছে। আদানি গ্রুপে ওরা বেশি টাকা ঢালেনি। ওরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে অনুমোদিত সীমার মধ্যেই ওরা টাকা ঢেলেছে এবং লাভজনক অবস্থায় আছে।”

    শুক্রবার ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআইয়ের চেয়ারম্যান দীনেশ খারা দাবি করেছেন, আদানি গ্রুপে সার্বিকভাবে ২৭,০০০ কোটি টাকা ঢেলেছে এসবিআই। যা রাষ্টায়ত্ত ব্যাঙ্কের মোট মূলধনের ০.৮৮ শতাংশ।

    এদিকে, গত ৩০ জানুয়ারি এলআইসির তরফে বিবৃতিতে (Nirmala Sitharaman) দাবি করা হয়, আদানি গ্রুপে যে পরিমাণ টাকা ঢেলেছে এলআইসি, তা মোট বিনিয়োগের এক শতাংশেরও কম। ৩৬,৪৭৪.৭৮ কোটি টাকা। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, আদানি এন্টারপ্রাইজের ফলো-অন পাবলিক অফারিংয়ে বিনিয়োগ করেছিল এলআইসি। যদিও সেই এফপিও তুলে নিয়েছে আদানি এন্টারপ্রাইজ। টাকা ফিরিয়ে দেওয়া বলেও জানিয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

     

     

  • Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০০ দিন পার ঋষি সুনাকের, কী বললেন তিনি?

    Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০০ দিন পার ঋষি সুনাকের, কী বললেন তিনি?

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার প্রথম নন-শ্বেতাঙ্গ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে ১০০তম দিন পার করলেন ঋষি সুনাক (Rishi Sunak)। এক টিভি সাক্ষাত্কারে, সুনাক জানান যে কেন তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। সুনাক বলেন, “আমার জন্য এটি কর্তব্য। হিন্দুধর্মে ধর্মের মূল অর্থই হল কর্তব্য। আর এভাবেই আমি বড় হয়েছি। সঠিক কাজ করার লক্ষ্যে অবিচল থাকার চেষ্টা করব।”  

    তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী (Rishi Sunak) হিসেবে দীপাবলির একদিন পর গত বছর ২৫ অক্টোবর ১০ ডাউনিং স্ট্রিটের অফিসের দায়িত্ব গ্রহণ করেন। তীব্র রাজনৈতিক অস্থিরতার মধ্যেই হয়েছিল সুনাকে রাজ্যাভিষেক। তাঁর পূর্বসূরি লিজ ট্রাস মাত্র ৪৫ দিনের মাথায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। 

    আরও পড়ুন: চলতি বছর থেকেই দেশে চালু হাইড্রোজেন ট্রেন! দার্জিলিঙে চলবে কবে? রেলমন্ত্রী বললেন…  

    সুনাক (Rishi Sunak) আরও বলেন, “যদিও এটি দুঃস্বপ্নের মতো কাজ ছিল… আমার ধারণা ছিল, আমি পার্থক্য আনতে পারি। জানতাম কাজটা চ্যালেঞ্জিং হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিস্থিতিতে আমি আমার কর্তব্য পালন করেছি। আমি সেবায় গভীরভাবে বিশ্বাস করি। আমি জানতাম, যে আমি দেশের জন্য একটি পার্থক্য আনতে পারি।”

    গীতা ছুঁয়ে শপথ 

    ব্রিটেনের সাউদাম্পটনে জন্ম ঋষির (Rishi Sunak)। বাবা যশবীর সুনক ছিলেন পেশায় চিকিৎসক। মা ঊষা ফার্মাসিস্ট, ওষুধের দোকান চালাতেন। ঋষির দাদু ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। সুনকের বাবা-মা পূর্ব আফ্রিকা থেকে ব্রিটেন চলে যান ১৯৬০ সালে। পড়াশোনায় ঋষি ছিলেন তুখোড়। অক্সফোর্ড ও স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট তিনি। এই স্ট্যান্ডফোর্ডে পড়তে গিয়েই আলাপ ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষতার সঙ্গে। ২০০৯ সালে বিয়ে করেন ঋষি-অক্ষতা। তাঁদের দুই মেয়ে। একজন অনুষ্কা, অন্যজন কৃষ্ণা। ভারতে থাকা আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করতে ঋষিকে সপরিবারে বেঙ্গালুরুতে আসতে দেখা যায় প্রায়ই। 

    ২০১৫ সালের মে মাসে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হন ঋষি(Rishi Sunak)। ইয়র্কশায়ারের রিচমন্ড কেন্দ্র থেকে জিতে আসেন তিনি। হিন্দু ধর্মগ্রন্থ গীতা ছুঁয়ে শপথ নেন। ব্রিটিশ পার্লামেন্টে তিনিই প্রথম, যিনি এভাবে শপথ নিয়েছেন। ২০২০ সালে তাঁকে বসানো হয় ব্রিটিশ ক্যাবিনেটের চান্সেলর অফ এক্সচেকার পদে। কোভিড অতিমারি পরিস্থিতিতে কর্মী ও ব্যবসায়ীদের জন্য অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করে ব্রিটেনবাসীর মন জয় করে নেন ঋষি। যদিও বিভিন্ন পরিবারে কস্ট অফ লিভিং সাপোর্ট না করায় বিস্তর সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • BSF Recruitment: নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিএসএফ, শূন্যপদ ১৪১০, জানুন বিস্তারিত

    BSF Recruitment: নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বিএসএফ, শূন্যপদ ১৪১০, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে বর্ডার সিকিওরিটি ফোর্স (BSF Recruitment)। ১৪১০ ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারেন।ীই বিষয়ে জেনে নিন কিছু বিস্তারিত তথ্য। প্রতিষ্ঠানের তরফে মোট ১৪১০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। ১৩৪৩টি পদ পুরুষ প্রার্থী এবং ৬৭টি পদ মহিলা প্রার্থীদের জন্য।

    আরও পড়ুন: কুয়েট স্নাতক স্তরের রেজিস্ট্রেশন শুরু হতে চলেছে খুব শীগগির, জানুন বিস্তারিত

    কবলার- ২৩টি পদ, টেইলর- ১৩টি পদ, প্লাম্বার- ২৩টি পদ, পেইন্টার- ১৭টি পদ, ইলেকট্রিশিয়ান- ১২টি পদ, পাম্প অপারেটর- ১টি পদ, ড্রটসম্যান- ৮টি পদ, আপহলস্টার- ১টি পদ, টিন স্মিথ- ১টি পদ, বুচার- ১টি পদ, কুক- ৪৮০টি পদ, ওয়াটার ক্যারিয়ার- ২৯৪টি পদ, ওয়াশার ম্যান- ১৩২টি পদ, বার্বার- ৬০টি পদ, সুইপার- ২৭৭টি পদ, ওয়েটার- ৫টি পদ, মালি- ২৬টি পদ, খোজি- ৩৬টি পদ (BSF Recruitment)।

    আরও পড়ুন: ফের খারিজ পার্থের জামিনের আবেদন, ১৬ তারিখ পর্যন্ত থাকবেন জেলেই 

    জরুরী তথ্য 

    • পদের নাম: কনস্টেবল (ট্রেডসম্যান)
    • শূন্যপদের সংখ্যা: ১৪১০ (১৩৪৩ পুরুষ, ৬৭ মহিলা)
    • কাজের স্থান: ভারত
    • নির্বাচন পদ্ধতি: বিশদ দেখুন
    • আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলেছে
    • বেতনক্রম: ২১৭০০ টাকা- ৬৯১০০ টাকা 
    • আবেদন পদ্ধতি: অনলাইন
    • আবেদনের শেষ তারিখ: বিশদ দেখুন
    • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের দশম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং আইটিআই থেকে ২ বছরের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে।
    • বয়স: বয়স থেকে ১৮- ২৫ বছরের মধ্যে হতে হবে।

    কী করে আবেদন করবেন? 

    • বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর,ইমেল আইডি দিয়ে রেজিস্টার করুন আপনার অ্যাকাউন্ট।
    • সেখানে অনলাইন আবেদনের একটি ট্যাব পাবেন।
    • সেখানে গিয়ে আবেদন করুন।
    • সব তথ্য আপলোড করুন।
    • প্রিভিউ দেখে আবেদনপত্র সাবমিট করে দিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Recruitment Scam: কয়েক ঘণ্টার জন্য পর্ষদের ওয়েবসাইট ‘হ্যাক’ করে চাকরি, এই টোপেই কুন্তলের বাজিমাৎ?

    Recruitment Scam: কয়েক ঘণ্টার জন্য পর্ষদের ওয়েবসাইট ‘হ্যাক’ করে চাকরি, এই টোপেই কুন্তলের বাজিমাৎ?

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) উত্তাল গোটা রাজ্য। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। তারপর থেকেই সামনে এসেছে একের পর এক বিস্ফোরক তথ্য। এবার প্রকাশ্যে এল আরও এক ভয়ঙ্কর তথ্য। ইডির দাবি, পর্ষদের সাইট হ্যাক করেই চাকরির টোপ দিতেন কুন্তল। ইডি গোয়েন্দারা আগেই জানিয়েছেন চাকরিচ পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা নিতেন কুন্তল ঘোষ। ইডির প্রশ্ন ছিল, কীভাবে করানো হত এই চাকরি? তারপরেই সামনে এসেছে ওয়েবসাইট হ্যাক করার বিষয়টি। 

    প্রাথমিক শিক্ষকের চাকরি (Recruitment Scam) পেতে যেটা অবশ্যক তা হল টেট পাশের শংসাপত্র। সে আসলই হোক বা ভুয়ো। আর এই ভুয়ো শংসাপত্রই সাপ্লাই করতেন তৃণমূল যুবনেতা। টাকার বিনিময়ে এই সার্টিফিকেট পেতেন অযোগ্য চাকরিপ্রার্থীরা। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে ছিল না তাদের নাম। ইডি সূত্রে দাবি, ওই প্রার্থীদের নাম ওয়েবসাইটে না থাকার কারণ হল, পর্ষদের ওয়েবসাইট হ্যাক করে নকল শংসাপত্র বানানো হয়েছিল এবং সেই সাইবার অপরাধের মূল মাথা ধৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। 

    ইডি সূত্রে খবর, ভুয়ো নিয়োগপত্রের (Recruitment Scam) বিনিময়ে যুবনেতা প্রায় ৩ কোটি ২৫ লক্ষ টাকা তুলেছিলেন। ইডির আরও দাবি, বেসরকারি কলেজ সংগঠনের সভাপতি তাপস মণ্ডলের মাধ্যমে ৩২৫ জনের কাছ থেকে প্রাথমিকে নিয়োগের অগ্রিম টাকা তোলেন কুন্তল। মাথাপিছু এক লক্ষ টাকা। তবে সেই ৩২৫ জনের মধ্যে চাকরি হয়েছে মাত্র ২৭ জনের। অন্যদিকে, ওই ৩২৫ জনের কাছেই রয়েছে টেট পাশের ‘শংসাপত্র’, যা ডাউনলোড করা হয়েছে পর্ষদের ওয়েবসাইট থেকেই।

    আরও পড়ুন: চলতি মাসের ১৫ তারিখ পেশ হতে পারে রাজ্য বাজেট, জানালেন চন্দ্রিমা

    গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, হাতে ‘শংসাপত্র’ সত্ত্বেও পর্ষদের (Recruitment Scam) ওয়েবসাইটে নাম না আসায় বিচলিত হয়ে পড়েন চাকরিপ্রার্থীরা। বহুদিন দিন অপেক্ষা করেও নিয়োগপত্র না-আসায় অযোগ্য প্রার্থীরা কুন্তলকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। তাপসের উপরেও চাপ আসে। ইডির দাবি, কুন্তলের দুই কর্মচারী এই কাজে তাকে সাহায্য করত। কয়েক ঘণ্টার জন্য পর্ষদের ওয়েবসাইট ‘হ্যাক’ করে অযোগ্য প্রার্থীদের নাম ঢুকিয়ে দেওয়া হত তালিকায়।

    ফের তলব শান্তনুকে 

    এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও যুব তৃণমূল (Recruitment Scam) নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার তলব করেছে ইডি। ব্যাঙ্ক স্টেটমেন্ট ও সম্পত্তি সংক্রান্ত নথি নিয়ে আজই হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে শান্তনুর বলাগড়ের বাড়ি থেকে অ্যাডমিট কার্ড, শিক্ষক নিয়োগ সংক্রান্ত নথি উদ্ধার করে ইডি। ইডির দাবি, তাপস মণ্ডল ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করে শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে একাধিক তথ্য জানতে পেরেছেন গোয়েন্দারা। সেই সূত্রেই শান্তনুকে আজ ফের তলব করেছে ইডি।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share