Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Partha Chatterjee: ফের পার্থ-অর্পিতাকে এক মাসের জেল হেফাজতে পাঠাল আদালত

    Partha Chatterjee: ফের পার্থ-অর্পিতাকে এক মাসের জেল হেফাজতে পাঠাল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং অর্পিতা মুখোপাধ্যায়কে ফের এক মাসের জেল হেফাজতে পাঠাল আদালত। আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে হবে জেল হেফাজতে। ওইদিন আবার মামলাটির শুনানি হবে।  

    শনিবার পার্থ ও অর্পিতাকে ভার্চুয়ালি আদালতে পেশ করে ইডি। পার্থ (Partha Chatterjee) এবং অর্পিতা নিজেরদের শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন। জেল পরিষেবার দুরবস্থা নিয়েও এদিন অভিযোগ করেন অর্পিতা। কিন্তু কোনও কথাই শুনলেন না বিচারক। মঞ্জুর হল না জামিন।  

    কী বলেন দুই অভিযুক্ত? 

    এদিন পার্থর (Partha Chatterjee) কিছু বলার আছে নাকি জানতে চান বিচারক। উত্তরে পার্থ জানান, তাঁর প্রয়োজনীয় চিকিৎসা হচ্ছে না জেলে। অর্পিতাও বলেন, “শরীর ভাল নেই। জেল কর্তৃপক্ষ, চিকিৎসক সবাইকে সবটা বললেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যাচ্ছে না।” এদিন জেলের সেল নিয়েও সমস্যার কথা জানান অর্পিতা। তিনি বলেন, “অতটুকু জায়গায় থাকতে অসুবিধা হচ্ছে।” যদিও এসব কথায় কান দেননি বিচারক। দুজনের চিকিৎসায় যাতে ত্রুটি না হয়, তা খতিয়ে দেখতে বলেন তিনি।

    আরও পড়ুন: আদালতে আত্মসমর্পণ করলেন মানিক ভট্টাচার্যের স্ত্রী ও ছেলে 

    প্রাথমিক স্কুলে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে গত ২২ জুলাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থের (Partha Chatterjee) বাড়িতে তল্লাশি চালায় ইডি। তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়। এর পর ২৩ জুলাই গ্রেফতার হন পার্থ। তখন থেকেই প্রেসিডেন্সি জেলে বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় বন্দি রয়েছেন আলিপুর সেন্ট্রাল জেলে। গ্রেফতারির পর থেকেই শারীরিক কারণ দেখিয়ে আদালতের কাছে জামিনের আবেদন করে আসছেন পার্থ। কিন্তু এখনও সেই আবেদন মঞ্জুর হয়নি।  

    চলতি সপ্তাহেই সিবিআই (Partha Chatterjee) আদালতে দাবি করেছে, এজেন্ট নিয়োগ করে টাকার বিনিময়ে নিয়োগ করেছেন পার্থরা। অযোগ্য প্রার্থীদের ফোন করে টাকার বিনিময়ে নিয়োগের প্রস্তাব দিতেন সেই এজেন্টরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Anjali Kumari: সুলতানপুরী ঘটনার প্রধান প্রত্যক্ষদর্শীর মাদকপাচার যোগ? চাঞ্চল্যকর তথ্য

    Anjali Kumari: সুলতানপুরী ঘটনার প্রধান প্রত্যক্ষদর্শীর মাদকপাচার যোগ? চাঞ্চল্যকর তথ্য

    মাধ্যম নিউজ ডেস্ক: সুলতানপুরীর ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এল। অঞ্জলিমৃত্যু ঘটনার (Anjali Kumari) প্রধান প্রত্যক্ষদর্শী নিধি, এর আগে মাদকপাচারের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। পুলিশসূত্রে জানা গিয়েছে, আগ্রা রেলওয়ে স্টেশন থেকে ড্রাগসহ গ্রেফতার করা হয়েছিল নিধিকে। তেলেঙ্গানা থেকে ড্রাগ নিয়ে এসেছিলেন তিনি।

    এদিকে শুক্রবার অমিত খান্নার (Anjali Kumari) ভাই অঙ্কুশ খান্না সুলতানপুরী থানায় আত্মসমর্পণ করেছেন। এর আগে তিনি গাড়িচালকের বিষয়ে ভুল তথ্য দিয়েছিলেন এবং প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন। ঘটনার ষষ্ঠ অভিযুক্ত আশুতোষ বুদ্ধ বিহার থেকে গ্রেফতার হওয়ার পরই অমিত আত্মসমর্পণ করেন। 

    মূল অভিযুক্তকে আড়াল করার চেষ্টা 

    ঘাতক গাড়ির মালিকের আত্মীয় আশুতোষ ভরদ্বাজ। অঙ্কুশ বিরুদ্ধে (Anjali Kumari) অভিযোগ তিনি খুনিকে লুকোনোর চেষ্টা করেছেন। অঙ্কুশই তাঁদের আরেক ভাই দীপককে এই খুনের দায় নিজের কাঁধে নিতে রাজী করিয়েছিলেন। বলতে বলেছিলেন যে, তিনিই গাড়ি চালাচ্ছিলেন। কারণ অমিতের ড্রাইভিং লাইসেন্স ছিল না।

    দিল্লি পুলিশ ইতিমধ্যেই অমিত খান্না, দীপক খান্না, কৃষাণ, মিঠুন এবং মনোজ মিত্তলকে গ্রেফতার করেছে। নিহত অঞ্জলি কুমারীর পরিবারের জন্যে ১০ লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেছে অরবিন্দ কেজরিওয়াল সরকার।

    প্রসঙ্গত, বর্ষবরণের রাতে দিল্লির সুলতানপুরীর (Anjali Kumari) রাস্তা দিয়ে স্কুটি করে বাড়ি ফিরছিলেন ২০ বছরের অঞ্জলি সিংহ নামে এক তরুণী। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী নিধি। একটি গাড়ি ওই স্কুটিতে ধাক্কা মারে। অঞ্জলি ছিটকে গিয়ে ওই গাড়ির তলায় পড়ে যান। এই অবস্থাতেই তাঁকে ১৩ কিলোমিটার হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। মৃত্যু হয় ওই তরুণীর। এরপরে ওই গাড়ির তলা থেকে তরুণীর দেহ সরিয়ে ফেলে দিয়ে পালান অভিযুক্তরা। ঘটনার বিভৎসতায় কেঁপে উঠেছে গোটা দেশ।

    আরও পড়ুন: দিল্লির সুলতানপুরীর ঘটনায় এবার গ্রেফতার গাড়ির মালিক, এখনও অধরা ১

    পরবর্তীতে অঞ্জলির (Anjali Kumari) দেশের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, অঞ্জলির সারা দেহে ধুলো লেগেছিল। তরুণীর দেহে পোড়া দাগ রয়েছে। এই ধরনের দাগকে ‘ব্রাশ বার্ন’ বলা হয়। গাড়িটি চলতে থাকায় রাস্তার সঙ্গে চামড়ায় ঘষা লেগে এই পোড়া দাগ তৈরি হয়েছে। পায় ৪০টি ক্ষত রয়েছে দেহে। তবে যৌন হেনস্থার কোনও প্রমাণ পাওয়া যায়নি শরীরে। ঘটনাটিতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • UGC: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির নেওয়ার জন্য কুয়েটকে বেছে নেওয়ার আহ্বান জানাল ইউজিসি

    UGC: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতকোত্তর কোর্সে ভর্তির নেওয়ার জন্য কুয়েটকে বেছে নেওয়ার আহ্বান জানাল ইউজিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)- এর চেয়ারম্যান এম জগদেশ কুমার সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য কুয়েট-পিজি-কে বেছে নেওয়ার আবেদন জানালেন। এখনও অবধি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য কুয়েটকে বেছে নেওয়ার বিষয়টি বিকল্প ছিল। বিশ্ববিদ্যালয়গুলি ইচ্ছে করলে এতদিন নিজস্ব প্রবেশিকা পরীক্ষাও নিতে পারত।  

    ইউজিসি (UGC) প্রধান বিশ্বাস করেন যে কুয়েট সারা দেশে প্রার্থীদের জন্য একটি অভিন্ন এবং ন্যায়সঙ্গত প্ল্যাটফর্ম। বিশেষ করে উত্তর-পূর্ব, গ্রামীণ এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীদের জন্যে এই পরীক্ষাই সবচেয়ে সুবিধাজনক বিকল্প। কুয়েট-পিজির মাধ্যমে প্রার্থীরা বহু সংখ্যক কেন্দ্রীয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র একটি পরীক্ষা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ পেতে পারেন। এই পরীক্ষা অনেক বেশি পড়ুয়াকে কভার করতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি কে কুয়েট-ইউজি/পিজি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: আদালতের নির্দেশে রক্ষাকবচ রইল না অভিষেক-শ্যালিকার, পদক্ষেপ করতে পারবে ইডি? 

    কী বলেছেন ইউজিসি প্রধান? 

    সংবাদমাধ্যমকে এম জগদেশ কুমার (UGC) এই বিষয় বলেন, “কুয়েট সারাদেশের প্রার্থীদের, বিশেষ করে উত্তর-পূর্ব, গ্রামীণ এবং অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের প্রার্থীদের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম এবং সবাইকে সমান সুযোগ প্রদান করে। বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে পড়ুয়াদের আরও ভালো সংযোগ স্থাপনে সহায়তা করে। একটি একক পরীক্ষা প্রার্থীদের অনেক বেশি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার জন্যে আবেদন করার সুযোগ দেয়।”  

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    তিনি (UGC) আরও বলেন, “ন্যাশনাল টেস্টিং এজেন্সি- কে কুয়েট-ইউজি এবং পিজি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। কুয়েট- ইউজি- র মতো সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কুয়েট-পিজি- তেও যোগদান করা উচিত। এটি দেশের পড়ুয়াদের ভারতের সেরা বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার সুযোগ করে দেবে। আমি সমস্ত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে পিজি প্রোগ্রামে ভর্তির জন্য কুয়েট-পিজি- র স্কোর ব্যবহার করার অনুরোধ জানাচ্ছি।”   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Lalan Sheikh: এবার সিআইডির থেকে লালন শেখ মৃত্যুর কেস ডাইরি চাইল আদালত

    Lalan Sheikh: এবার সিআইডির থেকে লালন শেখ মৃত্যুর কেস ডাইরি চাইল আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: সিবিআই হেফাজতে মৃত্যু হয় বগটুই মামলার অন্যতম অভিযুক্ত লালন শেখের (Lalan Sheikh)। এই ঘটনায় তদন্তে নেমেছে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। শুক্রবার এই মামলার শুনানির সময় সিআইডির থেকে কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। শুক্রবার শুনানি চলার সময় বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশ দেন, আগামী সোমবারের মধ্যে সিআইডি-কে কেস ডায়েরি জমা দিতে হবে। তারপর ফের এই মামলার শুনানি হবে। 

    কী জানা গেল?  

    গত ১২ ডিসেম্বর রামপুরহাটের সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের শৌচাগার থেকে উদ্ধার হয় লালন শেখের (Lalan Sheikh) ঝুলন্ত দেহ৷ বীরভূম পুলিশের তরফে জানানো হয়, পার্শিয়াল হ্যাঙ্গিং অর্থাৎ আংশিক ঝুলন্ত অবস্থায় লালন শেখের দেহ উদ্ধার হয়। লালনের গলায় ফাঁস লেগে থাকছেও পা ছিল মাটিতে। সিবিআই- এর বিরুদ্ধে লালনকে খুনের অভিযোগ করে তাঁর পরিবার৷ মামলার তদন্তকারী অফিসার-সহ একাধিক সিবিআই আধিকারিকের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন লালনের স্ত্রী রেশমা বিবি। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে রাজ্য গোয়েন্দা সংস্থা। রামপুরহাটে সিবিআই-এর ওই অস্থায়ী ক্যাম্প ইতিমধ্যেই সিল করা হয়েছে। কিন্তু গত ১৫-২০ দিনে তদন্তে কোন পথে এগোল, কাদের কাদের জিজ্ঞাসাবাদ করা হল, কোন পর্যায়ে তদন্ত পৌঁছল তা কেস ডায়েরিতে দিতে হবে সিআইডি-কে। 

    আরও পড়ুন: বিমানে সহযাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় প্রকাশ্যে অভিযুক্তের পরিচয়, কে সেই ব্যক্তি?

    এর আগে হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে এই মামলার (Lalan Sheikh) শুনানি হয়। সে সময় বিচারপতি জয় সেনগুপ্ত দু’দিন এই মামলা শোনেন। এবার রেগুলার বেঞ্চেও তাঁরই এজলাসে এই মামলার শুনানি। সিবিআই দ্রুত এই মামলা শোনার আর্জি জানালেও আদালত এত তাড়াহুড়ো নিয়ে প্রশ্ন তোলে। আগামী সোমবার বেলা ১১টায় ফের এই মামলার শুনানি হবে।

    ইতিমধ্যেই সিবিআই (Lalan Sheikh) অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিআইডি। এখন দেখার কেস ডায়েরিতে কী দেয় রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     

      

     

     

     
     

  • SBI Recruitment: অবসরপ্রাপ্তদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই, শূন্যপদ ১৪৩৮

    SBI Recruitment: অবসরপ্রাপ্তদের জন্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে এসবিআই, শূন্যপদ ১৪৩৮

    মাধ্যম নিউজ ডেস্ক: সদ্য অবসর নিয়েছেন চাকরি থেকে? বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না? তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Recruitment) আপনার জন্যে এনে দিয়েছে সুবর্ন সুযোগ। সম্প্রতি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চুক্তির ভিত্তিতে কালেকশন ফ্যাসিলিটেটর পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি অনুসারে, স্টেট ব্যাঙ্কের পূর্ববর্তী সহযোগী ব্যাঙ্কগুলির (e-ABs) অবসরপ্রাপ্ত অফিসার কিংবা স্টাফ এই পদগুলিতে আবেদন করতে পারবেন। 

    স্টেট ব্যাঙ্কের তরফে বিজ্ঞপ্তিতে (SBI Recruitment) জানানো হয়েছে, মোট ১৪৩৮ শূন্যপদ পদ রয়েছে। সারা দেশের স্টেট ব্যাঙ্কের বিভিন্ন শাখায় নিয়োগ করা হবে। সেক্ষেত্রে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক এবং যোগ্য তারা স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট https://bank.sbi/careers কিংবা https://www.sbi.co.in/careers-তে অনলাইনে আবেদন করতে পারেন।

    আরও পড়ুন: এবার সিআইডির থেকে লালন শেখ মৃত্যুর কেস ডাইরি চাইল আদালত

    যোগ্যতা: 

    আবেদনকারীদের স্টেট ব্যাঙ্কের (SBI Recruitment) অবসরপ্রাপ্ত অফিসার কিংবা স্টাফ হতে হবে। এক্ষেত্রে কোনও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। অবসরপ্রাপ্ত ব্যক্তির শুধুমাত্র উপযুক্ত কাজের অভিজ্ঞতা এবং সামগ্রিকভাবে পেশাগত দক্ষতা থাকতে হবে।

    বয়সসীমা:

    অবসরপ্রাপ্ত কর্মীদের ৬০ বছর বয়সে চাকরির মেয়াদ পূর্ণ হলেই ব্যাঙ্কের চাকরি থেকে অবসর নিতে হবে। তবেই সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন।  

    নির্বাচন প্রক্রিয়া:

    প্রার্থীদের কোনও পরীক্ষা দিতে হবে না। প্রার্থীদের প্রোফাইল দেখে ব্যাঙ্কের (SBI Recruitment) শর্টলিস্টিং কমিটি প্রার্থী বাছাই করবে। তারপরেই ব্যাঙ্কের সিদ্ধান্ত অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক প্রার্থীকে বাছাই করে ইন্টারভিউয়ে ডাকা হবে। তাই ইন্টারভিউয়ের জন্য প্রার্থীদের ডাকার বিষয়ে ব্যাঙ্কের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। ইন্টারভিউতে ১০০ নম্বর থাকবে। চূড়ান্ত নির্বাচনের জন্য মেধা তালিকা শুধুমাত্র ইন্টারভিউয়ে প্রাপ্ত নম্বর অনুসারে করা হবে। যদি একাধিক প্রার্থী একই কাট-অফ মার্ক নম্বর পান তাহলে কম বয়সী প্রার্থীকে গুরুত্ব দেওয়া হবে। 

    বেতন:

    ক্লার্ক পদের জন্য প্রার্থীরা পাবেন ২৫,০০০ টাকা। অন্যদিকে, JMGS – I-এর জন্য ৩৫,০০০ এবং MMGS – II এবং MMGS – III এর জন্য ৪০,০০০ টাকা টাকা বেতন পাবেন।

    পদ সংখ্যা:

    জেনারাল: ৬৮০
    ইডাব্লিউএস: ১২৫
    ওবিসি: ৩১৪
    এসসি: ১৯৮
    এসটি: ১২১ 
    মোট পদ: ১৪৩৮

    আবেদনের সময়: 

    আবেদন শুরু ২২ ডিসেম্বর। আবেদন শেষ তারিখ ১০ জানুয়ারি   

    কী ভাবে আবেদন করবেন? 

    স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট https://bank.sbi/careers OR https://www.sbi.co.in/careers-তে প্রার্থীকে রেজিস্টার করতে হবে। অনলাইনে রেজিস্টার করার পরে, প্রার্থীরা সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট পেয়ে যাবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Omicron: ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট মস্তিষ্কের ক্ষতি করছে? কী জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক?

    Omicron: ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট মস্তিষ্কের ক্ষতি করছে? কী জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক?

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর বিভিন্ন দেশে ফের মাথা চাড়া দিয়ে উঠেছে করোনা সংক্রমণ। ওমিক্রনের (Omicron) নতুন ভ্যারিয়েন্টে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে প্রতিবেশী দেশ চিন। এর আগে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছিলেন, ধীরে ধীরে শক্তি হারাবে করোনাভাইরাস। কিন্তু করোনার এই নতুর ভ্যারিয়েন্ট নতুন করে উদ্বেগ বাড়াতে শুরু করেছে। 

    তবে কি শক্তি আরও বাড়িয়ে ফিরে এল করোনা? এখন এই প্রশ্নই ঘুরছে মুখে মুখে। এই আতঙ্ক হঠাতই উদয় হয়নি। এই উদ্বেগের নেপথ্য রয়েছেন ফ্রান্স এবং অস্ট্রেলিয়ার কয়েকজন গবেষক। কিছুদিন আগে এই গবেষকরা দাবি করেছিলেন যে, গবেষণায় উঠে এসেছে, মস্তিষ্ককেও আক্রমণ করছে করোনার এই নয়া রূপ। মস্তিষ্কে দেখা যাচ্ছে সংক্রমণ, এনসেফালাইটিসের মতো সমস্যা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন বিশ্ববাসী। চড়চড়িয়ে বাড়তে থাকে উত্তেজনার পারদ। এই অবস্থায় দেশবাসীকে খুশির খবর দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, এই গবেষণার কোনও ভিত্তি নেই। করোনার নতুন উপরূপ মস্তিষ্কে কোনও প্রভাব ফেলছে না। গবেষণাটি সম্পূর্ণ ভুয়ো এবং ভ্রান্ত বলে দাবি করেছেন বিশেষজ্ঞরা। সমাজমাধ্যমে কোনও খবর দেখে তা নিয়ে বিভ্রান্তি ছড়াতেও বারণ করা হয়েছে।

    আরও পড়ুন: পাঞ্জাব সীমান্তে ১ কেজি মাদক-সহ পাকিস্তানি ড্রোন বাজেয়াপ্ত  

    গবেষণাটি বিশ্বাসযোগ্যতা নিয়ে আগেই প্রশ্ন উঠেছিল। কারণ এই গবেষণাটি একটি ইঁদুরের উপর করা হয়েছিল। ইঁদুরের মস্তিষ্কে করোনা নয়া ভ্যারিয়েন্ট প্রভাব ফেললেই, মানুষের ক্ষেত্রেও যে তাই হবে এমন কোনও মানে নেই। মানুষের দেহে আর ইঁদুরের দেহে যে ভাইরাস একই রকম আচরণ করবে না, সেটাই স্বাভাবিক। যে ইঁদুরগুলির উপরে এই গবেষণা চালানো হয়, প্রতিটি ইঁদুরই মারা গিয়েছিল। অনেক গবেষকই অবশ্য এই বিষয়টি নিয়ে বিস্তারিত গবেষণার প্রয়োজন আছে বলে আগেই জানিয়েছিলেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

      
     

  • Russian Death in Odisha: ফের আরও এক রুশ নাগরিকের মৃত্যু হল রাশিয়ায়, এবার দেহ মিলল জাহাজে

    Russian Death in Odisha: ফের আরও এক রুশ নাগরিকের মৃত্যু হল রাশিয়ায়, এবার দেহ মিলল জাহাজে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের আরও এক রুশ নাগরিকের রহস্য মৃত্যু হল ওড়িশায় (Russian Death in Odisha)। দেহ মিলল জাহাজে। প্রসঙ্গত, গত ১৫ দিনে এই নিয়ে তৃতীয়বার রুশ নাগরিকের দেহ মিলল ওড়িশায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশার জগৎসিংহপুর জেলার পারাদ্বীপ বন্দরে নোঙর করা একটি জাহাজে বিদেশি নাগরিকের দেহ মিলেছে। তাঁর বয়স ৫১ বছর। নাম সের্গেই মিল্যাকভ। ওড়িশা পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পিএল হরনাধ এ বিষয়ে বলেন, “জাহাজের মাস্টার জানিয়েছেন  জাহাজের প্রধান ইঞ্জিনিয়ার সের্গেই মিল্যাক্ভের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।”

    আরও পড়ুন: ‘এমন ঘটনা ঘটলে রেলমন্ত্রক হয়তো অন্য কিছু ভাববে’, বন্দে ভারতে পাথর প্রসঙ্গে বললেন সুকান্ত  

    সের্গেই মিল্যাকভ বাংলাদেশের চট্টগ্রাম বন্দর থেকে পারাদ্বীপ হয়ে মুম্বাইগামী এমবি আলাদনা জাহাজের প্রধান ইঞ্জিনিয়ার (Russian Death in Odisha) ছিলেন। ভোর চারটের সময় তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পারাদ্বীপ পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান পিএলহরনাধ রুশ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টির তদন্ত করা হচ্ছে।”

    পর পর রুশ নাগরিকের মৃত্যু 

    এর আগে ডিসেম্বর মাসেও, দক্ষিণ ওড়িশার রায়গড়ে এক সাংসদ-সহ দুই রুশ পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়। রুশ সাংসদ পাভেল আন্তোনভের ২৪ ডিসেম্বর হোটেলের তৃতীয় তলা থেকে পড়ে মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৫ বছর। তার দুদিন আগেই হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায় ৬১ বছর বয়সী ভ্লাদিমির বিদেনভকে (Russian Death in Odisha)। কোটিপতি রুশ সাংসদ পাভেল  আন্তোনভ ছিলেন রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক। তাঁর আকস্মিক মৃত্যুতে রহস্যের গন্ধ পাচ্ছে প্রশাসন। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। 

    সিআইডির এক আধিকারিক জানিয়েছেন, পাভেলের (Russian Death in Odisha) মৃত্যুর তদন্তে সিআইডি ইন্টারপোলের সাহায্য নিতে পারে। বিদেনভের মৃত্যুর পর আধিকারিকরা প্রথমে হোটেলে আসা সাব-ইন্সপেক্টর এসকে সিংকে জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়া তিন অ্যাম্বুলেন্স চালককেও জেরা করেছেন সিআইডি আধিকারিকরা। রায়গড়ের পুলিশ সুপারের কাছে মৃত্যুর রিপোর্ট চেয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • TET Scam: ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, বেতন বন্ধের নির্দেশ

    TET Scam: ১৪৩ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করল হাইকোর্ট, বেতন বন্ধের নির্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক দুর্নীতি (TET Scam) মামলায় বড় পদক্ষেপ নিল হাইকোর্ট। ফের ১৪৩ জন ভুয়ো শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন ১৪৬ জন শিক্ষকের আবেদনের শুনানি ছিল আদালতে। তাঁদের মধ্যে ১৪৩ জনের চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখা হল। বিচারপতি সাফ জানিয়ে দেন, এঁদের চাকরি বাতিল করতে হবে। অবিলম্বে বেতন বন্ধের নির্দেশও দেন বিচারপতি।

    আরও পড়ুন: প্রিয়জনদের অস্থি গঙ্গায় ভাসাতে পারবে পাকিস্তানের হিন্দুরা! নয়া নীতি মোদি সরকারের  

    প্রসঙ্গত, প্রত্যেকের চাকরির স্বপক্ষে নথি খতিয়ে দেখে চাকরি (TET Scam) বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, কিছুদিন আগেই ৫৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই পর্যন্ত সবমিলিয়ে ১৯৬ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিল উচ্চ আদালত। 

    গত ২৩ ডিসেম্বর প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। এর আগে এই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (TET Scam) নির্দেশে ২৬৯ জনকে বরখাস্ত করা হয়েছিল। ২৩ ডিসেম্বরের শুনানিতে বরখাস্ত হওয়া প্রাথমিক শিক্ষকদের হলফনামা খতিয়ে দেখে প্রথম দফায় তাঁদেরই ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এঁদের মধ্যে একজনকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল।

    বরখাস্ত হওয়া ২৬৯ জনের মধ্যে চাকরি ফিরে পাওয়ার দাবিতে হাই কোর্টে পাল্টা আবেদন করেন ১৪৬ জন (TET Scam)। এঁদের মধ্যে বুধবারই চাকরি গিয়েছে ১৪৩ জনের। বাকি ৩ জনের মামলার শুনানি ছিল। সেই শুনানিতে প্রাথমিকের দুই শিক্ষক তরুণ কারক এবং প্রসেনজিৎ ভট্টাচার্যকে চাকরিতে বহাল রাখার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, ওই দুই শিক্ষকের বেতন আবার চালু করার নির্দেশও দিয়েছেন তিনি। নথি খতিয়ে দেখে আবার শুনানি হবে এক জন আবেদনকারীর। 

    অন্য দিকে, বুধবার আরও ৫৯ জন প্রাথমিক শিক্ষক নিজেদের চাকরি বাঁচাতে আদালতে গিয়েছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের মামলাটি বৃহস্পতিবার শুনবেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।   

  • Manik Bhattacharya: টাকা নিয়ে রসিদ দিতেন না মানিক, বিস্ফোরক দাবি একদা ঘনিষ্ঠ তাপসের

    Manik Bhattacharya: টাকা নিয়ে রসিদ দিতেন না মানিক, বিস্ফোরক দাবি একদা ঘনিষ্ঠ তাপসের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেট দুর্নীতি মামলায় মঙ্গলবার প্রথম মানিক ভট্টাচার্য- ঘনিষ্ঠ (Manik Bhattacharya) তাপস মণ্ডলকে জেরা করল সিবিআই। প্রথম দিনের জেরাতেই মানিকের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে বসলেন তাপস মণ্ডল। এদিন তিনি বলেন, “টাকা নিলেও রসিদ দিতেন না মানিক ভট্টাচার্য।” এদিকে সংবাদমাধ্যমের সামনে তাপস বলেন, “ইডিকে যা বলেছিলাম সিবিআইকে তাই বলেছি।”

    মঙ্গলবার সকালে সিজিও কমপ্লেক্সে সিবিআইয়ের দফতরে হাজিরা দেন তাপস মণ্ডল। ঢোকার আগেই তিনি সংবাদমাধ্যমকে বলেন, “সিবিআই আমাকে দেখা করতে বলেছিল। আমি চিকিৎসার জন্য চেন্নাইয়ে ছিলাম। ফিরে জানাই। তারা মঙ্গলবার আমাকে দেখা করতে বলেন।” 

    প্রায় ৩ ঘণ্টা সিজিও কমপ্লেক্সের ভেতরে কাটান তাপসবাবু। জেরার পর বেরিয়ে তাপস মণ্ডল বলেন, “ইডিকে যা বলেছিলাম সিবিআইকেও তাই বলেছি। মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) অফলাইন রেজিস্ট্রেশনের জন্য ছাত্র পিছু ৫,০০০ টাকা করে নিতেন। ডিএলএড কলেজ সংগঠনের প্রধান হিসাবে সেই টাকা আমি মানিকবাবুকে তুলে দিতাম। কিন্তু তিনি কোনও দিন কেনও রসিদ দেননি। তবে কাজে কোনও বাধা আসত না। ফলে কখনও এই নিয়ে কোনও প্রশ্ন ওঠেনি। এখন সংসদ অফলাইন ভর্তির জন্য ৩০০০ টাকা করে নিচ্ছে। তারা বলেছে রসিদ দেবে।” তিনি আরও বলেন, “আমার কাছে যে ২১ কোটি টাকার হিসাব চাওয়া হয়েছিল তা আমি মিটিয়ে দিয়েছি।”

    আরও পড়ুন: জেলে বসেও গরুপাচারের মূল অভিযুক্ত এনামুলের সঙ্গে কথা হয়েছে অনুব্রতর, দাবি সিবিআই- এর

    প্রসঙ্গত, টেট নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিকবার ইডির ডাকে হাজিরা দিয়েছেন তাপস মণ্ডল। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাতে দাবি করা হয়েছে, মানিকের সঙ্গে দুর্নীতিতে হাত মিলিয়েছিলেন তাপসও। জানা গিয়েছে, এই মামলায় মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) জেরা করতে পারে সিবিআই। আর তার পূর্ব প্রস্তুতি হিসেবেই তাপসকে জেরা করার এই পদক্ষেপ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

    চন্দন মণ্ডলের বিরুদ্ধে লুকআউট নোটিস

    এবার এই একই মামলায় এবার তৃণমূল নেতা চন্দন মণ্ডলের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে ইডি। প্রসঙ্গত, দিন কয়েক আগে তৃণমূল নেতা চন্দন মণ্ডলের বাড়িতে ইডি আধিকারিকরা নোটিস লাগিয়ে আসেন। যেখানে বলা হয় টেট দুর্নীতির তদন্তে তাঁকে ৩০শে ডিসেম্বর হাজিরা দিতে হবে ইডির অফিসে। কিন্তু চন্দন মণ্ডল সেই নোটিসে কোনো সাড়া দেন নি। আর তারপরেই জারি করা হয় এই লুকআউটি নোটিস। প্রসঙ্গত, টেট পরীক্ষা নিয়ে বাগদার প্রাক্তন বিধায়ক উপেন বিশ্বাসের বক্তব্যে চন্দন মণ্ডলের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ ওঠে। আর তারপরেই তৃণমূল নেতার বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। হাইকোর্টের তরফ থেকে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়। সেই সময় সিবিআই চন্দন মণ্ডলের বাড়িতে তল্লাশি করা থেকে শুরু করে চন্দন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে। কিন্তু এবার ইডি ডাক পাঠাতেই চন্দন মণ্ডল নিরুদ্দেশ হয়ে যান। ইডির নোটিসের পর অস্বস্তিতে রাজ্যের শাসক দল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Covid Booster Dose: কোভিডের দ্বিতীয় বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নেই, জানাল কেন্দ্র

    Covid Booster Dose: কোভিডের দ্বিতীয় বুস্টার ডোজের প্রয়োজনীয়তা নেই, জানাল কেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিডের দ্বিতীয় বুস্টার ডোজের (Covid Booster Dose) কোনও প্রয়োজনীয়তা নেই। এমনটাই জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশ্বজুড়ে করোনার বাড়বাড়ন্ত হলেও, এই দফায় এখনও সেভাবে ভারতে থাবা বসাতে পারেনি করোনা। আর তাই এমনটা মনে করছেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ১৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখনও সেভাবে নিয়ন্ত্রণের বাইরে যায়নি সংক্রমিতের সংখ্যা। এই অবস্থায় এ দেশের মানুষের একটির বেশি বুস্টারের প্রয়োজন নেই। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে এমনই জানানো হয়েছে। তবে প্রত্যেককে বুস্টারের প্রথম ডোজ নেওয়ার অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। জারি করা হয়েছে সতর্কতা। NTAGI-এর তরফে স্পষ্ট জানানো হয়েছে, দেশে করোনা বুস্টারের প্রথম ডোজ এখনও বহু মানুষের সম্পূর্ণ হয়নি। ফলে এই অবস্থায় প্রথম ডোজ না নিয়ে দ্বিতীয় ডোজের কোনও প্রয়োজন নেই। 

    প্রতিবেশী দেশগুলির মতো এ দেশেও যাতে করোনা (Covid Booster Dose) বাড়বাড়ন্ত না হয়, সেজন্যে আগে থেকেই প্রস্তুত থাকতে চাইছে কেন্দ্র। তার জন্য একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

    ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সম্প্রতি একযোগে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসে। সেখানেই যৌথভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, বর্তমান পরিস্থিতিতে করোনা বুস্টারের দ্বিতীয় ডোজের (Covid Booster Dose) কোনও প্রয়োজন নেই।

    আরও পড়ুন: ‘মুকুল রায় বিরোধী দলনেতা হোন, চেয়েছিলেন মমতা’, তোপ শুভেন্দুর

    প্রসঙ্গত সম্প্রতি করোনার (Covid Booster Dose) প্রকোপে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে চিন। ফলে চিন নিয়ে গোটা বিশ্বের মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়তে শুরু করে। চিনে যখন করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে, সেই সময় ভারতেও যাতে তার প্রভাব না পড়ে, তার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে নতুন করে জারি করা হচ্ছে একাধিক গাইডলাইন।

    নয়া নির্দেশিকা  

    সোমবার কোভিড-১৯ (Covid Booster Dose) নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার। এর আগে রবিবার, ১ জানুয়ারি থেকে চিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার এই নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষা করলেই হবে না। এই ছয় দেশ থেকে আগত যাত্রীদের, ভারতে আসার আগে ৭২ ঘণ্টার মধ্যে সেই পরীক্ষা করাতে হবে। যাত্রার আগেই পরীক্ষার রিপোর্ট এয়ার সুবিধা অ্যাপে আপলোড করতে হবে। অন্যান্য দেশ থেকেও যারা এই ছয়টি দেশ ছুঁয়ে ভারতে আসবেন, তাঁদেরকেও এই বিধি মানতে হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 
     

LinkedIn
Share