Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Rishabh Pant: আহত ঋষভ পন্থকে সরানো হল কেবিনে, কিন্তু কেন?

    Rishabh Pant: আহত ঋষভ পন্থকে সরানো হল কেবিনে, কিন্তু কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। অল্পের জন্যে প্রাণে বেঁচেছেন এই ভারতীয় ব্যাটার। গুরুতরভাবে আহত তিনি। রয়েছে শরীরের বিভিন্ন অংশে চোট। একাধিক অস্ত্রোপচার করা হয়েছে তাঁর শরীরে। তবে এর মাঝেও রয়েছে বেশ কিছু আশার খবর। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঋষভ। আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়েছে ঋষভকে। ঋষভের পরিবারের বক্তব্য, অত্যধিক ভিড়ের কারণে পর্যাপ্ত বিশ্রাম পাচ্ছেন না পন্থ। হাসপাতালের চিকিৎসকরাও এই ক্ষেত্রে পরিবারের সঙ্গে একমত। প্রসঙ্গত, হাসপাতালে তরুণ ক্রিকেটারকে অনেকেই দেখতে আসছেন। আর সেই কারণেই এমনটা মনে করছে পন্থ পরিবার।

    ভয়াবহ দুর্ঘটনার কবলে পন্থ   

    উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ভোরবেলায় ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। সেদিন থেকে দেরাদুনের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। দিল্লি ক্রিকেট সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা জানিয়েছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন ঋষভ। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, “আইসিইউ থেকে ব্যক্তিগত কেবিনে স্থানান্তর করা হয়েছে পন্থকে। প্রচুর মানুষ তাঁর সঙ্গে দেখা করতে আসছেন। সংক্রমণের আশঙ্কা রয়েছে। তাই হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার সিদ্ধান্ত নিয়েছে, তাঁকে কেবিনে রেখেই চিকিৎসা করা হবে।”  

    ক্রিকেটারের দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে আসেন। বাইরে থেকে আসা মানুষের মাধ্যমে সংক্রমণের সম্ভাবনা প্রবল। তাছাড়া সকলের সঙ্গে কথা বলতে গিয়ে বিশ্রামেও ঘাটতি হচ্ছে। বিষয়টিতে বিরক্তি প্রকাশ করেছেন চিকিৎসকরাও। দেরাদুনের হাসপাতালের এক চিকিৎসক বলেন, “এখন ঋষভের বিশ্রাম দরকার। দুর্ঘটনায় চোট পেয়ে এখনও যন্ত্রণা রয়েছে ওর। তার মধ্যেই ওকে দেখতে আসা সকলের সঙ্গে কথা বলতে হচ্ছে, তাতে ওর শক্তিক্ষয় হচ্ছে। তার ফলে সুস্থ হতে অনেক বেশি সময় লাগবে। তাই সকলের কাছে অনুরোধ, এখন ঋষভের সঙ্গে দেখা করার পরিকল্পনা বাতিল করুন।”

    আরও পড়ুন: ক্ষমা চান রাহুল গান্ধী! নোটবন্দি নিয়ে সুপ্রিম রায়ের পর কংগ্রেসকে কটাক্ষ রবি শঙ্কর প্রসাদের   

    অনিল কাপুর, অনুপম খের, নীতীশ রানা থেকে শুরু করে বিনোদন এবং ক্রীড়া জগতের বহু জনপ্রিয় ব্যক্তিত্ব পন্থের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান। পন্থের সঙ্গে দেখা করতে যান,  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীও। পরিবারের অভিযোগ, হাসপাতালের ভিজিটিং টাইম না থাকা সত্বেও আহত ক্রিকেটারকে দেখতে আসছেন সকলে। দিল্লি ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, ঋষভের চিকিৎসার ওপর নজর রাখছে বিসিসিআই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Babita Sarkar: ববিতাকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি নিয়ে হাইকোর্টে গেলেন অনামিকা

    Babita Sarkar: ববিতাকে চাকরি থেকে বরখাস্ত করার দাবি নিয়ে হাইকোর্টে গেলেন অনামিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি সামনে আনার পিছনে যার অগ্রণী ভূমিকা ছিল, এবার তাঁর চাকরি নিয়েই উঠল প্রশ্ন। ববিতা সরকারকে (Babita Sarkar) চাকরি থেকে বরখাস্ত করার দাবি নিয়ে আদালতের দ্বারস্থ অনামিকা রায় নামের এক চাকরিপ্রার্থী। প্রসঙ্গত, ববিতার করা মামলার ভিত্তিতেই বাতিল হয় একের পর এক ভুয়ো শিক্ষকের চাকরি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার জায়গায় চাকরিও পান ববিতা। কিন্তু এখন এই ববিতার চাকরি নিয়েই উঠল প্রশ্ন। অনামিকার দাবি, ববিতার থেকে তাঁর বেশি নম্বর রয়েছে। 
     
    মামলাকারীর অভিযোগ, ববিতা সরকারের থেকে তাঁর নম্বর ও যোগ্যতা বেশি থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি। ববিতা (Babita Sarkar) অবৈধভাবে চাকরি পেয়েছেন বলে এর আগেই দাবি করেন অনামিকা। এবার এই মামলা উঠল হাইকোর্টে। 

    মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ববিতার চাকরি খারিজের আবেদন জানান শিলিগুড়ির বাসিন্দা অনামিকা রায়। মামলাটি গৃহীত হয় হাইকোর্টে। আগামীকাল অর্থাৎ বুধবার এই মামলার শুনানি হতে পারে। 

    কী অভিযোগ? 

    সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে প্রথম সারির আন্দোলনকারী ববিতার চাকরির ‘বৈধতা’ নিয়ে প্রশ্ন ওঠে। অভিযোগ, এস‌এসসি অ্যাকাডেমিক স্কোরে ববিতাকে (Babita Sarkar) ২ নম্বর বেশি দিয়েছে। তাই বেশ কয়েকজন যোগ্য চাকরিপ্রার্থীকে টপকে তিনি নিয়োগপত্র পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকা। সেখানে দেখা যাচ্ছে, ববিতা সরকারের মোট প্রাপ্ত নম্বর ৭৭। যার মধ্যে অ্যাকাডেমিক স্কোর ৩৩। কিন্তু, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই আবেদনপত্রে দেখা যাচ্ছে, স্নাতক স্তরে, ৮০০-র মধ্যে ৪৪০ নম্বর পেয়েছেন তিনি। অর্থাৎ ৫৫ শতাংশ। কিন্তু, ফর্মে লেখা তিনি ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছেন। আর তার ভিত্তিতেই ববিতাকে অ্যাকাডেমিক স্কোরে ২ নম্বর বেশি দিয়েছে কমিশন। ববিতার অ্যাকাডেমিক স্কোর যেখানে ৩১ হওয়ার কথা, সেখানে তিনি পেয়েছেন ৩৩। আর এরপরেই তাঁর চাকরি বাতিলের দাবি ওঠে।

    আরও পড়ুন: টাকা নিয়ে রসিদ দিতেন না মানিক, বিস্ফোরক দাবি একদা ঘনিষ্ঠ তাপসের

    প্রসঙ্গত, বর্তমানে একাদশ-দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসেবে চাকরিতে যোগ দিয়েছেন ববিতা (Babita Sarkar)। হাইকোর্টের নির্দেশে, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রীর মেয়ে অঙ্কিতা অধিকারীর ৪৩ মাসের উপার্জিত বেতন, প্রায় ১৬ লক্ষ টাকা পান তিনি। তাঁর এই ২ নম্বর কমে গেলে চাকরিও চলে যেতে পারে। এই বিষয়ে ববিতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “নিশ্চই, তাতে কোনও অসুবিধে নেই। আমার লড়াই অন্যায়ের বিরুদ্ধে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Covid Booster Dose: কোভিডের বুস্টার ডোজ অ্যান্টিবডির স্থায়ীত্ব বাড়ায়, জানাচ্ছে গবেষণা

    Covid Booster Dose: কোভিডের বুস্টার ডোজ অ্যান্টিবডির স্থায়ীত্ব বাড়ায়, জানাচ্ছে গবেষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের সাম্প্রতিকতম গবেষণায় কোভিড-১৯ – এর বুস্টার ডোজের (Covid Booster Dose) উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সমীক্ষাটিতে প্রমাণিত হয়েছে যে, কীভাবে ফাইজার এবং মর্ডানা বুস্টার ভ্যাকসিনগুলি শরীরে তৈরি হওয়া কোভিড -১৯- এর অ্যান্টিবডিগুলিকে প্রভাবিত করে। গবেষকদের মতে, একটি বুস্টার কোভিড-১৯ সংক্রমণ- এর বিরুদ্ধে শরীরে বেশি শক্তিশালী এবং টেকসই অ্যান্টিবডি তৈরি করে।  

    কী জানিয়েছেন গবেষকরা?

    গবেষকরা তাঁদের এই গবেষণা অ্যানালস অফ অ্যালার্জি, অ্যাজমা এবং ইমিউনোলজির বৈজ্ঞানিক জার্নালে প্রকাশ করেছেন। প্রবীণ গবেষক জেফরি উইলসন বলেন, “এই ফলাফলগুলি অন্যান্য সাম্প্রতিক রিপোর্টের সঙ্গে মানানসই এবং এর থেকে প্রমাণিত হয়েছে যে, বুস্টার শটগুলি (Covid Booster Dose) ভ্যাকসিন দ্বারা উত্পাদিত অ্যান্টিবডিগুলির স্থায়িত্ব বাড়ায়।”   

    উইলসন এবং তাঁর ১১৭ জন সহকারী স্বেচ্ছা সেবকদের ওপরে একটি গবেষণা চালান। ২২৮ জন স্বেচ্ছা সেবকের ওপর এই গবেষণা চালানো হয়। প্রাথমিক সিরিজ এবং বুস্টারের (Covid Booster Dose) এক  সপ্তাহ থেকে ৩১ দিন পর অ্যান্টিবডির মাত্রা একই রকম ছিল। কিন্তু সেই ব্যক্তিদের শরীরে কোভিড-১৯ – এর ভাইরাস আছে কি না তা পরীক্ষা না করেই অ্যান্টিবডিগুলি বহুক্ষণ শরীরে ছিল। 

    গবেষক স্যামুয়েল আইলসওয়ার্থ বলেন, “আমাদের প্রাথমিক ধারণা ছিল যে বুস্টার (Covid Booster Dose) প্রাথমিক ভ্যাকসিন সিরিজের তুলনায় উচ্চতর অ্যান্টিবডি তৈরি করবে। আমরা দেখতে পেয়েছি যে বুস্টার দীর্ঘস্থায়ী অ্যান্টিবডি সৃষ্টি করে।”

    আরও পড়ুন: আহত ঋষভ পন্থকে সরানো হল কেবিনে, কিন্তু কেন?    

    সংক্রমণের পরে বা টিকা দেওয়ার পরে সময়ের সঙ্গে সঙ্গে অ্যান্টিবডির মাত্রা স্বাভাবিকভাবেই হ্রাস পায়। তবে টিকার ফলে ভবিষ্যতের সুরক্ষাকে নিশ্চিত করা হয়। গবেষকরা দেখেছেন যে মডার্না বুস্টার (Covid Booster Dose) দ্বারা তৈরি অ্যান্টিবডিগুলি ফাইজার বুস্টার দ্বারা তৈরি অ্যান্টিবডিগুলির চেয়ে দীর্ঘস্থায়ী। মডার্নার অ্যান্টিবডি ফাইজারের অ্যান্টিবডির থেকে পাঁচ মাস বেশি দীর্ঘস্থায়ী। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Subiresh Bhattacharya: জেলে বসেও সংগঠন চালাচ্ছেন সুবীরেশ? পদত্যাগের দাবি অধ্যক্ষ পরিষদের

    Subiresh Bhattacharya: জেলে বসেও সংগঠন চালাচ্ছেন সুবীরেশ? পদত্যাগের দাবি অধ্যক্ষ পরিষদের

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলে বসেও সংগঠন চালাচ্ছেন সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত জেলে রয়েছেন তিনি। আর এরই মাঝে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করল রাজ্যের কলেজগুলির প্রিন্সিপালদের সংগঠন অধ্যক্ষ পরিষদ। এদিন সাংবাদিক বৈঠক করে সুবীরেশের পদত্যাগের দাবি করেছে অধ্যক্ষ পরিষদ। তাঁদের অভিযোগ, জেলে বসে অধ্যক্ষদের সংগঠন চালাচ্ছেন সুবীরেশ।

    সুবীরেশ (Subiresh Bhattacharya) এক সময় ছিলেন কলকাতার শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ। একই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানও ছিলেন তিনি। পরবর্তীতে তাঁকে লিয়েনে সরিয়ে নিয়ে গিয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়। উপাচার্য থাকা অবস্থাতেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন সুবীরেশ। সুবীরেশ এখনও অধ্যক্ষ পরিষদের সভাপতি পদ দখল করে রয়েছেন। আর  সেই পদে বসেই জেল থেকে সংগঠন চালাচ্ছেন তিনি বলে অভিযোগ করেছে অধ্যক্ষ পরিষদ।

    কী বলছেন অধ্যক্ষরা? 

    আচার্য জগদীশচন্দ্র বসু কলেজের অধ্যক্ষ (Subiresh Bhattacharya) পূর্ণচন্দ্র মাইতি এ বিষয়ে বলেন, “ব্ল্যাঙ্ক প্যাডে রাজ্য সম্মেলন ডাকা হয়েছে। তার আগে কার্যকরী সমিতির কোনও বৈঠক করা হয়নি। এ থেকেই স্পষ্ট কে জেলে থেকে কলকাঠি নাড়ছেন।”  

    পূর্ণচন্দ্রবাবু (Subiresh Bhattacharya) আরও অভিযোগ করে বলেন, “ওঁর নাম নিতেও লজ্জা হয়। একজন উপাচার্য হয়ে জেলে গিয়েছেন। তারপরেও সেখান থেকে সংগঠন নিয়ন্ত্রণ করতে চাইছেন সুবীরশ ভট্টাচার্য।” 

    আরও পড়ুন: মোমিনপুর কাণ্ডের তদন্তে নেমে জেএমবি যোগ পেল এনআইএ, চার বাড়ি থেকে উদ্ধার ৩৫ লক্ষ টাকা

    প্রসঙ্গত গত ৬ বছর ধরে অধ্যক্ষ পরিষদের এই পদে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। একাধিক অধ্যক্ষের দাবি, নিয়ম বহির্ভূতভাবে এই পদে রয়েছেন তিনি। তাঁদের দাবি, ২০১৯ সালে উত্তরবঙ্গে রাজ্য সম্মেলনে মিথ্যে কারণ দেখিয়ে সম্পাদক ও সভাপতি পদ আঁকড়ে থাকেন প্রবীণরা। অধ্যক্ষ পরিষদের সংবিধানে রয়েছে, দুবছর অন্তর কমিটিতে বদল আনতে হবে। কিন্তু সে নিয়ম মানা হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Anubrata Mondal: জেলে বসেও গরুপাচারের মূল অভিযুক্ত এনামুলের সঙ্গে কথা হয়েছে অনুব্রতর, দাবি সিবিআই- এর

    Anubrata Mondal: জেলে বসেও গরুপাচারের মূল অভিযুক্ত এনামুলের সঙ্গে কথা হয়েছে অনুব্রতর, দাবি সিবিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক মাস ধরেই জেলে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। কিন্তু জেলেও কমেনি তাঁর দাপট। জেলের মধ্যে বসেও অবাধে চলেছে অবৈধ কার্যকলাপ। জেলে বসেই গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হক-সহ একাধিক ঘনিষ্ঠের সঙ্গে কথা বলেছেন কেষ্ট মণ্ডল। এমনটাই দাবি করল সিবিআই। আর এই তথ্য সামনে রেখেই অনুব্রতর জামিনের বিরোধীতা করেছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। 

    আজ, মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে অনুব্রতর (Anubrata Mondal) জামিন মামলার শুনানি ছিল। সিবিআইয়ের গ্রেফতারি থেকে জামিনের আবেদন করেছিলেন তৃণমূল নেতা। ফের প্রভাবশালী তত্ত্বকে সামনে রেখে অনুব্রতের জামিনের বিরোধিতা করে সিবিআই। সিবিআই কেষ্টকে ‘এলাকার রাজনৈতিক দৈত্য’ বলেও মন্তব্য করে। অনুব্রতের আইনজীবী কপিল সিব্বল তাঁর হয়ে সওয়াল করে বলেন, “একই মামলায় সতীশ কুমাররা জামিন পেয়েছেন। তখন অনুব্রত কেন ১৪৫ দিন জেলে কাটাবেন?” এই সওয়ালের বিরোধীতা করেই সিবিআই দাবি করে গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে প্রায়শই ফোনে কথা হত অনুব্রতের। সিবিআইয়ের আইনজীবী ডিপি সিংহ আদালতে দাবি করেন, আসানসোল জেলে থাকার সময়ও অনুব্রত এনামুলের সঙ্গে কথা বলেছেন। 

    আদালতের বক্তব্য

    সিবিআইয়ের এই দাবির পক্ষে প্রমাণ চায় আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী সিবিআইকে প্রশ্ন করেন, “আপনারা ফোনের বিস্তারিত তথ্য খুঁজে বের করার চেষ্টা করেছেন? কোনও কল রেকর্ড রয়েছে?” উত্তরে সিবিআইয়ের আইনজীবী বলেন, “ফেস টাইমের মাধ্যমে কথা হয়েছে ওঁদের (Anubrata Mondal)। তাই তাই কল রেকর্ড পাওয়া যায়নি।” বিচারপতি বাগচীর পাল্টা প্রশ্ন, “ফেস টাইমের মাধ্যমে কথা হলেও ফোনের আইএমইআই নম্বর বা কোন এলাকা থেকে কথা হয়েছে, সেটা তো জানা যায়। কেন এক মাসের মধ্যেও সেটা বের করতে পারল না সিবিআই?” সিবিআই জানায়, এ বিষয়ে তদন্ত চালানো হচ্ছে। দু তরফের সওয়াল-জবাব শোনার পর জামিন মামলার রায়দান স্থগিত রেখেছে বেঞ্চ। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামীকাল, ৪ জানুয়ারি।

    আরও পড়ুন: ‘‘সিএএ তো হবেই, পশ্চিমবঙ্গে এনআরসি-ও চাই’’, সুকান্তর বালুরঘাটে বললেন শুভেন্দু

    গত বছরের অগাস্ট মাসে গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। অনুব্রতকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। পরে ওই একই মামলায় অনুব্রতকে হেফাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তিনি আপাতত আসানসোল জেলে রয়েছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Suvendu Adhikari: ‘‘সিএএ তো হবেই, পশ্চিমবঙ্গে এনআরসি-ও চাই’’, সুকান্তর বালুরঘাটে বললেন শুভেন্দু

    Suvendu Adhikari: ‘‘সিএএ তো হবেই, পশ্চিমবঙ্গে এনআরসি-ও চাই’’, সুকান্তর বালুরঘাটে বললেন শুভেন্দু

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এনআরসির দাবিতে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মণ্ডলের গড় বালুরঘাটের দলীয় জনসভায় আশঙ্কা প্রকাশ করে বলেন, “এনআরসি না হলে সীমান্তবর্তী জেলাগুলিকে ধরে রাখা যাবে না। পশ্চিমবঙ্গে সিএএ লাগু হবেই।” 

    কী বললেন শুভেন্দু? 

    মঙ্গলবার জনসভার মঞ্চ থেকে বিরোধী দলনেতা (Suvendu Adhikari) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ-র বিরোধিতা করেন। সিএএ মানে কাউকে তাড়িয়ে দেওয়া নয়। সংখ্যালঘুদের সঙ্গে বিজেপির কোনও শত্রুতা নেই। কিন্তু যারা কাঁটাতার টপকে আসছেন, গরু-ফেন্সিডিল পাচার করার জন্য আসছেন, লাভ জিহাদের জন্য আসছেন, ধর্মান্তকরণের জন্য আসছেন, তাঁদের আটকাতে ডবল ইঞ্জিন সরকার প্রয়োজন। নইলে এই বর্ডারের জেলাগুলো থাকবে না। আর যে ভাবে ডেমোগ্রাফি বদলাচ্ছে, বর্ডারের জেলাগুলো বাঁচবে না। ৭২টা জায়গায় বিএসএফের চৌকি করতে দেননি মমতা বন্দোপাধ্যায়।” 

    তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “কয়েকদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহবলেছিলেন, সিএএ শুধু আইন করার জন্য করা হয়নি, প্রয়োগও করা হবে। সিএএ কার্যকর হবেই। লাভ জিহাদ ও ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর আইন চাই। এদেশ হিন্দুদের একমাত্র আশ্রয়স্থল। এই দেশের দুর্বল হলে চলবে না। তাহলে আফগানিস্তান-ইউক্রেন হয়ে যেতে বেশি সময় লাগবে না।” 

    এছাড়াও এদিন মালদহ জেলার গাজোলে কর্মীসভায় তৃণমূলের দিকে আক্রমণ শানিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, “‌অধিকাংশ জায়গায় স্বচ্ছ ভারত অভিযানের টাকা পৌঁছয়নি। তৃণমূলের নেতারা পায়খানাও খেয়ে ফেলেছে। আর দু’চারটে যে শৌচালয়ের ঘর তৈরি হয়েছে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা ঢুকে রয়েছেন। ওদের বের করতে পারবেন না। ভাঙতে হবে।”

    আরও পড়ুন: গুজরাট-পাকিস্তান সীমান্তে স্থায়ী বাঙ্কার তৈরি করতে চলেছে ভারত

    শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, “ডাবল ইঞ্জিন সরকার আসছে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টি তোমাদের দিন ঘনিয়ে এসেছে। পঞ্চায়েত ভোটে ভালো করে পদ্মফুলে স্ট্যাম্প মেরে তাদের জবাব দিন। বলে দেবেন, দেশ বিরোধী, জেহাদি শক্তির কোনও স্থান দক্ষিণ দিনাজপুরে নেই। উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল। আসাম, কোচবিহার হয়ে এই রাজ্যে ঢুকল বলে।” 

    তিনি (Suvendu Adhikari) আরও বলেন, “প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষদের জন্য জাতীয় সড়ক, নতুন রেল লাইন বানিয়েছেন। নানা উন্নয়নমূলক কাজ করেছেন। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। ২০১৮ সালে মালদায় প্রায় ২০টির বেশি গ্রাম পঞ্চায়েতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। একাধিক পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছিল। তাই আগামী দিনে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তুলুন।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • PM Awas Yojana: ৯০ দিনে বানাতে হবে সাড়ে ১১ লক্ষ বাড়ি! কেন্দ্রের চাপে আবাস-নির্দেশ রাজ্যের

    PM Awas Yojana: ৯০ দিনে বানাতে হবে সাড়ে ১১ লক্ষ বাড়ি! কেন্দ্রের চাপে আবাস-নির্দেশ রাজ্যের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচন আসতেই আবাস যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে একাধিক অভিযোগ উঠতে শুরু করেছে। আর এরই মাঝে আবাস যোজনা নিয়ে আজ বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। অন্যদিকে কেন্দ্রের চাপ তো রয়েছেই। ফলে আজই ঘোষণা করা হল, ৯০ দিনের মধ্যেই আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির কাজ শেষ করতে হবে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনা নিয়ে সরকার সবথেকে বেশি যে গুরুত্ব দিতে চলেছে, তা সোমবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করে স্পষ্টভাবেই বুঝিয়ে দিয়েছেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী তিন মাসের মধ্যে আবাস যোজনায় প্রায় সাড়ে ১১ লক্ষ পাকা বাড়ি তৈরি হবে বাংলায়।

    আবাস যোজনা নিয়ে বৈঠক রাজ্যের মুখ্য সচিবের

    প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যাপক গণ্ডগোল। আর এই আবাস যোজনা নিয়ে এবার কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Harikrishna Dwivedi)। নবান্ন সূত্রে খবর, এদিন প্রায় দু’ঘণ্টা বিভিন্ন জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য সচিব। এই বৈঠকেই জানানো হয়, আগামী তিন মাসের মধ্যেই সব বাড়ি তৈরির কাজ শেষ করে ফেলতে হবে। পঞ্চায়েত নির্বাচনের আগেই আবাস যোজনার অধীনে বাড়ি তৈরির কাজ শেষ করার জন্য সময়সীমা বেঁধে দিল নবান্ন। মুখ্যসচিব স্পষ্ট জানিয়েছেন, ৩১ মার্চ তথা বর্তমান আর্থিক বছরের মধ্যেই ১১ লক্ষ ৩৬ হাজার বাড়ি বানানোর কাজ সেরে ফেলতে হবে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মোট ১০ লক্ষ ১৯ হাজার জনকে অনুমোদন দেওয়া হয়েছে। আর এই ৮৯% এরও বেশি বাড়ি অনুমোদন করার জন্য বিভিন্ন জেলাকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্য সচিব।

    গতকাল বৈঠকে জানানো হয়েছে, প্রথম কিস্তির টাকা পাওয়ার ৪০ দিনের মধ্যে বাড়ির জানলা পর্যন্ত নির্মাণ করতে হবে। পরবর্তী কিস্তির ৩৫ দিনের মধ্যে কাজ হবে ‘লিন্টেল’ বা জানলার উপরিভাগ পর্যন্ত। তার পরের কিস্তির ১৫ দিনের মধ্যে ঢালাই-সহ বাড়ি তৈরির সামগ্রিক কাজ শেষ করতেই হবে।

    এবার কেন্দ্রের চাপেই আবাস যোজনা নিয়ে তৎপর রাজ্য। কারণ, কেন্দ্রের বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপভোক্তা বাড়ি না-বানালে শেষ পর্যন্ত সমস্যায় পড়তে হতে পারে রাজ্যকেই। কেন্দ্রের থেকেও টাকা আসতেও হতে পারে সমস্যা। এছাড়াও সামনেই পঞ্চায়েত নির্বাচন, ফলে রাজ্য তার আগেই আবাস যোজনা নিয়ে সতর্ক হয়ে পড়ছে। 

    আবার এদিন কোন কোন জেলার কেমন পারফরম্যান্স সেই বিষয়ে বিস্তারিত তথ্যও জেলাশাসকদের সামনে তুলে দেন মুখ্য সচিব। সেই তথ্য অনুসারে, ৮০ শতাংশের নীচে অনুমোদন হয়েছে মুর্শিদাবাদ জেলায়। ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে অনুমোদন হয়েছে কোচবিহার, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, আলিপুরদুয়ার, মালদা, পূর্ব মেদিনীপুর, জলপাইগুড়ি, নদীয়া, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। ৯১ থেকে ১০০ শতাংশের মধ্যে অনুমোদন হয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, উত্তর দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হাওড়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। সর্বাধিক আবাস যোজনার অধীনে বাড়ি অনুমোদন করা হয়েছে হাওড়ায়।

    কী কী নির্দেশ দেওয়া হয়েছে?

    প্রতিটি ব্লকে কন্ট্রোল রুম রাখতে হবে। আবাস যোজনার উপভোক্তাদের সহায়তার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে একটি হেল্পলাইনের ব্যবস্থা করতে হবে। প্রতিমাসে ‘আবাস সপ্তাহ’ আয়োজন করতে হবে। জেলা ম্যাজিস্ট্রেটকে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ খরচের টার্গেট দিতে হবে ও সেগুলো ব্যয় সংক্রান্ত সমস্ত কিছু পর্যবেক্ষণে রাখতে হবে। পাশাপাশি স্টেক হোল্ডারদের ই-প্রশিক্ষণ, ইট প্রস্তুতকারক এবং যারা সরবরাহ করবেন, তাদের সঙ্গেও দিনকয়েকের মধ্যে বৈঠক করে রূপরেখা সাজানোর নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। আগামী ৯ জানুয়ারি থেকে প্রত্যেক মুহূর্তের আপডেট নবান্ন কে দিতে হবে বলেও এদিনের বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে জেলাগুলিকে। 

  • Covid 19 Guideline: কোভিড রুখতে ছয় দেশ থেকে আসা যাত্রীদের জন্যে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

    Covid 19 Guideline: কোভিড রুখতে ছয় দেশ থেকে আসা যাত্রীদের জন্যে নয়া নির্দেশিকা জারি কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার কোভিড-১৯ নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা জারি (Covid 19 Guideline) করেছে কেন্দ্রীয় সরকার। এর আগে রবিবার, ১ জানুয়ারি থেকে চিন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া এবং জাপান থেকে আসা যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এবার এই নির্দেশিকায় কিছু পরিবর্তন আনা হল। পরিবর্তিত পরিস্থিতিতে এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু কোভিড-১৯ আরটি-পিসিআর পরীক্ষা করলেই হবে না। এই ছয় দেশ থেকে আগত যাত্রীদের, ভারতে আসার আগে ৭২ ঘণ্টার মধ্যে সেই পরীক্ষা করাতে হবে। যাত্রার আগেই পরীক্ষার রিপোর্ট এয়ার সুবিধা অ্যাপে আপলোড করতে হবে। অন্যান্য দেশ থেকেও যারা এই ছয়টি দেশ ছুঁয়ে ভারতে আসবেন, তাঁদেরকেও এই বিধি মানতে হবে।

    কেন্দ্রের কী নির্দেশ?  

    এদিন, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব লব আগরওয়াল, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের সচিব রাজীব বনসলকে একটি চিঠি দিয়ে নয়া নির্দেশাবলী জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, “হাই রিস্ক কান্ট্রি হিসেবে চিহ্নিত হওয়া দেশগুলিতে করোনার সংক্রমণ আরও বেড়েছে। সেই কারণে, ভারতে আসা আন্তর্জাতিক যাত্রীদের জন্য কোভিড-১৯ নিয়মে (Covid 19 Guideline) বদলের প্রয়োজন রয়েছে বলে মনে করছে স্বাস্থ্য মন্ত্রক। ভারতে আসার আগে ৭২ ঘণ্টার মধ্যে আরটি-পিসিআর পরীক্ষা করে, নেগেটিভ রিপোর্ট এয়ার সুবিধা অ্যাপে আপলোড করতে হবে। এছাড়া বাকি দেশ থেকে আসা আন্তর্জাতিক যাত্রীদের জন্যে যে নির্দেশ ইতিমধ্যেই চালু আছে, তাই থাকবে।” 

    প্রতিবেশী দেশ চিনে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের নতুন ঢেউ উদ্বেগ বাড়িয়েছে কেন্দ্রের। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অনুমান করেছেন, জানুয়ারিতে ভারতে করোনা সংক্রমণ অনেকটাই বাড়তে পারে। সেই কারণেই করোনা মোকাবিলায় (Covid 19 Guideline) আগে থেকেই প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় সরকার।

    আরও পড়ুন: কোভিডের বুস্টার ডোজ অ্যান্টিবডির স্থায়ীত্ব বাড়ায়, জানাচ্ছে গবেষণা

    এত দিন নিয়ম ছিল, শুধু ৬টি দেশ থেকে আসা যাত্রীদেরই বিমানে ওঠার ৭২ ঘণ্টা আগে নেগেটিভ আরটি-পিসিআর রিপোর্ট দিতে হবে। চিনে ক্রমেই বাড়ছে কোভিড সংক্রমণ (Covid 19 Guideline)। গত মাসে একটি রিপোর্ট জানিয়েছিল, ২০ ডিসেম্বর পর্যন্ত চিনের ১৮ শতাংশ নাগরিক কোভিড ভাইরাসের নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। হাসপাতালেও জায়গা নেই। শেষকৃত্যের জন্য দীর্ঘ লাইন। সূত্রের খবর, সে কারণেই বিদেশফেরত যাত্রীদের জন্য বিধি আরও কড়া করেছে কেন্দ্রীয় সরকার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Bagtui Massacre: বগটুইকাণ্ডে জড়িত অনুব্রত? চাঞ্চল্যকর রিপোর্ট পেশ সিবিআই- এর

    Bagtui Massacre: বগটুইকাণ্ডে জড়িত অনুব্রত? চাঞ্চল্যকর রিপোর্ট পেশ সিবিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও বিপদ বাড়ল বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। গরুপাচারের পর এবার বগটুই কাণ্ডেও (Bagtui Massacre) নাম জড়াল কেষ্ট মণ্ডলের। লালন শেখের অস্বাভাবিক মৃত্যু নিয়ে আদালতে রিপোর্ট পেশ করেছে সিবিআই। আর সেই রিপোর্টেই এল এই বিস্ফোরক তথ্য। বর্তমানে গরুপাচার মামলায় হাজতে দিন কাটছে দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতার। এই মামলায় এমনিতেই অস্বস্তিতে রয়েছেন তিনি। তার ওপর আরও এক মামলায় নাম জড়ানোয় স্বাভাবিকভাবেই চাপ বাড়ল।

    সিবিআই রিপোর্টে জানিয়েছে, বগটুই কাণ্ডের (Bagtui Massacre) মূল অভিযুক্ত আনারুল হকের সঙ্গে যোগাযোগ ছিল কেষ্ট মণ্ডলের। গত বছরের ২১ মার্চ রাত ৮টা ৫০ মিনিট এবং ২২ মার্চ সকালে দুবার আনারুলের সঙ্গে কথা বলেন অনুব্রত। সেই রেকর্ড রয়েছে সিবিআই- এর হাতে। দুজনের মধ্যে কী কথা হয়েছিল, তা এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। বিষয়টিতে আরও তদন্ত করতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। 

    কী ঘটে?  

    গত ২১ মার্চ রাতে বীরভূমের রামপুরহাটের পূর্বপাড়ার কাছে দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় মৃত্যু হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের। তারপরই রাতে বগটুই গ্রামে (Bagtui Massacre) আগুন লাগানো হয় একাধিক বাড়িতে। সেই দুর্ঘটনায় পুড়ে মৃত্যু হয় ১০ জন গ্রামবাসীর। এই মামলায় ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, ভাদু শেখের খুনের বদলা নিতে নিরীহ গ্রামবাসীদের বাড়ি জ্বালিয়ে দেয় দুষ্কৃতিরা। এই ঘটনায় উত্তাল হয় রাজ্যরাজনীতি। ঘটনার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করতে হয় স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি আনারুল শেখকে।  

    এরপর এই মামলা হাইকোর্টে (Bagtui Massacre) ওঠে। সিবিআই তদন্তের দাবি ওঠে। যদিও সিবিআই তদন্তের তীব্র বিরোধীতা করে রাজ্য সরকার। তবে শেষ পর্যন্ত হাইকোর্ট সিবিআই তদন্তের পক্ষে রায় দেয়। কেঁচো খুঁড়তে কেউটে বেরোনোর ভয় পাচ্ছিল তৃণমূল সরকার? যদিও অনেকটা সে দিকেই এগোচ্ছে সিবিআই- এর তদন্ত। এই ঘটনায় অনুব্রত মণ্ডলের নাম জড়ানোয় যে মোটেই স্বস্তিতে নেই তৃণমূল সুপ্রিমো তা বলাই বাহুল্য।

    আরও পড়ুন: ক্ষমা চান রাহুল গান্ধী! নোটবন্দি নিয়ে সুপ্রিম রায়ের পর কংগ্রেসকে কটাক্ষ রবি শঙ্কর প্রসাদের

    অনুব্রতর বিরুদ্ধে ফোনে কথা বলার অভিযোগ ওঠা নিয়ে রাজ্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, “মানুষ জানে বীরভূমে অনুব্রত মণ্ডলের নির্দেশ ছাড়া গাছের পাতাও নড়ে না। অনুব্রত মণ্ডল যা করেন তা তার সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশে। বগটুই কাণ্ডের (Bagtui Massacre) পর ঘটনাস্থলে গিয়েছিলেন ফিরহাদ হাকিম ও অনুব্রত মণ্ডল। কিন্তু যারা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন তাদের সঙ্গে দেখা করতে তারা গেলেন না। বরং মন্ত্রীমশায় একটা চক্রান্তের তত্ব ভাসিয়ে দিয়ে চলে এলেন। যারা যারা ওই মামলায় অভিযুক্ত তাদের সবার সঙ্গেই অনুব্রতর যোগাযোগ রয়েছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nasik Fire: নাসিকের কারখানায় আগুন, মৃত ২, আহত কমপক্ষে ১৭

    Nasik Fire: নাসিকের কারখানায় আগুন, মৃত ২, আহত কমপক্ষে ১৭

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের প্রথম দিনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রবিবার সকালে নাসিকের (Nasik Fire) ইগতপুরী জেলার মুন্ডেগ্রামের জিন্দাল গোষ্ঠীর একটি কারখানায় আগুন লেগে যায়৷ এদিন হঠাতই কারখানা থেকে ধোঁয়া বেরোতে দেখেন কারখানার কয়েকজন কর্মী৷ তারপর তাঁরাই দমকলে খবর দেন৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা৷ আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি৷ শেষ পাওয়া খবর অনুযায়ী ২ জন শ্রমিকের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে একজন মহিলা শ্রমিক। ৭০ শতাংশ পুড়ে যান তিনি। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৭ জন শ্রমিক। এদের মধ্যে ৪ জনের অবস্থা সঙ্কটজনক।

    কী ঘটেছে?  

    স্থানীয় সূত্রে খবর, এদিন সকাল ১১:৩০ মিনিট নাগাদ হঠাতই কারখানার ভিতর থেকে আগুন বেরোতে দেখা যায়৷ আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায়৷ সেই সময়ে কারখানার ভিতরে প্রায় ২৫০ জন কর্মী উপস্থিত ছিলেন৷ তাঁদের অধিকাংশই নিরাপদে কারখানার বাইরে বেরোতে সক্ষম হন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওযার আগেই দমকল কর্মীরা দ্রুত উদ্ধারকাজ শুরু করে৷ পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় কালেক্টর গঙ্গাথরণ ডি ও এস পি (রুরাল) সচিন পাতিল ৷ ইগতপুরী এবং নাসিক (Nasik Fire) থেকে দমকলের ১২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷

    আরও পড়ুন: ২০২৩- এর বিশ্বকাপ দলের ২০ জনের নাম ঘোষণা বিসিসিআই- এর, আইপিএল নিয়েও বড় সিদ্ধান্ত

    উদ্ধারকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ রয়েছে। এছাড়া কারখানা চত্বরে বড় শুকনো ঘাস থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে।

    মহারাষ্ট্রের (Nasik Fire) মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এক বিবৃতিতে বলেন, “১১ জন গুরুতর আহতকে নাসিকের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারখানাটিতে স্বয়ংক্রিয় যন্ত্রে কাজ হত। ফলে ভেতরে লোক কম ছিল সেই সময়। উদ্ধারকাজে গতি আনার জন্য সরকারের তরফে যাবতীয় সহযোগিতা করা হচ্ছে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের কর্মকর্তা, জেলা কালেক্টর, পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন। যাবতীয় ব্যবস্থা নিচ্ছেন।” হাসপাতালে আহতদের দেখতেও যান মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে ৫ লক্ষ টাকা করে সরকারি সাহায্য দেওয়া হয়েছে মৃত শ্রমিকের পরিবারকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share