Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • BCCI: ২০২৩- এর বিশ্বকাপ দলের ২০ জনের নাম ঘোষণা বিসিসিআই- এর, আইপিএল নিয়েও বড় সিদ্ধান্ত

    BCCI: ২০২৩- এর বিশ্বকাপ দলের ২০ জনের নাম ঘোষণা বিসিসিআই- এর, আইপিএল নিয়েও বড় সিদ্ধান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন থেকেই ২০২৩- এর বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারত। ২০১১ সালের পর ২০২৩ সালে ওডিআই বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। তাই এবারের ওডিআই বিশ্বকাপকে পাখির চোখ করে এগোতে চায় বিসিসিআই (BCCI)। ২০১১- এর পর কাপও আসেনি দেশে। তারও এক চাপ রয়েছে। এবার ঘরের মাঠে বিশ্বকাপ তোলার পালা। আর সেই সুযোগকে হাতছাড়া করতে চায় না বিসিসিআই। আর তাই বছরের প্রথম দিনের বৈঠকেই বিশ্বকাপের জন্য ২০ সদস্যকে বেছে নিল তারা। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২০ জনের মধ্যে থেকে বিশ্বকাপের আগে চূড়ান্ত ১৫ জনকে বেছে নেবেন নির্বাচকরা। এর অর্থ ২০ জনের উপর বিশ্বকাপ পর্যন্ত কড়া নজর থাকবে বোর্ডের।  

    প্রতিবেদন অনুযায়ী, বিশ্বকাপের আগে পর্যন্ত সিরিজগুলোতে এই ২০ জন প্লেয়ারকে দিয়েই খেলানো হবে। যাতে বিশ্বকাপে চূড়ান্ত প্রস্তুতি নিতে পারেন তাঁরা এবং ওয়ার্কলোডও দেখা হবে। বৈঠকের পরে নাম না প্রকাশের শর্তে এক বোর্ড কর্তা বলেন, “খুব গঠনমূলক বৈঠক হল। যেখানে আমরা অতীতের পারফরমেন্স নিয়ে বিশ্লেষণ করেছি এবং আগামী লিগগুলোর জন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছি। এই লিগের মধ্যে রয়েছে বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আমরা আন্তর্জাতিক ক্রিকেটে প্রাধান্য দিচ্ছি এবং আইপিএল যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাও দেখতে হবে।” 

    এই বৈঠকে আলোচনা হয়েছে এশিয়া কাপ ও টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরমেন্স নিয়েও। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে এনসিএ প্লেয়ারদের ফিটনেস নিয়ে আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করবে। এরসঙ্গে প্লেয়ারদের ইয়ো ইয়ো পরীক্ষা দিয়ে জাতীয় দলে প্রবেশের মত বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    ইতিমধ্যেই শ্রীলঙ্কা সিরিজ়ের দল বেছে ফেলেছেন নির্বাচকরা। এক দিনের সিরিজ়ে খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। হার্দিক পাণ্ডিয়া সেই সিরিজ়ে সহ-অধিনায়ক করা হয়েছে। দলে রাখা হয়েছে মহম্মদ শামিকেও। রবীন্দ্র জাডেজা এবং যশপ্রীত বুমরা এখনও পুরোপুরি সুস্থ নন। তাঁদের বাদ দিয়েই দল গঠন করা হয়েছে। সুযোগ দেওয়া হয়েছে উমরান মালিককে। মোট ১৬ জনের দল ঘোষণা করেছে ভারত।

    বোর্ডের বৈঠকে ছিলেন বিসিসিআই (BCCI) সভাপতি রজার বিন্নী, সচিব জয় শাহ, প্রাক্তন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা, ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। 

    আইপিএল নিয়েও নতুন নির্দেশিকা জারি করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইচ্ছা করলেই যে কোনও ক্রিকেটারকে খেলানো যাবে না আইপিএলে। তার জন্য মানতে হবে নিয়ম। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এমন অনেক ক্রিকেটার রয়েছেন যাঁরা চোটপ্রবণ। প্রতি বার আইপিএল খেলতে গিয়ে চোট পান তাঁরা। ফলে দেশের হয়ে তাঁদের পা ওয়া যায় না। সেটা যাতে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: ‘বাবার মৃত্যুর সময়ও কর্তব্যে অবিচল ছিলেন মোদি’, স্মৃতির সাগরে ডুব ভিএইচপি নেতার 

    বিসিসিআই (BCCI) জানিয়েছে, যে সব ভারতীয় ক্রিকেটার বেশি চোটপ্রবণ তাঁদের দিকে নজর রাখতে হবে সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজ়ি ও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিকে। তারাই ঠিক করবে, কোন ক্রিকেটারকে কটি ম্যাচে বিশ্রাম পাবেন। দেশের হয়ে যাতে তাঁদের পাওয়া যায়, সেই কথা মাথায় রেখে আইপিএলে বিশ্রাম দিতে হবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Delhi Earthquake: বছরের প্রথম দিনই ভূমিকম্পে কাঁপল দিল্লি, ট্যুইটারে ট্রেন্ড করল ‘হিলা দিয়া’

    Delhi Earthquake: বছরের প্রথম দিনই ভূমিকম্পে কাঁপল দিল্লি, ট্যুইটারে ট্রেন্ড করল ‘হিলা দিয়া’

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের প্রথম দিনই কেঁপে উঠল দেশের রাজধানীর মাটি। ভূমিকম্পে (Delhi Earthquake) আতঙ্ক ছড়াল দিল্লিতে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৮। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি। কম্পনটির এপিসেন্টার ছিল হরিয়ানা। ভূকম্পটির কেন্দ্র মাটি থেকে ৫ কিলোমিটার গভীরে। এর আগে ১২ নভেম্বর দিল্লিতে ভূমিকম্প হয়েছিল। তখন কম্পনটির গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার নীচে। সেই সময় রিখটার স্কেলে তীব্রতা ছিল ২.৫। 

    আরও পড়ুন: বছরের শেষ দিন ৩.৫ লক্ষ বিরিয়ানি ডেলিভারি করল সুইগি 

    গত কয়েকমাস ধরেই একাধিক বার কেঁপেছে দিল্লি (Delhi Earthquake) এনসিআর। তবে বর্ষবরণের উৎসবে মগ্ন থাকায় এদিন অনেকেই কম্পন অনুভব করতে পারেননি। উল্লেখ্য, উত্তর ভারতের হিমালয়ের কোলের রাজ্যগুলিতে প্রায়ই ভূমিকম্প হয়। গত কয়েক বছরে কম্পনের জেরে মারাত্মক ক্ষতি হয়েছে উত্তরাখণ্ড, হিমাচলপ্রদেশ-সহ একাধিক রাজ্য। বিশেষজ্ঞদের দাবি, হিমালয় অঞ্চলে বারবার ভূমিকম্প হওয়ায় বিপদের মুখে পড়ছে দিল্লি। ভবিষ্যতে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। 

    আর এই কম্পন অনুভূত হওয়ার পরই মিমে মজে উঠলেন নেট নাগরিকরা। ট্যুইটারে ট্রেন্ড করল ‘হিলা দিয়া’। দেখে নিন কিছু সেরা মিম।

     


    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • New Year 2023: বিশ্বের কোন কোন দেশ করল বর্ষবরণ?

    New Year 2023: বিশ্বের কোন কোন দেশ করল বর্ষবরণ?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই নতুন বছর। বর্ষবরণের (New Year 2023) রাতে মেতে উঠেছে গোটা দেশ। ভারতে আগামী কাল নতুন বছর শুরু হলেও অনেক দেশই আজই বর্ষবরণ করে নিয়েছে। তাদের শুরু হয়ে গিয়েছে নতুন বছর। অস্ট্রেলিয়ার সিডনিতে শুরু হয়েছে নতুন বছরের উদযাপন। ট্যুইটার ব্যবহারকারী জেসন ডেসি টুইটারে সিডনিতে নববর্ষের আগের আতশবাজির একটি ভিডিও শেয়ার করেছেন। সিডনিতে নববর্ষের প্রাক্কালে আতশবাজির শ্বাসরুদ্ধকর ছবি এবং ভিডিও লোকেরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।

     

    বিশ্বের বড় শহর হিসেবে সবার আগে ২০২৩ (New Year 2023) সালকে বরণ করে নিলো নিউজিল্যান্ডের অকল্যান্ড। এবারও শহরের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে উৎসবে মেতেছে সে দেশের মানুষ।  
     
    বিশ্বের বড় শহরগুলির মধ্যে সবার আগে ২০২৩ (New Year 2023) সালকে বরণ করে নিলো নিউ জিল্যান্ডের অকল্যান্ড। এবারও শহরের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে বর্ণিল আলোকচ্ছটার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সে দেশের মানুষ। নতুন বছরকে বরণ করতে অকল্যান্ডের স্কাই টাওয়ারে ঝুলন্ত একটি বিশাল ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার জন্য অপেক্ষা করতে থাকে উচ্ছসিত জনতা। শুরু হয় কাউন্টডাউন। আর ১২টা বাজার সঙ্গে সঙ্গে আকাশে দেখা যায় আতশবাজির মেলা।

    আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে (New Year 2023) আগে বরণ করার সুযোগ পায় এমন দেশগুলোর একটি নিউ জিল্যান্ড। তবে গোটা বিশ্বে সবার আগে বর্ষবরণ করে সামোয়াত। দেশটি নিউ জিল্যান্ডের কাছাকাছি অবস্থিত। এক ঘণ্টা আগে সেখানে নতুন বছরের সূচনা হয়।

    এছাড়াও সিঙ্গাপুররেও আতশবাজির মাধ্যমে বর্ষবরণ করে নেওয়া হয়েছে। ৩১ ডিসেম্বর রাত থেকে ১ জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরু পর্যন্ত সারা বিশ্বের মানুষকে উদযাপনে মেতে উঠতে দেখা যায়। আতশবাজি বিশ্বের অনেক দেশে প্রচণ্ডভাবে ব্যবহার করা হয়। বিশেষ করে সিডনি, লন্ডন, সিঙ্গাপুর এবং দুবাইতে নববর্ষের আগের দিন আতশবাজি দেখার মতো। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • CRPF Female Jawan: এখন থেকে উপত্যকায় দেশের সুরক্ষার দায়িত্বে পুরুষদের সঙ্গে থাকবেন মহিলা সিআরপিএফরাও

    CRPF Female Jawan: এখন থেকে উপত্যকায় দেশের সুরক্ষার দায়িত্বে পুরুষদের সঙ্গে থাকবেন মহিলা সিআরপিএফরাও

    মাধ্যম নিউজ ডেস্ক: নারীর ক্ষমতায়ন এদেশে আর আকাশ-কুসুম কল্পনা নয়। এর আগেও বার বার সেই প্রমাণ পাওয়া গিয়েছে। আরও একবার তা প্রমাণিত হল। কাশ্মীরে সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে এবার থেকে বন্দুক হাতে দেখা যাবে মহিলা আধা সামরিক সিআরপিএফ জওয়ানদের (CRPF Female Jawan)।

    উপত্যকার সুরক্ষার দায়িত্বে মহিলারা  

    ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই দেশের মহিলাদের ক্ষমতায়নের কথা বলেছেন। বার বার মহিলাদের পক্ষে সওয়াল করেছেন। তাঁর শাসনকালে দেশের মহিলারা পেয়েছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব। এবার আরও এক গুরুত্বপূর্ণ কাজের কাজের দায়িত্ব এল দেশের নারীশক্তির কাঁধে। উপত্যকার সুরক্ষায় এখন থেকে বহাল হবেন মহিলা সিআরপিএফরা। নতুন বছরের মার্চ মাস থেকেই এই দায়িত্ব পাবেন মহিলা জওয়ানরা (CRPF Female Jawan)। উপত্যকায় জঙ্গিদের সঙ্গে সরাসরি লড়াইয়ের ক্ষেত্রে এই প্রথমবারের জন্য কোনও নিরাপত্তা সংস্থার তরফে মহিলাদের যোগদান করানো হচ্ছে।          

    বর্তমানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF Female Jawan) মহিলা বাহিনীর প্রশিক্ষণ চলছে। মোটামুটি চার থেকে ছয় সপ্তাহ চলবে এই প্রশিক্ষণ। তারপর উপত্যকার বিভিন্ন জায়গায় পুরুষ সিআরপিএফ জওয়ানের পাশাপাশি মহিলা সিআরপিএফ মোতায়েন করা হবে। শ্রীনগর সেক্টরের সিআরপিএফ ইনস্পেক্টর জেনারেল চারু সিনহা সংবাদমাধ্যমকে বলেন, “আমরা প্রথমে অল্প সংখ্যক মহিলা জওয়ান মোতায়েন করব। কোনও ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় স্থানীয় মহিলারা যাতে নিরাপদ বোধ করেন, সে কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

    আরও পড়ুন: কর্নাটকে ভোটের বাদ্যি বাজালেন শাহ, তুলোধোনা করলেন কংগ্রেস, জেডিএসকে

    উল্লেখ্য, চারু সিনহা প্রথম মহিলা আইপিএস অফিসার যিনি সিআরপিএফ-র (CRPF Female Jawan) শ্রীনগর সেক্টরের প্রধানের দায়িত্ব পেয়েছেন। তিনি আরও বলেন, স্থানীয় ভাবাবেগকে সম্মান জানানোর জন্য সরসারি কমব্যাটে মহিলা জওয়ান মোতায়েন করা হচ্ছে। বর্তমানে শ্রীনগর বিমানবন্দরে সিভিল সেক্রেটারিয়েট ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে মহিলাদের তল্লাশি চালানোর জন্য মহিলা সিআরপিএফ কর্মীদের মোতায়েন করা হয়ে থাকে। এবার উপত্যকায় সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে পুরুষ সিআরপিএফ জওয়ানের পাশে দেখা যাবে মহিলা জওয়ানদেরও। চারু সিনহা আরও বলেন, “পুরুষ কনস্টেবল যা করছেন মহিলারাও তাই করবেন। পুরুষদের কাছে যে অস্ত্র থাকবে মহিলারাদের হাতেও থাকবে একই অস্ত্র। এদিকে মহিলা সিআরপিএফ জওয়ান মোতায়েনের আগে ছয় মাসের জন্য একটি পাইলট প্রজেক্ট চালু করা হয়েছিল। আর এতে সাফল্য পাওয়ার পরেই এই সিদ্ধান্ত। মার্চ মাস থেকে সন্ত্রাসবাদ দমনে জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে নামবেন মহিলারা।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Kolkata Metro: গঙ্গার নিচে মেট্রো টানেলের কাজ প্রায় শেষ, ৫২০ মিটার পথ পেরোনো যাবে ৪৫ সেকেন্ডে

    Kolkata Metro: গঙ্গার নিচে মেট্রো টানেলের কাজ প্রায় শেষ, ৫২০ মিটার পথ পেরোনো যাবে ৪৫ সেকেন্ডে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েকদিনের অপেক্ষা। আর কয়েক দিনের মধ্যেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর আন্ডার ওয়াটার টানেলের উদ্বোধন হয়ে যাবে। কর্তৃপক্ষ জানিয়েছে কাজ প্রায় শেষের দিকে, একটি দূর্দান্ত অভিজ্ঞতার সাক্ষী হতে এবার যাত্রীরা কাউন্টডাউন শুরু করে দিতে পারে। ১২০ কোটি টাকা ব্যায় গঙ্গার তলা দিয়ে তৈরি হয়েছে এই সুড়ঙ্গপথটি। গঙ্গার তলায় সুড়ঙ্গ পথের দৈর্ঘ্য ৫২০ মিটার। এই দূরত্ব মেট্রো রেলে করে পার হতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট। 

    ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল দেশের প্রথম আন্ডার ওয়াটার টানেল। টানেওটি ইউরোস্টারের লন্ডন-প্যারিস করিডোরের ভারতীয় সংস্করণ। গঙ্গার তলদেশ থেকে ১৩ মিটার নীচে আর ভূমি স্তর থেকে ৩৩ মিটার নীচে রয়েছে এই টানেল। ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডোরের অংশ- পূর্বে সল্টলেক সেক্টর ফাইড এর আইটি হাব থেকে নদীর ওপারে হাওড়া ময়দান পর্যন্ত যাত্রা।

    ইতিমধ্যেই শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রো চালু হয়ে গিয়েছে। আর কয়েক দিন পর থেকেই নদীর নিচ দিয়ে হুশ করে পৌঁছে যাওয়া যাবে হাওড়ায়। নুমান করা হচ্ছে, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে টানেল তৈরির কাজ শেষ হয়ে যাবে।

    আরও পড়ুন: কো-অর্ডিনেশন বৈঠকে বসছে আরএসএস, জানুন কবে, কোথায় 

    ইস্ট-ওয়েস্ট মেট্রোর লাইন তৈরি করতে গেলে, গঙ্গার নিচে টানেল তৈরিই ছিল একমাত্র উপায়। তাই এই পথেই হাঁটতে হয় মেট্রো কর্তৃপক্ষকে। হাওড়া থেকে শিয়ালদহ যেতে কম করে  ১ ঘন্টা লেগে যায় এই মুহূর্তে। এই নতুন মেট্রো রুট চালু হয়ে গেলে এই যাতায়াত অনেকটাই সহজ হবে। কিন্তু মেট্রো রেল পরিষেবা চালু হলে প্রায় ৪০ মিনিট সময় কমে যাবে। 

    টানেলের নির্মাণ কাজ প্রায় হয়ে গিয়েছে। করিডোরের এসপ্ল্যানেড ও শিয়ালদহের মধ্যে আড়াই কিলোমিটার মেট্রো পথ তৈরির হওয়ার পরেই এটি চালু হবে। আগামী বছর ডিসেম্বর মাসে এই মেট্রো পথ চালু হবে বলেও আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতার মেট্রো রেল কর্পোরেশনের জেনারেল ম্যানেজার শৈলেশ কুমার বলেন, “ইস্ট ওয়েস্ট করিডোরের জন্য টানেলটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ ছিল। আবাসিক এলাকা, অন্যান্য প্রযুক্তিগত সমস্যার পাশাপাশি নদীর তলদেশ দিয়ে যাত্রাপথ তৈরি করা জরুরি ছিল। তিনি আরও বলেছেন হাওড়া-শিয়ালদহের মধ্যে এই মেট্রো রুট দিয়ে যাতায়াত করতে এখন প্রায় দেড় ঘণ্টা সময় লাগে। এই মেট্রো পরিষেবা চালু হলে হাওড়া ও শিয়ালদ দুই দিকেই যানজট অনেকে কমে যাবে। গঙ্গার তলাদিয়ে সুড়ঙ্গ পথ পার হতে সময় লাগবে মাত্র ৪৫ সেকেন্ড।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • River Cruise: বেনারস থেকে বাংলাদেশ হয়ে অসম! পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজ উদ্বোধন করবেন মোদি

    River Cruise: বেনারস থেকে বাংলাদেশ হয়ে অসম! পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজ উদ্বোধন করবেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: ১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ (River Cruise) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রুজটি উত্তর প্রদেশের বেনারস (অধূনা বারাণসী) থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় পৌঁছবে। ৫০ দিনের এই ক্রুজ যাত্রা হবে এক অনন্য অনুভূতি। গঙ্গা, ভাগীরথী, হুগলি, ব্রহ্মপুত্র এবং পশ্চিম উপকূলের খাল সহ ২৭টি নদীর প্রণালীর মধ্যে দিয়ে মোট ৩২০০ কিলোমিটার যাত্রা করবে।

    কী বলেছেন প্রধানমন্ত্রী?

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ ডিসেম্বর বলেছিলেন, “এই ক্রুজটি (River Cruise) হবে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং অনন্য ক্রুজ। ভারতের ক্রমবর্ধমান পর্যটনকে আরও উন্নত করবে এই ক্রুজ। আমি পশ্চিমবঙ্গের জনগণকে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করার জন্য আবেদন জানাচ্ছি।” শুক্রবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনের সময় একথা বলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই ১৩ তারিখে ক্রুজটি উদ্বোধন করার ঘোষণাও করেন তিনি।    

    জানা গিয়েছে, এই ক্রুজটি (River Cruise) মোট ৫০টি ঐতিহ্যবাহী পর্যটন স্থান পরিদর্শন করবে। তীর্থযাত্রীদের জন্যে এই ভ্রমণ আদর্শ। এর মধ্যে রয়েছে বেনারসের গঙ্গা আরতি, কাজিরঙ্গা জাতীয় উদ্যান এবং সুন্দরবন। এই ক্রুজটি ১১০০ কিলোমিটার পথ বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ক্রুজটি একটি বেসরকারি সংস্থা পরিচালনা করবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের পুরো মনযোগ উন্নয়ন ও জলপথের দিকে। এ বিষয়ে কেন্দ্র আরও গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনা নিয়েছে। এই ক্রুজটি সফলভাবে পরিচালনার জন্য নেভিগেশন সুবিধা এবং জেটির ব্যবস্থা করা হচ্ছে।

    আরও পড়ুন: কোনও ভুল করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! সরকারের নোটবন্দির সিদ্ধান্তেই সিলমোহর সুপ্রিম কোর্টের 
     
    বন্দর, নৌ-পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি বলেন, “উপকূলীয়-নদী পরিবহন, ক্রুজ (River Cruise) পরিষেবা উন্নত করাই এখন কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “কেন্দ্রীয় সরকার দেশে ১০০টি জলপথ তৈরির পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি এসব নৌপথে ক্রুজ জাহাজ পরিচালনার বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।” 

    আগেকার সময়ে জলপথে বাণিজ্যের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী (River Cruise) আরও বলেন, “আগে জলপথ ব্যবহার করা হত বাণিজ্য ও পর্যটনের জন্য। সেজন্য নদীর ধারে জনবসতি গড়ে ওঠে। শিল্পও গড়ে ওঠে নদীর ধারে। সেই জলপথকে ব্যবহার করেই পর্যটকদের নতুন ‘উপহার’ দিতে চলেছে কেন্দ্র।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Swiggy: বছরের শেষ দিন ৩.৫ লক্ষ বিরিয়ানি ডেলিভারি করল সুইগি

    Swiggy: বছরের শেষ দিন ৩.৫ লক্ষ বিরিয়ানি ডেলিভারি করল সুইগি

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল বর্ষবরণের রাতে মেতেছিল গোটা দেশ। যেকোনও উৎসব পেটপুজো ছাড়া অসম্পূর্ণ। ৩১ ডিসেম্বরের রাত থেকেই উৎসব, আনন্দে মেতেছেন সকলে। কারোর বাড়িতে হয়েছে পিকনিক, কেউ আবার বন্ধুবান্ধবদের সঙ্গে পার্টিতে মত্ত। আর উৎসবের দিনে অনেকেই রান্না-বান্না থেকে নিজেকে দূরে রাখতে পছন্দ করেন। আর তার জন্যে আমরা মূলত ভরসা করি ফুড ডেলিভ্যারি অ্যাপেই (Swiggy)। সবাই উৎসবের আনন্দে মেতে থাকলেও এই দিনগুলিতে ব্যস্ততা বেড়ে যায় ডেলিভারি বয়দের। এই দিন দেশজুড়ে লক্ষাধিক অর্ডার ডেলিভারি দিলেন ডেলিভারি বয়রা।

    কী জানিয়েছে সুইগি? 

    সুইগি (Swiggy) জানিয়েছে, বর্ষবরণের রাতে দেশে সবচেয়ে বেশি চাহিদা ছিল বিরিয়ানির। সন্ধে ৭টা বেজে ২০ মিনিটের মধ্যেই ১ লক্ষ ৬৫ হাজার বিরিয়ানির অর্ডার জমা পড়ে তাদের কাছে। সবমিলিয়ে বর্ষবরণে রাতে সাড়ে তিন লক্ষ বিরিয়ানি বিকিয়েছে তাদের অ্যাপ থেকে। সুইগি আরও জানিয়েছে, শনিবার, ৩১ ডিসেম্বর তাদের অ্যাপে সবথেকে বেশি বিরিয়ানি অর্ডার হয়েছে। অর্ডারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পিৎজা। রাত ১০টা বেজে ২৫ মিনিট পর্যন্ত ৬১ হাজার পিৎজা বিকিয়েছে তাদের অ্যাপ মারফত। বাকি হিসেব এখনও মেলেনি।

    আরও পড়ুন: নাসিকের কারখানায় আগুন, মৃত ২, আহত কমপক্ষে ১৭

    বর্ষবরণের (Swiggy) রাতে মোট যা বিক্রি হয়েছে সেই নিরিখে বিরিয়ানির অর্ডারে সবচেয়ে এগিয়ে ছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি বিরিয়ানি অর্ডার করেন, মোট বিক্রি হওয়া বিরিয়ানির ৭৫.৪ শতাংশ। দ্বিতীয় স্থানে ছিল লখনউয়ি বিরিয়ানি, ১৪.২ শতাংশ। কলকাতার বিরিয়ানি বিক্রি হয়েছে ১০.৪ শতাংশ।

    হায়দ্রাবাদের অন্যতম জনপ্রিয় বিরিয়ানি রেস্তোরাঁর সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণের রাতে প্রতি মিনিটে দুই প্যাকেট বিরিয়ানির ডেলিভারি দেওয়া হয়েছে। সবমিলিয়ে ২০২২ সালের ৩১ ডিসেম্বরের চাহিদার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য ১৫ টন বিরিয়ানি তৈরি করা হয়েছিল।

    শনিবার রাত ১০ টা ২৫ মিনিটে সুইগির (Swiggy) তরফে একটি ট্যুইটবার্তায় বলা হয়, ‘ডোমিনোজ ইন্ডিয়া, ৬১,২৮৭ পিৎজার ডেলিভারি দেওয়া হয়েছে। ওগুলির সঙ্গে কতগুলি ওরিগ্যানোর প্যাকেট যাচ্ছে, শুধু সেটা ভাবুন।’

    সেইসঙ্গে শনিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত ১.৭৬ লাখ প্যাকেট চিপস সরবরাহ করা হয়েছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাত ৯ টা ১৮ মিনিট পর্যন্ত ভারতের ১২,৩৪৪ জন খিচুড়ির অর্ডার দিয়েছিলেন। তারই মধ্যে শনিবার সন্ধ্যায় সুইগির সিইও শ্রীহর্ষ মাজেটি বলেন, “দ্রুতগতিতে শুরু হয়েছে পার্টি। ইতিমধ্যে আমরা ১৫ লাখ অর্ডার দিয়েছি। তা চলছে। এই নিউ ইয়ার্স ইভকে অবিস্মরণীয় করে তুলে আমাদের বাহিনী ও সহযোগী রেস্তোরাঁগুলি তৈরি আছে। বিশেষ পরামর্শ দিচ্ছি – ভিড় এড়াতে দ্রুত অর্ডার দিন।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

     

  • TET Scam: টেট দুর্নীতিতে উঠে এল ‘ঘোষবাবু’-র নাম, কে তিনি? হন্যে হয়ে খুঁজছে ইডি

    TET Scam: টেট দুর্নীতিতে উঠে এল ‘ঘোষবাবু’-র নাম, কে তিনি? হন্যে হয়ে খুঁজছে ইডি

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছে ইডি (TET Scam)। আর সেই চার্জশিটে বিস্ফোরক তথ্য দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আদালতে মানিক ভট্টাচার্জের বিরুদ্ধে পেশ করা চার্জশিটে ইডি জানিয়েছে, কোনও এক ঘোষবাবুকে টাকা দিয়ে চাকরি পেয়েছেন বেশ কিছু চাকরিপ্রার্থী। এমনকী এই ঘোষবাবুকে ঘুষ দিয়ে ২০১৪ সালের টেটও পাশ করেছেন ৩২৫ জন চাকরিপ্রার্থী।

    কী জানা গেল?

    আদালতকে ইডি (TET Scam) জানিয়েছে, তাপস মণ্ডলকে জেরা করার সময়ও বার বার ঘোষ বাবুর নাম উঠেছে। মোট ৩.২৫ কোটি টাকা নিয়ে এই ‘ঘোষ বাবু’- ই ১০ জনকে প্রাথমিকে চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন বলে জানিয়েছেন তাপস মণ্ডল। ইতিমধ্যে আদালতের নির্দেশে ওই ভুয়ো চাকরিপ্রার্থীদের চাকরি চলে গিয়েছে। তার মধ্যে এখনও পর্যন্ত ৫ জনকে চিহ্নিত করতে পেরেছেন ইডির তদন্তকারী গোয়েন্দারা।  

    ইডি চার্জশিটে (TET Scam) বলা হয়েছে, যে ৩২৫ জনকে অবৈধভাবে চাকরি দেওয়া হয়েছিল তাঁদের তালিকা তদন্তকারীদের হাতে তুলে দিয়েছেন তাপস মণ্ডল। তবে এই ঘোষবাবুর আসলে কে? এখন সেই খোঁজেই তদন্ত চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

    প্রসঙ্গত, তদন্তে নেমে মানিক ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি (TET Scam)। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সংসদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তাঁর ছেলে শৌভিক ভট্টাচার্য, মানিকবাবুরস্ত্রী-সহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১১১ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। আপাতত ইডি গোয়ান্দাদের মূল লক্ষ্য ঘোষ বাবুকে খুঁজে বের করা। তাঁকে খুঁজে পেলে এই রহস্যের অনেকটাই সমাধান হবে বলে মনে করছে  ওয়াকিবহাল মহল।

    আরও পড়ুন: কবিগুরুর শান্তিনিকেতনে থামবে বন্দে ভারত! বোলপুরে স্টপেজ দিয়ে নয়া সূচি প্রকাশ রেলের

    ইডি (TET Scam) গোয়েন্দাদের দাবি, তৎকালীন পর্ষদ সভাপতির সঙ্গে তাপসের যোগসূত্রের অন্যতম ‘মিসিং লিঙ্ক’ এই ঘোষবাবু। তা হলে কি তাঁর মারফতই প্রাথমিকে শিক্ষক নিয়োগে বেনিয়মের অপারেশন চলত? বুধবার তাপসের সঙ্গে একাধিক বার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kolkata New Year Eve: বর্ষবরণে মেতে শহর, বছরের শেষদিনে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হল পার্ক স্ট্রিটকে

    Kolkata New Year Eve: বর্ষবরণে মেতে শহর, বছরের শেষদিনে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হল পার্ক স্ট্রিটকে

    মাধ্যম নিউজ ডেস্ক: বড়দিনে পার্কিস্ট্রিটের জনজোয়ার রেকর্ড গড়েছে। ভিড় সামলাতে হিমসিম খেতে হয়েছে কলকাতা পুলিশকে। শহরবাসীর সুরক্ষায় সেদিন মোতায়েন করা হয়েছিল দেড় হাজার পুলিশ। কিন্তু তাতেও বেশ বেগ পেতে হয়েছিল কলকাতা পুলিশকে। তাই এবার আগে থেকেই সতর্ক থাকতে চাইছে তাঁরা। বর্ষবরণের সন্ধ্যায় ভিড় সামলাতে পার্কস্ট্রিটে মোতায়েন করা হল প্রায় আড়াই হাজার পুলিশ। আর বছরের প্রথমদিন ১ জানুয়ারিতে (Kolkata New Year Eve) থাকবে ২৩০০ পুলিশ। 

    রাত পোহালেই নতুন বছর। আজ, শনিবারও পার্ক স্ট্রিটে ভিড় জমাবেন বহু মানুষ। যানজট রুখতে পার্ক স্ট্রিটকে ‘নো পার্কিং জোন’ করে দেওয়া হয়েছে। ‘ওয়ান ওয়ে’ গাড়ি চলবে। পার্ক স্ট্রিটে বাইক কিংবা গাড়ি নিয়ে এলে রাসেল স্ট্রিট ও ক‌্যামাক স্ট্রিটে গিয়ে পার্কিং করতে হবে।

     

    নিরাপত্তার কী ব্যবস্থা থাকছে?   

    প্রতিবছরের মতো এবছরও নববর্ষের উৎসবে (Kolkata New Year Eve) নিরাপত্তার দিকে নজর দিতে চাইছে পুলিশ। গোটা শহরেই কমবেশি নিরাপত্তার বিষয়টিতে নজর দেওয়া হয়েছে। বর্ষবরণের রাতে সবথেকে বেশি ভিড় হয় পার্ক স্ট্রিটে। সেজন‌্য বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হচ্ছে পার্ক স্ট্রিট ও সংলগ্ন অঞ্চলে। পার্ক স্ট্রিটের জন‌্য আলাদা কন্ট্রোল রুম খোলা হয়েছে। বর্ষবরণের রাতে মোট ৬টি সেক্টরে ভাগ করা হয়েছে পার্ক স্ট্রিটকে। নজরদারির দায়িত্বে থাকবেন ১১ জন ডিসি। রবিবার ১ জানুয়ারি ৪টি সেক্টর করা হয়েছে। আগামীকাল থাকছেন সাতজন ডিসি। ১১টি ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হবে। ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হবে। দূর দূরান্ত থেকে মানুষ পার্ক স্ট্রিটে আসেন। তাঁদের সহায়তার জন‌্য থাকছে ১৫টি পুলিশ অ‌্যাসিস্ট‌্যান্ট বুথ। বর্ষবরণের রাতে পানশালা, হোটেল, রেস্তোরাঁগুলিতে ভিড় থাকে। হোটেল ও রেস্তোরাঁ, পানশালাতেও নজর থাকছে পুলিশের। অপ্রীতিকর ঘটনা এড়াতে মালিকদের বাড়তি নিরাপত্তা রক্ষীর ব‌্যবস্থা করতে বলেছে পুলিশ। বড়দিনেএ মতো এদিনও যাতে শহরে বাইক দৌরাত্ম‌্য না হয় সেদিকেও নজর দেওয়া হয়েছে। ট্রাফিক আইন লঙ্ঘন, মদ‌্যপান করে গাড়ি চালানো ও অভ‌ব‌্য আচরণের অভিযোগে বড়দিনের রাত ও দিন মিলিয়ে ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছিল। বর্ষবরণের আগে থেকে শহরে টহল দিচ্ছে পুলিশ।

    আরও পড়ুন: এখন থেকে উপত্যকায় দেশের সুরক্ষার দায়িত্বে পুরুষদের সঙ্গে থাকবেন মহিলা সিআরপিএফরাও  

    লালবাজার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন শহরে বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগে গ্রেফতার করা হচ্ছে প্রায় সাড়ে ৩০০ থেকে ৪০০ জনকে। বর্ষবরণের রাতেও (Kolkata New Year Eve) বাইকবাহিনীর দাপট রুখতে ৯৭ পয়েন্টে নাকা চেকিং- এর ব্যবস্থা থাকছে। অপ্রীতিকর ঘটনা রুখতে ২০টি মোটর সাইকেলে করে পুলিশ টহলদারি চালাবে। বিশেষ কুইক রেসপন্স টিম থাকছে ২টি। একটি থাকবে পার্ক স্ট্রিট থানা এবং আর একটি থাকবে মিডলটন রো-তে। ৫৮টি পিসিআর ভ‌্যানের মধ্যে ২৩টিই থাকবে পার্ক স্ট্রিট চত্বরে। হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থাকছে ১২টি। দুর্ঘটনা ঘটলে যাতে দ্রুত চিকিৎসার ব‌্যবস্থা করা যায় সেজন‌্য ৭টি অ‌্যাম্বুল‌্যান্স থাকছে। নববর্ষের দিন আলিপুর চিড়িয়াখানায় বাড়তি নজর থাকছে পুলিশের। যানজট সামলাতে অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন করা হচ্ছে। সেইসঙ্গে একজন ডিসি পদমর্যাদার আধিকারিকও থাকবেন আলিপুরে। পার্কিং লটে জুলুম রুখতে আজ ও কাল পুলিশের নজর থাকছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • WhatsApp Updates: ৩১ ডিসেম্বর থেকে এই ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো? দেখুন তালিকা

    WhatsApp Updates: ৩১ ডিসেম্বর থেকে এই ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো? দেখুন তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শুরুতে প্রতিবছরই অ্যাপে কোনও না কোনও পরিবর্তন আনে হোয়াটসঅ্যাপ (WhatsApp Updates)। এই বছরও এল এক নতুন ঘোষণা। ২০২২ সাল শেষ হওয়ার আগেই কিছু ফোনে একেবারে বন্ধ হতে চলেছে সোশ্যাল মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ।

    তবে যে ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ (WhatsApp Updates) বন্ধ হতে চলেছে সেগুলি মূলত পুরনো মডেলের ফোন। অ্যাপেল, স্যামসাং সহ মোট ৪৯ টি স্মার্টফোনে বন্ধ চলেছে এই জনপ্রিয় অ্যাপ। খুব কম সংখ্যক মানুষই আজকাল এই ফোনগুলি ব্যবহার করেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর ৩১শে ডিসেম্বর থেকে এই ফোনগুলিতে হোয়াটসঅ্যাপ বন্ধ হতে চলেছে।

    প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন অ্যাপেও বদল আনতে হয়। বদলে যাওয়া প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে গিয়ে প্রতি বছরই বেশ কিছু ফোনে পরিষেবা বন্ধ করে দিতে বাধ্য হয় বিভিন্ন সফ্‌টঅয়্যার সংস্থা। সেই একই পথে হাঁটে হোয়াটসঅ্যাপও। সেই ধারা বজায় রেখে নতুন বছরে বেশ কিছু মোবাইলে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ (WhatsApp Updates)।

    আরও পড়ুন: এবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের কর্মচারী এবং পরিচারককে তলব সিবিআই- এর 

    কোন কোন ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ?   

    Apple iPhone 5

    Apple iPhone 5c

    Archos 53 Platinum

    Grand S Flex ZTE

    Grand X Quad V987 ZTE

    HTC Desire 500

    Huawei Ascend D

    Huawei Ascend D1

    Huawei Ascend D2

    Huawei Ascend G740

    Huawei Ascend Mate

    Huawei Ascend P1

    Quad XL

    Lenovo A820

    LG Enact

    LG Lucid 2

    LG Optimus 4X HD

    LG Optimus F3

    LG Optimus F3Q

    LG Optimus F5

    LG Optimus F6

    LG Optimus F7

    LG Optimus L2 11

    LG Optimus L3 II

    LG Optimus L3 II Dual

    LG Optimus L4 II

    LG Optimus L4 II Dual

    LG Optimus L5

    LG Optimus L5 Dual

    LG Optimus L5 II

    LG Optimus L7

    LG Optimus L7 II

    LG Optimus L7 II Dual

    LG Optimus Nitro HD

    Memo ZTE V956

    Samsung Galaxy Ace 2

    Samsung Galaxy Core

    Samsung Galaxy S2

    Samsung Galaxy S3 mini

    Samsung Galaxy Trend II

    Samsung Galaxy Trend Lite

    Samsung Galaxy Xcover 2

    Sony Xperia Arc 5

    Sony Xperia miro

    Sony Xperia Neo L

    Wiko Cink Five

    Wiko Darknight ZT

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share