Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • India Covid: চিনে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভারতে সংক্রমণ খানিকটা কমল

    India Covid: চিনে করোনার বাড়বাড়ন্তের মধ্যেই ভারতে সংক্রমণ খানিকটা কমল

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের (India Covid) নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সঙ্গে লড়াই করছে প্রতিবেশী দেশ চিন। ভারতে এখনও পর্যন্ত চার জনের শরীরে মিলেছে এই নতুন ভ্যারিয়েন্ট। বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতের অবস্থা ততটাও খারাপ নয়। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্তর সংখ্যা কমল ১০ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য সোমবার ভারতীয় মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি এবং প্রস্তুতি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করেন। 

    তবে এরই মধ্যে এসেছে কিছু ভয়েরও খবর। আগ্রার তাজমহলে সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে রবিবার করোনা ভাইরাসের (India Covid) অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে তা কোন ভ্যারিয়েন্ট সেটা এখনও জানা যায়নি। জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা লখনউতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, এখন তা জানার চেষ্টা করছে প্রশাসন। আগ্রা বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডগুলিতে র‍্যাপিড টেস্ট চালানো হচ্ছে। তাজমহলে কোভিড পরীক্ষার রিপোর্ট ছাড়া ঢুকতে দেওয়া হবে না বলেও নির্দেশিকা জারি করেছে আগ্রা পৌর সংস্থা।

    আরও পড়ুন: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস 

    এই মুহূর্তে দেশের করোনা পরিস্থিতি কী?

    গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের করোনা (India Covid) আক্রান্ত হওয়ার খবর মিলেছে। রবিবার একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২২ জন। গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন। দেশে সব মিলিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষের বেশি মানুষ। দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৮ শতাংশ। ৪ বিদেশি পর্যটকের শরীরে মিলেছে করোনার হদিশ।  এর মধ্যে রয়েছেন মায়ানমার থেকে আসা ১ পর্যটকও। এই ৪ বিদেশি পর্যটকেরই খোঁজ মিলেছে বুদ্ধগয়ায়। ব্যাঙ্কক থেকে একই উড়ানে এসেছিলেন এই বিদেশি পর্যটকরা। ওই বিমানে ছিলেন মোট ৩৩ জন যাত্রী। সব যাত্রীর দিকেই লক্ষ্য রেখেছে প্রশাসন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Howrah Station: আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় হাওড়া স্টেশনে একাধিক ট্রেনের প্ল্যাটফর্ম বদল

    Howrah Station: আসছেন প্রধানমন্ত্রী, নিরাপত্তায় হাওড়া স্টেশনে একাধিক ট্রেনের প্ল্যাটফর্ম বদল

    মাধ্যম নিউজ ডেস্ক: বছর শেষে রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ৩০ ডিসেম্বর শহরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। উপলক্ষ বন্দে ভারত এক্সপ্রেস এবং জোকা মেট্রোর উদ্বোধন। রাজ্যে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সুরক্ষায় শহরকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে প্রশাসন। আর সেই কারণে বন্ধ থাকবে হাওড়ার তিনটি প্ল্যাটফর্মের ট্রেন চলাচল। একইসঙ্গে তিনদিন বন্ধ থাকবে হাওড়া স্টেশনের নিউ ক্যাব রোডও। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পূর্ব রেল।

    নিরাপত্তা জোরদার 

    পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন করতে হাওড়া স্টেশনে উপস্থিত থাকবেন। আর সেই কারণেই নিরাপত্তার এই কড়াকড়ি। পূর্ব রেলের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৮ ডিসেম্বর রাত বারোটার পর থেকে ৩০ তারিখ শুক্রবার দুপুর দুটো পর্যন্ত বন্ধ থাকবে স্টেশনের নিউ ক্যাব রোড। এছাড়াও প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নজরে রেখে ২১, ২২ এবং ২৩ নম্বর প্ল্যাটফর্মে ২৮ তারিখ রাত বারোটার পর থেকে ৩০ তারিখ দুপুর ২টো পর্যন্ত ওই তিন প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই তিন প্ল্যাটফর্মে যাতায়াত করা ট্রেন ওই কদিন চলাচল করবে অন্য প্ল্যাটফর্ম দিয়ে।

    নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে হাওড়া সংলগ্ন এলাকায়। হাওড়া স্টেশন সংলগ্ন চত্বর, হোটেল, আবাসন সহ সমস্ত জায়গায় চলছে চেকিং। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাড়ে দশটা নাগাদ হাওড়া স্টেশন চত্বরে আসার কথা রয়েছে প্রধামন্ত্রীর। এরপর হাজির হবেন ২২ নম্বর প্ল্যাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেসের ফ্ল্যাগ অফ করবেন তিনি। এছাড়াও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (Narendra Modi)।

    আরও পড়ুন: এক লাফে ৬ ডিগ্রি পারদ পতন, শীত ফিরল কলকাতায়

    ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল হয়ে গিয়েছে। হাওড়া থেকে এনজেপি রুটে চলবে এই ট্রেন। এটাই বাংলার প্রথম বুলেট ট্রেন। তিরিশের উদ্বোধন ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে সাজ সাজ রব। বিজেপির অন্দরেও চলছে প্রস্তুতি। দেশের দ্রুততম ট্রেনের সঙ্গে বিজেপির লোগো দেওয়া মোদির (Narendra Modi) পোস্টার পড়েছে রাজ্যের নানা প্রান্তে। এদিকে হাওড়া স্টেশন থেকে বিগত কয়েক মাসে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায় বেড়েছে চাপানউতর। একাধিক ব্যক্তিকে আটকও করেছে আরপিএফ। মাঠে নেমেছে আয়কর দফতর। আর এতেই আরও সতর্ক প্রশাসন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bank Locker: লকার নিয়ে নয়া নির্দেশিকা জারি আরবিআই- এর, ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু

    Bank Locker: লকার নিয়ে নয়া নির্দেশিকা জারি আরবিআই- এর, ১ জানুয়ারি থেকে নতুন নিয়ম লাগু

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাঙ্কের লকারের (Bank Locker) নিয়মে বেশ কিছু বদল এনে নতুন নির্দেশিকা জারি করল আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার জারি করা নির্দেশিকা অনুযায়ী, ১ জানুয়ারি থেকে নয়া নির্দেশিকা কার্যকর হবে। নয়া নিয়ম অনুসারে এবার থেকে ব্যাঙ্কের লকারের ক্ষেত্রে নিজেদের দিক থেকে আর সব সিদ্ধান্ত নিতে পারবে না ব্যাঙ্কগুলি। ইতিমধ্যে যাঁদের লকার রয়েছে, দ্রুত তাদের তা পুনর্নবীকরণের নির্দেশ দিয়েছে আরবিআই। ৩১ ডিসেম্বরের মধ্যে চুক্তি স্বাক্ষর করতে হবে।

    কী বলা হয়েছে নয়া নির্দেশিকায়? 

    কেন্দ্রীয় ব্যাঙ্কের নয়া নিয়ম অনুসারে, গ্রাহককে ব্যাঙ্কের সঙ্গে একটি লকার (Bank Locker) চুক্তিপত্র স্বাক্ষর করতে হবে। ইতিমধ্যে এসবিআই, পিএনবি-র মতো ব্যাঙ্কগুলিতে নয়া চুক্তির নির্দেশিকা পাঠানো হয়েছে। গ্রাহক ও ব্যাঙ্কের মধ্যে এই চুক্তিপত্রে সাক্ষর করতে হবে আগামী ৩১ জানুয়ারির মধ্যে। আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্কগুলিকে এই নতুন নিয়মের বিষয়ে গ্রহকদের অবগত করতে প্রচার চালাতে হবে। প্রসঙ্গত, আগের মতোই সুপ্রিম কোর্ট অনুমোদিত ব্যাঙ্ক লকার চুক্তি কার্যকর থাকবে।    

    আরবিআইয়ের নয়া নির্দেশ অনুযায়ী, গ্রাহক ও ব্যাঙ্কের সুরক্ষার জন্যে স্ট্রংরুমের প্রবেশ ও বাহির পথে সিসিটিভি বসাতে হবে। কম করে ১৮০ দিনের সিসিটিভি ফুটেজ ব্যাঙ্কে গচ্ছিত থাকবে। গ্রাহক যদি চুরি বা লকার (Bank Locker) সংক্রান্ত অন্য কোনও অভিযোগ তোলেন, তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে। নয়া নির্দেশে বলা হয়েছে, ভল্টে সংরক্ষিত মূল্যবান জিনিস লুটপাট হলে বা আগুন ক্ষতি হলে বা ভবনটি ধসের ভেঙে ক্ষতি হলে আমানতকারীরা ব্যাঙ্ক চার্জের ১০০ গুণ পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন। তবে প্রাকৃতিক দুর্যোগ বা ‘আক্টস অফ গড’ – এর কারণে  লকারের ক্ষতি বা সামগ্রীর ক্ষতির হলে, তার জন্যে ব্যাঙ্ক দায়ী থাকবে না। 

    এছাড়াও এবার থেকে কোনও সরকারি সংস্থা যদি গ্রাহকের লকারের (Bank Locker) সম্পত্তি বাজেয়াপ্ত করে অথবা কোনও কারণে তা সুরক্ষিত জায়গায় সরাতে হয়, তবে ইমেল অথবা এসএমএসের মাধ্যমে তা গ্রাহককে জানাতে হবে ব্যাঙ্ককেই। আরবিআই ব্যাঙ্কগুলিকে লকার বরাদ্দের সময় একটি মেয়াদী আমানত দাবি করে। যা লকারের তিন বছরের জন্য ভাড়া হিসাবে সংগ্রহ করা হয়। তবে লকার হোল্ডারদের জন্য এই ধরনের মেয়াদী আমানত জোর করে নেওয়া যাবে না। এমনটাও বলা হয়েছে আরবিআইয়ের নির্দেশিকায়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Atal Bihari Vajpayee: অটল বিহারী বাজপেয়ীর নামে সূর্যের নিকটতম নক্ষত্রের নামকরণ করা হল

    Atal Bihari Vajpayee: অটল বিহারী বাজপেয়ীর নামে সূর্যের নিকটতম নক্ষত্রের নামকরণ করা হল

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার গোটা দেশজুড়ে পালন করা হয়েছে গুড গভর্নেন্স ডে। আর সেই দিনই ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হল। বিজেপির ঔরঙ্গাবাদের সভাপতি শিরিস বরালকর বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে একটি নক্ষত্রের নামকরণ করা হয়েছে।” পৃথিবী থেকে ৩৯২.০১ আলোকবর্ষ দূরে রয়েছে এই নক্ষত্রটি। জানা গিয়েছে, এটিই সূর্যের সবথেকে কাছের নক্ষত্র। ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রি সার্টিফিকেটের তরফে জানানো হয়েছে, “ইন্টারন্যাশনাল স্পেস রেজিস্ট্রিতে ২০২২ সালের ২৫ ডিসেম্বর একটি নক্ষত্র নথিভুক্ত করা হয়েছে। নক্ষত্রটির কোঅর্ডিনেট ১৪ ০৫ ২৫.৩ – ৬০ ২৮ ৪১.৯। নক্ষত্রটির নাম দেওয়া হয়েছে অটল বিহারী বাজপেয়ী জি। রেজিস্ট্রেশন নম্বর সিএক্স১৬৪০৮ইউএস।” 

    বাজপেয়ীর গৌরবময় শাসনকাল  

    দু দফায় দেশের প্রধানমন্ত্রীর পদ সামলেছেন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)। প্রথমে ১৯৯৬ সালে অল্প কিছু সময়ের জন্য দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ১৬ মে থেকে ১ জুন, মাত্র ১৫ দিন পদে ছিলেন তিনি। ফের ১৯৯৮ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় ছিলেন তিনি। অতীতে মোরারজি দেশাই প্রধানমন্ত্রী থাকাকালীন তাঁর মন্ত্রিসভায় বিদেশমন্ত্রী ছিলেন বাজপেয়ী।

    আরও পড়ুন: কেন্দ্রের বরাদ্দের বছর পার, এখনও শেষ হল না রাজ্যের করোনা প্রস্তুতি  

    ২০১৮ সালের অগাস্ট মাসে প্রয়াত হন অটল বিহারী বাজপেয়ী (Atal Bihari Vajpayee)। দেশে বিকাশমূলক বিভিন্ন কাজের জন্যে তিনি আজও ভীষণভাবে জনপ্রিয়। ১৯৯৮ সালে রাজস্থানের পোখরানে মরুভূমির নীচে পারমাণবিক পরীক্ষা হয়েছিল তাঁর আমলেই। ভারতের জন্যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এটি। পারমাণবিক শক্তিতে এর পরেই ভারত গোটা বিশ্বের সামনে স্বীকৃতি পায়। কার্গিল যুদ্ধও হয় তাঁরই আমলে। যে যুদ্ধে পাকিস্তানকে ধরাশায়ী করে ভারত।   

    কেন্দ্রীয় সরকার বাজপেয়ীর (Atal Bihari Vajpayee) জন্মদিনটিকে স্মরণীয় করে রাখার জন্য ২৫ ডিসেম্বর দিনটিকে গুড গভর্নেন্স ডে বা সুশাসন দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো গোটা দেশে গুড গভর্নেন্স ডে পালিত হয়েছে রবিবার।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Venugopal Dhoot: ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গ্রেফতার ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুত

    Venugopal Dhoot: ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে গ্রেফতার ভিডিওকনের কর্ণধার বেণুগোপাল ধুত

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাঙ্ক প্রতারণার দায়ে গ্রেফতার ভিডিওকনের কর্ণধার মালিক বেণুগোপাল ধুতকে (Venugopal Dhoot) গ্রেফতার করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে ৩ হাজার ২৫০ কোটি টাকার ঋণ খেলাপির অভিযোগ উঠেছে বেণুগোপালের বিরুদ্ধে। এই একই মামলায় গত সপ্তাহেই ব্যাঙ্কের প্রাক্তন সিইও তথা এমডি চন্দা কোছরকে গ্রেফতার করেছে সিবিআই। চন্দার সঙ্গেই তাঁর স্বামী দীপক কোছরকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর আগেই দীপককে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

    রবিবার চন্দা এবং তাঁর স্বামী দীপককে মুম্বইয়ের সিবিআই- এর বিশেষ আদালতে হাজির করা হয়েছিল। আপাতত তাঁরা ৩ দিনের সিবিআই হেফাজতে রয়েছেন। সোমবারই গ্রেফতার করা হয় বেণুগোপাল ধুতকে (Venugopal Dhoot)। সম্প্রতি চর্চায় রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্কের ঋণ প্রতারণার মামলা। ভিডিওকনের মালিকের গ্রেফতারিতে আবার নতুন করে শোরগোল শুরু হয়েছে। 

    কী অভিযোগ?  

    সিবিআইয়ের অভিযোগ, চন্দা এবং দীপক চার বছর আগে বেণুগোপালের (Venugopal Dhoot) সংস্থা ভিডিওকনকে ৩ হাজার ২৫০ কোটি টাকার বিপুল ঋণ পাইয়ে দিয়েছিলেন। যদিও ওই অভিযোগ অস্বীকার করেন চন্দা এবং তাঁর স্বামী দীপক। মামলাটি পৌঁছয় সুপ্রিম কোর্টেও। প্রসঙ্গত ৩ দশকেরও বেশি সময় ধরে আইসিআইসিআই ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ছিলেন চন্দা। তবে অভিযোগ ওঠার পর ২০১৮ সালের অক্টোবর মাসে চন্দাকে বরখাস্ত করেছিল ওই আইসিআইসিআই।

    অভিযোগ করা হয়েছে, ভিডিওকনের সিইও ২৮টি লোনের প্রস্তাব জমা দিয়েছিল আইসিআইসিআই ব্যাঙ্কের কাছে। তার মধ্যে ৮টি প্রস্তাব অনুমোদন পায়। চন্দা কোছরের নেতৃত্বে বিশেষ কমিটিই ওই লোনের প্রস্তাবে অনুমোদন দিয়েছিল বলে দাবি করা হয়েছে। ২০০৯-২০১১, এই দু’বছরের মধ্যে মোট ১৮৭৫ কোটি টাকার লোন বরাদ্দ করা হয়েছিল বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: গুজরাট বিধানসভায় বিপুল জয় বলে দিয়েছে লোকসভা নির্বাচনে কী হবে! অভিমত অমিত শাহের

    পরবর্তীতে জানা যায় অনৈতিক ভাবে প্রভাব খাটিয়ে এই ঋণ বরাদ্দ করা হয়েছিল ভিডিওকন গোষ্ঠীকে। ২০১৯ সালে এই মামলার তদন্তে নামে সিবিআই। তদন্তে জানা যায়, প্রদত্ত লোনের ৬৪ কোটি টাকা দীপক কোছরের এনআরএল -কে দিয়েছিলেন বেণুগোপাল ধুত (Venugopal Dhoot)। এমনকী, চন্দা কোছরের নামে মুম্বইয়ে একটি ফ্ল্যাট-সহ প্রায় ৮০ কোটি টাকার সম্পত্তিও কোছর দম্পতিকে দেওয়া হয় ভিডিওকন গ্রুপের তরফে।          

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kolkata Weather: এক লাফে ৬ ডিগ্রি পারদ পতন, শীত ফিরল কলকাতায়, থাকবে কতদিন?

    Kolkata Weather: এক লাফে ৬ ডিগ্রি পারদ পতন, শীত ফিরল কলকাতায়, থাকবে কতদিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: এক লাফে তাপমাত্রায় পতন হল ৬ ডিগ্রি। এক ধাক্কায় ৬ ডিগ্রি নামল পারদ (Kolkata Weather)। আজ শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। ভোরের দিকে কুয়াশা ছিল। কিন্তু বেলা বাড়তেই গায়েব কুয়াশা। দেখা মিলল পরিষ্কার আকাশের। 
     
    আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ ও কাল পারদ নামলেও, শনি ও রবিবার তাপমাত্রা (Kolkata Weather) ফের বাড়তে পারে। ফলে বর্ষবরণে শীতের আমেজ থাকলেও, জাঁকিয়ে শীত পড়বে না। প্রসঙ্গত, বড়দিনেও শীতের আমেজ থেকে বঞ্চিত থেকেছে রাজ্যবাসী। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি বেশি।

    আরও পড়ুন: ১৪৫৮ পদে নিয়োগ করতে চলেছে সিআরপিএফ, জানুন বিস্তারিত

    সম্প্রতি কয়েকদিন কেমন ছিল কলকাতার তাপমাত্রা?

    ২২ ডিসেম্বর ১৪.৮ ডিগ্রি,
    ২৩ ডিসেম্বর ১৪.৬ ডিগ্রি,
    ২৪ ডিসেম্বর ১৪.৮ ডিগ্রি,
    ২৫ ডিসেম্বর ১৭.২ ডিগ্রি,
    ২৬ ডিসেম্বর ২০.৩ ডিগ্রি,
    ২৭ ডিসেম্বর ২০.৭ ডিগ্রি (উষ্ণতম),
    ২৮ ডিসেম্বর ২০.৬ ডিগ্রি,
    ২৯ ডিসেম্বর ১৪.৪ ডিগ্রি

    শীতে কাঁপছে উত্তর এবং পশ্চিম ভারত। কোল্ড ডে পরিস্থিতি তৈরি হয়েছে চণ্ডীগড়-সহ একাধিক শহরে (Kolkata Weather)। তার সঙ্গে পাল্লা দিচ্ছে কুয়াশা। শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি চলায় দিল্লি-সহ উত্তর ভারতের রাজ্যগুলিতে পারদ অনেকটাই নেমেছে। বিপরীত ঘূর্ণাবর্তের জলীয় বাষ্পের শক্তিশালী দেওয়াল গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সেই কনকনে হাওয়া ঢুকতে দেয়নি বড়দিনে। সেই বাধা সরতেই ফিরেছে শীত। বিহার এবং ঝাড়খণ্ডে তীব্র শীত। তাই এই রাজ্যের পশ্চিমাঞ্চল সহ উত্তরবঙ্গের সমতলের বিহার লাগোয়া জেলাতেও শীতের কামড় অনুভূত হচ্ছে। মেঘমুক্ত পরিস্কার আকাশ রয়েছে এখানে। জলীয় বাষ্পের দেওয়াল সরার ফলে শুষ্কতার অনুভূতি মিলছে। দক্ষিণবঙ্গে আপাতত ৪ থেকে ৫ দিন থাকবে শুষ্ক ও পরিচ্ছন্ন আবহাওয়া। বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পপূর্ণ বাতাসের পরিমান বেড়ে যাওয়ায় এবং উত্তর পশ্চিমী শীতল বায়ু দুর্বল পড়ার কারণে কয়েকদিন ধরে বেড়ে যায় তাপমাত্রা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Partha Chatterjee: এবার নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের কর্মচারী এবং পরিচারককে তলব সিবিআই- এর

    Partha Chatterjee: এবার নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের কর্মচারী এবং পরিচারককে তলব সিবিআই- এর

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার সিবিআই স্ক্যানারে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) কর্মচারী এবং পরিচারক। এবার তাঁদের নিজাম প্যালেসে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে তাঁদের হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

    কী জানা গিয়েছে? 

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন শিক্ষামন্ত্রীর (Partha Chatterjee) বাড়িতে যাঁরা থাকেন, রান্নাবান্না সহ অন্যান্য কাজকর্ম করেন তাঁদের থেকে পার্থর আগেকার গতিবিধির খোঁজ নেওয়া হবে। পার্থ চট্টোপাধ্যায় নাকতলার বাড়িতে কার কার সঙ্গে দেখা করতেন সেই খোঁজও নেওয়া হবে। একটা সময়ে পার্থ চট্টোপাধ্যায় বিকাশ ভবনে যাওয়া বন্ধ করে দেন। নিজের বাসভবনকেই বানিয়ে ফেলেছিলেন শিক্ষা দফতর। তা নিয়ে বিস্তর সমালোচনাও হয়। সেই সময় কারা তৎকালীন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে বাড়িতে আসতেন এখন তাই জানতে চাইছেন গোয়েন্দারা।  

    পার্থ (Partha Chatterjee) আদালতে সওয়াল করতে গিয়ে বলেছেন, উপদেষ্টা কমিটির সঙ্গে তিনি কোনও বৈঠক করেননি। গোয়েন্দাদের সন্দেহ, পার্থর বাড়িতে গিয়ে শান্তিপ্রসাদ সিনহা, অশোক সরকাররা দেখা করতেন। সে ব্যাপারেই বাড়ির পরিচারকের প্রশ্ন করতে চান সিবিআই আধিকারিকরা।

    শিক্ষা দফতরের কোন কোন আধিকারিক পার্থর (Partha Chatterjee) বাড়িতে যেতেন তাও জানতে চাইছে সিবিআই। তাছাড়া অর্পিতা মুখোপাধ্যায় নিয়েও পার্থর বাড়ির কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তাঁদের বয়ানকে সাপ্লিমেন্টরি চার্জশিটে জুড়বে গোয়েন্দা সংস্থা।

    আরও পড়ুন: ৩০ তারিখ উদ্বোধন হচ্ছে জোকা মেট্রো, কবে থেকে পরিষেবা পাবেন যাত্রীরা?

    সিবিআই সূত্রে জানা গিয়েছে, পার্থ-ঘনিষ্ঠ এক সরকারি কর্মীর পার্থর (Partha Chatterjee) ব্যক্তিগত কার্যালয়েও নিয়মিত যাতায়াত ছিল। সেই কার্যালয়ে তিনি কেন যেতেন, আর কাদের যাওয়া আসা ছিল পার্থর ওই অফিসে, সেই সমস্ত তথ্যও জানতে চাইবে সিবিআই। এসএসসি দুর্নীতি তদন্তে মূল অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর কার্যকলাপের হদিশ পেতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অনুমান।  

    উল্লেখ্য, এর আগেও পার্থ-ঘনিষ্ঠ, শিক্ষা দফতরের (Partha Chatterjee) এই কর্মী সিবিআই দফতরে এসেছেন। তখনও সিবিআই তাঁকে তলব করেনি। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে বেশ কিছু নথি সঙ্গে নিয়ে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Heeraben Modi: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    Heeraben Modi: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে ভর্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি। সংবাদমাধ্যম সূত্রে খবর, তাঁকে গুজরাটের আহমেদাবাদের ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়েছে। এবছর শতবর্ষ অতিক্রম করেছেন হীরাবেন। চলতি মাসের শুরুতেই মায়ের সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। গুজরাটের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের আগেরদিন সন্ধ্যায় গান্ধীনগরে মায়ের সঙ্গে দেখা করেন তিনি।

    হাসপাতালের তরফে বুধবার একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে হীরাবেনের অসুস্থতা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে এর বাইরে আর কোনও তথ্য প্রকাশ করেনি হাসপাতাল। সূত্রের খবর, বয়স জনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি। আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুধবার সকাল থেকেই বিজেপির একাধিক নেতা পৌঁছে গিয়েছেন হাসপাতালে। হীরাবেন মোদির শারীরিক অবস্থার খবর নিয়েছেন তাঁরা। 

    তবে, পরিবার সূত্রে জানানো হয়েছে উদ্বেগের কোনও কারণ নেই। এর আগেও একাধিকবার তাঁকে একইভাবে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এদিকে মায়ের অসুস্থতার খবর পেয়ে সব কর্মসূচি বাতিল করে আহমেদাবাদ পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদি। গুজরাট প্রশাসন সূত্রে খবর, বিমানবন্দরে নেমেই আহমেদাবাদের ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিয়োলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে পৌঁছন মোদি।

    গত জুনে হীরাবেন মোদি ১০০ বছর অতিক্রম করেছেন। মায়ের একশো বছরের জন্মদিনে গান্ধীনগরের বাড়িতে যান প্রধানমন্ত্রী ছেলে। শতায়ু মায়ের পাও ধুয়ে দেন নরেন্দ্র মোদি। হীরাবেন বর্তমানে নরেন্দ্র মোদির ভাই পঙ্কজ মোদির সঙ্গে থাকেন।

    আরও পড়ুন: রাজ্যে সঠিকভাবে নষ্ট করা হয় না মেডিক্যাল বর্জ্য, অভিযোগ স্বাস্থ্য দফতরের বিরুদ্ধে 

    প্রসঙ্গত, গতকাল, অর্থাৎ, মঙ্গলবারই দুর্ঘটনার কবলে পড়েন নরেন্দ্র মোদির আরেক ভাই প্রহ্লাদ মোদি। মঙ্গলবার নিজের ছেলে, বউমা ও নাতির সঙ্গে বন্দিপুর যাচ্ছিলেন প্রহ্লাদ মোদি। সেই সময়ই কর্নাটকের মহীসুরুর কাছে তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। সকলকেই হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সকলেই সুস্থ রয়েছেন। এরই মাঝে ফের বিপদে মোদি পরিবার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Covid Immunity: ফের বাড়ছে করোনা, কেমন করে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা?

    Covid Immunity: ফের বাড়ছে করোনা, কেমন করে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মাথা চাড়া দিয়েছে করোনা (Covid Immunity)। প্রতিবেশী দেশ চিনে ফের শুরু হয়েছে মৃত্যু মিছিল। দেশের করোনা পরিস্থিতি সামলাতে আগে থেকেই তৎপর কেন্দ্র। ছাড়পত্র দেওয়া হয়েছে নেজাল ভ্যাকসিন। লাগু হয়েছে করোনা বিধিও। সরকারের তরফ থেকে মাস্ক পরার এবং করোনা বিধি মেনে পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু এর মাঝেও, নিজের খেয়াল রাখতে হবে নিজেকেই। বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। কী খেলে বাড়াবেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।

    কমলালেবু এবং আমলকী

    কমলালেবু এবং আমলকীতে রয়েছে ভিটামিন সি। ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি (Covid Immunity) করতে সাহায্য করে। এই সাইট্রিক অ্যাসিড আপনার রোজকার খাবারে রাখুন। করোনার বিরুদ্ধে লড়াইয়ে নিজেকে আরও শক্তিশালী করে তুলুন। 

    লবঙ্গ এবং হলুদ

    বিভিন্ন মশলাও আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা (Covid Immunity) বৃদ্ধি করতে সাহায্য করে। লবঙ্গ, হলুদ ছাড়াও খেতে পারেন গোলমরীচ, মৌরি, দারচিনি। এগুলি আপনার শরীরে অ্যান্টি অক্সিডেন্ট বাড়াতে সাহায্য করে।

    আরও পড়ুন: অনুব্রত-গড়ে ভাঙন! তৃণমূল ছেড়ে শুভেন্দুর সভায় বিজেপিতে যোগ কেষ্টর ডেপুটির 

    ব্রোকোলি

    খেতে খুব ভালো না হলেও, এই সবজি (Covid Immunity) স্বাস্থ্যের জন্যে ভীষণ উপকারী। ফুসফুসকে সুস্থ রাখতে চাইলে রোজ খান ব্রোকোলি। প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে এই সবজিতে। 

    জোয়ান 

    জোয়ানে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাক্টেরিয়াল প্রপার্টি (Covid Immunity) থাকে প্রচুর পরিমাণে। হজমেও সাহায্য করে জোয়ান। খাবারে জোয়ান গুড়ো করে ছড়িয়ে দিতে পারেন খাবারে।

    আরও পড়ুন: বিচারাধীন মামলাগুলির তাড়াতাড়ি নিষ্পত্তির জন্যে সম্পূর্ণ সহযোগীতা করবে মোদি সরকারে, বললেন আইনমন্ত্রী  

    ড্রাই ফ্রুটস

    ভিটামিন ই, প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট থাকে ড্রাই ফ্রুটস- এ। নিয়মিত আমন্ড, কাজু, আখরোট, কিসমিস খেলে আপনার শরীর এনার্জেটিক থাকে। ফুসফুস সংক্রান্ত রোগ (Covid Immunity) থেকে দূরে রাখে ড্রাই ফ্রুটস। অন্যান্য খাবারে দিয়েও খেতে পারেন ড্রাই ফ্রুটস। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Prahlad Modi: দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদির গাড়ি, পা ভাঙল নাতির

    Prahlad Modi: দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদির গাড়ি, পা ভাঙল নাতির

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ঘটনার কবলে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির (Prahlad Modi) গাড়ি। মঙ্গলবার কর্নাটকের মহীসুরুর ঠিক বাইরে, কাড়কোল্লা নামে এক জায়গায় প্রহ্লাদ মোদির গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। জানা গিয়েছে, গাড়িটি বেশ গতিতে ছুটছিল। ওই গাড়িতে প্রহ্লাদ মোদি-সহ মোট ৫ জন ছিল। সকলেই আহত হন। আহতদের দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রহ্লাদ মোদি আপাতত বিপন্মুক্ত। প্রহ্লাদ মোদি মহীসুরু থেকে সড়কপথে চামরঞ্জনগড় এবং বন্দিপুর যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। এক স্থানীয় পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি।

     


     

    কী জানিয়েছে পুলিশ? 

    পুলিশ আরও জানায়, এদিন প্রহ্লাদ মোদি (Prahlad Modi), তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নাতিকে নিয়ে একটি মার্সিডিজ় বেঞ্জ গাড়িতে করে বন্দিপুরায় যাচ্ছিলেন। ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রহ্লাদ মোদির পুত্র ও পুত্রবধূ গুরুতর আহত হয়েছে জানা গিয়েছে। মহীসুরুর জেএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। আরও জানা গিয়েছে, প্রহ্লাদ মোদির নাতির পা ভেঙে গিয়েছে। তার মাথায়ও সামান্য চোট লেগেছ। বাকিরা আপাতত আইসিইউতে।

    আরও পড়ুন: এখন থেকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন নেজাল ভ্যাকসিন, দাম কত জানেন? 

    খবর পেয়েই, জেএসএস হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi) এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন সুত্তুর মঠের প্রধান শিবরাত্রি দেশিকেন্দ্র স্বামীজি। মুহূর্তেই দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা গিয়েছে গাড়িটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্থ। ডানদিকের সামনের চাকাটি খুলে গিয়েছে। গাড়িটি একটি ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পরিদর্শনে যান মহীসুরু সিটি পুলিশ কমিশনার এবং মহীসুরু জেলা পুলিশ সুপার। একটি মামলা দায়ের হয়েছে মহীসুরু দক্ষিণ থানায়।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share