Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Taj Mahal: বকেয়া করের নোটিস পেল তাজমহলও, ৩৭০ বছরে প্রথমবার

    Taj Mahal: বকেয়া করের নোটিস পেল তাজমহলও, ৩৭০ বছরে প্রথমবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ছাড় নেই কারোরই। পৃথিবীর সপ্তম আশ্চর্য তাজমহলকে (Taj Mahal) দিতে হবে আবাসন কর। অবাক লাগছে? বিশ্বাস হচ্ছে না? কিন্তু সত্যিই এমনটা ঘটেছে। তাজমহল কর্তৃপক্ষকে বকেয়া করের নোটিস ধরিয়েছে ভারত সরকার। তাজমহলের ৩৭০ বছরের ইতিহাসে প্রথমবার ঘটল এমন ঘটনা। সম্পত্তি কর বাকি, জলের কর বকেয়া, এই মর্মে নোটিস ধরানো হল তাজমহল ও আগ্রা ফোর্টকে। যোগী সরকারের বিভিন্ন দফতর বিভিন্ন ইস্যুতে বকেয়া বিল ধরিয়েছে ওই দুই স্থানকে। 

    কী ঘটেছে? 

    তাজমহলের (Taj Mahal) আবাসন কর জমা দেওয়ার জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিভাগকে নোটিশ পাঠিয়েছে আগ্রা পৌরনিগম। এএসআইকে ১৫ দিনের মধ্যে সেই কর জমা দিতে বলা হয়েছে। নোটিশ দেখে বিস্মিত এএসআই আধিকারিকরা। প্রথমবার এমন নোটিস পেলেন তাঁরা। এ ব্যাপারে পৌরনিগমকে চিঠি পাঠিয়েছেন এএসআই অফিসাররা৷ 

    বিশ্বের সপ্তম আশ্চর্যের তালিকাভুক্ত তাজমহল। সেই তাজমহলের (Taj Mahal) জন্য গত ৩৭০ বছরে প্রথমবার এমন নোটিস পেল আইএসআই। গত ২৫ নভেম্বর এমন নোটিস জারি করেছে আগ্রা পৌরনিগম। কিন্তু সেই নোটিশ সম্প্রতি এএসআই-এর হাতে এসেছে। এর সঙ্গে যমুনার ওপারে অবস্থিত ইতমাদ-উদ-দৌলার জন্যও আবাসন করের নোটিশ দেওয়া হয়েছে। এএসআই- এর এক আধিকারিক বলেন, “ব্রিটিশ শাসনকালের সময় থেকে স্মৃতিসৌধের আবাসন কর নেওয়া হয়নি। সেই কারণে পৌরনিগমের এই নোটিসে আধিকারিকরাও বিস্মিত।” পৌরনিগমের জারি করা নোটিস অনুসারে, ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত, জমির কর বকেয়া ৮৮,৭৮৪ টাকা এবং এর উপর ৪৭,৯৪৩ টাকা সুদ রয়েছে। ২০২২-২৩ অর্থবর্ষের জন্য এই আবাসন কর দেখানো হয়েছে ১১,০৯৪ টাকা । তাজমহলের জন্য মোট ১,৪৭,৮২৬ টাকা আবাসন কর দেওয়ার জন্য নোটিস দেওয়া হয়েছে৷

    আরও পড়ুন: সাত দিনের পুলিশি হেফাজত অনুব্রতর, আটকে গেল দিল্লি যাত্রা, বৈঠকে ইডি     

    এএসআই-এর সুপারিনটেনডেন্ট প্রত্নতাত্ত্বিক রাজকুমার সরকার বলেন, “বিশ্ব ঐতিহ্য তাজমহল (Taj Mahal) এবং ইতমাদ-উদ-দৌলা স্মৃতিসৌধের আবাসন কর জমা দেওয়ার জন্য পৌরনিগমের পক্ষ থেকে নোটিস দেওয়া হয়েছে। আগ্রায় তাজমহল-সহ সমস্ত স্মৃতি সৌধ দেখাশোনা করে এএসআই। যদিও এই স্মৃতিস্তম্ভগুলি কেন্দ্রীয় সরকারের অধীনে।” সহকারী পৌর কমিশনার সরিতা সিং জানান, সাই কনস্ট্রাকশন কোম্পানি স্যাটেলাইট ইমেজ ম্যাপিংয়ের মাধ্যমে হাউস ট্যাক্সের জন্য জরিপ করেছিল। তার ভিত্তিতে নোটিস জারি করা হয়েছে। কোম্পানিটি জরিপেও অনেক ভুল করেছে, যার কারণে নোটিসও পাঠানো হয়েছে ভুল ভাবে। এ নিয়েও প্রশ্ন উঠেছে। এখন যা ভুল হয়েছে কোম্পানিটির, সেগুলি সংশোধন করা হচ্ছে এবং এর তদন্ত করা হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Anubrata Mondal: অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি রাউস অ্যাভেনিউ আদালতের

    Anubrata Mondal: অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি রাউস অ্যাভেনিউ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আদালতে ধাক্কা খেলেন কেষ্ট মণ্ডল (Anubrata Mondal)। অনুব্রতকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার অনুমতি পেল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সোমবার এমনই নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। অনুব্রতর হয়ে আদালতে সওয়াল করেন তাঁর আইনজীবী কপিল সিব্বল। তবে রাউস অ্যাভিনিউ আদালত সবপক্ষের সওয়াল জবাব শোনার পর এদিন অনুব্রতকে দিল্লি নিয়ে  গিয়ে জেরা করার অনুমতি দিয়েছে। রক্ষাকবচ চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

    এবার ঠিকানা তিহার জেল? 

    এদিকে হাইকোর্টেও জোর ধাক্কা খেয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। গরুপাচার মামলায় ইডির আবেদনকেই মান্যতা দেয় আদালত। অনুব্রতর আবেদন খারিজ করে দেন বিচারপতি বিবেক চৌধুরী। আদালত সাফ জানায়, ইডির জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে অনুব্রতকে। সিবিআই আসানসোল আদালতের ১১ নভেম্বরের নির্দেশই বহাল রাখল হাইকোর্ট।  

    তাহলে কী সায়গলের মতো অনুব্রতরও ঠিকানা হবে না তিহার জেল? কবে কেষ্টকে নিয়ে যাওয়া হবে দিল্লি? এখন এই প্রশ্নেই উত্তাল রাজ্য রাজনীতি। জেলের নিয়ম অনুযায়ী বিকেল ৫টায় ‘লাস্ট কাউন্টিং’ হয়। এরপর কাউকে জেল থেকে বের করে নিয়ে যাওয়া যাবে না। ফলে আজ অনুব্রতকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে যাওয়ার সম্ভাবনা কম। কিছুটা সময় পেলে মঙ্গলবারের মধ্যে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে দিল্লি যাওয়া আটকানোর মরিয়া চেষ্টা করতে পারেন অনুব্রত। 

    আরও পড়ুন: ‘‘মেসির জন্য এই বিশ্বকাপ দরকার ছিল’’, বললেন আদ্যান্ত মারাদোনা-ভক্ত অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    ১১ অগাস্ট তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে (Anubrata Mondal) গ্রেফতার করেছিল সিবিআই। তার পর ৫ দিন সিবিআইয়ের হেফাজতে ছিলেন তিনি। এর পর থেকে প্রায় ১০০ দিন পেরিয়ে গেলেও মেলেনি জামিন। এর মাঝে আসানসোন জেলে থাকাকালীনই তৃণমূল নেতাকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

    গত ১৭ নভেম্বর অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আসানসোলের সংশোধনাগার থেকে ‘শোন অ্যারেস্ট’ করে ইডি। অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে দিল্লির বিশেষ আদালতে আর্জিও জানায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তবে ইডির এফআইআর খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন অনুব্রত। সেই আবেদনই খারিজ করে দিয়েছে আদালত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Tablighi Jamaat: পয়গম্বর মন্তব্যের বদলা নিতে অমরাবতীর কেমিস্ট খুন করেছে তাবলিঘি জামাত, চার্জশিটে দাবি এনআইএ- র

    Tablighi Jamaat: পয়গম্বর মন্তব্যের বদলা নিতে অমরাবতীর কেমিস্ট খুন করেছে তাবলিঘি জামাত, চার্জশিটে দাবি এনআইএ- র

    মাধ্যম নিউজ ডেস্ক: মহারাষ্ট্রের অমরাবতীতে কেমিস্ট উমেশ কোলহে খুনের মামলায় চার্জশিট (NIA Chargesheet) পেশ করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ। চার্জশিটে দাবি করা হয়েছে সন্ত্রাসবাদীদের হাতে খুন হয়েছে উমেশ। তদন্তকারীদের দাবি, নুপূর শর্মার পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন উমেশ। সেই কারণেই তাঁকে খুন করা হয় বলে দাবি গোয়েন্দাদের। এনআইএ তদন্তকারীদের অভিযোগ, উমেশের উপর বদলা নিতে রীতিমতো সন্ত্রাসবাদী গ্যাং পরিকল্পনা করে খুন করে। ধৃত ১১ জনের বিরুদ্ধে ইউএপিএ- এর আওতায় মামলা রুজু করা হয়েছে। গোয়েন্দাদের দাবি এই খুনে যোগ রয়েছে ইসলাম মৌলবাদী দল তাবলিঘি জামাতের। জুন মাসে অমরাবতীতে খুন হয়ে যান কেমিস্ট উমেশ কোলহে। 

     কী জানিয়েছে এনআইএ? 

    নুপূর শর্মার পয়গম্বরকে নিয়ে করা মন্তব্যের জেরে দেশজুড়ে বিতর্ক তৈরি হয়। চার্জশিটে (NIA Chargesheet) এনআইএ জানিয়েছে, হোয়াটসঅ্যাপ পোস্টে নুপূরের মন্তব্যের সমর্থন করেন উমেশ কোলহে। ২১ জুন সাড়ে দশটা নাগাদ ওষুধের দোকন বন্ধ করে বাড়ি ফেরার সময় তাঁর উপর হামলা চালানো হয়। অমরাবতীর শ্যামচক এলাকায় গলা কেটে খুন করা হয়েছিল উমেশকে। তদন্তে নেমে সোশ্যাল মিডিয়া পোস্টের বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে পুলিশ। জানা যায় বেশ কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ শেয়ার করেন উমেশ। এর পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই তদন্তের দায়িত্ব পায়।

    উমেশ কোলহে খুনের মামলায় ইতিমধ্যেই ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে চার্জশিট (NIA Chargesheet) দায়ের করেছেন গোয়েন্দারা। দুই অভিযুক্ত পলাতক। তাদের এখনও ধরা যায়নি বলে জানিয়েছে এনআইএ। চার্জশিটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিযোগ করেছে শুধু ওই কেমিস্টকে খুন নয়, স্থানীয়দের মনে ভীতি তৈরি করাও ওই মৌলবাদী গোষ্ঠীর লক্ষ্য ছিল। সেই কারণে রীতিমতো পরিকল্পনা করে এই খুন করা হয়। এই ঘটনার কয়েকদিন পরেই রাজস্থানের উদয়পুরে কানহাইয়ালালকে খুন করা হয়।  

    আরও পড়ুন: ‘সমলিঙ্গে বিয়ে সামাজিক বন্ধন ছিন্ন করবে’, সুশীল মোদি 

    ২ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে অমরাবতীর উমেশ হত্যা (NIA Chargesheet) মামলার তদন্তের দায়িত্ব নেয় এনআইএ। সেই তদন্তেই ধৃতদের বিরুদ্ধে ইউএপিএ ছাড়াও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করেছে কেন্দ্রীয় সংস্থাটি। খুন, প্রমাণ লোপাট, অপরাধমূলক ষড়য়ন্ত্রের অভিযোগ দায়ের হয়েছে ১১ জনের বিরুদ্ধে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter 

  • Bagtui Massacre: লালন শেখ হত্যা মামলায় এবার মানবাধিকার কমিশন, নির্দেশ কেন্দ্রের

    Bagtui Massacre: লালন শেখ হত্যা মামলায় এবার মানবাধিকার কমিশন, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: লালনের শেখের (Bagtui Massacre) মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে এ কথা জানিয়েছে কেন্দ্রের তরফের আইনজীবী ধীরাজ ত্রিবেদী। বগটুইকাণ্ডে সিবিআইয়ের হাতে ধৃত লালনের মৃত্যু নিয়ে জনস্বার্থ মামলার রায় ঘোষণা স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।     

    জনস্বার্থ মামলায় হাইকোর্টের (Bagtui Massacre) কাছে দুটি আবেদন করা হয়েছিল। প্রথমত, জনস্বার্থ মামলাটি গ্রহণ করুক হাইকোর্ট। দ্বিতীয়ত, হাই কোর্টের নজরদারিতে লালনের মৃত্যুর তদন্ত করুক সিবিআই। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়কে প্রশ্ন করেন, “আপনি কি সমান্তরাল তদন্ত চাইছেন?” তার উত্তরে মামলাকারীর আইনজীবী বলেন, “কোনও কমিশন বা কমিটি গঠন করে ঘটনাটির অনুসন্ধান করা হোক।”

    মামলাকারীর আইনজীবীর বক্তব্য

    মামলাকারীর আইনজীবী (Bagtui Massacre) আদালতের কাছে এই ঘটনাটির তদন্ত করার জন্য কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়ার আবেদন জানান। রাজ্যের হাতে যাতে কোনওভাবেই তদন্তভার না যায়, তা নিশ্চিত করারও অনুরোধ জানান আইনজীবী। বিচারপতি আইনজীবীকে প্রশ্ন করেন, “কোন সংস্থা নিরপেক্ষ?” রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, “নতুন করে বিচারপতি নিয়োগ করে ফের তদন্ত করার কোনও প্রয়োজনীয়তা নেই।” হাইকোর্ট সিআইডির হাতেই মামলার তদন্তের ভার দিয়েছে। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছিল আদালত।

    আরও পড়ুন: অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে ইডি, অনুমতি রাউস অ্যাভেনিউ আদালতের

    কেন্দ্রের আইনজীবী ধীরাজ ত্রিবেদী (Bagtui Massacre) রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “তদন্তের নামে আমাদের অফিসারদের হয়রানি করা হচ্ছে। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে সিআইডি এবং রাজ্য পুলিশের এফআইআর করার পিছনে নির্দিষ্ট কোনও উদ্দেশ্য রয়েছে। মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনাটি সিবিআই নিজেই খতিয়ে দেখছে। শুধুমাত্র লালনের স্ত্রীর দাবির প্রেক্ষিতে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। বার বার সিবিআইয়ের সম্মানহানি করতে রাজ্য সচেষ্ট। মৃত্যুর আগে লালনের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের তথ্য জানিয়ে তিনি বলেন, “লালন মানসিক এবং শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ ছিলেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মহেশকুমার মিত্তলের নেতৃত্বে একটি কমিটি এই ঘটনাটির তদন্ত করছে। উভয়পক্ষের বক্তব্য শুনে রায়দান স্থগিত রেখেছে আদালত।”

    সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যু (Bagtui Massacre) নিয়ে উত্তাল রাজ্য। তার ওপর লালনের সিল করা বাড়ি থেকে লোপাট হয়েছে একাধিক মূল্যবান সামগ্রী। এমনই অভিযোগ করেছে লালনের পরিবার। সেই সংক্রান্ত বিষয় নিয়েই রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেছেন নিহত লালন শেখের স্ত্রী। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। সূত্রের খবর, লালন শেখের স্ত্রীর দাবি তাঁদের বাড়ি সিবিআই সিল করে দিয়েছিল। ফলে এখন সেই বাড়ি থেকে জিনিসপত্র চুরি গেলে বা হারিয়ে গেলে তার দায় নিতে হবে সিবিআইকেই। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • FIFA World Cup 2022: হারের পর ক্ষোভে ফেটে পড়েছে ফ্রান্স, সামলাতে লাঠি-কাঁদানে গ্যাস

    FIFA World Cup 2022: হারের পর ক্ষোভে ফেটে পড়েছে ফ্রান্স, সামলাতে লাঠি-কাঁদানে গ্যাস

    মাধ্যম নিউজ ডেস্ক: আর্জেন্টিনার হাতে উঠেছে কাপ (FIFA World Cup 2022)। মেসির জয়ে উত্তেজিত গোটা দেশ। ফ্রান্সের হারে মনও ভেঙেছে অনেক ভক্তের। কিন্তু এই হার মেনে নিতে পারছেন না ফ্রান্সবাসীরা। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যাওয়ার পর রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন ফান্সের জনগণ। বিক্ষোভ সামলাতে লাঠি চালাল পুলিশ। এমনকি কাঁদানে গ্যাস ছোড়ার অভিযোগও উঠেছে প্রশাসনের বিরুদ্ধে। বিশ্বকাপে হার মেনে নিতে না পেরে উত্তপ্ত হয়েছে গোটা দেশ।

     


       

    অনেক আশার আলো দেখিয়েও শেষ হাসি হাসা হয়নি এম বাপের (FIFA World Cup 2022)। শেষ বেলায় সোনার কাপ ওঠে ফুটবলের রাজপুত্রের হাতেই। কিন্তু তিরে এসে তরী ডোবা- র যন্ত্রণা মেনে নিতে পারছে না ফ্রান্স। বিক্ষোভ ক্রমশ দাঙ্গার আকার নেয়। আর তাতেই শক্ত হাতে বিক্ষোভ দমনে নামে ফরাসি প্রশাসন।

     


     

    রবিবার ম্যাচ টাইব্রেকারে নিয়ে গিয়েও জিততে পারেনি ফ্রান্স (FIFA World Cup 2022)। অধরা থেকে গিয়েছে কাপ ছোঁয়ার স্বপ্ন। এই হার যেন মানতেই পারছেন না সমর্থকরা। গতকাল ম্যাচ শেষের পর প্যারিস সহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ দেখায় সমর্থকরা। ফুটবল ভক্তদের সামলাতে না পেরেই লাঠি চার্জ করে পুলিশ। সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আঁচ।

    আরও পড়ুন: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড! মেসি ম্যাজিকে গড়ল একাধিক নজির   

    গতকাল খেলা শেষে এমবাপেকে সান্ত্বনা দেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। কিন্তু তার পরেই হাতের বাইরে চলে যায় পরিস্থিতি। ফাইনাল (FIFA World Cup 2022) ম্যাচ দেখার জন্য ফ্রান্সের কোনও শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি সরকার। রবিবার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। কিন্তু তাঁরা স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছেন। একসঙ্গেই ভেঙেছে স্বপ্ন। আর তারপরেই শুরু হয় বিক্ষোভ। 

    এর আগে মরোক্কোর কাছে বেলজিয়াম (FIFA World Cup 2022) হেরে যাওয়ার পরও ব্রাসেলসেও একই পরিস্থিতি হয়। শহরের পথে একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয় দাঙ্গাকারীরা। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। সেই সময়ও বেসামাল হয় পরিস্থিতি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Shashi Tharoor: “প্রধানমন্ত্রীর সম্মানে দেশ এক থাকবে”, বিলাবল ভুট্টের মন্তব্যে পাকিস্তানকে হুঁশিয়ারি শশী থারুর

    Shashi Tharoor: “প্রধানমন্ত্রীর সম্মানে দেশ এক থাকবে”, বিলাবল ভুট্টের মন্তব্যে পাকিস্তানকে হুঁশিয়ারি শশী থারুর

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর ব্যক্তিগত আক্রমণের জবাবে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলের অবস্থানকে সমর্থন করলেন, তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর (Shashi Tharoor)। তিনি রবিবার বলেন, “আন্তর্জাতিক ক্ষেত্রে গোটা দেশ একসঙ্গেই দাঁড়াবে।” শশী থারুর একটি ট্যুইটে লেখেন, “আমাদের শত্রু এবং অশুভানুধ্যায়ীদেরকে এটা বুঝে নেওয়ার পরামর্শ দিচ্ছি যে, দেশের সম্মানের ক্ষেত্রে ভারতে কোনও রাজনীতি হয় না। গোটা দেশ এক হয়ে যায়।”

     

    কী ঘটেছে? 

    প্রসঙ্গত, বিলাবল শুক্রবার রাষ্ট্রপুঞ্জের (Shashi Tharoor) নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে বলেন, ‘‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন। কিন্তু গুজরাতের কসাই এখনও জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।’’ বাংলাদেশ যুদ্ধে ভারতীয় সেনার নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিজয় দিবসের আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাক বিদেশমন্ত্রীর ওই মন্তব্যের পরেই চড়েছে রাজনৈতিক উত্তেজনার পারদও।

    এহেন কুরুচিকর মন্তব্যের তীব্র নিন্দা জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল (Shashi Tharoor)। বাঘেল এর প্রেক্ষিতে বলেন, ‘আমি বিলাওয়াল ভুট্টোর মন্তব্যের তীব্র বিরোধিতা করছি। এর যোগ্য জবাব দেওয়া উচিত ভারতের।’ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এমন মন্তব্য করার অধিকার কারও নেই। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার নীতিগত বিরোধ থাকতে পারে। তবে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী।”

    আরও পড়ুন: দিল্লিতে ফুটপাতে থাকা তিন শিশুকে ধাক্কা বেসামাল গাড়ির, সিসিটিভি ফুটেজে ভয়ঙ্কর দৃশ্য

    বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের (Shashi Tharoor) নিরাপত্তা পরিষদের সভায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ২০০১ সালের সংসদ হামলার ঘটনা এবং আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে অ্যাবোটাবাদে আশ্রয় দেওয়ার প্রসঙ্গ তুলে বিঁধেছিলেন ইসালামাবাদকে। তারই প্রতিক্রিয়ায় শুক্রবার ওই মন্তব্য করেন পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলাবল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Air India: পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গালুরুর পরিবার

    Air India: পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা, এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বিস্ফোরক বেঙ্গালুরুর পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিতর্কে এয়ার ইন্ডিয়া (Air India)। পোষ্য নিয়ে বিমানে উঠতে বাধা দেওয়ার অভিযোগ উঠল উড়ান সংস্থার বিরুদ্ধে। এই অভিযোগ এনেছে বেঙ্গালুরুর এক পরিবার। পরিবারের তরফে দাবি করা হয়েছে, তাদের পোষা কুকুরকে নিয়ে বিমানে উঠতে তাদের বাধা দেওয়া হয়েছিল। সোশ্যাল মিডিয়া পোস্টে বিমান সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ওই পরিবার। নিজের একটি ভিডিও শেয়ার করেছেন এক ব্যক্তি। শচীন শেনয় নামে ওই ব্যক্তি জানান, “বোর্ডিং পাস থাকা সত্ত্বেও এয়ারলাইন্স-এর পক্ষ থেকে তার পোষা কুকুরটিকে ফ্লাইটে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।” 

    আরও পড়ুন: ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি পাক মন্ত্রীর, জানুন কারণ

     


    কী বলেছে এয়ার ইন্ডিয়া? 

    এয়ার ইন্ডিয়ার (Air India) তরফে পাল্টা বিবৃতি দিয়ে এই ঘটনার প্রতিক্রিয়া জানানো হয়েছে। বিমান সংস্থার তরফে বলা হয়েছে, “আপনার অসুবিধার জন্য দুঃখিত। আমরা কখনই আমাদের যাত্রীদের কোনও রকম অসুবিধার কারণ হতে চাই না। অনুগ্রহ করে আপনার বুকিং এবং পোষা প্রাণীর সম্পর্কে বিশদে আমাদের জানান। আমরা বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখব।”

     

    শচীন অভিযোগ (Air India) করেন, তিনি তার স্ত্রী এবং মেয়ের সঙ্গে পাঞ্জাব এবং হিমাচল প্রদেশে ১২ দিনের ট্যুরে যাচ্ছিলেন। তাঁর বেঙ্গালুরু থেকে অমৃতসর যাওয়ার ফ্লাইট নম্বর AI503-এ চড়ার কথা ছিল। তার সঙ্গে ছিল তাঁর সাধের পোষ্য। এর জন্য তাঁকে বোর্ডিং পাসও দেওয়া হয়েছিল। এর জন্য, তিনি এয়ারলাইন্সের সঙ্গেও যোগাযোগ করেন। কিন্তু তখন পাইলট চোপড়া তাঁকে ফ্লাইটে প্রবেশ করতে দেননি।

    শচীন (Air India) আরও বলেন, তাঁর কুকুরটির ওজন ৫ কেজির কম এবং নিয়ম অনুসারে এটি কেবিনের ভিতরে প্রবেশ করতে দেওয়ার কথা। কুকুরের প্রবেশের জন্য সমস্ত চেকিং প্রসেস সম্পুর্ণ করার পরও তাঁকে আজ একটি বোর্ডিং পাসও দেওয়া হয়েছে। চার ঘণ্টারও বেশি সময় ধরে তিনি বিমানবন্দরে বসে ছিলেন তিনি। এসময় কুকুরটি কোনও যাত্রীকে বিরক্ত করেনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Fake Passport: ঐশর্য রাইয়ের জাল পাসপোর্ট! উত্তরপ্রদেশের গ্রেফতার তিন

    Fake Passport: ঐশর্য রাইয়ের জাল পাসপোর্ট! উত্তরপ্রদেশের গ্রেফতার তিন

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশে পাসপোর্ট জাল (Fake Passport) করে গ্রেফতার তিন জন। তাও যে কারো পাসপোর্ট না। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশর্য রাই- এর জাল পাসপোর্ট নিয়ে ঘুরছিলেন ওই ব্যক্তিরা। জন্মস্থান লেখা গুজরাট। প্রতারকদের কাছে মিলল এমনই জালপত্র। এ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে গ্রেটার নয়ডা এলাকায়। তল্লাশি অভিযান চালিয়ে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

    শুক্রবার সন্ধ্যায় উত্তরপ্রদেশ পুলিশ ওই তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেটার নয়ডা এলাকার থানায় নিয়ে গিয়েছে। এরপরই তাঁদের গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, একটি ওষুধ কোম্পানির নামে প্রতারণার সঙ্গেও জড়িত ছিল এই চক্র।

    আরও পড়ুন: নরেন্দ্রপুরে গণধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত হবু স্বামী ও দেওর

    কী জানা গেল?  

    পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ১ কোটি ৮০ লক্ষ টাকা প্রতারণা কাণ্ডে জড়িত ওই তিন ব্যক্তি একটি ওষুধের কোম্পানি চালান। ম্যাট্রিমোনিয়াল সাইট এবং ডেটিং অ্যাপের মাধ্যমে লোকজনকে খুঁজে প্রতারণা চালাত চক্রটি। এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকও এই চক্রের সঙ্গে জড়িত বলে জানা গিয়েছে।    

    গ্রেফতার হওয়া ওই তিন ব্যক্তির থেকে একটি জাল (Fake Passport) পাসপোর্ট উদ্ধার করে পুলিশ। ভুয়ো পাসপোর্টে অভিনেত্রী ঐশ্বর্য রায় বচ্চনের ছবি ছিল। জন্মস্থানের জায়গায় লেখা ছিল গুজরাট  ভাবনগর। জন্ম তারিখ দেওয়া রয়েছে ১৮ এপ্রিল, ১৯৯০। তাদের কাছ থেকে নগদ আড়াই লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে ১১ কোটি টাকার জাল নোট এবং লক্ষ লক্ষ টাকার নকল বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। ঐশ্বর্যের পাসপোর্ট কেন জাল করা হল, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। 

    পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককেও নিজেদের জালে (Fake Passport) ফেলেছিলেন এই তিন ব্যক্তি। অবসরপ্রাপ্ত সেনা আধিকারিককে দিয়ে স্তন ক্যানসার নিরাময়ের ওষুধ বানানোর নাম করে যৌগ কোলানাট কিনিয়েছিলেন অভিযুক্তরা। ধৃতদের কাছে কোনও বৈধ পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি।

    এর আগেও ঐশর্যর পাসপোর্ট নকল করার ঘটনা সামনে এসেছে। ২০১২ সালে অভিনেত্রীর জাল পাসপোর্ট (Fake Passport) উদ্ধার হয় গুজরাট থেকে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • N 24 Parganas Rape: নরেন্দ্রপুরে গণধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত হবু স্বামী ও দেওর

    N 24 Parganas Rape: নরেন্দ্রপুরে গণধর্ষণের শিকার তরুণী, অভিযুক্ত হবু স্বামী ও দেওর

    মাধ্যম নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের তরুণীকে নরেন্দ্রপুরে (N 24 Parganas Rape) এনে ধর্ষণ। অভিযুক্ত হবু স্বামী ও দেওর। নরেন্দ্রপুরের নতুনহাট এলাকায় ওই তরুণীকে গতকাল বিবস্ত্র ও সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পলাতক দুই অভিযুক্ত। জানা গিয়েছে মুর্শিদাবাদ থেকে এনে তাঁকে মাদক খাইয়ে বেহুঁশ করে দুষ্কৃতিরা। মৃত্যু নিশ্চিত করতে সিগারেটের ছেঁকাও দেয় তারা।

    কী ঘটেছিল? 

    তরুণীর অভিযোগ, বিয়ের আগেই তাঁর নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার ঋণ নেয় হবু স্বামী। সেই কারণেই খুনের চেষ্টা করে ওই দুই যুবক। মোট চার জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন তরুণী। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তরুণীর নামে বিয়ের আগেই যে ঋণ নেওয়া হয়েছিল। তার প্রতিবাদ করে ওই তরুণী (N 24 Parganas Rape)। সেই টাকা শোধ দিতে না পারাতেই এই হামলা। ইতিমধ্যে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

    আরও পড়ুন: ধর্ষণ ও খুনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের মেয়াদ শেষের আগেই মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা…

    জানা গিয়েছে, বিয়ের আগে হবু স্ত্রীর সঙ্গে আলাপ করানোর নাম করে বাড়িতে ডেকে ধর্ষণ করা হয় ওই তরুণীকে। ধর্ষণ করে হবু স্বামী ও তার ভাই। সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দিয়ে চলে অকথ্য অত্যাচার। তারপরে খুনের (N 24 Parganas Rape) চেষ্টাও করা হয়। পুলিশ সূত্রে খবর, আর্থিক প্রতারণার পরিকল্পনাতেই এমন কাজ। বিয়ের আগেই হবু স্ত্রীয়ের নামে বিভিন্ন জায়গা থেকে লক্ষাধিক টাকার লোন নিয়েছিলেন ওই অভিযুক্ত। সেই লক্ষাধিক টাকা গায়েব করার পরিকল্পনাতেই হবু স্ত্রীকেই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ফাঁদ পাতে সে। হবু স্ত্রীকে মেরে ফেললে সেই ঋণ আর শোধ করতে হবে না এই ভেবে খুনের ছক কষে।

    পুলিশের দাবি, নির্যাতিতার বাড়ি মুর্শিদাবাদ (N 24 Parganas Rape) জেলায়। তার সঙ্গে বিয়ে ঠিক হয় সাবীর শেখ নামে এক যুবকের। ওই তরুণী পুলিশকে জানান, তাঁকে প্রথমে বাড়ি থেকে ডাকা হয় তারপর ঘুরতে যাওয়ার নাম করে ট্রেনে তুলে খাবারের মধ্যে কিছু মিশিয়ে বেহুঁশ করা হয়। শিয়ালদহতে ট্রেন ঢোকার পর তার জ্ঞান ফিরলে আবার তাকে বেঁহুশ করা হয়। অচেতন অবস্থাতেই তাঁকে বার বার ধর্ষণ করেছেন হবু স্বামী সাবীর ও তাঁর ভাই। সে মারা গিয়েছে ভেবে বেঁহুশ ও নগ্ন অবস্থায় নরেন্দ্রপুর থানা এলাকার নতুনহাটে রাস্তার পাশে তাঁকে ফেলে পালায় অভিযুক্তরা। স্থানীয় বাসিন্দারা তরুনীকে উদ্ধার করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Delhi: দিল্লিতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দিলেন শিক্ষিকা

    Delhi: দিল্লিতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে দোতলার বারান্দা থেকে নিচে ফেলে দিলেন শিক্ষিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল রাজধানী দিল্লি (Delhi)। স্কুলের দোতলা থেকে পঞ্চম শ্রেণির খুদে পড়ুয়াকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল দিল্লির নগর নিগম বালিকা বিদ্যালয়ের এক শিক্ষিকার বিরুদ্ধে। শুক্রবার দিল্লির করোলবাগে ওই ঘটনা ঘিরে শোরগোল শুরু হয়েছে। দিল্লির করোলবাগ এলাকার একটি স্কুল থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াকে ছুঁড়ে ফেলার পর আহত অবস্থায় তাঁকে ভর্তি কার হয় হিন্দুরাও হাসপাতালে। তবে চিকিৎসার পর ওই পড়ুয়ার অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে। অভিযুক্ত শিক্ষিকাকে পুলিশ আটক করেছে দিল্লি পুলিশ। অভিযুক্ত শিক্ষিকার নাম গীতা দেশওয়াল।

    স্কুলের অন্যান্য পড়ুয়ারা জানায়, গীতা দেশওয়াল নামে ওই শিক্ষিকা ক্লাস চলাকালীন রাগের বশে বন্দনা নামের পঞ্চম শ্রেণির পড়ুয়াকে স্কুলের বারান্দা থেকে ছুড়ে ফেলে দেন। এই ঘটনা ঘটার আগে ওই শিক্ষিকা কাঁচি নিয়ে ওই শিশুটিকে তাড়া করেন। ঘটনাটি ওই স্কুলের আর এক শিক্ষিকা রিয়ার নজরে আসলে, তিনি গীতাকে থামানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তারপরেও সওয়া ১১টা নাগাদ ক্লাস চলাকালীন (Delhi) হঠাৎ করেই গীতা রাগের বসে বন্দনাকে একেবারে স্কুলের দোতলার বারান্দা থেকে ছুড়ে ফেলে দেন। 

    আরও পড়ুন: আগামী বছর কবে হবে জেইই মেইন, নীট? সময়সূচী প্রকাশ করল এনটিএ

    শিশুটিকে যখন ওই শিক্ষিকা বারান্দা থেকে নিচে ছুড়ে ফেলে দেন, তখন অনেকেই ঘটনাস্থলে (Delhi) উপস্থিত ছিলেন। তাঁরাই পুলিশকে খবর দেন। দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর পর শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত শিক্ষিকাকে গ্রেফতার করে। শিশুটি দিল্লির বড়া হিন্দুরা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি। কেন ওইভাবে শিশুটিকে মারধর করা হচ্ছিল সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। অভিযুক্ত শিক্ষিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওই শিক্ষিকাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানা গিয়েছে।

    কী বলেছে আহত ছাত্রী? 

    পুলিশ সূত্রে খবর, আহত ছাত্রী নিজের বয়ানে জানিয়েছে শুক্রবার স্কুলে (Delhi) ওই শিক্ষিকা তাকে কাগজ কাটার কাঁচি দিয়ে আঘাত করে, মারধরও করেন। এরপর তাঁকে স্কুলের দোতলা থেকে ধাক্কা মেরে ফেলে দেন। চিকিৎসকরা জানিয়েছেন,আহত পড়ুয়ার অবস্থা স্থিতিশীল। আঘাত গুরুতর হলেও পঞ্চম শ্রেণির ওই পড়ুয়া আপাতত বিপদমুক্ত।

    অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় খুনের চেষ্টার মামলা দায়ের করেছে পুলিশ। এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে ১০ বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share