Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • US Shooting: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজ হামলা, ওয়ালমার্ট স্টোরে এলোপাথারি গুলিতে মৃত অন্তত ১০

    US Shooting: মার্কিন মুলুকে ফের বন্দুকবাজ হামলা, ওয়ালমার্ট স্টোরে এলোপাথারি গুলিতে মৃত অন্তত ১০

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বন্দুকবাজ হামলার (US Shooting) সাক্ষী হল যুক্তরাষ্ট্র। ভার্জিনিয়ায় ওয়ালমার্টে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। একই সঙ্গে এই ঘটনায় আহত  হয়েছেন অসংখ্য মানুষ। ভার্জিনিয়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে ওয়ালমার্ট স্টোর থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই ওয়ালমার্টের আশপাশের এলাকা সিল করেছে মার্কিন পুলিশ। পুলিশ সূত্রে খবর বন্দুকবাজ নিজেও এই হামলার পর আত্মঘাতী হয়েছেন।

     

    তবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। চেসাপিক সিটি পুলিশ জানিয়েছে, গুলি চালানোর খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাঁরা সেখানে উপস্থিত হন।

    ওয়ালমার্ট স্টোর পৌঁছেই পুলিশ মৃত ও আহত ব্যক্তি পড়ে থাকতে দেখতে পাওয়া যায়। চেসাপিক সিটি পুলিশ ডিপার্টমেন্টের আধিকারিক লিও কোসিন্সকি সাংবাদিকদের বলেন, “আমরা বেশ কিছু মৃতদেহ ও আহত ব্যক্তিদের দেখতে পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছেই পুলিশ তৎক্ষণাৎ স্টোরের মধ্যে ঢুকে পড়ে।” চেসাপিক সিটি পুলিশের অনুমান, কোনও একজন বন্দুকবাজই এই হামলা চালিয়েছে। সেই বন্দুকবাজেরও মৃত্যু হয়েছে বলে খবর।

     

    সহকর্মীদের ওপর ম্যানেজারের আক্রমণ 

    বিবিসির রিপোর্ট থেকে জানা গিয়েছে, ওই ওয়ালমার্ট স্টোরের ম্যানেজারই সহকর্মীদের ওপর গুলি চালায়। পরে নিজেকে গুলি করে আত্মহত্যা করে সে। ঘটনায় শোকপ্রকাশ করেছে ওয়ালমার্ট কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলায় একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন বন্দুকবাজ। এই নিয়ে চারদিনে দ্বিতীয়বার এই ধরনের বন্দুকবাজের হামলার ঘটনা ঘটল আমেরিকায়। এখনও পর্যন্ত ১০ জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।   

  • Twitter Blue Tick: ট্যুইটার ব্লু টিক সুবিধা পুনরায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েও তা স্থগিত করলেন ইলন মাস্ক

    Twitter Blue Tick: ট্যুইটার ব্লু টিক সুবিধা পুনরায় ফেরানোর সিদ্ধান্ত নিয়েও তা স্থগিত করলেন ইলন মাস্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: আপাতত ট্যুইটার ব্লু টিকের রিলঞ্চ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক। মঙ্গলবার তিনি ঘোষণা করেন, যতদিন না ভুয়ো প্রোফাইল চিহ্নিতকরণের প্রযুক্তির বিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত হতে পারছেন, ততদিন প্রোফাইলকে ভেরিফায়েড ঘোষণা করার এই প্রক্রিয়া বন্ধ রাখা হবে। 

     


    ১০ নভেম্বর আইফোন, আইপ্যাড ব্যবহারকারীদের জন্যে ব্লু টিকের সাবস্ক্রিপশন প্ল্যান ঘোষণা করেছে ট্যুইটার। নিজের প্রোফাইলকে ভেরিফায়েড করতে আপনাকে খরচ করতে হবে গ্যাঁটের কড়ি। এই বিশেষ প্ল্যান সাবস্ক্রাইব করতে গেলে আপনাকে প্রতি মাসে ৮ মার্কিন ডলার খরচা করতে হবে। ৭.৯৯ ডলারের এই প্ল্যান সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গেই আপনি আপনার প্রোফাইলে ব্লু টিক ভেরিফিকেশন পেয়ে যাবেন। 

    আরও পড়ুন: খড়ের গাদায় মিলল বোমার পাহাড়ের হদিশ, ত্রস্ত কুলপির গ্রাম

    এর আগে ২৯ নভেম্বর ব্লু টিক ফিচার ফিরিয়ে আনার ঘোষণা করেছিলেন ইলন মাস্ক। ট্যুইটারে মাস্ক লিখেছিলেন, ২৯ নভেম্বর থেকে নতুন করে আসতে চলেছে ট্যুইটার ব্লুটিক। এই প্লাটফর্মে আরও ভাল পরিষেবা দিতেই নতুন করে আনা হচ্ছে এই সার্ভিস। কিন্তু আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখার ঘোষণা করলেন। 

    এর আগে কারা পেতেন এই বিশেষ সুবিধা?

    আগে রাজনীতিবিদ, বিখ্যাত ব্যক্তিত্ব, সাংবাদিক ও অন্যান্য তারকাদের জন্য দেওয়া হত এই বিশেষ সুবিধা। বর্তমানে এই ব্লুটিক সাবস্ক্রিপশন যে কেউ টাকা দিয়ে নিতে পারবে। চলতি মাসের শুরুতে টুইটারের রাজস্ব বাড়াতে এই ব্লুটিকের কথা বলেন মাস্ক। মূলত, বিজ্ঞাপনদাতাদের ধরে রাখতেই নতুন করে আনার কথা ছিল এই ফিচার। 

    আইফোনের ট্যুইটার অ্যাপের বিষয়ে একটি নোটিফিকেশনে বলা হয়েছে, ট্যুইটার ব্লুতে আরও নতুন নতুন ফিচার যুক্ত করা হবে। এখন সাবস্ক্রাইব করলে প্রতিমাসে ৭.৯৯ মার্কিন ডলারেই এই সুবিধা পাওয়া যাবে।  

    ট্যুইটার আরও জানায়, ট্যুইটার ব্লু ব্যবহারকারীদের হ্যান্ডেলে তারকাদের মতোই ব্লু টিক থাকবে। নতুন ফিচারগুলি সম্পর্কেও জানিয়েছে ট্যুইটার কর্তৃপক্ষ। জানানো হয়েছে, বিজ্ঞাপনের পরিমাণ অর্ধেক করা হবে, আরও দীর্ঘ ভিডিও পোস্ট করা যাবে, কন্টেন্ট- এর প্রায়োরিটি র‍্যাঙ্কিং করা হবে। এতে স্প্যাম, বটের পরিমাণ কমে আসবে। 

    এদিকে কিছুদিন আগেই ফিরেছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) ট্যুইটার অ্যাকাউন্ট (Twitter Account)। এজন্য আয়োজন করা হয়েছিল আস্ত একটা ভোটের। ওই ভোটে সংখ্যাগরিষ্ঠের মত যায় ট্রাম্পের পক্ষে। তার পরেই ফেরে ট্রাম্পের অ্যাকাউন্ট। ট্রাম্পের ট্যুইটার অ্যাকাউন্ট ফিরতেই দেখা যায়, তাঁর ফলোয়ারের সংখ্যা আগে যেখানে এক মিলিয়ন ছিল, মাত্র ৩০ মিনিটের মধ্যেই তা বেড়ে হয় ২.১ মিলিয়ন। ট্রাম্পের অ্যাকাউন্ট খোলার খবরটি শেয়ার করে ট্যুইটারের সিইও ইলন মাস্ক ট্যুইট করেন, মানুষ চেয়েছে। ট্রাম্পের অ্যাকাউন্ট ফের চালু হবে। জনগণের কণ্ঠস্বরই ভগবানের কণ্ঠস্বর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • UP Tourism: আগ্রা নয়, উত্তরপ্রদেশের পর্যটন নীতির মূল আকর্ষণ কৃষ্ণ এবং রামায়ণ সার্কিট

    UP Tourism: আগ্রা নয়, উত্তরপ্রদেশের পর্যটন নীতির মূল আকর্ষণ কৃষ্ণ এবং রামায়ণ সার্কিট

    মাধ্যম নিউজ ডেস্ক: আগের বারের মতো এবারও, আগ্রার স্মৃতিসৌধগুলিকে এড়িয়ে গিয়ে, ‘কৃষ্ণ সার্কিট’ মথুরা জেলাকে মূল আকর্ষণ করা হল উত্তরপ্রদেশের সদ্য ঘোষিত পর্যটন নীতিতে (UP Tourism)। 

    কী বলা হয়েছে ইউপি পর্যটন নীতিতে?

    রামায়ণ অনুসারে চিত্রকূট, বিথুর এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলি, যেগুলি ভগবান রাম এবং দেবী সীতার প্রতীক হিসাবে দেখা হয়, সেগুলি ‘রামায়ণ সার্কিট’- এর অন্তর্ভুক্ত থাকবে। একইভাবে মথুরা, বৃন্দাবন, গোকুল, গোবর্ধন, বরসানা, নন্দগাঁও, বলদেব এবং অন্যান্য ধর্মীয় স্থানগুলিকে কৃষ্ণ সার্কিটের অন্তর্ভুক্ত করা হবে এবং কপিলবাস্তু, সারনাথ, কুশিনগর, কৌশাম্বী, শ্রাবস্তী, রামগ্রাম এবং অন্যান্য স্থানগুলি ‘বৌদ্ধ সার্কিট’- এর অন্তর্ভুক্ত হবে।

    আরও পড়ুন: কুয়েটের সঙ্গে জেইই এবং নীট সংযুক্তিকরণের পথে ইউজিসি? জানুন বিস্তারিত 

    নতুন নীতিতে মহাভারত সার্কিট এবং শক্তিপীঠ সার্কিটের কথাও বলা হয়েছে, যেখানে হস্তিনাপুর, কাম্পিল্য, এছত্রা, বারনাওয়া, মথুরা, কৌশাম্বী, গোন্ডা, লক্ষগৃহের মতো স্থানগুলিকে বেছে নেওয়া হয়েছে। শক্তিপীঠ সার্কিটের অধীনে, বিন্ধ্যবাসিনী দেবী, অষ্টভুজা থেকে দেবীপতন, নৈমিষারণ্য, মা ললিত দেবী, মা জ্বলা দেবী, সাহারানপুরের শাকুম্ভরী দেবী থেকে শিবানী দেবী চিত্রকূট এবং শীতলা মাতা মৌ পর্যন্ত প্রসারিত করা হবে।

    এবিষয়ে সমাজকর্মী সমীর বলেন, “পর্যটন নীতিতে নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ও বন সংরক্ষণের সঙ্গে ইকো-ট্যুরিজমের প্রচারের দিকেও নজর দেওয়া উচিৎ।”

    আগ্রা পর্যটন

    আগ্রা ট্যুরিজম ওয়েলফেয়ার চেম্বারের সেক্রেটারি বিশাল শর্মা নতুন পর্যটন নীতিকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “হোটেল শিল্পের জন্য বিনিয়োগ-ভিত্তিক ভর্তুকি দেওয়ার জন্য নীতিতে যে বিধানগুলি রয়েছে, তাতে আনুষ্ঠানিকভাবে হোটেলগুলিকে ‘শিল্পের’ মর্যাদা দেওয়া হয়েছে। যার অর্থ হল জলের হার এবং বিদ্যুৎ, সম্পত্তি কর এবং পয়ঃনিষ্কাশন করও বাণিজ্যিকের পরিবর্তে শিল্প হবে।”

    তিনি আরও বলেন, “চম্বলের গিরিখাতগুলি সহজেই অ্যাডভেঞ্চার পর্যটনের প্রচারের জন্য ব্যবহার করা যেতে পারে। কিথাম এবং চম্বল অভয়ারণ্যগুলি ইকো-ট্যুরিজম প্রচারের জন্য অসাধারণ সাইট হতে পারে।”  

    আগ্রাও বটেশ্বর প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি ঐতিহাসিক ধর্মীয় স্থান। ১০১টি শিব মন্দির রয়েছে সেখানে। আগ্রা কেবল ঐতিহাসিক স্থান নয়। তার চেয়ে অনেক বেশি। পর্যটন নীতিতে আগ্রার ওপর আরও গুরুত্ব দেওয়া উচিৎ ছিল।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।

  • CV Anand Bose: আগামী বুধবার শপথ নেবেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস

    CV Anand Bose: আগামী বুধবার শপথ নেবেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বুধবার ২৩ নভেম্বর শপথ নেবেন নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। সেদিনই আনুষ্ঠানিকভাবে বাংলায় সাংবিধানিক সর্বোচ্চ পদের দায়িত্ব নেবেন তিনি। জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন রাজ্যপালকে শপথ গ্রহণের জন্যে ২১ নভেম্বর বা ২৩ নভেম্বর এই দুটি দিনের মধ্যে একটি দিন বেছে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সিভি আনন্দ ২৩ নভেম্বর দিনটি বেছে নেওয়ায়, সেই দিনটিকে শপথ গ্রহণের জন্যে চূড়ান্ত করা হয়েছে। 

    আরও পড়ুন: সোমনাথ মন্দিরে পুজো দিয়ে গুজরাটে প্রচার শুরু মোদির

    শপথ গ্রহণের অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। আগামী মঙ্গলবারই কলকাতায় নামবেন সি ভি আনন্দ বোস। শপথ গ্রহণ অনুষ্ঠান মিটে গেলেই তিনি রওনা দেবেন দিল্লির উদ্দেশ্যে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে সৌজন্য বিনিময় করার পরিকল্পনা রয়েছে তাঁর।  

    কে এই সিভি আনন্দ বোস? 

    ১৯৫১ সালে ২ জানুয়ারি কেরলের কোট্টায়ামে জন্মগ্রহণ করেন সিভি আনন্দ বোস। ১৯৭৭ সালে আইএএস হিসেবে যোগদান করেন তিনি। ১৯৮৫ সালে কোল্লামের কালেক্টর থাকার সময় নির্মিতি কেন্দ্র গঠন করেন। এই প্রকল্পে কম টাকায় পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করে দেওয়া হয় জনগণকে। এই ভাবনা থেকে অনুপ্রেরণা পেয়েই দেশের সকলকে পাকা বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ‘ম্যান অফ আইডিয়া’ হিসাবে পরিচিত তিনি। সরকারের বহু উন্নয়নমূলক প্রকল্পে কাজে লাগানো হয়েছে আনন্দের ভাবনা। ১৯৮৬ সালে এই আমলাই জেলা পর্যটন উন্নয়ন পরিষদ গঠন করেন। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন প্রশাসনিক পদের দায়িত্ব সামলেছেন তিনি। কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসাবেও কাজ করেছেন আনন্দ।   

    এ ছাড়াও কেরল সরকারের বিভিন্ন দফতরের প্রধান সচিবের দায়িত্ব পালন করেছেন। ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ, জেনেভা এবং ইন্টারন্যাশনাল ফিউশন এনার্জি অর্গানাইজেশন ও ফ্রান্সে ভারতের হয়ে  প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ছিলেন সিভি আনন্দ বোস। জাতিসংঘে তাঁর উদ্যোগ চারবার ‘গ্লোবাল বেস্ট প্র্যাকটিস’ হিসেবে মনোনীত হয়েছে। ভারত সরকার তাঁকে জাতীয় বাসস্থান পুরস্কারে ভূষিত করে।  তিনি ‘শ্রী পদ্মনাভস্বামী’ মন্দিরের কোষাগার সংক্রান্ত সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিরও প্রধান ছিলেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

     

       

  • Aamir Khan: হিন্দু ছেলের সঙ্গে মেয়ের বাগদান, ইসলামপন্থীদের রোষের মুখে আমির খান

    Aamir Khan: হিন্দু ছেলের সঙ্গে মেয়ের বাগদান, ইসলামপন্থীদের রোষের মুখে আমির খান

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘদিনের হিন্দু প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সারলেন আমির খানের (Aamir Khan) কন্যা ইরা খান। গত মাসে এক সাইক্লিং ইভেন্টে নূপুর হাঁটু মুড়ে প্রোপোজ করেন ইরাকে৷ মুসলিম মেয়ের হিন্দু ছেলের সঙ্গে বাগদানের কারণে ইসলামপন্থীদের রোষের মুখে পড়লেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। 

    নূপুর শিখর একজন তারকা জিম ট্রেনার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আমিরসহ, আমিরের দুই প্রাক্তন স্ত্রী। এছাড়াও সিলভার টাউনের আরও বেশ কিছু তারকা উপস্থিত ছিলেন বাগদানের অনুষ্ঠানে। এই বিশেষ দিনে ইরার পরনে ছিল স্ট্র্যাপলেস গাউন৷ খোলা চুল এবং বাহারি নেকপিসে অসাধারণ দেখাচ্ছিল ইরাকে৷ নজর কেড়ে নিয়েছে ইরার পায়ের লেসের সাদা জুতোও৷ তাঁর বাগদত্ত নূপুরও সেজেছিলেন পশ্চিমী ঘরানায়৷ 

    আরও পড়ুন: খরচ কমাতে কর্মীদের বিনা বেতনে ছুটিতে পাঠাচ্ছে জেট এয়ারওয়েজ

    আমির খান এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের দ্বিতীয় সন্তান হচ্ছে ইরা। গতকাল নিকট বন্ধু এবং আত্মীয়দের উপস্থিতিতে ইরার সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের বাগদান হয়। তাঁকে একটি লাল রঙের গাউনে দেখা যায় এই অনুষ্ঠানে, অন্যদিকে নূপুর স্যুট পরেছিলেন। এই অনুষ্ঠানে আমিরের দুই প্রাক্তন স্ত্রী, রীনা দত্ত এবং কিরণ রাও উপস্থিত ছিলেন। আমির রীনার ছেলে আজাদ খানকে নীল রঙের স্যুট পরে দেখা যায় এই অনুষ্ঠানে। অন্যদিকে অভিনেতার বোন নিখত খান, বোনপো ইমরান খান, তাঁর কন্যা ইমারা মালিক খান, প্রমুখকে দেখা গিয়েছে। ১৮ নভেম্বর ছিল নূপুর শিখরের সঙ্গে ইরা খানের বাগ্‌দান অনুষ্ঠান।  

    সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে আমির 

    আমিরকন্যার বাগদান অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই আমির খানকে নিশানা করে ইসলামপন্থীরা। কেন একজন মুসলিম হয়ে মেয়ের বিয়ে দিচ্ছেন হিন্দু পরিবারে তা নিয়ে অনেক কটুকথা শোনান ইসলামপন্থীরা। 

    ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের সম্পর্ককে শিলমোহর দেন ইরা৷ ভ্যালেন্টাইন্স ডে সপ্তাহ উদযাপনের সময় প্রমিস ডে উপলক্ষে ইনস্টাগ্রামে তিনি জানান নূপুরের সঙ্গে তাঁর প্রেমপর্ব৷ তার পর থেকে সোশ্যাল মিডিয়ায় দুজনের একসঙ্গে সময় কাটানোর ছবিও শেয়ার করেছেন৷ নিজেদের ছবির পাশাপাশি শেয়ার করেছেন পরিবারের সদস্যদের ছবিও৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • WB Governor: বাংলার নতুন রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস

    WB Governor: বাংলার নতুন রাজ্যপাল হলেন সি ভি আনন্দ বোস

    মাধ্যম নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন সিভি আনন্দ বোস (CV Anand Bose)। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, “পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল হিসেবে ডক্টর সিভি আনন্দ বোসকে নিয়োগ করা হচ্ছে।” তবে এখনও আনুষ্ঠানিকভাবে রাজ্যপাল পদে যোগ দেননি তিনি। আনন্দ বোস রাজ্যপালের পদ গ্রহণ করলেই, অস্থায়ী রাজ্যপাল হিসেবে মণিপুরের রাজ্যপাল লা গণেশনের মেয়াদ শেষ হবে।     

     



     

    কে এই সিভি আনন্দ বোস? 

    ১৯৫১ সালে ২ জানুয়ারি কেরলের কোট্টায়ামে জন্মগ্রহণ করেন সিভি আনন্দ বোস। ১৯৭৭ সালে আইএএস হিসেবে যোগদান করেন তিনি। ১৯৮৫ সালে কোল্লামের কালেক্টর থাকার সময় নির্মিতি কেন্দ্র গড়েন তিনি। এই প্রকল্পে কম টাকায় পরিবেশ বান্ধব বাড়ি তৈরি করে দেওয়া হয় জনগণকে। এই ভাবনা থেকে অনুপ্রেরণা পেয়েই দেশের সকলকে পাকা বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ম্যান অফ আইডিয়া’ হিসাবে পরিচিত তিনি। সরকারের বহু উন্নয়নমূলক প্রকল্পে কাজে লাগানো হয়েছে আনন্দের ভাবনা। ১৯৮৬ সালে এই আমলাই জেলা পর্যটন উন্নয়ন পরিষদ গঠন করেন। দীর্ঘ দিন ধরেই বিভিন্ন প্রশাসনিক পদের দায়িত্ব সামলেছেন তিনি। কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসাবেও কাজ করেছেন আনন্দ। এ ছাড়াও কেরল সরকারের বিভিন্ন দফতরের প্রধান সচিবের দায়িত্ব পালন করেছেন। ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ, জেনেভা এবং ইন্টারন্যাশনাল ফিউশন এনার্জি অর্গানাইজেশন ও ফ্রান্সে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়াও অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটির চেয়ারম্যান ছিলেন সিভি আনন্দ বোস। জাতিসংঘে তাঁর উদ্যোগ চারবার ‘গ্লোবাল বেস্ট প্র্যাকটিস’ হিসেবে মনোনীত হয়েছে। ভারত সরকার তাঁকে জাতীয় বাসস্থান পুরস্কারে ভূষিত করে।  তিনি ‘শ্রী পদ্মনাভস্বামী’ মন্দিরের কোষাগার সংক্রান্ত সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটিরও প্রধান ছিলেন। 

    আরও পড়ুন: সিবিআই- এর পর এবার অনুব্রতকে হেফাজতে নিল ইডি       

    সরকারি আমলা থেকে রাজনীতি, বিশ্ববিদ্যায়ের শিক্ষকতা থেকে সরকারের উপদেষ্টা, বার বার নিজেকে ভেঙে গড়েছেন সিভি আনন্দ বোস। ইংরাজি, হিন্দি, মালয়ালি একাধিক ভাষার সাহিত্যে তাঁর অবদান রয়েছে। 

    কেরল বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন আনন্দ বোস। নিজের শিক্ষাজীবনে ১৫টি স্বর্ণ পদক পেয়েছেন তিনি। সুবক্তা হিসাবেও খ্যাতি রয়েছে তাঁর। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন পর পর তিন বছর সেরা ব্যক্তির স্বীকৃতি পেয়েছিলেন তিনি। মুসৌরির লালবাহাদুর শাস্ত্রী আইএএস ট্রেনিং অ্যাকাডেমিতেও বিতর্ক সভায় প্রথম হয়েছিলেন আনন্দ।    

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।       

     

     

            

     
  • Cheap 5G Phones: ২০,০০০ টাকার মধ্যে ৫ জি ফোন, সাধ্যের মধ্যে সাধ পূরণ

    Cheap 5G Phones: ২০,০০০ টাকার মধ্যে ৫ জি ফোন, সাধ্যের মধ্যে সাধ পূরণ

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের অন্যান্য দেশে মতোই ভারতেও ইতিমধ্যেই ৫জি (5G Phone) ফোন ব্যবহার করা শুরু হয়েছে। এ দেশেও চালু হয়ে গিয়েছে ৫জি নেটওয়ার্ক (5G Network)। এখন অনেকেই চাইছেন সাধ্যের মধ্যে ৫ জি ফোন। রইল কম দামে কিছু ৫ জি ফোনের তালিকা। 

    আরও পড়ুন: শ্রদ্ধা খুনের তদন্তে সিবিআই? আফতাবের নার্কো পরীক্ষায় ‘হ্যাঁ’ আদালতের

    রেডমি নোট ১১টি ৫জি

    রেডমির এই স্মার্টফোনের দাম ১৪,৯৯৯ টাকা। একাধিক র‍্যামের অপশনে এই ফোন পাওয়া যাবে। ফোনের ডিজাইন এবং ক্যামেরা ফিচারও যথেষ্ট আকর্ষণীয়। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি MediaTek Dimensity ৮১০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনে রয়েছে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ।

    স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি

    স্যামসাং গ্যালাক্সি এম১৩ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৯৯৯ টাকা। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এম ১৩ ৫ জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা।

    আইকিউওও জেড ৫ ৫জি

    ২০,০০০ টাকার মধ্যে একটি ভাল ৫জি ফোনের কথা বলতে গেলে, আইকিউওও জেড ৫ ৫জি- এর কথা বলতেই হয়। এই ফোনটিতে কুয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসরের রয়েছে। এর সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম মেমরি এবং ১২৮ জিবি স্টোরেজ। ফটোগ্রাফির জন্য, এই ফোনে ৬৪ এমপি ট্রিপল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। একই সঙ্গে সামনে একটি ১৬ এমপি সেন্সর দেওয়া হয়েছে। এই ফোনটিতে ৬.৬৭ -ইঞ্চি আইপিএস এলসিডি স্ক্রিন সহ ১২০ হার্টজ এর স্ক্রিন রিফ্রেশ রেট রয়েছে। এর সঙ্গে রয়েছে ৫০০০ এম‌এএইচের ব্যাটারি।          

    জাওমি রেডমি নোট ১১ প্রো প্লাস ৫ জি  

    ২০,০০০ টাকার নিচে ৫ জি ফোনের কথা বললে, জাওমি রেডমি নোট ১১ প্রো প্লাস ৫ জি- র কথা বলতেই হয়। এই ফোনটি কুয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসরে কাজ করে এবং এতে ৬ জিবি র‍্যাম রয়েছে। ৬.৬৭ এর আমোলেড ডিসপ্লে রয়েছে এই ফোনে। এই ফোনটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। ৮ এমপি+ ২ এমপি+ ১০৮ এমপি ক্যামেরা রয়েছে এই ফোনে। এছাড়াও সামনে, একটি ১৬ এমপি ক্যামেরা রয়েছে। এই ফোনে ৫,০০০ এম‌এএইচের ব্যাটারি রয়েছে।     

    আইকিউওও জেড ৬ ৫জি 

    আইকিউওও জেড ৬ ৫জি ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন ৬৯৫ চিপসেট সাপোর্ট করে এবং এই ফোনটিকে ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি    স্টোরেজের সাথে ১৩,৯৯৯ টাকা দামে পেশ করা হয়েছে। এই স্মার্টফোনে ৬.৫৮ ইঞ্চির বড়ো ডিসপ্লে দেওয়া হয়েছে এবং ফোনটির ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশরেট সাপোর্ট করে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে ৫০ এমপি + ২ এমপি + ২ এমপি -এর ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং ১৬ এমপি -এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোন‌টি ১৮ ওয়াট ফাস্ট চার্জিং যুক্ত ৫,০০০ এম‌এএইচের ব‍্যাটারি সাপোর্ট করে। 

    স্যামসাং এম ৩৩ ৫জি

    এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৮,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ২০,৪৯৯ টাকা। স্যামসাংয়ের এই ফোনের দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টের ইন্ট্রোডাক্টরি দাম যথাক্রমে ১৭,৯৯৯ টাকা এবং ১৯,৯৯৯ টাকা।

    রেডমি ১১ প্রাইম ৫জি 

    রেডমি ১১ প্রাইম ৫জি স্মার্টফোন পাওয়া যাচ্ছে ১১,৭৪৯ টাকায়। আর ৪ জিবি র‍্যাম চাইলে দাম পড়বে ১৩,৯৯৯ টাকা। ভাল কথা, গ্রাহক যদি সিটি ব্যাঙ্ক থেকে কেনাকাটা করেন তাহলে ১২৫০ টাকার তাৎক্ষণিক ছাড়ও পাবেন। এই ফোনে ৬.৫৮ ইঞ্চি ফুল এইচডি+ এলসিডি রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ উপলব্ধ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Delhi-Mehrauli Murder: শ্রদ্ধা খুনের তদন্তে সিবিআই? আফতাবের নার্কো পরীক্ষায় ‘হ্যাঁ’ আদালতের

    Delhi-Mehrauli Murder: শ্রদ্ধা খুনের তদন্তে সিবিআই? আফতাবের নার্কো পরীক্ষায় ‘হ্যাঁ’ আদালতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়াকার খুনের মামলায় এবার তদন্তে নামতে পারে সিবিআই। সংবাদমাধ্যম সূত্রের খবর, দিল্লি হত্যাকাণ্ডের (Delhi Murder Case) কিনারা করতে রীতিমতো ঘাম ঝড়ছে দিল্লি পুলিশের। এখনও বেশ কিছু তথ্য হাতে আসেনি। এই তথ্যগুলিই এই খুনের তদন্তে মিসিং লিঙ্ক বলে দাবি করেছে পুলিশ। আর সেই তথ্য খুঁজতেই ময়দানে নামতে পারে সিবিআই।

    আরও পড়ুন: দিল্লিতে হিন্দু লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ৩৫ টুকরো করল মুসলিম যুবক

    এদিকে খুনের মামলার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’- এর অনুমতি দিয়েছে সাকেত আদালত। বুধবার দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, শীঘ্রই ধৃতের নার্কো পরীক্ষা করানো হবে। সাধারণত খুব বড় ধরনের অপরাধে নার্কো পরীক্ষার অনুমতি দেয় আদালত। মুম্বই বিস্ফোরণের খলনায়ক আজমল কাসবের ক্ষেত্রে এই পরীক্ষার অনুমতি দেওয়া হয়েছিল। ‘নার্কো অ্যানালিসিস টেস্ট’- এ ধৃতের জবানবন্দি আদালত গ্রাহ্য না হলেও এ ক্ষেত্রে তদন্তের সুবিধা হয়। অনেক না জানা তথ্যের খোঁজ পাওয়া যেতে পারে এই পরীক্ষায় বলে আশাবাদী দিল্লি পুলিশ।

    কী ঘটেছিল?

    বাবা-মা কে ছেড়ে ভালবেসে ঘর ছেড়েছিলেন মহারাষ্ট্রের হিন্দু পরিবারের মেয়ে শ্রদ্ধা ওয়েলকার। সম্পর্ক গড়েছিলেন এক মুসলিম যুবকের সঙ্গে। আফতাব আমিন পুনাওয়ালার সঙ্গে লিভ-ইন করছিলেন। বিয়ের জন্য প্রেমিককে চাপ দেওয়াতেই তাঁকে খুন (Delhi-Mehrauli Murder) করে আফতাব। পুলিশকে তাই জানিয়েছে সে। কিন্তু শ্রদ্ধার বন্ধুর দাবি, লিভ-ইন ছেড়ে বিয়ের কথা বলতেই শ্রদ্ধাকে ধর্ম পরিবর্তন করতে জোর করে  আফতাব। তাতে মত দেয়নি শ্রদ্ধা। পরিবার ত্যাগ করলেও ধর্ম ছাড়তে হয়ত রাজি ছিলেন না তিনি। তাই এই পরিণতি। ধর্মান্তরণের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশও। 

    মুম্বইয়ের একটি কল সেন্টারে কাজ করার সময় পরিচয় হয় দুই যুবক-যুবতীর। সেখান থেকে প্রেম। ধর্মীয় ব্যবধানের কারণে শ্রদ্ধার বাড়ির লোক তাদের সম্পর্ককে মেনে না নিলে তাঁরা দিল্লিতে চলে আসেন ও বাড়ি ভাড়া নিয়ে একসঙ্গে থাকা শুরু করেন। শ্রদ্ধা আফতাবকে বিয়ে করতে চাইলেও আফতাব তাতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে প্রায় ঝগড়া লেগেই থাকত। সূত্রের খবর, গত ১৮ মে অভিযুক্ত আফতাব ও শ্রদ্ধার ঝগড়া চরমে পৌঁছয়। এই ঝগড়ার সময় শ্রদ্ধা চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা যাতে তাঁদের ঝগড়া না শুনে ফেলে, সেই ভয়ে শ্রদ্ধাকে চুপ করাতে যায় আফতাব। শ্রদ্ধার মুখ চেপে ধরে। আর এতেই মৃত্যু হয় তরুণীর। কিন্তু এরপর এই কাণ্ড লুকোতে যা করল আফতাব তা আরও হাড় হিম করে দেওয়ার মত ঘটনা। এরপরেই একটি ফ্রিজ কিনে আনে ও শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরোয় কেটে ফ্রিজারে রেখে দেয়। শুধু তাই নয়, গন্ধ যাতে না বের হয় তার জন্য ব্যবহার করা হত আগরবাতি, ধূপ এবং রুম ফ্রেশনার (Delhi-Mehrauli Murder)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তার পুরো একদিন লেগেছে শ্রদ্ধার দেহকে টুকরো টুকরো করে কেটে ব্যাগে ভরতে। আর এসব তার বাথরুমে করে। আবার তার ঘরের মেঝেও অনেকবার মুছেছে। পুলিশ আরও জানিয়েছে, শ্রদ্ধাকে খুন করার ২-৩ মাস পর্যন্ত তার কেটে রাখা মাথা রেখে দেয় ও তারপর ফেলে দেয়। রাত দুটো নাগাদ জঙ্গলে যেত। ঘণ্টাদুয়েক পরে ফিরে আসত। প্রায় ২০ দিন ধরে সেই কাজ করেছিল সে (Delhi-Mehrauli Murder)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • UP Girl Murdered: উত্তরপ্রদেশে প্রাক্তন প্রেমিকাকে খুন করে, দেহের ছ টুকরো করল যুবক

    UP Girl Murdered: উত্তরপ্রদেশে প্রাক্তন প্রেমিকাকে খুন করে, দেহের ছ টুকরো করল যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশেও (UP Girl Murdered) এবার শ্রদ্ধা ওয়ালকার হত্যার ছায়া। আফতাবের মতোই আরও এক প্রেমিক, প্রেমিকাকে খুন করে তার দেহ ছ টুকরো করে কুয়োয় ফেলে দিল। তবে এবার প্রাক্তন প্রেমিকা। অভিযুক্তের নাম প্রিন্স যাদব। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আজমগড়ে। ইতিমধ্যেই প্রিন্সকে গ্রেফতার করেছে ইউপি পুলিশ। জানা গিয়েছে, গত ১৫ নভেম্বর আজমগড়ের পশ্চিমী গ্রামের একটি কুয়োয় এক যুবতীর দেহের টুকরো ভাসতে দেখা যায়। এরপরই শুরু হয় তদন্ত। অর্ধনগ্ন অবস্থায় এক যুবতীর দেহের ছয় টুকরো উদ্ধার করে পুলিশ।

    আরও পড়ুন: আইএস আদর্শে অনুপ্রাণিত মেঙ্গালুরু অটো বিস্ফোরণের মূল অভিযুক্ত

    জানা গিয়েছে, অভিযুক্তের একটি পিস্তল ছিল। গ্রেফতার করতে গেলে পুলিশ আধিকারিকদের সঙ্গে গুলির লড়াইও চলে তার। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয় ওই যুবক। এরপরই পুলিশ তাকে ওই মহিলার মাথা শনাক্ত করতে নিয়ে যায়।

     


    হাড় হিম করা ঘটনা

    ধৃত প্রিন্স যাদব উত্তরপ্রদেশের আজমগড়ের বাসিন্দা। এলাকারই বাসিন্দা আরাধনার সঙ্গে এক বছর আগে সম্পর্ক ছিল তার। তবে সম্প্রতি ভেঙে যায় সেই সম্পর্ক। অন্যত্র বিয়ে ঠিক হয়ে যায় তরুণীর। তা মেনে নিতে পারছিল না সেই যুবক। বারবার সম্পর্কে ফিরে আসার জন্য চাপ দিচ্ছিল তরুণীকে। সেই প্রস্তাবে রাজি হয়নি তরুণী, আর তাতেই এই মর্মান্তিক পরিণতি। অভিযোগ, এরপর গত ৯ নভেম্বর প্রাক্তন প্রেমিকা আরাধনার সঙ্গে দেখা করতে চায় প্রিন্স। দেখা করতে রাজি হন আরাধনা। প্রিন্সের সঙ্গে দেখা হলে তার বাইকে ওঠেন। দুজনে বাইকে চড়ে স্থানীয় একটি মন্দির সংলগ্ন আখ খেতে যায়। তারপর থেকেই নিখোঁজ তরুণী। আর বাড়ি ফেরা হয়নি তাঁর। এরপরেই তরুণীর পরিবারের লোকজন পুলিশের শরণাপন্ন হন। পুলিশ তদন্তে নামলে গোটা ঘটনা সামনে আসে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Facebook এবং Twitter পেজ।     

     

  • Delhi Murder: দিল্লিতে হিন্দু লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ৩৫ টুকরো করল মুসলিম যুবক

    Delhi Murder: দিল্লিতে হিন্দু লিভ-ইন পার্টনারকে খুন করে দেহ ৩৫ টুকরো করল মুসলিম যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: সপ্তাহের শুরুতেই পাশবিক ঘটনায় সাক্ষী থাকল গোটা দেশ। ঘটনার ভয়াবহতায় শিউড়ে উঠল রাজধানী দিল্লি (Delhi Murder)। এক মুসলিম যুবক তাঁর হিন্দু লিভ-ইন সঙ্গীকে খুন করে তাঁর দেহ ৩৫টি টুকরো করে মেহরুলি জঙ্গলের কাছে শহরজুড়ে বিভিন্ন জায়গায় ফেলে দেয়। ১৮ দিন ধরে ঠাণ্ডা মাথায় চলে এই কাজ। পাশবিক এই ঘটনায় গোটা দেশ। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আফতাব পুনাওয়ালা। সে তাঁর লিভ-ইন সঙ্গী শ্রদ্ধাকে খুন করেছে বলে অভিযোগ। শ্রদ্ধা, আফতাবকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল বলেই এই খুন বলে মনে করছে পুলিশ। এই ঘটনার পর আফতাবকে গ্রেফতার করা হয়েছে এবং ৫দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। সূত্রের খবর, গত ১৮ মে অভিযুক্ত আফতাব ও শ্রদ্ধার মধ্যে উত্তপ্ত বচসা হয়। এই ঝগড়ার সময় শ্রদ্ধা চেঁচামেচি শুরু করেন। প্রতিবেশীরা যাতে তাঁদের ঝগড়া না শুনে ফেলে, সেই ভয়ে শ্রদ্ধাকে চুপ করাতে যায় আফতাব। শ্রদ্ধার মুখ চেপে ধরে। আর এতেই মৃত্যু হয় তরুণীর।

    আরও পড়ুন: দক্ষিণ ভারতের প্রথম বন্দে-ভারত এক্সপ্রেস উদ্বোধন মোদির, কোথায় আলাদা এই ট্রেন?

    ঘটনার ভয়ঙ্করতায় কেঁপে ওঠে দেশ 

    আফতাব এই খুন লুকোতে এরপর করে এক ভয়ঙ্কর পরিকল্পনা। শ্রদ্ধার দেহ ৩৫টি টুকরোয় কেটে বড় ফ্রিজারে রেখে দেয় এবং ১৮ দিন ধরে শহরের বিভিন্ন জায়গায় তা ফেলে দেয়। দিল্লির মেহরুলি ফরেস্ট এলাকায় অধিকাংশ টুকরো ফেলা হয়েছে বলে জেরায় জানিয়েছে আফতাব। সে আরও জানিয়েছে, যাতে গন্ধ না বেরোয়, তাই দেহের টুকরোগুলিকে রাখার জন্য বড় ফ্রিজ কিনে আনে সে। ১৮ দিন ধরে সেই অংশগুলোকে লোপাট করার চেষ্টা করে সে। আফতাব প্রত্যেক রাতে ২টোর সময় বেরিয়ে মেহরুলি ফরেস্ট অঞ্চলে শ্রদ্ধার দেহের টুকরোগুলিকে ফেলত বলে জানিয়েছে পুলিশকে।

    কী করে তৈরি হল এই সম্পর্ক?

    জানা গিয়েছে, আফতাব ও শ্রদ্ধা মুম্বাইয়ে একই কল সেন্টারে কাজ করতেন। ধর্মীয় ব্যবধানের কারণে এই সম্পর্কে মত ছিল না শ্রদ্ধার পরিবারের। এরপরে শ্রদ্ধা ও আফতাব দু’জনেই দিল্লি চলে আসেন এবং বাড়ি ভাড়া নিয়ে  একসঙ্গে থাকা শুরু করেন। শ্রদ্ধা নিয়মিতভাবে দুজনের ছবি আপলোড করতেন ফেসবুকে। আর তা থেকেই শ্রদ্ধার পরিবার তাঁর খবর পেত। কিন্তু বেশ কিছুদিন ধরে শ্রদ্ধার পোস্ট না দেখে সন্দেহ হয় পরিবারের।     

    পাঁচ মাস আগে শ্রদ্ধার বাবা দিল্লি আসেন এবং শ্রদ্ধা ও আফতাব যেখানে থাকত সেই বাড়িতেও যান তাঁদের সঙ্গে দেখা করতে। কিন্তু সেই বাড়িতে তালা মারা দেখে শ্রদ্ধার বাবা পুলিশের কাছে তাঁর মেয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দাযের করেন। পুলিশ তদন্ত শুরু করে এবং পাঁচমাস পর গ্রেফতার হয় আফতাব। পুলিশ সূত্রের খবর, শ্রদ্ধা ক্রমাগত অভিযুক্ত আফতাবকে বিয়ে করার জন্য চাপ দিত আর তাতেই বিরক্ত হয়ে গিয়ে শ্রদ্ধাকে খুন করে আফতাব।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

        

          

        

     

LinkedIn
Share