Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • SBI Fixed Deposit: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল এসবিআই, ৪০০ দিনে হার ৭.১ শতাংশ

    SBI Fixed Deposit: স্থায়ী আমানতে সুদের হার বাড়াল এসবিআই, ৪০০ দিনে হার ৭.১ শতাংশ

    মাধ্যম নিউজ ডেস্ক: আমানতকারীদের জন্যে সুখবর। স্থায়ী আমানতে সুদের হার বাড়াল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Fixed Deposit)।  প্রায় দু’মাস পরে আবার স্থায়ী আমানতের উপর বর্ধিত সুদের নয়া কর্মসূচি ঘোষণা করল এসবিআই। বুধবার এসবিআই- এর তরফে জানানো হয়েছে, নয়া কর্মসূচিতে স্থায়ী আমানতের উপর সুদের হার ২৫ বেসিস পয়েন্ট পর্যন্ত অর্থাৎ ২.৫ শতাংশ বাড়বে। 

    এই নয়া ব্যবস্থায় ৪০০ দিনের স্থায়ী আমানতে সুদের হার হবে ৭.১ শতাংশ। এসবিআই (SBI Fixed Deposit) কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ ফেব্রুয়ারি থেকেই লাগু হবে এই বর্ধিত সুদের হার। এই কর্মসূচি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। ২ কোটি টাকা পর্যন্ত স্থানীয় আমানতের ক্ষেত্রে নয়া এই উচ্চ হারে সুদ দেওয়া হবে।

    আরও পড়ুন: ১৭৯৩ পদে কর্মী নিয়োগ করবে প্রতিরক্ষামন্ত্রক, জানুন বিস্তারিত

    গত বছরের ১৩ ডিসেম্বর কিছু নির্দিষ্ট স্থায়ী আমানতের ক্ষেত্রে সুদের হার বাড়িয়েছিল স্টেট ব্যাঙ্ক (SBI Fixed Deposit)। আদানির গোষ্ঠীকে নিয়ে সাম্প্রতিক বিতর্কের মাঝে স্টেট ব্যাঙ্কের এই ঘোষণা অত্যন্ত  ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত, কেন্দ্রীয় বাজেট পেশ করার সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, আদানি শিল্পগোষ্ঠী সঙ্কটে পড়লেও তাদের অন্যতম প্রধান আর্থিক সহায়ক স্টেট ব্যাঙ্কের বিপদের সম্ভাবনা নেই। এই ঘোষণায় সেই দাবিতেই শিলমোহর পড়ল।

    আদানি ও এসবিআই 

    উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে আসার পর বড় ধাক্কা খেয়েছে আদানি গ্রুপ। শেয়ারের দর পড়ে যাওয়ায় মার্কিন সূচক থেকে বাদ গিয়েছে আদানির স্টক। এদিকে এসবিআই থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়েছে আদানি গ্রুপ। এসবিআই (SBI Fixed Deposit) যদিও এখন পর্যন্ত সেই ঋণ নিয়ে কোনও আশঙ্কা প্রকাশ করেনি। কিন্তু সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আতঙ্ক। যদি ঋণ শোধ না করে আদানি গ্রুপ? সেক্ষেত্রে এক্ষেত্রে ব্যাঙ্কের ক্ষতির পরিমাণ কত হতে পারে? এসবিআই সূত্রে খবর, বর্তমানে বিপাকে পড়া আদানি গোষ্ঠীর কাছে এসবিআই -এর এক্সপোজারের পরিমাণ প্রায় ২৭,০০০ কোটি টাকা। তবে তা মোট প্রদেয় ঋণের মাত্র ০.৮৮ শতাংশ। অর্থাৎ যা কিনা ১ শতাংশের চেয়েও কম। ব্যাঙ্কটির চেয়ারম্যান দীনেশ খাড়া এ প্রসঙ্গে জানিয়েছেন, “আমরা আদানি গ্রুপকে মূলত প্রজেক্টের জন্য ঋণ দিয়েছি। এগুলি বাস্তব সম্পদ এবং যার পর্যাপ্ত নগদ উৎপাদন রয়েছে৷ সংস্থাটি যথাযথ ভাবেই দায়িত্ব পালন করছে। ব্যাঙ্কের এক্সপোজার মোট লোন বুকের মাত্র ০.৮৮ শতাংশ।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

     

  • Defence Ministry Recruitment: ১৭৯৩ পদে কর্মী নিয়োগ করবে প্রতিরক্ষামন্ত্রক, জানুন বিস্তারিত

    Defence Ministry Recruitment: ১৭৯৩ পদে কর্মী নিয়োগ করবে প্রতিরক্ষামন্ত্রক, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিভাগে কয়েক হাজার চাকরির সুযোগ। প্রতিরক্ষা মন্ত্রক ট্রেডসম্যান এবং ফায়ারম্যান পদে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে। মোট ১,৭৯৩ শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট https://www.aocrecruitment.gov.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

    আরও পড়ুন: সব টাকা, সোনার গয়না পার্থ চট্টোপাধ্যায়ের! নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে জানালেন অর্পিতা 

    এই বিষয়ে জেনে নিন কিছু তথ্য।

    শূন্যপদ

    মোট পদ – ১,৭৯৩টি
    ট্রেডসম্যান – ১,২৪৯ জন
    ফায়ারম্যান – ৫৪৪

    শিক্ষাগত যোগ্যতা

    ট্রেডসম্যান পদের জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে। এর পাশাপাশি, প্রাসঙ্গিক ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট থাকাও প্রয়োজন। অন্যদিকে, ফায়ারম্যান পদের জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হতে হবে।

    আরও পড়ুন: চাকরি দেওয়ার নামে ৫ লক্ষ টাকা নিয়েছেন তৃণমূল নেতা! হুমকি দিয়ে পোস্টার বাঁকুড়ায় 

    বয়স সীমা

    এই পদগুলিতে আবেদন করতে চান এমন প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড় দেওয়া হবে। বয়সে ছাড় সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ুন। বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন এখানে ক্লিক করে।

    বেতন

    ট্রেডসম্যান-১৮ হাজার থেকে ৫৬ হাজার ৯০০ টাকা
    ফায়ারম্যান- ১৯ হাজার ৯০০ টাকা থেকে ৬৩ হাজার ২০০ টাকা।

    নির্বাচন প্রক্রিয়া

    ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে সিস্টেম ভিত্তিক সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। ফায়ারম্যান এবং ট্রেডসম্যান পদের জন্য যেখানে লিখিত পরীক্ষার আগে শারীরিক/সহনশীলতা পরীক্ষা নেওয়া হবে। 

    আবেদন পদ্ধতি

    আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে ২৬.০২.২০২৩ তারিখের মধ্যে https://www.aocrecruitment.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে । 

    বিশদে জানুন: 

    https://www.aocrecruitment.gov.in এই ওয়েবসাইট দেখুন ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Hardik-Natasa: দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে হার্দিক-নাতাশা, ভাইরাল ছবি

    Hardik-Natasa: দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে হার্দিক-নাতাশা, ভাইরাল ছবি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বিয়ের পিঁড়িতে হার্দিক পাণ্ডিয়া এবং নাতাশা স্টানকোভিচ (Hardik-Natasa)। ভালোবাসার দিনে ২ বছরের ছেলেকে নিয়ে আবার সাত পাকে বাঁধা পড়লেন যুগল। বিয়ে হল খ্রীষ্টান নিয়মে। নিমিষেই বিয়ের ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। 

    ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা (Hardik-Natasa) এদিন রাজস্থানের উদয়পুরে ছেলে অগ্যস্তকে সঙ্গে নিয়েই দ্বিতীয়বার বিয়ে সারলেন। উদয়পুরে বসেছিল জমকালো বিয়ের আসর। বলিউড-ক্রিকেটের এই বিয়ের মরসুমে যোগ হলেন আরও এক যুগল।

    এর আগেই আইনি বিয়ে সেরেছেন যুগল 

    ২০২০ সালে নাতাশা স্ট্যানকোভিচকে বিয়ে করেন হার্দিক পান্ডিয়া (Hardik-Natasa)। কোনও অনুষ্ঠান না করেই আইনি বিয়ে সেরেছিলেন তিনি। করোনার কড়া বিধিনিষেধের গেরোয় পরিবারের সদস্যদের নিয়েই এই বিয়ে সারেন হার্দিক। কিছুদিন পরেই তাঁদের জীবনে আসে ছেলে অগস্ত্য। এখন আর কোনও বিধিনিষেধ নেই। আর তাই এই জমজমাট বিয়ের অনুষ্ঠান তারকা দম্পতির।

     

    বিয়েতে সাদা গাউনে নেটিজেনদের চোখ ধাধিয়েছেন নাতাশা (Hardik-Natasa)। চোখ ফেরানো যাচ্ছে না তাঁর থেকে। অন্যদিকে হার্দিক পরেছিলেন কালো রঙের স্যুট-প্যান্ট। আর তাঁদের দু বছরের সন্তানও সেজেছিলেন বাবা-মার সঙ্গে তাল মিলিয়ে। উদয়পুরে আয়োজিত হয় নাতাশা-হার্দিকের বিয়ের অনুষ্ঠান। সোমবার থেকেই সেই অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডের দিন দু’জন আবারও সাত পাকে ঘোরেন। বিয়ের পর নাতাশার ঠোঁটে ডুব দেন হার্দিক। ছেলে অগস্ত্যকেও আদর করতেও দেখা যায় নবদম্পতিকে।

    আরও পড়ুন: আইএসআইএস সমর্থকদের খোঁজে তিন রাজ্যের ৬০ জায়গায় তল্লাশি চালাল এনআইএ     

    হার্দিক-নাতাশার (Hardik-Natasa) বিয়েতে যান বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, কেএল রাহুল ও আথিয়া শেট্টি। মঙ্গলবার সকালেই তাঁরা উদয়পুর পাড়ি দেন। প্রসঙ্গত, করোনার সময় নাতাশার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন হার্দিক। তারপরই জানা যায় চুপিসারে বাগদান সারেন তাঁরা। মে মাসে লকডাউনের মধ্যেই আবার ভক্তদের জানিয়ে দেন, বাবা হতে চলেছেন তিনি। তখনও অবশ্য হার্দিকের বিয়ের খবর কেউ জানত না। পরে জানা যায়, লকডাউনের মধ্যে ঘরোয়া ভাবেই অন্তঃসত্ত্বা বান্ধবী নাতাশার সঙ্গে চারহাত এক হয়েছে তাঁর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Weather Update: শীতের বিদায় বেলায় ফের পতন তাপমাত্রায়, জানুন আবহাওয়া আপডেট

    Weather Update: শীতের বিদায় বেলায় ফের পতন তাপমাত্রায়, জানুন আবহাওয়া আপডেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পারদ পতন (Weather Update)। মৌসমভবনের পূর্বাভাস অনুযায়ী, আজই হতে চলেছে এই বছরের শীতের শেষ দিন। এরপর থেকেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। আর শেষ দিন শেষ কামড় বসাল শীত। আগামিকাল থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করবে সর্বনিম্ন তাপমাত্রা। বাড়বে দিন ও রাতের তাপমাত্রা।   

    আগামি চার থেকে পাঁচদিনের মধ্যেই তাপমাত্রা ৫ ডিগ্রি (Weather Update) পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শীতের আমেজও চলে যাবে। মোটের উপর বুধবারই এই মরশুমে শেষবারের মতো শীতের অনুভূতি মিলবে।

    কী জানাচ্ছে মৌসমভবন? 
      
    আবহাওয়া দফতর (Weather Update) থেকে আগেই জানানো হয়েছিল, যে এই মরশুমের শেষ শীতের হতে পারে বুধবার। এখনও পর্যন্ত আবহাওয়ার যা গতি-প্রকৃতি তাতে সম্ভবত সেই পূর্বাভাসই সত্যি হতে চলেছে। বৃহস্পতিবার থেকে রাত ও দিন উভয়ের তাপমাত্রার পারদই ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নতুন করে পারদ পতনের সম্ভাবনা আর নেই।

    আরও পড়ুন: বিদেশি মুদ্রার অনিয়মিত ট্রান্সফারের অভিযোগ! রাতভর বিবিসির অফিসে আয়কর দফতরের তল্লাশি  

    এক ধাক্কায় তাপমাত্রা বাড়তে পারে ৫ ডিগ্রি (Weather Update) পর্যন্ত। আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী কয়েকদিন কুয়াশার দাপট থাকবে। মোটের উপর উত্তরবঙ্গের সব জেলাতেই কুয়াশার দেখা মিলবে। তবে দার্জিলিং, কালিম্পঙে কুয়াশার দাপট থাকবে বেশি। 

    এই বছর শীত শুরু থেকেই খামখেয়ালি (Weather Update)। তাপমাত্রা অনেকটা নেমে যাওয়ার পরই উঠেছে তরতরিয়ে। অর্থাৎ কখনওই একটানা এক সপ্তাহ কনকনে শীত ছিল না। জানুয়ারির শেষেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়। তারপর আবার ফেব্রুয়ারিতে শীত ফেরে। মনে করা হচ্ছে আরও কয়েকটা দিন ঠান্ডা অনুভূত হলেও, লম্বা হবে না এই ইনিংস।

    মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ (Weather Update) সহ বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা কাশ্মীর, লাদাখ, মুজাফফরবাদ এলাকায় । তাপমাত্রার ফের পরিবর্তন হবে । পূর্ব ভারতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে বুধবার পর্যন্ত।  বৃহস্পতিবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে । পরবর্তী দু-তিন দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, এমনটাই অনুমান আবহাওয়াবিদদের । মধ্য ভারতে তাপমাত্রা কমবে।  মঙ্গলবার পর্যন্ত ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যেতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Delhi Murder: ধাবার ফ্রিজ থেকে উদ্ধার মহিলার দেহ, ফের দিল্লিতে চাঞ্চল্য

    Delhi Murder: ধাবার ফ্রিজ থেকে উদ্ধার মহিলার দেহ, ফের দিল্লিতে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি এক খুনের নিষ্ঠুরতায় কেঁপে উঠেছিল গোটা দেশ (Delhi Murder)। রাতারাতি সংবাদ শিরোনামে এসেছিলেন দিল্লির বাসিন্দা। প্রেমিকের হাতে খুন হতে হয়েছিল শ্রদ্ধাকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই দিল্লির আরও একটি খুনের ঘটনা সামনে এল। রাজধানীর এক ধাবার ফ্রিজ থেকে এক মহিলার  মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।    

    দিল্লির বাবা হরিদাস নগর থানায় খুনের মামলা দায়ের করা হয়েছে। দিল্লির পুলিশের (Delhi Murder) তরফে জানানো হয়েছে, অভিযুক্তের নাম সাহিল গেহলট। অভিযুক্ত ওই ধাবার মালিক। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনুমান করা হচ্ছে, ওই মহিলাকে খুনের পর ধাবার ফ্রিজে লাশ লুকিয়ে রাখে খুনি। ফ্রিজ থেকে ওই মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গিয়েছে, কাশ্মীর গেট আইএসবিটির কাছে একটি গাড়িতে ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তারপর গাড়িতে করেই সেই দেহ নিয়ে আসেন ধাবায়। কেউ যাতে টের না পায়, তাই ফ্রিজের ভিতর ওই দেহ লুকিয়ে রাখেন। দেহটি লোপাট করার চেষ্টা করছিলেন সাহিল। কিন্তু তার আগেই ধরা পড়ে যান।  

    গোপন সূত্রে পুলিশ খবর পায় যে (Delhi Murder), ধাবার ভিতরে একটি দেহ লুকিয়ে রাখা আছে। সেই খবর পেয়েই তল্লাশি অভিযানে যায় পুলিশ। ধাবায় তন্ন তন্ন করে খোঁজার পর শেষেমেশ ধাবার ভিতরই একটি ফ্রিজের ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার করে পুলিশ।

    আরও পড়ুন: শিক্ষক পদে চাকরির ‘পরীক্ষা’-র দাবিতে ডিগ্রিধারীদের অন্দোলনে অনুমতি হাইকোর্টের

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মহিলার বয়স ২৬ (Delhi Murder)। থাকতেন দিল্লির উত্তম নগরে। সাহিলের সঙ্গে প্রেম ছিল তাঁর। কিন্তু মহিলা সম্প্রতি জানতে পেরেছিলেন যে, অন্য একটি মহিলার সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছেন সাহিল। তাঁকে বিয়ে করার কথাবার্তাও চলছিল। প্রেমিকা বিষয়টি জানতে পেরে যাওয়াতেই এই খুন বলে অনুমান করা হচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • SSC Recruitment: শিক্ষক পদে চাকরির ‘পরীক্ষা’-র দাবিতে ডিগ্রিধারীদের অন্দোলনে অনুমতি হাইকোর্টের

    SSC Recruitment: শিক্ষক পদে চাকরির ‘পরীক্ষা’-র দাবিতে ডিগ্রিধারীদের অন্দোলনে অনুমতি হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরির পরীক্ষার দাবিতে আন্দোলনে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (SSC Recruitment)। শহিদ মিনারে চাকরিপ্রার্থীদের অবস্থান-বিক্ষোভের অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। শিক্ষক পদে অবিলম্বে নিয়োগ করতে হবে। নিতে হবে পরীক্ষা। এই দাবিতে হাইকোর্টে মামলা করেছিলেন চাকরিপ্রার্থীরা। ২০১৬ সালে শেষবার এসএলএসটি পরীক্ষা নিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। শেষ ৬ বছর হয়নি কোনও পরীক্ষা। কমিশনে একাধিক চিঠি দিয়েও মেলেনি কোনও আশ্বাস। এতদিন আন্দোলনের অনুমতি দিচ্ছিল না পুলিশ। সে কারণেই আদালতের দ্বারস্থ হয়েছেন চাকরি প্রার্থীরা।

    আরও পড়ুন: এক মিনিটেই সনাক্ত হবে টিবি, পোর্টেবল এক্সরে ডিভাইস বাজারে আনছে ভারতীয় সংস্থা        

    মঙ্গলবার বিচারপতি মান্থা আন্দোলনের অনুমতি দিয়েছেন। আগামী সপ্তাহ থেকেই আন্দোলন করতে পারবেন চাকরিপ্রার্থীরা (SSC Recruitment)। এর আগেও হয়েছে বহু আন্দোলন। সুরাহা হয়নি কিছুই।  

    গত দুবছর ধরে চলছে আন্দোলন। প্রেস ক্লাব, বিকাশ ভবন, গান্ধীমূর্তির পাদদেশ। আন্দোলন হয়েছে সর্বত্র। লাভ হয়নি কিছুই। সম্প্রতি সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি লিখেছেন আন্দোলনকারীরা। নিজেদের জীবন-যন্ত্রণার কথা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে চান তাঁরা। তাঁদের একটাই অনুরোধ, মুখ্যমন্ত্রী যেন তাঁদের দ্রুত স্কুলে পাঠানোর ব্যবস্থা করেন।

    মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চাকরিপ্রার্থীদের মিছিল 

    এদিকে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে মিছিল করলেন চাকরিপ্রার্থীরা। মাঝ রাস্তায় মিছিল আটকে দেয় পুলিশ। আন্দোলনকারীদের বক্তব্য, প্রশিক্ষণ নেওয়ার পর পাঁচ বছর ধরে তাঁরা বসে রয়েছেন। কিন্তু নিয়োগ দেওয়া হচ্ছে না। আন্দোলনকারীদের হাতের ব্যানারে লেখা দেখা যায়, ‘কন্যাশ্রীকে রাত জেগে বিশ্বসেরা করল যারা, তারাই আজ বঞ্চিত’।

    স্কিল ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষকদের মিছিল এগোতে থাকে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে। মাঝ রাস্তায় তা আটকে দেয় পুলিশ। তারপরেই রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন স্কিল ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষকরা। বেশ খানিকক্ষণ এসব চলার পর সরিয়ে দেয় পুলিশ।  স্কিল ইন্ডিয়ার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষকরা অনেক দিন ধরেই নিয়োগের দাবি করছেন। এবার পথে নেমেছেন তাঁরাও। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Tuberculosis: এক মিনিটেই সনাক্ত হবে টিবি, পোর্টেবল এক্সরে ডিভাইস বাজারে আনছে ভারতীয় সংস্থা

    Tuberculosis: এক মিনিটেই সনাক্ত হবে টিবি, পোর্টেবল এক্সরে ডিভাইস বাজারে আনছে ভারতীয় সংস্থা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালের মধ্যে ভারত থেকে যক্ষ্মা (Tuberculosis) নির্মূল করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। সেই লক্ষ্যে আরও এক ধাপ এগোল ভারত। একটি শীর্ষস্থানীয় বায়োটেক কোম্পানি ভারতের প্রথম পোর্টেবল এক্স-রে ডিভাইস চালু করতে প্রস্তুত। এই ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রাথমিক পর্যায়ে এক মিনিটেই সংক্রামক রোগ নির্ণয় করা যাবে।    

    পুনে ভিত্তিক সংস্থা মাইল্যাব ডিসকভারি (Tuberculosis) সলিউশন, ১৪ ফেব্রুয়ারি Qure.ai-এর সঙ্গে যৌথভাবে ঘোষণা করেছে , মেডিকেল ইমেজিংয়ের সাহায্যে এআই সফ্টওয়্যারের একটি এক্সরে প্রযুক্তি নিয়ে আসা হবে। এর ফলে যক্ষ্মা প্রাথমিক পর্যায়ে সনাক্তকরণ এবং ফুসফুসের সার্বিক স্বাস্থ্য পরীক্ষা অনেক সহজ হয়ে যাবে।

    আরও পড়ুন: নতুন ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ, এখন থেকে ফটো কোয়ালিটি পছন্দ করতে পারবেন ডেস্কটপ ব্যবহারকারীরা

    মাইল্যাব এবং Qure.ai শীঘ্রই লঞ্চ করতে চলেছে হ্যান্ডহেল্ড এক্স-রে ডিভাইস (Tuberculosis)। এর ফলে টিবি রোগ নির্ণয় অনেক বেশি নির্ভুল এবং দ্রুত হবে। আর মাত্র কয়েক সপ্তাহের অপেক্ষা। শেষ পর্যায়ের পরীক্ষা- নিরীক্ষার পরই বাজারে উপলব্ধ হবে এই ডিভাইস। এর খরচ সাধারণ এক্স-রে পরীক্ষার মতোই হবে বলে জানা গিয়েছে৷

    ভারতের যক্ষ্মা পরিস্থিতি 

    সংস্থা দুটি জানিয়েছে, পালমোনারি টিবি রোগীদের খুব দ্রুত সনাক্ত (Tuberculosis) করা যাবে। এর ফলে ২০২৫- এর মধ্যে ভারত যক্ষ্মামুক্ত দেশে পরিণত হবে। এনটিইপি এর অধীনে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল তিনটি। এক, ২০২৫ সালের মধ্যে ৯৫ শতাংশ রোগীর মৃত্যুহার কমানো, দুই, ৯০ শতাংশ ক্ষেত্রে নতুন করে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দূর করা এবং তিন, সরকারি ও বেসরকারি খাতে টিবি চিকিৎসায় রোগীর খরচ শূন্য করা। এই প্রকল্প ধাক্কা খায় ২০২১ সালে। কোভিডের কারণে যক্ষ্মা রোগীর রোগনির্ণয় প্রক্রিয়া খানিক বাধাপ্রাপ্ত হয়। তার নেতিবাচক ফলাফলও নজরে আসে।

    ২০১৯ সালে সারা দেশে রোগীর সংখ্যা ছিল ১৬ লক্ষের আশপাশে। টিবি ইন্ডিয়া রিপোর্ট ২০২২–এর তথ্য অনুসারে ২০২১ সালে টিউবারক্যুলোসিস রোগীর সংখ্যাটা দাঁড়ায় ১৯ লক্ষ ৩৩ হাজারেরও বেশি। অর্থাৎ রোগীর সংখ্যায় প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি ঘটে। এছাড়া প্রাণহানির হারও বাড়ে। তবে লড়াই থেমে ছিল না। তারই ফলে যক্ষ্মা নির্মূলকরণের উদ্যোগে কিছু ক্ষেত্রে সাফল্যও মিলেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • WPL Auction 2023: মহিলা ক্রিকেটারদের নিলামেও বাজিমাত বাংলার রিচা-তিতাসদের, কে পেল কোন দল?

    WPL Auction 2023: মহিলা ক্রিকেটারদের নিলামেও বাজিমাত বাংলার রিচা-তিতাসদের, কে পেল কোন দল?

    মাধ্যম নিউজ ডেস্ক: এর আগেই মহিলা আইপিএলের (WPL Auction 2023) ঘোষণা করেছে বিসিসিআই। গতকাল ছিল তার নিলাম। কিছুদিন আগেই টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। গোটা বিশ্বে জয়জয়কার রিচা-তিতাসদের। এই নিলামের দিকে তাকিয়ে ছিল সবাই।

    আরও পড়ুন: দিল্লি, মুম্বইয়ে বিবিসি-র দফতরে আয়কর হানা, কর্মীদের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

    বাংলা থেকে তিন ক্রিকেটার আইপিএলে জায়গা করে নিয়েছেন। দীপ্তি শর্মাকে কিনেছে উত্তরপ্রদেশ। রিচা ঘোষ খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন তিতাস সাধু। এঁদের মধ্যে সব থেকে বেশি দর উঠেছে দীপ্তি শর্মার। ভারতীয় দলের এই অলরাউন্ডারকে ২ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছে উত্তরপ্রদেশ ওয়ারিয়র্স। রিচাকে ১ কোটি ৯০ লক্ষ টাকা দিয়ে কিনেছে আরসিবি। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের সেরা ক্রিকেটার তিতাসকে ২৫ লক্ষ টাকায় নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 
     
    এছাড়া কার কত দর উঠল? 

    • স্মৃতি মন্ধনা: ভারতীয় দলের তারকা ব্যাটার স্মৃতি মন্ধনা। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 
    • হরমনপ্রীত কউর: ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কউরকে দলে নিতে ১ কোটি ৮০ লক্ষ টাকা খরচ করছে মুম্বই। 
    • জেমিমা রড্রিগেজ: জেমিমা রড্রিগেজকে ২.২০ কোটিতে তাকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। 
    • দীপ্তি শর্মা: ভারতীয় তারকা স্পিনার অলরাউন্ডার দীপ্তি শর্মাকে নিলামে ২.৬০ কোটি টাকায় দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স। 
    • রিচা ঘোষ: রিচা ঘোষকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 
    • শেফালি ভার্মা: শেফালি ভার্মাকে ২ কোটি টাকায় শেফালিকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
    • রাধা যাদব: রাধা যাদবের দর ওঠে ৪০ লক্ষ টাকা। কিনেছে দিল্লি ক্যাপিটালস। 
    • তিতাস সাধু: অনুর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপে অনবদ্য বোলিং করেছিলেন বাংলার তিতাস সাধু। ফাইনালে ম্যাচ অফ দ্যা ম্যাচ হয়েছিলেন। ২৫ লক্ষ টাকায় তাঁকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • Kolkata Weather: ২ দিনে পারদ পতন ৭ ডিগ্রি! বিদায়ের আগে শেষ ‘কামড়’ শীতের

    Kolkata Weather: ২ দিনে পারদ পতন ৭ ডিগ্রি! বিদায়ের আগে শেষ ‘কামড়’ শীতের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল থেকে ফের নামল তাপমাত্রার পারদ (Kolkata Weather)। মঙ্গলবার সকাল থেকেই পরিষ্কার আকাশ। আর তার সঙ্গেই রয়েছে শীতের আমেজ। সোমবারই এক ধাক্কায় তাপমাত্রা পাঁচ ডিগ্রি কমেছে। বুধবার তা আরও কমে পৌঁছল ১৫ ডিগ্রিতে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আরও ২৪ ঘণ্টা এই শীতের আমেজ বজায় থাকবে। প্রেম দিবসে শহরের প্রেমিক-প্রেমিকাদের জন্যে এটাই হয়তো ঈশ্বরের আশির্বাদ। এতে বেজায় খুশি লাভবার্ডরা।   

    গত ১২ ফেব্রুয়ারি ২২.২ ডিগ্রি ছিল শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather)। এরপর ১৩ ফেব্রুয়ারি তা এক ধাক্কায় কমে দাঁড়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াসে। ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসে। গত ২ দিনে ৭ ডিগ্রি পারদ পতন হয়েছে শহরে। সর্বোচ্চ তাপমাত্রাতেও বদল এসেছে। গত ১১ ফেব্রুয়ারি দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস। ১২ ফেব্রুয়ারি তা কমে দাঁড়ায় ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। ১৩ ফেব্রুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। দিন ও রাতের তাপমাত্রার মধ্যেও ফারাক দেখা যাচ্ছে। আরও ২৪ ঘণ্টা এভাবেই শীতের আমেজ বজায় থাকবে শহরে। বুধবারের পর হয়তো শীত বিদায় নেবে এ বছরের মতো। বৃহষ্পতিবার থেকে ক্রমেই পারদ চড়তে থাকবে। দিন ও রাতে ভ্যাপসা গরম লাগবে। এছাড়া কলকাতার আকাশ মোটামোটি পরিষ্কারই থাকবে। আপাতত শহরে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।    

    কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে। আগামী দুদিন উত্তরবঙ্গ জুড়ে থাকবে মাঝারি কুয়াশা। দার্জিলিং কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে দু’একটি জেলার কিছু অংশে।

    অন্যান্য রাজ্যগুলিতেও কেমন থাকবে তাপমাত্রা?

    মঙ্গলবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতের পাহাড়ি এলাকায় (Kolkata Weather)। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব থাকবে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও তুষারপাতের হতে পারে কাশ্মীর, লাদাখ এবং মুজাফফরাবাদ এলাকায়। বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচলপ্রদেশেও। বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে আসাম এবং নাগাল্যান্ডের কিছু এলাকায়।   বুধবার পর্যন্ত ৩০ থেকে ৩৫ কিলোমিটার গতিবেগে হাওয়া বইবে উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকায়। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির বেশ কিছু অংশে এবং উত্তরপ্রদেশে এই হাওয়ার প্রভাব পড়বে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     
     
  • DA Protest: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কর্মবিরতি, অনশন রাজ্য সরকারি কর্মীদের

    DA Protest: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কর্মবিরতি, অনশন রাজ্য সরকারি কর্মীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মহার্ঘ ভাতার (DA Protest) দাবিতে কর্মবিরতিতে অনড় রাজ্য সরকারের কর্মীরা। আজ, সোমবার ২৪ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এই কর্মসূচি পেয়েছেন কো-অর্ডিনেশন কমিটি সমর্থন। কর্মবিরতির কথা জানিয়েই ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।     

    ২০০৯ থেকে এখনও পর্যন্ত এআইসিপিআই নিয়ম মেনে দেওয়া হয়নি মহার্ঘ ভাতা। এই বকেয়া মহার্ঘ ভাতার দাবিতেই এই আন্দোলন। এছাড়াও শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিও জানানো হয়েছে। চলছে টানা অনশন। বেশ কয়েকজন অসুস্থও হয়ে পড়েছেন।

    কী দাবি সরকারি কর্মীদের?   

    সংগঠনের সদস্যরা (DA Protest) জানিয়েছেন, “এ দিন অফিসে গিয়ে সই করলেও তাঁরা কোনও কাজ করবেন না। তবে জরুরি পরিষেবা চালু থাকবে।” এ দিন ধর্মতলার ধর্নামঞ্চে বহু সরকারি কর্মী যোগ দিয়েছেন। তাঁদের একটাই দাবি বকেয়া ডিএ দিতে হবে ও নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। যতদিন না বকেয়া টাকা না মিলবে, এই আন্দোলন চলবে।

    আরও পড়ুন: ঠিক কীভাবে হত ওএমআর জালিয়াতি, পদ্ধতি দেখে চোখ কপালে গোয়েন্দাদের

    এই বিষয়ে বিজেপি সর্ব ভারতীয়সহ (DA Protest) সভাপতি বলেন, “সরকারি কর্মীদের কথা কেউ শোনেনি। একদিন না একদিন বিস্ফোরণ হবেই। রাজ্যের মানুষ একসময় ক্ষেপে যাবেন। আজ যদি এই কর্মচারিরা পেন ডাউন করেন তাহলে গোটা রাজ্যের কী হবে?”   

    কলকাতার বাইরে জেলাগুলিতেও একই চিত্র (DA Protest)। ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে আসানসোল আদালত চত্বরে কর্মবিরতি পালন করা হয়। বারাসাত আদালতেও কর্মবিরতি চলে। বহরমপুরেও একই চিত্র।

    মুর্শিদাবাদ জেলা আদালতে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির পক্ষ থেকে ডিএ (DA Protest) এর দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে। ১৯ দফা দাবি জানিয়েছেন সরকারি কর্মীরা। ১৭ ফেব্রুয়ারি বিধানসভা অভিযান এবং মার্চে আরও বড় আন্দোল কর্মসূচি নিতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাঁদের দাবি, কেন্দ্রীয় হারে রাজ্য সরকারকে ডিএ দিতেই হবে। মিটিয়ে দিতে হবে যাবতীয় বকেয়া ডিএ। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share