Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Russia: জুলাই মাসে রাশিয়া ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী, বলছে রিপোর্ট

    Russia: জুলাই মাসে রাশিয়া ভারতের তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী, বলছে রিপোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের (India) তৃতীয় বৃহত্তম কয়লা সরবরাহকারী (Coal Supplier) হয়ে উঠেছে রাশিয়া (Russia)। জুলাই মাসের রেকর্ড এমনটাই বলছে। জুনের তুলনায় জুলাইয়ে আমদানি এক পঞ্চমাংশ বাড়িয়েছিল ভারত সরকার। ফলস্বরূপ এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২০ লক্ষ ৬ হাজার টনে। ভারতীয় পরামর্শদাতা কোলমিন্টের দেওয়া তথ্য থেকে এমনটাই জানা গিয়েছে।

    আরও পড়ুন: চিনকে রুখতে ভারতের পাশে! নয়া আইন পাশ মার্কিন সংসদে   

    এর আগে রাশিয়া ভারতের ষষ্ঠ বৃহত্তম কয়লা সরবরাহকারী ছিল। ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, মোজাম্বিক এবং কোলাম্বিয়ার পর স্থান ছিল রাশিয়ার। মোজাম্বিক এবং কলম্বিয়া বহু দিন ধরেই যৌথভাবে পাঁচ নম্বর অবস্থান করছিল। 

    আরও পড়ুন: বাহিনীর সংখ্যায় টান, ইউক্রেনে ‘ভাড়াটে সেনা’ পাঠাচ্ছে রাশিয়া?

    ভারতের আশা, কেন্দ্রীয় ব্যাঙ্কের সাম্প্রতিক অনুমোদনের কারণে এখন থেকে ভারতীয় মুদ্রায় পণ্যগুলির দাম চোকানো যাবে। ফলে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যে ক্ষেত্রে অনেক সুবিধা হবে। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে রাশিয়া থেকে ভারতের আমদানি প্রায় পাঁচ গুণ বেড়ে ১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।  

    আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধে নিহত ১৫ হাজার রুশ সেনা, বিস্ফোরক দাবি সিএইএ-র     

    ভারত, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম উৎপাদক, আমদানিকারক এবং কয়লার ভোক্তা। রাশিয়া থেকে ভারত প্রধানত ইস্পাত তৈরিতে ব্যবহৃত হওয়া কোকিং কয়লা আমদানি করেছে। এছাড়া ভারতের অন্য প্রধান সরবরাহকারী অস্ট্রেলিয়া। সাম্প্রতিক কালে রুশ সরবরাহকারীরা ভারতীয় ক্রেতাদের জন্য প্রচুর ছাড় দিয়েছে। প্রধানত বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লার আমদানি বহুগুণ বেড়েছে। পশ্চিমা দেশগুলির নিষেধাজ্ঞার কারণে বিশ্বব্যাপী কোণঠাসা হয়ে যায় পুতিনের দেশ। আর এতেই ভারতের সঙ্গে লেনদেন অনেকটা বেড়ে যায়। 

    আরও পড়ুন: ক্ষণিকের স্বস্তি, খাদ্য শস্য রফতানির বিষয়ে সমঝোতা রাশিয়া-ইউক্রেনের

    জুনের তুলনায় জুলাই মাসে রাশিয়া থেকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত কয়লা আমদানি ৭০.৩ শতাংশ বেড়েছে। সেখানে কোকিং কয়লা আমদানি দুই-তৃতীয়াংশের বেশি বেড়েছে।   

  • US Vlogger Rape: বিশ্বাস ভেঙেছে কাছের লোক, পাকিস্তানে গণধর্ষণের শিকার মাকিন ভ্লগার 

    US Vlogger Rape: বিশ্বাস ভেঙেছে কাছের লোক, পাকিস্তানে গণধর্ষণের শিকার মাকিন ভ্লগার 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের মুখ পুড়ল পাকিস্তানের। পাকিস্তানে গণধর্ষণের (Gang Rape) শিকার ২১ বছরের মার্কিন ভ্লগার (American Vlogger) । গত ১৭ জুলাই রাতে পাকিস্তানের (Pakistan) ডেরা গাজি খান শহরের ফোর্ট মনরো (Fort Monroe) হিল স্টেশনে একটি হোটেলের ঘরে ধর্ষণ করা হয় ওই মহিলা ভ্লগারকে। ধর্ষিতা জানান, যাকে বিশ্বাস করেছিলেন, সেই বন্ধুই বিশাসঘাতকতা করেছে। তিনি বলেন, “আমি জানি না আমার মনে ক্ষত কোনওদিন ভরবে কী না। আমি চাই দোষীরা সর্বোচ্চ সাজা পাক।”  

    আরও পড়ুন: ৩১ জুলাই ভারত-পাক মহিলা টি-২০ ম্যাচ, তুঙ্গে টিকিটের চাহিদা

    এফআইআরে বলা হয়েছে, ১৭ জুলাই রাতে একটি হোটেলের ঘরে ওই মহিলাকে ধর্ষণ করেছিলেন মুজমাল সিপ্রা এবং শেহজাদ নামের দুই ব্যক্তি। মার্কিন যুবতী আরও অভিযোগ করেন, ধর্ষকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া না চালানোর জন্য হুমকি পেয়েছিলেন তিনি। ধর্ষণের ভিডিও- ও প্রকাশ্যে আনার হুমকি দেওয়া হয় মহিলাকে।

    আরও পড়ুন: পাটনায় ধৃত পাক স্লিপার সেলের সদস্য! হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জঙ্গি কার্যকলাপ

    ডেরা গাজি খানের ডেপুটি কমিশনার আনোয়ার বারিয়ার জানিয়েছেন, ওই ভ্লগার পাকিস্তানে ট্যুরিস্ট ভিসায় এসেছিলেন এবং গত সাত মাস ধরে পাকিস্তানেই থাকছেন। ভ্লগারের সঙ্গে সোশ্যাল মিডিয়া পরিচয় হয় মুজমাল সিপ্রার। তারই আমন্ত্রণে রবিবার করাচি থেকে ফোর্ট মনরোতে এসেছিলেন তিনি। সিপ্রার বাড়ি পাকিস্তানের পাঞ্জাবের রাজনপুর জেলায়। লাহোর থেকে প্রায় ৫৫০ কিলোমিটার দূরে। এই ঘটনায় মুজমাল সিপ্রা এবং শেহজাদকে গ্রেপ্তার করা হয়েছে। সিপ্রা, শেহজাদ এবং আজান খোসা নামের আরও এক ব্যক্তির বিরুদ্ধে পাকিস্তান দণ্ডবিধির ৩৭৬ এবং ২৯২বি ধারায় মামলা নথিভুক্ত করেছে পুলিশ।  

    ঘটনার দিন মুজামিল ও আজানের সঙ্গে মিলে একটি ভ্লগের শুটিং করেন ওই মার্কিন তরুণী। এরপর তিনজন একটি হোটেলে গিয়ে ওঠেন। অভিযোগ, সেখানেই মুজামিল ও আজান মিলে তাঁকে ধর্ষণ করে। তারা একটি ভিডিও-ও রেকর্ড করে। হুমকি দেয়, কাউকে কিছু বললে ওই ভিডিও ছড়িয়ে দেবে। কিন্তু সেই ভয়ে দমে যাননি সেই তরুণী। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরু করে পাকিস্তানের বর্ডার মিলিটারি পুলিশ। মুজামিলকে গ্রেপ্তার করা হয়। ইতিমধ্যেই ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা করিয়েছে পুলিশ।   

  • Pakistan: সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ভারতের ‘পরামর্শকে’ খারিজ পাকিস্তানের

    Pakistan: সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ভারতের ‘পরামর্শকে’ খারিজ পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল পাকিস্তানের (Pakistan) করাচিতে (Karachi) একটি হিন্দু মন্দিরে ভাঙচুর হয়েছে বলে অভিযোগ উঠেছিল। তারপরেই পাকিস্তানকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেয় ভারতের বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs)। ভারতের সেই মন্তব্যকে খারিজ করল পাকিস্তান।   

    বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী (Arindam Bagchi) বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বলেন, “আমরা সম্প্রতি করাচিতে মন্দিরে ভাঙচুরের বিষয়ে জানতে পেরেছি। বার বার পাকিস্তানে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। বিষয়টির আমরা তীব্র নিন্দা করছি। পাকিস্তান সরকারকেও আমরা সেকথা জানিয়েছি। পাকিস্তানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতেও অনুরোধ করেছি।”

    অরিন্দম বাগচীর এই মন্তব্যের পরেই পাকিস্তান এক বিবৃতি জারি করে বলে, তারা ভারতের এই মন্তব্যকে খারিজ করছে। এরপর ফের ভারতে মুসলিম নিরাপত্তাকে নিশ্চিত করার পরামর্শ দেয় পাকিস্তান।  

    অপরদিকে, নূপুর শর্মার মন্তব্যের বিষয়েও এদিন নিজের অবস্থান স্পষ্ট করল ভারত সরকার। এই বিষয়ে ভারতের স্পষ্ট বক্তব্য, ভারত সরকারের সঙ্গে কারও ব্যক্তিগত মন্তব্য গুলিয়ে ফেলাটা ঠিক নয়। আইনগতভাবে যা ব্যবস্থা নেওয়ার তা নূপুর শর্মাদের বিরুদ্ধে প্রশাসন নেবে। কিন্তু, সেটা সম্পূর্ণই ভারতের অভ্যন্তরীণ বিষয়।

    সম্প্রতি দুই প্রাক্তন বিজেপি নেতা হজরত মহম্মদকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। তারপরেই মুসলিম দেশগুলি ভারতের সমালোচনা করে। পাকিস্তানও ভারতকে সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে ‘জ্ঞান’ দেওয়ার চেষ্ঠা করে। তার কিছুদিন পরেই পাকিস্তানের মুখ পুড়িয়ে দুষ্কৃতীরা হিন্দু মন্দিরে হামলা চালায়। আর তার প্রেক্ষিতেই পাকিস্তানকে ‘সংখ্যালঘু নিরাপত্তা’ নিয়ে খোঁচা দেয় ভারত।  
     
    প্রাক্তন বিজেপি নেত্রী নূপুর শর্মার পয়গম্বরকে নিয়ে করা মন্তব্যে ইসলামিক দেশগুলিতে সমালোচনার মুখে পড়তে হয় ভারতকে। আরব দেশগুলি ভারতের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে। সেই স্রোতে গা ভাসায় পাকিস্তানও। কিন্তু ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অন্যদেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সাফ জানিয়ে দিল দিল্লি।

    ইসলামিক দেশগুলোর হস্তক্ষেপ যে কোনও ভাবেই বরদাস্ত করা হবে না, তা কার্যত স্পষ্ট করল নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিক বৈঠকে জানান,”যে ট্যুইট ও কমেন্টগুলি করা হয়েছে, তা সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন নয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মহল ব্যবস্থা নিয়েছে।”

    পয়গম্বর সম্পর্কে বিতর্কিত মন্তব্যে জেরে বিজেপি ইতিমধ্য়েই নূপুর শর্মা ও নবীনকুমার জিন্দালকে দল থেকে সাসপেন্ড করেছে। পাশাপাশি, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু, সেই অনভিপ্রেত ঘটনার দোহাই দিয়ে অন্যান্য দেশ ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে, তা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। এই বিষয়টি কড়া ভাষায় জানিয়েছে মোদি সরকার।    
     
    এর মধ্যেই ভারত সফরে এসেছেন ইরানের বিদেশ মন্ত্রী হোসেন আমির আবদোল্লাহিয়াঁ। দিল্লিতে তিনি প্রধানমন্ত্রী মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠক করেন। গত কাল রাতে ইরানের মন্ত্রী টুইটারে লেখেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য আলোচনায় বসেছে দুই দেশ।  তেহরান এবং দিল্লি ধর্ম ও ইসলামের পবিত্রতাকে শ্রদ্ধা আর কোনও রকম বিতর্কিত মন্তব্য থেকে দূরে থাকার বিষয় সম্মত। এই দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।”

    এরপরেই অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ নিয়ে ভারতের কড়া বার্তায় বিষয়টি থেকে খানিকটা পিছিয়ে আসে ইরানও। ভারত বার্তা দেওয়ার পর এই নিয়ে নতুন কোনও মন্তব্য করেনি ইরান। 

     

  • India Retaliates US: সংখ্যালঘু হামলা নিয়ে নিন্দা আমেরিকার, পালটা ‘বন্দুকবাজ’ খোঁচা  ভারতের 

    India Retaliates US: সংখ্যালঘু হামলা নিয়ে নিন্দা আমেরিকার, পালটা ‘বন্দুকবাজ’ খোঁচা  ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভোটের রাজনীতি করা হচ্ছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের (US State Department) বিরুদ্ধে এমনই অভিযোগ আনল ভারতের বিদেশমন্ত্রক (Ministry of External Affairs)। গত বৃহস্পতিবার আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের তরফে আন্তর্জাতিক স্তরে ধর্মীয় স্বাধীনতা (Religiuos Freedom) সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হয়। সেখানে ভারতে সংখ্যালঘুদের অবস্থা সম্পর্কে নেতিবাচক মন্তব্য করা হয়। এরপর রিপোর্টের কথা উল্লেখ করে ভারতকে আক্রমণ করেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন (Anthony Blinken)। তারই জেরে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত। ভারত তার উত্তরে আমেরিকাকে সে দেশের বন্দুকবাজ হানার কথাও স্মরণ করিয়ে দেয়। 

    আরও পড়ুন: “ভারত-মার্কিন সম্পর্ক আস্থার সম্পর্ক”, বাইডেনের সঙ্গে বৈঠকে মন্তব্য মোদির

    কিছুদিন আগেই ভারতকে নিশানা করে ব্লিঙ্কেন বলেন, “ভারতের ধর্মস্থানগুলি আক্রান্ত হচ্ছে। হামলার পরিমাণ দিন দিন বাড়ছে।” ঠিক এর পরেই প্রকাশ করা হয় ‘ধর্মীয় স্বাধীনতার রিপোর্ট’। সেখানেও একইভাবে আক্রমণ করা হয় ভারতকে। আরেক মার্কিন আধিকারিকের মতে, ভারতীয় আধিকারিকরা ইচ্ছাকৃত ভাবে এই হামলা থেকে মুখ ফিরিয়ে থাকেন। বিষয়টির তীব্র নিন্দা করে শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়। 

    আরও পড়ুন: মোদি-বাইডেন বৈঠকে উঠতে পারে ইউক্রেন, গম রফতানি প্রসঙ্গ

    বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “ভোট ব্যাংকের রাজনীতি ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। এটা অত্যন্ত দুঃখজনক। ভুল তথ্য এবং পক্ষপাতদুষ্ট মতামতের উপর ভিত্তি করে এই ধরণের রিপোর্ট তৈরি করা উচিৎ নয়। ধর্মীয় সংস্কৃতি এবং মানবাধিকার রক্ষায় যথেষ্ট উদ্যোগী ভারত।” বিবৃতিতে আমেরিকায় বন্দুকবাজ হামলার কথা উল্লেখ করে খোঁচা দেওয়া হয়েছে মার্কিন সাম্রাজ্যকে।

    [tw]


    [/tw]

    এর আগে ২০২০ এবং ২০২১ সালেও ধর্মীয় স্বাধীনতার ওপর রিপোর্ট পেশ করেছিল আমেরিকার ‘কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম’। কিন্তু তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন উড়িয়ে দিয়েছিলেন এই দাবি। হিজাব বিতর্কেও মার্কিন তোপের মুখে পড়েছিল ভারত। তখনও ভারতের তরফ থেকে কড়া বার্তা দেওয়া হয় মার্কিন মুলুককে। বলা হয়েছিল, “হিজাব বিতর্ক একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়। সেখানে বিদেশের উস্কানি বরদাস্ত করা হবে না।”     
     

  • CBI Recruitment: সিবিআইয়ে নিয়োগ, পদ সংখ্যা চার, পারিশ্রমিক ৪০ হাজার 

    CBI Recruitment: সিবিআইয়ে নিয়োগ, পদ সংখ্যা চার, পারিশ্রমিক ৪০ হাজার 

    মাধ্যম নিউজ ডেস্ক: শূন্যপদে কর্মী নিয়োগ করবে সেন্ট্রাল ব্যুরো ইনভেস্টিগেশন (CBI)। পরামর্শদাতা হিসেবে চার অবসরপ্রাপ্তকে ‘Pairvi Officer’ পদে নিয়োগ করবে সিবিআই। ৩১ জুলাইয়ের আগে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের।  

    আরও পড়ুন: ৪৮১ শূন্যপদে নিয়োগ কোল ইন্ডিয়ায়, জানুন বিস্তারিত

    ধানবাদ (Dhanbad) অফিসে চার চুক্তিভিত্তিক পরামর্শদাতা অফিসার নিয়োগ করবে সিবিআই (CBI Recruitment 2022)। মূলত অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত ডিএসপি এবং পুলিশ ইন্সপেক্টরদের এই পদে অগ্রাধিকার দেওয়া হবে। ১ বছরের জন্যে চুক্তি করা হবে। কিন্তু ওই পদে নতুন লোক না আসা অবধি বহাল থাকবেন ওই অফিসাররা। পারিশ্রমিক দেওয়া হবে মাসে ৪০ হাজার টাকা। শূন্যপদের সংখ্যা ৪। 

    আরও পড়ুন: জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগের বিজ্ঞপ্তি জারি ডিআরডিওর, জানুন বিস্তারিত 

    সিবিআই এবং অ্যান্টি কোরাপশন ব্যুরোর ধানবাদ অফিসে কর্মরত থাকবেন এই পরামর্শদাতা অফিসাররা। মাসিক পারিশ্রমিক ৪০ হাজার টাকা দেওয়া হবে বা ওই ব্যক্তির অবসরের সময়ের সর্বোচ্চ বেতন থেকে অবসরকালীন ভাতা বিয়োগ করে যে পরিমাণ টাকা হয়, সেই সমান টাকা দেওয়া হবে। www.cbi.gov.in– এই লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তিটি পড়ে নিতে পারেন।

    আরও পড়ুন: চাকরির সুযোগ, বহু শূন্যপদে নিয়োগ করবে ডিআরডিও, জানুন বিস্তারিত  

    কী করে আবেদন করবেন?

    প্রথমে www.cbi.gov.in– এই লিঙ্ক থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।

    সেই আবেদন পত্র ফিল-আপ করে সিবিআই-এর ঠিকানায় পাঠাতে হবে। 

    ঠিকানাটি হল,সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ, কারমিক নগর, ধানবাদ, ঝড়খণ্ড- ৮২৬০০৪ 

    আবেদনপত্রটি ৩১ জুলাইয়ের আগে সিবিআইয়ের অফিসে পৌঁছতে হবে। তা না হলে বাতিল করা হবে আবেদনপত্র। 

    আরও পড়ুন: বিপুল সংখ্যক ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করতে চলেছে কোল ইন্ডিয়া, কীভাবে আবেদন করবেন?  

    এছাড়াও ফরেন্সিক এক্সপার্ট পদে দিল্লির অফিসে কর্মী নিয়োগ করবে সিবিআই। শূন্য পদের সংখ্যা ২। বিই বা বিটেক -এ স্নাতক হতে হবে। বা থাকতে হবে এমএসসি বা এমসিএতে স্নাতকোত্তর ডিগ্রী। আবেদনের শেষ তারিখ ২৬ জুলাই। www.cbi.gov.in-এই লিঙ্কে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা। 

     

  • Criminal Justice: ফিরছেন মাধব মিশ্র, মুক্তি পেল ক্রিমিনাল জাস্টিস সিজন ৩ -র টিজার

    Criminal Justice: ফিরছেন মাধব মিশ্র, মুক্তি পেল ক্রিমিনাল জাস্টিস সিজন ৩ -র টিজার

    মাধ্যম নিউজ ডেস্ক: “অনুমতি হো তো আগে বাড়ে?” সংলাপটি মনে আছে নিশ্চই? মনে করতে পারছেন না? ‘মাধব মিশ্র’ (Madhav Mishra) এই নামটা? এই নামটা নিশ্চই ভুলে যাননি। না! এই নামটা ভুলে যেতে পারেন না ভারতীয় ওয়েব সিরিজ প্রেমীরা। ভারতীয় রহস্য রোমাঞ্চ সিরিজে যে ওয়েব সিরিজগুলির নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়, তার মধ্যে অন্যতম ‘ক্রিমিনাল জাস্টিস’ (Criminal Justice)। 

    ডিজনি+হটস্টারের (Disney+Hotstar) এই সিরিজটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে এর প্রধান চরিতে মাধব মিশ্র। খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়ে যায় পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) অভিনীত এই চরিত্র। এক সাধারণ উকিলের একের এক জটিল কেসে বাজিমাৎ। টান টান উত্তেজনা। সব মিলিয়ে হটস্টারের এই অরিজিনাল সিরিজ যেন এক কমপ্লিট প্যাকেজ। 

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    ইতিমধ্যেই মধ্যেই মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজের দুটি সিজন। এবার ক্রিমিনাল জাস্টিজের তৃতীয় সিজন নিয়ে হাজির হটস্টার। এই সিজনটির নাম ‘ক্রিমিনাল জাস্টিস আধুরা সাচ’। মুক্তি পেয়েছে টিজার। ট্যুইটারে টিজারটি আপলোড করে হটস্টারের তরফ থেকে লেখা হয়, “ওদের সিলেবাসে পরাজয় নেই, আর আমাদের ওদের জন্যে বেশি অপেক্ষা করা। ফের আদালত কক্ষে ফিরছেন মাধব মিশ্র। খুব তাড়াতাড়ি।”

    [tw]


    [/tw]

    বিবিসি স্টুডিওজের সঙ্গে যৌথ উদ্যোগে সিরিজটি তৈরি করেছে হটস্টার। নির্দেশক রোহান সিপ্পি। ‘আন্ডার প্লে’ করা মাধব মিশ্র যখন শহরের সবচেয়ে জটিল কেসগুলি হাতে নেন এবং তার সমাধানে বুঁদ হয়ে যান, তখন তাঁর সঙ্গে বুঁদ হয়ে যান দর্শকরাও। ফের ওয়েব সিরিজ প্রেমীদের বুঁদ করতে ফিরছেন মাধব মিশ্র। অপেক্ষা আর মাত্র কয়েক দিনের। 

    আরও পড়ুন: জন্মদিনে শ্রদ্ধা কিশোর কুমারকে, ফিরে দেখা তাঁর চিরস্মরণীয় গানগুলো

    টিজারে দেখা যাচ্ছে মাধব মিশ্র বলছেন, “জয় আপনার বা আমার নয়, জয় হওয়া উচিৎ ন্যায়ের।” টিজার মুক্তি পেতেই উচ্ছসিত দর্শকরা।

    মনোজ ত্রিপাঠী বলেন, ” অভিনেতা হিসেবে আমি বিভিন রকম গল্পে কাজ করতে চাই। আমি ভাগ্যবান যে, ক্রিমিনাল জাস্টিসে আমি মাধব মিশ্রের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। নতুন সিজনে আইনের সীমাবদ্ধতার বিরুদ্ধে প্রশ্ন তুলবে মাধব মিশ্র। অনেক রোমাঞ্চ অপেক্ষা করছে এই নতুন সিজনে।” 

    রোহন সিপ্পি বলেন, “এই নতুন সিজনে আইন ব্যবস্থার বিরুদ্ধে প্রশ্ন তুলবে মাধব মিশ্র। এই সিজনে তার লড়াই আরও বেশি আক্রমণাত্মক।” 

     

     

     

  • JEE Main: পিছিয়ে গেল জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা, জানুন নতুন সময়সূচী 

    JEE Main: পিছিয়ে গেল জেইই মেইনের দ্বিতীয় সেশনের পরীক্ষা, জানুন নতুন সময়সূচী 

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পিছিয়ে গেল জেইই মেইনের (JEE Main 2022) দ্বিতীয় সেশনের (2nd Session) পরীক্ষা (Exam)। ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) এক আধিকারিক জানান, ২৪-২৮ জুলাই হবে পরীক্ষা। এর আগে ২১-৩০ জুলাই পরীক্ষার দিন ধার্য ছিল।

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় বসছেন? জেনে নিন এই নিয়মগুলি

    কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা (CUET) এবং জেইই মেইনের পরীক্ষার মধ্যে খানিকটা সময়ের ব্যবধান রাখার জন্যেই এই সিদ্ধান্ত। ২০ জুলাই শেষ হয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার প্রথম অধ্যায়। 

    এক আধিকারিকের মতে, “দুটি পরীক্ষার মধ্যে সময়ের ব্যবধান প্রয়োজন ছিল। তাতে পরীক্ষার্থীরা সুষ্ঠভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। ২০ জুলাই শেষ হয়েছে কুয়েট। একদিন পরেই জয়েন্ট মেইন শুরু হলে পরীক্ষার প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারত না পরীক্ষার্থীরা। তাই এই ব্যবস্থা। সবকিছু ভেবেচিন্তেই ২৪ জুলাই অবধি পেছানো হয়েছে জয়েন্ট মেইন পরীক্ষার ডেট।”

    আরও পড়ুন: নীট পরীক্ষার অ্যাডমিট প্রকাশ করেছে এনটিএ, কীভাবে ডাউনলোড করবেন? 

    পরীক্ষার দু-তিন দিন আগেই দেওয়া হবে অ্যাডমিট কার্ড। পরীক্ষার্থীরা jeemain.nta.nic.in or nta.ac.in – এই লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড।

    আরও পড়ুন: প্রকাশিত হল জেইই মেইন- এর ফল, জানুন বিস্তারিত  

    জয়েন্ট এন্ট্রান্স মেইনের প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছিল ২৩ জুন। শেষ হয়েছিল ২৯ জুন। ১২ জুলাই পরীক্ষার ফল ঘোষণা হয়েছে। ১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় ৩০০ – র মধ্যে সর্বোচ্চ নম্বর ৩০০ – ই পেয়েছে। এই ১৪ জন প্রথম স্থান অধিকারীর মধ্যে একজনই মহিলা পরীক্ষার্থী ছিলেন। তাঁর নাম স্নেহা পারেক। 

    আরও পড়ুন: পেছাচ্ছে না নীট পরীক্ষা, জানিয়ে দিল এনটিএ, অ্যাডমিট ডাউনলোড কীভাবে?

    জেইই মেইন ২০২২ পরীক্ষা দু’টি সেশনে এনটিএ পরিচালনা করছে। প্রথমটি ২০২২ সালের জুন মাসে এবং দ্বিতীয়টি ২০২২ সালের জুলাই মাসে নেওয়া হচ্ছে। পরীক্ষার প্রথম সেশন ২৩ জুন থেকে ২৯ জুন নেওয়া হয়েছিল। দ্বিতীয়টি নেওয়া হবে ২৪-২৮ জুলাই।  

  • Viral Video: সাফারি জিপের পিছনে দৌড়চ্ছে মত্ত হাতি, রোমহর্ষক ভিডিও শেয়ার আইএএস অফিসারের 

    Viral Video: সাফারি জিপের পিছনে দৌড়চ্ছে মত্ত হাতি, রোমহর্ষক ভিডিও শেয়ার আইএএস অফিসারের 

    মাধ্যম নিউজ ডেস্ক: জঙ্গলে সাফারি(Jungle Safari) করতে অনেকেই পছন্দ করেন। কারণ এতে আপনি প্রকৃতির আরও কাছাকাছি পৌঁছতে পারেন। কিন্তু বন্যপ্রাণীরা (wild life) তাদের এলাকায় মানুষের অনুপ্রবেশ যে ভালোভাবে নেবে, তা নাও হতে পারে। সম্প্রতি এমনই কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছেন কিছু পর্যটক। আইএএস অফিসার সুপ্রিয়া সাহু (IAS Officer Supriya Sahu) তাঁর ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে একটি রাগী হাতিকে (Elephant) একটি সাফারি জিপের (Safari Jeep) দিকে দৌড়াতে দেখা যাচ্ছে। ভিডিওটি দেখে আপনার মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে যেতে পারে। ক্লিপটিতে দেখা যাচ্ছে, সাফারি জিপটিকে তাড়া করার সময় হাতিটি জোরে জোরে গর্জন করছে। চালক দ্রুত গতিতে জিপটিকে পেছন দিকে চালাচ্ছেন। বেশ খানিকক্ষণ পর হাতিটি হাল ছেড়ে দেয় ও বনে ফিরে যায়। বহুক্ষণের টান টান উত্তেজনার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেন পর্যটকরা। 

    আরও পড়ুন: এ কি অদ্ভুত কাণ্ড! পোল্যান্ডের গ্রাম থেকে উদ্ধার মহিলা ‘ভ্যাম্পায়ার’-এর কঙ্কাল!

    ভাইরাল হওয়া ভিডিওটির (Viral Video) ক্যাপশনে সুপ্রিয়া লেখেন, “আমাকে বলা হয়েছে এটি কর্নাটকের কাবিনী জঙ্গলের। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি মোকাবিলায় চালকের দক্ষতা প্রশংসনীয়। এই ভিডিওটি একজন বন্ধু শেয়ার করেছেন।”  

    আরও পড়ুন: অবাক কাণ্ড! লন্ডন থেকে চুরি হওয়া গাড়ি পৌঁছে গেল পাকিস্তানের করাচিতে! ভাইরাল ভিডিও

    ৩২ সেকেন্ডের ভিডিওটি ট্যুইটারে দেড় হাজারের বেশিবার রিট্যুইট করা হয়েছে। ভিডিওটি দেখেন প্রায় ৩ লক্ষ মানুষ। প্রায় সকলেই চালকের উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • NMC on FMGE: চিন-ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের এফএমজিই-তে বসার অনুমতি দিল এনএমসি 

    NMC on FMGE: চিন-ইউক্রেন থেকে ফেরা ডাক্তারি পড়ুয়াদের এফএমজিই-তে বসার অনুমতি দিল এনএমসি 

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্দোলন চলছিল বেশ কিছুদিন ধরে। অবশেষে চিনইউক্রেন (China-Ukraine) থেকে কোভিড বা যুদ্ধের কারণে ফিরে আসা ফাইনাল ইয়ারের ডাক্তারি পড়ুয়াদের (Medical Students) ফরেন মেডিক্যাল গ্রাজুয়েট পরীক্ষায় (FMGE) বসার অনুমতি দিল জাতীয় মেডিক্যাল কমিশন (NMC)। এই পরীক্ষাটিতে পাশ করতে পারলেই দেশে চিকিৎসা করতে পারবেন ফাইনাল ইয়ারের ওই ডাক্তারি পড়ুয়ারা। 

    শুধুমাত্র যেসব পড়ুয়াদের কোর্স ২০২২ সালের ৩০ জুনের মধ্যে শেষ হচ্ছে, শুধুমাত্র তারাই পাবেন এই এককালীন ছাড়। এমনটাই জানিয়েছে দেশে ডাক্তারি শিক্ষার সর্বোচ্চ বডি। 

    আরও পড়ুন: ‘রাষ্ট্রপত্নী’ বিতর্কে ইতি টানতে রাষ্ট্রপতিকে চিঠি লিখে ক্ষমা চাইলেন অধীর

    এনএমসির তরফ থেকে বিবৃতি জারি ক্রে জানানো হয়েছে, “এফএমজিই -তে উত্তীর্ন হওয়ার পরে এই ডাক্তারি পড়ুয়াদের ২ বছরের ইন্টার্নশিপ করতে হবে। তারপরেই তাঁরা দেশে চিকিৎসা করার অনুমতি পাবেন। কারণ তাঁরা কোর্সের শেষে অফলাইন ট্রেনিং করার সুযোগ পান নি।” 

    বিবৃতিতে আরও জানানো হয়, “ওই দুবছরের ইন্টার্নশিপের পরেই ওই পড়ুয়াদের চিকিৎসা করার অনুমতি দেবে ভারত সরকার। এই সুবিধা শুধু এক বছরের জন্যেই। এমনটা নয় যে ভবিষ্যতেও এই ছাড় দেওয়া হবে।”

    এই মুহূর্তে যে নিয়মটি কার্যকর রয়েছে তা হল, এফএমজিই – তে বসতে বিদেশী পড়ুয়াদের তাঁদের কোর্সটিকে শেষ করতে হয় এবং সেই বিশ্ব বিদ্যালয় থেকেই দেড় বছরের ইন্টার্নশিপ করতে হয়।

    আরও পড়ুন: অসমে আল-কায়দা প্রধানের ভিডিওবার্তা! সতর্ক করল পুলিশ

    গত পাঁচ বছরে ইউক্রেন থেকে আসা ২১.৩% পড়ুয়াই এই পরীক্ষায় পাশ করতে পেরেছে। ২০২১ সালে ৪,৩১১ জন পড়ুয়া এই পরীক্ষায় বসেছিলেন। পাশ করেছেন ২৬.০৫% পড়ুয়া। 

    ইউক্রেন থেকে যুদ্ধের কারণে ফিরে এসেছেন প্রায় ২০ হাজার পড়ুয়া। শেষ হয়নি তাঁদের কোর্স। বাকি কোর্স দেশের বিশ্ববিদ্যালয়ে শেষ করার অনুমতি চেয়ে আন্দোলন চালাচ্ছেন পড়ুয়ারা। এইরকম কোনও নিয়ম নেই। একথা সম্প্রতি স্পষ্ট করেছে এনএমসি।

     

  • Sri Lanka Crisis: কলম্বোয় আক্রান্ত দূতাবাস আধিকারিক, অ্যাডভাইজরি জারি ভারতীয় হাই কমিশনের

    Sri Lanka Crisis: কলম্বোয় আক্রান্ত দূতাবাস আধিকারিক, অ্যাডভাইজরি জারি ভারতীয় হাই কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কায় ভারতীয় ভিসা সেন্টারের এক উচ্চপদস্থ আধিকারিক কর্মী আক্রান্ত হওয়ার পরই সেদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশেষ অ্যাডভাইজরি জারি করল নয়াদিল্লি।

    রাজনৈতিক টানাপোড়েনে বিপর্যস্ত শ্রীলঙ্কা (Sri Lanka)। অর্থনৈতিক বিপর্যয়ের জেরে জ্বলছে দ্বীপরাষ্ট্র। জনতার রোষ থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে (Gotabaya Rajapaksa)। সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট আশ্রয় নিয়েছেন সিঙ্গাপুরে। এর মধ্যেই আজ বুধবার ভারতের এই প্রতিবেশী দেশে রাষ্ট্রপতি নির্বাচন। সমবারই শ্রীলঙ্কায় জরুরি অবস্থার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে (Ranil Wickremesinghe)।    

    আরও পড়ুন: শ্রীলঙ্কা ইস্যুতে আজ সর্বদল বৈঠকের ডাক কেন্দ্রের

    এদিকে কোনওরকম উস্কানি ছাড়াই শ্রীলঙ্কায় কর্মরত এক ভারতীয় আধিকারিকের ওপর হামলা চালায় একদল বিক্ষোভকারী। এ অবস্থায় শ্রীলঙ্কা নিবাসী ভারতীয়দের জন্যে অ্যাডভাইজরি জারি করল ভারতীয় হাইকমিশন। অ্যাডভাইজরিতে বলা হয়, “শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি দেখে ভারতীয়দের অনুরোধ করা হচ্ছে, সমস্তরকম খবরাখবর নিয়ে আপনারা পরবর্তী পরিকল্পনা করুন। প্রয়োজনে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন।” 

    আরও পড়ুন: শ্রীলঙ্কায় জরুরি ব্যবস্থা জারি রনিল বিক্রমাসিংঘের, সিঙ্গাপুরেও স্বস্তিতে নেই গোতাবায়া 

    [tw]


    [/tw]

    আরও একটি ট্যুইটে জানানো হয়, “ভারতীয় ভিসা সেন্টারের এক আধিকারিক গতকাল রাতে কলম্বোয় বিক্ষোভকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শ্রীলঙ্কা কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে বিষয়টি।”

    জ্বালানী ও খাদ্যের অভাবে গত কয়েকমাস ধরেই চরম সংকটে শ্রীলঙ্কা। এই অবস্থায় ভয়ংকর আকার ধারণ করে জনরোষ। রাষ্ট্রপতি ভবন ও প্রধানমন্ত্রীর বাসভবনের দখল নেয় সাধারণ মানুষ। পরিস্থিতি আন্দাজ করে রাজপ্রাসাদ ছাড়েন প্রাক্তন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে। বর্তমানে তিনি সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন। গত সপ্তাহেই রাষ্ট্রপতি পদ ছাড়েন গোতাবায়া। রাজাপক্ষ পরিবারের একাধিক সদস্য শ্রীলঙ্কার সরকারের বিভিন্ন পদে ছিলেন। 

LinkedIn
Share