Author: জগন্নাথ চট্টোপাধ্যায়

  • Delhi Shocker: ট্রলি ভরতি বন্দুক, দিল্লি বিমানবন্দরে গ্রেফতার দম্পতি

    Delhi Shocker: ট্রলি ভরতি বন্দুক, দিল্লি বিমানবন্দরে গ্রেফতার দম্পতি

    মাধ্যম নিউজ ডেস্ক: অন্য দেশ থেকে ট্রলি ব্যাগ ভরতি বন্দুক (Handguns) বেআইনিভাবে দেশে পাচার করে ধৃত এক ভারতীয় দম্পতি। বুধবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে (Indira Gandhi International Airport) শুল্ক বিভাগের (Customs Department) আধিকারিকরা ৪৫টি পিস্তল সহ দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছেন। বন্দুকগুলো আসল কি না তা  খতিয়ে দেখা হচ্ছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (NSG) সন্ত্রাস দমন শাখা এই মামলাটির তদন্তের দায়িত্বে রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাজেয়াপ্ত হওয়া সবকটি বন্দুক আসল। ব্যালিস্টিক রিপোর্টে নিশ্চিত করা হবে বন্দুকগুলি আসল কি না। 

    [tw]


    [/tw]

    এক শুল্ক আধিকারিকের বক্তব্য, ‘ন্যাশনাল সিকিউরিটি গার্ড প্রাথমিক রিপোর্টে নিশ্চিত করেছে যে বন্দুকগুলি আসল এবং সচল।’ সূত্রের খবর ধৃতদের নাম, জগজিৎ সিং (Jagjeet Singh) এবং জাসবিন্দর কৌর (Jaswinder Kaur)। তাঁরা সম্পর্কে স্বামী-স্ত্রী। ভিয়েতনাম থেকে বন্দুকগুলি এনেছেন বলে, প্রাথমিক জেরায় জানিয়েছেন এই দম্পতি। তাঁরা গত ১০ জুলাই ভিয়েতনামের হো চি মিন শহর থেকে ভারতে ফিরেছেন। আগে থেকেই তাঁদের ওপর নজর রাখা হয়েছিল। দুটি ট্রলি ব্যাগে করে এই বন্দুকগুলি আনেন তাঁরা। ভাই মনজিৎ সিং এই বন্দুকগুলি তাঁকে দিয়েছিলেন বলে জানিয়েছেন জগজিৎ।

    আরও পড়ুন: গতি বাড়ল রাজধানী এক্সপ্রেসের, হাওড়া থেকে দিল্লি মাত্র ১৪ ঘণ্টায়    
     
    শুল্ক আধিকারিকদের মতে, মহিলা যাত্রী তাঁর স্বামীকে বন্দুক বোঝাই ট্রলি ব্যাগ নিয়ে পালাতে সাহায্য করেছিল। ব্যাগে থাকা ট্যাগগুলি নিজেই সরিয়েছিলেন জাসবিন্দর কৌর। এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘পুরুষ যাত্রীটি যেই দুটি ট্রলি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন, তা পরীক্ষা করে দেখা যায় যে তাতে ৪৫টি বিভিন্ন ব্র্যান্ডের বন্দুক রয়েছে। উদ্ধারকৃত বন্দুকের আনুমানিক মূল্য ২২.৫ লক্ষ টাকা।’ অভিযুক্ত উভয়ই জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তাঁরা এর আগে তুরস্ক থেকে ২৫টি পিস্তল ভারতে এনেছিলেন। সেই বন্দুকগুলির মোট মূল্য ছিল ১২.৫ লক্ষ টাকা। বিষয়টির তদন্ত চালাচ্ছে পুলিশ। এতগুলো বন্দুক নিয়ে এই দম্পতি কী করে ভিয়েতনাম বিমান বন্দরে বিমানে ওঠার ছাড়পত্র পেলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশায় তদন্তকারী দল। আধিকারিকদের দাবি, এই বন্দুকগুলি দম্পতি ৫-৬ হাজার টাকায় কিনেছিলেন। এক একটি বন্দুক ৪০-৫০ টাকায় বেচার পরিকল্পনা ছিল তাঁদের। 

    আরও পড়ুন: পাঁচ বছরের মেয়াদে রাষ্ট্রপতি কোবিন্দ আটকে দিয়েছেন রাজ্যের ৩ বিল, স্বাক্ষর করেছেন ১৫৯টিতে

    এই দম্পতির সঙ্গে তাঁদের শিশুকন্যাও ছিল। তাকে তার ঠাকুমার কাছে হস্তান্তরিত করা হয়েছে। 

     

     

     

  • JEE Main Result: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    JEE Main Result: আজই প্রকাশিত হতে পারে জেইই মেইন পরীক্ষার ফল, জানুন বিস্তারিত

    মাধ্যম নিউজ ডেস্ক: শীঘ্রই জয়েন্ট এন্ট্রান্স মেইন প্রথম সেশনের ফল প্রকাশ করতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এবছর জয়েন্ট এন্ট্রান্স মেইনের (JEE Main 2022) প্রথম দফার পরীক্ষা জুনের ২০-২৯ তারিখ পর্যন্ত হয়েছে। এনটিএ দেশের ৫০১ টি শহরে এবং দেশের বাইরের ২২টি কেন্দ্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়েছে। আজই যেকোনও মুহূর্তে ফল প্রকাশ করতে পারে এনটিএ। jeemain.nta.nic.in – এই লিঙ্কে পরীক্ষার ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।    

    আরও পড়ুন: আজই প্রকাশিত হবে জয়েন্ট এন্ট্রান্স মেনের অ্যাডিমিট, কখন জানাল এনটিএ

    শুক্রবার এনটিএ জানিয়েছে, “জেইই মেইন ২০২২ -এর ফল প্রকাশের সমস্ত প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে। ৯ তারিখেই সম্ভবত দেখা যাবে ফল।” ৬জুলাই পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করেছে এনটিএ। যেহেতু জেইই মেইন পরীক্ষাটি একাধিক শিফটে নেওয়া হয় তাই প্রতিটি শিফটের সঙ্গে যুক্ত বিভিন্ন স্তরের কথা বিবেচনা করে, পার্সেন্টাইল স্কোরকেই বিবেচনা করবে এনটিএ। প্রথম পত্র (বিএ এবং বিটেক) এবং দ্বিতীয় পত্র (বি আর্কিটেকচর এবং বি প্ল্যানিং) -এর ফল প্রকাশ করবে এনটিএ।  

    আরও পড়ুন: অপেক্ষার অবসান, জুলাইয়ের শেষেই দশম ও দ্বাদশের ফল ঘোষণা করতে পারে সিবিএসই 

    প্রতিটি ভুল উত্তরের জন্যে এক নম্বর করে কাটা হবে। একাধিক পরীক্ষার্থী একই নম্বর পেলে টাই ব্রেকিং পদ্ধতি অনুসরণ করা হবে। 

    জেইই মেইন সেশন ২ -এর রেজিস্ট্রেশন এখনও চলছে। jeemain.nta.nic.in ওয়েবসাইটে আজ অবধি আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ২১-৩০ জুলাই অবধি নেওয়া হবে সেশন ২- এর পরীক্ষা। 

    আইআইটি (IIT), এনআইটি (NIT) এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির জন্য প্রতি বছর জেইই-মেইন (JEE Main) পরীক্ষা নেয় এনটিএ। গত বছর কোভিড (Covid-19) পরিস্থিতিতে চারবার নেওয়া হয় এই পরীক্ষা। এবছরের পরীক্ষা হওয়ার কথা ছিল এপ্রিল মাসে। কিন্তু অন্য পরীক্ষার সময়সূচীতে সংঘাত ঘটায় পিছিয়ে দেওয়া হয় সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।  

    এবছরের জয়েন্ট এন্ট্রান্স মেইন-এর ফলাফল এবং র‍্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে ৬ অগাস্ট। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সডের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া  শুরু হবে ৭ অগাস্ট থেকে। আইআইটি প্রবেশিকা পরীক্ষার দিন ২৮ অগাস্ট থেকে ওয়েবসাইটেই জানা যাবে। জুন এবং জুলাই দুটি সেশনে এবার পরীক্ষা নিচ্ছে এনটিএ।  

     

  • Sameer Wankhede: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

    Sameer Wankhede: তদন্তে গাফিলতির মাশুল! বদলি সমীর ওয়াংখেড়ে, কোথায় পাঠানো হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রমোদতরী মাদক মামলায় বেকসুর খালাস পেয়েছেন শাহরুখপুত্র আরিয়ান খান (Aryan Khan)। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পেশ করতে অসফল হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। এবার সেই মাদক মামলায় (Drug case) তদন্তকারী এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়েকে (Sameer Wankhede) বদলি করা হল তামিলনাড়ুর চেন্নাইয়ে।

    প্রমোদতরী ‘ক্রুজ কর্ডেলিয়া’ (Cordelia cruise) থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) পুত্রকে গ্রেফতারের নেপথ্যে ছিলেন এই প্রাক্তন এনসিবি আধিকারিক। ঘটনার তদন্তের গাফিলতি অভিযোগ উঠেছে এনসিবির বিরুদ্ধে। আরিয়ানের বিরুদ্ধে চার্জশিটে কোনও প্রমাণই দেখাতে পারেনি এনসিবি। আরিয়ান মাদক কিনেছিলেন বা পাচার করেছিলেন এরকম কোনও প্রমাণ মেলেনি। এমনকি সে মাদক সেবন করেছিলেন কি না তাও জানা যায়নি।

    আরও পড়ুন: আরিয়ানের বিরুদ্ধে ভুয়ো মামলা! প্রাক্তন এনসিবি কর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ কেন্দ্রের

    কারণ, এনসিবির কর্তারা গ্রেফতারের পর তাঁর কোনও মেডিক্যাল টেস্ট করাননি। সেই গাফিলতির মাশুলই কি দিতে হল সমীর ওয়াংখেড়েকে? সংশ্লিষ্ট মহলের বক্তব্য, এই ঘটনার জেরেই মুম্বাই থেকে চেন্নাইয়ে কম গুরুত্বপূর্ণ পদে বদলি করা হল এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে। ট্যাক্সপেয়ার সার্ভিসে বদলি হলেন সমীর ওয়াংখেড়ে। জানা গিয়েছে, আগামী ১০ জুন নতুন পদে দায়িত্ব নেবেন এই আইআরএস (IRS) অফিসার।

    নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (Narcotics Control Bureau) ডিরেক্টর জেনারেল এসএন প্রধান জানান, ১৪ জনের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গিয়েছে, ৬ জনের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ২০২১ সালের ২ অক্টোবরে মুম্বাইয়ের একটি প্রমোদতরীতে অভিযান চালায় এনসিবি। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন সমীর। মাদক-যোগের অভিযোগে ২০ জনকে গ্রেফতার করেছিল এনসিবি। ধৃতদের মধ্যে ছিলেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদককাণ্ডে ২৭ দিন জেলে থাকতে হয়েছিল আরিয়ানকে।

    আরও পড়ুন: মাদক-মামলায় বেকসুর খালাস, আমেরিকার পথে শাহরুখ পুত্র আরিয়ান

    মাদক-সিন্ডিকেট এবং বিদেশি মাদক পাচারকারীদের যোগসূত্রের অভিযোগে এনডিপিএস আইনের (NDPS Act) ৩৭ ও ২৭ নম্বর জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে এনসিবি। একাধিকবার জামিন খারিজও হয় বাদশা-পুত্রের। পরবর্তী সময়ে জামিন মঞ্জুর হলেও নিয়মিত এনসিবি দফতরের ডেকে জেরা করা হয়েছে তাঁকে।

    অবশেষে ক্লিনচিটও পান আরিয়ান খান। সম্প্রতি আরিয়ানকে নির্দোষ বলে নিষ্কৃতি দেয় এনসিবি। আর এর পরই সমীরের বদলিতে অনেকেই মনে করছেন দুটি ঘটনা একে অপরের সঙ্গে যুক্ত।

     

     

  • UGC to Universities: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির

    UGC to Universities: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও প্রকাশিত হয়নি সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফল (CBSE 12th Result 2022)। এবার স্নাতক স্তরে (UG) নতুন বর্ষে ভর্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলিকে (Universities) সিবিএসই-র ফল বেরোনোর পরেই ভর্তির শেষ তারিখ চূড়ান্ত করার আর্জি জানিয়েছে ইউজিসি।

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি 

    সিবিএসই সূত্রের খবর অনুযায়ী, জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে দ্বাদশ শ্রেণীর ফল। এমতাবস্থায় সিবিএসই বোর্ডের পড়ুয়ারা যাতে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই ইউজিসির এই বিজ্ঞপ্তি।

    আরও পড়ুন: ইজিসি নেট পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, জেনে নিন তারিখ  

    বিষয়টি ট্যুইট করে জানান, ইউজিসি চেয়্যারম্যান জগদেশ কুমার (UGC Chairman Jagdesh Kumar)। তিনি লেখন, “বিশ্ববিদ্যালয়গুলিকে সিবিএসই-র ফল প্রকাশের পরেই স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত করার অনুরোধ করেছে ইউজিসি। যাতে ওই বোর্ডের পড়ুয়ারাও স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্যে পর্যাপ্ত সময় পান।”  

    [tw]


    [/tw]

    সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয় ১৫ জুন। বেশির ভাগ রাজ্য বোর্ডগুলিই ইতিমধ্যে নিজেদের পরীক্ষার ফল প্রকাশ করেছে। এখন অপেক্ষা চলছে কেন্দ্রীয় বোর্ডের ফলাফলের। কবে ফল প্রকাশিত হবে এই নিয়ে চিন্তায় অভিভাবক এবং পড়ুয়ারা। আজ থেকে শুরু হয়েছে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া। সিবিএসই বোর্ডের পড়ুয়ারা এখনও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ইউজিসির এই বিজ্ঞপ্তিতে সেই চিন্তার মেঘ খানিকটা হলেও কাটবে।  

     

  • VIVO: ইডির কড়া নজরে ভিভো, কেন? 

    VIVO: ইডির কড়া নজরে ভিভো, কেন? 

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ভিভো (VIVO) এবং বিভিন্ন চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থার সঙ্গে সম্পর্কযুক্ত ৪০ টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি (Enforcement Directorate)। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে অভিযান চলে। আর্থিক তছরূপ বিরোধী আইনের আওতায় ভিভোর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি।     

    ইডির অভিযানের পর বুধবার বেজিং (China), আইন মেনে ভিভোর বিরুদ্ধে ‘বৈষম্যহীন’ তদন্ত চালানোর আশ্বাস দিয়েছে। অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে ভিভোর। ভারত ছেড়ে পালিয়েছেন ভিভোর অধিকর্তা ঝেনশেন ওউ এবং ঝ্যাং ঝাই।

    আরও পড়ুন: ভিভোকাণ্ডে ইডি-র আতসকাচের তলায় দুই অ্যাকাউন্ট্যান্ট ও এক কোম্পানি সেক্রেটারি

    সারা দেশে ৪৮ টি জায়গায় তল্লাশি চালিয়ে ভিভো ইন্ডিয়ার ৬৬ কোটি টাকার ফিক্সড ডিপোজিট, ৪৬৫ কোটি টাকাসহ ১১৯ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইডির দাবি, ভিভো ইন্ডিয়া ভারতে ব্যবসার টার্নওভারের ৫০% অর্থাৎ ৬২,৪৭৬ কোটি টাকা চিনকে পাঠিয়েছে।   

    কর এড়ানোর জন্য ভিভোসহ বেশ কিছু সংস্থা বিশাল ক্ষতি দেখিয়ে সরকারের সঙ্গে জালিয়াতি করেছে বলে অভিযোগ করেছে ইডি। 

    ইডি জানিয়েছে, তারা মঙ্গলবার ভিভো মোবাইলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এবং তার ২৩টি সহযোগী সংস্থা, যেমন মেসার্স গ্র্যান্ড প্রসপেক্ট ইন্টারন্যাশনাল কমিউনিকেশন প্রাইভেট লিমিটেড (GPICPL)- এর সঙ্গে সম্পর্কিত ৪৮টি স্থানে অনুসন্ধান চালিয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে দু কিলোগ্রাম সোনার বার এবং নগদ ৭৩ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।   

    ইডির মতে, ২০১৪ সালের ১ অগাস্ট,  হংকংয়ের কোম্পানি মাল্টি অ্যাকর্ড লিমিটেডের সহযোগী সংস্থা হিসেবে রেজিস্ট্রেশন করেছিল ভিভো মোবাইলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। আরওসি দিল্লিতে হয়েছিল এই সংস্থার রেজিস্ট্রেশন। GPICPL, ২০১৪ সালের ৩ ডিসেম্বর  আরওসি সিমলা, সোলান, হিমাচল প্রদেশ, গান্ধীনগর, জম্মুতে রেজিস্ট্রেশন করেছিল।   

    ইডির দাবি, নীতিন গর্গ নামে একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সহায়তায়, ঝেংশেন ওউ, বিন লো এবং ঝাং জি নামে তিন ব্যক্তি GPICPL স্থাপন করেন। বিন লু ২০১৮ সালের ২৬ এপ্রিল ভারত থেকে চলে গিয়েছেন। ঝেংশেন ওউ এবং ঝাং জি-ও ২০২১ সালে ভারত ছাড়েন।

    ইডির দাবি, এই সংস্থাগুলি ভিভো ইন্ডিয়াতে বিপুল পরিমাণ টাকা স্থানান্তর করেছে। ব্যবসার ১,২৫,১৮৫ কোটি টাকা আয়ের মধ্যে, ৬২,৪৭৬ কোটি টাকা চিনে পাঠিয়ে দিয়েছে ভিভো ইন্ডিয়া। অর্থাৎ, প্রায় ৫০% টার্নওভারই চলে গিয়েছে প্রতিবেশী দেশে। মূলত ভারতকে কর দেওয়া থেকে বাঁচতেই এই ব্যবস্থা। এই সংস্থাগুলির বিশাল ক্ষতি দেখিয়ে কর ছাড় পাওয়ার জন্য এমনটা করা হয়েছিল বলে অভিযোগ করেছে ইডি।   

    কিছুদিন আগে শাওমির ৫,৫৫১.২৭ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি। ইডির তরফে জানানো হয়েছে,  ১৯৯৯ সালের ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (FEMA) অধীনে শাওমির অ্যাকাউন্ট থেকে অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। 

     

  • Prithwiraj: অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, সিনেমা হলে গিয়ে দেখবেন অমিত শাহ 

    Prithwiraj: অক্ষয় কুমারের ছবি পৃথ্বীরাজ, সিনেমা হলে গিয়ে দেখবেন অমিত শাহ 

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের (Akshay Kumar) বিগ বাজেট ছবি ‘পৃথ্বীরাজ’ (Prithwiraj)। তার আগেই এই ছবি নিয়ে বড়সড় সাফল্যের মুখ দেখলেন বলিউডের খিলাড়ি কুমার। ছবিটি দেখবেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।  ছবির বিশেষ স্ক্রিনিং- এ উপস্থিত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আগামী ১ জুন দিল্লিতে সম্রাট পৃথ্বীরাজ চৌহানকে নিয়ে তৈরি ছবিটি বড় পর্দায় দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবরটি নিশ্চিত করেছেন স্বয়ং পরিচালক চন্দ্রশেখর দ্বিবেদী। কোন সিনেমা হলে ছবিটি দেখবেন অমিত শাহ তা এখনও জানা যায়নি। খবরটি সামনে আসতেই উচ্ছসিত ছবির প্রযোজক, পরিচালক, অভিনেতাসহ কলা কুশলীরা। ছবিটি প্রযোজনা করেছে ‘যশরাজ ফিল্মস’। 

    জানা গিয়েছে, বেশ কয়েকজন আমলা, রাজনীতিবিদ এবং ক্যাবিনেট মন্ত্রীদের সঙ্গে নিয়ে ছবিটি দেখবেন স্বরাষ্ট্রমন্ত্রী। 

    এই ছবির মাধ্যমেই বলিউডে পা রাখতে চলেছেন ২০১৭ সালের বিশ্বসুন্দরী মানসী চিল্লার। ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। মানসী তাঁর প্রেমিকা সংযুক্তার ভূমিকায়। ছবিতে তুলে ধরা হয়েছে মহম্মদ ঘোড়ীর বিরুদ্ধে পৃথ্বীরাজের লড়াইয়ের গল্প। 

    ছবিটির ট্রেলর যথেষ্ট পছন্দ করেছেন ভক্তরা। অক্ষয় কুমার এবিষয়ে বলেন, ‘পৃথ্বীরাজের ট্রেলরের প্রতিক্রিয়ায় আমি অভিভূত। আমরা ভারতের এই মহান সম্রাটকে ইতিহাস অক্ষুন্ন রেখে শ্রদ্ধা জানাতে চেয়েছিলাম। এটা জেনে ভালো লাগছে যে এই সম্রাটের বিষয়ে মানুষ আরও জানতে আগ্রহী।”

    ছবি তৈরির আগে পড়াশোনায় কোনও খামতি রাখেননি প্রযোজকরা। চন্দ্রশেখর চেয়েছিলেন ইতিহাসকে অবিকৃত রাখতে। ইতিহাসের পাতা যেন উঠে আসে পর্দায়। এই প্রচেষ্টাই ছিল ছবি নির্মাতাদের।  প্রযোজক আদিত্য চোপড়াও উৎসাহ দিয়েছিলেন তাঁকে। যশরাজ ফিল্মসের দফতরের একটি তলা এই ছবির যাবতীয় গবেষণার জন্য ছেড়ে দিয়েছিলেন।

    এর আগে ‘চাণক্য’ ধারাবাহিকে চন্দ্রশেখরের কাজ প্রশংসিত হয়েছিল। এক সাক্ষাৎকারে চন্দ্রশেখর বলেন, “আমরা সম্রাট পৃথ্বীরাজকে সব চেয়ে বড় করে শ্রদ্ধার্ঘ্য দিতে চেয়েছিলাম। এই বীর হিন্দু যোদ্ধার জীবনকে যাতে সঠিক ভাবে পর্দায় আনা যায়, সে দিকে আমরা নজর দিয়েছি। তাঁর রাজত্বের সময়টাকে ঠিক ভাবে তুলে ধরতে চেয়েছি। এ ধরনের কাজ করার ক্ষেত্রে সব সময় রিসার্চের কথা সবার আগে মাথায় রাখতে হয়। আমরা সেটা খুব ভালো ভাবে করেছি।” 

    ১৫ বছর ধরে এই ছবির চিত্রনাট্য নিয়ে কাজ করেছেন ছবির পরিচালক। বহু তথ্য সংগ্রহ করেছেন। এমন এক ঐতিহাসিক চরিত্রে অভিনয়ের সুযোগ পেতেই তা লুফে নেন অক্ষয়। অক্ষয়ের বিপরীতে পৃথ্বীরাজের স্ত্রী সংযুক্তার ভূমিকায় দেখা যাবে মানসী চিল্লারকে। এছাড়াও থাকবেন সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রানা, মানব বীজ, সাক্ষী তানওয়ারের মতো বড় বড় অভিনেতারা।  আগামী ৩ জুন মুক্তি পাবে এই ছবি। হিন্দির পাশাপাশি তামিল এবং তেলুগু ভাষাতেও এই ছবি দেখতে পাবেন দর্শকরা।

     

  • Google: ব্যবহারকারীদের জীবনে নজর চালানো হচ্ছে, গুরুতর অভিযোগ গুগলের বিরুদ্ধে

    Google: ব্যবহারকারীদের জীবনে নজর চালানো হচ্ছে, গুরুতর অভিযোগ গুগলের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগলের ব্যক্তিগত ব্রাউজিং (Google Private Browsing) আদতেও ব্যক্তিগত নয়। ক্রমাগত নজরদারি চালাচ্ছে গুগল। এমনই অভিযোগ আনলেন টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন (Ken Paxton)। এই অভিযোগের গুগলের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।

    জানুয়ারিতে টেক্সাস (Texas), ইন্ডিয়ানা, ওয়াশিংটন, কলম্বিয়ায় গুগলের বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়। দাবি করা হয়েছিল, গুগল ব্যবহারকারীদের লোকেশন ট্র্যাক (Location Track) করছে। এতে তাদের ব্যক্তিগতে পরিসরে ঢুকে পড়তে চাইছে গুগল।

    ইনকগনিটো মোড (Incognito Mode) বা ব্যক্তিগত ব্রাউজিং- এর ক্ষেত্রে গুগল দাবি করে যে তারা ব্যবহাকারীর কোনও তথ্য চাইবে না বা কোনও রকম নজরদারি চালাবে না। কেনের বক্তব্য কথার খেলাপ করছে গুগল। ‘সার্চ হিস্ট্রি’ এবং ‘লোকেশন’ দুই- এর তথ্যই নিজের কাছে রাখছে এই সংস্থা।

    মামলাটিতে দাবি করা হয়, ব্যক্তিগত ব্রাউজিং সুবিধায় কেউ হয়তো কোনও গোপন ওয়েবসাইট খুঁজছেন বা তাঁর স্বাস্থ্য সংক্রান্ত, রাজনীতি সংক্রান্ত কোন তথ্য খুঁজছেন বা কেউ কারও জন্যে উপহার কেনার ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন। গুগল গোপনীয়তা বজায় রাখার প্রতিশ্রুতি দিলেও সেটা তারা করছে না। গোপনে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিজের কাছে রাখছে গুগল।

    গুগল যদিও নিজের সাফাইয়ে বলেছে, “পুরোনো ঘটনা তুলে এই দাবি করা হচ্ছে। আমরা সেটিং- এ বদল এনেছি। ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখা আমাদের কর্তব্য। আমাদের নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমরা নিজেদের নির্দোষ প্রমাণ করতে শেষ অবধি লড়াই করব।”

    এর আগেও এই অ্যাটর্নি জেনারেল (Attorney General) গুগলের বিরুদ্ধে ব্যবহারকারীদের অনুমতি না নিয়েই লোকেশন ট্র্যাক করার অভিযোগ এনেছিলেন।

    গুগল দাবি করে, লোকেশন সেটিং অফ রাখলে ব্যবহারকারীর লোকেশন সম্পর্কে কিছু জানতে পারে না গুগল।

    জানুয়ারিতে আরিজোনার বিচারক দাবি করেন, গুগলের একটি গোপন লোকেশন ট্র্যাকার আছে। ব্যবহারকারীদের না জানিয়েই তাদের গতিবিধির ওপর নজর চালায় গুগল।

     

  • Summer Fruits: গরমকালে খাদ্য তালিকায় অবশ্যই রাখুন জাম, কী কী উপকারিতা জানেন?

    Summer Fruits: গরমকালে খাদ্য তালিকায় অবশ্যই রাখুন জাম, কী কী উপকারিতা জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাম মানেই নস্ট্যালজিয়া। ‘জাম’ শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ছোটবেলায় গাছ থেকে পেড়ে খাওয়ার স্মৃতি। কালো ফলগুলির টক-মিষ্টি স্বাদ এবং খাওয়ার পরে জিভের বেগুনী রঙ ছেলেবেলার কথা মনে করিয়ে দেয়। জুন-জুলাই মানেই জামের মরশুম। স্বাদে অতুলনীয় এই ফল। শুধু তাই নয়, জাম স্বাস্থ্যের পক্ষেও অত্যন্ত উপকারি। স্বাস্থ্যবিদদের মতে, জাম একটি অন্যতম গ্রীষ্মকালীন ‘সুপার ফ্রুট’। জাম খেলে শরীরে আদ্রতার মাত্রা বৃদ্ধি পায়। জামের ৮৪%-ই জল। শরীরকে ঠান্ডা রাখতে এই ফলের জুরি মেলা ভার। গরমকালে ঘাম হওয়ার কারণে শরীর থেকে প্রচুর জল বেরিয়ে যায়। তাই গরম কালে জাম অত্যন্ত উপকারি। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফলে হজমে সাহায্য করার সাথে সাথেই বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগ সারাতেও সাহায্য করে। ওজন কমাতেও সাহায্য করে জাম। জামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ফলে জাম খেলে ত্বকও সুন্দর হয়। আগেকার দিনে হাঁপানি, ত্বকের সমস্যা, মধুমেহ, পেট ব্যাথার মতো সমস্যার ওষুধ তৈরিতে জাম ব্যবহার করা হত।  

    বিশেষজ্ঞদের মতে, ক্যান্সার, কেমো প্রতিরোধকারী উপাদানও থাকে জামের মধ্যে। প্রচুর পরিমাণে আয়রন থাকায় রক্তাল্পতা রোধ করতেও উপকারি জাম। রক্তে লাল রক্ত কনিকা এবং হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সাহায্য করে জাম।

    দেখে নেওয়া যাক জামের আরও কিছু উপকারিতা:

    জাম শরীরকে ঠাণ্ডা রাখতে সাহায্য করে: জামে ৮৪%-ই জল থাকায়, জাম শরীরের আদ্রতার মাত্রাকে বৃদ্ধি করে। ফসফরাস, আয়োডিনের মতো  মিনারেলসও প্রচুর পরিমাণে রয়েছে জামে।  রোজ জাম খেলে শরীরে আদ্রতার মাত্রা বৃদ্ধি পায়। 

    রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি: জামে ভিটামিন বি কমপ্লেক্স, সি এবং প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 

    ওজন কমানো: জাম খেলে ক্ষিদে পাওয়ার প্রবণতা কমে। লো ক্যালরি ফল হলেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে জামের।

    স্বাস্থ্যকর ত্বক: গরমে ত্বকের বিভিন্ন রকম সমস্যা হয়। জামে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আছে। যা ব্রনের সমস্যা দূর করতে সাহায্য করে। এছাড়াও প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে জামে। 

     

  • Covid 19 Vaccine: ১৮.১৫ কোটি অব্যবহৃত টিকা রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির জন্যে উপলব্ধ করল স্বাস্থ্য মন্ত্রক 

    Covid 19 Vaccine: ১৮.১৫ কোটি অব্যবহৃত টিকা রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির জন্যে উপলব্ধ করল স্বাস্থ্য মন্ত্রক 

    মাধ্যম নিউজ ডেস্কঃ প্রায় ১৮.১৫ কোটি অব্যবহৃত টিকার (Unused Covid 19 Vaccine) ডোজ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির জন্যে উপলব্ধ করা হল। এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Ministry of Health and Family Welfare)। মন্ত্রক একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “১৮.১৫ কোটি অব্যবহৃত টিকা রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলির ব্যবহারের জন্যে উপলবদ্ধ করা হয়েছে।” স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, এই অবধি কেন্দ্রের বিভিন্ন মাধ্যম মারফৎ রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে ১৯৩.৫৩ কোটিরও বেশি টিকা বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। 

    স্বাস্থ্য মন্ত্রকের প্রেস রিলিজে বলা হয়েছে, “এতদিন দেশব্যাপী টিকাদান অভিযানের (Vaccination Drive) অংশ হিসাবে, ভারত সরকারের তরফ থেকে রাজ্য এবং কেন্দ্রশাসিত  অঞ্চলগুলিকে বিনামূল্যে কোভিড ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে।” করোনা টিকাকরণ অভিযানের  সর্বজনীনীকরণের নতুন পর্যায়ে, কেন্দ্রীয় সরকার জানিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি দেশের  ভ্যাকসিন প্রস্তুতকারকদের দ্বারা উৎপাদিত ভ্যাকসিনের ৭৫ শতাংশ বিনামূল্যে সংগ্রহ করতে পারবে।

    গত ১৬ মার্চ থেকে ১২-১৪ বছর বয়সীদের টিকা দেওয়া শুরু হয়েছে। ৩.০৬ কোটি কিশোর-কিশোরীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। 

    দেশে আবারও বাড়ছে করোনা সংক্রমণ! চতুর্থ ওয়েভের আশঙ্কার কথা বলছেন বিশেষজ্ঞরা! এই অবস্থায় করোনার তৃতীয় বুস্টার ডোজের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে যে, দেশে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির কাছে ১৯.৯০ কোটিরও বেশি অব্যবহৃত করোনা টিকার ডোজ মজুত রয়েছে৷   

    ১৬ জানুয়ারি ২০২১ এ দেশব্যাপি করোনা টিকা দেওয়ার কাজ শুরু হয়েছিল৷ যদিও প্রথমে কোভিড যোদ্ধাদেরই করোনার টিকা দেওয়া হচ্ছিল৷ পরে ২১ জুন ২০২১ থেকে সবার জন্য করোনা টিকা চালু হয়৷ পরবর্তীতে ভ্যাকসিনের চাহিদা বেড়ে যাওয়ায়, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভ্যাকসিনের প্রয়োজনীয়তার অগ্রিম পরিমাপ করে ভ্যাকসিন সরবরাহ করে কেন্দ্র৷ কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশে সফলভাবে কোভিডকালীন টিকা সরবরাহ করা হয়েছে৷ যার মাধ্যমে দেশে টিকাকরণ অভিযানকে ত্বরান্বিত করা গিয়েছে।   
     

LinkedIn
Share