Author: Krishnendu Bakshi

  • Hamas Israel War: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    Hamas Israel War: গাজার সুড়ঙ্গে মিলল বিদেশি অস্ত্র, আত্মঘাতী বিস্ফোরক বেল্ট, ছবি দিয়ে জানাল ইজরায়েল

    মাধ্যম নিউজ ডেস্ক: হামাস-ইজরায়েল যুদ্ধের (Hamas Israel War) মাসপূর্তি হয়েছে মঙ্গলবারই। এদিনই প্যালেস্তাইনের গাজা স্ট্রিপে ইসলামি জঙ্গি সংগঠন হামাসের ডেরা থেকে উদ্ধার হওয়া অস্ত্র প্রদর্শন করল ইজরায়েল। ইহুদি রাষ্ট্র ইজরায়েলকে ফাঁদে ফেলতে উত্তর গাজায় প্রচুর সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল হামাস। মাটির প্রায় ৮০ মিটার গভীরে সরু সুড়ঙ্গপথ। সেথানেই থরে থরে মজুত করেছিল ভিন দেশ থেকে আমদানি কার অস্ত্রশস্ত্র।

    গাজার সুড়ঙ্গে অস্ত্রসম্ভার

    এর মধ্যে রয়েছে রাশিয়ার তৈরি হ্যান্ড গ্রেনেড আরপিজি-৭, চিনা একে সিরিজের স্বয়ংক্রিয় রাইফেল। ইরানে তৈরি স্বল্পপাল্লার রকেটের পাশাপাশি মজুত করা হয়েছিল প্রচুর পরিমাণ বিস্ফোরকও। বুধবার এক্স হ্যান্ডেলে ইজরায়েলি সেনার তরফে হামাসের ডেরায় উদ্ধার হওয়া অস্ত্রের তালিকার পাশাপাশি ছবি এবং ভিডিও-ও প্রকাশ করা হয়েছে। তালিকায় রয়েছে হাজার দেড়েক হ্যান্ড গ্রেনেড, ৭৬০টি আরপিজি, আত্মঘাতী হামলা চালানোর জন্য বানানো ৪২৭টি বিস্ফোরক ভরা বেল্ট, ৩৭৫টি আগ্নেয়াস্ত্র এবং ১০৬টি রকেট।

    সুড়ঙ্গ থেকে টেনে বের করে মারব

    ইজরায়েলি সেনা জানিয়েছে (Hamas Israel War), গাজা শহরের প্রাণকেন্দ্রে ঢুকে পড়েছে তারা। চারদিক থেকে ঘিরে ফেলে শুরু হয়েছে বোমাবর্ষণ। হামাসদের সুড়ঙ্গেও ঢুকে পড়েছে তারা। এই সব সঙ্কীর্ণ সুড়ঙ্গগুলির কোনও কোনওটা লম্বায় ৪০-৪১ কিলোমিটার। ইজরায়েলি সেনা জানিয়েছে, সুড়ঙ্গ থেকে টেনে বের করে এনে মারা হবে হামাসদের। এর আগে ফোমের মতো এক ধরনের বোমা দিয়ে সুড়ঙ্গের মুখ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইজরায়েল। পরে ঠিক হয়, হামাসদের নির্মূল করা হবে। তারা যাতে সুড়ঙ্গ পথে পালাতে না পারে, তাই ঘিরে ফেলা হয়েছে গাজা স্ট্রিপ। সুড়ঙ্গেও ঢুকে পড়েছে ইজরায়েলি সেনা। তারা জানিয়েছে, এই সুড়ঙ্গে ঢুকে হামাস কমান্ডারদের খুঁজে খুঁজে নিকেশ করা হবে। তাদের দাবি, এই সুড়ঙ্গেই লুকিয়ে রয়েছে হামাসের চাঁইরা।

    গত ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় হামাস। নৃশংসভাবে হত্যা করা হয় ইহুদিদের। এর পরেই পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেয় ইজরায়েল। তার পর থেকে চলছে রক্তক্ষয়ী সংঘর্ষ। ইতিমধ্যেই দু’ তরফে যুদ্ধের বলি হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ (Hamas Israel War)।

    আরও পড়ুুন: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Nitish Kumar: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

    Nitish Kumar: জন্মনিয়ন্ত্রণ-নারীশিক্ষা নিয়ে কুরুচিকর মন্তব্য, ক্ষমা চাইলেন নীতীশ কুমার

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মনিয়ন্ত্রণ ও নারীশিক্ষা নিয়ে বলতে গিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) এহেন মন্তব্যে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। বুধবার বিধানসভায় বিরোধীদের প্রবল চাপের মুখেও পড়েন মুখ্যমন্ত্রী। শেষমেশ বাধ্য হন ক্ষমা চাইতে। নীতীশ বলেন, “আমার কথায় যদিও কারও আঘাত লেগে থাকে, তাহলে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। আর যাঁরা আমার ভুল ধরিয়ে দিয়ে সমালোচনা করেছেন, তাঁদের অভিনন্দন জানাই।”

    কী বলেছিলেন নীতীশ?

    নীতীশের মন্তব্যকে ঘিরে বিতর্কের জন্ম হয় বিধানসভায়, মঙ্গলবার। এদিন জন্ম নিয়ন্ত্রণে নারীশিক্ষার গুরুত্ব বোঝাতে গিয়ে অকৃতদার মুখ্যমন্ত্রী বলেন, “বিয়ের পর থেকে পুরুষরা রোজ রাতে সঙ্গমে ইচ্ছুক থাকে। মেয়েরাই পারেন তাঁদের সংযত করতে। তাতেই জন্ম নিয়ন্ত্রণ করা অনেক সহজ।” তিনি (Nitish Kumar) বলেন, “বিহারে নারীশিক্ষার প্রসার হয়েছে। শিশুকন্যা যদি শিক্ষিত হয়, তাহলে জনসংখ্যা নিয়ন্ত্রণও সহজ হবে। মেয়েদের বিয়ে হলে স্বামীরা রোজ রাতে সঙ্গমে মিলিত হতে চায়। তাতে করে একটি করে সন্তানের জন্ম হয়। কিন্তু পড়াশোনা জানা মেয়েরা সেটা আটকাতে পারে। ফলে জনসংখ্যা বৃদ্ধি ঠেকানো অনেক সহজ হয়ে পড়বে।” এর পরেই সভায় শুরু হয় হট্টগোল।

    কড়া প্রতিক্রিয়া বিজেপির 

    বিজেপির মহিলা নেত্রী নিক্কি হেমব্রম বলেন, “মুখ্যমন্ত্রী একটু পরিশীলিত ভাষায় বললে কী ক্ষতি হত! মহিলাদের সম্পর্কে কোনও সম্মানজ্ঞান নেই তাঁর।” মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে জাতীয় মহিলা কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে, “নারী স্বাধীনতা ও মহিলাদের পছন্দ-অপছন্দের ক্ষেত্রে এই জাতীয় মন্তব্য অত্যন্ত সংবেদনশীল। আমরা এর তীব্র নিন্দা করছি।” নীতীশের ক্ষমা চাওয়ার দাবিও জানায় কমিশন। দিল্লি কমিশন ফর উইমেনের চেয়ারপার্সন স্বাতি মালিওয়ালও মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দাবি তোলেন।

    ঘরে-বাইরে চাপের মুখে পড়ে এদিন বিধানসভায় নীতীশ (Nitish Kumar) বলেন, “আমি আমার কথা ফিরিয়ে নিচ্ছি। আমার মন্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আমি শুধু নারীশিক্ষার কথা বলেছি। আমার বক্তব্যে কেউ আঘাত পেয়ে থাকলে আমি ক্ষমাপ্রার্থী।”

    আরও পড়ুুন: এবার মহুয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন ‘প্রেমিক’ জয়ের, কী জানালেন থানায়?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

     

     

  • Vladimir Putin: বছর ঘুরলেই প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়ায়, ফের প্রার্থী হচ্ছেন পুতিন!

    Vladimir Putin: বছর ঘুরলেই প্রেসিডেন্ট নির্বাচন রাশিয়ায়, ফের প্রার্থী হচ্ছেন পুতিন!

    মাধ্যম নিউজ ডেস্ক: সিদ্ধান্ত বদল করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)! আগে জানিয়েছিলেন, ২০২৪ সালের পর আর প্রেসিডেন্ট পদে থাকবেন না। তবে বর্তমানে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার এক সূত্রের খবর, সেই কারণেই সিদ্ধান্ত বদলেছেন পুতিন।

    জোসেফ স্তালিন

    রাশিয়ায় প্রেসিডেন্ট পদের মেয়াদ ছিল ৪ বছর। কোনও একজন পর পর টানা দুটো টার্ম থাকতে পারতেন রাষ্ট্রপতি পদে। তবে টানা ২৪ বছর ক্রেমলিনে ক্ষমতায় ছিলেন জোসেফ স্তালিন এবং লিওনিদ ব্রেজনেভ। টানা দু’ বারেরও বেশি যাতে প্রেসিডেন্ট পদে থাকা যায় তাই একুশেই আইন বদলেছিলেন প্রেসিডেন্ট পুতিন। তার আগেই অবশ্য প্রেসিডেন্ট পদের মেয়াদ বাড়িয়ে করা হয় ৬ বছর। যেহেতু বদলেছে আইন, তাই আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনও বাধা রইল না পুতিনের সামনে।

    আইন বদল পুতিনের

    ২০০০ সালের মে মাস থেকে পর পর দু’টি টার্মে জিতে প্রেসিডেন্ট পদে ছিলেন পুতিন (Vladimir Putin)। যেহেতু দু’ বারের বেশি প্রেসিডেন্ট পদে থাকা যেত না, তাই অনুগত দিমিত্রি মেদভেদেভকে প্রেসিডেন্ট পদে বসিয়ে পুতিন হয়েছিলেন প্রধানমন্ত্রী। ২০১২ সালের নির্বাচনে জিতে ফের হন প্রেসিডেন্ট। জয়ী হন ১৮-র নির্বাচনেও। তার পরেই পরিবর্তন করা হয় আইনে। নতুন বছরের মার্চ মাসে রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা। এই নির্বাচনেই লড়তে চাইছেন বছর একাত্তরের পুতিন। তবে এ ব্যাপারে এখনও মুখে কুলুপ এঁটে রয়েছেন ক্রেমলিনের কর্তারা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হলেই, তা ঘোষণা করা হবে আনুষ্ঠানিকভাবে।”

    আরও পড়ুুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের অভিষেককে তলব ইডি-র, বৃহস্পতিবারই হাজিরার নির্দেশ

    তবে পুতিন রাষ্ট্রপতি পদে প্রার্থী হলে তাঁর জয় যে নিশ্চিত, তা বলছে সে দেশের বিভিন্ন জনমত সমীক্ষা। জানা গিয়েছে, পুতিনের সঙ্গে রয়েছে রাশিয়ার ৮০ শতাংশ মানুষের সমর্থন। প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ। এই আবহেই চলতি বছরের প্রথম দিকে শোনা গিয়েছিল অসুস্থ হয়ে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তবে সেটা যে নিছকই জল্পনা ছিল, তার প্রমাণ মিলল প্রেসিডেন্টের রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত প্রকাশ্যে আসায়। জানা গিয়েছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে যাতে রাশিয়া হেরে না যায়, তাই এর শেষ দেখে ছাড়তে চান পুতিন। তাই তিনি বদলেছেন আগের সিদ্ধান্ত (Vladimir Putin)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Supreme Court: দিল্লির বাতাসের মান মানুষের স্বাস্থ্যকে খুন করার শামিল, মন্তব্য সুপ্রিম কোর্টের

    Supreme Court: দিল্লির বাতাসের মান মানুষের স্বাস্থ্যকে খুন করার শামিল, মন্তব্য সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির দূষণ নিয়ে রাজনৈতিক লড়াই বন্ধ হোক। রাজধানীর বাতাসের গুণগত মান যে শ্বাসরুদ্ধকর পর্যায়ে পৌঁছেছে, তা মানুষের স্বাস্থ্যকে খুন করার শামিল। মঙ্গলবার দিল্লির বায়ু দূষণ নিয়ে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সপ্তাহখানেক ধরে ব্যাপকভাবে দূষিত হয়েছে দিল্লির বাতাস। ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবিলা করতে ইতিমধ্যেই ১০ নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রাথমিক স্কুলগুলি বন্ধের নির্দেশিকা জারি করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

    দূষিত শহরের তালিকায় এক নম্বরে

    সাম্প্রতিক এক সমীক্ষায় জানা গিয়েছে, বিশ্বে সব চেয়ে দূষিত শহরের তালিকায় এক নম্বরে রয়েছে দিল্লি। প্রতিবেশী রাজ্য পঞ্জাব ও হরিয়ানায় শস্যগাছের গোড়া পোড়ানোই এই দূষণের মূল কারণ বলে এদিন মন্তব্য করেছে আদালত। পঞ্জাব সরকারকে সুপ্রিম কোর্ট বলেছে, শস্যগাছের গোড়া পোড়ানো এখনই বন্ধ হওয়া উচিত। কীভাবে করবেন, সেটা আপনাদের বিষয়। আপনাদের কাজ। তবে এই কাজ এখনই বন্ধ করা উচিত। এই সঙ্গেই দেশের শীর্ষ আদালত জানিয়ে দেয়, দূষণ নিয়ে রাজনৈতিক লড়াই করা ঠিক নয়। এখানে মানুষের স্বাস্থ্য জড়িয়ে। বাতাসের গুণগত মান যেভাবে খারাপ হচ্ছে, তা মানুষের স্বাস্থ্যকে খুন করার শামিল। আদালতের মন্তব্য, অবিলম্বে শস্যগাছের গোড়া পোড়ানো বন্ধ করতে হবে। এখনই তা করতে হবে। যা করার অবিলম্বে করতে হবে।

    কয়েকটি রাজ্যকে অর্ডার ইস্যু

    সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি সঞ্জয় কিষান বলেন, “সম্প্রতি আমি পঞ্জাবে গিয়েছিলাম। রাস্তার দু’ ধারে মাইলের পর মাইল ধরে খড় পুড়তে দেখেছি।” এর পাশাপাশি রাজস্থান ও অন্য রাজ্যগুলিকে অর্ডার ইস্যু করে জানানো হয়েছে, দীপাবলির মরশুমে বাজি ফাটানো বন্ধ রাখতে হবে। বায়ু দূষণ কম করার জন্য প্রতিটি রাজ্যকেই সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আদালতের মন্তব্য, বায়ু দূষণ মোকাবিলায় যথাযথ ব্যবস্থা নেওয়া সকলের দায়িত্ব।

    আরও পড়ুুন: “ডিরেক্টর! আমি তো জানি না, সই করিয়েছিল দাদার লোক”, বললেন জ্যোতিপ্রিয়র পরিচারক

    দিল্লির কেজরিওয়ালের সরকারকেও একহাত নিয়েছে শীর্ষ আদালত। আদালত জানিয়েছে, দিল্লি সরকারও এই বায়ু দূষণের জন্য দায়ী। অনেক বাস রয়েছে যেগুলি বায়ু দূষণ করছে। এই বিষয়টির ওপর সরকারের নজর দেওয়া উচিত। বায়ু দূষণের মোকাবিলায় পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ও দিল্লি সরকারকে জরুরি ভিত্তিতে বৈঠকে বসার নির্দেশও দিয়েছে আদালত। বছরের পর বছর ধরে শীতের শুরুতে দিল্লির এই পরিস্থিতি চলতে পারে না বলেও মন্তব্য করেছে শীর্ষ আদালত (Supreme Court)। প্রসঙ্গত, প্রতি ঘন মিটারে বাতাসে ভাসমান ধূলিকণার মাত্রা ১৫ মাইক্রোগ্রাম পর্যন্ত হলে তা শ্বাস নেওয়ার যোগ্য বলে মনে করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বিকেলে দিল্লিতে এই সূচক ছিল ৪২১। এদিন সকালে এর পরিমাণ ছিল ৩৯৪।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ration Scam: ফের ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়, মন্ত্রিমশাই শুনলেন ‘চোর’ ধ্বনি

    Ration Scam: ফের ইডি হেফাজতে জ্যোতিপ্রিয়, মন্ত্রিমশাই শুনলেন ‘চোর’ ধ্বনি

    মাধ্যম নিউজ ডেস্ক: “সাত দিন পর আবার আসছি। সাত দিন, সাত দিন।” সোমবার ব্যাঙ্কশাল কোর্ট ছাড়ার সময় এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রেশন বণ্টন কেলেঙ্কারিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হওয়া বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Ration Scam)। বনমন্ত্রী হওয়ার আগে জ্যোতিপ্রিয় ছিলেন খাদ্য দফতরের মন্ত্রী। সেই সময়ই দুর্নীতি হয় বলে অভিযোগ।

    ইডি হেফাজতের আবেদন

    সেই অভিযোগের ভিত্তিতেই ইডির হাতে গ্রেফতার হন উত্তর ২৪ পরগনার তৃণমূলের এই নেতা। এদিন আদালতে তোলা হলে জ্যোতিপ্রিয়কে ১৩ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। এদিন শুনানি চলাকালীন মন্ত্রীকে আরও সাতদিন ইডি হেফাজতে পাওয়ার আবেদন করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী। তাঁর যুক্তি, জ্যোতিপ্রিয় তিনদিন হাসপাতালে ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়নি। তাই তাঁকে সাত দিনের জন্য ইডি হেফাজতে দেওয়া হোক।

    ‘চোর’, ‘চোর’ ধ্বনি

    শুক্রবার জ্যোতিপ্রিয়কে (Ration Scam) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল ইডি। সেই সময় সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেছিলেন, “দিন চারেক পরেই সবাই সব কিছু জানতে পারবেন।” সেদিন তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন। সোমবারও ফের একবার নিজেকে নির্দোষ বলে দাবি করেন জ্যোতিপ্রিয়। এদিকে, এদিন বনমন্ত্রীকে ‘চোর’ সম্বোধন করেন ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে দাঁড়িয়ে থাকা কয়েকজন। তিনি যখন কোর্ট রুমের সিঁড়ি দিয়ে উঠছিলেন, তখনই কয়েকজন জ্যোতিপ্রিয়কে লক্ষ্য করে ‘চোর’, ‘চোর’ বলে চিৎকার করতে থাকেন। অথচ, রেশন বণ্টন কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার আগেও তাঁকে দেখলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেন বন দফতরের কর্মীরা। ‘স্যর’ বলে সম্বোধন করতেন। এহেন মন্ত্রীকেই এবার ‘চোর’ সম্বোধন জনতার।

    আরও পড়ুুন: এবার রাজ্যপালকে কুকথা অখিলের, বোসকে চিঠি লিখে কারামন্ত্রীকে সরানোর দাবি শুভেন্দুর

    প্রসঙ্গত, নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কেও শুনতে হয়েছিল ‘চোর’, ‘চোর’ ধ্বনি। রেশন বণ্টন কেলেঙ্কারিতে (Ration Scam) ইডি প্রথমে গ্রেফতার করে ব্যবসায়ী বাকিবুর রহমানকে। তাঁকে জেরা করে উঠে আসে জ্যোতিপ্রিয়র নাম। তার পরেই গ্রেফতার করা হয় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয়কে। ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ১০ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক। ইডি হেফাজতের নির্দেশ শুনে এজলাসেই জ্ঞান হারান জ্যোতিপ্রিয়। পরে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। গত সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মন্ত্রীকে হেফাজতে নেয় ইডি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Suvendu Adhikari: এবার রাজ্যপালকে কুকথা অখিলের, বোসকে চিঠি লিখে কারামন্ত্রীকে সরানোর দাবি শুভেন্দুর

    Suvendu Adhikari: এবার রাজ্যপালকে কুকথা অখিলের, বোসকে চিঠি লিখে কারামন্ত্রীকে সরানোর দাবি শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে ক্ষমা চেয়েছিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। এবার রাজ্যপালের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এ ব্যাপারে চিঠি লিখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। কারামন্ত্রী অখিলকে বরখাস্ত করার আবেদনও জানিয়েছেন শুভেন্দু।

    কী বলছেন কারামন্ত্রী

    তৃণমূল ছেড়ে শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার আগে পর্যন্ত দলে এক প্রকার ব্রাত্যই ছিলেন অখিল। পরে উজাড় গাঁয়ে তিনিই হন রাজা। তার পর থেকে একের পর এক বেফাঁস মন্তব্য করে চলেছেন তৃণমূল নেত্রীর গুডবুকে থাকতে চাওয়া অখিল। এক্স হ্যান্ডেলে অখিলের একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু (Suvendu Adhikari)। সেখানে মন্ত্রীকে বলতে শোনা যায়, “এত হম্বিতম্বি কীসের? আমরা পারি না নাকি? আমরা পারি না? তোমার কলার ধরে তোমাকে ১০ মিনিটে জেলে ঢুকিয়ে দিতে পারি আমরা। আমরা পারি আমাদের কাছে যা কাগজ আছে। নবান্নয় যা কাগজ আছে, আমরা দেখছি। আমাদের হাতেও কাগজপত্র আছে।” অখিলের নিশানায় যে রাজ্যের বিরোধী দলনেতা, তা স্পষ্ট।

    রাজ্যপালকে নিশানা অখিলের

    অখিলকে আরও বলতে শোনা যায়, “সেই জন্যই তো ১০ তারিখে আনন্দ বোস…আমরা কি আনন্দ বোস রাজ্যপালের ব্যাপারটা জানি না নাকি? কেন কুণাল ঘোষের পুজোর উদ্বোধন করতে গেছ, আমরা জানি না নাকি? হোয়াটসঅ্যাপে কী আছে তোমার? তুমি কেন ১০ তারিখে মুখ্যমন্ত্রীকে আলোচনার জন্য ডেকেছ? ১০০ দিনের কাজের কথা বলতে? আমরা জানি না! হোয়াটসঅ্যাপে কী আছে! তোমার কলঙ্ক আমরা ধরব। ছাড় পাবে না। আমাদেরও আইবি আছে, পশ্চিমবঙ্গের। আমাদেরও ফাইল রেডি।”

    রাজ্যপালকে শুভেন্দু (Suvendu Adhikari) লিখেছেন, “আপনার অধস্তন অখিল গিরি এর আগে রাষ্ট্রপতির নামে কুকথা বলে গোটা দেশের ধিক্কারের মুখে পড়েছিলেন। তার পরেও সংশোধন করেননি নিজেকে। এবার তিনি আপনাকে আক্রমণ করে বলেছেন, আপনার হোয়াটসঅ্যাপে রহস্যজনক কিছু রয়েছে। সেই জন্যই ১০০ দিনের কাজ নিয়ে আলোচনা করতে ১০ নভেম্বর মুখ্যমন্ত্রীকে তলব করেছেন আপনি। এবার আপনার রাজ্য সরকারকে ওই মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে সুপারিশ করা উচিত। রাষ্ট্রপতি ও রাজ্যপালকে আক্রমণ করেন এমন কারও মন্ত্রী পদে থাকার অধিকার নেই। তাঁকে ওই পদ থেকে অপসারণ করা উচিত।”

    আরও পড়ুুন: ‘‘জ্যোতিপ্রিয়র নির্দেশেই মন্ত্রীর সংস্থার ডিরেক্টর করা হয় মা ও স্ত্রীকে’’, দাবি প্রাক্তন আপ্ত-সহায়কের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

  • Illegal Betting Apps: ‘মহাদেব বেটিং অ্যাপ’ সহ বেআইনি ২২ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র, জানুন কারণ

    Illegal Betting Apps: ‘মহাদেব বেটিং অ্যাপ’ সহ বেআইনি ২২ অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্র, জানুন কারণ

    মাধ্যম নিউজ ডেস্ক: অবৈধ ২২টি বেটিং অ্যাপ (Illegal Betting Apps) ও ওয়েবসাইটকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। এর মধ্যে রয়েছে ‘মহাদেব বেটিং অ্যাপ’ও। রবিবার বিজ্ঞপ্তি জারি করে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিল তথ্যপ্রযুক্তি মন্ত্রক। ইডির সুপারিশেই যে এই অ্যাপ ও ওয়েবসাইটগুলি নিষিদ্ধ করা হয়েছে, তাও জানিয়ে দিয়েছে মন্ত্রক।

    তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিজ্ঞপ্তি

    জারি করা বিজ্ঞপ্তিতে মন্ত্রক জানিয়েছে, “বেআইনি অ্যাপের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি ও ছত্তিশগড়ে মহাদেব অ্যাপের বেআইনি কার্যকলাপ নজরে আসতেই এই সিদ্ধান্ত।” তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, “তথ্য ও প্রযুক্তি আইনের ৬৯এ ধারায় ওই বেটিং অ্যাপগুলি বন্ধের সুপারিশ করতে পারত ছত্তিশগড় সরকার। কিন্তু তারা তা করেনি। অথচ গত দেড় বছর ধরে তারা এ নিয়ে তদন্ত করছে। ইডির সুপারিশের ভিত্তিতেই এই বেটিং অ্যাপগুলি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ

    প্রসঙ্গত, এই ‘মহাদেব বেটিং অ্যাপ’ কেলেঙ্কারিতে (Illegal Betting Apps) জড়িয়েছে ছত্তিশগড়ের কংগ্রেস সরকারের নাম। ৩ নভেম্বর ভিলাই থেকে ইডি গ্রেফতার করে জনৈক অসীম দাসকে। কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার অভিযোগ, কংগ্রেসের নির্বাচনী খরচ জোগাতে ওই ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাঠিয়েছিলেন ‘মহাদেব বেটিং অ্যাপে’র মালিকরা। ইডির আরও দাবি, ‘বঘেল’ নামে এক রাজনীতিককে দেওয়ার জন্যই অসীম নিয়ে এসেছিলেন ৫.৩৯ কোটি টাকা। এর পরেই বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেন, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের জন্য ওই টাকা পাঠানো হয়েছিল। তাঁর দাবি, ‘মহাদেব বেটিং অ্যাপে’র মালিকরা এখনও পর্যন্ত বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছেন। শনিবার নির্বাচনী প্রচারে ছত্তিশগড় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনিও আক্রমণ শানান সে রাজ্যের কংগ্রেস সরকারকে।

    আরও পড়ুুন: সীমান্তে বিএসএফের তৎপরতা! পাচারের আগেই ১০ কোটি টাকার সোনার বিস্কুট বাজেয়াপ্ত

    প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেস শাসিত ছত্তিশগড় সরকার আপনাদের লুট করার কোনও সুযোগ ছাড়ছে না। ওরা মহাদেবকেও ছাড়ল না। দু’ দিন আগে রায়পুরে বিরাট অভিযান চলে। বিশাল পরিমাণ নগদ উদ্ধার করা হয়েছে।” ফেব্রুয়ারি মাসে প্রায় ২০০ কোটি টাকা খরচ করে দুবাইয়ে বিয়ে করেছিলেন মহাদেব অ্যাপের প্রমোটার সৌরভ চন্দ্রাকর। তার পরেই টনক নড়ে ইডির। এই বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে (Illegal Betting Apps) নাম জড়ানোয় বলিউডের বেশ কয়েকজন তারকাকে জিজ্ঞাসাবাদও করে ইডি। তার প্রেক্ষিতে অক্টোবরে ৩৯টি জায়গায় তল্লাশি চালিয়ে ইডি বাজেয়াপ্ত করে সোনার পাত সহ ৪১৭ কোটি টাকার সামগ্রী।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: ইডেনে বিরাট জয় ভারতের, দক্ষিণ আফ্রিকা হারল ২৪৩ রানে

    ICC World Cup 2023: ইডেনে বিরাট জয় ভারতের, দক্ষিণ আফ্রিকা হারল ২৪৩ রানে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের নন্দন কাননে শেষ হাসি হাসল রোহিত শর্মার ভারতই (ICC World Cup 2023)। বিরাট কোহলির অনবদ্য সেঞ্চুরি, রবীন্দ্র জাডেজার দাপট, সব মিলিয়ে চাপে পড়ে যান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। শেষতক অনায়স জয় পেয়ে যায় ভারত। দক্ষিণ আফ্রিকা বধ হয় ২৪৩ রানে।

    কোহলির জন্মদিন

    ৫ নভেম্বর, রবিবার ছিল বিরাট কোহলির জন্মদিন। এদিনই ৪৯তম সেঞ্চুরিটি হাঁকিয়ে ইডেনের দর্শকদের বাড়তি অক্সিজেন জুগিয়েছিলেন তিনি। এদিন পুরো দিনটাই বোধহয় ক্রিকেট-দেবতা ভারতের পক্ষেই ছিলেন! প্রথমে টসে জেতে ভারত। ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। এতেই চাপে পড়ে যায় টেম্বা বাভুমার দক্ষিণ আফ্রিকা। এদিন ব্যাট হাতে নেমে দাপিয়ে খেলতে লাগলেন রোহিত ও শুভমন গিল। তাঁদের আক্রমণাত্মক ভঙ্গি দেখে হকচকিয়ে যান মার্কো জানসেনরা। পরিস্থিতির বদল ঘটাতে মাঠে নামানো হয় কেশব মহারাজ এবং তাবরেজ শামসিকে। তাতেও বিশেষ লাভ হয়নি। কারণ ততক্ষণে খেলা ধরে নিয়েছেন বিরাট। এদিন ১১৯ বলে তিনি করেছেন ১০১ রান। এর মধ্যে রয়েছে ১০টি চার।

    লেজেগোবরে দশা দক্ষিণ আফ্রিকার

    প্রথমে ব্যাট (ICC World Cup 2023) করতে নেমে ভারত করে ৩২৬ রান। এই রান তাড়া করতে গিয়েই কার্যত লেজেগোবরে দশা হয় দক্ষিণ আফ্রিকার। মাত্র ৮৩ রানেই অলআউট হয়ে যায় টেম্বা বাভুমার টিম। পাওয়ার প্লে-র মধ্যেই তিন ব্যাটসম্যানকে ফিরে যেতে হয় সাজঘরে। স্কোরবোর্ডে যখন ৪০ দেখাচ্ছিল, তখনই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে প্রোটিয়াজরা। প্রত্যাশিতভাবেই তারপর আর কূল খুঁজে পায়নি দক্ষিণ আফ্রিকা। এদিন জাদেজার হাতে বধ হয় তিন ক্রিকেটার। দুটি করে উইকেট নেন কুলদীপ ও মহম্মদ শামি।

    আরও পড়ুুন: জন্মদিনেই ক্রিকেটের নন্দন কাননে সেঞ্চুরি, সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি
    এদিন রোহিতকে ফেরান কাগিসো রাবাদা। গিলকে আউট করেন কেশব মহারাজ। তার পর থেকে ইডেনের রাশ নিয়ে নেন কোহলি। শ্রেয়স আইয়ারের সঙ্গে তৃতীয় উইকেটে কোহলি ১৩৪ রানের পার্টনারশিপ গড়ে দলের বড় রানের মঞ্চ গড়ে দেন। ৮৭ বলে শ্রেয়স করেন ৭৭ রান। সূর্যকুমার যাদব ও রবীন্দ্র জাডেজা যথাক্রমে ২২ ও ২৯ করে দলকে পৌঁছে দেন ৩২৬-এ। এদিন ভারতের জয়ের (ICC World Cup 2023) পর টিম ইন্ডিয়ার সঙ্গে উঠে দাঁড়িয়ে জনগণমন গাইছে ইডেন। এ দৃশ্য দীর্ঘ দিন দেখা যায়নি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: জন্মদিনেই ক্রিকেটের নন্দন কাননে সেঞ্চুরি, সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

    ICC World Cup 2023: জন্মদিনেই ক্রিকেটের নন্দন কাননে সেঞ্চুরি, সচিনকে ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ নভেম্বর জন্মদিন বিরাট কোহলির। এদিনই সচিন তেন্ডুলেকরের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন তিনি (ICC World Cup 2023)। একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করলেন কোহলি। এবং সেটা হল ১১৯ বলে। এর মধ্যে ছিল ১০টি চার। রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে তিনি অপরাজিত রইলেন ১২১ বলে ১০১ রান করে।

    জন্মদিন উপলক্ষে সেজেছিল ইডেন

    কোহলির জন্মদিন উপলক্ষে এদিন সাজানো হয়েছিল ইডেন। দর্শকদের জন্য মুখোশ দেওয়ার পরিকল্পনা করেছিলেন সিএবি কর্তারা। কিন্তু আইসিসির অনুমোদন না মেলায় কোহলির জন্মদিন পালনের পরিকল্পনা বাতিল করতে হয়েছে সিএবিকে। এদিন স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানান কোহলি-পত্নী অনুষ্কা শর্মা। সন্ধ্যায় রেকর্ড করে ফের একবার নিজেকে বিরাট প্রমাণ করলেন কোহলি। বছর তিনেক পর ২০২২ সালের এশিয়া কাপে (টি- টোয়েন্টি) আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরির খরা কাটে কোহলির। তার পর থেকে একের পর এক সেঞ্চুরি করে চলেছেন তিনি (ICC World Cup 2023)।

    ইডেনের অভিনন্দন

    তেইশের বিশ্বকাপেও একটি সেঞ্চুরি করেছেন। চলতি বিশ্বকাপে তিনবার শতরানের দোরগোড়ায় গিয়েও ফিরে আসতে হয়েছে কোহলিকে। অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তবে চলতি বিশ্বকাপেই যে তিনি ‘বিরাট’ মাপের কিছু করে দেখাবেন, সে প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের ছিলই। শেষমেশ তা পূরণ হল ক্রিকেটের নন্দনকাননে। এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান পূর্ণ করতেই উঠে দাঁড়িয়ে অভিনন্দন জানায় ইডেন।

    আরও পড়ুুন: দোরগোড়ায় নির্বাচন, বামলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিগম্বর সন্ত দর্শন করলেন প্রধানমন্ত্রী

    এদিনও কেশব মহারাজের একটি ডেলিভারিতে আতঙ্ক তৈরি হয়েছিল। মিডল স্টাম্পে পড়ে বল টার্ন নিয়ে কিপার কুইন্টন ডিককের হাতে। অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা আউট না দেওয়ায় রিভিউ নেয় দক্ষিণ আফ্রিকা। রিভিউয়ে দেখা যায়, প্যাড-ব্যাটের সাউন্ডই ছিল। ৬৭ বলে কোহলি হাফ সেঞ্চুরিতে পৌঁছতেই বাড়তে থাকে অপেক্ষা। কাগিসো রাবাডার একটা ভয়ঙ্কর ইয়র্কার সামলে দিতেই হাসি ফোটে গ্যালারিতে। প্রথম একশো বলে এদিন ছক্কা মারেননি কোহলি। ধরে খেলছিলেন। মার্কো জানসেনের বলে বাউন্ডারি মেরে ৮৬ রান করতেই গ্যালারিতে ধ্বনিত হয় কোহলি…কোহলি। শেষমেশ ১১৯ বলে আসে সেঞ্চুরি। উদযাপন (ICC World Cup 2023) হয় জন্মদিন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • PM Modi: দোরগোড়ায় নির্বাচন, বামলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিগম্বর সন্ত দর্শন করলেন প্রধানমন্ত্রী

    PM Modi: দোরগোড়ায় নির্বাচন, বামলেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দিগম্বর সন্ত দর্শন করলেন প্রধানমন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার প্রথম দফার নির্বাচন ছত্তিশগড় বিধানসভার। সেই উপলক্ষে রবিবার সে রাজ্যে প্রচারে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন প্রথমে ছত্তিশগড়ের রাজনন্দনগাঁও জেলার মা বামলেশ্বরী মন্দিরে পুজো দেন প্রধানমন্ত্রী। করেন প্রার্থনাও।

    মা বামলেশ্বরী মন্দির

    ছত্তিশগড়ের রাজনন্দনগাঁও জেলার এই মন্দিরটি জেলার অন্যতম দ্রষ্টব্য স্থান। ১৬০০ ফুট উচ্চতায় রয়েছে মায়ের মন্দির। যাঁরা ট্রেকিং পছন্দ করেন, তাঁরাও এখানে আসেন এক ঢিলে দুই পাখি মারতে। এদিন ভোরে মহারাষ্ট্রের গোন্ডিয়া বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে হেলিকপ্টারে ডোঙ্গারগড়ে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে গিয়ে পুজো দেন বামলেশ্বরী মন্দিরে।

    প্রথম দফার নির্বাচন

    প্রসঙ্গত, চলতি মাসে দেশের যে ক’টি রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার মধ্যে একটি হল ছত্তিশগড়। এখানে প্রথম দফার নির্বাচন হওয়ার কথা ৭ নভেম্বর। এই আসনগুলির মধ্যে ১২টিই মাওবাদী উপদ্রুত এলাকায়। বাকি ৭০টি আসনে নির্বাচন হবে ১৭ নভেম্বর। নির্বাচন যখন দোরগোড়ায়, তার আগে শনিবার মাওবাদীদের হাতে খুন হন এক বিজেপি নেতা। এমতাবস্থায় এদিন প্রধানমন্ত্রী গেলেন দেব-দর্শনে।

    মায়ের মন্দির দর্শন শেষে প্রধানমন্ত্রী (PM Modi) যান দিগম্বর সন্ত দর্শনে। জৈনদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান ডোঙ্গারগড়ে যান তিনি। সেখানে দেখা করেন জৈন গুরু আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগর মহারাজের সঙ্গে। পায়ে হাত দিয়ে প্রণাম করেন বর্ষীয়ান এই সাধুকে। মহারাজকে প্রণামের সেই ছবি পোস্টও করেন এক্স হ্যান্ডেলে।

    প্রধানমন্ত্রী লিখেছেন, “ছত্তিশগড়ের ডোঙ্গারগড়ে চন্দ্রগিরি জৈন মন্দিরে আচার্য শ্রী ১০৮ বিদ্যাসাগর জি মহারাজ জির আশীর্বাদ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।” পুণ্য দর্শন সেরে প্রধানমন্ত্রী চলে যান এ রাজ্যেরই এক জনসভায় যোগ দিতে। প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ক্ষমতায় আসে কংগ্রেস। সোনিয়ার দলকে ছুড়ে ফেলে রাজ্যের কুর্সি দখল করতে চায় বিজেপি (PM Modi)।

    আরও পড়ুুন: “১৯ নভেম্বর এয়ার ইন্ডিয়ার বিমানে চড়বেন না”, হুমকি খালিস্তানপন্থী জঙ্গি পান্নুনের

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

     

LinkedIn
Share