Author: নিমাই দে

  • Ganga Arati: বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি নিয়ে ধুন্ধুমার বাবুঘাট, গ্রেফতার সজল ঘোষ

    Ganga Arati: বিজেপির গঙ্গা আরতি কর্মসূচি নিয়ে ধুন্ধুমার বাবুঘাট, গ্রেফতার সজল ঘোষ

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতায় গঙ্গা আরতি নিয়ে এবারে বিজেপি ও পুলিশের সংঘাত। গঙ্গা আরতির কর্মসূচি নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি বাবুঘাট চত্বরে। মঙ্গলবার বাবুঘাটে বিজেপির গঙ্গা আরতির কর্মসূচি আটকে দিল পুলিশ। এই নিয়েই বিজেপি নেতা সজল ঘোষ ও পুলিশের বচসা বাঁধে ও ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, ঘটনাস্থল থেকে টেনে সরানো হয় বিজেপি কর্মীদের। খুলে ফেলা হয়েছে গেরুয়া পতাকাও। শেষপর্যন্ত গ্রেফতার করা হয় বিজেপি কাউন্সিলর সজল ঘোষকে। তাঁকে টেনে-হিঁচড়ে লালবাজারে নিয়ে যায় পুলিশ।

    সজল ঘোষকে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তুলল পুলিশ

    এদিন সন্ধ্যায় বাজা কদমতলা ঘাটে রাজ্য বিজেপির পক্ষ থেকে আরতির আয়োজন করা হয়। কিন্তু সোমবারই তা বাতিল ঘোষণা করে কলকাতা পুলিশ। পুলিশের অনুমতি না থাকলেও এদিন ওই জায়গায় বিজেপি কর্মী সমর্থকরা যান। তখনই তাঁদের সরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ, পুলিশ ওই মঞ্চ খুলে দেয়। এর পর বিজেপি কাউন্সিলর তথা নেতা সজল ঘোষ দাবি করেন, সেনাবাহিনীর থেকে অনুমতি পেলেও গঙ্গা আরতি করতে বাধা দিচ্ছে পুলিশ। যা নিয়ে পুলিশকর্তাদের সঙ্গে বচসা বাধে তাঁর।

    পুলিশের অনুমতি নেই জানানো হলেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন সজল ঘোষ। ধস্তাধস্তি শুরু হয় বিজেপি কর্মীদের সঙ্গেও। তারপরই তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। সজল ঘোষকে টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। টেনে-হিঁচড়ে যখন তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন কেন তাঁকে পুলিশ নিয়ে যাচ্ছে বলে বারবার জানতে চান সজল ঘোষ। পাশাপাশি তিনি লালবাজারে যাবেন না বলেও বারবার বলতে থাকেন। যদিও তাঁর কোনও কথাই শোনেনি পুলিশ। কলকাতা পুলিশ তাঁকে তুলে নিয়ে যাওয়ার কিছুটা আগেই বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেন, পুলিশকে কাজে লাগিয়ে এ রাজ্যের সরকার মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। কেড়ে নেওয়া হচ্ছে ধর্মীয়, রাজনৈতিক অধিকার।

    বৃহস্পতিতেও বিজেপির কর্মসূচিতে বাধার আশঙ্কা

    মঙ্গলবারে গঙ্গা আরতির কর্মসূচিতে কলকাতা পুলিশের অনুমতি পাওয়া যায়নি। বৃহস্পতিবারের বিজেপির কর্মসূচিতেও এখনও পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি। ফলে আগামী দিনে অনুমতি পাবে কিনা তা নিয়ে আশঙ্কা রয়েছে। উত্তর কলকাতার সিমলা থেকে মধ্য কলকাতার কার্জন পার্ক পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছে বিজেপির যুব শাখা। বিজেপি যা ঠিক করেছে তাতে সিমলা থেকে শুরু হয়ে কলেজ স্ট্রিট, ওয়েলিংটন স্কোয়্যার হয়ে পদযাত্রা আসবে ধর্মতলায়। এর পরে রানি রাসমণি রোড হয়ে যাবে কার্জন পার্কে। বিজেপি সূত্রে খবর, লালবাজারে আবেদন করা হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রয়োজনীয় অনুমতি মেলেনি। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ম্যারাথন করতে চায় বিজেপি যুব মোর্চা। স্বামীজির মূর্তিতে মালা দিয়ে কর্মসূচি শুরু হবে বৃহস্পতিবার সকাল ৯টায়। তবে তার এক ঘণ্টা আগে থেকেই জমায়েতের ডাক দিয়েছে যুব মোর্চা। আজকের গঙ্গা আরতি নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হল, এর পর বৃহস্পতিবারের কর্মসূচির জন্য অনুমতি পাওয়া যাবে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে গেরুয়া শিবিরে।

     

  • Moscow-Goa Flight: বিমানে ‘ভুয়ো’ বোমাতঙ্ক! চিরুনি তল্লাশি চালিয়ে মিলল না কিছুই, ফের গোয়ার উদ্দেশে রওনা

    Moscow-Goa Flight: বিমানে ‘ভুয়ো’ বোমাতঙ্ক! চিরুনি তল্লাশি চালিয়ে মিলল না কিছুই, ফের গোয়ার উদ্দেশে রওনা

    মাধ্যম নিউজ ডেস্ক: মস্কো-গোয়া বিমানে বোমাতঙ্ক। ২৪৪ জন যাত্রী নিয়ে বিমানটির জরুরি অবতরণ করানো হয় গুজরাটের জামনগরে। জানা গিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে প্রথমে এই বিমানে বোমা রাখার ফোন আসে। তারপরেই বিমানটিকে গুজরাটের জামনগরে জরুরি অবতরণ করানো হয়। ইতিমধ্যেই এনএসজি-র দুটি দল চার্টার্ড বিমানটিতে তল্লাশি চালায়। চিরুনি তল্লাশি চালিয়েও কোন বোমের সন্ধান পাওয়া যায়নি বলে খবর। মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ বিমানটির গোয়া যাওয়ার কথা ঠিক থাকলেও, দুপুর ১টার দিকে এটি গোয়ার উদ্দেশে রওনা দিয়েছে। 

    ঠিক কী ঘটেছিল?

    গত কয়েকদিন ধরে একাধিক বিমানের ঘটনা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। মঙ্গলবার ফের বিমানের কাণ্ড খবরের শিরোনামে। মস্কো-গোয়া বিমানে হঠাৎ করে বোমা রাখার খবর পান এয়ার ট্রাফিক কন্ট্রোলের আধিকারীকরা। এতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। তড়িঘড়ি বিমানটিকে গুজরাটের জামনগরের দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং সেখানে অবতরণ করানো হয়। বিমানটিতে ২৩৬ জন যাত্রী ও ৮ জন কেবিন ক্রু ছিলেন। প্রত্যেক যাত্রীকে নামিয়ে তাঁদের জিনিসপত্র তন্নতন্ন করে পরীক্ষা করেন নিরাপত্তারক্ষীরা। নামে এনএসজিও। বিমানটিও ভালভাবে পরীক্ষা করা হয়। কিন্তু দীর্ঘক্ষণ তল্লাশির পরও কিছুই মেলেনি বলে খবর নিশ্চিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

    আরও পড়ুন: বিজেপির গঙ্গাপুজোয় ‘না’ পুলিশের, ‘কর্মসূচি হবেই’, জানালেন সুকান্ত

    জামনগর জেলা কালেক্টরের বক্তব্য

    জামনগরের জেলাশাসক সৌরভ পারঘি সংবাদমাধ্যমে বলেছেন, “রাত ৯ টা ৫০ মিনিট (সোমবার) থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত নিরাপত্তা সংস্থাগুলি তল্লাশি চালিয়েছে। নিরাপত্তা সংস্থাগুলো যাত্রীদের বিবরণও যাচাই করেছে। যাত্রীদের রুটিন স্ক্যানিংয়ের মাধ্যমে চেক করা হয়। নয় ঘণ্টা ধরে এই কাজ চলেছে। লাগেজ চেক করা হয়েছে এবং বিস্তারিত যাচাই করা হয়েছে।”

    জামনগর বিমানবন্দর ডিরেক্টরের বক্তব্য

    জামনগর বিমানবন্দরের ডিরেক্টর জানিয়েছেন, “আমরা খুব ভালভাবে ব্যাগ এবং বিমানের লাগেজ বক্স পরীক্ষা করেছি। এনএসজি সন্দেহজনক কিছু খুঁজে পায়নি। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টা থেকে ১১টার মধ্যে বিমানটি গোয়ার উদ্দেশে উড়ে যাবে।”

    বিমানে থাকা সকল যাত্রীই নিরাপদ

    গতকাল রাশিয়ান দূতাবাস বিবৃতি জারি করে জানিয়েছে যে, মস্কো থেকে গোয়া যাওয়ার আজুর এয়ারের বিমানে বোমাতঙ্কের খবর পেয়ে ভারতীয় বিমান কর্তৃপক্ষ রাশিয়ান দূতাবাসকে সতর্ক করেছিল। এর পর বিমানটির জরুরি অবতরণ করতে হয়েছে। এর পর বিমানে থাকা যাত্রীরাই যে নিরাপদে রয়েছেন ও বিমানের তল্লাশি চালানো হয়েছে। এসবই  জানানো হয়েছে। সূত্রের খবর, জামনগর বিমানবন্দরটি নিরাপত্তা বাহিনীর তরফ থেকে ৯ ঘন্টা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। তবে সন্দেহজনক কিছু না মেলায় আপাতত স্বস্তিতে বিমান যাত্রীরা। আজ ১১ টার দিকে রওনা দেওয়ার কথা থাকলেও বিমানটি দুপুর ১ টার দিকে গোয়ার উদ্দেশে ফের রওনা দিয়েছে। 

     

  • Golden Globes 2023: গোল্ডেন গ্লোবস ২০২৩-এ সেরা গান ‘নাটু নাটু’, বিশ্বমঞ্চে রাজামৌলির জয়জয়কার

    Golden Globes 2023: গোল্ডেন গ্লোবস ২০২৩-এ সেরা গান ‘নাটু নাটু’, বিশ্বমঞ্চে রাজামৌলির জয়জয়কার

    মাধ্যম নিউজ ডেস্ক: পরিচালক এসএএস রাজামৌলির মাথায় নয়া মুকুট। ফের এক খেতাব জয় করল এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবি। গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে এই ছবির গান ‘নাটু নাটু’ সেরা অরিজিন্যাল গানের শিরোপা জিতে নিল। এই গানটির কম্পোজার এমএম কীরাবাণি এবং গায়ক কলা ভৈরব এবং রাহুল সিপলিগুঞ্জ এই গানটির জন্য সেরা অরিজিন্যাল গানের পুরস্কার পান। সেরা গানের শিরোপা জেতার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সঙ্গীত শিল্পি, অভিনেতা-অভিনেত্রীরা  অভিনন্দন জানিয়েছেন ‘আরআরআর’-এর টিমকে।

    সেরা গানের জন্য গোল্ডেন গ্লোব পেল ‘নাটু নাটু’

    জানা গিয়েছে, সেরা গানের বিভাগে টেলর সুইফ্ট এবং লেডি গাগা, রিহানার মত আমেরিকান গায়িকাদের জোর টেক্কা দিয়েছেন রাহুল সিপলিগুঞ্জ এবং কলা ভৈরব। নমিনেশনের তালিকায় ছিল টেলর সুইফ্টের ‘ক্যারোলিনা’, লেডি গাগার ‘টপ গান: ম্যাভেরিক’ ছবির ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ ছবির ‘লিফ্ট মি আপ’ গানটি। কিন্তু শেষপর্যন্ত প্রতিযোগিতর দৌড়ে এই সমস্ত গানকে দূরে ফেলে ‘নাটু নাটু’ গানটিই সেরা হয়ে উঠেছে গোল্ডেন গ্লোব ২০২৩-এ। অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নিতে ওঠেন ছবির সঙ্গীত পরিচালক এম এম কীরাবাণি। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই পুরস্কার আমার ভাই এস এস রাজামৌলির। পাশাপাশি এই গানে অবিশ্বাস্য এনার্জি নিয়ে নাচার জন্য রাম চরণ এবং জুনিয়র এনটিআরকে ধন্যবাদ।” জয়ের পরে, ‘RRR’-এর অফিসিয়াল ট্যুইটার গোল্ডেন গ্লোবের ট্রফি নিয়ে একটি ছবি শেয়ার করে কীরাবাণিকে অভিনন্দন জানিয়েছে। তারা লিখেছেন, “লেজেন্ডারি এমএম কীরাবাণি!!”

    অভিনেতা-অভিনেত্রী-সঙ্গীত শিল্পীদের ট্যুইট

    এই জয়ের খুশিতে অভিনন্দন জানিয়ে মেগাস্টার চিরঞ্জীবী ট্যুইট করেছেন।

    [tw]


    [/tw]

    এ আর রহমান অভিনন্দন জানিয়েছেন আরআরআর-এর টিম ও কীরাবাণিকে অভিনন্দন জানিয়েছেন।

    বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, যিনি এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তিনিও এই খুশির খবরে তাঁর ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন।

    প্রসঙ্গত, গোল্ডেন গ্লোবস পুরস্কারে সঙ্গীতের পাশাপাশি সেরা বিদেশি ভাষার ছবির বিভাগেও মনোনীত হয়েছিল ‘আরআরআর’। তবে এই বিভাগে খেতাব জেতা হয়নি। অস্কারেও ছবিটি দুটি বিভাগে শর্টলিস্টেড হয়েছে ও বিএএফটিএ পুরস্কারের জন্য একটি বিভাগে। এই ছবির জন্য সেরা পরিচালকের খেতাব সদ্যই অর্জন করেছেন রাজামৌলি। গত বছরের মার্চ মাসে মুক্তি পেয়ে অল্প সময়ের মধ্যেই দর্শকদের মন ছুঁয়েছে ও বক্স অফিসেও দারুণ ব্যবসা করতে পেরেছে ‘আরআরআর’। ১,২০০ কোটি টাকার গণ্ডি পেরিয়েছে এই সিনেমা।

  • Mithun-Suvendu in Tripura: ভোটমুখী ত্রিপুরায় প্রচারে আজ শুভেন্দু-মিঠুন, পৃথক সভার কর্মসূচি জানুন

    Mithun-Suvendu in Tripura: ভোটমুখী ত্রিপুরায় প্রচারে আজ শুভেন্দু-মিঠুন, পৃথক সভার কর্মসূচি জানুন

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই ত্রিপুরার বিধানসভা নির্বাচন। যদিও সেই ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে ত্রিপুরায় গেরুয়া শিবিরের প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্যেই সেখানে ‘বিজয় সংকল্প সভা’, ‘জন বিশ্বাস যাত্রা’র মত কর্মসূচি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। জনসভা শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আর এবার ভোটের মুখে সভা করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। শুধু শুভেন্দুই নন, বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তীও যাচ্ছেন ত্রিপুরায়। তবে বিজেপির এই দুই মহারথী একসঙ্গে ত্রিপুরায় গেলেও তাঁরা একাধিক জায়গায় পৃথক পৃথক কর্মসূচিতে যোগ দেবেন। আজ এই দুই বিজেপি নেতার কী কী কর্মসূচি আছে, জেনে নিন।

    শুভেন্দুর অধিকারীর কর্মসচি

    সূ্ত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় আগরতলা বিমানবন্দরে পৌঁছে যাচ্ছেন শুভেন্দু। সাড়ে ৯টায় হোটেলে ঢুকে জলখাবারের পরেই তিনি সোজা প্রায় ৫০ কিলোমিটার দূরে বাগমায় যাবেন। গোমতি জেলায় বিজেপির ‘বিজয় সঙ্কল্প যাত্রা’য় যাবেন তিনি। সেখানে তিনি দলীয় কর্মী ও সমর্থকদের সামনে বক্তৃতা রাখবেন। এরপর চলে যাবেন চারিলামে। সেখানে ‘জন বিশ্বাস যাত্রা’য় পা মেলাবেন শুভেন্দু। সেখান থেকে বিশালগড়ে আরও একটি ‘জন বিশ্বাস যাত্রা’য় অংশগ্রহণের কথা রয়েছে তাঁর। পর পর ৩ জায়গায় উপস্থিত থাকার পর মঙ্গলবারই ফিরে আসবেন কলকাতায়।

    আরও পড়ুন: ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই হয়ে যাবে রাম মন্দির, ত্রিপুরায় ঘোষণা শাহের

    মহাগুরুর কর্মসূচি

    আজ, মঙ্গলবার সন্ধ্যায় ৭টার সময় আগরতলা বিমানবন্দরে পৌঁছনোর কথা মিঠুনের। তবে আজ কোনও সভা থাকছে না তাঁর। বুধবার তেলিয়ামুড়ায় বিজয় সঙ্কল্প মিছিলে উপস্থিত থাকবেন মহাগুরু। মধ্যাহ্নভোজের পর মজলিশপুর মণ্ডলে ‘জন বিশ্বাস র‌্যালি’তে থাকবেন মিঠুন।

    প্রসঙ্গত, দিন কয়েক আগে ত্রিপুরায় বিজেপির জন বিশ্বাস যাত্রার উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। নির্বাচনী প্রচারে এসে বিজেপির সুর বেঁধে দিয়েছেন তিনি। এবার সেখানে যাচ্ছেন বঙ্গ বিজেপির দুই নেতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Surendran K Pattel: পড়াশোনা চালাতে বিড়ি বাঁধতেন, তিনিই এখন আমেরিকার বিচারক!

    Surendran K Pattel: পড়াশোনা চালাতে বিড়ি বাঁধতেন, তিনিই এখন আমেরিকার বিচারক!

    মাধ্যম নিউজ ডেস্ক: নিজের ইচ্ছাশক্তি থাকলে মানুষ কী কী না করে! এমনই এক অসাধ্য সাধন করে মানুষের তাক লাগিয়ে দিলেন এক ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার ডিস্ট্রিক কোর্টের বিচারক হলেন তিনি। ওই ব্যক্তির নাম সুরেন্দ্রন কে প্যাটেল। তবে জানেন কি তাঁর এই লড়াই একেবারেই সহজ ছিল না। এই ব্যক্তিকেই একসময় পরিবারের পাশে দাঁড়াতে বিড়ি বেঁধে উপার্জন করতে হত, দিনমজুরিরও কাজ করতে হত। তবে এত সমস্যার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা হারিয়ে যায়নি। জীবনযুদ্ধে সমস্ত কষ্ট সহ্য করেই শেষপর্যন্ত নিজের লক্ষ্যে পৌঁছেছেন তিনি।

    সুরেন্দ্রন প্যাটেলের জীবনযুদ্ধ…

    সুরেন্দ্রন কেরলের কাসারগড়ের বাসিন্দা। তিনি জানিয়েছেন, তাঁর পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভাল ছিল না। দশম শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দিতে হয়েছিল তাঁকে। কিন্তু তিনি সেখানেই থেমে থাকেননি। তার পর বিড়ি বাঁধা এবং দিনমজুরির কাজও করেছেন। সেই সব করে পয়সা জমিয়ে ফের পড়াশোনা শুরু করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারপতির আসনে বসলেন সুরেন্দ্রন কে প্যাটেল। তিনি আমেরিকার আদালতের বিচারক হিসাবে নজির গড়লেন। এই প্রথম কোনও মালায়ালম ব্যক্তি আমেরিকার কোনও আদালতের বিচারক নির্বাচিত হলেন।

    তিনি সংবাদমাধ্যমে বলেছেন, “পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ মেটানোর সাধ্য ছিল না আমার পরিবারের। বাধ্য হয়ে বিড়ি বাঁধতাম। এক বছর এই কাজ করার পরে আমার জীবন দর্শনই পালটে যায়।”  তিনি আরও জানিয়েছেন, তাঁর গ্রামের বন্ধুরা তাঁর আইনের ডিগ্রি সহ তাঁর শিক্ষার জন্য অর্থ দিয়ে সাহায্য করেছিল। পড়ালেখার সময় তিনি স্থানীয় একটি হোটেলে গৃহস্থলির কাজও করেছিলেন।

    আমেরিকার ডিস্ট্রিক বিচারক…

    আমেরিকার ডিস্ট্রিক বিচারক ঠিক হয় নির্বাচনের মাধ্যমে। টেক্সাসের জেলা আদালতের বিচারক হতে ৫১ জনকে পিছনে ফেলেছেন সুরেন্দ্রন এবং আমেরিকার প্রথম মালায়ালি বিচারক হয়েছেন। তিনি বলেছেন, “যখন আমি টেক্সাসে এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তখন আমার উচ্চারণ নিয়ে মন্তব্য করা হয়েছিল এবং আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচার চালানো হয়েছিল। আমি যখন ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনে অংশ নিয়েছিলাম, আমার নিজের দল মনে করেনি যে আমি এই পদের যোগ্য। কিন্তু আজ এই জায়গায় এসে পৌঁছেছি। সকলের জন্য একটাই কথা বলার আছে। কাউকে আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে দেবেন না। এটার সিদ্ধান্ত নেওয়ার একমাত্র আপনারই উচিত।”

  • West Bengal Weather: শীতে জবুথবু রাজ্যবাসী, একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি

    West Bengal Weather: শীতে জবুথবু রাজ্যবাসী, একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা জারি

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুর থেকেই রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, হাঁড়কাপুনি ঠান্ডা। শুক্রবারই কলকাতায় চলতি মরশুমের শীতলতম দিন ছিল। পাঁচ বছরের রেকর্ড ভেঙেছিল সেদিন। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ খানিকটা উর্ধ্বগামী হল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

    কলকাতার আবহাওয়া

    চলতি শীতের মরশুমে পরপর দু’দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড পতন হয়েছে। শনিবার থেকে অবশ্য মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার তা সামান্য বেড়ে দাঁড়াল ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’তিনদিন ঠান্ডার এই আমেজ বজায় থাকবে কলকাতায়। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে তা ৩ ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় অব্যাহত পারদপতন। আবহবিদরা জানিয়েছেন, আগামী ৩ দিন তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। কলকাতায় পারদও ১২ ডিগ্রির আশেপাশেই থাকবে।

    শৈত্যপ্রবাহের পূর্বাভাস

    রাজ্যের ৫ জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে আগামী কয়েক দিন শৈত্যপ্রবাহ হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কয়েকদিন থাকবে এই কনকনে ঠাণ্ডার দাপট। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়াতে কোনওরকম পরিবর্তন নেই। উত্তর ও দক্ষিণবঙ্গে কুয়াশার দাপট থাকবে। এমনকি তাপমাত্রা ০.৫ বা ১ ডিগ্রি উপর-নীচ হতে পারে। সেই সঙ্গে রয়েছে শৈত্য প্রবাহের পূর্বাভাস। পাশাপাশি কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

    আরও পড়ুন: কলকাতা ১০.৯ ডিগ্রি! মরশুমের শীতলতম দিনে কাঁপুনি ধরাল হাড়ে

    উত্তরবঙ্গের আবহাওয়া

    দক্ষিণবঙ্গ থেকেও উত্তরবঙ্গে কুয়াশার দাপট বেশি। উত্তরবঙ্গের ক্ষেত্রে ৩ জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমবে বলেও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি কমে যাবে বলে জানা গিয়েছে। দার্জিলিংয়ের তাপমাত্রা ছিল ৭ ডিগ্রির আশেপাশে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জও রয়েছে সাতেই। ফলে পারদপতনের নিরিখে উত্তরবঙ্গের পাহাড় ঘেরা এলাকাগুলিকেও জোর টক্কর দিচ্ছে সমতল এলাকাগুলিও।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    হাওয়া অফিস জানিয়েছে সোমবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়াই শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টায় সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে পরবর্তী ২৪ ঘন্টায় কুয়াশা তেমন থাকবে না। আগামী দুদিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও,পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির আগে কয়েক দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত নামতে পারে।

  • Calcutta High Court: বিচারপতি মান্থার এজলাস বয়কট, আইনজীবীদের বিক্ষোভে উত্তপ্ত হাইকোর্ট চত্বর

    Calcutta High Court: বিচারপতি মান্থার এজলাস বয়কট, আইনজীবীদের বিক্ষোভে উত্তপ্ত হাইকোর্ট চত্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: নজিরবিহীন ঘটনা বাংলায়! কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের দাবি তুলে বিক্ষোভ করতে দেখা গেল আইনজীবীদের একাংশকে। আইনজীবীদের মধ্যে এই সংঘাত শেষপর্যন্ত হাতাহাতিতে পৌঁছল। কলকাতা হাইকোর্টের ১৩ নম্বর আদালত কক্ষ বন্ধ থাকা নিয়ে প্রতিবাদ জানান আইনজীবীদের একাংশ। তাঁরা জোর করে এজলাসে ঢুকতে গেলে বাধা দেন কিছু আইনজীবী। এর পর দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ধস্তাধস্তি, হাতাহাতি। তৃণমূলের মহিলা আইনজীবীদের একাংশ এজলাসের গেট বন্ধ করে দেন। তুমুল হট্টগোলে বিচারপতি এজলাস ছেড়ে উঠে যান। এই বিক্ষোভ, ধস্তাধস্তি শুরু হলে কিছুক্ষণ বন্ধ থাকে কাজ। এর পর ২ ঘণ্টা পর এজলাসে ফিরে আসেন বিচারপতি রাজাশেখর মান্থা ও শুরু হয় বিচারের কাজ।

    হাইকোর্ট চত্বরে ধুন্ধুমার! 

    সোমবার সকাল সাড়ে ১০ টা নাগাদ কলকাতা হাইকোর্টে  বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস ঘিরে বয়কটের দাবি তোলে কিছু আইনজীবী। তাঁরা অবস্থান বিক্ষোভে বসেন। সেই পরিস্থিতিতে নিজের এজলাস ছেড়ে উঠে যান প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবও। বন্ধ হয়ে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের শুনানি। প্রায় ১ ঘণ্টারও বেশি সময় ধরে শুনানি বন্ধ থাকে বিচারপতি মান্থার এজলাসে। এরপর বিচারপতি মান্থা ফিরে আসলে কাজ শুরু হয়। হাইকোর্টের এই দৃশ্য ট্যুইটারে শেয়ার করেছেন, আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

    বিচারপতির বাড়ির পাশেও বেনামি অভিযোগ-পোস্টার

    আবার তাঁর বিরুদ্ধে আদালতের বাইরের দেওয়ালেও পোস্টার দেখা গিয়েছে। তাতে বিচারপতি রাজাশেখর মান্থার ছবি দিয়ে ইংরাজিতে লেখা – লজ্জা, বিচারব্যবস্থার নামে কলঙ্ক! কেউ আবার প্রশ্ন তুলেছেন – কোথায় আসল বিচার মিলবে? তাঁর বাড়ির আশেপাশেও লাগানো হয়েছে পোস্টার। যোধপুর পার্ক এলাকায় বিচারপতির বাড়ি। পোস্টারে বিচারপতি রাজশেখর মান্থার নামে বিভিন্ন অভিযোগ তোলা হয়েছে, কারা এই পোস্টার লাগিয়েছে, তার কোনও উল্লেখ নেই। তদন্তে নেমেছে লেক থানার পুলিশ।

    প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব কী বললেন?

    এরপর ১৩ নম্বর কোর্ট বয়কট নিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন কেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল বিল্বদল ভট্টাচার্য। এসব শুনে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, “এটা উচিত নয়। সব তথ্য প্রমাণ নিয়ে আসুন। বারের সভাপতি ডেকে পাঠাচ্ছি। এই ঘটনা একেবারেই উচিত নয়। বিষয়টি আমরা দেখেছি।” এরপর প্রধান বিচারপতি বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে (AG) ডেকে পাঠান। তাঁদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলতে চান তিনি। আদালতের ১৩-এর বাইরের সমস্ত সিসি ক্যামেরা ফুটেজ চাইলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। পরে একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পাঠানোও হল তাঁর কাছে। ফুটেজ খতিয়ে দেখছেন তিনি। এই বিক্ষোভ এবং হাতাহাতির ঘটনার পর নিজের এজলাসে শুনানি বন্ধ করে জরুরি বৈঠকে বসেছেন তিনি। বৈঠকে রয়েছেন হাই কোর্টের অন্য বিচারপতিরাও। 

  • Covid-19: করোনার কোন ভ্যারিয়েন্ট বেশি ভয়ঙ্কর, এক্সবিবি.১.৫ নাকি বিএফ.৭?

    Covid-19: করোনার কোন ভ্যারিয়েন্ট বেশি ভয়ঙ্কর, এক্সবিবি.১.৫ নাকি বিএফ.৭?

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে নতুন করে তাণ্ডব শুরু করেছে করোনা ভাইরাস। ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট বিএফ.৭ নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে চিনে। পিছিয়ে নেই আমেরিকাও। সেখানেও করোনার অন্য এক ভ্যারিয়েন্ট নতুন করে উদ্বেগের সৃষ্টি করছে। সেটি হল এক্সবিবি.১.৫। চিনে যখন ওমিক্রনের বিএফ.৭ সাব ভ্যারিয়েন্ট ত্রাসের রূপ নিয়েছে, তখন আমেরিকায় এই সংক্রমণ ছড়ানোর নেপথ্যে রয়েছে ওমিক্রন এক্সবিবি.১.৫। আমেরিকার এই এক্সবিবি ভ্যারিয়েন্টটি নিয়ে বিশেষজ্ঞরা বেশ উদ্বিগ্ন। তবে সবথেকে আতঙ্কের বিষয় হল, এই দুই ভ্যারিয়েন্টে ভারতের কিছু মানুষও আক্রান্ত হয়েছেন। তবে সবারই প্রশ্ন, কোন ভ্যারিয়েন্ট বেশি ক্ষতিকারক?

    বিএফ.৭ না এক্সবিবি.১.৫, কোনটি বেশি ভয়ঙ্কর?

    আমেরিকা এক্সবিবি.১.৫-এর জন্য বেশি উদ্বিগ্ন। কারণ বিশেষজ্ঞরা জানিয়েছেন, করোনার এই ভ্যারিয়েন্ট বেশি সংক্রামক। এটি বিএ.২.৭৫ এবং বিএ.২.১০.১-এর  মিলিত প্রজাতি। সূত্রের খবর অনুযায়ী, এই ভ্যারিয়েন্টের ফলে আমেরিকার প্রায় ৪০.৫ শতাংশ আক্রান্ত হয়েছেন। তথ্য বলছে, এক্সবিবি.১.৫ এর গতি বিকিউ.১ এর থেকে ১২০ শতাংশ বেশি। এক্সবিবি.১.৫ আগের এক্সবিবি ভ্যারিয়েন্টগুলির থেকে ৯৫ শতাংশ দ্রুত বলেও জানানো হচ্ছে। বলা হচ্ছে, কোভিড ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.৫ এমন একটি ভ্যারিয়েন্ট যা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে সহজেই ভেঙে দিতে পারে। আর সংক্রমণ ছড়িয়ে ফেলার দ্রুত ক্ষমতা ধরে রাখে।

    আরও পড়ুন: সামনেই চিনা নববর্ষ, করোনার মধ্যেই ভ্রমণ সংক্রান্ত একাধিক বিধিনিষেধ তুলে নিল জিনপিং সরকার

    অন্যদিকে ওমিক্রনের উপপ্রজাতি বিএ.৫ ও বিএ.৫.২.১৭ এর পরিবর্তিত রূপ হল ওমিক্রন বিএফ.৭। যেটির ফলে নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন চিনের নাগরিকরা। এটিও দ্রুত ছড়িয়ে পড়ে।

    তবে বিজ্ঞানীরা বলছেন, বিএফ.৭ এর থেকেও বেশি সংক্রামক এক্সবিবি.১.৫ ভাইরাস। ৫৬ শতাংশ বেশি রোগ ছড়াতে পারে। বিএফ.৭ এর চেয়ে এর সংক্রমণের হার প্রায় ১২০ শতাংশ বেশি। খুব তাড়াতাড়ি মানুষের শরীরে ছড়িয়ে পড়তে পারে। মানুষের শরীরে এর সংক্রমণ হলে অ্যান্টিবডিগুলোকে দুর্বল করে দিতে পারে, ফলে খুব সহজেই রোগ প্রতিরোধ ব্যবস্থা কমিয়ে দেয়। হু-এর তরফে বলা হয়েছে, এটি আজ পর্যন্ত ওমিক্রনের সবথেকে সংক্রামক ভাইরাস।

    দুই ভ্যারিয়েন্টের সাধারণ উপসর্গ কী কী?

    করোনার এই দুই ভ্যারিয়েন্টেই যে যে উপসর্গ দেখা যায় সেগুলো হল- গলা ব্যথা, সর্দি, নাক বন্ধ, হাঁচি, কফ ছাড়া কাশি, মাথাব্যথা, কফ সহ কাশি, কর্কশ কণ্ঠস্বর, পেশী ব্যথা এবং ব্যথা ইত্যাদি।

     

  • Dehradun Student: দেরাদুনের এক খুদের স্বরচিত কবিতার প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদি, দেখুন ভিডিও

    Dehradun Student: দেরাদুনের এক খুদের স্বরচিত কবিতার প্রশংসায় পঞ্চমুখ নরেন্দ্র মোদি, দেখুন ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কিছুই শেয়ার করে থাকেন। অনেকে নিজেদের প্রতিভাকেও সবার সামনে তুলে ধরেন। ফলে নেটিজেনরাও তাঁদের প্রতিভার প্রশংসা করে থাকেন। কিন্তু যদি কারোর প্রতিভায় স্বয়ং দেশের প্রধানমন্ত্রী প্রশংসা করেন, তবে কার না ভালো লাগবে! কিন্তু প্রধানমন্ত্রীর প্রশংসা পাওয়া অতটাও সোজা নয়। এবারে এমনই এক অসাধ্য সাধন করল দেরাদুনের এক খুদে। এই খুদে স্ট্রেস ফ্রি পরীক্ষা দেওয়ার জন্য নিজেই একটি কবিতা লিখেছে ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। আর এটিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশংসায় পঞ্চমুখ।

    ছাত্রীর কবিতার প্রশংসা মোদির

    দেরাদুনের কেন্দ্রীয় বিদ্যালয়ের (ওএনজিসি) ছাত্রী কে এম দিয়া পরীক্ষার উপর তার স্বরচিত একটি কবিতা নেট মাধ্যমে তুলে ধরেছে সকলের কাছে। এজন্য তার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের এক ট্যুইট বার্তার উত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “খুবই সৃজনশীল একটি বিষয়। যে পরীক্ষাকে ঘিরে কোনও দুশ্চিন্তা থাকে না, তা হল সবচেয়ে সেরা পরীক্ষা। এ মাসের ২৭ তারিখে #ParikshaPeCharcha2023 – এর মঞ্চে এই বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব।”

    ‘পরীক্ষা পে চর্চা’…

    প্রসঙ্গত, বিগত ২০১৮ থেকে ৫ বছর ধরে বোর্ড পরীক্ষা এবং প্রবেশিকা পরীক্ষায় যাতে শিক্ষার্থীরা চিন্তামুক্ত হয়ে পরীক্ষা দিতে পারেন, তাঁদের উদ্দেশ্যে শুরু হয়েছিল ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগেই ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচির আয়োজন করা হয়।  মূলত ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সরাসরি নরেন্দ্র মোদির সঙ্গে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকরা কথা বলতে পারেন এই কর্মসূচির মধ্য দিয়ে।

    ২০২৩ সালে সমস্ত শিক্ষার্থীদের জন্য ‘পরীক্ষা পে চর্চা’ কর্মসূচির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছিল ডিসেম্বর মাসে। এখন রেজিস্ট্রেশনের মেয়াদ বাড়িয়ে ২৭ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত করা হয়েছে। এবছর ২৭ জানুয়ারি নয়াদিল্লির তালকাটোরা ইনডোর স্টেডিয়াম এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

  • Delhi Firing: প্রতিশোধের আগুন! ধর্ষণ করল ছেলে, বদলা নিতে মাকে গুলি করল দিল্লির এক কিশোরী

    Delhi Firing: প্রতিশোধের আগুন! ধর্ষণ করল ছেলে, বদলা নিতে মাকে গুলি করল দিল্লির এক কিশোরী

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রাজধানী দিল্লির বুকে গা শিউরে ওঠা ঘটনা! প্রতিশোধের আগুন এক বছরের বেশি সময় ধরে চেপে রেখেছিল এক ১৬ বছরের কিশোরী। ফলে দোষীকে না পেয়ে অভিযুক্তের মাকেই গুলি করে বসে এই কিশোরী। তবে কেন তাঁকে গুলি করল ও কী এমন অপরাধ করেছিল, হামলার কারণ জানতে চাওয়া হলে, ওই কিশোরী যা জানাল, তাতে চমকে ওঠেন পুলিশ কর্মীরাও। জানা গিয়েছে, প্রায় ১ বছরেরও আগে ওই মহিলার ছেলে ওই কিশোরীকে ধর্ষণ করেছিল। পুলিশে অভিযোগ দায়ের করা হলেও তার কোনও সুবিচার হয়নি। শেষপর্যন্ত তাই আইন নিজের হাতেই তুলে নেয় সে।

    ঠিক কী ঘটেছিল?

    চাঞ্চল্যকর ঘটনাটি রাজধানী দিল্লির ভজনপুরা এলাকার। শনিবার বিকাল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লির ভজনপুরা এলাকার এক নাবালিকার বিরুদ্ধে স্থানীয় এক মহিলাকে গুলি চালানোর অভিযোগ ওঠে। সূ্ত্রের খবর অনুযায়ী, অভিযুক্ত ছেলে ও তার মায়ের একটি মুদির দোকান রয়েছে। গতকাল সবে মাত্র দোকান খুলেছিলেন ওই মহিলা, আর তখন দূর থেকে হেঁটে আসছিল এক কিশোরী। আর দোকানের সামনে আসতেই পকেট থেকে বন্দুক বের করে ৫০ বছর বয়সী ওই মহিলাকে লক্ষ্য করে গুলি চালায় ওই কিশোরী। গুলিতে আহত হওয়ার সঙ্গে সঙ্গে ওই মহিলাকে নিয়ে হাসপাতালে ছোটেন স্থানীয়রা। প্রাণে বেঁচে যান তিনি। এখনও দিল্লির জিটিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

    আরও পড়ুন: সহযাত্রীর গায়ে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্রের খোঁজ দিল্লি পুলিশ কীভাবে পেল জানেন?

    এর পর হামলাকারী ওই কিশোরীকে আটক করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে ওই কিশোরী জানায়, আহত মহিলার ছেলে তাকে ধর্ষণ করেছিল। তার প্রতিশোধ নিতেই মহিলার উপরে গুলি চালায় সে। ২০২১ সালে ওই কিশোরী ওই কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছিল। সেসময় অভিযুক্ত ওই ধর্ষকও ছিল নাবালক। তার বিরুদ্ধে আইপিসি (IPC) এবং পকসো (POCSO) দুই আইনেই মামলা করা হয়। কিন্তু সেই মামলার কোনও সুবিচার হয়নি। তাই শেষপর্যন্ত নিজেই শাস্তি দেওয়ার কথা ভেবে অভিযুক্তের মাকেই গুলি করে ওই তরুণী।

    পুলিশ সূত্রে খবর, নাবালিকাকে জিজ্ঞাসাবাদ করে এই হামলার কারণ নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করছে তারা। মেয়েটির কাছে বন্দুক কোথা থেকে এল সেটাও জানার চেষ্টা করা হচ্ছে। আইন মেনেই নাবালিকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

LinkedIn
Share