Author: নিমাই দে

  • Pakistan: পাকিস্তানে হিন্দু মহিলাকে ধর্ষণ করে খুন, কাটা হল মাথা-স্তন, কড়া বার্তা ভারতের

    Pakistan: পাকিস্তানে হিন্দু মহিলাকে ধর্ষণ করে খুন, কাটা হল মাথা-স্তন, কড়া বার্তা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: হাড়হিম করা ঘটনা! পাকিস্তানে (Pakistan) ফের এক হিন্দু মহিলাকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠল। খণ্ডবিখণ্ড অবস্থায় বুধবার তাঁর মুন্ডুহীন দেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর অনুযায়ী, চার সন্তানের মা ৪০ বছর বয়সী ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে। এরপর তাঁর শিরশ্ছেদ করা হয়। শুধু তাই নয়, কেটে ফেলা হয় তাঁর স্তন, দেহ থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে চামড়াও। আর এবারে এই ঘটনায় ভারত থেকে কড়া বার্তা পাঠানো হল পাকিস্তানকে। নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া পাকিস্তানের কর্তব্যের মধ্যে পড়ে বলেই বিবৃতি বিদেশ মন্ত্রকের।

    পাকিস্তানের সিনঝোরোতে হিন্দু মহিলা খুন

    এই প্রথম নয়, পাকিস্তানে (Pakistan) সংখ্যালঘুদের উপর অত্যাচারের একাধিক অভিযোগ গত কয়েকমাসে সামনে এসেছে। সংখ্যালঘুদের অপহরণ, গণধর্ষণ, জোরপূর্বক ধর্ম পরিবর্তনের একের পর এক অভিযোগ ক্রমশ বেড়েই চলেছে। আর এবারের ঘটনাটি ট্যুইট করে জানিয়েছেন পাকিস্তানের প্রথম মহিলা সেনেটর কৃষ্ণা কুমারী। তিনি ট্যুইটে লিখেছেন, “মহিলার নাম দয়া ভেল। ৪০ বছর বয়সী বিধবা। তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। মাথা শরীর থেকে কেটে ফেলা হয়েছে। স্তন কাটা ছিল। শরীরের বিভিন্ন অংশ থেকে চামড়া ছিঁড়ে নেওয়া হয়েছে। খণ্ডবিখণ্ড অবস্থায় তাঁর মৃতদেহ পাওয়া গেছে। সিনঝোরো ও শাহপুরচাকরের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।”

    পিপিপির জিয়ালা অমর লাল ভেল দাবি করেছেন যে, বুধবার একটি কৃষি জমিতে বিকৃত অবস্থায় ওই লাশ পাওয়া গেছে এবং পুলিশ মহিলার পরিবারের কাছ থেকে বিশদ তথ্য সংগ্রহ করেছে। একটি পোস্টমর্টেম করা হয়েছে এবং আরও তদন্ত চলছে।

    নারকীয় কাণ্ডে কড়া বার্তা ভারতের

    দেশের সংখ্যালঘুদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব ফের একবার পাকিস্তানকে (Pakistan) মনে করিয়ে দিয়েছে নয়া দিল্লি। বিস্তারিত কোনও রিপোর্ট না হলেও সিনঝোরোতে দয়া ভেলের হত্যাকাণ্ডের খবর নজরে এসেছে বিদেশ মন্ত্রকেরও। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি (Arindam Bagchi) বলেন, “ভারত ফের বলছে, পাকিস্তানের উচিত তাঁদের দেশের সংখ্যালঘুদের সুরক্ষা, নিরাপত্তা, এবং ভালো থাকার বিষয় সুনিশ্চিত করা। এটা পাকিস্তানের দায়িত্বের মধ্যে পড়ে।”

  • Election Commission of India: রাজ্যের বাইরে থেকেও দেওয়া যাবে ভোট! ‘রিমোট ভোটিং’ চালু জাতীয় নির্বাচন কমিশনের

    Election Commission of India: রাজ্যের বাইরে থেকেও দেওয়া যাবে ভোট! ‘রিমোট ভোটিং’ চালু জাতীয় নির্বাচন কমিশনের

    মাধ্যম নিউজ ডেস্ক: পড়াশোনা বা চাকরির জন্যে রাজ্যের বাইরে আছেন, ফলে নিজের জায়গায় গিয়ে ভোট দিতে পারছেন না? তবে এবারে আর চিন্তা নেই, এই সমস্যার সমাধান নিয়ে এসেছে নির্বাচন কমিশন (Election Commission of India)। নিজের লোকসভা বা বিধানসভা কেন্দ্র ছেড়ে অন্যত্র চলে যাওয়ায় ভোট না পারার সমস্যা সমাধানে ব্যবস্থা নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। এবার থেকে রিমোট ভোটিং (Remote Voting) পদ্ধতিতে ভোট গ্রহণ করা যাবে বলে খবর জাতীয় নির্বাচন সূত্রে খবর। বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কমিশনের তরফ থেকে। এই পদ্ধতি বোঝাতে সব রাজনৈতিক দলকে ডেকেছে কমিশন। আগামী ১৬ জানুয়ারি সব দলের কাছে ওই পদ্ধতি বর্ণনা করা হবে।

    রিমোট ভোটিং চালু করার সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের

    কমিশন সূত্রে খবর, একটি বিশেষ ধরনের ইভিএম, মাল্টি কনস্টিটুয়েন্সি ইভিএম প্রস্তুত করা হয়েছে, যার মাধ্যমে যে কোনও জায়গা থেকে নিজের কেন্দ্রে ভোট দেওয়া যাবে। উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী লোকসভা নির্বাচন (২০২৪) থেকে এমন ‘রিমোট ভোটিং’-এর বন্দোবস্ত করতে চাইছে নির্বাচন কমিশন। আগামী ১৬ জানুয়ারি রাজনৈতিক দলগুলির সামনে এই ইভিএম কী ভাবে কাজ করে, তা হাতে কমলে দেখাবেন কমিশনের পদস্থ কর্তারা। তাঁদের দাবি, এই মেশিনের মাধ্যমে একসঙ্গে ৭২টি কেন্দ্রের ভোট দেওয়া যাবে। পাশাপাশি, এই ইভিএম চালানোর জন্য কোনও কানেকটিভির প্রয়োজন হবে না বলে জানিয়েছে কমিশন।

    রিমোট ভোটিং চালু করার উদ্দেশ্য কী?

    নির্বাচন কমিশন সূত্রে খবর, ২০১৯-র লোকসভা নির্বাচনে ৬৭.৪ শতাংশ ভোট পড়েছিল। সেই বার দেশের প্রায় ৩০ কোটি মানুষ ভোট দিতে পারেননি। ভোটের দিন নিজের নির্বাচনী কেন্দ্রে ছিলেন না তাঁরা। কমিশনের এক কর্তা জানিয়েছেন, বহু মানুষই কাজ ও উচ্চ শিক্ষার প্রয়োজনে ভিন রাজ্যে যান। ভোটের দিন এদের সকলের বাড়ি ফিরে আসা সবসময় সম্ভব নয় না। কারণ এটা খরচ সাপেক্ষ। এই জায়গা থেকেই নতুন এই ইভিএম তৈরির পরিকল্পনা করা হয়েছিল। সমস্ত ভোটারই যাতে নির্বাচনে অংশ নিতে পারেন, সেটা নিশ্চিত করাই কমিশনের লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

    রাজনৈতিক দলের বিরোধিতা

    জাতীয় নির্বাচন কমিশনের এই উদ্যোগ নিয়েও দেশের অনেক রাজনৈতিক দল বিরোধিতা করেছে। এই পদক্ষেপ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা। তাঁদের কথায়, কোনও ব্যক্তি নিজের কেন্দ্র ছেড়ে অন্যত্র গিয়ে ভোট দিলে ওই কেন্দ্রে তাঁর ভোট কোনও ভুয়ো ভোটার দিতে পারেন। এক্ষেত্রে বড় ধরণের ব়্যাগিংয়ের সম্ভাবনা থাকছে বলে দাবি করেছেন তাঁরা। যদিও এই বিষয়ে কমিশনের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

    সূত্রের খবর অনুযায়ী, এই পদ্ধতি নিয়ে সব রাজনৈতিক দলগুলির কাছে মতামত জানতে চাওয়া হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে মতামত জানাতে হবে। সেই মত পর্যালোচনা করেই নতুন পদ্ধতি কার্যকর করার সিদ্ধান্ত নেবে কমিশন।

  • Russia-Ukraine War: বর্ষবরণের রাতেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    Russia-Ukraine War: বর্ষবরণের রাতেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্ষবরণের রাতেও যুদ্ধ থামল না রাশিয়া-ইউক্রেনের (Russia-Ukraine War)। সারা বিশ্ব জুড়ে যখন বর্ষবরণের উৎসব চলছে, সেই সময় নতুন করে ইউক্রেনের উপর হামলা চালাল রাশিয়া (Russia)। দীর্ঘ সময় ধরে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলছে যুদ্ধ। এই যুদ্ধ ইতিমধ্যেই উদ্বেগ বাড়িয়েছে আন্তর্জাতিক মহলের। সূত্রের খবর অনুযায়ী, নতুন বছরের প্রথম দিনেই নতুন করে ইউক্রেনের কিভের উপর ফের মিসাইল হামলা করা হয়। একের পর এক এলাকা ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে ওঠে ইউক্রেন। শুধু কিভ নয়, জানা যাচ্ছে মাইকোলাইভ এলাকাতেও রাশিয়া গতকাল আক্রমণ করেছে (Russia-Ukraine War)।

    বর্ষবরণের রাতেও ইউক্রেনে মিসাইল হামলা

    কিভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, মধ্যরাত পেরোনোর আধঘণ্টার মধ্যেই বিস্ফোরণে কেঁপে ওঠে একের পর এক এলাকা। কিভের অন্তত দুই জায়গায় রুশ ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। কিভ ছাড়া মাইকোলাইভ এলাকাতেও আক্রমণ শানিয়েছে রাশিয়া। মেয়র জানিয়েছেন, প্রায় ১১ টি মিসাইল হামলার ঘটনা জানা গিয়েছে। সেখানে বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরে যায় বলেও জানা গিয়েছে। এতে বেশ কয়েকজনের জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে। কমপক্ষে একজন মারা গেছেন বলে জানিয়েছেন মেয়র এবং শহর কর্তৃপক্ষ জানিয়েছে যে ২২ জন আহত হয়েছেন (Russia-Ukraine War)।

    আরও পড়ুন: দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, কী বললেন নরেন্দ্র মোদি?

    জাতির উদ্দেশে আবেগঘন বার্তা জেলেনস্কির

    গতকাল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বর্ষবরণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং সেখানেই তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে বলেন, “আমরা লড়ছি এবং লড়াই চালিয়ে যাব। শুধু একটা শব্দের জন্যেই এই লড়াই চলবে। সেটা হল জয়। ইউক্রেনবাসীকে শুধু একটা কথাই বলতে চাই। তাঁরা অনবদ্য। দেখুন আমরা কী কী করেছি। আমরা কী কী করতে পারি। গোটা দেশ একসঙ্গে লড়াইতে নেমেছে। আমরা একটি দল হিসাবে লড়াই করি। আমি আপনাদের সকলের প্রশংসা করি। আমি ইউক্রেনের প্রতিটি অঞ্চলকে ধন্যবাদ জানাতে চাই।”

    পুতিনের বক্তব্য

    গতকাল জাতির উদ্দেশে বক্তব্য রাখেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia-Ukraine War)। তিনি আবার ইউক্রেনের ওপর হামলাকে ‘নৈতিক’ ও ‘ঐতিহাসিক দিক’ বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “রাশিয়াকে দুর্বল ও বিভক্ত করতে ইউক্রেনকে অস্ত্র হিসেবে ব্যবহারের নোংরা চক্রান্ত করছে পশ্চিমী দেশগুলি। মস্কো কখনই তা হতে দেবে না।” ফলে এই পরিস্থিতি আর কতদিন একইভাবে বজায় থাকবে, তাই নিয়ে প্রশ্ন বিশ্ববাসীর।

  • New Year Celebration: স্বাগত ২০২৩! বর্ষবরণের আনন্দে মাতোয়ারা পুরো দেশ

    New Year Celebration: স্বাগত ২০২৩! বর্ষবরণের আনন্দে মাতোয়ারা পুরো দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত তখন ১২ টা। চারিদিক ভরে গেল আতশবাজির শব্দে। নতুন বছরকে স্বাগত জানাল পুরো দেশবাসী। নাইট ক্লাব-পাবগুলিতে গানবাজনা, খাওয়া-দাওয়া। পাড়ায় পাড়ায় ডিজে, বক্স চালিয়ে চলছে নাচ, গান। আর সেই সঙ্গে আতসবাজি ও শব্দবাজির তাণ্ডব। দেশবাসী যেন ফের পুরনো ছন্দে ফিরে এল। ৩১ ডিসেম্বর রাত থেকেই ১ জানুয়ারি অর্থাৎ নতুন বছরের শুরু পর্যন্ত সারা বিশ্বের মানুষকে উদযাপনে মেতে উঠতে দেখা যায় (New Year Celebration)।

    ২ বছর পর ফের চুটিয়ে আনন্দ দেশবাসীর

    কোভিড মহামারী কাটিয়ে নতুন করে বাঁচতে উৎসূক গোটা বিশ্ব। ফলে আলো ও বাজির রোশনাইয়ের সঙ্গে ২০২৩-কে স্বাগত জানাল ভারত। টানা ২ বছর পর, বিশ্ব করোনা প্রোটোকল ছাড়াই নববর্ষ (New Year) উদযাপন করছে। কোভিড ফের মাথা চাড়া দিয়ে উঠছে। সরকারও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। চিন সহ বাইরের দেশে ক্রমবর্ধমান করোনার গ্রাফ উল্লেখ করা হয়েছে। কিন্তু দেশবাসী সেদিকে না তাকিয়ে বর্ষবরণের আনন্দে মেতেছে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা সহ দেশের সব শহরেই উৎসবের পরিবেশ। আবার এ দেশের আগেই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় নববর্ষকে আগমন জানানো হয়ে গিয়েছিল। সেখানেও দেখা গিয়েছিল চোখধাঁধানো আতসবাজি (New Year Celebration)।

    কলকাতায় বর্ষবরণ

    নতুন বছরকে স্বাগত জানাতে গোটা বিশ্বের সঙ্গে যোগ দিল কলকাতাও। শনিবার বর্ষশেষের দিনে আলো ঝলমল পার্ক স্ট্রিট, উচ্ছ্বাসে মাতোয়ারা ইকো পার্ক, চিড়িয়াখানা থেকে শীতের ময়দান সর্বত্রই মানুষের ভিড় দেখা যায়। চিড়িয়াখানা, ইকো পার্ক, ভিক্টোরিয়ায় যে যাত্রার শুরু, পার্ক স্ট্রিটে সেই ভিড়েই বর্ষবরণ। রাত বাড়তেই মানুষের ঢল নামে পার্ক স্ট্রিটে। বর্ষবরণের প্রাক্কালে নাচে-গানে ২০২২-কে বিদায় জানাতে ভিড় কলকাতার পাব সহ বিভিন্ন স্থানে। এর পর রাত ১২ টা বাজতেই বাজির আওয়াজে কেঁপে উঠল উত্তর থেকে দক্ষিণ। নাচ-গান, খাওয়া-দাওয়া, আতসবাজির মাধ্যমে কলকাতাবাসী পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাল। নতুন বছরের শুরুর পাশাপাশি ফের নতুন আশায় বুক বেঁধেছে বিশ্ববাসী (New Year Celebration)। 

     

  • Elon Musk: বিশ্বের ইতিহাসে সবথেকে বড় ক্ষতি! ২০০ বিলিয়ন ডলার হারিয়ে রেকর্ড ইলনের

    Elon Musk: বিশ্বের ইতিহাসে সবথেকে বড় ক্ষতি! ২০০ বিলিয়ন ডলার হারিয়ে রেকর্ড ইলনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সম্পত্তি খুঁইয়ে রেকর্ড গড়তে চলেছেন টেসলার কর্ণধার ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে ২০০ বিলিয়ন ডলার ব্যক্তিগত সম্পদের মাইলফলক ছুঁয়েছিলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। আর ঠিক এক বছর পর বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ২০০ বিলিয়ন ডলার খোয়ানোর রেকর্ড গড়লেন ইলন মাস্ক। ৫১ বছর বয়সি মাস্কের সম্পদ কমছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে টেসলার শেয়ারের পতনের পরে তাঁর সম্পদ ১৩৭ বিলিয়নে নেমে এসেছে। মঙ্গলবারও টেসলার শেয়ারের দাম কমেছে ১১ শতাংশ।

    সম্পত্তি খুঁইয়ে ইলন মাস্কের রেকর্ড

    ২০২১ সালের নভেম্বরেও ৩৪০ বিলিয়ন ডলারের সম্পদ ছিল ইলনের (Elon Musk)। আর্থিক সঙ্কট কাটিয়ে উঠতে কিছু গাড়িতে টেসলাকে নজিরবিহীন ছাড় দিতে দেখা গেছে সাম্প্রতিক সময়ে। আর এর পরেই শোনা যাচ্ছে, তাঁর ২০০ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। আর এটি বিশ্বের ইতিহাসে সবথেকে বড় ক্ষতি। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সে উঠে এসেছে ইলন মাস্কের এই বিপুল ক্ষতি। ২০২১-এর জানুয়ারিতে অ্যামাজন কর্তা জেফ বেজোসের পরই ছিলেন মাস্ক, যিনি ২০০ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তির মালিক ছিলেন। কিন্তু আজ তাঁরই এমন পরিস্থিতি।

    আরও পড়ুন:বর্ষবরণের রাতেও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

    অনুমান করা হয়েছে, গাড়ি সংস্থা টেসলার শেয়ার কমে যাওয়াতেই এই বিপত্তি। সম্প্রতি ১৩৭ ডলার কমেছে সেই শেয়ার। গত ২৭ ডিসেম্বর ১১ শতাংশ শেয়ার হারিয়েছে টেসলা। বর্তমানে আমেরিকায় ৭৫০০ ডলার ছাড় দিচ্ছে টেসলা।

    গত কয়েক বছরের মধ্যে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম সারিতেই চলে এসেছে ইলন মাস্কের (Elon Musk) নাম। টেসলা-র সিইও মাস্কের সম্পত্তি হু হু করে বেড়েছিল। এর পর ট্যুইটার অধিগ্রহণ করার পরেও একাধিক বিতর্কের সম্মুখীন হতে হয় তাঁকে। তাঁর ট্যুইটার মালিক হওয়া নিয়েও একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। আর এবারে জোর ধাক্কা খেলেন ইলন মাস্ক। একলাফে ২০০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে তাঁর, যা বিশ্বের ইতিহাসে প্রথম। এর আগে একবারে এত পরিমাণ লোকসান কারও হয়নি বলে জানা গিয়েছে।

  • Suvendu Adhikari: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘নিম্নমানের, নিম্নরুচির রাজনীতিবিদ’, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে মমতাকে আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ উদ্বোধন হল বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। আর এই উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও শুরু হল বিতর্ক। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সামনে বিজেপির একাংশের জয় শ্রীরাম (Jay Sree Ram) স্লোগান ঘিরে জোর বিতর্ক চলছে। এই স্লোগানের জেরে মঞ্চেই উঠলেন না মুখ্যমন্ত্রী। ফলে জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করেই চলছে জোর রাজনৈতিক তরজা। আর এরই মাঝে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নাকি বিরোধী দলনেতাকে স্বীকার করেন না। তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিবিদ।”

    উদ্বোধনী অনুষ্ঠানে কী ঘটেছিল?

    শুক্রবার নাটকীয়তায় ভরপুর ছিল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী মঞ্চ। এদিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। এছাড়া সেখানে উপস্থিত হয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মন্ত্রী নিশীথ অধিকারী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এর পর দর্শকদের একাংশ জয় শ্রীরাম ধ্বনি দিতে শুরু করেন। এর পর বিরক্ত হয়ে মুখ্যমন্ত্রী মঞ্চেই ওঠেননি। পুরো সময়টাই গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। হাতজোড় করে তাঁকে মঞ্চে ওঠার অনুরোধ জানান রেলমন্ত্রী স্বয়ং। তার পরেও পুরো অনুষ্ঠান পর্ব মমতা বসে রইলেন মঞ্চের পাশের একটি চেয়ারে। রাজ্যপালের অনুরোধে অবশ্য বক্তব্য রাখতে রাজি হন মুখ্যমন্ত্রী। মঞ্চের নীচে দাঁড়িয়েই ভাষণ দেন তিনি। সেখান থেকেই সবুজ পতাকা নেড়ে সূচনা করেন বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেসের যাত্রার।

    কড়া ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু

    সাংবাদিকদের সামনে হাজির হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) দাবি করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযথাই মনে করেছেন তাঁকে উদ্দেশ্য করে বলা হয়েছে। মমতা আসলে শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে বসতে চাননি বলেই মনে করছেন তিনি। একই সুর সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের গলাতেও। এর পর শুভেন্দু ক্ষোভ উগরে বলেন, “নিম্নমানের, নিম্নরুচির এক রাজনীতিবিদ। দুর্ভাগ্যবশত যাঁকে আমি সহ ৪০ হাজার লোক খেটে মুখ্যমন্ত্রী বানিয়েছিলাম। ওনাকে আমি প্রাক্তন করেই ছাড়ব। একরম ঘটনা আরও হবে, যেটা ওনাকে পরে ঘরে বসে দেখতে হবে। একইরকম ভাবে ড্রামা আগেও করেছিলেন। আসলে নন্দীগ্রামে আমার কাছে হারটা ভুলতে পারেননি। যতদিন রাজনীতি করবেন এই হারটা মাথায় নিয়েই থাকতে হবে।”

  • BrahMos Missile: সফল ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ, অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    BrahMos Missile: সফল ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক নিক্ষেপ, অভিনন্দন জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও বেশি শক্তিশালী হয়ে উঠল ভারত। কয়েকদিন আগেই ভারতীয় সেনাকে ১২০টি ‘প্রলয়’ কোয়াসি-ব্যালিস্টিক বা আধা-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেওয়া সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আর এবারে সফল হল ভারতের ‘ব্রহ্মোস এয়ার লঞ্চ ক্ষেপণাস্ত্র’ (BrahMos Air Launched) পরীক্ষা। প্রায় ৪০০ কিলোমিটার দূরে রেঞ্জে থাকা একটি লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে এই ক্ষেপণাস্ত্র। গত বৃহস্পতিবার ভারতীয় বায়ু সেনা এই পরীক্ষা চালায়। সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ছোঁড়া হয়েছে এই ব্রহ্মোস এক্সটেন্ডেড রেঞ্জ মিসাইল। ফলে এক্সটেন্ডেড পাল্লার সংস্করণের পরীক্ষায় সফল হল ভারতীয় বায়ু সেনা।

    সফল ব্রহ্মোস মিসাইলের পরীক্ষামূলক নিক্ষেপ

    প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিনের পরীক্ষাটি হয়েছে বঙ্গোপসাগর অঞ্চলে। পরীক্ষায় কাঙ্খিত লক্ষ্য অর্জন করা গিয়েছে। এছাড়াও স্থলে কিংবা জলে যে কোনও লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, “এই পরীক্ষা সফল হওয়ায়, ভারতীয় বায়ুসেনা সুখোই-৩০ যুদ্ধবিমান থেকে স্থলে বা সমুদ্রে দীর্ঘ দূরত্বে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে।”

    সূত্রের খবর অনুযায়ী, বায়ুসেনা, নৌসেনা, প্রতিরক্ষা সংক্রান্ত গবেষণা সংস্থা ডিআরডিও, দেশীয় যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং ব্রহ্মোস এরোস্পেস- এর যৌথ প্রচেষ্টায় বৃহস্পতিবারের এই পরীক্ষামূলক অভিযান সফল হয়েছে।

    উল্লেখ্য, চলতি বছরের মে মাসে প্রথমবার সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র (BrahMos Missile) নিক্ষেপ করার পরীক্ষা করা হয়েছিল। ওই সময় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের পাল্লা ২৯০ কিলোমিটার থেকে বৃদ্ধি করে ৩৫০ কিলোমিটার করা হয়েছিল।

    ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল

    এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রে (BrahMos Missile) দ্বিস্তরীয় সলিড প্রোপেল্যান্ট বুস্টার ইঞ্জিন ব্যবহার করা হয়। প্রথম স্তরের ইঞ্জিনটি ক্ষেপণাস্ত্রটিকে সুপারসনিক গতি দেয়। পরের স্তরে লিকুইড ব়্যামজেট ইঞ্জিনের গতি শব্দের গতিবেগের প্রায় তিনগুণ বেশি দেয়। এর বিশেষ বৈশিষ্ট্য হল- বায়ু, সমুদ্র বা স্থল – বিভিন্ন প্ল্যাটফর্ম থেকেই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা যায়।

    কেন্দ্রীয় মন্ত্রী অভিনন্দন জানালেন…

    ক্ষেপণাস্ত্রের (BrahMos Missile) সফল পরীক্ষার ফলে বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়াল ডিআরডিও ও হ্যাল-এর প্রশংসা করেছেন ও অভিনন্দনও জানিয়েছেন। ভারতীয় বায়ু সেনার (Indian Air Force) জন্য এই সাফল্য সামরিক দিক থেকে অনেক বড় জয় বলে মনে করা হচ্ছে। যুদ্ধের সময় এই ক্ষেপণাস্ত্র একটি বড় ভূমিকা পালন করবে বলে জানিয়েছে সেনা বাহিনী।

  • Tunisha Sharma: তুনিশাকে ব্ল্যাকমেল করত শীজানের পরিবার! বিস্ফোরক দাবি মৃতার মায়ের

    Tunisha Sharma: তুনিশাকে ব্ল্যাকমেল করত শীজানের পরিবার! বিস্ফোরক দাবি মৃতার মায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: তুনিশার (Tunisha Sharma) মৃত্যু আত্মহত্যা নয়, লভ জিহাদ-এর ফল, তুনিশা হিজাব পরতেও শুরু করেছিলেন, এমন দাবি করেছিলেন তুনিশার কাকা পবন শর্মা। আবার শীজানের বিরুদ্ধেও চরিত্র নিয়ে একাধিক দাবি করা হয়েছে। আর এবারে আরও এক বিস্ফোরক দাবি করলেন তুনিশার মা ভনিতা শর্মা। তিনি সংবাদমাধ্যমে শীজানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে জানান, শীজানের পরিবার তুনিশাকে ব্ল্যাকমেল করত ও তাঁকে জোর করে উর্দু শিখতে বলত।

    মৃতার মায়ের বিস্ফোরক দাবি

    গত ২৪ ডিসেম্বর তাঁর সিরিয়ালের সেটে উদ্ধার হয় অভিনেত্রীর (Tunisha Sharma) দেহ। তাঁর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রেমিক শীজান খানকে। পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে। আর এর পর থেকেই একাধিক অভিযোগ করা হয়েছে শীজানের বিরুদ্ধে। মৃতার মা জানিয়েছেন, শীজানের সঙ্গে তাঁর মেয়ে সম্পর্কে থাকাকালীন তুনিশার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছিল। তাঁদের কাছ থেকে দূরে সরতে শুরু করেছিলেন তুনিশা। এমনকী তুনিশা নাকি উর্দুও শিখতে শুরু করেছিলেন।

    তিনি জানিয়েছেন, তাঁর একটি মাত্র সন্তান ছিল। তাঁকেও হারিয়ে ফেললেন। তাঁর মেয়েকে মাসের পর মাস ব্যবহার করেছে। তিনি সরাসরি কথাও বলেছিলেন মেয়ের প্রেমিকের সঙ্গে। কিন্তু কোনো লাভ হয়নি। শীজানকে তিনি ছাড়বেন না। তিনি আরও জানিয়েছেন, তুনিশার মা বিচার চান, জানতে চান সে দিন কী হয়েছিল তাঁর কুড়ি বছরের মেয়েটার সঙ্গে? এমন চরম সিদ্ধান্ত কেন নিয়ে ফেলেন তিনি?

    শীজানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ মৃতার মায়ের

    অভিনেত্রীর (Tunisha Sharma) মা ভনিতা শর্মা বলেছেন, “তুনিশাকে ফাঁদে ফেলা হয়েছিল। তাঁকে শীজানের পরিবারের সদস্যরা ব্ল্যাকমেল করেছিল। তাঁকে উর্দু শেখানো হয়েছিল, এবং সেও উর্দু বলতে শুরু করেছিল।” তুনিশা শর্মার মা ভনিতা শর্মার দাবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। 

  • National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

    National Ganga Council: জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিলেন প্রধানমন্ত্রী মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার কলকাতায় আসার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বন্দে ভারত রেলের উদ্বোধন তো ছিলই, তার সঙ্গে একগুচ্ছ কর্মসূচিতেও যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর। কিন্তু মা হীরাবেনের প্রয়াণে সফর বাতিল হলেও বহাল থাকল প্রধানমন্ত্রীর কর্মসূচি। এদিন কোনও কথা বললেন না, ভার্চুয়ালি সবুজ পতাকা নেড়ে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করলেন মোদি। এর পরেই জাতীয় গঙ্গা পরিষদের দ্বিতীয় বৈঠকেও (National Ganga Council) যোগ দিলেন তিনি। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বৈঠকে নেতৃত্ব দেন তিনি।

    ভার্চুয়ালি অংশ নিলেন একাধিক কর্মসূচিতে

    মায়ের শেষকৃত্য সেরেই ভার্চুয়াল মাধ্যমে বন্দে ভারত এক্সপ্রেস, জোকা-তারাতলা মেট্রো রুটের মত প্রকল্পের সূচনা করেন তিনি। এর পর বৈঠকে নেতৃত্ব দেন। গঙ্গা নদী এবং এর উপনদীগুলির দূষণ প্রতিরোধ এবং পুনর্জীবন প্রকল্পগুলি তত্ত্বাবধানের সামগ্রিক দায়িত্ব রয়েছে জাতীয় গঙ্গা পরিষদের উপর। এই পরিষদের আওতায় ‘নমামি গঙ্গে’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য হল, গঙ্গার দূষণ কার্যকরভাবে হ্রাস করা, গঙ্গা সংরক্ষণ এবং পুনর্জীবনের জন্য বিভিন্ন মন্ত্রক ও রাজ্যের মধ্যে সমন্বয় করা। ২০১৪ সালের জুনে এই প্রকল্পের জন্য ২০,০০০ কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার (National Ganga Council)।

    ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা (NMCG) -এর কার্যনির্বাহী কমিটির ৪৬তম সভায় কার্যনির্বাহী বৈঠকে আদি গঙ্গার সংস্কারে ৬৫৪ কোটি টাকা অনুমোদন করা হয়েছে ‘নমামী গঙ্গে’ প্রকল্পের আওতায়। আর এই প্রকল্পের অধীনেই ব্রীজি রোড, বাঁশদ্রোণী, গল্ফগার্ডেনে তিনটি বিজ্ঞানসম্মত আধুনিক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৫০ কিলোমিটার ভূগর্ভস্থ নিকাশি পাইপ লাইন, ১২ টি নতুন ড্রেনেজ পাম্পিং স্টেশন, ১১ টি পাম্পিং স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। সেমি অটোমেটিক নতুন ৬ টি পেন স্টক গেট বসানো হবে। ৬৮ টি পুরনো গেটের সংস্কার ও৪ টে ট্রেসল ব্রিজ তৈরি করা হবে। আর এগুলোর ফলে প্রায় ৬ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন।  প্রধানমন্ত্রী এদিন ভার্চুয়ালি এই সব সংস্কার কাজের জন্য একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন (National Ganga Council)।

    কে কে উপস্থিত ছিলেন?

    জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে (National Ganga Council) এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। এছাড়াও ছিলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী ও পরিষদের অন্যান্য সদস্যরা। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পরিবর্তে এই বৈঠকে যোগ দেন তার ডেপুটি তেজস্বী যাদব।

  • Women’s T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, আছেন বাংলার রিচা, দীপ্তি

    Women’s T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, আছেন বাংলার রিচা, দীপ্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের (Women T20 World Cup 2023) জন্য ভারতীয় স্কোয়াড (Indian Womens Squad) ঘোষণা হয়ে গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর। এবারে দক্ষিণ আফ্রিকায় (South Africa) অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women T20 World Cup 2023)। আর এবারের এই ভারতীয় মহিলাদের স্কোয়াডে নাম যুক্ত হয়েছে বাংলার দুই কন্যার। দলে সুযোগ পেয়েছেন বাংলার দীপ্তি শর্মা ও রিচা ঘোষ। ফলে ফের এক বার পশ্চিমবঙ্গের কন্যারা রাজ্যের নাম বিশ্বের দরবারে উজ্জ্বল করল।

    কবে থেকে খেলা শুরু?

    আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women T20 World Cup 2023)। আয়োজক দক্ষিণ আফ্রিকা ছাড়াও সরাসরি এই প্রতিযোগিতায় খেলার সুযোগ পাচ্ছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ ‘বি’-তে আছে ভারত। ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও আয়ারল্যান্ড। প্রত্যেক গ্রুপের প্রথম দুটো দল সেমিফাইনালে খেলবে। প্রথম সেমিফাইনাল হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। পরদিন দ্বিতীয় সেমিফাইনাল হবে। দুটি সেমিফাইনালই হবে কেপটাউনে। আগামী ২৬ ফেব্রুয়ারি কেপটাউনে হবে ফাইনাল খেলা।

    টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সূচি

    ১) ১২ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম পাকিস্তান, কেপটাউন।

    ২) ১৫ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, কেপটাউন।

    ৩) ১৮ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম ইংল্যান্ড, পোর্ট এলিজাবেথ।

    ৪) ২০ ফেব্রুয়ারি, ২০২৩: ভারত বনাম আয়ারল্যান্ড, পোর্ট এলিজাবেথ।

    বিশ্বকাপে কে কে রয়েছেন দলে?

    ঘোষিত ভারতীয় মহিলা দলে রয়েছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা, শেফালি ভার্মা, ইয়াস্তিকা ভাটিয়া, রিচা ঘোষ, জেমিমা রডরিগেজ, হরলীন দেওয়াল, দীপ্তি শর্মা, দেভিকা বৈদ্য, রানা যাদব, রেনুকা ঠাকুর, অঞ্জলি সর্বানি, পূজা ভাস্ত্রাকার, রাজেশ্বরী গায়কোয়াড, শিখা পাণ্ডে। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর। স্মৃতি মন্ধানা ভাইস ক্যাপ্টেন। উইকেট কিপার ব্যাটার হিসেবে রিচার সঙ্গে রয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া। তবে এবারে দলে তেমন কোনও চমক না থাকলেও অপ্রত্যাশিতভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলে নেওয়া হয়েছে ৩৩ বছরের শিখাকে। প্রায় ১৪ মাস পর তিনি দলে ফিরেছেন।

    ভারতের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ

    টি-টোয়েন্টি বিশ্বকাপ (Women T20 World Cup 2023) শুরু হওয়ার আগে মহিলা ভারতীয় দল একটি ত্রিদেশীয় সিরিজে খেলবে। সেটিতে দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজও থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে খেলে প্রস্তুতি সারবেন হরমন, স্মৃতিরা। এই সিরিজটি ১৯ জানুয়ারি শুরু হবে এবং ২ ফেব্রুয়ারি ফাইনাল হবে।

LinkedIn
Share