Author: নিমাই দে

  • Gujarat High Court: স্বামীর বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা অভিযোগ আনা নিষ্ঠুরতার সমান, জানাল গুজরাট হাইকোর্ট

    Gujarat High Court: স্বামীর বিরুদ্ধে পরকীয়ার মিথ্যা অভিযোগ আনা নিষ্ঠুরতার সমান, জানাল গুজরাট হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিবাহিত দম্পতির মধ্যে পারস্পরিক কলহের ঘটনায় গুজরাট হাইকোর্ট (Gujarat High Court) সম্প্রতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে। গুজরাট হাইকোর্ট থেকে জানানো হয়েছে, কোনও স্ত্রী যদি তার জীবন সঙ্গীর (life partner) বিরুদ্ধে মিথ্যা অবৈধ সম্পর্ক বা পরকীয়ার অভিযোগ করেন তাহলে তা নিষ্ঠুরতার সমান। এক ডিভোর্স মামলায় এমনটাই জানিয়েছে গুজরাট হাইকোর্ট।

    ঘটনাটি কী?

    সূত্রের খবর অনুযায়ী, গুজরাটের সবরকণ্ঠ এলাকার এক স্কুলশিক্ষক দম্পতির বিয়ে হয়েছিল ১৯৯৩ সালে। ২০০৬ সালে তাঁদের এক ছেলেও হয়। স্বামী দাবি করেছিলেন, ২০০৬ সালেই ঘর ছেড়ে গেছেন তাঁর স্ত্রী, আর ফিরে আসেননি। এর পরে ২০০৯ সালে স্বামী বিবাহ বিচ্ছেদের মামলা রুজু করেন গান্ধীনগরের আদালতে। গৃহত্যাগ, নিষ্ঠুর ও নির্মম আচরণের অভিযোগ এনে মামলা দায়ের করেন তিনি।

    অন্যদিকে স্ত্রীও বিবাহ বিচ্ছেদ দিতে চাইছিলেন না। তিনিও সেই আবেদনের বিরুদ্ধে আপিল করেন। স্বামীর বিরুদ্ধে তাঁর এক সহকর্মীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ করেন ওই মহিলা। আনেন গার্হস্থ্য হিংসার অভিযোগও। কিন্তু স্বামী হাইকোর্টে জানিয়েছেন, তাঁর স্ত্রী মিথ্যা বলছেন। তার বিরুদ্ধে যে অবৈধ সম্পর্কের অভিযোগ এনেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। এরপর তাঁর স্ত্রীও কোনও কিছুই প্রমাণ করতে পারেননি। ২০১৪ সালে নিম্ন আদালতে বেকসুর খালাস পান স্বামী। বিবাহ বিচ্ছেদের অনুমতিও মেলে।

    আরও পড়ুন: শিবঠাকুর মণ্ডল মামলায় জামিন অনুব্রতর! এবার কি ইডির হাত ধরে দিল্লি যাত্রা?

    তবে এতেই রেহাই নেই স্বামীর। নিম্ন আদালতের রায় মানতে না পেরে স্ত্রী ফের দ্বারস্থ হন গুজরাট হাইকোর্টের (Gujarat High Court)। দাবি করেন, তাঁর সঙ্গে প্রতারণা করেছেন স্বামী। স্বামীর পক্ষের আইনজীবীও আদালতে সওয়াল করেন, ১৬ বছর আগে বাড়ি ছেড়ে চলে গেছিলেন তাঁর মক্কেলের স্ত্রী। তার পর থেকে আলাদাই ছিলেন স্বামী-স্ত্রী। এর পরে তাঁর মক্কেল যখনই বিবাহ বিচ্ছেদের মামলা করেন, তখনই স্ত্রী ফিরে আসেন। তার পর থেকেই স্বামীর বিরুদ্ধে একের পর এক মিথ্যে অভিযোগ আনতে শুরু করেন স্ত্রী। শাশুড়ির সঙ্গেও লাগাতার দুর্ব্যবহার করেন।

    এর পর সব পক্ষের সওয়াল শোনার পরে স্বামীর বিচ্ছেদের আবেদন ফের মঞ্জুর করে আদালত। দুই পক্ষ বিচার করে হাইকোর্ট (Gujarat High Court) রায় দেওয়ার সময় ওই নারীকে ভৎসর্না করে এবং আবেদন খারিজ করে দেয়। এর পরেই বিচারপতি সাফ জানিয়ে দেন, “কোনও প্রমাণ ছাড়া পরকীয়ার অভিযোগ আনা নিষ্ঠুরতার সমান। এক্ষেত্রে ওনার স্ত্রী সেটাই করেছেন।”

  • Judges’ Retirement Age: অবসরের বয়স বাড়ালে ‘অদক্ষ’ বিচারপতিরাও লাভবান হবেন, মত আইন মন্ত্রকের

    Judges’ Retirement Age: অবসরের বয়স বাড়ালে ‘অদক্ষ’ বিচারপতিরাও লাভবান হবেন, মত আইন মন্ত্রকের

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরিজীবন কত বছর বয়স পর্যন্ত হওয়া উচিত? এই নিয়ে নানা সময় নানা প্রশ্ন উঠেছে। আরও একবার এই প্রশ্ন উঠে এল সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা নিয়ে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স বাড়ানোর একাধিকবার দাবি করা হয়েছে। কিন্তু এই বিষয়ে আইন মন্ত্রক থেকে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বাড়ালে ‘অদক্ষ’ বিচারপতিদের কর্মজীবনের মেয়াদ বেড়ে যেতে পারে ও এর পাশাপাশি সরকারি কর্মীরাও একই দাবি জানাতে পারেন (Judges’ Retirement Age)।

    অবসরের বয়সসীমা বাড়ানো নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা

    বিজেপি সাংসদ সুশীল মোদির নেতৃত্বাধীন কর্মিবর্গ, আইন ও বিচার বিভাগ সংক্রান্ত সংসদীয় কমিটিতে আইন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, বকেয়া মামলার সংখ্যা কমানো ও বিচার বিভাগে স্বচ্ছতা আনার প্রস্তাবের প্রেক্ষিতেই বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর বিষয়টি বিবেচনা করা উচিত। সূত্রের খবর, বিভিন্ন সদস্যের তরফে বলা হয়েছে, হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা বৃদ্ধি করলে তাঁরা আর সুপ্রিম কোর্টে আসতে চাইবেন না। ফলে মেধাবী আইনজীবীদের থেকে বঞ্চিত হবে শীর্ষ আদালত (Judges’ Retirement Age)।

    আরও পড়ুন: গুজরাট বিধানসভায় বিপুল জয় বলে দিয়েছে লোকসভা নির্বাচনে কী হবে! অভিমত অমিত শাহের

    সম্প্রতি, সংসদে আইনমন্ত্রী কিরেন রিজিজু জানান, বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর কোনও প্রস্তাব বিবেচনা করছে না কেন্দ্র। কমিটিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স বাড়ালে বিভিন্ন সরকারি বিভাগ ও কমিশনের কর্মীরাও অবসরের বয়স বাড়ানোর দাবি জানাবেন। আবার, অবসরের বয়স বাড়ানোর ফলে নির্দিষ্ট কিছু ‘অযোগ্য’রা বর্ধিত বছরের চাকরির ক্ষেত্রে সুবিধা পাবেন। ফলে এ সব বিষয় বিবেচনা করেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি (Judges’ Retirement Age)।

    অবসরের বয়স বাড়ানোর ক্ষেত্রে অতীতের কিছু সুপারিশ

    ২০১০ সালে হাইকোর্টের বিচারকদের অবসরের বয়স ৬৫ বছরের বেশি বাড়ানোর জন্য দাবি করা হয়েছিল।

    প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স ৬৮ বছর পর্যন্ত বাড়ানোর কথা বিবেচনা করার জন্য কেন্দ্রকে অনুরোধ করেছিলেন।

    আইন ও বিচার সংক্রান্ত পার্ল প্যানেল তাদের প্রতিবেদনে ২০১৮ সালে অবসরের বয়স বাড়ানোর বিষয়ে সমর্থন করেছিল।

    উল্লেখ্য, বর্তমানে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরা যথাক্রমে ৬২ ও ৬৫ বছর বয়সে অবসর নেন।

  • Christmas 2022: অকাল গরম ও করোনার আশঙ্কাকে উপেক্ষা করেই বড়দিনের আনন্দে ভাসলেন শহরবাসী

    Christmas 2022: অকাল গরম ও করোনার আশঙ্কাকে উপেক্ষা করেই বড়দিনের আনন্দে ভাসলেন শহরবাসী

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’বছর তেমন আনন্দ করতে না পারলেও এ বছর বড়দিনে চুটিয়ে মজা করলেন রাজ্যবাসী। দু’বছর করোনার দাপট থাকার ফলে মানুষ বেরতে না পারায়, এ বছর যে ভিড় উপচে পড়বে, তা আগেই অনুমান করা হয়েছিল। ফলে ২৫ ডিসেম্বর বড়দিনের আগের থেকেই উৎসবের আবহ জমজমাট। রঙিন আলোর সাজে সেজে ওঠে পার্ক স্ট্রিট। রাত বাড়তেই ভিড় আরও বাড়ে। ২৪ ডিসেম্বর থেকেই মানুষের ভিড় মহানগরে। ২৫ ডিসেম্বর সকাল থেকে রেল স্টেশন, মেট্রো স্টেশনগুলিতেও ছিল থিকথিকে ভিড়। অন্যদিকে করোনা নিয়ে নতুন করে উদ্বেগ শুরু হলেও, গতকালের বাঁধভাঙা উল্লাসে কোথায় যেন তলিয়ে গেল (Christmas 2022)।

    উষ্ণতম বড়দিন

    ভিড়ের পাশাপাশি গতকাল বাংলার ইতিহাসের উষ্ণতম বড়দিন দেখল রাজ্যবাসী। গত কয়েক বছরে বড়দিনের সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ছিল। বেলার দিকে সেই তাপমাত্রা বেড়ে হয়েছিল প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এ বার সেই তাপমাত্রাই ছিল ২৮.৭ ডিগ্রির আশপাশে। শেষ কবে বড়দিনে এত গরম ছিল, মনে করতে পারছেন না বিশেষজ্ঞেরাও। তবে এ সব বিষয় তোয়াক্কা না করেই সারি সারি মানুষ দেখা যায় পার্ক স্ট্রিট চত্বরে। এই ‘অকাল গরম’ উপেক্ষা করেই দিনভর ভিড় জমেছিল শহরের বিভিন্ন প্রান্তে (Christmas 2022)।

    আরও পড়ুন: শহরে উধাও শীত! ঘূর্ণাবর্তের জেরে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ল ৬ ডিগ্রিরও বেশি!

    করোনার আশঙ্কাকে তোয়াক্কা না করেই শহরের বিভিন্ন প্রান্তে জনস্রোত

    বিশ্বের নানা জায়গা থেকে করোনা বৃদ্ধির খবর আসছে। প্রতিবেশী চিনে সংক্রমণ বাড়ছে। কিন্তু এসব শুনেও কলকাতাবাসী পিছিয়ে থাকলেন না। খুশির জোয়ারে ভাসলেন তারা। কারোর মুখেই দেখা যায়নি মাস্ক, সামাজিক দূরত্ব তো দূরেই থাক। এই শহর আনন্দ ভালোবাসে। আবেগ ভালোবাসে। ফলে তাই-ই দেখা গেল। বড়দিনের সকালে কচিকাঁচাদের নিয়ে কেউ ভিড় জমালেন চিড়িয়াখানায়, কেউ ঘুরলেন জাদুঘর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, প্রিন্সেপ ঘাটে। ময়দানেও ছিল পিকনিকের মেজাজ। একই ছবি সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জা, বিড়লা তারামণ্ডলের সামনেও দেখা গেল। এ দিন প্রথমে সেন্ট পলস ক্যাথিড্রালের প্রবেশপথ খোলা থাকলেও বেলার দিকে ভিড়ের চাপে ভিতরের দরজা কিছু ক্ষণের জন্য বন্ধ করে দিতে হয়। একসময় ভিড়ের চাপে পুলিশকে বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয় অ্যালান পার্কের গেটও। এরপর রাত বাড়তেই দেখা যায় পার্ক স্ট্রিটে জনজোয়ার (Christmas 2022)।

    ভিড় সামলাতে কড়া নজরদারি

    দীর্ঘক্ষণ ধরে লোকের ভিড়ের জেরে পার্ক স্ট্রিটকে করে দেওয়া হয়েছিল ওয়াকিং স্ট্রিট (Christmas 2022)। রাত বাড়তে ভিড় কিছুটা কমার পর অবশ্য চালু হয় গাড়ি চলাচল। ছিল কড়া পুলিশি প্রহরা। লালবাজার সূত্রে খবর, মোট ১১ টি সেক্টরে ভাগ করে পুলিশি নজরদারি চলে পার্ক স্ট্রিটে। ১৩ টি হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, ২০টি নজরদারি বাইক রাখা হয়েছিল। বাইক বাহিনীর দাপাদাপি, মদ্যপান করে গাড়ি চালানো, বড়দিনের রাতে এসব রুখতে কড়া হাতে মোকাবিলার প্রস্তুতি নিয়েছিল পুলিশ।

  • Atal Bihari Vajpayee Biopic: অবিকল বাজপেয়ী! ‘ম্যায় অটল হুঁ’ সিনেমার ফার্স্ট লুকেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির

    Atal Bihari Vajpayee Biopic: অবিকল বাজপেয়ী! ‘ম্যায় অটল হুঁ’ সিনেমার ফার্স্ট লুকেই বাজিমাত পঙ্কজ ত্রিপাঠির

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এবারে এই বিশেষ দিনে অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানিয়ে বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠিও এক বড় খবর দিলেন। তিনিই হতে চলেছেন পর্দার অটল বিহারী বাজপেয়ী। প্রকাশ্যে আনলেন তাঁর প্রথম লুক। বড়পর্দায় উঠে আসবে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জীবনকাহিনী (Atal Bihari Vajpayee Biopic)। আর এই খবর আগেই শোনা গিয়েছিল। তবে আসল চমক পাওয়া গেল রবিবার। প্রকাশ্যে এল ‘ম্যায় অটল হুঁ’ (Main Atal Hoon) সিনেমার ফার্স্ট লুক। আর তাতেই চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠি।

    বড়পর্দায় আসতে চলেছে অটলজির জীবনকাহিনী

    প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ছিলেন ভারতের বিখ্যাত নেতাদের একজন। তিনি বিশ্বজুড়ে আলোচনায় ছিলেন। রাজনৈতিক জীবন ছাড়াও , অটল বিহারী বাজপেয়ীর ব্যক্তিগত জীবন এবং সংগ্রাম তাঁর ভক্তদের সবসময় অনুপ্রাণিত করে। আর এবার দেশের প্রবীণ প্রধানমন্ত্রীর জীবনকাহিনী (Atal Bihari Vajpayee Biopic) দেখা যাবে বড়পর্দায়। আর এই বিষয়টি তাঁর জন্মদিনেই প্রকাশ্যে আনা হল। সিনেমার নাম ‘ম্যায় অটল হুঁ’।

    প্রকাশ্যে প্রথম লুক

    ভানুশালী স্টুডিওস লিমিটেড এবং লিজেন্ড স্টুডিও তাদের আগামী ছবি ‘ম্যায় অটল হুঁ’-র প্রথম লুক প্রকাশ্যে এনেছে। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে। প্রযোজনা সংস্থার পাশাপাশি তিনিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তাঁর নতুন রূপ। ক্যাপশনে লিখেছেন, “না কভি কহি ডগমগায়া, না কভি কহি শর ঝুঁকায়া, ম্যায় এক অনোখা বল হুঁ, ম্যায় অটল হুঁ।” তিনি আরও লিখেছেন, “আমি জানি যে ‘অটল’ জি’র ব্যক্তিত্ব পর্দায় ফুটিয়ে তোলার জন্য আমার ব্যক্তিত্বের সংযম নিয়ে কাজ করা প্রয়োজন। আমার দৃঢ় বিশ্বাস যে, আমি নয়া উদ্যম এবং মনোবলের ভিত্তিতে আমার নতুন ভূমিকার প্রতি সুবিচার করতে সক্ষম হব।”   

    [insta]https://www.instagram.com/reel/Cmk-kaHoBgd/?utm_source=ig_web_copy_link[/insta]

    [insta]https://www.instagram.com/p/CmlBd3gIM1b/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রসঙ্গত, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর বায়োপিকটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কার জয়ী রবী যাদব। আগামী বছর ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা এই সিনেমাটি। পঙ্কজ ত্রিপাঠি তাঁর ট্যুইটারেও তাঁর অনেক লুক প্রকাশ্যে এনেছেন। অটল বিহারী বাজপেয়ীর লুকে ভারতবাসীর নজর কেড়েছেন পঙ্কজ ত্রিপাঠি। 

  • Lionel Messi: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    Lionel Messi: মেসির সই করা জার্সি পেল ধোনি কন্যা! উপহার পেয়ে উচ্ছ্বসিত জিভা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপ জয়ের পরে লিওনেল মেসির (Lionel Messi) সই করা আর্জেন্টিনার জার্সি পেয়েছেন বিসিসিআইয়ের সচিব জয় শাহ। আর এবার সেই আর্জেন্টিনার মহাতারকা ফুটবলারের সই করা জার্সি পাঠানো হল ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কাছে। তবে তাঁর জন্য নয়, মেয়ে জিভার জন্য নিজের সই করা জার্সি পাঠিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক। সাত বছরের জিভা সিং ধোনির কাছে এটি সবচেয়ে বড় উপহার। স্বভাবতই আনন্দে আত্মহারা মহেন্দ্র সিং ধোনির কন্যা। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছে ধোনির কন্যা জিভা। আর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল।

    মেসির সই করা জার্সি ধোনি কন্যা জিভার জন্য

    বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের (Lionel Messi) থেকে বড়দিনের এই বিশেষ উপহার পেয়ে উচ্ছ্বসিত একরত্তি মেয়ে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসির সই করা জার্সির ছবি দিয়েছে জিভা। সেখানে দেখা যাচ্ছে, আর্জেন্টিনার জার্সি পরে হাসিমুখে ছবি তুলেছে সে। তার হাসিতে ভরা মিষ্টি মুখ দেখেই মনে হচ্ছে সে কতটা খুশি। ছবি পোস্ট করে ক্যাপশনে সাত বছরের জিভা লিখেছে, ‘যেমন বাবা, তেমন মেয়ে।’ অর্থাৎ সে এটাও বুঝিয়ে দিল যে, বাবা ধোনিও এক বড় মেসিভক্ত। ছবিতে দেখা যাচ্ছে, অটোগ্রাফের পাশাপাশি লেখা, ‘পারা জিভা’। যার অর্থ জিভার জন্য। ধোনিকন্যার মুখের মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের। এই ছবিতে বর্তমানে লাইক রয়েছে ৩ লক্ষেরও বেশি।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

    [insta]https://www.instagram.com/p/CmrNmvUIzr2/?utm_source=ig_web_copy_link[/insta]

    প্রসঙ্গত, এর আগে মেসির (Lionel Messi) সই করা জার্সি উপহার পেয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। কাতার বিশ্বকাপ থেকে তাঁর জন্য এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার প্রজ্ঞান ওঝা। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের সঙ্গে ভারতবর্ষেও রয়েছে অগণিত মেসি ভক্ত। আর্জেন্টিনার ফুটবল নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের একাংশের আবেগের কথা জানেন আর্জেন্টিনার অধিনায়ক। তবে এই মুহূর্তে দেশের অনেকেরই কৌতূহল যে, মেসির সই করা জার্সি কী করে ধোনির কাছে পৌঁছালো। তবে অনুমান করা হচ্ছে, ঘনিষ্ঠ কোনও সূত্র থেকেই মেসির কাছে পৌঁছেছিল জিভার অনুরোধ এবং এর পরেই উপহার দিলেন মেসি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Salman Khurshid: রাহুল গান্ধীকে রামের সঙ্গে তুলনা সলমন খুরশিদের, কড়া জবাব দিল বিজেপি

    Salman Khurshid: রাহুল গান্ধীকে রামের সঙ্গে তুলনা সলমন খুরশিদের, কড়া জবাব দিল বিজেপি

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের রাজনীতির বিতর্কে ফের নাম জড়াল রামের। এবারে রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করলেন কংগ্রেস নেতা সলমন খুরশিদ (Salman Khurshid)। এতে ফের দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। শুধু রাম নয়, ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়ে তিনি রাহুলকে অতিমানব, ধ্যানমগ্ন সন্ন্যাসী, যোগীর সঙ্গেও তুলনা করেছেন। এছাড়াও কংগ্রেসকে ‘ভরত’-এর সঙ্গে এবং চলমান ‘ভারত জোড়ো যাত্রা’কে মহাকাব্য রামায়ণের সঙ্গে তুলনা করেছেন। আর খুরশিদের এই সব মন্তব্যকেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি। হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি করে বিজেপির তরফে জানানো হয়, এই তো আসল পরিবার ভক্তির নমুনা! পাশাপাশি খুরশিদকে ক্ষমা চেয়ে নেওয়ার পরামর্শও দিয়েছে বিজেপি।

    ঠিক কী বলেছিলেন খুরশিদ?

    উত্তরপ্রদেশে ভারত জোড়ো যাত্রা (Bharat Jodo Yatra) চলছে কিন্তু অনুপস্থিত রাহুল গান্ধী। সে রাজ্যে এই কর্মসূচির কো অর্ডিনেটর সলমন খুরশিদ (Salman Khurshid)। রাহুলের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুরশিদ বলেন, “রামচন্দ্র সর্বত্র পৌঁছতে পারেননি কিন্তু তাঁর পাদুকা বহন করেছিলেন তাঁর ভাই ভরত। রামচন্দ্রের পাদুকা উত্তরপ্রদেশে পৌঁছে গিয়েছে। এবার রামও আসবেন, এটা আমাদের বিশ্বাস।” তিনি আরও বলেন, “রাহুল গান্ধী অতিমানব। আমরা যখন ঠান্ডায় জমে আছি এবং জ্যাকেট পরছি, তখন তিনি টি-শার্ট পরে বের হচ্ছেন। তিনি একজন যোগীর মত তাঁর ‘তপস্যা’ করছেন।”

    বিজেপির প্রতিক্রিয়া

    সলমন খুরশিদের (Salman Khurshid) এই মন্তব্যের পরেই বিজেপি তাঁকে তীব্র কটাক্ষ করছে। রাহুল গান্ধীকে ভগবান রামের সঙ্গে তুলনা করায় কংগ্রেস নেতাকে তিরস্কার করেছে বিজেপি।

    আরও পড়ুন: হাসপাতালে ভর্তি হীরাবেন, অসুস্থ মাকে দেখতে গুজরাট পৌঁছলেন নরেন্দ্র মোদি

    গৌরব ভাটিয়া কী বললেন?

    বিজেপির জাতীয় মুখপাত্র গৌরব ভাটিয়া বলেছেন, ভোট পাওয়ার জন্য কংগ্রেস যেকোনও ধরণের রাজনীতি করতে পারে। গৌরব ভাটিয়া বলেছেন, “এটা কংগ্রেস দলের ডিএনএ-তে আছে। তারা যদি ভোট চায়, তারা যে কোনো ধরণের রাজনীতি করতে পারে এবং সলমন খুরশিদ আমাদের আরাধ্য দেবতা ভগবান শ্রী রামকে এমন এক অপরাধীর সঙ্গে তুলনা করেছেন যিনি জামিন পেয়ে মুক্তি পেয়েছেন। ভারতের জনগণ তাঁকে উত্তর দেবে। নির্বাচন এলে তিনি ভন্ড হিন্দু হয়ে যান।”

    বিজেপি সাধারণ সম্পাদক দুষ্যন্ত গৌতমের প্রতিক্রিয়া

    বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম বলেন, “রাহুল যদি রাম হন তবে কেন তাঁর সেনাবাহিনী পোশাক ছাড়া ঘোরাফেরা করে না? কংগ্রেসিদের পোশাক ছাড়াই ঘোরাফেরা করা উচিত, যেমন ভগবান রামের বানর সেনারা করত।” তিনি আরও বলেন, “রাহুল গান্ধীকে জানাতে হবে যে তিনি কোন প্রসাদ খান, যার কারণে তিনি ঠাণ্ডা অনুভব করেন না। একই প্রসাদ তাঁর সেনাকেও দেওয়া উচিত যাতে তাদেরও ঠান্ডায় পোশাক পরতে না হয়।”

    শেহজাদ পুনাওয়ালার কড়া জবাব

    বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা আজ ট্যুইটারে খুরশিদের (Salman Khurshid) মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, “ঈশ্বর ও দেশের প্রতি ভক্তির চেয়ে যখন পরিবারের প্রতি ভক্তি বেড়ে যায়, তখন এধরণের মন্তব্য করা হয়। এই মন্তব্য হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। উনি অন্য ধর্মের সঙ্গে এমন তুলনা করতে পারবেন?”

  • Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে চড়বেন? কত ভাড়া? কোন স্টেশনে থামবে? জানুন খুঁটিনাটি

    Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেসে চড়বেন? কত ভাড়া? কোন স্টেশনে থামবে? জানুন খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরেই বাংলাকে উপহার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। পশ্চিমবঙ্গের প্রথম ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat) চালু হবে নতুন বছর থেকেই। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে, সূত্রের খবর। ফলে আগামী শুক্রবার, ৩০ ডিসেম্বর থেকেই শুরু হচ্ছে দেশের দ্রুততম ট্রেন বন্দে ভারতের বাংলা সফর। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে যাত্রা করবে আপ ২২৩০১ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat)। তবে এই ট্রেনের ভাড়া কত, কোন কোন স্টেশনে থামবে, তা নিয়ে একাধিক প্রশ্ন রাজ্যবাসীর। তাই অবশেষে বন্দে ভারতকে নিয়ে এমন আরও অজস্র কৌতূহল মেটালেন পূর্ব রেল কর্তৃপক্ষ।

    বন্দে ভারত এক্সপ্রেসের টিকিটের মূল্য

    রেল সূত্রে খবর, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat) এক্সিকিউটিভ ক্লাসে হাওড়া এবং এনজিপি-র মধ্য়ে ভাড়া হবে ৩২৫০ টাকা। এই এক্সিকিউটিভ ক্লাসেই ১৮০ ডিগ্রি ঘূর্ণায়মান আসন রয়েছে। এর পাশাপাশি চেয়ার কারে ভাড়া প্রায় ১,৮৭০ টাকার মত হতে চলেছে। বন্দে ভারত এক্সপ্রেসে ১১২৮ জন যাত্রীর বসার ব্যবস্থা রয়েছে। দেশের অন্য সমস্ত দ্রুতগামী এবং বিশেষ সুবিধাযুক্ত দূরপাল্লার ট্রেন দুরন্ত, তেজস, গতিমান, শতাব্দী, জন শতাব্দী, এমনকী রাজধানী এক্সপ্রেসের ভাড়াকেও টেক্কা দিচ্ছে বন্দে ভারত।

    আরও পড়ুন: শুধুই কী যাত্রী স্বাচ্ছন্দ্য? অন্যদের থেকে কোথায় আলাদা বন্দে ভারত এক্সপ্রেস?

    সোমবার অর্থাৎ ২৬ ডিসেম্বর ট্রায়াল রান হয় বন্দে ভারত এক্সপ্রেসের। সকাল ৬টা নাগাদ হাওড়ার ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। ট্রায়ালেই বাজিমাত বন্দে ভারতের (Vande Bharat)। ৮ ঘণ্টারও কম সময়ে হাওড়া থেকে এনজেপি পৌঁছে যায় ট্রেনটি।

    কবে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের যাত্রীবাহী পরিষেবা শুরু হবে?

    সূত্রের খবর, ৩০ ডিসেম্বর উদ্বোধন করা হলেও নয়া বছরের ১ জানুয়ারি থেকে যাত্রীদের নিয়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের দৌড় শুরু হবে। তবে এখনও সে বিষয়ে সরকারিভাবে ভারতীয় রেলের তরফে কিছু জানানো হয়নি। রাজ্যের প্রথম বন্দে ভারত (Vande Bharat) ট্রেন এটি। তবে সারা দেশের হিসাবে বাংলার বন্দে ভারত এক্সপ্রেস ষষ্ঠ। কবে থেকে এই ট্রেনে যাতায়াত করতে পারবে সাধারণ মানুষ, তারই অপেক্ষায় রাজ্যবাসী।

    কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন?

    রেল সূত্রে খবর, হাওড়া এবং জলপাইগুড়ির মধ্যে মাত্র তিনটি স্টেশনে থামবে বন্দে ভারত এক্সপ্রেস। সেগুলি হল- বোলপুর, নিউ ফারাক্কা এবং মালদহ।

     

  • Jammu and Kashmir: বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! কাশ্মীরে এনকাউন্টারে খতম ৪ জঙ্গি

    Jammu and Kashmir: বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর! কাশ্মীরে এনকাউন্টারে খতম ৪ জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: বছরের শেষেও উত্তপ্ত ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) ফের সেনা-জঙ্গির গুলির লড়াই। বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল নিরাপত্তা বাহিনী। নিকেশ করা হয়েছে চার জঙ্গি। পুলিশ সূত্রে খবর, এক সন্দেহজনক ট্রাককে অনুসরণ করার পরই সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করে। এরপরে জওয়ানরাও তাদের উদ্দেশ্য করে গুলি করে। এরপরে এই এনকাউন্টারে সন্ত্রাসবাদীদের মৃত্যু হয়েছে। খতম হয় ৪ জঙ্গি। জম্মুর পাঞ্জতীর্থী-সিধরা সড়কে আজ সকাল সাড়ে ৭টা নাগাদ নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ শুরু হয়, সূত্রের খবর।

    জঙ্গি নিকেশ

    পুলিশ সূত্রে খবর, জম্মুর সিধরা এলাকায় হাইওয়ের ওপর এক ট্রাককে দেখে তাঁদের সন্দেহ হয়। এর পর সেই ট্রাককে আটক করলে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। জম্মুর এডিজিপি মুকেশ সিং বলেন, “ওই এলাকায় একটি ট্রাকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। চেক পোস্টের কাছে ট্রাকটিকে থামায় পুলিশ। সেই সময় লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে খতম চার জঙ্গিই। কিন্তু, পালিয়ে যায় ওই ট্রাক চালক। তার খোঁজে তল্লাশি চলছে।”  এদিকে মুকেশ সিংয়ের তরফে আরও জানানো হয়, সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে ট্রাকে আগুন লেগে যায়। আগুন নেভানোর জন্য দমকল বাহিনী এসে পৌঁছায় ঘটনাস্থলে। জ্বলন্ত ট্রাক থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার হয়েছে বলে জানা যায়। এডিজিপি জানান, “৭টি একে রাইফেল, একটি এম৪ কার্বাইন, তিনটি পিস্তল ও অন্যান্য আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।”

    কড়া নজরদারি এলাকায়

    সূত্রের খবর অনুযায়ী, আজকের এই ঘটনার পরেই সিধরা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুরো এলাকা ঘেরাও করা হয়েছে। হাইওয়ে দিয়ে যান চলাচলও থামিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাক চালককে খুঁজতে চিরুনি তল্লাশি করা হচ্ছে (Jammu and Kashmir)।

    জঙ্গিদের প্রধান উদ্দেশ্য

    সূ্ত্রের খবর অনুযায়ী, অনুমান করা হয়েছে, নববর্ষ উপলক্ষে বড় ধরণের ঘটনা ঘটানো এসব সন্ত্রাসীদের উদ্দেশ্য ছিল। এ ধরণের আরও সন্ত্রাসী হামলার সম্ভাবনা রয়েছে। আরও জানা গিয়েছে, এটি একটি নতুন অনুপ্রবেশকারী সন্ত্রাসী গোষ্ঠী যা জম্মু থেকে কাশ্মীর উপত্যকায় ভ্রমণ করছিল। এটাও জানা গেছে যে, নতুন বছরের আগে দলটি বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল। ফলে আজকের এই ঘটনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে এক বড় সাফল্য পেয়েছে নিরাপত্তা বাহিনী (Jammu and Kashmir)।

  • Nasal Vaccine: বুস্টার ডোজ নেওয়ার পর নেজাল ভ্যাকসিন নেওয়া যাবে না, জানালেন কোভিড টাস্ক ফোর্স প্রধান

    Nasal Vaccine: বুস্টার ডোজ নেওয়ার পর নেজাল ভ্যাকসিন নেওয়া যাবে না, জানালেন কোভিড টাস্ক ফোর্স প্রধান

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন করে করোনা মাথা চাড়া দিয়ে উঠছে। বিশ্বের একাধিক দেশে বাড়ছে কোভিড। এই পরিস্থিতিতে দেশে বুস্টার ডোজ (Booster Dose) নেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine) iNCOVACC-কে। নতুন করে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা দেখা দিতেই কোভিড চিকিৎসার অন্তর্ভুক্ত করা হয়েছে নেজাল ভ্যাকসিনকে। জানানো হয়েছে, করোনার দুটি টিকা ও বুস্টার ডোজ নেওয়ার পর এই নেজাল ভ্যাকসিন নেওয়ার আর দরকার নেই। যারা শুধুমাত্র দু’টি টিকা নিয়েছেন, সেই সমস্ত প্রাপ্তবয়স্করাই এটিকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারেন।

    কারা নিতে পারবেন নেজাল ভ্যাকসিন?

    গত শুক্রবার ভারত বায়োটেকের ইন্ট্রানাসাল কোভিড-১৯ ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এরপর কোউইন অ্যাপে তা যুক্ত করা হয়। এর দামও বেঁধে দেওয়া হয়েছে। তবে কারা এই ভ্যাকসিন নিতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে দেশবাসীর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানান, বুস্টার ডোজ হিসেবে এই টিকা (Nasal Vaccine) নেওয়া যাবে। ১৮ বছরের ঊর্ধ্বে বয়স যাঁদের, আর যাঁরা আগের দু’টি টিকা কোভ্যাকসিন (Covaxin) বা কোভিশিল্ড (Covishield) নিয়েছেন, তাঁরাই বুস্টার ডোজ হিসেবে এটি নিতে পারবেন। আবার ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান জানিয়েছেন, যাদের বুস্টার ডোজও নেওয়া হয়ে গিয়েছে, তাঁরা এই নেজাল ভ্যাকসিন নিতে পারবেন না।

    আরও পড়ুন: এখন থেকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন নেজাল ভ্যাকসিন, দাম কত জানেন?

    বুস্টার ডোজের পর কেন নেওয়া যাবে না নেজাল ভ্যাকসিন?

    কোভিড ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান ডাঃ এনকে অরোরা বলেছেন, “নাকের মাধ্যমে টিকা, এটিকে প্রথম বুস্টার হিসাবে সুপারিশ করা হয়েছে। যদি কোনও ব্যক্তি আগেই বুস্টার ডোজ নিয়ে থাকেন, তবে এটি সেই ব্যক্তির জন্য সুপারিশ করা হয় না। এটি তাদের জন্য, যাঁরা এখনও সতর্কতামূলক ডোজ বা বুস্টার ডোজ নেননি।” তিনি জানিয়েছেন, যদি কেউ চতুর্থ ডোজ নিতে চায়, তবে এতে নেতিবাচক প্রভাব পড়বে। আর এটিকে ‘অ্যান্টিজেন সিঙ্ক’ বলা হয়। যদি একজন ব্যক্তিকে বারবার একটি নির্দিষ্ট ধরণের অ্যান্টিজেন দিয়ে টিকা দেওয়া হয়, তবে শরীর রেসপন্ড করা বন্ধ করে দেয়, বা নেতিবাচক প্রভাব ফেলে। আর এর জন্যই ভ্যাকসিন ছয় মাসের ব্যবধানে দেওয়া হয়। পরবর্তীতে, যদিও মানুষ তিন মাসের ব্যবধানে নিয়েছে। কিন্তু এ ক্ষেত্রে এটি খুব বেশি সাহায্য করেনি। তাই এই মুহূর্তে চতুর্থ ডোজ নেওয়ার কোনও কারণ নেই।

    কীভাবে কাজ করবে এই নেজাল ভ্যাকসিন?

    ডাঃ অরোরা জানিয়েছেন, এই ভ্যাকসিন (Nasal Vaccine) প্রতিটি নাসারন্ধ্রে চার ফোঁটা, মোট ০.৫ মিলি ড্রপ দিতে হবে। এটি প্রথমে নাক এবং মুখের মাধ্যমে ভাইরাসের প্রবেশে বাধা সৃষ্টি করবে। এছাড়াও কোভিডের বিরুদ্ধে লড়াই করার পাশাপাশি সমস্ত শ্বাসযন্ত্রের ভাইরাস এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে খুব কার্যকর হতে চলেছে। কোনও পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা তার জন্য এই ভ্যাকসিন নেওয়ার পর ১৫ থেকে ৩০ মিনিট অপেক্ষা করতে হবে।

    ডাঃ অরোরাকে জিজ্ঞেস করা হয়, এই নেজাল ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নেওয়ার পর আর কোনও বুস্টার ডোজ পরবর্তীতে নিতে হবে কি না। তখন তিনি জানান, এই মুহুর্তে এমন কোনও প্রমাণ নেই যে পরবর্তীতে আরও ভ্যাকসিনের প্রয়োজন হবে কিনা।

  • Shraddha Murder Case: আফতাবের ভয়েস স্যাম্পলিং টেস্ট! শ্রদ্ধা হত্যাকাণ্ডে দিল্লি পুলিশের হাতে রহস্যময় অডিও ক্লিপ

    Shraddha Murder Case: আফতাবের ভয়েস স্যাম্পলিং টেস্ট! শ্রদ্ধা হত্যাকাণ্ডে দিল্লি পুলিশের হাতে রহস্যময় অডিও ক্লিপ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রদ্ধা ওয়ালকর হত্যাকাণ্ডে (Shraddha Murder Case) এল নয়া মোড়। এবারে পুলিশের হাতে এল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার অডিও রেকর্ড। এই রেকর্ডিংকে ‘বড় প্রমাণ’ বলেই মনে করছে পুলিশ। তবে কি অডিও রেকর্ডিং থেকেই জানা যাবে শ্রদ্ধা খুনের আসল রহস্য? কী জানাল পুলিশ?

    পুলিশের হাতে এল আফতাবের অডিও রেকর্ডিং

    আফতাবের যে নতুন অডিওটি পাওয়া গিয়েছে, তাতে শোনা গিয়েছে, শ্রদ্ধার সঙ্গে কোনও বিষয় নিয়ে তাঁর কথা কাটাকাটি চলছে। আর সেটি পৌঁছে গিয়েছে চরম পর্যায়ে। তদন্তকারীদের দাবি, এই অডিও ক্লিপ পরীক্ষা করার পর বোঝা যাবে যে, ঠিক কী নিয়ে এই দুই লিভ ইন পার্টনারের মধ্যে ঝামেলা চলছিল। আদালতের নির্দেশের পর, সোমবার ফরেন্সিক দল আফতাবের গলার স্বরের নমুনা সংগ্রহ করে। তার পর তা নতুন পাওয়া অডিও রেকর্ডটির সঙ্গে মিলিয়ে দেখা হবে। এর পরেই বেরিয়ে আসবে আসল তথ্য, এমনটাই জানিয়েছে পুলিশ।

    আরও পড়ুন: সময়ের আগেই পৌঁছল গন্তব্যে, ট্রায়াল রানেই সুপারহিট বন্দে ভারত এক্সপ্রেস

    কেন শ্রদ্ধাকে (Shraddha Murder Case) খুন করা হয়েছিল? কী কারণে এত অত্যাচারের পরেও শ্রদ্ধা সম্পর্কে থেকে গিয়েছিলেন? ঠিক কী কী সমস্যা ছিল দু’জনের মধ্যে? তদন্তকারীদের দাবি, এসবের জবাব পাওয়া যেতে পারে নতুন এই অডিও ক্লিপ থেকে।

    আফতাবের ভয়েস স্যাম্পলিং টেস্ট

    পলিগ্রাফ, নারকো টেস্টের পর এদিন কেন্দ্রীয় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে আফতাবের ভয়েস স্যাম্পেলও নেওয়া হল। এদিন দিল্লি কোর্ট জানিয়েছে, তদন্তকারী অফিসার যে ভয়েস স্যাম্পেলের দাবি করেছেন, তার অনুমতি দেওয়া হল। এরপরই আফতাব পুনাওয়ালার ভয়েস স্যাম্পেলের অনুমতি দেয় কোর্ট। আদালতের নির্দেশে সিবিআইয়ের ফরেনসিক বিশেষজ্ঞরা এই ভয়েস স্যাম্পেল নিয়েছেন। নতুন অডিও ক্লিপের সঙ্গেও তা মিলিয়ে দেখা হবে। আবার এই ভয়েস স্যাম্পলিং নিয়ে আফতাবের আইনজীবী বিরোধিতা করলেও কোর্ট থেকে স্পষ্ট জানানো হয়, একমাত্র নারকো, পলিগ্রাফের মত পরীক্ষার জন্য অভিযুক্তের সম্মতি নেওয়ার প্রয়োজন পরে। ভয়েস স্যাম্পলিং-এর ক্ষেত্রে অনুমতি লাগে না। সেই কারণেই তদন্তকারী অফিসারের অনুরোধে আজ সম্মতি দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবারই আফতাবের জেল হেফাজতের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। গত ২৬ নভেম্বর থেকে তাঁকে হেফাজতেই রাখা হয়েছে (Shraddha Murder Case)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share