Author: নিমাই দে

  • Lionel Messi: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    Lionel Messi: দেশের মাটিতে পা রাখল মেসি ব্রিগেড! আর্জেন্টিনায় আজ সরকারি ছুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: লিওনেল মেসির (Lionel Messi) স্বপ্নপূরণ। তবে এবারে মেসি ছাড়াও মেসি ভক্তদেরও স্বপ্ন ছিল যে, মেসির হাত ধরেই যেন আর্জেন্টিনা বিশ্বকাপের ট্রফি জেতে। আর শেষে তাই হল। জয়ের পরেই আর্জেন্টিনার জনগণ তাঁরই অপেক্ষায় ছিল। ফলে তাঁদের সেই অপেক্ষার অবসান হল। বিশ্বকাপ জয়ের একদিন পর আর্জেন্টিনায় পৌঁছল মেসি ব্রিগেড। মঙ্গলবার আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সে পৌঁছয় মেসিদের বিমান। দোহা থেকে রোম হয়ে তাঁরা পৌঁছন আর্জেন্টিনা। মেসিদের স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় করেছিলেন সমর্থকরা। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে আর্জেন্টিনায় একদিনের জাতীয় ছুটির ঘোষণাও করেছে সে দেশের প্রশাসন।

    আর্জেন্টিনায় পা রাখলেন মেসিরা

    ২০ ডিসেম্বর, মঙ্গলবার, গভীর রাত ৩টে নাগাদ এয়ারবাস ‘এ ৩৩০-২০০’ আর্জেন্টিনার মাটি স্পর্শ করেছে। নীল – সাদায় মোড়া পুরো বিমান, বিমানে লাগানো বিরাট ছবি লিওনেল মেসির (Lionel Messi) এবং তাঁর দুই পাশে রড্রি ডি পল এবং লাউতারো মার্টিনেজের ছবি। এরপরেই বিমানের গেট খুলতেই বেরিয়ে আসলেন ফুটবল যুবরাজ মেসি ও তাঁর ব্রিগেড। হাতে বিশ্বকাপ নিয়ে, গলায় বিজয়ীর মেডেল পরে বিমান থেকে বের হলেন তিনি। তাঁর পরনে ছিল আর্জেন্টিনার নীল শর্টস এবং একই রঙের টি-শার্ট। তাঁর পিছনে ধীরে ধীরে বের হলেন কোচ লিওনেল স্কালোনি। তারপর একে একে দলের বাকি সদস্যরা নামেন। রেড কার্পেট পেতে বরণ করা হয় লিওনেল মেসির দলকে। এদিন তাঁদের আসার খুশিতে আগে থেকেই বিমানবন্দর ও তার বাইরে ভিড় জমেছিল।

    উৎসব আর্জেন্টিনার রাজধানীতে…

    বিমানবন্দরেই অপেক্ষা করছিল হুডখোলা বিশেষ বাস। সেখানে লেখা ‘বিশ্বচ্যাম্পিয়ন’। এর পর সেই বাসে করে বিমানবন্দরের বাইরে বার হন মেসিরা (Lionel Messi)। আর্জেন্টিনার ফুটবল সংস্থা ট্যুইট করে জানিয়েছিল, “মঙ্গলবার বুয়েনস আয়ার্সের ওবেলিস্কে গিয়ে উৎসব করবে বিশ্বকাপজয়ী ফুটবল দল। সেখানে উপস্থিত থাকবেন সমর্থকরাও।”

    এদিন আর্জেন্টিনার রাস্তায় জনসমুদ্র দেখা যায়। পুরো দেশ যেন নীল সাদা রংয়ে ঢেকে গিয়েছিল। রাস্তায় উদ্দাম নাচ থেকে শুরু করে রাত জেগে সেলিব্রেশন সবকিছুই চলেছে এদিন। সাধারণ মানুষ এবং সমর্থকদের জন্য আগে থেকেই রাস্তার দুই ধারে ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। তাঁদের দেখতে, উৎসবে মেতে উঠতে এতই জনগণ ভিড় করেছিল যে, তা বলার মত নয়। আর্জেন্টিনার কনভয়কে ঘিরে ছিল পুলিশের গাড়ি এবং অংসখ্য পুলিশের বাইক।

    জাতীয় ছুটির ঘোষণা

    দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার খুশিতে আর্জেন্টিনা দল বুয়েনস আয়ার্সের ওবেলিস্কে আনন্দে মেতে ওঠে সমর্থকদের সঙ্গে। আর এই খুশির দিনে দেশবাসী যাতে মন খুলে আনন্দ করতে পারে সেইজন্য একদিনের জাতীয় ছুটির ঘোষণাও করা হয়েছে। বন্ধ থাকবে স্কুল-কলেজ-অফিস। আজ শুধু বিশ্বজয়ের আনন্দের দিন। 

  • Covid-19 in China: আগামী বছর চিনে কোভিডে মৃতের সংখ্যা হবে ১০ লক্ষের বেশি! চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞের

    Covid-19 in China: আগামী বছর চিনে কোভিডে মৃতের সংখ্যা হবে ১০ লক্ষের বেশি! চাঞ্চল্যকর দাবি বিশেষজ্ঞের

    মাধ্যম নিউজ ডেস্ক: কোভিড ঘিরে ভয়াবহ পরিস্থিতি অব্যাহত চিনে (Covid-19 in China)। হু হু করে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ফলে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা। চিনে সদ্য কোভিডের কঠোর বিধি তুলে নেওয়া হয়েছে। ‘জিরো কোভিড’ নীতি আরও কিছুটা শিথিল করা হচ্ছে। তারপর থেকেই এক লাফে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে চিনে। বিশেষজ্ঞরা মনে করছেন, যদি চিন কঠোর কোভিড বিধি তুলে নেয়, তাহলে সম্ভবত ২০২৩ সালের শেষে গিয়ে ১০ লক্ষের বেশি কোভিডে মৃতের সংখ্যা হতে পারে। বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন, মাত্র তিন মাসের মধ্যেই চিনের ৬০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হবেন।

    চিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি

    সূত্রের খবর অনুযায়ী, গতকাল, ১৯ ডিসেম্বর নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা হয়েছে ৪,৬৬৬। যেখানে ১৮ ডিসেম্বরই এই সংখ্যা ছিল ১,৯৫৯। বর্তমানে চিনের মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৩,৮৩,১৭৫। আক্রান্তের সংখ্যার পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। কোভিড নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ডিসেম্বর মাসের ৩ তারিখ পর্যন্ত কোভিডে সেদেশে কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। কিন্তু এরপরেই গতকাল ৭ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, সেদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৫,২৪২ (Covid-19 in China)।

    চিনে করোনায় মৃতের সংখ্যা হতে পারে ১০ লক্ষ!

    মার্কিন প্রতিষ্ঠান ‘হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভোলিউশন’ জানিয়েছে, চিনে জিরো কোভিড (COVID 19) পলিসি এবং লকডাউন শুরু না করলে আগামী বছরের মধ্যে মৃতের সংখ্যা হতে পারে ১০ লক্ষেরও বেশি। আরও জানানো হয়েছে, ২০২৩ সালের ১ এপ্রিলের মধ্যে ৩,২২০০০ জনের মৃত্যু হতে পারে শুধু কোভিডে। পরিসংখ্যান বলছে, চিনে ওই সময়ে বেড়ে যেতে পারে কোভিড আক্রান্তের সংখ্যা। সেই সময়ই কোভিডের ‘পিক’ হতে পারে। আইএইচএমই ডিরেক্টর ক্রিস্টোফার মারে বলছেন, কেউ ভাবতে পারেনি যে জিরো কোভিড নীতিতে এতদিন পর্যন্ত তাঁরা আটকে থাকবেন (Covid-19 in China)।

    আরও পড়ুন: কোভিড-১৯ ম্যান মেড! উহানের ল্যাব থেকেই ছড়িয়েছিল ভাইরাস, দাবি বিজ্ঞানীর

    উল্লেখ্য, চিনের জিরো কোভিড পলিসি শুরু করার পরেই তীব্র প্রতিবাদ, আন্দোলনে নামে সেদেশের সাধারণ মানুষ। তাই শেষ পর্যন্ত চিনা প্রশাসনের তরফে লকডাউনের সিদ্ধান্ত বাতিল করা হয়। আর লকডাউন এবং জিরো কোভিড পলিসি শিথিল করার পরেই ফের নতুন করে কোভিড সংক্রমণ বাড়তে শুরু করেছে বলে খবর।

    চিনের জনসংখ্যার ৬০ শতাংশই কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা

    আরও এক বিশেষজ্ঞের মতে, চিনের মোট ১.৪ বিলিয়ন জনসংখ্যার ৬০ শতাংশই কোভিডে আক্রান্ত হবে। চিনের সবথেকে যা উদ্বেগের কারণ তা হল ভ্যাকসিন। সূত্রের খবর অনুযায়ী, চিন সরকার কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ দেওয়ার উদ্যোগ নিলেও সেদেশের মানুষরা তা নিতে অনিচ্ছুক। যার মধ্যে রয়েছে ৮০ বছর ও ৮০-র বেশি বয়সী বয়স্করা। ফলে এই আবহে চিনের বয়স্করা কোভিডে বেশি প্রভাবিত হবে বলে জানা গিয়েছে (Covid-19 in China)।

  • Dalai Lama: ‘চিনে ফেরার কোনও কারণ নেই, ভারতই সেরা জায়গা’, বললেন দলাই লামা

    Dalai Lama: ‘চিনে ফেরার কোনও কারণ নেই, ভারতই সেরা জায়গা’, বললেন দলাই লামা

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে ফিরে যাওয়ার কোনও মানে নেই, ভারতই সর্বোত্তম জায়গা, এমনটাই জানালেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। ফের তাঁর মুখে চিন প্রত্যাখ্যানের কথা শোনা গেল। তিনি সাফ জানিয়ে দিলেন, ভারতই তাঁর পছন্দের জায়গা। বাকি জীবন তিনি ভারতেই থাকতে চান। আর তিনি হিমাচল প্রদেশের কাঙরা জেলাতেই থাকতে চান।

    দলাই লামার ভারত পছন্দ…

    সম্প্রতি ঘটে যাওয়া ভারত-চিন সীমান্ত তাওয়াং-এ সংঘর্ষের প্রসঙ্গ এনে তাঁকে জিজ্ঞেস করা হলে, দলাই লামা (Dalai Lama) বলেন, “পরিস্থিতির উন্নতি হচ্ছে। ইউরোপ, আফ্রিকা এবং এশিয়াতে – চিন আরও নমনীয় হচ্ছে। কিন্তু, চিনে ফিরে যাওয়ার কোনও কারণ নেই।” এই সংঘর্ষ নিয়ে তিনি চিনকে কিছু বার্তা দিতে চান কিনা, সেই নিয়ে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “চিনে ফিরে যাওয়ার কোনও কারণ নেই। ভারতই সেরা ও আমার পছন্দের জায়গা। পণ্ডিত নেহরুর পছন্দের জায়গা কাঙরাই আমার স্থায়ী ঠিকানা।”

    প্রসঙ্গত, ৯ ও ১০ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় প্রকৃত নিয়ন্ত্রণরেখা এলাকায় ভারত ও চিন সেনার মধ্যে সংঘর্ষ হয়েছে। তাওয়াংয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতীয় জমিতে প্রবেশের চেষ্টা করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি। তারপর থেকে ফের ভারত ও চিনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। তবে তাওয়াং সেক্টরে উভয় পক্ষের সংঘর্ষে চিনা বাহিনীকে কড়া জবাব দিয়েছে ভারত। সংঘর্ষে ভারতীয় জওয়ানদের থেকে চিনা জওয়ানদের জখম হওয়ার সংখ্যা বেশি। ভারতে কোনও প্রাণহানি বা তেমন কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: মোদি সরকারের উপর আস্থা! ভারতীয় সেনার পাশে তাওয়াং মঠ

    এই ঘটনা নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নিশ্চিত করেছিলেন যে, ৯ ডিসেম্বর ভারত-চিনের সেনা জওয়ানদের মধ্যে সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে কয়েকজনই সামান্য আহত হয়েছিলেন। তিনি আরও জানিয়েছিলেন যে, এই ঘটনার পর চিনকে সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে।

    আর এসব নিয়েই দলাই লামাকে এদিন জিজ্ঞেস করা হলে তিনি পরোক্ষভাবে চিন প্রত্যাখ্যানের কথাই বলেন। আর বলেন যে, ভারতই শ্রেষ্ঠ। আর তিনি চিনে কখনওই ফেরত যাবেন না। উল্লেখ্য, দলাই লামা ২-৩ দিন দিল্লিতেই থাকবেন। কারণ তাঁর কিছু সভা আছে। এর পর তিনি কিছু অনুষ্ঠানে যোগ দিতে বিহারের বোধগয়া যাবেন।

  • Lionel Messi: প্রায় ৩০ বছরের ফুটবল জীবনযাত্রা! ভিডিও শেয়ার মেসির, শ্রদ্ধা জানালেন মারাদোনাকে

    Lionel Messi: প্রায় ৩০ বছরের ফুটবল জীবনযাত্রা! ভিডিও শেয়ার মেসির, শ্রদ্ধা জানালেন মারাদোনাকে

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ ৩৬ বছরের বাধা পার করে বিশ্বকাপ (FIFA World Cup 2022) এল মারাদোনার (Diego Maradona) দেশে। আর এর পরেই দেশ জুড়ে উৎসবের পরিবেশ। গতকাল দেশের মাটিতে ফিরে আসলে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন মেসি। জয় আসার পর থেকেই তিনি একাধিক ছবি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। বিশ্বকাপের ট্রফি নিয়ে তাঁর শান্তির ঘুম, এমন একটি ছবি পোস্ট করেছিলেন, যা ইতিমধ্যেই ঝড়ের বেগে ভাইরাল। আর এরপরেই তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। তাঁর ফুটবল জীবনের ৩০ বছরের যাত্রা সেই ভিডিও-র মাধ্যমে তুলে ধরেছেন। এর পাশাপাশি ক্যাপশনে তিনি শ্রদ্ধা জানিয়েছেন দিয়েগো মারাদোনাকে।  

    ৩০ বছরের ফুটবল জীবনযাত্রার স্মৃতিচারণা

    ১৯৮৬-এ মারাদোনার হাত ধরে শেষ বার বিশ্বকাপ এসেছিল আর্জেন্টিনায়। তারপর কেটে গিয়েছে ৩৬ বছর। বিশ্বকাপ জয়ের লক্ষ্যে শুধু ছুটে গিয়েছে লা আলবিসেলেস্তেরা। কিন্তু সাফল্য আসেনি। টানা অপরাজিত থাকার রেকর্ড নিয়ে কাতার বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন মেসিরা (Lionel Messi)। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই সৌদির কাছে হার দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হয় আর্জেন্টিনার। কিন্তু শেষ হাসি মেসিরাই হাসেন। ফ্রান্সের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় দিয়ে বিশ্বচ্যাম্পিয়নের শিরোপা জিতে নিয়েছে আর্জেন্টিনা।

    আর এরপরেই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ দেখা যায় লিওনেল মেসিকে (Lionel Messi)। সেখানে তিনি একটি ভিডিও শেয়ার করে তাঁর ভক্তদের সঙ্গে তাঁর দীর্ঘ ৩০ বছরের ফুটবল জীবনের কিছু মুহূর্ত তুলে ধরেছেন। ভি়ডিওতে শৈশব জীবনের কিছু মুহূর্তও দেখা যায়। তিনি ক্যাপশনে লিখেছেন, “গ্র্যান্ডোলি থেকে কাতার। প্রায় ৩০ বছর। বিশ্বকাপ জিততে তিন দশকের কাছাকাছি সময় লাগল। ফুটবল আমাকে অনেক আনন্দ দিয়েছে। কিছু দুঃখও দিয়েছে। আমি সব সময় বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছি। কখনও চেষ্টা বন্ধ করিনি। বিশ্বাস ছিল কখনও হাল ছাড়ব না।” 

    [insta]https://www.instagram.com/reel/CmZLBkMDZi5/?utm_source=ig_web_copy_link[/insta]

    মারাদোনাকে জানালেন শ্রদ্ধা

    আবার মেসির লেখায় উঠে এসেছে প্রয়াত দিয়েগো মারাদোনার কথাও। তিনি শেষে মারাদোনাকে স্মরণ করে লিখেছেন, “এই বিশ্বকাপটা দিয়েগোর জন্যও। তিনি আমাদের স্বর্গ থেকে উৎসাহিত করেছিলেন। এই বিশ্বকাপ তাঁদের সকলের জন্য যাঁরা ফলাফলের দিকে না তাকিয়ে সব সময় জাতীয় দলকে উৎসাহিত করেছেন। তাঁদের জন্য যাঁরা বেঞ্চে বসে থেকেছেন খেলার সুযোগ না পেয়ে। ২০১৪ সালে যাঁরা কাছে পৌঁছেও জিততে পারেননি, এই বিশ্বকাপ তাঁদেরও। সকলের একটাই আকাঙ্ক্ষা ছিল। সব কিছু আমাদের ইচ্ছা মতোহয় না।  আমার হৃদয় থেকে আপনাকে অনেক ধন্যবাদ! লেটস গো আর্জেন্টিনা!!!”

    উল্লেখ্য, এই ভিডিওটিতে ইতিমধ্যেই ১২৪ মিলিয়ন ভিউ ও ১৮.৭ মিলিয়ন লাইক এসেছে। কমেন্টে প্রায় প্রত্যেকেই লিখে চলেছেন ‘সর্বকালের সেরা’ (GOAT) (Greatest of All Time)।

  • West Bengal Weather: রাজ্যে শীতের লুকোচুরি খেলা! বড়দিনে ফের বাড়বে তাপমাত্রা?

    West Bengal Weather: রাজ্যে শীতের লুকোচুরি খেলা! বড়দিনে ফের বাড়বে তাপমাত্রা?

    মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল একধাক্কায় শহর কলকাতার তাপমাত্রা বেড়ে গিয়েছিল সাড়ে তিন ডিগ্রিরও বেশি। কিন্তু আজ ফের তাপমাত্রা সামান্য কমল। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবারের পর থেকে ফের শীতের দাপুটে স্পেল শুরু হতে পারে। চলতি সপ্তাহের শেষেই বড়দিন। তার আগে শীতের আমেজ বজায় থাকলেও কনকনে শীত না পড়ার সম্ভাবনা রয়েছে। কারণ শীতের মাঝে কাঁটা হয়ে দাঁড়াচ্ছে ঘূর্ণাবর্ত। আবহাওয়া দফতরের মতে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত। আর উত্তুরে হাওয়ার প্রভাব কমবে তার ফলেই চড়বে পারদ (West Bengal Weather)।

    কলকাতার আবহাওয়া

    শহরে পারদ ওঠা-নামা জারি রয়েছে। সোমবার তাপমাত্রা বেড়ে প্রায় ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু আজ তা সামান্য কমে দাঁড়িয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। হাওয়া অফিস সূত্রে খবর, সারা দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছাকাছিই থাকবে। সকালের আকাশে কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিস্কার হবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেও আবহবিদরা জানিয়েছেন (West Bengal Weather)।

    ঘূর্ণাবর্তের ফলে চড়বে পারদ

    আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার থেকেই হাওয়া বদল হবে রাজ্যে। বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে। এর ফলেই বড়দিনে কার্যত আরও বাড়বে তাপমাত্রা। স্বাভাবিকের ওপরে দিন ও রাতের তাপমাত্রা থাকায় শহরবাসীর শীত উপভোগ করা হবে না বড়দিনে। আবহবিদদের মতে, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিমের হাওয়ার গতি কমেছে। ফলে শুক্রবারের পর থেকে রাজ্যে তাপমাত্রা বাড়বে (West Bengal Weather)।

    উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গে ভালোই শীত পড়েছে। ঘন কুয়াশাও রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গে বিশেষত দার্জিলিং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ বুধবার পর্যন্ত বৃষ্টি হতে পারে পাহাড়ে। এছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। পার্বত্য এলাকায় আগামী কয়েক দিন কুয়াশার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে। তাপমাত্রা তেমন কোনও পরিবর্তন নেই আগামী কয়েকদিনে (West Bengal Weather)।

    দক্ষিণবঙ্গের উপকূলীয় সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে। আকাশ মূলত পরিস্কারই থাকবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় শীতের আমেজ থাকবে দিনভর। তবে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জাঁকিয়ে শীত পড়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal Weather)।

  • FIFA World Cup Final: ফুটবলে মজে ভারতীয় ক্রিকেটাররা! মেসিদের জয়ে উচ্ছ্বসিত ক্রীড়াজগত

    FIFA World Cup Final: ফুটবলে মজে ভারতীয় ক্রিকেটাররা! মেসিদের জয়ে উচ্ছ্বসিত ক্রীড়াজগত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফুটবল জীবনের শেষ বিশ্বকাপে লিওনেল মেসির স্বপ্নপূরণ। এটিই ছিল মেসির শেষ বিশ্বকাপ। ফলে আর্জেন্টিনার সমর্থকরা চেয়েছিলেন মেসির হাত ধরেই আর্জেন্টিনা যেন বিশ্বকাপ জেতে। আর অবশেষে ঠিক সেটাই হয়েছে। খরা কাটিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা। মেসির হাত ধরেই দিয়াগো মারাদোনার দেশ বিশ্বকাপ পেল। ফলে পুরো বিশ্বের মেসি ভক্তরা আনন্দে মেতে ওঠে। এর পাশাপাশি ক্রিকেট জগতের খেলোয়াড়রাও এদিন ফুটবলেই মজে ছিলেন। ভারতীয় ক্রিকেট টিম বর্তমানে রয়েছে বাংলাদেশে। ফলে সেখানেই সবাই বসে পড়েছিলেন ফ্রান্স-আর্জেন্টিনার হাই-ভোল্টেজ ম্যাচ দেখতে (FIFA World Cup Final)।

    ভারতীয় ক্রিকেট টিম বিশ্বকাপ ফাইনাল দেখতে ব্যস্ত

    বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে ভারতীয় দল এখন হালকা, ফুরফুরে মেজাজে। রবিবার, সকালে ৫০ মিনিটের মধ্যে খেলা শেষ হয়ে যায়। দ্বিতীয় ম্যাচ রয়েছে ২২ ডিসেম্বর। ফলে রাতে একসঙ্গে খেলা দেখতে বসে পড়লেন বিরাট কোহলি, লোকেশ, রাহুলরা। রবিবার ১৮৮ রানে বাংলাদেশকে হারায় ভারত। সহজেই ম্যাচ জিতে নেন রাহুলরা। আর সেদিনই ছিল বিশ্বকাপের ফাইনাল। ফলে বিরাট, রাহুলরা বসে পড়েছিলেন মেসি ও এমবাপেকে দেখতে। আর সেই ছবিই ট্যুইটারে শেয়ার করেছে বিসিসিআই (FIFA World Cup Final)।

    ক্রীড়াজগতের খেলোয়াড়দের ট্যুইট

    ম্যাচ চলাকালীন কুলদ্বীপ যাদবকে ট্যুইট করতে দেখা যায়। এরপর ম্যাচ শেষে মেসির ছবি শেয়ার করে ‘সর্বকালের সেরা’ লিখে পোস্ট করেছেন তিনি।

    মহম্মদ শামিও ভারতে বসে বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ও ম্যাচ শেষে আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন।

    অন্যদিকে শেহবাগকে দেখা যায় ট্যুইটারে অন্য এক ব্যক্তির পোস্ট ট্যুইট করতে, যেই পোস্টে ইউজার ভবিষ্যতবাণী করে লিখেছিলেন, ২০২২ সালে মেসিই বিশ্বকাপ জিতবেন। এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও শেহবাগও এটি শেয়ার করেছেন।

    আর্জেন্টিনার কাপ জয়ের পরে মাস্টার ব্লাস্টার ট্যুইট করে অভিনন্দন জানান ফুটবলের রাজপুত্রকে। অভিনন্দন জানান আর্জেন্টিনাকে। সচীন লেখেন, “মেসির জন্য কাপ জেতায় অনেক অভিনন্দন আর্জেন্টিনাকে। অভিযান শুরু করার পরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল ওরা। বিশেষ করে ধন্যবাদ জানাই মার্টিনেজকে। এক্সট্রা টাইমের প্রায় শেষের দিকে দুরন্ত সেভ করে দলকে বাঁচাল। মার্টিনেজের ওই দুরন্ত সেভটার পরই আমার মনে হয়েছিল আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।”

    ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ট্যুইট করে লিখেছেন, “আমার দেখা সেরা ফুটবল ম্যাচ। ১২০ মিনিট জুড়ে আবেগের বিস্ফোরণ দেখলাম। তার পরে সবটাই নির্ধারিত হল স্পট থেকে। হোয়াট আ শো। হোয়াট আ স্পোর্ট। লিওনেল মেসি।”

    ক্রিকেটার শুভমন গিলের ট্যুইট, ‘মেসিই সর্বকালের সেরা। কুর্নিশ’।

    মাঠে গিয়ে খেলা দেখেছেন রবি শাস্ত্রী। তিনি ট্যুইট করেন, ‘অবিশ্বাস্য। মেসি ও এমবাপের লড়াই অনবদ্য’।

  • West Bengal Weather: একধাক্কায় তাপমাত্রা বাড়ল সাড়ে তিন ডিগ্রির বেশি! ফের কবে শীত?

    West Bengal Weather: একধাক্কায় তাপমাত্রা বাড়ল সাড়ে তিন ডিগ্রির বেশি! ফের কবে শীত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের পারদ ঊর্ধ্বমুখী। দু’দিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা সাড়ে তিন ডিগ্রির বেশি বেড়ে গেল। তবে আবহাওয়া দফতর সূত্রে খবর, শীতের আমেজ বজায় থাকবে রাজ্য জুড়ে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। রাজ্য জুড়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার কাছাকাছি থাকবে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে, তাপমাত্রা আগামী দু-তিন দিনে আরও বাড়বে। ফলে শহরবাসীর একটাই প্রশ্ন ফের কবে কনকনে শীত পড়বে?

    ফের কবে শীত?

    ফের কবে শীত আসবে এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে যে, মঙ্গলবার থেকে তাপমাত্রা আরও কিছুটা বাড়বে এবং বুধবারের পর সাময়িকভাবে শীতের আমেজ কমবে। কিন্তু শুক্রবারের পর ফের কিছুটা পারদ পতন ঘটবে বলে জানানো হয়েছে। পাশাপাশি এই সপ্তাহের শেষে শীতের আমেজ ফেরার পূর্বাভাস রয়েছে। বড়দিনে শীতের আমেজ নিয়েই আনন্দ করতে পারবেন শহরবাসী, এমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দফতরের।

    কলকাতার আবহাওয়া

    সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। শনিবার যা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল মরশুমের শীতলতম দিন। কিন্তু গত ৪৮ ঘন্টায় একধাক্কায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে সাড়ে তিন ডিগ্রির বেশি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিস্কার থাকবে। তবে কোথাও কোথাও সামান্য কুয়াশা থাকতে পারে। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

    উত্তরবঙ্গের আবহাওয়া

    উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। উত্তরবঙ্গের কোনও কোনও জায়গায় আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা থাকতে পারে। আগামী ৩-৪ দিন রাতের তাপমাত্রার সেরকম বড় কোনও পরিবর্তন হবে না।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া

    আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২১ ডিসেম্বর বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সর্বত্র আবহাওয়াও শুকনো থাকবে। আগামী ৩-৪ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তবে পশ্চিমের জেলাগুলিতে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জাঁকিয়ে শীত পড়েছে।

  • Primary TET 2022: টেট পরীক্ষায় শাঁখা-পলা পরে ঢুকতে বাঁধা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    Primary TET 2022: টেট পরীক্ষায় শাঁখা-পলা পরে ঢুকতে বাঁধা, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: ১১ ডিসেম্বর প্রাথমিকের টেট (Primary TET 2022) পরীক্ষা সম্পন্ন হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে দাবি করা হয় যে, পরীক্ষা সুষ্ঠুভাবেই হয়েছে। কিন্তু এরই মধ্যে বিবাহিত মহিলাদের শাঁখা-পলা খুলে পরীক্ষা কেন্দ্রে ঢোকার নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। এই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিরোধী দল বিজেপিও। আর এর পরেই এই অভিযোগে পর্ষদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে।

    টেট পরীক্ষা নিয়ে জনস্বার্থ মামলা

    প্রাথমিক টেট নিয়ে দূর্নীতির তদন্ত এখনও শেষ হয়নি। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ থেকে, স্বজনপোষণ সহ একাধিক অভিযোগে জর্জরিত রাজ্য সরকার। আর এই পরিস্থিতিতেই ফের পর্ষদের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হল। প্রাথমিক টেট পরীক্ষা কেন্দ্রে হিন্দু মেয়েদের হাত থেকে শাঁখা-পলা খোলানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন মৌমিতা চক্রবর্তী নামে এক চাকরিপ্রার্থী। জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিলের সাধারণ সম্পাদিকা পারমিতা দে এই বিষয়ে আদালতে প্রশ্ন তুলেছেন যে,  ‘কেন এই কারণে পরীক্ষা দিতে পারলেন না চাকরিপ্রার্থী? তার যে ক্ষতি হল সেটা কে পূরণ করবে?’ মামলাকারীর অভিযোগ সরাসরি পর্ষদ সভাপতি গৌতম পালের বিরুদ্ধে।

    আরও পড়ুন: শাঁখা-পলা পরে টেট পরীক্ষায় বসতে বাধা, তীব্র প্রতিক্রিয়া বিজেপি বিধায়কের

    বিজেপি মহিলা মোর্চা কর্মীদের প্রতিবাদ

    শুধুমাত্র এক জায়গা থেকে অভিযোগ উঠে আসেনি। শাঁখা-পলা-নোয়া পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠে আসে একাধিক জেলা থেকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে গেরুয়া শিবির। গত বুধবার এই ঘটনার প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চা কর্মীদের পথে নামতেও দেখা যায় জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরে।

    শাঁখা, পলা খুলে টেট পরীক্ষা দিতে হবে। এই নিয়মের বেড়াজালে টেট পরীক্ষাই দেওয়া হয়নি জলপাইগুড়ির এক গৃহবধূর। জলপাইগুড়ি সেবাগ্রামের গৃহবধূ মৌমিতা চক্রবর্তী জানান, “দীর্ঘদিন বাদে এবারের প্রাথমিকের টেট পরীক্ষা দিয়ে একটা চাকরি পাব আশা করেছিলাম৷ জলপাইগুড়ি দেবনগরের সতীশলাহিড়ি উচ্চবিদ্যালয়ে গিয়েছিলাম। পর্ষদের নিয়ম অনুযায়ী কোনও অলঙ্কার পরে যাওয়া যাবে না। তাই বাড়িতেই সমস্ত সোনার গয়না খুলে পরীক্ষা দিতে গিয়েছিলাম। কিন্তু পরীক্ষা কেন্দ্রের গেটে থাকা পুলিশ কর্মীরা আমার শাঁখা ও পলা খুলতে বলে। আমি খুলতে পারব না জানিয়ে দিই। কারণ বিয়ের পর থেকে আমি শাঁখা পলা হাত থেকে খুলিনি। এবারও খুলতে না পারায় তাই পরীক্ষা কেন্দ্রে না ঢুকতে পেরে বাড়ি চলে আসি।”

    আর এই ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার সমর্থকরা বুধবার ডিবিসি রোডের অফিস থেকে মিছিল করে কোতয়ালি থানার সামনে বিক্ষোভ দেখান। আর এবারে পর্ষদের বিরুদ্ধে জনস্বার্থ মামলাও করা হল। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

  • Pele: “নিশ্চয়ই দিয়েগো এখন হাসছেন…”, মেসিদের অভিনন্দন জানালেন ‘ফুটবল সম্রাট’ পেলে

    Pele: “নিশ্চয়ই দিয়েগো এখন হাসছেন…”, মেসিদের অভিনন্দন জানালেন ‘ফুটবল সম্রাট’ পেলে

    মাধ্যম নিউজ ডেস্ক: কাতার বিশ্বকাপের (FIFA World Cup Final 2022) ফাইনাল এক অবিস্মরণীয় ম্যাচ! ফুটবলপ্রেমীদের মনে দাগ কেটে দিয়েছে এইবারের ফাইনালের ম্যাচ। মেসির দুর্ধর্ষ পারফরমেন্সে মুগ্ধ হয়ে চারিদিক দিক থেকে ধেয়ে আসছে প্রশংসা। অভিনন্দনের বন্যায় ভাসছেন মেসি। আর এবারের এই দুর্দান্ত বিশ্বকাপ ফাইনালের জন্য মেসি ও এমবাপেকে অভিনন্দন জানালেন ‘ফুটবল সম্রাট’ পেলে (Pele)। রবিবার কাতার বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারানোর পরেই সোশ্যাল মিডিয়ায় পেলে জানিয়ে দেন, বিশ্বকাপ জেতার জন্য মেসির আর্জেন্টিনাই যোগ্য। আবার তিনি এমবাপেরও প্রশংসা করেছেন।

    পেলে ইনস্টাগ্রামে কী বললেন?

    শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে তিনবার বিশ্বকাপজয়ী ব্রাজিলের কিংবদন্তি পেলে (Pele) হাসপাতালে ভর্তি। কিন্তু তিনি সেখান থেকেই বিশ্বকাপের খেলোয়াড়দের উৎসাহ দিয়ে গিয়েছেন। বিশ্বকাপে খেলার আগে নেইমারের উদ্দেশেও বিশেষ বার্তা দিয়েছিলেন পেলে। আর এবারে, ফিফা বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার ট্রফি জেতার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে পেলে লিখেছেন, “সবসময়ের মত রোমাঞ্চকরভাবে আজ ফুটবল তার গল্প বলে চলেছে। মেসির প্রথম বিশ্বকাপ জেতা, এটি যেন তাঁরই জন্য প্রাপ্য ছিল।”

    আরও পড়ুন: ‘রোমাঞ্চকর ম্যাচ’! মেসিদের জয়ে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী! ট্যুইট করে কী লিখলেন মোদি?

    মেসির পাশাপাশি এদিন ফরাসি তারকা কিলিয়ান এমবাপেরও প্রশংসা করেছেন পেলে (Pele)। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করে ইতিহাস গড়া এমবাপেকে উদ্দেশ্য করে পেলে লিখেছেন, “আমার প্রিয় বন্ধু এমবাপে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলার ভবিষ্যতের জন্য এটি একটি উপহার ছিল। এক কথায় অসাধারণ।”  

    আবার তিনি (Pele) তাঁর পোস্টে মরক্কোর কথাও উল্লেখ করেছেন। মরক্কো কাতার বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে প্রথম আফ্রিকান দল হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিল। কিন্তু তাঁদের আর ফাইনালে উঠে আসা হয়নি। কিন্তু মরক্কোর বিষয়েও বিশেষ বার্তা দিয়েছে পেলে। তিনি বলেছেন, “এই অবিশ্বাস্য অভিযানের জন্য মরক্কো কে অভিনন্দন না জানিয়ে পারলাম না আমি, আফ্রিকাকে জ্বলে উঠতে দেখে দারুণ লাগছে।”

    [insta]https://www.instagram.com/p/CmUqLGguD6_/?utm_source=ig_web_copy_link[/insta]

    আবার তিনি (Pele) শেষে দিয়েগো মারাদোনার প্রসঙ্গ এনে বলেন, “আর্জেন্টিনাকে অভিনন্দন! অবশ্যই দিয়েগো এখন হাসছেন।” উল্লেখ্য, ২০০০ সালে প্রয়াত হন ‘ফুটবলের রাজপুত্র’ দিয়েগো মারাদোনা। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন তিনি। আর এরপর দীর্ঘ ৩৬ বছর পর খরা কাটিয়ে অবশেষে আর্জেন্টিনাকে ফের ট্রফি এনে দিলেন মেসিরা (Lionel Messi)। 

  • FIFA World Cup Final: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড! মেসি ম্যাজিকে গড়ল একাধিক নজির

    FIFA World Cup Final: ফাইনালে নেমেই বিশ্বরেকর্ড! মেসি ম্যাজিকে গড়ল একাধিক নজির

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে লিওনেল মেসির হাতে উঠল বিশ্বকাপ (FIFA World Cup Final)। ফুটবল জীবনের শেষ বিশ্বকাপে স্বপ্নপূরণ লিওনেল মেসির। রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina vs France)। আর শেষ বিশ্বকাপে নেমেই মেসি গড়লেন একের পর এক নজির। ২০০৬ থেকে বারবার বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে। ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার নেতৃত্বে কাপ জয়ের পর, ফের বিশ্বজয়ী আলবিলেস্তেরা। আর এর মধ্যেই মেসির পা-এর জাদুতে ভেঙে গেল একের পর এক রেকর্ড। একঝলকে মেসির রেকর্ডনামা।

    প্রতিযোগিতার সব পর্বে গোল করার নজির

    বিশ্বের প্রথম ফুটবলার হিসাবে প্রতিযোগিতার (FIFA World Cup Final) সব পর্বে গোল করার নজির গড়লেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। মেসিই বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার যাঁর গ্রুপ পর্বে, প্রি কোয়ার্টার ফাইনালে, কোয়ার্টার ফাইনালে, সেমিফাইনালে ও ফাইনালে গোল করার নজির রয়েছে। একটি বিশ্বকাপের সব পর্বে গোল করার নজির বিশ্বের কোনও ফুটবলারের ছিল না। কিন্তু মেসি সেই অবিশ্বাস্যই করে দেখালেন। গ্রুপ পর্বে সৌদি আরব এবং মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছিলেন তিনি। তারপর প্রি-কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া, কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস, সেমিফাইনালে ক্রোয়েশিয়া এবং ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধেও গোল করেছেন মেসি। গ্রুপে পোল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি নষ্ট না করলে একটি বিশ্বকাপের সব ম্যাচে গোল করার কৃতিত্ব অর্জন করতে পারতেন তিনি।

    আরও পড়ুন: নাটকীয় ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ আর্জেন্টিনার

    সর্বোচ্চ গোলদাতা

    ফাইনালে গোল করার সঙ্গে সঙ্গে মেসির গোল সংখ্যা দাঁড়াল ২৬। ১৩টি বিশ্বকাপে ও ১৩টি কোপা আমেরিকায়।  প্রথম সারির টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে ২৬ গোল হয়ে গেল মেসির। ব্রাজিলের রোনাল্ডোর দখলে ছিল এই দুই প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ ২৫টি গোল করার রেকর্ড। তাঁর সেই রেকর্ড ভেঙে দিলেন মেসি। বিশ্বকাপে আবার ২১টি গোলে অবদান রয়েছে মেসির। ১৩টি গোল করেছেন। ৮টি গোলে সহায়তা করেছেন (FIFA World Cup Final)।

    সর্বোচ্চ ম্যাচ ও ভাঙল ম্যাথেউজের রেকর্ড

    বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ (FIFA World Cup Final) খেলার রেকর্ড করলেন মেসি। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ছিল মেসির বিশ্বকাপ কেরিয়ারের ২৫তম ম্যাচ। ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপে নিজের ২৬তম ম্যাচে নেমেছেন মেসি। যে রেকর্ড ফুটবল বিশ্বে আর কারও নেই। ২৫ টি ম্যাচ খেলার আগে রেকর্ড ছিল জার্মানির কিংবদন্তি লোথার ম্যাথেউজের। কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নেমে মেসি ম্যাথেউজের সেই রেকর্ড ভেঙে দিলেন। গড়লেন নতুন কীর্তি

LinkedIn
Share