Author: নিমাই দে

  • Paramilitary Personnel: গুজরাটে ভোটের দায়িত্বে থাকা জওয়ানের গুলিতে নিহত ২ সহকর্মী, আহত ২

    Paramilitary Personnel: গুজরাটে ভোটের দায়িত্বে থাকা জওয়ানের গুলিতে নিহত ২ সহকর্মী, আহত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনের মাসেই গুজরাটে বিধানসভা নির্বাচন। আর তার আগেই ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। সহকর্মীর গুলিতে মৃত্যু হল প্যারামিলিটারি দুই জওয়ানের (Paramilitary Personnel)। আহত হয়েছেন আরও দুজন। ঘটনাটি ঘটেছে গুজরাটের পোরবন্দরের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুজরাটে ভোটের দায়িত্বে নিযুক্ত ছিলেন ওই জওয়ানরা। সূত্রের খবর অনুযায়ী, নিজেদের মধ্যে বচসার জেরেই একে অপরকে লক্ষ্য করে একে ৪৭ থেকে গুলি চালিয়ে দেয়। আর তাতেই ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের, আহত দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

    নিহত দুই প্যারামিলিটারি জওয়ান

    গুজরাট পোরবন্দরের কালেক্টর এবং জেলা নির্বাচনী অফিসার এ এম শর্মা জানান, ঘটনার সময় ওই জওয়ানরা (Paramilitary Personnel) কর্তব্যরত ছিলেন না। নিজেদের মধ্যে বচসা চলাকালীন আচমকাই এক জওয়ানের হাতে থাকা রাইফেল থেকে গুলি চালানো হয়। নিহত ও আহত জওয়ানরা প্রত্যেকে মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়নের (IRB) সদস্য। গুজরাটে নির্বাচনের আগে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (CAPF) পাশাপাশি আইআরবি-তেও মোতায়েন করা হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এ এম শর্মা।

    আরও পড়ুন: ”২০০২ সালে দাঙ্গাবাজরা শিক্ষা পেয়েছিল, রাজ্যে শান্তি এনেছে বিজেপি”, গুজরাটে শাহ

    আহত জওয়ানদের পরিস্থিতি

    সূত্রের খবর অনুযায়ী, যাঁরা আহত হয়েছেন, তাঁদের মধ্যে একজনের পায়ে ও অপরজনের পেটে গুলি লেগেছে। তাঁদের প্রথমে পোরবন্দর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জামনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। যাঁর পেটে গুলি লেগেছে, তাঁর অবস্থা গুরুতর, আর একজন অপেক্ষাকৃত ভালো রয়েছেন। আর যে দুই জওয়ানের মৃত্যু হয়েছে, তাঁদের নাম খোইবা সিং ও জিতেন্দ্র সিং। এছাড়া আহত হয়েছেন চোরাজিৎ ও রোহিকানা। তাঁরা প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা (Paramilitary Personnel)।

    প্রসঙ্গত, গুজরাটে আগামী ডিসেম্বর মাসের প্রথমের দিকে রয়েছে ভোট। ১ ও ৫ তারিখ গুজরাটে ভোট রয়েছে। যে পোরবন্দর এলাকায় এই গুলি চালনার ঘটনা ঘটেছে সেখানে ১ ডিসেম্বর ছিল ভোট। পোরবন্দর থেকে ২৫ কিলোমিটার দূরে ওই জওয়ানরা টুকড়া গোসা গ্রামে ছিলেন বলে জানা গিয়েছে।

    এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে প্রশাসন। কিছুদিন বাকি নির্বাচনের। তার আগেই এমন ভয়াবহ ঘটনা, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনাটি বচসার জেরে হলেও ঠিক কী কারণে তাঁদের (Paramilitary Personnel) মধ্যে ঝগড়া শুরু হয়েছিল, তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তাই এই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানা গিয়েছে।

  • Anubrata Mondal: হাইকোর্টের সিদ্ধান্তে পিছিয়ে গেল কেষ্টর দিল্লি যাত্রা, পরবর্তী শুনানি ১ ডিসেম্বর

    Anubrata Mondal: হাইকোর্টের সিদ্ধান্তে পিছিয়ে গেল কেষ্টর দিল্লি যাত্রা, পরবর্তী শুনানি ১ ডিসেম্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ইডি দিল্লি নিয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। কিন্তু এতে এল বাধা। রাজধানীতে নিয়ে যাওয়ার জন্য ইডি দিল্লি হাইকোর্টে আবেদন করলে, তাদের বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তৃণমূল নেতার আইনজীবীরা। তাদের বিরুদ্ধে মামলাও ঠুকেছেন অনুব্রত। আজ এই মামলার শুনানির কথা হলেও কোনও নির্দেশ দিলেন না বিচারপতি। পরবর্তী শুনানি হতে পারে ১ ডিসেম্বর। ফলে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়া সাতদিন পিছিয়ে গেল।

    কেষ্টর (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন থেকে এনামুক হক, প্রত্যেকেই বর্তমানে রয়েছে তিহাড় জেলে। আর সেখানে এবারে অনুব্রতকে পাঠাতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কিন্তু ইডির এই উদ্যোগকে ভেস্তে দিল কেষ্ট।

    দিল্লি যাওয়া পিছিয়ে গেল কেষ্টর…

    গত ১৭ নভেম্বর, টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর অনুব্রতকে (Anubrata Mondal) হেফাজতে নেয় ইডি। এরপর অনুব্রত অ্যারেস্ট মেমোতে সই না করায় তাঁকে সরাসরি দিল্লি নিয়ে যেতে পারেনি ইডি। এর ফলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আনার জন্য সরাসরি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছিলেন ইডির আধিকারিকরা। তাঁকে দিল্লি নিয়ে জেরা করতে নির্দেশ জারি করতে রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। কিন্তু সেই আবেদনের শুনানির আগেই সেই আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেন অনুব্রত। আর সেই মামলার আজ শুনানি হওয়ার কথা থাকলেও আইনি জটিলতায় তা পিছিয়ে যায়। তাই আপাতত দিল্লি যেতে হচ্ছে না অনুব্রতকে।

    আরও পড়ুন: জামিনের আবেদনই করলেন না, আরও ১৪ দিন জেল হেফাজতেই কেষ্ট

    অনুব্রতের আইনজীবীর সওয়াল

    এদিন আদালতে অনুব্রতের (Anubrata Mondal) আইনজীবী কপিল সিব্বল তাঁর হয়ে সওয়াল করেন। সিব্বলের যুক্তি ছিল, অনুব্রতের বিরুদ্ধে যে সমস্ত অপরাধের অভিযোগ, তার সবটাই পশ্চিমবঙ্গে হয়েছে। যে সব সম্পত্তি আটক করা হয়েছে, তা-ও পশ্চিমবঙ্গে। তাই তিনি প্রশ্ন করেন, এটি রাজ্যের মামলা, আদালত কীভাবে হস্তক্ষেপ করবে? ইডি প্রয়োজনে এখানেই অনুব্রতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক। অন্যদিকে পাল্টা যুক্তি দিয়ে ইডির আইনজীবীও বলেন, একই মামলায় অনুব্রতের প্রাক্তন দেহরক্ষী গরু পাচার মামলায় ধৃত সায়গল হোসেনকেও দিল্লি এনে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল আদালত। তবে কেষ্টর ক্ষেত্রে কেন নয়?

    ফলে এসবের মাঝেই আজ কোনও নির্দেশ না দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করলেন বিচারপতি। তবে এখন এটাই দেখার যে, ইডি শেষপর্যন্ত অনুব্রতকে (Anubrata Mondal) দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারেন কিনা।

     
  • Manik Bhattacharya: অস্বস্তিতে জেলবন্দি মানিক! ছেলেকে তলব ইডির, ডাকা হতে পারে তাঁর স্ত্রীকেও

    Manik Bhattacharya: অস্বস্তিতে জেলবন্দি মানিক! ছেলেকে তলব ইডির, ডাকা হতে পারে তাঁর স্ত্রীকেও

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে আরও বিপাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা তৃণমূলের বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। নিয়োগ দুর্নীতি মামলায় তিনি বর্তমানে জেলে। তবে এবারে ইডির স্ক্যানারে মানিকের স্ত্রী শতরূপা ভট্টাচার্য ও ছেলে সৌভিক। আগামী সপ্তাহেই ইডির দফতের তলব করা হয়েছে মানিক পুত্র সৌভিককে। আর তাঁর স্ত্রীকেও ডাকা হতে পারে বলে জানা গিয়েছে। এখানেই শেষ নয়, ইডির আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করতে পারে মানিকের আত্মীয়দেরও। ইতিমধ্যেই এক আত্মীয়কে এই সপ্তাহেই তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।

    নিয়োগ দুর্নীতিতে যোগ রয়েছে মানিক পুত্রের

    নিয়োগ দুর্নীতি মামলায় যে মানিক পুত্রের হাত রয়েছে তা আগেই জানিয়েছেন ইডির আধিকারিকরা। আর এবারে তাঁকে তলবও করা হয়েছে। নিয়োগ দুর্নীতির মামলার তদন্ত করতে গিয়ে সৌভিকের বিরুদ্ধে একাধিক তথ্য উঠে এসেছে। সৌভিকের ২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের একটিতে ২ কোটি ৬৪ লক্ষ এবং অন্যটিতে ২ কোটি ৪৭ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। আর এই টাকা গুলোর উৎস কী, তা জানতেই তলব করা হয়েছে সৌভিককে।  ইডি-র দাবি, পশ্চিমবঙ্গে বিভিন্ন বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ গুলির সঙ্গে বিভিন্নভাবে আর্থিক লেনদেনে জড়িয়ে রয়েছে সৌভিক। এছাড়াও ইডি দাবি করেছে, লকডাউনের সময় ছেলেমেয়েদের অনলাইনে ক্লাস করবার জন্য টাকার বিনিময়ে চুক্তি করেছিল সৌভিক। ফলে এসব বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে তলব করেছে ইডি। এর আগেও সৌভিককে তলব করা হয়েছিল, কিন্তু তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ ইডির।

    আরও পড়ুন: নিখোঁজ জেলবন্দি মানিকের স্ত্রী-পুত্র! তিনটি বাড়িতেই তালা, বন্ধ মোবাইল ফোনও

    মানিকের স্ত্রী ও আত্মীয়দের তলব করতে পারে ইডি

    সূত্রের খবর অনুযায়ী, মানিকের (Manik Bhattacharya) স্ত্রী ও তাঁদের আত্মীয়দেরও আগামী সপ্তাহেই তলব করতে পারে ইডি। এর আগেই মানিকের স্ত্রী শতরূপার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছে ইডির আধিকারিকরা। এমনকি মৃত মানুষের সঙ্গেও তাঁর জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে বলে জানা গিয়েছে। সেই মৃত ব্যক্তির নাম মৃত্যুঞ্জয় আর তাঁর মৃত্যু হয়েছে ২০১৬ সালে। ফলে মৃত ব্যক্তির সঙ্গে কীভাবে অ্যাকাউন্ট থাকতে পারে তা নিয়েও প্রশ্ন উঠছে।

    এখানেই থেমে নেই ইডি, মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) ভাই, জামাই ও অন্যান্য আত্মীয়দেরও বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের ক্ষেত্রে অসংগতি মিলেছে বলে জানিয়েছে ইডি। তাই এদেরকেও ডাকা হতে পারে ইডির দফতরে। তবে এখন এটাই প্রশ্ন যে, মানিকের স্ত্রী, আত্মীয়দের তলব করা হলে তাঁরা আদেও কি ইডির মুখোমুখি হবেন? সৌভিককে আগে ডাকা হলে তিনি এড়িয়ে যান, ফলে সৌভিকও ইডির তলবে সাড়া দেবেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

  • Justice Abhijit Ganguly: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর ভূমিকায় ফের ‘অসন্তুষ্ট’ বিচারপতি গঙ্গোপাধ্যায়

    Justice Abhijit Ganguly: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর ভূমিকায় ফের ‘অসন্তুষ্ট’ বিচারপতি গঙ্গোপাধ্যায়

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর কাজ নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। সুপ্রিম কোর্টে সিবিআইয়ের আইনজীবী অনুপস্থিত থাকায় তিনি প্রশ্ন করেছেন যে, ‘সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের মামলায় সিবিআইয়ের আইনজীবী অনুপস্থিত কেন?’ বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, “এই মামলাগুলো সিবিআইয়ের বাড়তি গুরুত্ব দিয়ে দেখা উচিত। আইনজীবীর অনুপস্থিতি সন্তোষজনক পরিস্থিতি নয়।”

    সিবিআই-এর কাজ নিয়ে সন্তুষ্ট নন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

    গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্যের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দায়ের মামলার শুনানি ছিল। সেই মামলার শুনানির সময়ে হাজির ছিলেন না সিবিআইয়ের আইনজীবী। শীর্ষ আদালতের নির্দেশনামায় সিবিআইয়ের আইনজীবীর অনুপস্থিতির কথা নথিবদ্ধ রয়েছে। বুধবার তা দেখেই অসন্তুষ্ট হন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এতেই সিবিআইকে ভর্ৎসনা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    এর পরেই আইজীবীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেন বিচারপতি (Justice Abhijit Ganguly)। আর এর উত্তরে সিবিআই-এর তরফে জানানো হয়, ওই দিন আদালতে ২৬ পাতার রিপোর্ট পেশ করা হয়েছে। যদিও পরে বিচারপতি এও বলেন যে, সেই রিপোর্টেও অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। রিপোর্ট অসম্পূর্ণ বলে জানিয়েছে শীর্ষ আদালত। ফলে এদিন এই রিপোর্ট নিয়েও বিচারপতি সিবিআই-কে কটাক্ষ করতে ছাড়েননি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে ৬ ডিসেম্বর।

    আরও পড়ুন: প্রাথমিক টেটে সুযোগ পাবেন উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররাও, জানাল হাইকোর্ট

    এরপরে বিচারপতি (Justice Abhijit Ganguly) কটাক্ষের সুরে সিবিআই-কে উদ্দেশ্য করে আরও বলেন যে, এই মামলাগুলি হাইকোর্টের সিঙ্গল, ডিভিশন বেঞ্চ পেরিয়ে শীর্ষ আদালতে গিয়েছে। তাছাড়া রাজ্যে নিয়োগ দুর্নীতির বিষয়টি এখনও বিচারাধীন। কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণে তদন্ত হচ্ছে। এই বিষয়গুলির কথা মাথায় রেখে বিচারপতি (Justice Abhijit Ganguly) বলেছেন, এই মামলাগুলির একটা অন্য গুরুত্ব আছে। সেই গুরুত্বের কথা মাথায় রেখে পদক্ষেপ নেওয়া উচিত সিবিআই-এর।

    এই প্রথম নয়, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআইয়ের ভূমিকায় বারবার প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। এমনকি নিজের তৈরি করা সিট ভেঙে নতুন সিট গঠন করেছেন তিনি। বদলে দিয়েছিলেন সিটের প্রধানকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Assam Meghalaya Border: অসম-মেঘালয় সীমান্তে মাফিয়া-পুলিশ সংঘর্ষ, নিহত ৬, বন্ধ ইন্টারনেট

    Assam Meghalaya Border: অসম-মেঘালয় সীমান্তে মাফিয়া-পুলিশ সংঘর্ষ, নিহত ৬, বন্ধ ইন্টারনেট

    মাধ্যম নিউজ ডেস্ক: বেআইনি কাঠ পাচারকে কেন্দ্র করে উত্তপ্ত অসম-মেঘালয় সীমান্ত। সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার ভোর রাতে পশ্চিম জয়ন্তীয়া পাহাড়ের অসম-মেঘালয় সীমান্তে অসম পুলিশের গুলিতে যে ছয়জন মারা গিয়েছেন, তাদের মধ্যে পাঁচজন ছিলেন মেঘালয়ের বাসিন্দা ও একজন অসমের বনরক্ষী। সেখানে গতকাল থেকে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে সতর্কতা হিসেবে মেঘালয়ের ৭ জেলায় ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। যে গ্রামে ওই গুলি চালনার ঘটনা ঘটেছে সেই মুকরো গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

    এরপরে এই ঘটনা এখানেই সীমিত থাকে না। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, গতকাল রাতে মেঘালয়ের রাজধানী শিলং-এ অসমের নম্বর প্লেট লাগানো এক এসইউভি গাড়িতে আগুন ধরিয়ে দেয় কিছু দুষ্কৃতি। এই ঘটনার পরেই সেখানে পৌঁছে যায় দমকল বাহিনী। গাড়িটি পুরোপুরি ভাবে পুড়ে গিয়েছে। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনা নিয়েও তদন্ত চালানো হচ্ছে।

    গতকাল ঠিক কী ঘটেছিল?

    অসমের পশ্চিম কার্বি আংলং জেলার পুলিশ সুপার ইমদাদ আলি জানিয়েছেন, মঙ্গলবার ভোর ৩টার দিকে বন দফতরের আধিকারিকরা অবৈধ কাঠ পরিবহনকারী একটি ট্রাককে আটক করে। মুকরো গ্রামে থেকে ওই ট্রাকে চাপিয়ে কাঠ চোরাচালান করা হচ্ছিল। তখন ওই ট্রাকটিকে বনকর্মীরা আটকানোর চেষ্টা করলে প্রবল গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। ট্রাকটিকে থামাতে পুলিশ বনকর্মীরা গুলি চালায়। টায়ার ফেটে গিয়ে সেটি থেমে য়ায়। তারপরই আটক করা হয় ৩ জনকে। কিন্তু ট্রাকে থাকা অন্যরা পালিয়ে যেতে সমর্থ হয়। এরপর বনকর্মীরা নিকটবর্তী জিরিকেনডিং থানায় খবর দেন। পুলিশ সেখানে পৌঁছনো মাত্র, ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। আটক ৩ জনকে ছেড়ে দেওয়ার দাবি তুলে সেই এলাকার বাসিন্দারা অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হয় পুলিশের উপর। এরপর পরিস্থিতি সামাল দিতেই পুলিশ গুলি চালায়। আর এতেই এক বনকর্মী সহ এলাকার ৬ জনের মৃত্যু হয়। ওই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়াতে শুরু করেছে আশেপাশের জেলাগুলিতেও।

    সিট গঠন মেঘালয় সরকারের

    মুকরো গ্রামে এমন ভয়াবহ ঘটনার তদন্ত করার জন্য মেঘালয় সরকারের তরফে ডিআইজি-এর নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, “যদিও আমরা কেন্দ্রীয় সংস্থাকে তদন্তের দায়িত্ব নেওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন করছি, ততদিনে সিট তদন্ত শুরু করবে। এরপর ভারত সরকার যখন আবেদনটি অনুমোদন করবে, তখন তদন্ত তাদের কাছে হস্তান্তর করা হবে।” তিনি আরও জানিয়েছেন, মেঘালয়ের ক্যাবিনেট টিম খুব শীঘ্রই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এই ঘটনার বিষয়ে জানাবেন ও এই ঘটনার তদন্তভার সিবিআই বা এনআইএ-এর হাতে তুলে দেওয়ার জন্য বলবে।

    অসম সরকারের তদন্ত কমিশন গঠন

    মুকরোর ওই ঘটনার কথা মাথায় রেখে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অসম সরকার। কমিটির প্রধান হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারক। কোন পরিস্থিতিতে গুলিচালনা তা তদন্ত করে ৩ মাসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। এর পাশাপাশি ঘটনার তদন্তের রিপোর্ট কেন্দ্র সরকারের কাছে জমা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি মৃতদের ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে অসম সরকার।

  • WhatsApp New Features: নিজেকেই মেসেজ করার নতুন ফিচার ‘মেসেজ ইওরসেলফ’ আনল হোয়াটসঅ্যাপ

    WhatsApp New Features: নিজেকেই মেসেজ করার নতুন ফিচার ‘মেসেজ ইওরসেলফ’ আনল হোয়াটসঅ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক মজাদার ফিচার নিয়ে হাজির হোয়াটসঅ্যাপ (WhatsApp New Features)। সম্প্রতি নতুন ফিচার রোলআইট করল হোয়াটসঅ্যাপ। মেটা মালিকানাধীন এই মেসেজিং অ্যাপ সংস্থা ঘোষণা করেছে যে হোয়াটসঅ্যাপে এবার চালু হয়েছে ‘মেসেজ ইওরসেলফ’ (Message Yourself) ফিচার। নিজেকেই এবার থেকে মেসেজ করতে পারবেন আপনি। আজই হোয়াটসঅ্যাপ আপডেট করে এই ফিচার ব্যবহার করুন।

    এই ফিচারটির কী সুবিধা?

    এই নতুন ফিচারের (WhatsApp New Features) সাহায্যে আপনি আপনার যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য নিজের হোয়াটসঅ্যাপে রেখে দিতে পারবেন তাও আবার মেসেজের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ নামক ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি এখন সবার হাতের মুঠোয় চলে এসেছে। কোনও বিষয়ে নোট, বা কোনও লিস্ট করার ক্ষেত্রে আগে মানুষ নোটপ্যাড ব্যবহার করত, কিন্তু এই ফিচার আসার পর থেকে নোটপ্যাডের আর দরকার পড়ে না। হোয়াটসঅ্যাপেই সেটি নোট করে নিজেকে মেসেজ করে রেখে দিতে পারবেন।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ স্টেটাসে দেওয়া যাবে ‘ভয়েস নোট’! কবে আসবে এই নয়া ফিচার?

    মূলত নিজেকে মেসেজ করার চ্যাটবক্সকে ব্যক্তিগত নোট হিসাবে ব্যবহার করা যেতে পারে। অনেকসময়েই আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ এবং আরও অনেক কিছু মনে রাখতে হয়। সেক্ষেত্রে এই ‘মেসেজ ইওরসেলফ’ ফিচারের মাধ্যমে একজন ইউজার নিজেকেই নোট, রিমাইন্ডার, শপিং লিস্ট এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে রাখতে পারবেন (WhatsApp New Features)।

    এছাড়াও ফিচারটি (WhatsApp New Features) ব্যবহার করে ইউজাররা ফটো, অডিও, ভিডিও সহ মেসেজ পাঠাতে পারবেন। এই চ্যাটটি শুধুমাত্র আপনার কাছে থাকবে এবং শুধুমাত্র আপনিই অ্যাক্সেস করতে পারবেন৷ আপনি চ্যাটে যে তথ্য শেয়ার করবেন তা হোয়াটসঅ্যাপে অন্য কেউ দেখতে পাবে না।

    কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?

    প্রথমে হোয়াটসঅ্যাপ খুলুন, এরপর নতুন চ্যাট শুরু করুন। কনট্যাক্ট দেখাবে যেখানে, তার একেবারে প্রথমেই আপনার নম্বরটা আসবে। তাতে ক্লিক করলেই হবে। সেই চ্যাটবক্সে মেসেজিং শুরু করুন (WhatsApp New Features)।

    আরও পড়ুন: ভারতে হোয়াটসঅ্যাপ প্রধান অভিজিৎ বসু, আরেক উচ্চপদস্থ কর্তার পদত্যাগ

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kolkata Weather: উধাও শীত! ৫ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা, কেন ঊর্ধ্বমুখী পারদ?

    Kolkata Weather: উধাও শীত! ৫ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা, কেন ঊর্ধ্বমুখী পারদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আচমকাই বেড়ে গেল তাপমাত্রা। নেই আর শীতের আমেজও। মাত্র ৭২ ঘণ্টার মধ্যে পাঁচ ডিগ্রি বেড়ে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather)। সোমবার থেকেই তাপমাত্রা বেড়ে চলেছিল। গতকালও বেড়ে হয়েছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আজ এক লাফে ৫ ডিগ্রি বেড়ে গেল তাপমাত্রা। আগামী কয়েকদিনেও তাপমাত্রা কমার কোনও পূর্বাভাস নেই, ফলে কনকনে শীত উপভোগ করার জন্য এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে কলকাতাবাসীদের (Kolkata Weather)।

    কলকাতার আবহাওয়া

    এদিন সকালে কলকাতা ও আশেপাশের এলাকার পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিস্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ও ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে (Kolkata Weather)। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। মঙ্গলবার এই তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আরও দু’দিন তাপমাত্রা এভাবেই বাড়বে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

    আরও পড়ুন: কলকাতার তাপমাত্রা বাড়ল দুই ডিগ্রিরও বেশি! আজ কেমন থাকবে আবহাওয়া?

    কেন ঊর্ধ্বমুখী পারদ?

    বাধাহীন উত্তুরে হাওয়ার দাপটে টানা কয়েকদিন পারদ পতন হতেই যখন শীত নিয়ে কৌতূহলী হয়ে উঠেছিল শহরবাসী, তখনই বেড়ে গেল তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় নভেম্বরের শেষে শীতের আমেজে ভাটা পড়েছে। এছাড়াও শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে দুটি ঘূর্ণাবর্ত। যার মধ্যে একটি দক্ষিণ-পূর্ব আরব সাগর এলাকায় রয়েছে। অন্যটি পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। যা গাঙ্গেয় বঙ্গে উত্তর-পশ্চিম ভারতের বাতাস প্রবেশে বাধা সৃষ্টি করছে (Kolkata Weather)।

    শহরে কবে শীত?

    আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শেষে অর্থাৎ শুক্রবারের পর থেকে ফের কিছুটা হলেও পারদ পতন হতে পারে। তবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনাই নেই রাজ্যে (Kolkata Weather)। ডিসেম্বরের মাঝামাঝি তাপমাত্রা নামতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর। দ্বিতীয় সপ্তাহের পর থেকেই ফের ফিরতে পারে শীতের আমেজ (Kolkata Weather)। উত্তরবঙ্গে বজায় থাকবে শীতের আমেজ।

    আরও পড়ুন: রেকর্ড পারদ পতন! আজ কলকাতার শীতলতম দিন, ঠান্ডা পড়বে আরও

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Kite Bird: ড্রোন শিকারে চিল! ভারতীয় সেনাবাহিনীতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ‘অর্জুন’ নামক পাখিকে

    Kite Bird: ড্রোন শিকারে চিল! ভারতীয় সেনাবাহিনীতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ‘অর্জুন’ নামক পাখিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক আন্তর্জাতিক সীমান্তে বেড়েছে ড্রোনের উৎপাত। প্রায়ই পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামানো হয়। গতকালই এক পাকিস্তানি (Pakistan) ড্রোনকে (Drone) গুলি করে নামাল বিএসএফ। ফলে এবারে শত্রুপক্ষের ড্রোনদের শিকার করতে ভারতীয় সেনা ট্রেনিং দিচ্ছে এক চিলকে (Kite Bird)। এই চিল পাখিটির নাম অর্জুন। ভারতীয় সেনাবাহিনী সামরিক অভিযানের জন্য কুকুরের পাশাপাশি প্রশিক্ষিত পাখির ব্যবহার শুরু করছে বলে জানালেন সেনা কর্মকর্তারা।

    ড্রোনের শিকারে চিল!

    সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় সেনাবাহিনী উত্তরাখণ্ডের আউলিতে চলমান যৌথ প্রশিক্ষণ অনুশীলন যুদ্ধ অধ্যয়নের সময় শত্রু ড্রোনকে শিকার করতে এই পাখির ব্যবহার প্রদর্শন করেছে। এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে শত্রুপক্ষের ড্রোনগুলিকে শনাক্ত করে সেগুলো ধ্বংস করা যায়।  আর এই কাজে ব্যবহার করা হচ্ছে কুকুর ও অর্জুন নামক চিল পাখিকে। শত্রুপক্ষের ড্রোন এদেশের সীমান্ত দিয়ে প্রবেশ করলে প্রথমে কুকুরটি ড্রোনের শব্দ শুনে সেনা জওয়ানদের সতর্ক করবে ও এরপর চিল ড্রোনটির অবস্থান জানাবে (Kite Bird)। জানা গিয়েছে, চিলের ব্যবহার করে শত্রুদের ড্রোন শিকার করতে এই ধরণের পাখিদের প্রথম ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী।

    আরও পড়ুন: ফের পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল বিএসএফ, মিলল মাদক

    শত্রুপক্ষের ড্রোনের উৎপাত

    এই ধরনের পাখি নিরাপত্তা বাহিনীকে সীমান্তের ওপার থেকে ভারতীয় এলাকায় আসা ড্রোনের মোকাবিলায় সহায়তা করতে পারে (Kite Bird)। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে প্রতিবেশি দেশ পাকিস্তান থেকে আসা ড্রোন জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে মাদক, বন্দুক এবং অর্থের চালান করেছে। আবার গত ২৪ নভেম্বর, জম্মু ও কাশ্মীর পুলিশ জম্মুর সাম্বা জেলায় একটি পাকিস্তানি ড্রোন দ্বারা ফেলে দেওয়া অস্ত্র এবং ভারতীয় মুদ্রার একটি চালান উদ্ধার করেছে।

    প্রসঙ্গত উল্লেখ্য, শনিবার উত্তরাখণ্ডের আউলিতে ভারত-আমেরিকার যৌথ প্রশিক্ষণ অনুশীলন “Yudh Abhyas 22”-এর ১৮ তম এডিশন শুরু হয়েছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সর্বোত্তম অনুশীলন, কৌশল এবং পদ্ধতি বিনিময়ের লক্ষ্যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই যুদ্ধ অভ্যাস ২২ পরিচালনা করা হয়।   

  • Love Jihad: ফের লাভ জেহাদ! হিন্দু নাবালিকাকে ‘অপহরণের ছক’, গ্রেফতার মুসলিম যুবক

    Love Jihad: ফের লাভ জেহাদ! হিন্দু নাবালিকাকে ‘অপহরণের ছক’, গ্রেফতার মুসলিম যুবক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার লাভ জেহাদের (Love Jihad) ঘটনা সামনে এসেছে। এবারে ১৫ বছর বয়সী এক হিন্দু নাবালিকার ব্রেনওয়াশ করে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক মুসলিম যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তরপ্রদেশের বাগপাত জেলার। সূত্রের খবর অনুযায়ী, মুসলিম যুবকটির নাম সোহেল আনসারি। জানা গিয়েছে, মেয়েটি নবম শ্রেণিতে পড়ে ও যুবকটি মেয়েটির থেকে ১০ বছরের বড়। পরে মেয়েটিকে উদ্ধার করা হয় ড্রেনের পাইপ থেকে। ইতিমধ্যেই ছেলেটিকে অপহরণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

    কী ঘটেছিল?

    সূত্রের খবর অনুযায়ী, মেয়েটির সঙ্গে যুবকটির ভালোবাসার সম্পর্ক ছিল। আর তারা দুজনেই পালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু মেয়েটি বুঝতে পারে যে, তার বা-মা তাদের পালানোর কথাটি জেনে গিয়েছে। আর সেই ভয়ে যুবকটির সঙ্গে না পালিয়ে, সে একাই অন্য এক জায়গায় গিয়ে লুকিয়ে ছিল। পরে খুঁজতে গিয়ে তাকে এক ড্রেনের পাইপ থেকে উদ্ধার করা হয়। জানা যায়, প্রায় ৯ ঘণ্টা সে সেখানে লুকিয়ে ছিল। ঘটনাটি ঘটে ২৩ নভেম্বর।

    আরও পড়ুন: এবার অসমে লাভ জেহাদের শিকার হিন্দু নাবালিকা! কিশোরীকে গণধর্ষণ চার যুবকের

    সেদিন সে স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে না এলে সে নিখোঁজ বলে জানানো হয় পুলিশকে (Love Jihad) । এরপরেই তাকে খোঁজার চেষ্টা করে পুলিশ। মেয়েটিকে উদ্ধারের পর জিজ্ঞেস করে জানা যায়, সে বাড়িতে ফিরে গেলেই তার বাবা-মা তাকে বকাবকি করবে ও আর সেই ভয়েই বাড়ি না গিয়ে ড্রেনের পাইপে লুকিয়ে ছিল।

    অভিযোগ উঠেছে যে, সোহেল মেয়েটির ব্রেনওয়াশ করে তাকে নিয়ে পালানোর ফন্দি এঁটেছিল (Love Jihad) । পুলিশ সূত্রে খবর, ২৩ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটের দিকে সিংগাওয়ালি আহির থানায় তার নিখোঁজ হওয়ার অভিযোগ করা হয়েছিল। এরপর তার অনুসন্ধানের জন্য পাঁচটি থানা থেকে পুলিশের একটি টিম মোতায়েন করার পাশাপাশি কুকুরও মোতায়েন করা হয়েছিল।

    জানা গেছে, অপহরণের অভিযোগে ওই মুসলিম যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোহেলের বিরুদ্ধে আইপিসি ধারা ৩৬৩-এর পাশাপাশি যৌন অপরাধের বিরুদ্ধে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের ধারা ৭/৮ এবং তফসিলি জাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের ধারা ৩(২)৫এ- এর অধীনে সিংগাওয়ালি আহির থানায় মামলা দায়ের করা হয়েছে (Love Jihad) ।

  • Riteish-Genelia: রিতেশ-জেনেলিয়ার ছেলে রিয়ানের জন্মদিনে হাজির ঐশ্বর্য-করিনারা, সঙ্গে এক ঝাঁক সেলেব শিশু

    Riteish-Genelia: রিতেশ-জেনেলিয়ার ছেলে রিয়ানের জন্মদিনে হাজির ঐশ্বর্য-করিনারা, সঙ্গে এক ঝাঁক সেলেব শিশু

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মদিন সবার জন্যই এক বিশেষ দিন। তার উপর আবার যার জন্মদিন, সে যদি সেলেব শিশু হয়, তা হলে তো আর কোনও কথাই নেই। সে একেবারে হইহই ব্যাপার হয়ে যায়। গতকাল রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh) এবং জেনেলিয়া ডিসুজার (Genelia Deshmukh) বড় ছেলে রিয়ান পা দিল সাত বছরে (Riteish-Genelia)। সেই উপলক্ষে শনিবার ধুমধাম করে বার্থ ডে পার্টির আয়োজন করেছিলেন দেশমুখ পরিবার (Riteish-Genelia)। আর যথারীতি সেখানে বাবা-মায়েদের সঙ্গে উপস্থিত ছিল একঝাঁক বলিউডি সেলেব শিশু।

    মুম্বইয়ে তারকা দম্পতির (Riteish-Genelia) ছেলের জন্মদিন পার্টিতে আমন্ত্রিত ছিল বলিউডের একগুচ্ছ তারকা। কে নেই সেখানে! ঐশ্বর্য রায় বচ্চন ও তাঁর মেয়ে আরাধ্যা থেকে দুই ছেলে তৈমুর এবং জেহকে নিয়ে হাজির করিনা কাপুর খান। আয়ুষ্মান খুরানার ছেলে বিরাজবীর থেকে শাহিদের ছেলেমেয়ে জেইন এবং মিশা, সোহা আলি খান ও তাঁর মেয়ে ইনায়া- হাজির হন বি টাউনের তাবড় তাবড় সেলেবরা। দেখে নিন তাঁদেরই এক ঝলক।

    বার্থ ডে পার্টিতে চাঁদের হাট

    প্রথমেই যাঁর কথা বলব, তিনি হলেন বচ্চন-বধূ ঐশ্বর্য। রিতেশ-জেনেলিয়ার ছেলের জন্মদিন পার্টিতে মেয়ে আরাধ্যাকে নিয়ে হাজির হয়েছিলেন ঐশ্বর্য। যে কোনও পার্টিতেই ঐশ্বর্যের লুক নজর কাড়ে নেটিজেনের। এ দিনও তার অন্যথা হয়নি। ঐশ্বর্য এবং আরাধ্যা, মা-মেয়ে দুজনেই এ দিন সোয়েটশার্ট পরেছিলেন। রিয়ান দেশমুখের জন্মদিনের অনুষ্ঠানে স্টাইলিশ লুকে পৌঁছান তাঁরা।

    পার্টিতে উপস্থিত হন মীরা রাজপুত ও মেয়ে মিশা।

    পার্টিতে জেনেলিয়া ডিসুজা এবং রিতেশ দেশমুখকে পাপারাজ্জিদের জন্য পোজ দিতে দেখা যায়।

    আরও পড়ুন: লতা মঙ্গেশকরের কোলের শিশুটিকে চিনতে পারছেন? আজ তাঁরই ৭০ তম জন্মবার্ষিকী

    উপস্থিত হন আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ ও তাঁর ছেলে বিরাজবীর, মেয়ে বরুষ্কা।

    মেয়ে ইনায়ার সঙ্গে দেখা যায় সোহা আলি খানকে।

    সলমনের বোন অর্পিতাকেও দেখা যায় পার্টিতে।

    নেহা ধুপিয়া এবং অঙ্গদ বেদিকে তাঁদের মেয়ে মেহর এবং গুরিকের সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

    প্রযোজক একতা কাপুরও গিয়েছিলেন পার্টিতে।

    দেখা যায় সইফ ও করিনার ছোট ছেলে জেহকেও।

LinkedIn
Share