Author: নিমাই দে

  • Earthquake Delhi: একদিনে চারবার ভূমিকম্প নেপালে! কম্পন অনুভূত দিল্লিতে, সকালে ফের কাঁপল উত্তরাখণ্ডও

    Earthquake Delhi: একদিনে চারবার ভূমিকম্প নেপালে! কম্পন অনুভূত দিল্লিতে, সকালে ফের কাঁপল উত্তরাখণ্ডও

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যরাতের ঘুম ভাঙল ভূমিকম্পের কম্পনে (Earthquake Delhi)। মাঝরাতে জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। আর এর জের অনুভূত হল দেশের রাজধানী দিল্লিতেও। এছাড়াও কম্পন অনুভূত হয়েছে উত্তরাখণ্ড-সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গায়। ৬.৩ মাত্রার কম্পন ধরা পড়েছে রিখটার স্কেলে। ইতিমধ্যে নেপালে কমপক্ষে ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে দিল্লিতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।

    সূত্রের খবর অনুযায়ী, গতকাল, এক দিনেই মোট চারবার কেঁপে উঠেছে নেপাল। সকালে যখন প্রথম ভূমিকম্প হয়, তখন কম্পনের মাত্রা ছিল ৪.৫। কম্পনের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু থেকে ১৫৫ কিলোমিটার উত্তর-পূর্বে, মাটি থেকে ১০০ কিলোমিটার গভীরে। এর পরে রাত ৯টা নাগাদ নেপালে জোড়া ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৪.৯। দ্বিতীয়টির মাত্রা ছিল ৩.৫। আর এরপর গভীর রাত প্রায় ১টা ৫৭ মিনিটে ফের কেঁপে ওঠে নেপাল। আর এবারের কম্পনের মাত্রাও ছিল বেশি। সেটির উৎসস্থলটি ছিল নেপাল সীমানার কাছে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে (Earthquake Delhi)।

    নেপালের পরিস্থিতি

    জানা গিয়েছে, নেপালের দুই জেলায় ভূমিকম্পের তীব্রতা বেশি ছিল (Earthquake Delhi)। আর এর জেরেই দোতি জেলায় একটি বাড়ি ভেঙে তিনজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। তাঁদের মধ্যে কমপক্ষে একজন মহিলা ও দুই জন শিশুও রয়েছে। দোতির মুখ্য জেলা আধিকারিক কল্পনা শ্রেষ্ঠা জানিয়েছেন, পাঁচজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে ধস নেমেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি।

    আজ উত্তরাখণ্ডেও ভূমিকম্প

    গভীর রাতের ভূমিকম্পের কম্পন দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা-সহ উত্তর ভারতের একাংশে অনুভূত হয়েছে (Earthquake Delhi)। তবে এই জায়গাগুলোতে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। কিন্তু ভূমিকম্পের এক আতঙ্ক কাটতে না কাটতেই ফের আজ সকালে উত্তরাখণ্ডের পিথোরাগড়ে নতুন করে ভূমিকম্প হয়েছে। যে এলাকা নেপাল সীমান্তের কাছে অবস্থিত। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, আজ সকাল ৬ টা ২৭ মিনিট ১৩ সেকেন্ডে ভূমিকম্প হয়েছে পিথোরাগড়ে। ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ফলে এই ভূমিকম্পের তীব্রতা অনেকটাই কম ছিল।

  • Birbhum: ফিরহাদের উপস্থিতিতেই সিউড়িতে বগটুই স্মৃতি! তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে মৃত ১

    Birbhum: ফিরহাদের উপস্থিতিতেই সিউড়িতে বগটুই স্মৃতি! তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বে মৃত ১

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বগটুইয়ের স্মৃতি ফিরে এলো বীরভূমের সিউড়িতে (Birbhum Siuri)। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দে (Tmc inner clash) খুন হল এক জন। আগুন লাগানো হল একাধিক বাড়িতে। মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) যখন খোদ সিউড়িতে হাজির, তখনই কাল মাঝরাত থেকে এই কাণ্ড চলল সেখানে । বালি খাদানের দখলদারি ঘিরে গোষ্ঠীকোন্দলের ফলে খুন হতে হল কাজল শেখের বিরোধী গোষ্ঠীর একজনকে। তার নাম ফাইজুল সেখ। এর পাল্টা আগুন লাগিয়ে দেওয়া হল কাজল শেখের বাড়ি চত্বরে। পুলিশের সামনেই চলল লাগাতার বোমাবাজি। 

    বীরভূমে বালি খাদানের দখল নিয়ে তৃণমূলে গোষ্ঠী কোন্দল বহু পুরনো। ইদানিং তা চরম আকার নিয়েছিল কাজল সেখ ও আতাউর সেখ গোষ্ঠীর মধ্যে। পুলিশি হস্তক্ষেপে তা মেটানোর চেষ্টা চললেও, এবার তা চরম আকার নিল। আতাউরের অভিযোগ, কাজলের লোকজন তার দল ভাঙানোর চেষ্টা করছিল। খুনের হুমকিও দিয়েছিল। গতকাল রাতে বাঁশজোড় এলাকায় তারা ফাইজুল সেখকে ভোজালির কোপ মারে। দেহের বিভিন্ন অংশে ভোজালির আঘাতে লুটিয়ে পড়ে ফাইজুল। পরে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 

    আরও পড়ুন: মামলা করে টাকা ও সময় নষ্ট করছে দেউলিয়া সরকার! বকেয়া ডিএ নিয়ে রাজ্যকে আক্রমণ শুভেন্দুর

    হাসপাতাল চত্বরে হাজির মৃতের ঘনিষ্ঠদের স্পষ্টই বলতে শোনা যায়, ‘কেন পার্টি করছিস!মুখ খুললে একজনের পর এবার অনেককে খুন হতে হবে।’ এই স্বগতোক্তিই বুঝিয়ে দেয়, বীরভূম তৃণমূলের প্রকৃত চেহারা। অনেকদিন ধরেই বালি খাদান দখল নিয়ে শাসক দলের মধ্যে কাজিয়া তুঙ্গে। আর এই কাজিয়াকে ঘিরে প্রায়শই সেখানে চলে বোমাবাজি। খুনের ঘটনাও ঘটে আকছার। বহুদিন ধরেই এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নাম উঠে এসেছে কাজল সেখের। গতকাল সেই কাজল সেখের সঙ্গেই এক ছবিতে দেখা যায় ফিরহাদ হাকিমকে।

    অনুব্রতর গ্রেফতারির পর বীরভূমে যখন ছন্নছাড়া অবস্থা তৃণমূলের, পঞ্চায়েত ভোটের আগে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় সেখানে ছুটে যান ফিরহাদ হাকিম। অনুব্রতকে সেখানে তিনি বাঘের সঙ্গে তুলনা করেন। কয়লা পাচার, গরু পাচারে অভিযুক্ত হয়ে যখন নিজের এলাকাতেই নিন্দিত অনুব্রত, তখন তাঁকে বাঘের সঙ্গে তুলনা করে একটা শ্রেণীকে চাঙ্গা করতে চান রাজ্যের মন্ত্রী। কথা বলেন কাজল সেখের সঙ্গেও। আর তারপরই এই খুনের ঘটনা। খুন, আগুন, বোমাবাজি। বীরভূমে তৃণমূল আছে একই মেজাজে। আর তার ফলে কখনও জ্বলছে বগটুই, কখনও বাঁশজো়ড়।

  • Tripura Murder: হাড়হিম করা কাণ্ড! মা-বোন-দাদু সহ চারজনকে কুপিয়ে খুন নবম শ্রেণির ছাত্রের, কারণটা কী?

    Tripura Murder: হাড়হিম করা কাণ্ড! মা-বোন-দাদু সহ চারজনকে কুপিয়ে খুন নবম শ্রেণির ছাত্রের, কারণটা কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: গা শিউরে ওঠার মত ঘটনা (Tripura Murder)। মা, বোন, দাদু সহ চারজনকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক নাবালকের বিরুদ্ধে। সূত্রের খবর অনুযায়ী, নাবালকটি নবম শ্রেণির ছাত্র। গতকাল, রবিবার ঘটনাটি ত্রিপুরার ধলাই জেলায় ঘটেছে। খুন করার সময় আশেপাশের যাতে কেউ টের না পায় তাই তারস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে রেখে দিয়েছিল। শুধুমাত্র খুন নয়, খুনের পর মৃতদেহ লুকিয়ে রাখার জন্য বাড়ির পাশে গর্তও খুঁড়েছিল। কিন্তু শেষপর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

    এক নবম শ্রেণির ছাত্র কীভাবে এমন নৃশংস খুন (Tripura Murder) করতে পারে তা শুনেই সবাই শিউরে উঠছেন। এরপরেই তদন্ত করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ছেলেটি মোবাইল গেমে এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে, নিজের মা, বোন কে খুন করতে একবারও হাত কাঁপেনি। মোবাইল গেম খেলার জন্য চাহিদা মতো টাকা দিতে রাজি ছিল না তার বাবা-মা৷ আর তারই ক্ষোভে এমন হাড় হিম করা কাণ্ড ঘটিয়েছে ছেলেটি। 

    আরও পড়ুন: উচ্চশিক্ষা ও চাকরিক্ষেত্রে আর্থিক অনগ্রসরদের ১০ শতাংশ সংরক্ষণ বহাল রাখল সুপ্রিম কোর্ট

    প্রতিবেশীরা জানিয়েছেন, মোবাইল গেমে আসক্ত হয়ে পড়েছিল অভিযুক্ত নাবালক৷ মাঝে মধ্যেই বাবা-মায়ের থেকে গেম খেলার জন্য টাকা চাইত সে৷ তা নিয়ে বাবা-মায়ের সঙ্গে অশান্তিও বাঁধত তার৷ সূত্রের খবর অনুযায়ী, প্রথমে মাথার পিছনে ভারী কিছু দিয়ে আঘাত করে তারপর তিনজনকে কুপিয়ে খুন করে সে৷ ওই কিশোর যখন এই কাণ্ড ঘটাচ্ছে তখনই জল খাওয়ার জন্য তাদের বাড়িতে আসেন এক প্রতিবেশী৷ তখন তাঁকেও একই ভাবে ওই কিশোর খুন করে বলে অভিযোগ উঠেছে। খুনের পর বাড়ির পাশেই মৃতদেহ লোপাট করতে বিশাল গর্তও খুঁড়েছিল। আর এই খবর জানাজানি হতেই এলাকা ঘিরে ফেলে পুলিশ। পরে তার চেষ্টা সফল হয়নি ও গতকাল গভীর রাতেই গ্রেফতার করে পুলিশ। পুলিশ এসে বাড়ির মধ্যে থেকে একজনের দেহ উদ্ধার করে। ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে ফরেন্সিক দল। পুলিশ সূত্রে খবর, আজই অভিযুক্তকে আদালতে পেশ করবে পুলিশ৷

  • Alia-Ranbir Baby: আলিয়া-রণবীরের জীবনে নতুন অতিথি! কোল আলো করে এল কন্যা সন্তান

    Alia-Ranbir Baby: আলিয়া-রণবীরের জীবনে নতুন অতিথি! কোল আলো করে এল কন্যা সন্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিপাড়ার নতুন বাবা-মা হলেন রণবীর-আলিয়া। তাঁদের জীবনে এল নতুন অতিথি। আলিয়ার কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান। নতুন অতিথির আগমনে খুশির জোয়ার ভাট-কাপুর পরিবারে। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের শুভেচ্ছার বন্যা বয়ে চলেছে। 

  • WB Medical Council: মমতাকে সারদা মা বলার ‘পুরস্কার’ নির্মল মাজির, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ছাপ্পা ভোট নিয়ে আদালতে বিরোধী শিবির 

    WB Medical Council: মমতাকে সারদা মা বলার ‘পুরস্কার’ নির্মল মাজির, রাজ্য মেডিক্যাল কাউন্সিলে ছাপ্পা ভোট নিয়ে আদালতে বিরোধী শিবির 

    মাধ্যম নিউজ ডেস্ক: সাময়িক দূরত্ব তৈরির ‘নাটকে’ আপাতত ইতি। ‘পুরস্কার’ পেয়ে গেলেন রাজ্য সরকারের পক্ষ থেকে। নির্মল মাজিকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের মনোনীত সদস্য করার সিদ্ধান্তকে এমনি ব্যাখ্যা করছেন রাজ্যের চিকিৎসকদের একাংশ। রাজ্য মেডিক্যাল কাউন্সিল গঠনে (WB Medical Council) বিতর্ক যেন পিছু ছাড়ছে না। কাউন্সিলের নির্বাচনে ছাপ্পা ভোট, ব্যালট চুরি, এমনকি বিরোধী প্রার্থী চিকিৎসক অর্জুন দাশগুপ্তের নাম ব্যালট থেকে কারচুপি করে বাদ দেওয়ার মতো একাধিক অভিযোগ উঠে। আদালতের নির্দেশ অমান্য করে ভোট গণনার দিন, একটানা গণনা না করে, সাত ঘণ্টার বিরতি নেওয়ার অভিযোগ ওঠে। এর মধ্যেই রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তিতে সেই বিতর্ক আরও দানা বাঁধে। 

    রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানায়, নতুন কাউন্সিলে নির্বাচিত প্রতিনিধি ছাড়াও সরকার মনোনীত প্রতিনিধি থাকছেন। আর সেই মনোনীত প্রতিনিধি তালিকায় রয়েছেন নির্মল মাজি।তৃণমূলের বিধায়ক নির্মল মাজির বিরুদ্ধে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে জীবনদায়ী ইঞ্জেকশন চুরির অভিযোগ উঠেছিল কয়েক মাস আগে। তারপরেই নির্মল বাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে মা সারদা-র সঙ্গে তুলনা করেন মালদা মেডিক্যাল কলেজের এক সভায়। সেই ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক অন্য মাত্রা নেয়। সাময়িকভাবে নির্মল বাবুর সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা করে তৃণমূল। তাকে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের নির্বাচনে প্রার্থী হতেও নিষেধ করা হয়। 

    আরও পড়ুন: নিপীড়িতদের স্বাগত জানায় ভারত, ধর্মীয় সম্মেলনে বললেন আরএসএস নেতা

    যদিও এই সবটাই লোক দেখানো বলে মনে করছেন চিকিৎসকদের একাংশ। কালীপুজোর রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও নির্মল মাজি উপস্থিত ছিলেন। আর তারপরেই রাজ্য সরকারের মনোনীত প্রতিনিধি হিসেবে রাজ্য মেডিক্যাল কাউন্সিলে জায়গা করে নেন নির্মল মাজি। অস্বচ্ছ নির্বাচনের অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল নির্বাচনের বিরোধী শিবির জয়েন্ট ডক্টর্স প্ল্যাটফর্ম। রাজ্যের শাসক দলের মদতে পেশি শক্তির জোরে মেডিক্যাল কাউন্সিল নির্বাচন হয়েছে বলেই অভিযোগ তুলেছে বিরোধী শিবির। অধিকাংশ মেডিক্যাল কলেজে ব্যালট পৌঁছায়নি। চিকিৎসকেরা নিজেদের ভোট, নিজেরা দিতে পারেননি। এমনকি জাল ব্যালটের অভিযোগ করেছেন বিরোধী শিবিরের চিকিৎসকেরা। 

    ভোট গণনার দিন জাল ব্যালটের বিষয়টি প্রকাশ্যে আসতেই গণনা কেন্দ্র থেকে বিরোধীদের বের করে দেওয়া হয়। অভিযোগ, রিটার্নিং অফিসারকে নিয়ে শাসক দলের প্রতিনিধিরা কয়েক ঘণ্টা বন্ধ করে মিটিং করেন। আদালতের নির্দেশ সত্ত্বেও একটানা গণনা প্রক্রিয়া চলে না। গণনায় বিরোধী শিবির এগিয়ে যেতেই সাত ঘণ্টা গণনায় বিরতি নেওয়া হয়। শাসক দলের প্রতিনিধিদের জয়ী ঘোষণা করা হয়। এই সব অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছে বিরোধী শিবির। বৃহস্পতিবার তার শুনানি হয়। আদালত সূত্রে জানা গিয়েছে, বিচারপতি মৌসুমি ভট্টাচার্য এই অভিযোগগুলো যথাযথ ভাবে যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি জানিয়েছেন। আগামী ১০ নভেম্বর বিষয়টির ফের শুনানি হবে। 

    রাজ্যের চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, রাজ্যের চিকিৎসা পরিষেবা ঠিকমতো হচ্ছে কিনা, তা নজরদারির দায়িত্ব মেডিক্যাল কাউন্সিলের। রোগী ও চিকিৎসকের সম্পর্ক মজবুত করতেও কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রোগীর চিকিৎসা ও চিকিৎসক সংক্রান্ত কোনও অভিযোগ বা সমস্যা থাকলে, সে কাউন্সিলের দ্বারস্থ হবেন। কিন্তু কাউন্সিল যদি অস্বচ্ছ ভাবে তৈরি হয়, তাহলে সেই কাজ কি কাউন্সিল ঠিকমতো করতে পারবে? আর দায়িত্ব পালন না হলে তার প্রভাব রোগী পরিষেবাতেও পরবে।

  • Liquor Smuggling: দরজায় লুকোনো সারি সারি বোতল! মদ চোরাচালান করতে গিয়ে ধৃত ২

    Liquor Smuggling: দরজায় লুকোনো সারি সারি বোতল! মদ চোরাচালান করতে গিয়ে ধৃত ২

    মাধ্যম নিউজ ডেস্ক: সুরাপ্রেমীদের কতই না কাণ্ড! মদ চোরাচালানের ঘটনা কতই না শোনা গিয়েছে। তবে এবারের ঘটনাটি একেবারেই আলাদা। পুলিশ সূত্রে খবর, গাড়িতে করে ছ’টি কাঠের দরজা নিয়ে যাওয়া হচ্ছিল। রাস্তায় পুলিশের তল্লাশি অভিযানের সময় সেই কাঠের দরজাগুলি নাড়াচাড়া করতেই আকাশ থেকে পড়লেন পুলিশরা। দরজাগুলো ভালো করে তল্লাশি করতে গিয়ে দেখলেন, দরজায় সারি সারি ভাবে লুকিয়ে রাখা হয়েছে মদের বোতল। তবে এক-দুটো নয়, এক সঙ্গে ২ হাজারেরও বেশি মদের বোতল সেই দরজাগুলোতে লুকিয়ে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে দিল্লির রোহিণী এলাকায়।

    সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দিল্লি থেকে বিহারের উদ্দেশে প্রায় ২ হাজার ১১২ টি মদের বোতল পাচার করা হচ্ছিল। আর চোরাচালান করার ক্ষেত্রে এক অভিনব পথ বেছে নিয়েছে পাচারকারীরা। তবে তাতেও কোনও রেহাই পাওয়া গেল না। অবশেষে ধরা পড়ল পুলিশের হাতে। মদের বোতলগুলি কাঠের দরজার গায়ে এমন ভাবে লাগানো ছিল, যা দেখে সহজে কেউ বুঝতেই পারবেন না যে, কাঠের দরজার আড়ালে লুকিয়ে মদের বোতল পাচার করা হচ্ছে।

    আরও পড়ুন: ৫০% নয়, ৪৫% নম্বর থাকলেই বসা যাবে প্রাইমারি টেটে, নয়া ঘোষণা পর্ষদের

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, আউটার নর্থ ডিস্ট্রিক্ট পুলিশ মদ চোরাচালানের অভিযোগে দুই ব্যক্তি- রোশন রাই এবং সর্বজিৎ সিং-কে গ্রেফতার করেছে ও যেই টেম্পো গাড়ি করে মদ পাচার করা হচ্ছিল তা বাজেয়াপ্ত করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, সেই গাড়ি দিল্লি থেকে বিহারে যাওয়ার পথে পুলিশের একটি দল রোহিণীর কাছে গাড়িটিকে আটকে দেয় ও তল্লাশি চালিয়ে বোতলগুলি জব্দ করে এবং অভিযুক্তদের গ্রেফতার করেছে।  

    আরও জানা গিয়েছে, বোতলগুলিকে বের করে আনতে পুলিশদের ছেনি ও হাতুড়ি ব্যবহার করতে হয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, “বোতলগুলো এত চতুরভাবে লুকিয়ে রাখা হয়েছিল যে, একজন সাধারণ মানুষ কখনই সন্দেহ করবে না যে অবৈধ কিছু চলছে।” এরপর অভিযুক্তরা এই মদ চোরাচালানের ঘটনা স্বীকার করেছে ও পুলিশ জানিয়েছে এই নিয়ে তদন্ত চালানো হচ্ছে।

  • Twitter Down: ইলন মাস্ক দায়িত্ব নিতেই ট্যুইটার ডাউন! কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যোগসূত্র নিয়ে শুরু জল্পনা

    Twitter Down: ইলন মাস্ক দায়িত্ব নিতেই ট্যুইটার ডাউন! কর্মী ছাঁটাইয়ের সঙ্গে যোগসূত্র নিয়ে শুরু জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ট্যুইটারে বিপত্তি (Twitter Down)! ইলন মাস্ক (Elon Musk) দায়িত্ব নিতেই ট্যুইটারে সমস্যা! অন্তত কিছু ব্যবহারকারীদের এমনটাই অভিযোগ। দেশজুড়ে অনেকেই ট্যুইটার ডাউন বলে অভিযোগ করছেন। অনেকেই বলছেন, ট্যুইটারে লগ ইনই করা যাচ্ছে না। আবার অনেকে বলছেন, ট্যুইটার ফিডে আসছে না নতুন কোনও পোস্ট। ওয়েব ও অ্যাপ দুটোতেই একই সমস্যা হচ্ছে। আবার ইলন মাস্ক দায়িত্ব নিতেই শুরু করেছে কর্মী ছাঁটাই। তাই এর ফলেই মাইক্রো ব্লগিং সাইটে এমন গোলোযাগ দেখা গিয়েছে নাকি তা নিয়েও চলছে জোর জল্পনা।

    উল্লেখ্য কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপে যে সমস্যা হয়েছিল, সেই একই সমস্যা শুরু হয়েছে ট্যুইটারেও। রিয়েল-টাইম সার্ভিস ট্র্যাকার ডাউন ডিটেক্টর অনুসারে, ভোর-রাত ৩টার থেকেই সমস্যা দেখা যাচ্ছিল ট্যুইটারে। পরে শুক্রবার সকাল ৭টার  থেকেই বেশি করে সমস্যা তৈরি করছে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম (Twitter Down)।

    আরও পড়ুন: ট্যুইটারের দায়িত্ব পেয়েই ৩৭০০ কর্মী ছাটাইয়ের পথে ইলন মাস্ক

    অনেক ব্যবহারকারীর অভিযোগ, যখন ব্যবহারকারীরা তাদের ট্যুইটার ফিড লোড করার চেষ্টা করছেন, তখনই Error message চলে আসছে। ১৩০ জনেরও বেশি ব্যবহারকারী প্ল্যাটফর্মের সমস্যা হচ্ছে বলে রিপোর্ট করেছেন। সকাল ১০ টার পর থেকে সমস্যা কমেছে, এমন মেসেজও পোস্ট হয়েছে। ডাউন ডিটেক্টরের বিভ্রাটের মানচিত্র অনুসারে, ভারতের দিল্লি, কলকাতা, নাগপুর, হায়দ্রাবাদ, মুম্বই এবং বেঙ্গালুরুর মতো শহরে সবচেয়ে বেশি ইউজার সমস্যার সম্মুখীন হয়েছেন (Twitter Down)।

    প্রসঙ্গত, ২৮ অক্টোবর ট্যুইটার কিনেছেন টেসলা সিইও ইলন মাস্ক। দায়িত্ব নেওয়ার পর প্রথমেই তিনি পুরনো শীর্ষ কর্তাদের ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করেন। সেই তালিকায় ছিলেন সংস্থার ভারতীয় বংশোদ্ভূত সিইও পরাগ আগরওয়াল ও সিএফও নেদ সেগাল। এছাড়াও কর্মী ছাঁটাইও শুরু করেছেন তিনি। প্রায় ৩,৭০০ কর্মীকে ছাঁটাই করতে চলেছেন, সূত্রের খবর। জানা গিয়েছে, আজ শুক্রবারই সংস্থার কর্মীদের ট্যুইটার জানিয়ে দেবে কাদের রাখা হবে এবং কাদের নয়৷ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৯টা থেকেই ইমেল পেতে শুরু করবেন কর্মীরা৷ ফলে এরই মাঝে এমন ঘটনা ঘটায় অনেকেই মনে করছেন যে, ট্যুইটার বিভ্রাটের সঙ্গে কর্মী ছাঁটাই-এর সম্পর্ক নেই তো!

  • UP Gang Rape: ঘুষ নেওয়ার জের! ডিএসপি থেকে সাব-ইন্সপেক্টর বানিয়ে শাস্তি দিল যোগী সরকার

    UP Gang Rape: ঘুষ নেওয়ার জের! ডিএসপি থেকে সাব-ইন্সপেক্টর বানিয়ে শাস্তি দিল যোগী সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: দুর্নীতির বিরুদ্ধে এক বড় পদক্ষেপ নিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। উত্তরপ্রদেশের এক পুলিশ আধিকারিককে ঘুষ নেওয়ার অপরাধে তার পদের অবনতি করা হয়েছে। জানা গিয়েছে, এক ধর্ষণের মামলাকে ভেস্তে দেওয়ার জন্য তিনি প্রায় ৫ লক্ষ টাকা নিয়েছিলেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই যোগী সরকার তাকে পদ অবনতি করিয়ে সাব-ইন্সপেক্টর করলেন। ১ নভেম্বর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে ট্যুইট করে এই ঘোষণা করা হয়।

    সূত্রের খবর অনুযায়ী, ডিএসপি বিদ্যা কিশোর শর্মা রামপুরে কর্মরত ছিলেন। সেখানেই ঘুষ নেওয়ার দায়ে অভিযুক্ত হন। আর এই ঘুষ নেওয়ার ব্যাপারটি প্রমাণিত হওয়ার পরেই উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হয়। প্রসঙ্গত, বিদ্যা কিশোর শর্মার চাকরি জীবন শুরু হয় একজন কন্সস্টেবল হিসাবেই। ধীরে ধীরে পদোন্নতি করতে করতে আজ ডিএসপি পদে বসেছিলেন তিনি।

    আরও পড়ুন: গুজরাট বিধানসভা নির্বাচনের দিন ঘোষিত, ভোট হবে দুই দফায়

    আসল ঘটনাটি কী? বছর খানেক আগে বিদ্যা কিশোর শর্মার উপর দুর্নীতির একাধিক অভিযোগ উঠে আসে। এছাড়াও একজন মহিলা অভিযোগ করেছিলেন যে একজন সাব-ইন্সপেক্টর রামবীর যাদব এবং একজন হাসপাতালের ম্যানেজার বিনোদ যাদব সহ দু’জন পুরুষ তাঁকে গণধর্ষণ করেছিল। এবং পুলিশ ঘুষ নেওয়ার পরেই কোনও ব্যবস্থা নেয়নি। এমনকি তার টাকার ব্যাগ নেওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ধর্ষণ কাণ্ডে কোনও পদক্ষেপ যাতে না নেওয়া হয় তার জন্য শর্মার ব্যাগে ৫ লক্ষ টাকা ছিল বলে অভিযোগ। পরে মুখ্যমন্ত্রীর আদেশে একটি তদন্তকারী কমিটি তৈরি হয়। তদন্তের রিপোর্টে বলা হয় ওই মহিলার অভিযোগ সত্য এবং ঘুষ নেওয়ার অপরাধে শাস্তি দিল যোগী সরকার। ইতিমধ্যেই ২ অভিযুক্তর নামে এফআইআর দায়ের করা হয় ও সাসপেন্ড করা হয়েছে বিদ্যা কিশোর শর্মাকে।

    প্রসঙ্গত, শর্মার বিরুদ্ধে দুর্নীতির মামলাটি সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনে দায়ের করেছিলেন আরটিআই কর্মী দানিশ খান। তিনি সিভিল লাইন কোতোয়ালি এলাকার অন্তর্গত মডেল কলোনির বাসিন্দা। তারপর থেকেই খবরের শিরোনামে রয়েছেন বিদ্যা কিশোর শর্মা। আরও জানা যায়, শর্মা দুই বছর ধরে রামপুর সিও থাকার সময় একই ধরনের বেশ কয়েকটি অপরাধ করেছিলেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ২০২১ সালে তার সাসপেন্ড সম্পর্কে ট্যুইট করেছিলেন আর এবারে এই শাস্তি দিলেন।

  • Afghanistan: শিক্ষার অধিকার চাওয়ায় শাস্তি! ছাত্রীদের বেধড়ক মারধর করল তালিবানরা

    Afghanistan: শিক্ষার অধিকার চাওয়ায় শাস্তি! ছাত্রীদের বেধড়ক মারধর করল তালিবানরা

    মাধ্যম নিউজ ডেস্ক: তালিবানরা আফগানিস্তান (Afghanistan) দখলের পর থেকে সেখানকার অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। তালিবানরা একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে সেখানকার নাগরিকদের উপর, বিশেষ করে মহিলাদের উপর। তাঁদের জীবনে দুর্দিন নেমে এসেছে। এবারে তালিবানদের আফগানিস্তানের কিছু ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের সামনে মারধর করতে দেখা গিয়েছে। সম্প্রতি একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও-তেই উঠে এসেছে তালিবানিদের বর্বরতা। ঘটনাটি ঘটেছে গত রবিবার।

    জানা গিয়েছে, কিছু ছাত্রী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে শিক্ষার অধিকারের দাবি জানাচ্ছিলেন। কিছুদিন আগেই বোরখা না পরে থাকায় তাঁদের বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তাঁরা। তা নিয়ে আফিগানিস্তানের (Afghanistan) উত্তর-পূর্বে অবস্থিত বাদাখশান বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে অবস্থান করেছিলেন। সেখানেই শুরু হয় তালিবানি অত্যাচার। সেখানে দেখা যাচ্ছে, তালিবরা কীভাবে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জমায়েত করা ছাত্রীদের মারছে। ফলে ইরানের পর এবারে ফের বোরখা পরা নিয়ে আন্দোলনের সৃষ্টি হয়েছে। আর এই বোরখার জন্যই এবারে বেধড়ক মারধর করতেও দেখা গেল তালিবানদের।

    আরও পড়ুন: তিন প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যালঘু শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব, বড় পদক্ষেপ কেন্দ্রের

    সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ দিয়ে শুরু হয়েছে বোরখার প্রতিবাদে আন্দোলন। ট্যুইটারেও এই ঘটনার তীব্র নিন্দা করেছে নেটিজেনরা। ভিডিও-তে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছেন ছাত্রীরা। তাঁরা সকলেই বোরখা পরে রয়েছেন। তবুও সে সময় তালিবান সরকারের কয়েক জন সেখানে উপস্থিত হয়। এরপর তারা হাতে লাঠি, বন্দুকের বাঁট নিয়ে মারতে থাকেন সেখানে উপস্থিত ছাত্রীদের। পরে ছাত্রীরা সেখান থেকে পালানোর জন্য ছুটতে থাকেন।

    এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নাকিবুল্লা কাজিজাদা সে দেশের স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পড়ুয়াদের উদ্দেশে হিংসাত্মক হামলার বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রসঙ্গত, গত বছরের অগাস্ট মাসে আফগানিস্তানের দখল চলে যায় তালিবানদের হাতে। তারপর থেকেই মহিলাদের উপর বিভিন্ন বিধিনিষেধ চাপানো হয়েছে। মহিলাদের চলাফেরার স্বাধীনতা, মতপ্রকাশ, কর্মক্ষেত্র, পোশাকবিধি-সহ বিভিন্ন ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এমনকি ষষ্ঠ শ্রেণীর পর মেয়েদের স্কুল যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • Kerala High Court: স্বামীর সম্মতি ছাড়াই মুসলিম মহিলারা ডিভোর্স চাইতে পারেন, সাফ জানাল কেরল হাইকোর্ট

    Kerala High Court: স্বামীর সম্মতি ছাড়াই মুসলিম মহিলারা ডিভোর্স চাইতে পারেন, সাফ জানাল কেরল হাইকোর্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বিবাহ বিচ্ছেদ (Divorce) নিয়ে এক বড় সিদ্ধান্ত নিল কেরল হাইকোর্ট (Kerala High Court)। ইসলাম ধর্মের আইন অনুযায়ী, একজন মহিলা বিবাহ বিচ্ছেদের দাবি জানাতেই পারেন। আর এই ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের দাবি করার জন্য স্বামীর অনুমতির কোনও প্রয়োজন নেই। মঙ্গলবার একটি মামলার শুনানি চলাকালীন এমনই মন্তব্য করল কেরল হাইকোর্ট।

    উল্লেখ্য, একজন মুসলিম নারীর আবেদনের প্রেক্ষিতে আদালত রায় দিয়েছিল, মুসলিম নারীদের বিচ্ছেদের দাবি জানানোর অধিকার রয়েছে। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে কেরল হাইকোর্টে (Kerala High Court) মামলা হয়েছিল। আবেদনকারীর দাবি ছিল, যদি কোনও মুসলিম মহিলা বিবাহ বিচ্ছেদ করতে চান, তাহলে তাঁকে তাঁর স্বামীর থেকে ‘তালাক’ চাইতে হবে। এরপরেই বিচারপতি মহম্মদ মুস্তাক এবং বিচারপতি এস ডিয়াসের ডিভিশন বেঞ্চ বলে যে, মহিলাদের বিবাহ বিচ্ছেদের জন্য স্বামীর অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই।

    আরও পড়ুন: অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করা উচিত এসসিও বৈঠকে চিনকে কড়া বার্তা জয়শঙ্করের

    আদালত আরও জানান, এই আবেদনের মাধ্যমে এটাই মনে হচ্ছে, মুসলিম মহিলারা তাঁর স্বামীর অধীনে রয়েছে। এই ধারণার পিছনে মুসলিম ধর্মগুরু ও ওই সম্প্রদায়ের পুরুষতান্ত্রিক মনোভাব রয়েছে বলে মনে হয়। ফলে মুসলিম সম্প্রদায়ের কোনও আইনের প্রকৃত ব্যাখ্যা জানার জন্য আদালত এমন কোনও ধর্ম প্রচারকের ওপর নির্ভর করতে পারে না, যার আইন সম্পর্কে জ্ঞান নেই।

    গতকাল আদালত থেকে এও বলা হয়েছে যে, মুসলিম মহিলাদের বিবাহ বিচ্ছেদের আবেদন জানানোর ক্ষমতা দেয় পবিত্র কোরান। এটা কোনও ভাবেই স্বামীর ইচ্ছে বা অনুমতির ওপর নির্ভর করে না। এমনকি আদালত এদিন ‘খুলা’ পদ্ধতিকেই স্বীকৃতি দিয়েছে। ‘খুলা’ হল মুসলিম সমাজের এমন একটি প্রথা যেখানে স্বামী বা স্ত্রী নিজের ইচ্ছেতে বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারেন। ফলে সেই মহিলা খুলার মাধ্যমে তাঁর স্বামীকে ডিভোর্স দিলে স্বামী সেটি অমান্য করে ও দাবি করে, বিশ্বে কোথাও মুসলিম মহিলারা নিজেদের ইচ্ছেতে ‘খুলা’র মাধ্যমে বিবাহ বন্ধন থেকে মুক্ত হতে পারে না। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, কোরানেই বলা হয়েছে যে একজন মুসলিম মহিলা ‘খুলা’র মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন। 

LinkedIn
Share