Author: নিমাই দে

  • Manik Bhattacharya: খাদ্য দফতরের অস্থায়ী কর্মী মানিক পুত্র সৌভিক! বেতন এক লক্ষেরও বেশি! কী করে সম্ভব?

    Manik Bhattacharya: খাদ্য দফতরের অস্থায়ী কর্মী মানিক পুত্র সৌভিক! বেতন এক লক্ষেরও বেশি! কী করে সম্ভব?

    মাধ্যম নিউজ ডেস্ক: টেট নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) অস্বস্তি আরও বেড়ে গেল।  এবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানের ছেলে সৌভিকের নামে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে উঠে এসেছে। ইডির আধিকারিকরা দাবি করেছেন, ফুড অ্যান্ড সাপ্লাই-এর আইটি বিভাগের রিফর্ম সেলের অস্থায়ী ডাটা অপারেটর বিভাগের টিম লিডার ছিল মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্য। তবে সবার থেকে অবাক করা বিষয় হল তাঁর বেতন। কারণ যেখানে সমস্ত ডেটা অপারেটররা বেতন পান ১০-১৩ হাজার টাকা, কিন্তু সৌরভ মাসে ১,১০,০০০ টাকা বেতন পেতেন বলে সূত্রের খবর।

    কী করে সামান্য ডেটা অপারেটর হয়ে এত টাকা বেতন পেতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) টেট দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরেই সৌভিকের খোঁজ করতে ইডি খাদ্য দফতরে পৌঁছে গিয়েছিল। এরপর ১৫ দিন আগে মির্জা গ্যালিব স্ট্রিটের খাদ্য দফতরের প্রধান কার্যালয়ে হাজির হয়েছিলেন ইডি কর্তারা। তাঁরা মানিক পুত্র সৌভিকের সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে চায় ও কী ভাবে সে সরকারি চাকরিতে নিয়োগ হয় তাঁর? সেসব বিষয়ে জানতেই পৌঁছে গিয়েছিল ইডি। প্রসঙ্গত, এর আগেই সৌভিকের অ্যাকাউন্টে প্রায় ২.৭ কোটি টাকার সন্ধান পেয়েছিল। ফলে ওই টাকার সূত্র নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারী সংস্থা। কিন্তু ইডি তাঁর খোঁজ শুরু করার পর থেকেই খাদ্য দফতরের অফিসে তিনি আর যান না। সৌভিকের নিয়োগ ও বেতনের পরিমাণ নিয়ে ফের প্রশ্নের মুখে খাদ্য দফতরের ভূমিকা।

    আরও পড়ুন: ফের ১৪ দিনের জেল হেফাজত! এবার সিবিআইয়ের জেরার মুখে মানিক

    আবার একদিকে যেমন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) ইস্যুতে উত্তাল রাজ্য-রাজনীতি। তেমনই অন্যদিকে মানিককে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) হুঙ্কার দিয়ে বলেন, ‘মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) মুখ খুলতে শুরু করলে অনেক উইকেট পড়বে। ডিসেম্বরে ঠান্ডা পড়বে, সরকার কাঁপবে।’ রাজ্যে যেভাবে একাধিক দুর্নীতি মামলায় শাসকদলের একের পর এক নেতা-মন্ত্রী জেলে যাচ্ছেন, এহেন পরিস্থিতিতেই, ‘জেলে যেতে পারেন মুখ্যমন্ত্রীও’, এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি। তাই বলেন, যদি শাসকদলের অধিকাংশ মন্ত্রীই জেলে যান, তাহলে কী করে চলবে সরকার? প্রশ্ন তুলেই, তিনি বলেন ‘সুতরাং, ডিসেম্বরেই পড়তে পারে সরকার।

  • Indian Railways: উৎসবের মরশুমে ভারতীয় রেলওয়ের তরফে বিশেষ উপহার! ছট পুজোতে চলবে সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি ট্রেন

    Indian Railways: উৎসবের মরশুমে ভারতীয় রেলওয়ের তরফে বিশেষ উপহার! ছট পুজোতে চলবে সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুমে সাধারণ মানুষের জন্য ফের এক উপহার! আর এই উপহার দেওয়া হল ভারতীয় রেলওয়ের (Indian Railways) তরফে। কালীপুজো, ভাইফোঁটা পেরিয়ে গেলেও সামনেই রয়েছে ছট পুজা। ফলে উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে ও ভিড় এড়ানোর জন্য সেকেন্দ্রাবাদ থেকে সাঁতরাগাছির মধ্যে দুটো স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ।

    দক্ষিণ-পূর্ব রেলের (Indian Railways) তরফে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথ ঘোষণা করা হয়েছে ও আর আগামীকালেই এই ট্রেন চালু করা হবে। গতকাল, অর্থাৎ বুধবার রেলওয়ের তরফে একটি নোটিশ জারি করে জানানো হয়েছে, ট্রেন নং.০৭৬৪৫ সেকেন্দ্রাবাদ-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনটি সেকেন্দ্রাবাদ থেকে ২৮ অক্টোবর চালু করা হবে। এই ট্রেনটি সকাল ০৮.৪০ টায় রওনা দেবে বিশাখাপত্তনমে ২০.৩০ টায় পৌঁছবে এবং পরের দিন ১০.২৫-এ সাঁতরাগাছি পৌঁছবে৷

    আরও পড়ুন: প্রধানমন্ত্রীর রোজগার মেলায়, প্রথম ধাপে, বাংলার ২৬৭ জনের চাকরি

    আবার ২৯ অক্টোবর ফেরার পথে, ০৭৬৪৬ সাঁতরাগাছি- সেকেন্দ্রাবাদ স্পেশাল ট্রেনটি ১৮.৪৫ মিনিটে সাঁতরাগাছি থেকে সেকেন্দ্রাবাদের দিকে রওনা দেবে ও পরের দিন ৭.০০ টায় বিশাখাপত্তনমে পৌঁছবে এবং ২১.৩০ টায় সেকেন্দ্রাবাদ পৌঁছবে (Indian Railways)।

    রেল (Indian Railways) সূত্রে জানা গিয়েছে, ট্রেনটিতে একটি কম্পোজিট কোচ (ফার্স্ট এসি ও এসি ২ টায়ার), চারটি এসি ২ টায়ারের কামরা, এসি ৩ টায়ারের দশটি কামরা, তিনটি স্লিপার ক্লাস, দুটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ, একটি সেকেন্ড ক্লাস লাগেজ কাম ডিসএবল কোচ রয়েছে ট্রেনটিতে।

    আরও পড়ুন: নৈস্বর্গিক চেনাব সেতুর ছবি প্রকাশ ভারতীয় রেলের, অপেক্ষা আর মাত্র কয়েকদিনের

    সূত্রের খবর (Indian Railways) অনুযায়ী, এই ট্রেনটি সেকেন্দ্রাবাদ ও সাঁতরাগাছির যাওয়ার পথে যে যে জায়গাগুলোতে থামবে অর্থাৎ স্টপেজ গুলো হল- নালগোন্ডা, মিরিয়ালাগুদা, নাদিকুদে, বিজয়ওয়াড়া, তাদেপল্লিগুডেম, রাজামুন্দ্রি, সামালকোট, দুভভাদা, বিশাখাপ্টনম, ভিজিয়ানগরম, খুরদা রোড, ভুবনেশ্বর, ভদ্রক, বালাসোর এবং খড়গপুর।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kamal Kishor Mishra: পরকীয়ায় ধরা পড়ায় স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা! অভিযোগ দায়ের প্রযোজকের বিরুদ্ধে

    Kamal Kishor Mishra: পরকীয়ায় ধরা পড়ায় স্ত্রীকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা! অভিযোগ দায়ের প্রযোজকের বিরুদ্ধে

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনেমার গল্পকেও হার মানাবে! এমনই ঘটনা ঘটল মুম্বইয়ে। পার্কিং লটে গাড়ির ভিতর অন্য তরুণীর সঙ্গে স্বামীকে হাতেনাতে ধরে ফেলেন মহিলা। আর সেটাই হয়ে গেল তাঁর জীবনের বড় ‘অপরাধ’। ফলে তাঁর স্ত্রী-কে শাস্তি দিতে গাড়ির চাকায় পিষে খুনের চেষ্টা করল এক ব্যক্তি। আর সেই আর কেও নয়, তিনি হলেন মুম্বইয়ের প্রযোজক কমল কিশোর মিশ্রা (Kamal Kishore Mishra)। পশ্চিম অন্ধেরির একটি আবাসিক ভবনের পার্কিং এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাটি ১৯ অক্টোবর ঘটলেও পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সম্প্রতি পুলিশের হাতে এসে পৌঁছেছে। ফলে স্ত্রী-কে খুন করার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রযোজক কমল কিশোর মিশ্রার স্ত্রী ইয়াসমিন তাঁর স্বামীর বিরুদ্ধে দায়ের করার সময় জানিয়েছেন, ঘটনার দিন নিজের স্বামীর খোঁজ করতে বাড়ির বাইরে আসেন। পার্কিং লটে গিয়ে স্বামীর গাড়িটি দেখতে পেয়ে সেদিকে এগোতেই তিনি এক মহিলার সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় গাড়িতে দেখতে পান। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে তিনি তাঁর স্বামীর কাছে এই বিষয়ে জানতে চাইলেই তাড়াতাড়ি করে গাড়িটি চালিয়ে দেন তাঁর স্বামী। গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন মহিলা। তাঁর পা, হাত এবং মাথায় গুরুতর চোট লেগেছে। আর এই পুরো ঘটনাটি ধরা পড়েছে বিল্ডিংয়ে লাগানো সিসিটিভিতে। আর এরপরেই বুধবার ইয়াসমিন তাঁকে খুন করার অভিযোগ এনে কমল মিশ্রার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

    ঘটনায় কমল মিশ্রার (Kamal Kishor Mishra) বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৭৯ ধারায় রাশ ড্রাইভিং এবং ৩৩৭ ধারায় অন্যের জীবনকে বিপদে ফেলে আঘাত করার মতো ঘটনায় আম্বোলি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার পরেই পালিয়ে গিয়েছে কমল মিশ্রা। ফলে তার তদন্তে নেমেছে পুলিশ। প্রসঙ্গত, কমল কিশোর ‘দেহাতি ডিস্কো’ নামক একটি ছবি প্রযোজনা করেছেন।

  • Ram Setu: শুরুতেই বক্স অফিসে বাজিমাত! অক্ষয়ের ‘রাম সেতু’-র প্রথম দিনের আয় পেরোল ১৫ কোটি

    Ram Setu: শুরুতেই বক্স অফিসে বাজিমাত! অক্ষয়ের ‘রাম সেতু’-র প্রথম দিনের আয় পেরোল ১৫ কোটি

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু থেকেই হাজারও বিতর্কের মধ্যেই গত ২৫ অক্টোবর মুক্তি পেল অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’ (Ramsetu)। আর শুরুতেই বক্সঅফিসে দারুণ এন্ট্রি নিল ‘রাম সেতু’। ফলে দীপাবলিতে অক্ষয় কুমার তাঁর অনুরাগীদের এই বিশেষ উপহার দিল। ছবিটি এখনও পর্যন্ত দর্শকদের কাছে মিশ্র সাড়া পাচ্ছে। অনেকে অপছন্দ করলেও, অনেকে আবার ছবিটি নিয়ে ভাল প্রতিক্রিয়া দিয়েছেন। তবে ২৫ অক্টোবর মুক্তি পাওয়া পরই পাওয়া পরই ছবিটি দারুণ ওপেনিং করেছে বক্স অফিসে (Box Office)। জানা গিয়েছে, মুক্তির পর প্রথম দিনই ১৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে অক্ষয় কুমার অভিনীত ‘রাম সেতু’।

    এবছর অক্ষয় কুমারের কোনও ছবিই বক্সঅফিসে সেই মত ব্যবসা করতে পারেনি। দর্শকদের মনেও জায়গা করে নিতে পারেনি। তাঁর শেষ তিনটি ছবি ‘বচ্চন পান্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষা বন্ধন’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ফলে ‘রাম সেতু’-র দিকে অনেকেই আশা নিয়ে  তাকিয়ে ছিলেন। তবে ছবির শুরুটা ভালও হলেও পরবর্তীতে বক্স অফিসে কতটা হিট হতে পারে এটাই এখন দেখার। বক্স অফিস থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গেছে রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার এবং মধ্য ভারতের রাজ্যগুলির দর্শকদের মধ্যে বেশ ভালো সাড়া পেয়েছে ‘রাম সেতু’। পাশপাশি এই বছর অক্ষয় অভিনীত ছবিগুলির মধ্যে প্রথম দিন সবচেয়ে ভালো ব্যবসা করে ‘রাম সেতু’। সূত্রের খবর অনুযায়ী, এই ছবিটিই ২০২২-এর ‘খিলাড়ি’-র মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে সেরা ওপেনার ছবি।

    আরও পড়ুন: মুক্তি পেল ‘রাম সেতু’- র ট্রেলর, মুখ্য ভূমিকায় অক্ষয় কুমার

    প্রসঙ্গত, এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar), জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez), নুসরত ভারুচা (Nushratt Bharuccha)। এই এই সিনেমায় অ্যাকশন, অ্যাডভেঞ্চার ও কমেডির মাধ্যমে ইতিহাস আর পুরাণের গল্পের সঙ্গে এক করে ‘রামসেতু’ সিনেমায় তুলে ধরা হয়েছে। অন্যদিকে এই ছবি মুক্তির পাশাপাশি মুক্তি পেয়েছে অজয় ​​দেবগন ও সিদ্ধার্থ মালহোত্রার ‘থ্যাঙ্ক গড’। প্রথম দিন থেকেই দুই ছবির মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই চলছে। ওপেনিং-এর দিনেই  ‘রাম সেতু’, ‘থ্যাঙ্ক গড’-কে ছাপিয়েছে। যেখানে অক্ষয়ের ছবির প্রথম দিনের আয় প্রায় ১৫ কোটি, সেখানে অজয়ের ছবির আয় ৮-৯ কোটি টাকা। ফলে পরবর্তীতে দেখাই যাবে যে, এই লড়াইয়ে বক্স অফিসে শেষ পর্যন্ত কে টিকে থাকতে পারে।

  • Burdwan: চিটফান্ড কাণ্ডে গ্রেফতার রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী, আজই তোলা হবে আদালতে

    Burdwan: চিটফান্ড কাণ্ডে গ্রেফতার রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী, আজই তোলা হবে আদালতে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে চিটফান্ড কাণ্ডে (Burdwan) জড়িত হালিশহর পুরসভার (Halishahar Municipality) তৃণমূল (TMC) চেয়ারম্যান রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিং-কে গ্রেফতার করল সিবিআই (CBI)। বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন প্রতারণা মামলায় (Burdwan) গতকাল সিজিও কমপ্লেক্সে তাঁকে ডাকা হয় ও দুর্গাপুরের বাসিন্দা ব্যবসায়ী সঞ্জয় সিং-কে টানা প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কিন্তু তাঁকে জেরা করার পর তাঁর উত্তরে অসঙ্গতি থাকায় তাঁকে গতকাল রাতে গ্রেফতার করে সিবিআই। এই নিয়ে বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড মামলায় তৃণমূল পুরপ্রধান রাজু সাহানি-সহ ৩ জনকে গ্রেফতার করল সিবিআই। এদের মধ্যে বর্ধমান পুরসভার প্রাক্তন প্রশাসক ও তৃণমূল নেতা প্রণব চট্টোপাধ্যায় এখন জামিনে মুক্ত।

    প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানিকে (Raju Sahani) গ্রেফতার করেছিল সিবিআই। তার আগে গ্রেফতার করা হয়েছিল প্রণব চট্টোপাধ্যায়কে। রাজু সাহানিকে জিজ্ঞাসাবাদ ও উদ্ধার হওয়া তথ্য খতিয়ে দেখে নাম উঠে আসে ব্যবসায়ী সঞ্জয় সিং-এর। এরপরই গতকাল তাঁকে বেলা ১১ টা নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্স ডেকে পাঠানো হয় ও প্রায় কয়েক ঘন্টা জেরা করার পর তাঁর বয়ানে অসঙ্গতি থাকায় গতকাল রাতে গ্রেফতার করা হয়। আজ ধৃতকে হাওড়া থেকে ট্রেনে আসানসোল নিয়ে যাওয়া হচ্ছে। আজই তোলা হবে আসানসোল কোর্টে।

    আরও পড়ুন: সন্মার্গেও তৃণমূল যোগ, জামিন খারিজ TMC নেতা রাজু সাহনির

    প্রসঙ্গত, এর আগে একবার সঞ্জয় সিংকে গ্রেফতার করেছিল পুলিশ। রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম করে পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে এনডিএয়ের প্রার্থী দ্রৌপদী মুর্মুকে ভোট দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। বিধায়ককে আর্থিক প্রলোভন ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। আর এবার সঞ্জয়কে গ্রেফতার করেছে সিবিআই। বর্ধমান সন্মার্গ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কর্ণধার সৌম্যরূপ ভৌমিকের সহকারী ছিলেন তিনি।

    উল্লেখ্য, এই চিটফান্ডের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের হয়েছিল ২০১৪ সালে। কুলটি থানায় অভিযোগ জমা পড়েছিল। কোটি কোটি টাকা তছরূপের ঘটনায় ২০১৮ সালে সিবিআই তদন্ত শুরু করে। চার্জশিটও জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর গত বছর ১২ ডিসেম্বর তৃণমূল নেতা তথা বর্ধমান পুরসভার পুরপ্রশাসক প্রণব চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত। সেই মামলাতেই কিছুদিন আগে সিবিআইয়ের হাতে ধরা পড়েন রাজু। এরপর নজরে ছিল রাজুর ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিং।

  • IND vs PAK T20 World Cup: টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা! ভেস্তে গেলে কী করা হবে?

    IND vs PAK T20 World Cup: টি-২০ বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির আশঙ্কা! ভেস্তে গেলে কী করা হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র দু’দিন। তারপরেই টি-২০ বিশ্বকাপে ফের মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া ও পাকিস্তান (IND vs PAK T20 World Cup)। ২৩ অক্টোবর মেলবোর্নের বাইশ গজে ফের জমে উঠবে খেলা। মেলবোর্নে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছেন প্রায় এক লক্ষ সমর্থক। তবে এই ম্যাচের জন্য এখনও দু’দিন থাকলেও উত্তেজনার পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে।

    এরই মাঝে মেলবোর্নে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তবে এই টানটান উত্তেজনার মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। তাই ম্যাচের (IND vs PAK T20 World Cup) দিন বৃষ্টি হলে ক্রিকেটপ্রেমীদের জন্য এটি দুঃখের খবরই বটে। তাই অনেকেরই প্রশ্ন রয়েছে যে, ২৩ অক্টোবর বৃষ্টি হলে, পরে এই ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে আছে কি?

    সূত্রের খবর অনুযায়ী, রবিবার, ২৩ অক্টোবর মেলবোর্নে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মেলবোর্নে রবিবার বৃষ্টির সম্ভাবনা ৮০ শতাংশ। টি-২০ বিশ্বকাপে (IND vs PAK T20 World Cup) গ্রুপ পর্বের খেলায় কোনও রিজার্ভ ডে নেই। তাই বৃষ্টিতে খেলা শুরু করা না গেলে ম্যাচ পরিত্যক্ত বলেই ঘোষণা করা হবে।

    আরও পড়ুন: দেখা যাবে না ক্যারিবিয়ান ক্যালিপসো! টি-২০ বিশ্বকাপের সুপার-১২ এ পৌঁছতেই পারল না ওয়েস্ট ইন্ডিজ

    জানা গিয়েছে, টি-২০ বিশ্বকাপে বাছাইপর্ব এবং সুপার-১২ রাউন্ডের জন্য কোনো রিজার্ভ ডে নেই। শুধুমাত্র সেমিফাইনাল ও ফাইনালের জন্যই রিজার্ভ ডে রাখা হয়েছে। ফলে বৃষ্টি বা অন্য কোনও কারণে ম্যাচটি না হলে উভয় দলের মধ্যে ১-১ পয়েন্ট ভাগ হয়ে যাবে। তবে বৃষ্টি যদি কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়, তাহলে ম্যাচের ওভার কিছুটা কমানো যেতে পারে। ম্যাচটি (IND vs PAK T20 World Cup) অনুষ্ঠিত হওয়ার জন্য অন্তত ৫ ওভার ম্যাচ করতে হবে।

    প্রসঙ্গত, এর আগেও বৃষ্টির জন্য ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ ভেস্তে গিয়েছে। পণ্ড হয়েছে পাকিস্তান-আফগানিস্তান ওয়ার্ম আপ ম্যাচও। ফলে এখন ক্রিকেটপ্রেমী সহ পুরো বিশ্ববাসীর একটাই প্রার্থনা যে, ২৩ অক্টোবর এই দুই দেশের ম্যাচের মাঝে বৃষ্টি যেন বাধা হয়ে না দাঁড়ায়। কারণ ভারত, পাকিস্তান দু-দলই মুখিয়ে রয়েছে এই ম্যাচের জন্য। সমর্থকরা আরও বেশি। অন্যদিকে ইন্ডিয়া ও পাকিস্তান টিমের প্রস্তুতিও তুঙ্গে। ফলে আবহাওয়ার এই পরিস্থিতিতে আদেও এই ম্যাচটি (IND vs PAK T20 World Cup) হবে কিনা তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

  • T20 World Cup: ১১ বছর পর বিশ্বকাপে ফের ইতিহাস তৈরি আয়ারল্যান্ডের! ইংল্যান্ডকে হারাল ৫ রানে

    T20 World Cup: ১১ বছর পর বিশ্বকাপে ফের ইতিহাস তৈরি আয়ারল্যান্ডের! ইংল্যান্ডকে হারাল ৫ রানে

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) ইংল্যান্ড এক বড়সড় ধাক্কা খেল। এর প্রতক্ষ্যদর্শী হল মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দর্শকরা। ইংল্যান্ডের মত শক্তিশালী দলকে উড়িয়ে দিল আইরিশরা (Ireland vs England)। বৃষ্টির কারণে ডাক-ওয়ার্থ লুইস নিয়মে ৫ রানে জেতে তাঁরা। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচ পুরো খেলা না হলেও ইংল্যান্ড পরাজিত হয়েছে আয়ারল্যান্ডের কাছে। 

    এদিন আইরিশ ব্যাটারদের দাপট ও দুর্দান্ত পারফরমেন্সের ফলে ম্যাচে যেন টিকতেই পারেনি ইংল্যান্ড। এছাড়াও বৃষ্টি তো সেখানেই বাধা হয়েই ছিল। এদিন টসে জিতে আয়ারল্যান্ডকে শুরুতে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ১৫৭ রান করে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড ১৯.২ ওভারে ১৫৭ রানে অল-আউট হয়।

    পল স্টার্লিং দলের হয়ে ভালো শুরু করেন। অধিনায়ক অ্যান্ডি বালবির্নি, ৬২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছিলেন। ২৭ বলে ৩৪ রান করেন লরকান টাকার। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। এছাড়া পল স্টার্লিং ১৪, কার্টিস ক্যাম্ফার ১৮ ও গ্যারেথ ডেলানি ১২ রান করেন। মার্ক উড ও লিয়াম লিভিংস্টোন ৩টি করে উইকেট নেন ও যথাক্রমে রান করেন ১৭ ও ৩৪। ২টি উইকেট নেন স্যাম কারান।

    আরও পড়ুন: হটস্টারের ভিউয়ার্সে রেকর্ড! ভারত-পাকিস্তান ম্যাচে আবেগ -উন্মাদনায় ভাসল ক্রীড়াপ্রেমীরা

    অন্যদিকে শেষমেশ ১৪.৩ ওভারে ইংল্যান্ড ৫ উইকেটে ১০৫ রান তুললে বৃষ্টিতে ম্যাচ (T-20 World Cup) বন্ধ হয়ে যায়। তখনও জয়ের জন্য ৩৩ বলে ৫৩ রান করতে হত ইংল্যান্ডকে। কিন্তু বৃষ্টির কারণে আর খেলা শুরু করা গেল না। ফলে ডাক-ওয়ার্থ লুইসের নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রয়োজনের তুলনায় পাঁচ রান কম ছিল ইংল্যান্ডের। ফলে পাঁচ রানের ব্যবধানে এই ম্যাচ জিতে নেয় আয়ারল্যান্ড।

    ইংল্যান্ডকে আয়ারল্যান্ডের হারানোর ঘটনা এটিই প্রথম নয়। ২০১১ সালের এক দিনের বিশ্বকাপেও আয়ারল্যান্ডের কাছে হেরেছিল ইংল্যান্ড। ফলে আরও এক বার বিশ্বকাপের মঞ্চে সেই ছবিই দেখা গেল। তবে এবার ইংল্যান্ডের হারের প্রথম শত্রুই হল বৃষ্টি। তবে আয়ারল্যান্ডের কাছে ইংল্যান্ডের এই অপ্রত্যাশিত হারের ফলে ইংল্যান্ডের সেমি ফাইনালে ওঠা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি পরের সব ম্যাচ না জিততে পারলে সুপার ১২ পর্ব থেকেই বিদায় নিতে হতে পারে ইংল্যান্ডকে।

  • Partha-Manik: জেলে পার্থর নতুন ‘প্রতিবেশী’ মানিক ভট্টাচার্য! দেখা হয়েও হল না কথা!

    Partha-Manik: জেলে পার্থর নতুন ‘প্রতিবেশী’ মানিক ভট্টাচার্য! দেখা হয়েও হল না কথা!

    মাধ্যম নিউজ ডেস্ক: দেখা হয়েও কথা হল না! গতকাল ব্যাঙ্কশাল কোর্ট থেকে মানিককে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সেখানেই দেখা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে। কিন্তু কথোপকথন তো দূর, মানিকের সৌজন্যের ডাকেও সাড়া দিলেন না পার্থ। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (TET Scam Case) গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) গতকাল ইডি হেফাজত শেষ হয়। কিন্তু আদালত ফের প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের জামিনের আর্জি খারিজ করে দেয়। তাঁকে ২৮ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। ফলে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের নতুন ‘প্রতিবেশী’ এখন মানিক ভট্টাচার্য অর্থাৎ এখন থেকে পার্থর সেলের পাশেই থাকবেন মানিক।

    গতকাল, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রেসিডেন্সি জেলের পয়লা ২২ ওয়ার্ডেই রাখা হয়েছে তাঁকে। অর্থাৎ পার্থর সঙ্গে একই ওয়ার্ডে থাকবেন মানিক। জেলসূত্রে খবর, গতকাল যখন মানিক ভট্টাচার্যকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন পার্থর সেলের সামনে দিয়ে মানিক হেঁটে যাচ্ছিলেন আর তখনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর দিকে তাকিয়ে সৌজন্যবশত ডেকে তাঁকে জিজ্ঞেস করেন, ‘পার্থদা, কেমন আছেন?’ কিন্তু তাঁর কোনও উত্তর এল না। জানা গিয়েছে, মানিককে দেখেই সেলের ভিতর দিকে মুখ করে ঢুকে যান পার্থ। আর বাইরে ঘুরেও তাকাননি। সাড়া না পেয়ে তারপর মানিকও হেঁটে হেঁটে চলে যান সেলের দিকে।

    আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় ভোট হওয়াই উচিত নয়! পঞ্চায়েত নির্বাচনে এক সুর সুকান্ত-শুভেন্দুর

    প্রসঙ্গত, একসময় মানিক ও পার্থর যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তা বিভিন্ন তথ্য থেকে প্রমাণ পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে ইডি যে চার্জশিট পেশ করেছিল, তাতেও নাম রয়েছে মানিকের। মোবাইল ঘেঁটে তদন্তকারীরা দেখেছেন, মানিকের সঙ্গে পার্থর হোয়াটসঅ্যাপে বেশ কিছু কথোপকথন হয়েছে। এমনকি মানিক যে টাকা নিতেন, সেই বিষয়টিও পার্থকে জানিয়েছিলেন কেউ বা কারা। আর সে সব মেসেজ নাকি মানিককেই পাঠিয়ে দিতেন পার্থ। আবার অনেকে বলেন, মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান করার পিছনে ছিলেন পার্থই। ফলে এমন অভিযোগ সামনে আসার পর আরও জোরদার তদন্ত শুরু হয়। এরপর সেই পার্থই গতকাল মানিকের ডাকে সাড়া দিলেন না।

  • CAIT: উৎসবের মরশুমে কেনাকাটায় রেকর্ড! ব্যবসার পরিমাণ প্রায় ১.৫০ লক্ষ কোটি টাকা

    CAIT: উৎসবের মরশুমে কেনাকাটায় রেকর্ড! ব্যবসার পরিমাণ প্রায় ১.৫০ লক্ষ কোটি টাকা

    মাধ্যম নিউজ ডেস্ক: উৎসবের মরশুম বলতেই কেনাকাটা। এককথায় কেনাকাটা ছাড়া কি উৎসব উদযাপন করা যায়? অবশ্যই না। এবার এই কেনাকাটাকে ঘিরেই এক চমকপ্রদ খবর সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, উৎসবের মরশুমে ২৬ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ভারতে প্রায় ১.২৫ লাখ কোটি টাকারও বেশি জিনিসপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (সিএআইটি) (CAIT)। এই পরিমাণ আগের বছরের রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। আগের বছর কেনাকাটা হয়েছিল প্রায় ১.২৫ লক্ষ কোটি টাকার। অনুমান করা হয়েছে, এবছর প্রায় ১.৫০ লাখ কোটির বেশি কেনাকাটা হয়েছে।

    এই বছর CAIT-এর আহ্বানে, ব্যবসায়ীরা ভারতীয় পণ্য বিক্রির উপর জোর দিয়ে উৎসবটিকে “আপনি দিওয়ালি – ভারতীয় দিওয়ালি” হিসাবে উদযাপন করেছে। যার ফলে ক্ষুদ্র শিল্প, স্থানীয় ব্যবসা, কারিগর, শিল্পীদের ব্যবসাও ভাল হয়েছে বলে জানানো হয়েছে। CAIT-এর সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল বলেছেন যে দিওয়ালি বিক্রির মোট ব্যবসা ১.৫০ লক্ষ কোটি অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে যা ভারতের খুচরো ব্যবসায়ীদের জন্য বড় ব্যাপার।

    আরও পড়ুন: হোয়াইট হাউসে দীপাবলী পালন! প্রদীপ জ্বালালেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

    এছাড়াও জানা গিয়েছে, ধনতেরাসে মোট ২৫ হাজার কোটি টাকার সোনার ব্যবসা হয়েছে গত দু’দিনে। শুধুমাত্র ধনতেরাস উপলক্ষে সারা দেশে মোট ৪৫ হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে। CAIT-এর সেক্রেটারি জেনারেল প্রবীণ খান্ডেলওয়াল আরও জানিয়েছেন, দু’বছর করোনার কারণে এই পরিমাণে কেনাকাটা হয়নি। ফলে এবার এই কেনাকাটার পরিমাণ বৃদ্ধির ফলে বিক্রেতাদের মুখে হাসি। এর ফলে তাঁদের অবস্থাও কিছুটা উন্নতি হবে বলেই আশায় বুক বেঁধেছেন তাঁরা।

    প্রসঙ্গত, গত দুবছর করোনার দাপটে ভারতীয় অর্থনীতির অনেকটাই ক্ষতি হয়েছিল। কিন্তু এবছর কেনাকাটার পরিমাণ দেখে অনুমান করা হচ্ছে, ব্যবসায়ীরা কিছুটা হলেও তার ক্ষতি পূরণ করতে পারবে। অর্থনীতিবিদরা বলছেন, বাজারে বিক্রি বাড়া যেহেতু অর্থনীতির সামনের দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিতবাহী, তাই আর্থিক পুনরুজ্জীবন যে ঘটছে, তা স্পষ্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Surya Grahan: সূর্যগ্রহণে কী কী করণীয় ও কী কী করা যাবে না? নয়তো নেমে আসতে পারে বিপদ!

    Surya Grahan: সূর্যগ্রহণে কী কী করণীয় ও কী কী করা যাবে না? নয়তো নেমে আসতে পারে বিপদ!

    মাধ্যম নিউড ডেস্ক: দীর্ঘ ২৭ বছর পর দীপাবলিতে সূর্যগ্রহণ হতে চলেছে। বছরের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে আজ, ২৫ অক্টোবর ২০২২ তারিখে। এটি একটি আংশিক সূর্যগ্রহণ। ভারতীয় সময় অনুযায়ী, এই সূর্যগ্রহণ চলবে দুপুর ২টা ২৯ মিনিট থেকে সন্ধ্যা ৬.৩২ মিনিট পর্যন্ত। প্রায় চার ঘণ্টার এই সূর্যগ্রহণ। ভারতে, এটি শুরু হবে বিকেল ০৪.২২ এ এবং এখানে এটি সূর্যাস্তের সঙ্গে শেষ হবে। অর্থাৎ দীপাবলির পরদিন সকালে শুরু হয়েছে সুতক কাল।

    গ্রহণ শুরু হওয়ার পাশাপাশি এটি দেখার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। বিশেষজ্ঞদের মত, কখনই খালি চোখে গ্রহণ দেখা উচিত নয়। খুব অল্প সময়ের জন্যও খালি চোখে গ্রহণে থাকা সূর্য দেখার পরামর্শ দেওয়া হয় না। এমনকি যখন চাঁদ সূর্যের বেশিরভাগ অংশকে অবরুদ্ধ করে, তবুও এটি চোখের স্থায়ী ক্ষতি করবে এবং অন্ধত্বের কারণ হতে পারে। এছাড়াও গ্রহণ চলাকালীন কী কী করণীয় ও কী কী করা উচিত নয়, জেনে নিন।

    আরও পড়ুন: আজ বছরের শেষ সূর্যগ্রহণ, কখন শুরু হবে ও কোথায় দেখা যাবে?

    কী কী করণীয়?

    • সূর্যগ্রহণ দেখার সবচেয়ে নিরাপদ উপায় হল সঠিক ফিল্টার ব্যবহার করা, যেমন অ্যালুমিনাইজড মাইলার, কালো পলিমার, ১৪ নম্বর শেডের ওয়েল্ডিং গ্লাস, অথবা একটি সাদা বোর্ডে টেলিস্কোপ ব্যবহার করে সূর্যের ছবি প্রজেক্ট করা। চোখের প্রোটেকশন নিয়ে সতর্ক করেছে মার্কিন মহাকাশ বিজ্ঞান গবেষণা সংস্থা নাসা।
    • গ্রহণের সময় হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালান।
    • বাচ্চাদের গ্রহণ দেখার জায়গা থেকে দূরে রাখুন।

    কী কী করা উচিত নয়?

    • সূর্যগ্রহণ দেখার জন্য নিয়মিত সানগ্লাস ব্যবহার করা উচিত নয়।
    • গ্রহণ রেকর্ড করতে আপনার ক্যামেরা ব্যবহার করা এড়িয়ে চলুন। আপনি যদি উপযুক্ত চশমা না পরে থাকেন তবে সূর্যের তীব্র রশ্মি আপনার চোখের ক্ষতি করার সম্ভাবনা বেড়ে যায়।

    প্রসঙ্গত, আজ সূর্যগ্রহণ ভারতের পশ্চিম ও উত্তরাঞ্চলে ভালোভাবে দেখা যাবে অর্থাৎ এটি নয়া দিল্লি, বেঙ্গালুররু, কলকাতা, চেন্নাই, উজ্জয়িনী, বারাণসী, মথুরা, জয়পুর, ইন্দোর, থানে, ভোপাল, লুধিয়ানা, আগ্রা, চণ্ডীগড় থেকে দেখা যাবে। এছাড়াও ইউরোপ, উত্তর পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগরের উত্তর অংশে দেখা যাবে এই বিশেষ সূর্যগ্রহণ।

LinkedIn
Share