Author: নিমাই দে

  • America: মাঝ আকাশে বিমানে হঠাৎ তীব্র ঝাঁকুনি, গুরুতর জখম হয়ে মৃ্ত্যু ১ জনের

    America: মাঝ আকাশে বিমানে হঠাৎ তীব্র ঝাঁকুনি, গুরুতর জখম হয়ে মৃ্ত্যু ১ জনের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাঝ আকাশে বিমানে হঠাৎ ঝাঁকুনি, আর তাতেই আঘাত পেয়ে মৃত্যু হল এক বিমানযাত্রীর। ঘটনাটি ঘটেছে আমেরিকায়। তবে এক বড়সড় ঘটনার থেকে রক্ষা পেয়েছে এই বিমানটি। জানা গিয়েছে, এটি ছিল একটি প্রাইভেট বিমান, ফলে এতে মাত্র ৫ জনই লোক  ও দু’জন ক্রু সদস্য ছিল। সূত্রের খবর, বিমানটি নিউ হ্যাম্পশায়ারের কিন থেকে ভার্জিনিয়ার (America) লিসবার্গে যাচ্ছিল, আর তখনই ঘটে এই ঘটনা। মাঝ আকাশে ঝোড়োগতির বাতাসের জেরে বিমানে তীব্র ঝাঁকুনিতে গুরুতর আহত হয় সেই ব্যক্তি। এরপরই বিমানটির জরুরি অবতরণ করিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

    ঠিক কী ঘটেছিল?

    ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, একটি বোম্বারডিয়ার চ্যালেঞ্জার ৩০০ নামের প্রাইভেট বিমানটি নিউ হ্যাম্পশায়ারের কিন থেকে ভার্জিনিয়ার লিসবার্গে পাঁচজন যাত্রীকে নিয়ে যাচ্ছিল। বিমানটি কিন বিমানবন্দর থেকে শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে উড়ে যায় করে। এর পরেই হঠাৎ আবহাওয়ায় কিছু পরিবর্তন দেখা দিলে বিমানটিতে যাত্রীরা ঝাঁকুনি অনুভব করতে পারে। পরিস্থিতি অনেকটাই খারাপ হয়ে যায়, যার ফলে এক ব্যক্তি গুরুতর জখম হয়। ফলে যাত্রা শুরু করার ২০ মিনিট পরেই  ব্র্যাডলি বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করানো হয়। এই ঘটনায় রীতিমত আতঙ্কের পরিবেশ তৈরি হয় বিমানে (America)।

    আরও পড়ুন: এয়ার ইন্ডিয়ার ঘটনার পুনরাবৃত্তি, বিমানের সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ মদ্যপ পড়ুয়ার!

    এনটিএসবি সূত্রে খবর, বিমানে ঠিক ঘটেছিল তার তদন্ত করতে ককপিট ভয়েস এবং ডেটা রেকর্ডার (ব্ল্যাক বক্স) উদ্ধার করা হয়েছে (America)। এর পাশাপাশি দুজন ক্রু সদস্য এবং বাকি যাত্রীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এই ঘটনার প্রাথমিক রিপোর্ট পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

    কেন এই ঘটনা?

    ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের মুখপাত্র সারাহ টেলর সেদেশের সংবাদমাধ্যমে জানিয়েছেন, সেই  যাত্রীর ঠিক কী হয়েছিল বা অন্য কেউ আহত হয়েছে কিনা সে সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য নেই।

    ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ডাটাবেস অনুসারে এই বিমানটি মিসৌরি ভিত্তিক সংস্থা কনক্সন-এর। এ ঘটনায় এখন পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি, সেই সংস্থার তরফে (America)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Anubrata Mondal: ইডিকে দিল্লি-যাত্রার সবুজ সঙ্কেত, আবেদন নাকচের সঙ্গে অনুব্রতকে জরিমানাও হাইকোর্টের

    Anubrata Mondal: ইডিকে দিল্লি-যাত্রার সবুজ সঙ্কেত, আবেদন নাকচের সঙ্গে অনুব্রতকে জরিমানাও হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে দিল্লি যেতেই হচ্ছে কেষ্টকে। দিল্লি যাত্রা আটকাতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল৷ কিন্তু সেই আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট৷ বরং মামলা সংক্রান্ত তথ্য লুকনো এবং আদালতের সময় অপচয়ের জন্য অনুব্রত মণ্ডলকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন বিচারপতি বিবেক চৌধুরী৷

    আরও অস্বস্তিতে অনুব্রত মণ্ডল

    এদিন কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অনুব্রত মণ্ডলের। খারিজ হয়ে গেল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) আবেদন। অনুব্রত মণ্ডলকে কোনও আইনি রক্ষাকবচ দিল না কলকাতা হাইকোর্ট। দিল্লি যাত্রা আটকাতে কোনও নির্দেশ দিল না কলকাতা হাইকোর্ট। ফলে আপাতত গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে না। তাই ইডি যে কোনও দিন জেরা করার জন্য তাঁকে দিল্লি নিয়ে যেতে পারে।

    তবে শুধু যে আবেদন খারিজ হয়েছে, তা নয়, তাঁকে জরিমানাও করা হয়েছে। কারণ আদালতের পর্যবেক্ষণ, দিল্লি এবং কলকাতা, দুই হাইকোর্টের দুই রাজ্যের শীর্ষ আদালত থেকে তথ্য লুকিয়ে হয়রানি করেছেন অনুব্রত। ফলে তাঁকে ১ লক্ষ টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী।

    বিচারপতির প্রশ্নের মুখে কেষ্টর আইনজীবী

    শনিবার আদালতে শুনানি চলাকালীন তৃণমূল নেতার আইনজীবী জানান, শারীরিক ভাবে অনুব্রত অসুস্থ। যার প্রেক্ষিতে ইডি জানায় প্রয়োজনে দিল্লি এইমসে চিকিৎসার বন্দোবস্ত হবে অনুব্রতের (Anubrata Mondal)। বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে অনুব্রতের আইনজীবী জানান, দিল্লি হাইকোর্টে ইডি মৌখিক ভাবে আশ্বাস দিয়েছিল ওই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাজিরা করানো হবে।

    এরপরেই বিচারপতি বিবেক চৌধুরীর পর্যবেক্ষণ, এটা গুরুত্বপূর্ণ মামলা। আর নির্দেশনামাতেও কিছু নেই। ৪ মাস ধরে ইডির মৌখিক আশ্বাসের পর আলাদা করে নির্দেশনামায় বিষয়টি উল্লেখ করা প্রয়োজন হল কেন? বিচারপতির প্রশ্ন, “এখানে বার বার দেখেছি মৌখিক আশ্বাস নির্দেশনামায় উল্লেখ করতে বলেন। তবে দিল্লি হাইকোর্টে এটা করলেন না কেন? যেখানে আপনাদের অভিযোগ হচ্ছে ইডি আপনাদের মিথ্যা মামলায় জড়াচ্ছেন।”

    পাল্টা অনুব্রতর আইনজীবী জানান, “আমরা পেশাগত সৌজন্যতার ওপর ভরসা রেখেছিলাম। গত ২১ ডিসেম্বর জেল কর্তৃপক্ষকে ইডি ইমেল করে জানায় এখনই কোনও পদক্ষেপ করা হবে না। কিন্তু তারপরও কেন এমন করছে ইডি? ১৭ ডিসেম্বর দিল্লি হাইকোর্টে শুনানি রয়েছে। ওই দিন পর্যন্ত রক্ষাকবচ দেওয়া হোক।”

    অন্য দিকে, অনুব্রতকে (Anubrata Mondal) নিশানা করেন ইডির আইনজীবী। তিনি বলেন, “এক অন্য হাইকোর্ট থেকে অন্য হাইকোর্টে আবেদন করছেন অনুব্রত। তথ্য গোপন করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ছুটির দিনে আদালতের সময় নষ্ট করা হয়েছে। একজন আইনজীবী হিসেবে বলব, বড় জরিমানা করা উচিত।” প্রশ্ন করেন, “পছন্দের রায় না পেতেই কি বার বার আদালত পরিবর্তন? এমনকি, শুক্রবার দিল্লি হাইকোর্টে জানানো হয়েছে এখান থেকে মামলা প্রত্যাহার করে নেওয়া হবে। অথচ শুনানি হচ্ছে। অনুব্রত একজন নীতিহীন বিচারপ্রার্থী।”

    এরপর দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি বিবেক চৌধুরী অনুব্রতর আবেদন খারিজ করে দিয়েছেন ও কোনও রক্ষাকবচ দেয়নি আদালত। উল্টে একই মামলা ২টি আদালতে করে আদালতের সময় নষ্ট করায় অনুব্রতকে ১ লক্ষ টাকা জরিমানা করেছেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Virat-Anushka: বৃন্দাবন, হৃষীকেশের পর এবার মহাকালেশ্বর মন্দির, জ্যোতির্লিঙ্গে পুজো দিলেন বিরাট-অনুষ্কা

    Virat-Anushka: বৃন্দাবন, হৃষীকেশের পর এবার মহাকালেশ্বর মন্দির, জ্যোতির্লিঙ্গে পুজো দিলেন বিরাট-অনুষ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ৷ তার আগেই সস্ত্রীক উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গ মন্দিরে গেলেন বিরাট কোহলি (Virat-Anushka)। বিরাটের পরনে ছিল ধুতি, গেঞ্জি, গলায় রুদ্রাক্ষের মালা, আর অনুষ্কা পরেছেন বেবি পিঙ্ক রংয়ের শাড়ি। মন্দিরের ঠাকুরের মন্দিরের চৌকাঠে বসে ছিলেন দুজনেই। তাঁদের সেই মন্দির দর্শনের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে।



    ব্যাটে রানের খরা বিরাটের

    টেস্ট ক্রিকেটে ফর্মে নেই বিরাট কোহলি। ২০১৯ সালের পর থেকে তিনি আর টেস্ট ক্রিকেটে রান পাননি। ২০২২ সালে সাদা বলের ক্রিকেটে তিনি রানে ফেরার পর আশা করা হয়েছিল টেস্টে তাঁকে চেনা ছন্দে দেখা যাবে। কিন্তু তা হয়নি। তিনটে টেস্টেই তিনি ব্যর্থ হলেন, তাঁর ব্যাট থেকে হাফ সেঞ্চুরি আসেনি। আর এই তৃতীয় টেস্টে হারের পরই উজ্জয়িনের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে গেলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী অনুষ্কা শর্মা। তিনি সেখানে গিয়ে বাবা মহাকালের ভষ্ম আরতিতে যোগ দেন। ম্যাচ হারের পরের দিনই মহাকালেশ্বর মন্দিরে যাওয়াটা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

    অনুষ্কা কী বললেন?

    অনুষ্কা সংবাদমাধ্যমে বলেন, “আমরা এখানে মহাকাল মন্দিরে প্রার্থনা জানাতে এবং দর্শনের জন্য এসেছি।” মহাকাল মন্দিরে তাঁরা যে প্রার্থনা জানাতে গিয়েছিলেন সেখানকার একাধিক ভিডিও এবং ছবি ভাইরাল হয়েছে। তাঁদের মন্দিরের দরজার কাছে অন্যান্য ভক্তদের সঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে এই ভিডিওতে (Virat-Anushka)। এদিন মন্দির চত্বরে বিরুষ্কাকে দেখতে অনুরাগীরা ভিড়ও করেছিলেন।

    প্রসঙ্গত, এবছরের শুরুতেও বিরুষ্কা তাঁদের মেয়ে ভামিকার সঙ্গে ঋষিকেশ এবং বৃন্দাবনও গিয়েছিলেন। বৃন্দাবনে থাকাকালীন, তাঁরা বাবা নিম করোলির আশ্রমেও গিয়েছিলেন৷ পাশপাশি, ঋষিকেশেও তাঁরা স্বামী দয়ানন্দ আশ্রম দর্শনে গিয়েছিলেন৷ তবে এবার মন্দিরে যাওয়ার কারণ নিয়েই চর্চা শুরু হয়েছে (Virat-Anushka)।

    ৯ মার্চ পরবর্তী ম্যাচে নামবে ভারত। আহমেদাবাদে সেই টেস্টে জিততে না পারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করতে পারবে না ভারত। ফলে পরের ম্যাচটা জিততেই হবে। আর তাই বিরাট মন্দির গিয়েছেন প্রার্থনা করতে, এমনটাই ধারণা অধিকাংশের। এবার এটাই দেখার পরবর্তী ম্যাচে বিরাটকে নিজের ছন্দে দেখা যায় কিনা (Virat-Anushka)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Indian Army: আকাশে উড়ে সীমান্তে টহল দেবে ভারতীয় জওয়ানরা! আসছে জেটপ্যাক, কী এটি?

    Indian Army: আকাশে উড়ে সীমান্তে টহল দেবে ভারতীয় জওয়ানরা! আসছে জেটপ্যাক, কী এটি?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিয়াচেন হোক বা লাদাখ-অরুণাচলের কোনও প্রত্যন্ত এলাকা বা ভারত পাকিস্তান সীমান্ত, সব দিক থেকেই শত্রুদের অনুপ্রবেশ ঠেকাতে এবারে শক্তি বাড়াতে চলেছে ভারত। ভারতের সেনাবাহিনীর কাছে এমনই কিছু পোশাক, অস্ত্র ও রোবট আসতে চলেছে, যার ফলে সীমান্তে নজরদারিতে আর কোনও সমস্যা হবে না। নিজেদের প্রযুক্তিগত দিক থেকে আরও উন্নত করতে সব সময়েই উদ্যত ভারতের সশস্ত্র বাহিনীগুলি (Indian Army)। শত্রুর হাত থেকে নিজেদের বাঁচাতে নিজেদের অস্ত্রভাণ্ডার আরও মজবুত করছে ভারত। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভারতীয় সেনার কাছে আসতে চলেছে জেটপ্যাক। যার ফলে শূন্যে উড়তে পারবে জওয়ান। আবার কিছু রোবোটিক মিউলস ও অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেমও পেতে চলেছে জওয়ানরা।

    কী এই জেটপ্যাক?

    আয়রন ম্যানের স্যুটের বিষয়ে নিশ্চয়ই জানেন আপনারা! এবারে ভারতীয় সেনা জওয়ানরাও খানিকটা তেমনই পোশাক পেতে চলেছে। যার সাহায্যে আকাশে উড়তে পারবেন তাঁরা। এটি ঘণ্টায় ৫০ কিমি বেগে চলবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ব্রিটিশ (UK) সংস্থা ‘গ্র্যাভিটি ইন্ডাস্ট্রিজে’র তৈরি জেটপ্যাকের প্রদর্শন হয়ে গিয়েছে আগ্রায়। ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওগুলি। সূত্রের খবর, ভারতীয় সেনা ৪৮টি জেটপ্যাকের বরাত দিয়েছে ওই সংস্থার কাছে।

    সংস্থার সিইও রিচার্ড ব্রাউনিং নিজে ওই মহাকর্ষ-বিরোধী স্যুট পরে শূন্যে উড়ে বেড়িয়েছেন। ভিডিওয় দেখা গিয়েছে, জলাশয় ও ফাঁকা প্রান্তরের উপর উড়ছেন তিনি। তাঁর স্যুটের সঙ্গে তিনটি জেট ইঞ্জিনকে জুড়ে থাকতে দেখা যাচ্ছে। এর মধ্যে একটি স্যুটের পিছনে। বাকি দু’টি রয়েছে স্যুটের হাতে। প্রসঙ্গত, এই স্যুটগুলিতে জ্বালানি হিসেবে তরল গ্যাস ব্যবহার করা হয়েছে। নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওগুলি।

    রোবোটিক মিউলস

    জেটপ্যাক ছাড়াও রোবট প্রযুক্তিও সেনায় অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। রোবোটিক মিউল কিনতে চলেছে ভারতীয় সেনা। জানা গিয়েছে, ১০০ টি রোবট কিনতে চলেছে ভারতীয় সেনা। সূত্রের খবর, এটি ১০ হাজার ফুট উচ্চতায় কাজ করতে সক্ষম ও অসম ভূখণ্ডেও চলতে পারে। এটিতে চারটি পা থাকবে। উল্লেখ্য, এই মিউলস ও জেটপ্যাকগুলি ফাস্ট ট্র্যাক পদ্ধতির মাধ্যমে জরুরি ভিত্তিতে কেনা হবে বলে জানা গিয়েছে।

    আর্টিলারি গান সিস্টেম

    পাকিস্তান ও চিন দেশের সীমান্তে ভারত নিজেদের আর্টিলারি সক্ষমতা বাড়ানোর পরিকল্পনার উপর কাজ করছে। এর ফলে সেনাবাহিনী ৩০৭টি এটিএজিএস হাউইটজার কেনার প্রস্তাব দিয়েছে। এমনই জানিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। চিন ও পাকিস্তান সীমান্তে মোতায়েন করার জন্য ভারতীয় সেনাবাহিনী ৩০৭টি অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম কেনার প্রস্তাব দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রককে। সেনাবাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, স্বদেশী প্রযুক্তিতে তৈরি হাউইটজারের জন্য এটিই প্রথম প্রস্তাব হতে চলেছে। তাঁরা আরও জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন উচ্চতার অঞ্চলে এগুলির পরীক্ষা করা হচ্ছে। একইসঙ্গে ব্যবহারকারীদের পরামর্শ অনুযায়ী এগুলিকে আরও উন্নত কীভাবে বানানো যায়, তা নিয়েও আলোচনা চলছে। এই হাউইটজারগুলি তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Indian Army: হিমাঙ্কের নিচে তাপমাত্রায় ক্রিকেট খেলছে ভারতীয় সেনা জওয়ান, কড়া নজরদারি গালওয়ান উপত্যকায়

    Indian Army: হিমাঙ্কের নিচে তাপমাত্রায় ক্রিকেট খেলছে ভারতীয় সেনা জওয়ান, কড়া নজরদারি গালওয়ান উপত্যকায়

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২০ সালে গালওয়ান সংঘর্ষের পর লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা জওয়ানের নজরদারি জোরদার করা হয়েছে। ফলে সেরকম ঘটনা যাতে আর না ঘটতে পারে, তার জন্য বিশেষ পদক্ষেপ নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু এই টহলদারি বাড়ানোর পাশাপাশি এক অন্য ছবিই দেখা গেল গালওয়ানে, যা দেখে হতবাক ভারতীয়রা। দেখা যাচ্ছে, সেই রক্তাক্ত উপত্যকাতেই মনের আনন্দে ক্রিকেট খেলছে ভারতীয় সেনা। শুধু তাই নয়, প্যাংগং হ্রদের পাশে হাফ ম্যারাথন রেসেরও আয়োজন করা হয় ভারতীয় সেনার পক্ষ থেকে।

    মিশন ইমপসিবল!

    ভারতীয় সেনা কার্গিলের (Kargil) রুক্ষ জমিতে দাঁড়িয়ে হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রায় ক্রিকেট খেলছে ভারতীয় জওয়ান, একে ‘মিশন ইমপসিবল’ই বলা চলে। সেই ক্রিকেট খেলার ছবিগুলি এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। আর তা দেখে রীতিমত অবাক নেটিজেনরা। এমনিতেই উচ্চ অক্ষাংশ। তারপর সেখানে অক্সিজেন সরবরাহ কম। তার উপর আবার তাপমাত্রা হিমাঙ্কের নিচে। এমন এক প্রতিকূল পরিস্থিতিতে যেখানে স্বাভাবিকভাবে চলাফেরা করা একটা বড় চ্যালেঞ্জ, সেখানে রীতিমত চলছে ক্রিকেট প্রতিযোগিতা।

    আরও পড়ুন: ‘ভারত সর্ব শ্রেষ্ঠ’, দৃপ্ত ঘোষণা শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলি স্যাব্রির

    ফায়ার অ্যান্ড ফিউরি কর্পস-এর তরফে ট্যুইট করে কিছু ছবি শেয়ার করা হয়েছে। পাটিয়ালা ব্রিগেডের ত্রিশূল ডিভিশন আয়োজিত ওই প্রতিযোগিতায় খেলোয়াড়দের যে উচ্ছ্বসিত ভঙ্গি দেখা গিয়েছে তা কার্যতই ‘মিশন ইমপসিবল’। ছবিগুলি পোস্ট করে ওই ব্রিগেডের তরফে জানানো হয়েছে, ‘আমরা অসম্ভবকে সম্ভব করেছি।’

    নজরদারি বাড়ানো হয়েছে গালওয়ানে

    প্রসঙ্গত, ২০২০ সালে উত্তপ্ত হয়ে উঠেছিল গালওয়ান উপত্যকা। ভারতীয় সেনা (Indian Army) ও চিনের লাল ফৌজের (PLA) মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত হয়ে ওঠে পাহাড়ি এলাকা। ২০ জন ভারতীয় সেনা শহিদ হন। চিনের পক্ষে হতাহতের সংখ্যা কত তা সঠিক জানা যায় নি আজও। এই ঘটনার পরই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর নজরদারি বাড়ানো হয়েছে। ২০২০ সাল থেকে ৫০ হাজারেরও বেশি ভারতীয় জওয়ান এলএসি-তে উন্নত অস্ত্র সহ মোতায়েন করা হয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SSC Scam: আদালতের নির্দেশ মানল পর্ষদ, চাকরি বাতিল করল নবম-দশমের ৬১৮ জন ‘অযোগ্য’ শিক্ষকের

    SSC Scam: আদালতের নির্দেশ মানল পর্ষদ, চাকরি বাতিল করল নবম-দশমের ৬১৮ জন ‘অযোগ্য’ শিক্ষকের

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে বাতিল হল ৬১৮ জনের চাকরি। আজ একথা জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। আগেই নবম-দশম শ্রেণির মোট ৮০৫ জন শিক্ষককে ‘অযোগ্য’ বলে উল্লেখ করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। এর পর বিচারপতির রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ‘অযোগ্য’ শিক্ষকেরা। কিন্তু তাঁদের কোনও চেষ্টাই সফল হল না। কলকাতা হাইকোর্টের বিচারপতি বসু এদের নিয়োগ বাতিল করতে বলেছিলেন মধ্যশিক্ষা পর্ষদকে। পরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চও সেই নির্দেশ বহাল রাখে। এর পরেই শুক্রবার সেই নির্দেশ কার্যকর করল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ শুক্রবার বিকেলে জানিয়ে দিল, চাকরি যাচ্ছেই। স্কুলের নবম-দশম শ্রেণির ৬১৮ জন শিক্ষককে আর স্কুলে যেতে হবে না।

    কী ঘটেছিল?

    ওএমআর শিটে কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ ছিল এই শিক্ষকদের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের বিচারপতি বসু এদের নিয়োগ বাতিল করতে নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে। চাকরি বাতিল হওয়া শিক্ষকরা এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যান। ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখে। এরপর দুর্নীতির কথা স্বীকার করে নিয়ে আগেই সুপারিশ বাতিল করেছিল স্কুল সার্ভিস কমিশন। আর আজ, শুক্রবার সেই নির্দেশ কার্যকর করেছে মধ্যশিক্ষা পর্ষদ। অসৎ উপায়ে চাকরি পাওয়া ৬১৮ জন শিক্ষকের নিয়োগপত্র বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে পর্ষদ জানিয়েছে, হাইকোর্টের নির্দেশেই এই পদক্ষেপ নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।

    আরও পড়ুন: ৪০ নম্বর হয়ে গেল ১০! গ্রুপ-সির ৩৪৭৮টি উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

    উল্লেখ্য, এর আগেই হাইকোর্টের নির্দেশ মেনে ৮০৫ জনের মধ্যে তার মধ্যে ৬১৮ জনের নামের তালিকা প্রকাশ করে এসএসসি। এরপর তাঁদের সুপারিশপত্র ও এবার নিয়োগপত্র বাতিল করা হল। এসএসসি এর আগে জানিয়েছিল, ৬১৮ জনের অনেকে সাদা খাতা জমা দিয়েছিলেন। আবার অনেকে পরীক্ষাতে দুই বা তিন নম্বর পেয়েছিলেন। আপাতত এই ৬১৮ জনের সুপারিশ বাতিল করা হলেও, পরে আরও অযোগ্য প্রার্থীদের সুপারিশ বাতিল করা হবে বলে জানিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও এক ‘রহস্যময়ী নারী’র খোঁজ, কে এই মহিলা, কী বললেন কুন্তল?

    Recruitment Scam: নিয়োগ দুর্নীতি কাণ্ডে আরও এক ‘রহস্যময়ী নারী’র খোঁজ, কে এই মহিলা, কী বললেন কুন্তল?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এবারে উঠে এল আরও এক রহস্যময়ী নারীর নাম। অর্পিতা, হৈমন্তীর পরে এবার সোমা। পুরো নাম সোমা চক্রবর্তী। ইডি সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের নথিপত্র ঘেঁটে খোঁজ মিলেছে এই সোমা চক্রবর্তীর। অভিযোগ, ২০২০ সাল থেকে এই সোমা চক্রবর্তীকেই লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন কুন্তল। এমনকী শুধু টাকা নয়, তাঁকে নাকি ফ্ল্যাট ও গাড়িও কিনে দিয়েছেন কুন্তল। ফলে এদিন সোমা চক্রবর্তীকে তলব করেছে ইডি। চলছে জেরা। অন্যদিকে কুন্তল দাবি করেছেন, সোমা নামে কোনও মহিলাকেই নাকি তিনি চেনেন না।

    কে এই সোমা চক্রবর্তী?

    ইডি সূত্রে খবর, সোমা চক্রবর্তী নামে ওই মহিলা নেল পার্লারের মালকিন। তাঁর নিউটাউনে একটি নেল পার্লার রয়েছে। কুন্তল ঘোষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ক্রুটিনি করেই সোমা চক্রবর্তীর নাম সামনে আসে। তদন্তকারীদের দাবি, ২০২০ থেকে ২০২৩ সালে কুন্তল গ্রেফতারির আগে পর্যন্ত তাঁর অ্যাকাউন্টে দফায় দফায় প্রায় ৫০ লক্ষ টাকা লেনদেন হয়েছে। ফলে তাঁর সঙ্গে কী সম্পর্ক কুন্তলের, ঠিক কী কারণে কুন্তল ঘোষ সোমার অ্যাকাউন্টে টাকা লেনদেন করেছিলেন? শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাই কি সোমা চক্রবর্তীর নেল পার্লারের মাধ্যমে সাদা করার চেষ্টা করা হয়েছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতেই আজ সিজিও কমপ্লেক্সে ইডি আধিকারিকরা সোমাকে ডেকে পাঠান ও জেরার মুখোমুখি হন তিনি (Recruitment Scam)।

    আরও পড়ুন: ৪০ নম্বর হয়ে গেল ১০! গ্রুপ-সির ৩৪৭৮টি উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

    কী দাবি কুন্তলের?

    অন্যদিকে আজ আদালতে পেশের সময় সোমা চক্রবর্তীকে চেনেন না বলেই দাবি করেছেন কুন্তল। সোমাকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুন্তল বলেন, “আমি জানি না। আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই, যার সঙ্গে যোগাযোগ আছে খুঁজে দেখুন।” আজ ফের গোপাল দলপতির নামে এদিন অভিযোগ করেন কুন্তল। বলেন, “হৈমন্তীকে বাঁচানোর জন্য গোপাল নানা কথা বলেছে।” সোমাকে ফ্ল্যাট, গাড়ি কিনে দেওয়ার কথা উঠলে সমস্ত অভিযোগ খারিজ করে আদালতে কুন্তল বলেন, “আমার নিজেরই ফ্ল্যাট নেই তো কাকে ফ্ল্যাট দেব।” ফলে সোমার সঙ্গে কুন্তলের কী সম্পর্ক, কোন সূত্র ধরে এই টাকার লেনদেন, সেই জবাব কুন্তলের কাছ থেকে এখনও স্পষ্টভাবে পাওয়া যায়নি (Recruitment Scam)।

    হৈমন্তীর কী দাবি?

    অন্যদিকে এই নিয়োগ দুর্নীতিতে (Recruitment Scam) নাম উঠে আসা হৈমন্তী গঙ্গোপাধ্যায় এই প্রথমবার মুখ খুললেন। তিনি বলেন, “আমি কোনও ভাবেই এই দুর্নীতর সঙ্গে জড়িত নই। জানি না, কীভাবে দুর্নীতি হয়। কোনও ধারণাই নেই আমার। আমাকে শুধু শুধু হেনস্তা করা হচ্ছে।” তাঁর দাবি, “কেউ একটা আমার নাম বলে দিল। আর সেটা যাচাই করা হল না? এই কুন্তলকে আমি তো চিনিই না।”

    আবার স্বামী গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের কথা জিজ্ঞেস করা হলে, তাঁকে চেনেন কিনা প্রশ্ন করলে সাফ বলেন, “চিনি মানে? ২০১২ সালে আমাদের বিয়ে হয়। এখন বিচ্ছেদের প্রক্রিয়া চলছে।” গোপালের নাম উঠে এসেছে নিয়োগ দুর্নীতিতে। এই প্রসঙ্গে হৈমন্তীর দাবি, “আমি সিনেমার জগত নিয়ে থাকি। গোপালবাবুর সঙ্গে যখন থাকতাম, তখনও সিনেমার জগত নিয়েই ব্যস্ত থাকতাম। উনি কাজ করতেন জানতাম। তবে, তাঁর কাজ নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে আমার কাজ নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হত।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SSC Scam: ৪০ নম্বর হয়ে গেল ১০! গ্রুপ-সির ৩৪৭৮টি উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

    SSC Scam: ৪০ নম্বর হয়ে গেল ১০! গ্রুপ-সির ৩৪৭৮টি উত্তরপত্র ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গ্রুপ সি নিয়োগ দুর্নীতির (SSC Scam) মামলায় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উদ্ধার করা হয়েছিল ওএমআর শিট। সেগুলোই এবারে প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মোট ৩৪৭৮টি উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, এর জন্য সময়ও বেঁধে দিয়েছেন বিচারপতি। ওএমআর প্রকাশ করার জন্য এক সপ্তাহ সময় পাবে এসএসসি। অর্থাৎ ৯ মার্চের মধ্যে ওই উত্তরপত্রগুলি ওয়েবসাইটে আপলোড করতে হবে। শুক্রবার এ সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, নম্বর কারচুপি করা উত্তরপত্রগুলিকে অবিলম্বে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-কে।

    ৩৪৭৮টি উত্তরপত্র উদ্ধার

    নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তের সময় উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে এসএসসি-র গ্রুপ সি-র (SSC Scam) পরীক্ষার ৩৪৭৮টি উত্তরপত্র বা ওএমআর শিট উদ্ধার করে সিবিআই। শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানিতে এসএসসির আইনজীবী জানান, অনেক ক্ষেত্রেই উদ্ধার হওয়া উত্তরপত্রে প্রাপ্ত নম্বর ও কমিশনের কাছে থাকা নম্বরে রয়েছে বহু ফারাক। গাজিয়াবাদের সংস্থা নাইসা এই পরীক্ষা খাতার মূল্যায়ন করেছিল। এরপরেই এই ওএমআর শিট এসএসসি-কে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

    আরও পড়ুন: ‘সম্পর্ক স্বাভাবিক নেই…শান্তিই মূল লক্ষ্য’, চিনা বিদেশমন্ত্রীকে কড়া বার্তা জয়শঙ্করের

    ৪০ নম্বর হয়ে গেল ১০!

    এসএসসি গ্রুপ সি দুর্নীতিতে (SSC Scam) এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, দেখা গিয়েছে চাকরি পাওয়া এক ব্যক্তির নম্বর ওএমআর মূল্যায়নকারি সংস্থা নাইসা-র সার্ভারে ৪০। কিন্তু, কমিশনের সার্ভারে তা দেখাচ্ছে ১০! এই তথ্য দেখে রীতিমত বিস্মিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কী ভাবে তা সম্ভব? প্রশ্ন তুলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসএসসি জানিয়েছে, গ্রুপ সি নিয়োগে পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর আসল ওএমআর শিটে একরকম এবং কমিশনের কাছে অন্যরকমের রয়েছে। এসএসসি এ-ও জানিয়েছে এর নেপথ্যে কমিশনেরই কিছু আধিকারিকের ভূমিকা রয়েছে।

    বিস্মিত বিচারপতি কী বললেন?

    এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি চলছিল স্কুলের গ্রুপ সি কর্মী নিয়োগের মামলার (SSC Scam)। সেখানেই এসএসসির আইনজীবীর বক্তব্য শুনে বিস্মিত হন বিচারপতি। নম্বরের এত ফারাক দেখে অবিলম্বে বিচারপতি গঙ্গোপাধ্যায় ওইসব উত্তরপত্র প্রকাশ্যে আনার নির্দেশ দিয়েছেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “এই দুর্নীতি নিয়ে সবচেয়ে ভাল বলতে পারবেন প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। তাঁর আমলেই এসব হয়েছে। সিবিআই চাইলে সুবীরেশ-সহ বাকিদের বারে বারে জিজ্ঞাসাবাদ করতে পারে।” আবার কমিশন আরও জানায় যে, সিবিআই যে ৩৪৭৮টি ওএমআর শিট উদ্ধার করেছে, তার মধ্যে ৩০০টি বিকৃত করা হয়নি। এ কথা শোনার পরও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, আগামী ৯ মার্চের মধ্যে ৩৪৭৮টি ওএমআর শিট স্কুল সার্ভিস কমিশন কে নিজেদের সাইটে প্রকাশ করতেই হবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sachin Tendulkar: সচিনকে শ্রদ্ধা জানাতে ওয়াংখেড়েতে বসতে চলেছে পূর্ণাবয়ব মূর্তি, কবে উন্মোচন?

    Sachin Tendulkar: সচিনকে শ্রদ্ধা জানাতে ওয়াংখেড়েতে বসতে চলেছে পূর্ণাবয়ব মূর্তি, কবে উন্মোচন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেট থেকে অবসর নেওয়ার দশ বছর হয়েছে সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar)। এবার তাঁকে সম্মান জানানোর অভিনব উদ্যোগ নিয়েছে মুম্বই ক্রিকেট সংস্থা। মুম্বইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে তাঁর লাইফ সাইজের মূর্তি স্থাপন করা হতে চলেছে। সচিন তেন্ডুলকর তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই মাঠেই খেলেছিলেন। আর তার দশ বছর পরে এই মাঠেই বসতে চলেছে সচিনের মূর্তি। ২৪ এপ্রিল, সচিনের ৫০তম জন্মদিনে সেই মূর্তির উন্মোচন হতে পারে বলে জানা গিয়েছে।

    কবে সচিনের মূর্তি স্থাপন?

    মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (Sachin Tendulkar) প্রেসিডেন্ট অমোল কালে বলেন, “ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটা প্রথম মূর্তি হতে চলেছে। এটা কোথায় বসানো হবে আমরা তা সিদ্ধান্ত নেব। উনি ভারতরত্ন পেয়েছেন এবং ক্রিকেটের জন্য তাঁর অবদান কী সেটা সবাই জানেন। ওনার ৫০ বছর বয়সে এমসিএ-র পক্ষ থেকে তাঁর প্রতি এটা একটা ছোট্ট সম্মান। আমি তিন সপ্তাহ আগে ওনার সঙ্গে কথা বলেছি এবং অনুমতি নিয়েছি।”

    আরও পড়ুন: এমবাপে ও বেঞ্জেমাকে হারিয়ে ফিফার বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি

    সূত্রের খবর, সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) মূর্তিটি এই বছরের এপ্রিল মাসে তাঁর ৫০ তম জন্মদিনে বা এই বছরের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের সময় উন্মোচন করা হতে পারে। যদি এপ্রিল মাসে সচিনের মূর্তি স্থাপন করা হয়, তাহলে আইপিএল ২০২৩-এর সময়, মুম্বই ইন্ডিয়ান্স এবং অন্যান্য ভক্তরা মাস্টার ব্লাস্টারের এই মূর্তিটি দেখার সুযোগ পাবেন।

    কী বললেন ‘মাস্টার ব্লাস্টার’?

    মঙ্গলবার সংবাদমাধ্যমে কথা বলার সময় প্রাক্তন ভারতীয় অধিনায়ক (Sachin Tendulkar) মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিশেষ উদ্যোগ সম্পর্কে তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “এটা একটা আনন্দদায়ক বিস্ময়। এখান থেকেই আমি একজন ক্রিকেটার হয়েছি। আইডিয়াটি আমার সঙ্গে ভাগ করা হয়েছিল এবং আমি যেমন বলেছিলাম যে এটি একটি আনন্দদায়ক বিস্ময় ছিল। আমার ক্যারিয়ার এখান থেকে শুরু হয়েছিল এবং এটি একটি বড় বৃত্তের সমাপ্তির মত। স্মরণীয় ভেন্যুতে ক্যারিয়ারের সেরা মুহূর্ত। এটি অবিশ্বাস্য স্মৃতির সঙ্গে একটি যাত্রা ছিল এবং আমার ক্রিকেট ক্যারিয়ারের সেরা মুহূর্তটি এখানে এসেছিল যখন আমরা ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিলাম।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Bibhas Adikari: আশ্রম উদ্বোধনে এসেছিলেন পার্থ! টানা পাঁচ ঘণ্টা তল্লাশি-জেরার পর মুখ খুললেন বিভাস

    Bibhas Adikari: আশ্রম উদ্বোধনে এসেছিলেন পার্থ! টানা পাঁচ ঘণ্টা তল্লাশি-জেরার পর মুখ খুললেন বিভাস

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে এসেছে নয়া মোড়! কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং গোপাল দলপতি-নিয়োগ দুর্নীতি মামলায় তিনজনের মুখেই শোনা গিয়েছে বিভাস অধিকারীর (Bibhas Adhikari) নাম।  আর এবারে তাঁকেই তলব করেছিল ইডি। আজ টানা পাঁচ ঘণ্টা তল্লাশির পর বিভাস সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁর ফ্ল্যাটে ইডি কিছুই পায়নি। ফ্ল্যাটে সিল করার পরই যখন ইডির কাছে কারণ জানতে চাওয়া হয়, তখন ইডি আধিকারিকরা জানান, তাদের কাছে খবর ছিল এই ফ্ল্যাটে একাধিক ট্রাঙ্ক ভর্তি টাকা রয়েছে। যদিও পাঁচ ঘণ্টা তল্লাশিতে কিছুই মেলেনি। বিভাস অধিকারীর দাবি, ইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যা যা নথি চেয়েছে সব দেওয়া হয়েছে।

    কী কী বললেন বিভাস?

    কার্তিক বসু স্ট্রিটের ফ্ল্যাটে তল্লাশি চালানোর পর তাঁর বিরুদ্ধে সমস্ত অভিযোগ সংবাদমাধ্যমে অস্বীকার করেন নলহাটি ২ নম্বর ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি। কোনও ঘোষণা ছাড়াই তাঁর ফ্ল্যাটটি সিল করে দেওয়া হয়েছিল। সে কারণে তিনি ইডির কাছে আর্জি জানিয়েছিলেন ফ্ল্যাটটি খুলে দেওয়ার জন্য। সেই আর্জি মেনে তল্লাশি চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ফ্ল্যাটটি খুলে দিয়েছে।

    আরও পড়ুন: ‘আর কত খাবেন?’, দলীয় প্রধানকে প্রশ্ন তৃণমূল বিধায়কের

    বিভাসের (Bibhas Adhikari) নলহাটির আশ্রমে একাধিক হেভিওয়েট নেতাদের যাতায়াত ছিল। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর ‘সুসম্পর্ক’ থাকার দাবি উড়িয়ে দিয়ে বিভাস (Bibhas Adhikari) বলেন, “২০১৫ সালে আশ্রম উদ্বোধনের জন্য আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি পার্থ চট্টোপাধ্যায়কে পাঠিয়েছিলেন। তার থেকে সবাই ভাবে আমার সঙ্গে নাকি তাঁর সম্পর্ক রয়েছে। এমনকী লেনদেনও হয়েছে।” তিনি বলেন, “আমাকে ফাঁসানো হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় আমার কোনও যোগ নেই। আপনারা তাপস ছাড়া কুন্তল ঘোষ সহ যাদের কথা বলছেন, তাঁদের আমার ছবি দেখিয়ে জিজ্ঞেস করুন, আমাকে চেনে না পর্যন্ত। আমিও ওদের চিনি না।” বিভাসের দাবি, “আমি পাপী হলে শাস্তি পাব। সত্য বলে যদি কিছু থেকে থাকে, তা হলে আমার কিছু হবে না।”

    বিভাসকে তলব ইডির

    সূত্রের খবর, আজ সকাল ১১টায় বিভাসকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছিল (Bibhas Adhikari)। কিন্তু সেখানে তাঁকে জেরা না করে মঙ্গলবার দুপুরে বিভাসকে নিয়ে যাওয়া হয় কার্তিক বোস স্ট্রিটের তাঁরই ফ্ল্যাটে। সেখানে সিল ভেঙে ভেতরে ঢোকে ইডি। বেশ কয়েক ঘণ্টা ধরে চলে তল্লাশি। পাশাপাশি, বিভাসকেও সেখানে জেরা করা হয়েছে বলে সূত্রের খবর।

    উত্তর কলকাতার ১৮ নম্বর কার্তিক বসু স্ট্রিটে বিভাসের ফ্ল্যাট

    সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের গ্রেফতারির পর গত ১৫ অক্টোবর কার্তিক বোস স্ট্রিটের ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। তার পর ফ্ল্যাটটি সিল করে দেয়। তখন থেকে বন্ধ ছিল ফ্ল্যাটটি। ইডি সূত্রে তখন জানা গিয়েছিল, যে ওই ফ্ল্যাটের মালিক বিভাস (Bibhas Adhikari)। বিভাস অধিকারী ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’-এর সভাপতি ছিলেন। আর এই অ্যাসোসিয়েশনেরই অফিস এই ফ্ল্যাট। একাধিক সূত্রে দাবি করা হয়েছে, এই ফ্ল্যাটে মাঝেমাঝেই আসতেন বিভাস। নীলবাতি লাগানো গাড়ি করে সেখানে এসে পৌঁছতেন তিনি। রাতের দিকে বড় বড় ব্যাগ নিয়ে আসতেন তিনি। এছাড়াও তাঁর গাড়িতে বেশ কয়েকটি ট্রাঙ্ক তোলা হত। তাঁর সঙ্গে সশস্ত্র নিরাপত্তারক্ষীরাও থাকতেন। ওই ফ্ল্যাটে আরও কিছু মানুষের আনাগোনা ছিল। পরে সেখানে টিচার্স ট্রেনিং কলেজের বোর্ড সরিয়ে লাগানো হয় সৎসঙ্গের বোর্ড।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share