Author: নিমাই দে

  • Gold, Silver Price: সোনা কেনার সুবর্ণ সুযোগ! পুজোর আগে দাম কমল সোনা, রুপোর

    Gold, Silver Price: সোনা কেনার সুবর্ণ সুযোগ! পুজোর আগে দাম কমল সোনা, রুপোর

    মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগে খুশির খবর। ফের দাম কমল সোনার (Gold Price)। ফলে পুজোর আগে সোনার গয়না কিনে ফেলার এটিই দারুণ সুযোগ। প্রায় অনেকদিন ধরেই সোনার দাম কমছিল। কিন্তু মঙ্গলবার অল্প পরিমাণে দাম বেড়েছিল। কিন্তু আবার লক্ষ্মীবারে ফের কমে গিয়েছে। তবে এবারে সোনার দাম গত ৭ মাসে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। এর পাশাপাশি কমেছে রুপোর দামও।

    ২২ সেপ্টেম্বর, ২০২২-এ, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX), সোনা ০.২৫ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে (আজ সোনার দাম) ৪৯,৩২১ টাকার স্তরে পৌঁছেছে। বৃহস্পতিবার রুপোর দামও ০.৪ শতাংশ কমেছে। দাম কমার পর প্রতি কেজিতে রুপোর দাম হয়েছে ৫৭,০৫৯ টাকা। আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশ কমেছে। সোনার দাম বর্তমানে প্রতি আউন্সে ১,৬৫৬.৯৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে, আন্তর্জাতিক বাজারে রুপোর দাম ১.৭ শতাংশ হ্রাস পেয়েছে। রুপোর দাম আজ প্রতি আউন্সে ১৯.২৬ ডলার হয়েছে। বৃহস্পতিবার প্লাটিনামের দাম ১.১ শতাংশ হ্রাস পেয়েছে ও এর দাম দাঁড়িয়েছে প্রতি আউন্সে ৮৯৭.৯২ ডলার। অর্থাৎ সব মিলিয়ে তিনটি ধাতুরই দাম কমেছে। তাই এটিই সুবর্ণ সুযোগ।

    আরও পড়ুন: পুজোর আগে কমল সোনার দাম, কেন জানেন?

    চলতি মাসেই একটা সময় কলকাতার বাজারে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম ৫০,০০০ টাকার কাছে ওঠানামা করছিল। সেখানে এখন ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার দাম নেমে গিয়েছে ৪৯ হাজারের কাছাকাছি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, কয়েকদিন পর থেকেই উৎসবের মরশুম আসতে চলেছে। ফলে ধনতেরাস, নবরাত্রীর মত উৎসবে সোনা-রুপার চাহিদা বৃদ্ধি পাবে এবং চাহিদা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সোনা-রুপার দামও ফের বৃদ্ধি পাবে। বিশেষজ্ঞরা এও মনে করেছেন যে, তখন সোনার দাম বৃদ্ধি পেয়ে ৫০ হাজারের গণ্ডিও পেরিয়ে যাবে।  

    আরও পড়ুন: ‘৮ ব্যাগ সোনা ছিল, একটা আটকেছে কাস্টমস…’, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • Yogi Adityanath Temple: অযোধ্যায় তৈরী হল যোগী আদিত্যনাথের মন্দির, সকাল-সন্ধ্যা চলে আরতি, গাওয়া হয় ভজন

    Yogi Adityanath Temple: অযোধ্যায় তৈরী হল যোগী আদিত্যনাথের মন্দির, সকাল-সন্ধ্যা চলে আরতি, গাওয়া হয় ভজন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে অযোধ্যায় (Ayodhya) তৈরি করা হল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মন্দির (Yogi Adityanath’s Temple)। অযোধ্যায় রাম মন্দির তৈরি হওয়ার আগেই, ভরতকুণ্ড এলাকায় তৈরি করা হল তাঁর মন্দির। শুধুমাত্র মন্দির নির্মাণ নয়, সেই মন্দিরে যোগী আদিত্যনাতের মূর্তিকে সকাল-সন্ধ্যা রীতিমতো পুজো করা হয়। পুজোর পর ভোগ দেওয়া হয় ও ভজনও গাওয়া হয়।

    প্রভাকর মৌর্য নামে উত্তরপ্রদেশের এক ব্যক্তি এই মন্দিরটি তৈরি করেছেন। অযোধ্যা থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ভরতকুণ্ডের কাছে এই মন্দির তৈরি করা হয়েছে। কথিত রয়েছে, যোগীর নামে মন্দিরটি সেই জায়গায় তৈরি করা হয়েছে যেখানে ভগবান শ্রীরামচন্দ্র ১৪ বছরের জন্য বনবাসে যাওয়ার সময় ভাই ভরত দাদার খড়ম রেখেছিলেন। সেই কারণে স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    আরও পড়ুন: ঘৃণা ভাষণ মামলায় ‘সুপ্রিম’ রায়ে স্বস্তি পেলেন যোগী আদিত্যনাথ

    প্রভাকর মৌর্য জানিয়েছেন, ২০১৫ সালেই তিনি ঠিক করেছিলেন যে, অযোধ্যায় যিনি রাম মন্দির স্থাপন করবেন, তাঁর পুজো করবেন। তাই যেহেতু রাম মন্দির তৈরিতে যোগী আদিত্যনাথের অনেক ভূমিকা রয়েছে, তাই প্রভাকর যোগীজির মূর্তি স্থাপন করে মন্দির বানিয়েছেন ও সেখানে পুজো করেন। তিনি বলেন ‘যোগী আদিত্যনাথ আমাদের জন্য রাম মন্দির তৈরি করেছেন। তাই আমি তাঁর জন্য এই মন্দির নির্মাণ করেছি।’

    তিনি আরও জানিয়েছেন, তিনি যোগীজিকে রামের অবতারে দেখেন ও সেভাবেই পুজো করেন। এমনকি ভগবান রামের সামনে যেমন সকলে মন্ত্র পড়েন, সেই রকমভাবেই তিনি রোজ যোগী আদিত্যনাথের সামনে বসে মন্ত্র উচ্চারণ করেন। যোগী মহারাজের উচ্চতা ৫.৪ ফুট এবং তাই তাঁর মূর্তিটিও বড়। নির্মাণের সময় মূর্তির পোশাকের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। কারণ যোগী আদিত্যনাথ যে পোশাক পরেন তেমনই পোশাক মূর্তিটিকেও পরানো হয়েছে। এই মূর্তিতে দেখা গিয়েছে যোগী আদিত্যনাথের হাতে তির ও ধনুক রয়েছে।

    আরও জানা গিয়েছে, যোগীজির পুজো করার সময়ে যেসব ভজন গাওয়া হয় তা সবই প্রভাকর মৌর্য নিজে লিখেছেন। এমনকি এই স্থানটি প্রচার করার জন্য ভজনগুলির অডিও এবং ভিডিও ক্যাসেট তৈরি করা হচ্ছে৷ মূর্তিটি নির্মাণ মৌর্যর এক বন্ধু বানিয়েছিলেন এবং এটি বানাতে তাঁর প্রায় ২ মাস সময় লেগেছিল।

  • Prince Harry and William: ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানিকে শেষ বিদায়, সামরিক পোশাকে প্রিন্স উইলিয়াম ও হ্যারি

    Prince Harry and William: ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানিকে শেষ বিদায়, সামরিক পোশাকে প্রিন্স উইলিয়াম ও হ্যারি

    মাধ্যম নিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য ১৯ সেপ্টেম্বর৷ ওয়েস্টমিনস্টার অ্যাবেতে স্থানীয় সময় সোমবার সকাল ১১টায় রানিকে শেষ বিদায় জানানো হবে বলে ঘোষণা করেছে বাকিংহ্যাম প্যালেস। তাঁর আগেই প্রিন্স হ্যারি (Prince Harry) ও উইলিয়ামকে (William) ওয়েস্টমিনার হলে সামরিক পোশাকে দেখা গেল। গতকাল ব্রিটেনের দীর্ঘমেয়াদি রানি দ্বিতীয় এলিজাবেথকে সম্মান জানাতে প্রিন্স উইলিয়াম ও হ্যারি তাঁদের অন্যান্য ভাইদের সঙ্গে সম্মান জানাতে ওয়েস্টমিনার হলে সামরিক পোশাক পরেছিলেন। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর থেকে এখনও পর্যন্ত প্রিন্স হ্যারিকে দেখা যাচ্ছিল সাধারণ পোশাকেই। ২০২০ সালের পর এই প্রথম বার সামরিকপোশাকে দেখা গেল হ্যারিকে।

    যদিও শেষকৃত্যে যোগ দিতে পারলেও প্রিন্স হ্যারির ওপর সামরিক পোশাক পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু তাঁকে শনিবার সামরিক পোশাকেই দেখা যায়। প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল ২০২০ সালে রাজকীয় দায়িত্ব থেকে সরে এসেছিলেন। তাই প্রিন্স হ্যারি সামরিক ইউনিফর্ম পড়ার অধিকারী নন বলে জানা যায়। যদিও এই প্রসঙ্গে অনেক বিতর্ক শুরু হয়েছিল ও পরে তাঁকে ও মিলিটারি পোশাকে দেখা যায়। জানা গিয়েছে তিনি রাজা তৃতীয় চার্লস শেষপর্যন্ত মিলিটারি পোশাক পরার অনুমতি দিয়েছেন। গতকাল এই সম্মান জানানোয় ব্রিটেনের বর্তমান রাজা চার্লস, প্রিন্স হ্যারি এবং প্রিন্স উইলিয়ামের পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিন্স অ্যান্ড্রুর কন্যা প্রিন্সেস বিট্রিস এবং ইউজেনি, প্রিন্সেস অ্যানের সন্তান পিটার ফিলিপস এবং জারা টিন্ডাল এবং প্রিন্স এডওয়ার্ডের সন্তান লুইস এবং জেমস।

    আরও পড়ুন: তিনবার ভারত সফরে এসেছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ! ফিরে দেখা ঐতিহাসিক মূহূর্ত

    রাজা চার্লসের দুই ছেলে ও বাকিরা কফিনের পাশে ১৫ মিনিটের জন্য নীরবতা পালন করেন। এছাড়াও হাজার হাজার মানুষ ২৪ ঘন্টারও বেশি সময় ধরে কফিনের সামনে দাঁড়িয়ে ছিলেন ও এবং রানীর প্রতি শ্রদ্ধা জানাতে অপেক্ষা করছিলেন।

    প্রসঙ্গত উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ ৭০ বছরের রাজত্বের অবসান ঘটে, যা ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ছিল। রানি দ্বিতীয় এলিজাবেথকে শেষ বিদায় জানানোর জন্য ইতিমধ্যেই লন্ডনের সর্বত্র কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে। শহরের বিভিন্ন জায়গাও ঘিরে ফেলা হয়েছে এবং শেষকৃত্যের আগে অনেকগুলি রাস্তা বন্ধ হয়ে যাবে৷ এদিন প্রায় ৭ লক্ষ ৫০ হাজার মানুষের আসার কথা।

  • Artemis 1 Mission: তৃতীয় বারে হবে কি সফল? ২৭ সেপ্টেম্বর ফের চাঁদে পাড়ি দেওয়ার চেষ্টা করবে ‘আর্টেমিস ১’

    Artemis 1 Mission: তৃতীয় বারে হবে কি সফল? ২৭ সেপ্টেম্বর ফের চাঁদে পাড়ি দেওয়ার চেষ্টা করবে ‘আর্টেমিস ১’

    মাধ্যম নিউজ ডেস্ক: দু’বার বাধা পাওয়ার পর চাঁদের উদ্দেশে ফের স্পেস লঞ্চ সিস্টেম রকেট পাঠাতে চলেছে নাসা (NASA)। যান্ত্রিক গোলোযোগের কারণে অগাস্টের শেষের দিকে দুবার স্থগিত করা হয় আর্টেমিস মিশন (Artemis Mission)। নাসার চেষ্টা দুবার ব্যর্থ হওয়ার ফলে তৃতীয়বারে আর্টেমিস মিশন সফল করতে মরিয়া হয়ে উঠেছে নাসা। ফলে চাঁদের বুকে রকেট উৎক্ষেপণের জন্য দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এ মাসেই চাঁদের উদ্দেশ্যে রওনা দেবে আর্টেমিস ১ মিশনের স্পেস লঞ্চ সিস্টেম রকেট (SLS Rocket)।

    আরও পড়ুন: দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ! নাসার আর্টেমিস মিশনের রকেট উৎক্ষেপণ পিছিয়ে অক্টোবরে?

    নাসা জানিয়েছে, পরবর্তী উৎক্ষেপণের জন্য ২৭ সেপ্টেম্বর চূড়ান্ত করা হয়েছে। তবে যদি এদিনও যাত্রা সফল না হয়, তবে পঞ্চমবারের চেষ্টা ২ অক্টোবর করা হবে। মার্কিন সংস্থা নাসা একটি বিবৃতিতে জানিয়েছে, এবারে বিভিন্ন লজিস্টিক বিষয়গুলি যত্ন সহকারে বিবেচনা করা হয়েছে, ফলে উৎক্ষেপণের দিন চূড়ান্ত করতে এতদিন সময় লেগে গেল। এছাড়াও জানানো হয়েছে, ২৭ সেপ্টেম্বর এটি উৎক্ষেপণের আগে ২১ সেপ্টেম্বর একটি ক্রায়োজেনিক ডেমোনস্ট্রেশন পরীক্ষা করা হবে।

    আরও পড়ুন: চাঁদের বুকে কোথায় নামবেন মহাকাশচারীরা? ১৩টি জায়গা বেছে নিল নাসা

    ২৯ অগাস্ট উৎক্ষেপণের আগে এসএলএস রকেটের ইঞ্জিনগুলির একটিতে প্রযুক্তিগত ত্রুটির কারণে প্রথমবারের মতো স্থগিত করা হয়েছিল আর্টেমিস মিশ। এরপর দ্বিতীয়বারের জন্য চেষ্টা করা হয়েছিল ৩ সেপ্টেম্বর। কিন্তু SLS রকেট থেকে তরল হাইড্রোজেন পূরণ এবং নিষ্কাশন করতে ব্যবহৃত 8-ইঞ্চি লাইনকে ঘিরে গ্রাউন্ড সাইড এবং রকেট সাইড প্লেটের মধ্যে একটি গহ্বরে একটি ফুটো দেখতে পান ইঞ্জিনিয়াররা। ফলে আর্টেমিস ওয়ান রকেট লঞ্চ প্যাডে থাকাকালীন হাইড্রোজেন লিক হওয়ার কারণে সেদিন পাড়ি দিতে পারেনি মহাকাশে। এরপর নাসার ইঞ্জিনিয়াররা এইসব সমস্যার সব সমাধান করে ফের চাঁদে উৎক্ষেপণের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে এইবারের প্রচেষ্টায় কোনরকমের বাধা আসবে না বলেই আসা করেছে নাসা।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Jharkhand: ভয়াবহ দুর্ঘটনা ঝাড়খন্ডে! সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল বাস, মৃত ৭, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

    Jharkhand: ভয়াবহ দুর্ঘটনা ঝাড়খন্ডে! সেতুর রেলিং ভেঙে নদীতে পড়ল বাস, মৃত ৭, শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল ঝাড়খন্ডে (Jharkhand)। সেতুর রেলিং ভেঙে যাত্রীবাহী বাস পড়ে যায় নদীতে। এই দুর্ঘটনায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি আহত হয়েছেন ৪৬ জন। ঘটনাটি ঝাড়খন্ডের হাজারিগে ঘটেছে বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে নামে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীরা। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর ট্যুইটে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

    পুলিশ সুপার মনোজ রতন চোথে জানিয়েছেন, যাত্রীবাহী বাসটি গিরিডি থেকে রাঁচি যাচ্ছিল। তখনই বাসটি হাজারিবাগের তাতিঝরিয়ার সিয়ানে নদীর সেতু থেকে বাসটি পড়ে যায়। ব্রিজের ওপরেই কোনোভাবে নিয়ন্ত্রণ হারান বাসচালক। তার জেরেই এই দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এরপর বাসটি সেতু থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসে ৬০ জন যাত্রী ছিলেন বলেই জানা গিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন মহিলা রয়েছেন বলেই জানা গিয়েছে। তিনি আরও বলেন, “দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং আরও পাঁচজন আহত হয়ে মারা যান। বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।”

    আরও পড়ুন: ন্যায্যমূল্যের দোকানে ওষুধ পাওয়া যায় না, জীবনদায়ী ওষুধ চুরি হয় হাসপাতাল থেকে, ওষুধ কিনতে হিমশিম সাধারণ মানুষ

    এক কর্মকর্তা জানান, বাসটি নদীর মাঝখানে পড়লে ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারত। তবে এখনও তাদের উদ্ধারকার্য চলছে বলে জানিয়েছেন। দুর্ঘটনায় সামান্য আহত হওয়া যাত্রী মমতা সালুজা বলেছেন, “একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে রাঁচির রাতু এলাকার একটি গুরুদ্বারে যাচ্ছিলেন তাঁরা, বাসটিতে শিখ তীর্থযাত্রীরাও ছিলেন।”

    এই দুর্ঘটনার পরেই রাষ্ট্রপতি দৌপদী মুর্মু ট্যুইটে লেখেন, “ঝাড়খণ্ডের হাজারিবাগে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যুর খবরে আমি গভীরভাবে শোকাহত। এই দুর্ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি চাই সকল আহতরা শীঘ্র সুস্থ হয়ে উঠুক।”

    প্রধানমন্ত্রী মোদি বলেন, “ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোকাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রার্থনা করছি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।” 

    রাজ্যপাল রমেশ বাইস এবং মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। সোরেন ট্যুইট করেছেন, “তাতিঝরিয়ায় সেতু থেকে একটি বাস পড়ে যাওয়ার ফলে মৃত্যুতে মর্মাহত। ঈশ্বর মৃতদের আত্মার শান্তি এবং শোকাহত পরিবারকে শক্তি দিন। আমি আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

  • Cheetah In India: ভারতে চিতার বংশবৃদ্ধিতে ভূমিকা নেবে ‘আশা’, বাকিদের নাম কী রাখা হল জানেন?

    Cheetah In India: ভারতে চিতার বংশবৃদ্ধিতে ভূমিকা নেবে ‘আশা’, বাকিদের নাম কী রাখা হল জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৭৪ বছর পর ফের ভারতের মাটিতে ঘুরে বেড়াচ্ছে চিতা (Cheetah Returned to India)। স্বাধীনতার পর থেকেই দেশ থেকে বিলুপ্ত হয় এই প্রাণী। ফলে এবারে নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছে আটটি চিতা। আফ্রিকার নামিবিয়া থেকে আনা আটটি চিতাকেই শনিবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park in Madhya Pradesh) ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।  এবার এই চিতাগুলোরই নাম দিলেন তিনি। আটটি চিতার মধ্যে পাঁচটি নারী। এদের বয়স প্রায় ২ থেকে ৫ বছরের মধ্যে। এদিকে তিনটি পুরুষের বয়স সাড়ে ৪ থেকে সাড়ে ৫ বছরের মধ্যে।

    জানা গিয়েছে, প্রধানমন্ত্রী যে চিতাটির নামকরণ করেছেন, তার নাম দিয়েছেন আশা। এই নামের পেছনে এক কারণও রয়েছে। আশা করা হয়েছে যে, এই ৪ বছর বয়সী চিতা কুনো ন্যাশনাল পার্কে চিতার জনসংখ্যা বাড়াতে সাহায্য করবে, তাই এর নাম আশা (Asha)।

    আরও পড়ুন: চিতা নিয়ে কটাক্ষ অখিলেশের, এসপি নেতার ‘অজ্ঞতা’ নিয়ে বিদ্রুপ বিজেপির

    আরও জানা গিয়েছে, ২.৫ বছর বয়সী চিতার নাম রাখা হয়েছে বিলসি (Bilsi)। বিলসির নামিবিয়ার এরিন্দি প্রাইভেট গেম রিজার্ভে ২০২০ সালের এপ্রিলে জন্ম হয়। এই আটটি চিতার মধ্যে সবচেয়ে বড় চিতার নাম রাখা হয়েছে সাশা (Sasha)। এর বয়স ৫ বছর। আরও একটি চিতার নাম রাখা হয়েছে সাভানা (Savannah)। আরেকটি মহিলা চিতার নাম রাখা হয়েছে সিয়ায়া (Siyaya)। বাকি তিনটি পুরুষ চিতার নাম রাখা হয়েছে ফ্রেডি (Freddie), এলটন (Elton) ও ওবান (Oban)।

    ভারতে এসে মাত্র দুদিন কেটেছে চিতাগুলোর, তাতেই এরা ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এটিই বিশ্বের প্রথম ঘটনা যেখানে, বৃহত্তম কার্নিভোর প্রাণী এক মহাদেশ থেকে আরেক মহাদেশে স্থানাস্তর করা হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে আরও ৫০টি চিতা আনা হবে ভারতে। কুনো জাতীয় উদ্যানে চিতাগুলিকে রাখার জন্য বিশেষ বন্দোবস্তও করা হয়েছে। ভারত সরকারের ‘প্রজেক্ট চিতা’ প্রকল্পের অধীনে দেশে নতুন চিতা আনা হয়েছে। ভারতে চিতাদের বাসস্থান ফের গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের এই বিশেষ পদক্ষেপ।   

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Raju Srivastava Death: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    Raju Srivastava Death: থেমে গেল হাসি, প্রয়াত জনপ্রিয় কমেডিয়ান-অভিনেতা রাজু শ্রীবাস্তব, শোকবার্তা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: কাউকে আর হাসানো হল না। প্রয়াত হলেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। যেই মানুষ স্টেজে দাঁড়াতেই সবার মুখে হাসি দেখা যেত, আজ তিনিই সবাইকে কাঁদিয়ে চলে গেলেন চিরঘুমের দেশে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর দিল্লির এইমসে চিকিৎসাধীন ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ভেন্টিলেশনে ছিলেন ও মাঝে খবর এসেছিল যে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ও সুস্থ হয়ে উঠছেন। কিন্তু শেষ রক্ষা আর হল না। বুধবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।

    হাসপাতাল থেকে জানানো হয়েছে যে, বুধবার সকাল ১০টা ২০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর ভাই দীপু শ্রীবাস্তব সংবাদমাধ্যমে বলেন, “প্রায় আধঘণ্টা আগে আমি পরিবারের কাছ থেকে ফোন পেয়েছিলাম যে তিনি আর নেই। এটা সত্যিই দুর্ভাগ্যজনক খবর। তিনি ৪০ দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে লড়াই করছিলেন।“

    প্রসঙ্গত, গত ১০ অগাস্ট জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক হয় অভিনেতার। শরীরচর্চা করতে করতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রেডমিলের উপরেই পড়ে যান তিনি। তারপরই তড়িঘড়ি করে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালে ভর্তির দ্বিতীয় দিন থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশনে। ভর্তির ১৫ দিন পর তাঁর জ্ঞান আসলেও সুস্থভাবে তাঁর আর ফিরে আসা হল না।

    আরও পড়ুন: সুস্থতার পথে রাজু শ্রীবাস্তব! ১৫ দিনের লড়াই শেষে অবশেষে জ্ঞান ফিরল কমেডিয়ানের

    অন্যদিকে তাঁর প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। 

  • World Record: মাত্র ৪৭ সেকেন্ডে চুল কেটে গড়লেন বিশ্ব রেকর্ড! গিনেস বুকে নাম লেখালেন গ্রিসের হেয়ারড্রেসার

    World Record: মাত্র ৪৭ সেকেন্ডে চুল কেটে গড়লেন বিশ্ব রেকর্ড! গিনেস বুকে নাম লেখালেন গ্রিসের হেয়ারড্রেসার

    মাধ্যম নিউজ ডেস্ক: হেয়ারকাট আপনার সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারে। ফলে এটিও একটি শিল্প। একটি ভালো হেয়ারকাট করতেও অনেক বেশি ধৈর্যেরও প্রয়োজন। ফলে হেয়ার কাট বা চুল কাটা যাতে মন পছন্দ মত হয়, তার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে পার্লারে। এখন তো আবার হেয়ার কাটের জন্য অ্যাপয়েন্টমেন্টও নিতে হয়। অনেকে আবার ১-২ ঘণ্টা ধরে চুল কাটানোর পরেও তাদের হেয়ার কাট পছন্দ হয় না। কিন্তু এবারে দেখা গিয়েছে, মাত্র ৪৭ সেকেন্ডে চুল কাটিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম লিখিয়ে নিলেন এক গ্রিক হেয়ারড্রেসার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত অল্প সময়ে চুল কাটিয়ে আপনার কি পছন্দ হবে?

    আরও পড়ুন: রণবীরকে সকলের সামনে চড় মারলেন তাঁরই দেহরক্ষী! তারপর যা ঘটল…

    গ্রিসের এথেন্সের কনস্টান্টিনোস কৌতুপিস (Konstantinos Koutoupis) নামে এক হেয়ারড্রেসার মাত্র ৪৭ সেকেন্ডে দ্রুততম চুল কেটে রেকর্ড গড়ে তুললেন। মিস্টার কৌতুপিস একটি ট্রিমার দিয়ে এই দ্রুততম চুল কাটার রেকর্ড করেছেন। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু হয়েছে। যদিও এই ভিডিওটি পাঁচ বছর পুরোনো, অর্থাৎ ২০১৭ সালের, কিন্তু এখন ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এই ব্যক্তি মাত্র ৪৭.১৭ সেকেন্ডে চুল কেটে ফেলেন। আর এই কাণ্ড দেখেই অবাক সেখানে উপস্থিত থাাকা সবাই। 

    আর এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে। কেউ বলছেন, ‘এটা কীভাবে ভালো হতে পারে?’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যার চুল কাটা হয়েছে, সে নিজেও খুশি নয়।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এসব শুধু দেখানোর জন্য।  

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী 

  • Samsung Credit Card: ভারতে লঞ্চ করা হল ‘স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড’, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?

    Samsung Credit Card: ভারতে লঞ্চ করা হল ‘স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড’, কী কী সুবিধা পাবেন ক্রেতারা?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্যামসাং (Samsung) এবারে তার গ্রাহকদের জন্য এক খুশির খবর নিয়ে এসেছে, যাতে গ্রাহকদের স্যামসাং প্রোডাক্ট কিনতে গেলে মিলবে কিছু বাড়তি সুবিধা। এবারে ভারতের গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড (Credit Card) লঞ্চ করেছে স্যামসাং। এতদিন বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট লঞ্চের দিকেই বিশেষ নজর রেখেছিল দক্ষিণ কোরিয়ার (South Korea) এই সংস্থা। কিন্তু ক্রেতাদের প্রোডাক্ট কেনার ক্ষেত্রেও বাড়তি সুবিধা দেওয়ার জন্য এই বিশেষ উদ্যোগ। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ভিসা’র (Axis Bank & Visa) সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্রেডিট কার্ড লঞ্চ করেছে স্যামসাং কর্তৃপক্ষ।

    এর ফলে কী কী সুবিধা আপনারা পেতে চলেছেন?

    জানা গিয়েছে, সারাবছর ধরে এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে স্যামসাংয়ের বিভিন্ন প্রোডাক্টের দামে এবং সার্ভিসের ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ইএমআই এবং নন-ইএমআই ট্রানজাকশনের (EMI & Non-EMI transaction) ক্ষেত্রে বিভিন্ন আকর্ষণীয় অফারের সঙ্গে এই ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। এর পাশাপাশি স্যামসাংয়ের যেকোনও প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সময় এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা রিওয়ার্ড পাবেন। সেভাবেই তৈরি করা হয়েছে এই ক্রেডিট কার্ড। স্যামসাং-এর বিভিন্ন গ্যাজেট, প্রোডাক্ট-এর পাশাপাশি স্যামসাংয়ের বিভিন্ন সার্ভিস যেমন- সার্ভিস সেন্টারের পেমেন্ট, স্যামসাং কেয়ার প্লাস মোবাইল প্রোটেকশন প্ল্যান, ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো- ইত্যাদি ক্ষেত্রেও ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন।

    কোথায় কোথায় ব্যবহার করা যাবে এই কার্ড?

    বিভিন্ন অফলাইন সংস্থা যারা স্যামসাংয়ের প্রোডাক্ট বিক্রি করে Pine Labs এবং Benow payment- এর মাধ্যমে, সেখানেও ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে। এর পাশাপাশি Samsung.com, Samsung Shop App এবং জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অথরাইজড স্যামসাং সার্ভিস সেন্টারেও স্যামসাংয়ের এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া সম্ভব।

    স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড

    এই কার্ডের দুটি ভ্যারিয়েন্ট রয়েছে। ভিসা সিগনেচার এবং ভিসা ইনফিনিট (Visa Signature and Visa Infinite)। সিগনেচার ভ্যারিয়েন্টে, গ্রাহকরা ২৫০০ টাকার মাসিক ক্যাশব্যাক সহ বার্ষিক ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। ইনফিনিট ভ্যারিয়েন্ট কার্ডে ২০ হাজার টাকা এবং মাসে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা। এখানে বলা হয়নি যে, একটি নির্দিষ্ট পরিমাণে ক্রয় করলেই তারপর আপনি এই ক্যাশব্যাক পাবেন। অর্থাৎ যাদের কাছেই এই কার্ড থাকবে তারা স্যামসাংয়ের ছোট কেনাকাটাতেও ১০ শতাংশ ক্যাশব্যাক পেতে পারেন। আবার তারা স্যামসাং ইকোসিস্টেমের বাইরে খরচ করার জন্য এজ রিওয়ার্ড পয়েন্টও (Edge Reward Points) পাবেন।

    কীভাবে এই স্যামসাং অ্যাক্সিস ক্রেডিট কার্ড (Samsung Axis Credit Card) পাবেন?

    গ্রাহকরা স্যামসাং অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড ওয়েবসাইট www.samsung.com/in/samsung-card-এর মাধ্যমে কার্ডের জন্য আবেদন করতে পারেন। খুব শীঘ্রই এই কার্ডের জন্য আবেদনপত্র খোলা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

  • Partha – Arpita: তাইল্যান্ডেও রয়েছে ‘অপা’-র সম্পত্তি! ইডির চার্জশিটে খোঁজ মিলল বিলাসবহুল বাংলোর

    Partha – Arpita: তাইল্যান্ডেও রয়েছে ‘অপা’-র সম্পত্তি! ইডির চার্জশিটে খোঁজ মিলল বিলাসবহুল বাংলোর

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের সম্পত্তির হদিশ পাওয়া গেল পার্থঅর্পিতার (Partha – Arpita)। তবে এবার আর নিজের দেশে নয়, বিদেশে তাঁদের রয়েছে বিশাল সম্পত্তি। এমনটাই ইডি-র চার্জশিটে উল্লেখ করা হয়েছে। জানা গিয়েছে, ডায়মন্ডসিটির ফ্ল্যাট, শান্তিনিকেতনের বাংলো ছেড়ে এবারে তাইল্যান্ডে (Thailand) একটি বিলাসবহুল বাংলো কিনেছেন তাঁরা। আর এখানেও অর্ধেক মালিকানা অর্পিতার নামে।

    সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে ১৭২ পাতার চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই চার্জশিট থেকে বিস্ফোরক তথ্য উঠে এসেছে বলে জানা গিয়েছে। চার্জশিটেই ইডি দাবি করেছে যে,তাইল্যান্ডে একটি বাংলো কিনেছেন পার্থ। তদন্তকারীদের অনুমান, তাইল্যান্ডের সম্পত্তিও অপা ইউটিলিটি সার্ভিসের নামেই কেনা হয়েছে। শুধু তাই নয়, তাইল্যান্ডে তাঁরা অনেকবার ঘুরতে যেতেন, এর প্রমাণও আগে পাওয়া গিয়েছে। এবার এই বাংলোর কথা সামনে এসেছে।

    আরও পড়ুন: রাজ্যে বাড়ছে নাবালিকা বিয়ে, কন্যাশ্রীর সাফল্য কি শুধুই বিজ্ঞাপনে?

    ইডির চার্জশিটে দাবি করা হয়েছে, পার্থর সেল কোম্পানি সিম্বায়োসিস ট্রেডার্স-এর ডিরেক্টর স্নেহময় দত্তকে জিজ্ঞাসাবাদ করার পরেই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে ইডি। স্নেহময় দত্ত তদন্তকারীদের জানিয়েছেন যে ২০১৪-১৫ সালে তাইল্যান্ডের ফুকেট গিয়েছিলেন পার্থ-অর্পিতা। এইচআর অ্যাসোসিয়েশনের নামের এক সংগঠনের তরফে পার্থকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই গিয়েছিলেন পার্থ। আর তাঁর সঙ্গী ছিলেন অর্পিতা ও তাঁর সমস্ত খরচ বহন করেন এই মন্ত্রী। এমনকি অপার একসঙ্গে গোয়া যাওয়ার দাবিও করা হয়েছে এই চার্জশিটে।

    তবে তাইল্যান্ডের সম্পত্তি নিয়ে পার্থকে জিজ্ঞসাবাদ করা হলে তিনি কিছুই জানাননি। কিন্তু পরে স্নেহময়কে জিজ্ঞাসাবাদ করলে জানা যায়, কালো টাকা সাদা করতেই সেল কোম্পানিগুলিকে ব্যবহার করতেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। শুধু তাইল্যান্ড নয়, দুজনে গোয়াও গিয়েছিলেন। আর এই সফরে অপার সঙ্গে ছিলেন স্নেহময়ও। তাঁরও খরচ বহন করেছিলেন পার্থ। তদন্তকারীরা এও জানিয়েছে যে, বিদেশে অপার সম্পত্তি কেনার বিষয়ে স্নেহময়েরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

    ফলে এত পরিমাণ সম্পত্তির পরিমাণ দেখে চক্ষু চড়কগাছ তদন্তকারী থেকে শুরু করে সাধারণ মানুষেরও। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক বিস্ফোরক তথ্য এসেই চলেছে ও একাধিক সম্পত্তিও উদ্ধার হয়েই চলেছে। একদিকে যখন বহুবার জেরা করার পরও পার্থ অর্পিতাকে চেনেন না বলেই দাবি করে এসেছেন, আবার অন্যদিকে তাঁদের সম্পর্কের ঘনিষ্ঠতার প্রমাণ করার একাধিক তথ্য দিয়ে চলেছে ইডি। ফলে এবার এটাই বোঝা গেল যে, দুর্নীতির টাকাতেই তাইল্যান্ডের বাংলো কেনা হয়েছে।

LinkedIn
Share