Author: নিমাই দে

  • Gautam Adani: একদিনের উপার্জন ১৬১২ কোটি টাকা! মুকেশ আম্বানিকে ছাপিয়ে ভারতের প্রথম ধনী ব্যক্তি গৌতম আদানি

    Gautam Adani: একদিনের উপার্জন ১৬১২ কোটি টাকা! মুকেশ আম্বানিকে ছাপিয়ে ভারতের প্রথম ধনী ব্যক্তি গৌতম আদানি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বে ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও দেশের মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি হলেন গৌতম আদানি (Gautam Adani)। ‘আইআইএফএল ওয়েলথ হুরুন ইন্ডিয়া ২০২২-এর রিচ লিস্ট’-এর তালিকা অনুযায়ী ভারতে ধনীতম ব্যক্তি হিসেবে গণ্য হয়েছেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। তাঁর মোট সম্পদের পরিমাণ বর্তমানে ১০,৯৪,৪০০ কোটি টাকা। গত এক বছরে এক এক দিনে তাঁর সম্পদে বৃদ্ধি এসেছে ১৬১২ কোটি টাকা করে। ফলে ধনী হওয়ার তালিকায় তিনি শুধুমাত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানিকেই ছাপিয়ে যাননি, তিনি এক একদিনে ১৬১২ কোটি টাকা উপার্জনের জন্য এক রেকর্ড গড়ে তুলেছেন।

    সম্প্রতি জানা গিয়েছিল, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধনী ব্যক্তি হিসেবে উঠে এসেছেন গৌতম আদানি। অ্যামাজন কর্তা জেফ বেজসকেও (Jeff Bezos) পিছনে ফেলে দিয়ে রেকর্ড করেছিলেন তিনি। আবার গতকাল তাঁর এই নতুন রেকর্ডের কথা সামনে এসেছে। ভারতীয় ধনকুবের থেকে এগিয়ে আছেন শুধুমাত্র টেসলার কর্ণধার ইলন মাস্ক। বিশ্বের তালিকায় থাকা ১০ জন ধনী ব্যক্তিদের মধ্যে কারও সম্পদ এর আগে এত পরিমাণে বৃদ্ধি পায়নি।

    আরও পড়ুন: বিশ্বের ধনীতম তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেন আদানি, সত্যি?

    তবে ভারতে আর কে কে ধনীদের তালিকায় রয়েছেন ও তাঁদের কত পরিমাণ সম্পত্তি রয়েছে, জেনে নিন।

    গৌতম আদানির পর দ্বিতীয় স্থানে আছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৭ লক্ষ ৯৪ হাজার ৭০০ কোটি টাকা। গত বছরের তুলনায় এবছর ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাঁর সম্পত্তি।

    তৃতীয় স্থানে রয়েছেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর সাইরাস এস পুনাওয়ালা। এই গ্রুপের মোট সম্পত্তির পরিমাণ ২ লক্ষ ৫ হাজার ৪০০ কোটি টাকা। তাঁদের সম্পত্তির বৃদ্ধি ঘটেছে বছরে ২৫ শতাংশ।

    চতুর্থ স্থানে রয়েছে শিব নাদার। তাঁর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা। পঞ্চম স্থানে রয়েছেন রাধাকিশান দামানি এবং তাঁর মোট সম্পদের মূল্য ১.৭৫ লক্ষ কোটি টাকা। ষষ্ঠ স্থানে রয়েছেন বিনোদ শান্তিলাল আদানি এবং এনার সম্পত্তির পরিমাণ ১.৬৯ লক্ষ কোটি টাকা। সপ্তম স্থানে শ্রীচাঁদ পরমানন্দ হিন্দুজা রয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৬৫ লক্ষ কোটি টাকা। অষ্টম স্থানে রয়েছেন এলএন মিত্তল, তাঁর সম্পত্তির পরিমাণ ১.৫১ লক্ষ কোটি টাকা। নবম স্থানে উঠে এসেছেন বিজয়ী দিলীপ সাংঘভি। বর্তমানে তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৩৩ লক্ষ কোটি টাকা। দশম স্থানে রয়েছেন উদয় কোটাক। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.১৯ লক্ষ কোটি টাকা।

     

  • Covid Mask: বাতাসে উপস্থিত করোনা ভাইরাস শনাক্ত করবে বিশেষ মাস্ক! এবিষয়ে কী জানালেন বিজ্ঞানীরা?

    Covid Mask: বাতাসে উপস্থিত করোনা ভাইরাস শনাক্ত করবে বিশেষ মাস্ক! এবিষয়ে কী জানালেন বিজ্ঞানীরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই জানা গিয়েছিল যে, আপনি কোভিডে আক্রান্ত কিনা তা বলে দেবে মোবাইলের অ্যাপ। আর এখন জানা গিয়েছে, বাতাসে করোনা ভাইরাস আছে কিনা তা শনাক্ত করবে বিশেষ পদ্ধতিতে তৈরি করা একটি মাস্ক। আর ১০ মিনিটের মধ্যেই সেই বিষয়ে জানতে পারবেন আপনার মোবাইল থেকে।

    প্রায় তিনবছর ধরে বিশ্বব্যাপী মানুষ এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে চলেছে। আগের থেকে এখন করোনায় আক্রান্তের সংখ্যা অনেক কমে গিয়েছে। তবুও মাঝে মাঝেই করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী দেখা যায়। আবার এমনটাও দেখা গিয়েছে যে, বর্তমানে করোনার উপসর্গ দেখেও পরীক্ষা করাতে চান না অনেকেই। ফলে এবারে জনতার সুবিধার্থে এই ধরণের মাস্ক তৈরি করা হল যা বাতাসে উপস্থিত করোনা ভাইরাসকে শনাক্ত করতে পারবে।

    আরও পড়ুন: এবার মোবাইল অ্যাপই বলে দেবে আপনি কোভিড আক্রান্ত কি না

    জানা গিয়েছে, এই মাস্ক শুধুমাত্র বাতাসে উপস্থিত করোনা ভাইরাসই শনাক্ত করবে না, ইনফ্লুয়েঞ্জার মত ভাইরাসের উপস্থিতিও জানিয়ে দেবে মোবাইলে। সাংহাই টংজি বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞানী ইয়িন ফাং জানিয়েছেন, আগের স্টাডিতে দেখা গিয়েছে, মাস্কই করোনা ভাইরাস ছড়ানো ও সংক্রামিত হওয়ার ঝুঁকি কমাতে পারে। তাই তাঁরা এমন একটি মাস্ক তৈরি করতে চেয়েছিলেন যা বাতাসে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করতে পারবে ও যে মাস্ক পরে আছে তাকে সতর্ক করতে পারবে। তিনি আরও জানিয়েছেন যে তাদের তৈরি করা মাস্ক বদ্ধ জায়গায়, যেখানে সংক্রামিত হওয়ার সম্ভাবনা বেশি, সেখানে ভালো কাজ করতে পারে।

    তিনি আরও জানিয়েছেন, তাঁর দলের পরবর্তী লক্ষ্য হল মাস্কের পলিমার এবং ট্রানজিস্টরগুলির নকশাকে অপ্টিমাইজ করা ও সেন্সরের সেন্সিটিভিটিকে বৃদ্ধি করা, যাতে মাস্কের ভাইরাস শনাক্ত করতে বেশি সময় না লাগে। তাঁরা এই মাস্কে অ্যাপটামারস নামে এক সেন্সর ব্যবহার করেছে, এটি এক ধরেণের সিন্থেটিক অণু যা ভাইরাসকে শনাক্ত করতে পারে। এই অ্যাপটামারস বাতাসে ভাইরাসের সংস্পর্শে এলে সংশ্লিষ্ট আয়ন-গেটেড ট্রানজিস্টর সিগন্যালকে বুস্ট করবে এবং ফোনের মাধ্যমে মাস্ক পরা ব্যক্তিকে সতর্ক করবে। বিজ্ঞানীরা এই সেন্সরের আরও পরিবর্তন করতে চলেছে, যাতে ভবিষ্যতে করোনা ভাইরাসের পাশাপাশি মাস্কটি H5N1 এবং H1N1 ভাইরাসকেও শনাক্ত করতে পারে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

  • Viral News: প্রেমিকার নগ্ন ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়, প্রতিশোধ নিতে খুন প্রেমিককে

    Viral News: প্রেমিকার নগ্ন ছবি পোস্ট সোশ্যাল মিডিয়ায়, প্রতিশোধ নিতে খুন প্রেমিককে

    মাধ্যম নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এক প্রেমিকার নগ্ন ছবি ভাইরাল করে দিয়েছিল তাঁর প্রেমিক। আর এর ফলে চরম পরিণতি ভোগ করতে হল সেই প্রেমিককে। জানা গিয়েছে, তাঁর প্রেমিককে শাস্তি দিতে নিজেই পরিকল্পনা করে তিন বন্ধুকে সঙ্গে নিয়ে খুন করলেন সেই তরুণী। ফলে তিন বন্ধু-সহ ওই তরুণীর বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে বেঙ্গালুরু পুলিশ (Bengaluru Police)।

    জানা গিয়েছে, ২৭ বছর বয়সী যুবক একজন চিকিৎসক ও তাঁর নাম বিকাশ রাজন ও তরুণীর নাম প্রতিভা। রাজন ইউক্রেন থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে দেশে ফিরেছিলেন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে প্র্যাক্টিস শুরু করেছিলেন। পাশাপাশি বিদেশে যেসব পড়ুয়ারা ডাক্তারি পড়তে যেতে আগ্রহী তাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। সেই সময়ই তাঁর সোশ্যাল মিডিয়ায় আলাপ হয় প্রতিভা নামে এক আর্কিটেকচারের সঙ্গে। এরপর কিছুদিনের মধ্যেই তাঁরা লিভ-ইন রিলশনে থাকতে শুরু করেন ও বিয়ে করারও সিদ্ধান্ত নেন। এমনকি দুই পরিবার থেকেও বিয়ের কথা মেনে নিয়েছিল। আর এরই মধ্যে এমন ঘটনা ঘটে গেল।

    আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এমএমএস কাণ্ডে গ্রেফতার আরও দুই, ৬ দিনের জন্য বন্ধ ক্যাম্পাস

    চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে রীতিমতো হতবাক তদন্তকারীরা। কারণ প্রথমে জানা গিয়েছিল যে, একদিন হঠাৎ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হন রাজন। সেখানে প্রথমে কোমায় চলে যান। এরপর তিনদিন পর তাঁর মৃত্যু হয়। তখন এই ঘটনায় পুলিশ তদন্তে নামলে তাঁর মৃত্যুর পেছনের আসল সত্য জানতে পারে। অনেক চেষ্টা করেও আসল সত্য লুকোতে পারেননি প্রতিভা।

    জানা যায়, একদিন রাজনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা নিজের নগ্ন ছবি দেখে ফেলেছিলেন প্রতিভা। তারপর এই বিষয়ে রাজনকে জিজ্ঞেস করলে বলেছিলেন যে, তাঁর সঙ্গে মজা করতেই এমন করেছেন। বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া চরমে ওঠে। এরপর নিজের বন্ধুর বাড়িতে রাজনকে ডাকেন। আর সেখানেই লাঠি নিয়ে রাজনের উপর চড়াও হন ও তাঁকে মারধর করে প্রতিভা ও তাঁর বন্ধুরা। এরপর গুরুতর আহত হয়ে অবস্থা খারাপ হলে তাঁকে হাসপাতালে ভর্তি করেন প্রতিভা। সেখানেই মৃত্যু হয় রাজনের। ইতিমধ্যেই প্রতিভা ও তার তিন বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Howrah Fire Incident: হাওড়া ময়দানে ব্যাগের দোকানে বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক, বড় ক্ষতির আশঙ্কা

    Howrah Fire Incident: হাওড়া ময়দানে ব্যাগের দোকানে বিধ্বংসী আগুন, এলাকায় আতঙ্ক, বড় ক্ষতির আশঙ্কা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়। সোমবার বেলা ১২টার পর হঠাৎই হাওড়া ময়দান চত্বরের একটি ব্যাগের দোকানে দাউদাউ করে জ্বলে উঠল আগুন। হাওড়া শহরের মত ঘিঞ্জি এলাকায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে দমকলের চারটি ইঞ্জিন। স্থানীয়রাও দমকলকর্মীদের সঙ্গে আগুন নেভানোর কাজে সাহায্য করতে এগিয়ে আসেন।

    সামনেই পুজো। আর এরই মাঝে এই দুর্ঘটনায় ব্যবসায়ীদের মাথায় হাত। সবেমাত্র করোনার আবহ কাটিয়ে ব্যবসা আবার আগের মত শুরু করেছিল। পুজোর সময়েও ব্যবসা ভালো হবে ভেবেই কিছুটা আশার আলোও দেখেছিল। কিন্তু তার আগেই এই ভয়াবহ দুর্ঘটনায় কপালে চিন্তার ভাঁজ হাওড়ার ময়দান চত্বরের ব্যবসায়ীদের।

    আরও পড়ুন: হায়দ্রাবাদে শো-রুমে বিধ্বংসী আগুন, শ্বাসরুদ্ধ হয়ে মৃত ৮, ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

    জানা গিয়েছে, হাওড়া ময়দানের কাছে একটি চামড়ার ব্যাগের দোকান আছে। আর সেখানেই হঠাৎ ভয়াবহ আগুন মুহূর্তের মধ্যে চারপাশেও ছড়িয়ে পড়ে। দোতলার একাংশেও ছড়িয়ে পড়েছে আগুন। ওই বহুতলে পোশাকের দোকান, রেস্তোরাঁ রয়েছে। তবে কোথায় কীভাবে আগুন লাগল, তা  জানা যায়নি। প্রথমে চারটি দমকল পৌঁছলে পরে আরও চারটি দমকল পাঠানো হয়েছে। হাওড়া ময়দান চত্বরে পুজোর সময়ে স্বাভাবিকভাবেই প্রচন্ড ভিড়। আর তারই মধ্যে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

    দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ এখনও চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সেই কাজে হাত লাগিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে জিটি রোডে যান চলাচল। সূত্রের খবর অনুযায়ী, এই ব্যাগের দোকানে পাশে আরও দোকান রয়েছে, এবং সেই দোকানগুলোতেও আগুন ছড়িয়ে যাওয়ার পড়ার আশঙ্কা রয়েছে। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে যাতে পরিস্থিতি আরও বিপজ্জনক না হয়ে ওঠে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনীত এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র‘ (Brahmastra)। প্রথম থেকেই এই ছবি নিয়ে ভীষণ উৎসাহিত ছিল ভারতীয় দর্শকরা। বিশেষ করে রণবীর ও আলিয়ার অনুরাগীরা। দীর্ঘদিন ধরে বয়কটের (Boycott)  ট্রেন্ড থাকা সত্ত্বেও বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে চলেছে এই ছবি। একের পর এক ভেঙে চলেছে রেকর্ড। ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই, বিশেষ করে গতকাল, শনিবার বক্স অফিস কালেকশন একলাফে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গতকাল এই ছবি ১৫.২৫-১৬.২৫ কোটির ব্যবসা করেছে। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, আলিয়া ও রণবীরের কেমিস্ট্রির পাশাপাশি নজরকাড়া ভিএফএক্স দর্শকদের ভীষণ পছন্দ হচ্ছে।

    জানা গিয়েছে, গতকালে প্রায় ১৬ কোটির মত ব্যবসা করায় এই ছবির মোট আয় দাঁড়াল প্রায় ১৯৭.২৫ কোটি। করোনা আবহে আয় করার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে ছিল ছবি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’। আর এই ছবির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে অয়ন মুখার্জী পরিচালিত ছবি। সূর্যবংশী মোট ১৯৬ কোটির আয় করেছিল। ফলে এর থেকে বোঝা যাচ্ছে, আজ ছুটির দিন, রবিরারে অনায়াসেই আয় ২০০ কোটির গন্ডি পার করে যাবে ‘ব্রহ্মাস্ত্র’।

    আরও পড়ুন: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    সূত্র অনুযায়ী ছবি মুক্তির ১০ দিনের মাথায় এই ছবি প্রায় ২১৫ কোটির আয় করবে বলে জানা গিয়েছে। ফলে খুব শীঘ্রই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডকেও ছাপিয়ে যেতে চলেছে। করোনা আবহের মধ্যে বলিউডের ছবি দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে সর্বোচ্চ ব্যবসা করেছিল।

    মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। হিন্দি ভাষাতে ‘ব্রহ্মাস্ত্র’ প্রায় ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছে ও দক্ষিণ ভারতে প্রায় ২০.২৫ কোটি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার থেকেই হঠাৎ বক্স অফিসে এর আয় বাড়তে শুরু করেছে। দ্বিতীয় শুক্রবার ১০.৩০ কোটি, দ্বিতীয় শনিবারের আয় প্রায় ১৫.২৫ কোটি টাকা।

    ফলে এর থেকে এটাই নিশ্চিত যে, দ্বিতীয় সপ্তাহের পরেও যদি এরকমই চলতে থাকে, তবে খুব শীঘ্রই ২৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে ও কাশ্মীর ফাইলসের সব রেকর্ডও ভেঙে দেবে। তবে এটাই এখন দেখার যে, ‘তানহাজি’ ছবির কতটা কাছাকাছি আসতে পারে। কারণ এই ছবি ২০২০ সালের জানুয়ারি থেকে বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি ছিল। বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ রণবীর কাপুরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।

  • WhatsApp: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    WhatsApp: ইনস্টাগ্রাম, ফেসবুকের মত এবারে হোয়াটসঅ্যাপেও পাবেন পোল বৈশিষ্ট্যের সুবিধা

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে বিশ্বব্যাপী যে কটি অ্যাপ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তার মধ্যে হোয়াটসঅ্যাপ (WhatsApp) অন্যতম। প্রতিদিন কয়েক কোটি মানুষ এ অ্যাপ ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ জনপ্রিয় হওয়ার পেছনে যে কয়েকটি অপশন রয়েছে তার মধ্যে অন্যতম হল গ্রুপ চ্যাটিং। আর এবার এই গ্রুপ চ্যাটিং অপশনের জন্যই আরও চমকপ্রদ কিছু ফিচার যোগ করতে চলেছে হোয়াটসঅ্যাপ।

    জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের গ্রুপের সদস্যরা এবার পোল সিস্টেমের ফিচার খুব শীঘ্রই ব্যবহার করতে পারবে। কারণ হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়েছে, তারা এই পোল সিস্টেমের ফিচারটি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে। আপনারা সাধারণত এই পোল ফিচার ইন্সটাগ্রাম, ফেসবুকে দেখেছেন। এবার এরকমই সুবিধা পেতে চলেছেন হোয়াটসঅ্যাপেও।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে প্রতারণার শিকার! মুহূর্তে গায়েব কোটি কোটি টাকা? কী করবেন, জানুন…

    তবে জানেন কী, এই ফিচারের ফলে কী সুবিধা পেতে চলেছেন আপনারা? হোয়াটসঅ্যাপের গ্রুপে এই ফিচার আসলে গ্রুপের সদস্যদের অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কোনও অফিসিয়াল কাজের জন্য বা অন্য কোনও প্রয়োজনীয় কাজের জন্য এই পোল ফিচার উপকারী হবে। কোনও কিছু মতামত জানার জন্য এই পোল ফিচারটি ব্যবহার করা যাবে। কারণ যেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সদস্য, সেখানে সবার থেকে একে একে কোনও বিষয়ে মতামত জানা মুশকিল হয়ে পড়ে, ফলে এই পোল সিস্টেম থাকলে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যাবে ও খুব তাড়াতাড়িই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাবে।

    WABetaInfo রিপোর্ট অনুসারে জানা গেছে, এখনও পর্যন্ত এই পোল ফিচারে ১২ টি অপশন রাখা হয়েছে, এবং পুরোপুরি আপডেট হওয়ার আগেও এর পরিবর্তন হতে পারে। যদি এই ফিচারটি এখনও ডেভেলপমেন্টের প্রাথমিক পর্যায়ে রয়েছে, ফলে এটি এখনও বিটা পরীক্ষকদের জন্যও উপলব্ধ নয়। এছাড়াও হোয়াটসঅ্যাপ থেকে জানানো হয়নি যে, এই ফিচারটি কবে আসতে চলেছে।   

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Nora Fatehi: “আমি ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নই”, আর্থিক তছরুপ মামলায় জেরার মুখে বললেন নোরা ফতেহি

    Nora Fatehi: “আমি ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নই”, আর্থিক তছরুপ মামলায় জেরার মুখে বললেন নোরা ফতেহি

    মাধ্যম নিউজ ডেস্ক: জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)-এর পরে গতকাল নোরা ফতেহি (Nora Fatehi)-কে সমন করেছিল দিল্লি পুলিশ (Delhi Police)। ফলে সময় মতো দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW) -এর অফিসে পৌঁছে গিয়েছিলেন নোরা। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় (Money Laundering Case) মন্দির মার্গের সদর দফতরে নোরাকে টানা ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। বলি সুন্দরীকে জেরা করার সময়ে অনেক তথ্যই উঠে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

    নোরা ফতেহি বলেছেন, ‘তিনি এই ষড়যন্ত্রের শিকার, ষড়যন্ত্রকারী নয়।’ গতকাল নোরার পাশাপাশি জেরা করা হয় পিঙ্কি ইরানিকেও। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ও নোরার সঙ্গে আলাপ করিয়েছিলেন এই পিঙ্কি। নোরা এদিন দাবি করেন যে, তাঁর সঙ্গে সুকেশের কখনও সাক্ষাৎ হয়নি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে কথা হয়েছিল। এবং হোয়াটসঅ্যাপের সেই মেসেজের স্ক্রিনশটগুলিও দেখিয়েছেন নোরা।

    আরও পড়ুন: ৮-ঘণ্টা জিজ্ঞাসাবাদ জ্যাকলিনকে, এবার দিল্লি পুলিশের জেরার মুখে নোরা

    তিনি তাঁর তামিলনাড়ুতে “চ্যারিটি” ইভেন্টে সফরের বিস্তারিত ঘটনাও বলেছেন। তিনি জানিয়েছেন যে, তিনি এক্সসিড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের প্রোমোটার আফসার জাইদির আমন্ত্রণে সেই ইভেন্টে গিয়েছিলেন ও অনুষ্ঠানটি সুপার কার আর্টিস্ট্রি দ্বারা অনুষ্ঠিত করা হয়েছিল। এরপর তদন্তকারীরা প্রশ্ন করেন যে, এই ইভেন্টে যাওয়ার জন্য কে তাঁর খরচের জন্য টাকা দিয়েছেন, তখন নোরা সুকেশের স্ত্রী লীনা পলের (Leena Paul) নাম উল্লেখ করেন। অফিসারদের আরও বলেছিলেন যে লীনা একটি ইভেন্টে তাঁর সঙ্গে দেখা করেছিলেন এবং তাঁকে একটি গুচি ব্যাগ এবং একটি আইফোন উপহার দিয়েছিলেন এবং তখনই তিনি জানতে পারেন যে তাঁকে একটি বিএমডব্লিউ উপহার দেওয়া হচ্ছে।

    ইকোনমিক উইং-এর বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব সংবাদমাধ্যমে জানিয়েছেন, তদন্তে সাহায্য করেছেন নোরা। সূত্রের খবর অনুযায়ী, বুধবার জ্যাকলিন ও পিঙ্কিকে দিল্লি পুলিশের জেরা করার সময়ে তাঁরা বিতর্কে জড়িয়ে পড়ে। আরও জানা গিয়েছে যে, সুকেশ প্রথমে নোরাকে ফাঁসানোর চেষ্টা করলে সুকেশ ব্যর্থ হয় ও পরে জ্যাকলিনকে তাঁর জালে ফাঁসিয়ে নেয়। ফলে জ্যাকলিন চন্দ্রশেখরের দ্বারা এতটাই প্রভাবিত হয়ে পড়েছিলেন যে, তিনি তাকে “তার স্বপ্নের মানুষ” বলে ভাবতেন। এমনকি তাঁকে বিয়ে করার কথাও ভাবতেন। পুলিশের বিশেষ কমিশনার (ইওডব্লিউ) রবিন্দর যাদব জানিয়েছেন, তবে জ্যাকলিন সুকেশের বিষয়ে জানার পরেও তাঁর সঙ্গে সম্পর্ক ভাঙেনি। অন্যদিকে কিন্তু কিছু সন্দেহ করতে পারায় আগেই সুকেশ ও লীনার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে নেয় নোরা। ফলে গতকাল তিনি বলেছেন, ‘তিনি কোনও অপরাধমূলক কাজকর্মের সম্পর্কে জানতেন না’।

  • Dengue: আপনি কি দ্বিতীয়বার ডেঙ্গিতে আক্রান্ত হতে পারেন? কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ডেঙ্গি হয়েছে?

    Dengue: আপনি কি দ্বিতীয়বার ডেঙ্গিতে আক্রান্ত হতে পারেন? কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার ডেঙ্গি হয়েছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: সাধারণত জ্বর, গা-হাত-পা ব্যথা  হলেই আপনারা সাধারণ জ্বরের ওষুধ খেয়ে নেন ও তখন জ্বর কমে গেলে আপনিও মনে করেন যে, হয়তো সব সমস্যা চলে গিয়েছে, কিন্তু অনেক সময় তা নাও হতে পারে। কারণ পরীক্ষা করে দেখা গেল আপনি ডেঙ্গি আক্রান্ত। ফলে জ্বর হলেই ভাববেন না যে তা সাধারণ জ্বর। অনেকে সাধারণ জ্বর ও ডেঙ্গি জ্বরের মধ্যে অনেকেই তফাত করতে পারেন না, আবার দ্বিতীয়বারের জন্য ডেঙ্গিতে আক্রান্ত হওয়া যায় কিনা, সে নিয়েও প্রশ্ন থাকে অনেকের।

    কজন ব্যক্তি একবারের বেশি ডেঙ্গি জ্বরে আক্রান্ত হতে পারে?

    ডেঙ্গি (Dengue) একটি ভাইরাস ঘটিত রোগ। এ ক্ষেত্রে এডিস ইজিপ্টাই (Aedes Aegypti) মশা মানুষের শরীরে ভাইরাসের প্রবেশ ঘটিয়ে প্লেটলেট নষ্ট করে দেয়। ফলে যেহেতু এটি ভাইরাস ঘটিত রোগ, ফলে একাধিকবার আপনি ডেঙ্গিতে আক্রান্ত হতে পারেন। এবং একবারের বেশি ডেঙ্গিতে আক্রান্ত হলে তা তুলনামূকভাবে বেশি বিপজ্জনক হয়ে পড়ে। এই ধরণের মশা সাধারণত ভোরবেলা বা সন্ধ্যার আগে কামড়ায়। ডেঙ্গু জ্বর ‘ব্রেক-বোন ফিভার’ নামেও পরিচিত, কারণ এটির কারণে শরীরে ব্যথা ও তীব্র জ্বর হয়।

    আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় হল না সমন্বয়, ডেঙ্গির প্রকোপে তাই জেরবার রাজ্যবাসী!

    তবে একটু সতর্ক হলেই ভেক্টরের বংশবৃদ্ধি প্রতিরোধ করে ভাইরাসের ছড়িয়ে পড়া আটকানো যেতে পারে। সাধারণত জমা জলেই জন্ম নেয় ডেঙ্গির লার্ভা। বিশেষত বর্ষাকালে এডিস মশার প্রকোপ বাড়ে। ফলে আশেপাশে জল জমা হতে দেবেন না। মশা নিরোধক, মশারি, মশার প্রজনন স্থল নির্মূল করা; এবং কীটনাশক ব্যবহার সবই ডেঙ্গি প্রতিরোধে কার্যকর।

    ডেঙ্গির লক্ষণ ও কীভাবে বুঝবেন আপনি কোভিড নাকি ডেঙ্গিতে আক্রান্ত?

    সাধারণত, ডেঙ্গিতে আক্রান্ত ব্যক্তির জ্বর, মাথাব্যথা, চোখের পিছনে ব্যথা, পেশী ব্যথা, হাড়ের ব্যথা এবং জয়েন্টে ব্যথা দেখা যায়। ত্বকে ক্ষত, এবং নাক বা মাড়ি থেকে রক্তপাতও দেখা যেতে পারে। ডেঙ্গিতে আক্রান্ত রোগীর প্রস্রাব ও মলের সঙ্গেও রক্তপাত হতে পারে। ডেঙ্গির সংক্রমণ হলে রক্তে অনুচক্রিকা বা প্লেটলেট কাউন্ট কমে যেতে শুরু করে। আর এই কারণে শরীরের বিভিন্ন অংশে হেমারেজ অর্থাৎ রক্তক্ষরণ হয়। প্রায়শই ত্বকে ফুসকুড়িও দেখা যেতে পারে। এই সমস্ত লক্ষণগুলি প্রতিটি রোগীর মধ্যে উপস্থিত নাও হতে পারে এবং এই লক্ষণগুলি হয় হালকা বা গুরুতর হতে পারে। জ্বর সাধারণত ২-৭ দিন স্থায়ী হয়। এই সময়ে ক্রমাগত বমি, পেটে ব্যথাও দেখা যায়। তাই কারোর জ্বর আসলেই এবং এই লক্ষণগুলি দেখা গেলেই তাদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গির কিছু উপসর্গ কোভিডের সঙ্গে মিলে গেলেও যদি হাঁচি এবং নাক দিয়ে জল পড়ে, তবে বোঝা যাবে ডেঙ্গির আশঙ্কা কম।

  • Cheetah in India: চিতাদের পাহারায় একজোড়া হাতি! কী খাচ্ছে আগত অতিথিরা, জানেন?

    Cheetah in India: চিতাদের পাহারায় একজোড়া হাতি! কী খাচ্ছে আগত অতিথিরা, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park) আফ্রিকার নামিবিয়া থেকে আনা হয়েছে আটটি চিতা (Cheetah)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিনে এই চিতাগুলো ভারতের মাটিতে পা রেখেছে। প্রধানমন্ত্রী নিজে চিতাগুলোকে খাঁচামুক্ত করেছে তাঁর জন্মদিনে। ভারতে আসার মাত্র কয়েকদিন হলেও ভালোই খোশমেজাজে রয়েছে চিতাগুলো, বলে জানা যায়। এবার এই চিতাগুলোকেই পাহারা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে ২টি হাতিকে। একজনের নাম লক্ষ্মী আর একজনের নাম সিদ্ধনাথ।

    সূত্রে খবর অনুযায়ী, নর্মদাপুরমের সাতপুরা টাইগার রিজার্ভ থেকে তাদের কুনো জাতীয় উদ্যানে নিয়ে আসা হয়েছিল গত মাসেই। চিতাগুলিকে পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করা হয়েছে লক্ষ্মী, সিদ্ধনাথকে। জঙ্গলে যে জায়গায় চিতাগুলোকে রাখার জন্য যে বিশেষ জায়গার ব্যবস্থা করা হয়েছে, সেই জায়গার পাশেই এই হাতি দুটি কড়া নজর রাখছে। সিদ্ধনাথ এবং লক্ষ্মী বন কর্মীদের সঙ্গে ক্রমাগত টহল দিচ্ছে, যাতে অন্য কোনও বন্যপ্রাণী চিতাগুলোর আশেপাশে না আসে।

    আরও পড়ুন: ভারতে চিতার বংশবৃদ্ধিতে ভূমিকা নেবে ‘আশা’, বাকিদের নাম কী রাখা হল জানেন?

    উল্লেখ্য, কুনোতে নতুন চিতাদের জন্য যে বিশেষ জায়গা নির্দিষ্ট করা হয়েছিল, সেখানে কিছু দিন আগে পাঁচটি চিতাবাঘ ঢুকে পড়েছিল। তখন তাদের সেখান থেকে তাড়ানোর কাজেও সহযোগিতা করেছিল এই দুই হাতি। কুনো ন্যাশনাল পার্কের ডিএফও প্রকাশ কুমার ভার্মা জানিয়েছেন, সিদ্ধনাথের বয়স ৩০ বছর। বিভিন্ন এলাকায় বাঘ উদ্ধার অভিযানে অংশ নিয়ে থাকে সে। তবে মাঝেমধ্যে সিদ্ধনাথের মেজাজ বিগড়ে যায় বলেও জানিয়েছেন আধিকারিকরা। ২০১০ সালে তার আক্রমণে দু’জন মাহুতের মৃত্যু হয়েছিল। অন্য দিকে ২৫ বছরের লক্ষ্মী স্বভাবে শান্ত প্রকৃতির কিন্তু তার কাজে দক্ষ।

    এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বর্তমানে আইসোলেশনে রেখেছে চিতাগুলোকে। সেখানেই পৌঁছে যাচ্ছে তাদের খাবার। জানা গিয়েছে, তাদের নামিবিয়া থেকে আনার সময় এক বিশেষ উদ্দেশে খালি পেটে আনা হয়েছিল। আর তাদের এখন মহিষের মাংস খেতে দেওয়া হচ্ছে। এও জানা গিয়েছে যে, আইসোলেশনে থাকাকালীন আগামী এক মাস তাদের মহিষের মাংসই খেতে দেওয়া হবে। জানা গিয়েছে চিতাগুলোকে শনিবার বিকেল ৪টে নাগাদ তাদের প্রত্যেককে তিন কেজি করে মাংস খেতে দেওয়া হয়েছিল। 

  • Rear Seat Belt Alarm: সাইরাস-কাণ্ডের জের! বাধ্যতামূলক হতে চলেছে গাড়ির পিছনের সিটবেল্ট অ্যালার্মও?

    Rear Seat Belt Alarm: সাইরাস-কাণ্ডের জের! বাধ্যতামূলক হতে চলেছে গাড়ির পিছনের সিটবেল্ট অ্যালার্মও?

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার গাড়িতে সিট বেল্ট (Seat Belt) পরা নিয়ে আরও কড়াকড়ি করতে চলেছে কেন্দ্র। আগে শুধুমাত্র চালক এবং তাঁর পাশের সিটের যাত্রীর সিট বেল্ট পরা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন থেকে গাড়িতে বসা পিছনের যাত্রীকেও সিট বেল্ট পরতে হবে। তাই এর জন্য কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক থেকে একটি খসড়া প্রস্তাব জারি করা হল, যেখানে বলা আছে, গাড়ির পেছনের সিটবেল্টের জন্য অ্যালার্ম সিস্টেম ইনস্টল করার বিষয়টি বাধ্যতামূলক করতে হবে। এই খসড়া প্রস্তাবের বিষয়ে সাধারণ জনগণ নিজেদের মতামত জানাতে পারবেন। জনগণের মতামত জানানোর শেষ তারিখ ৫ অক্টোবর। এ কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)।

    টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির মৃত্যুর পর থেকেই নড়েচড়ে বসেছে কেন্দ্র সরকার। পুলিশি তদন্তে জানা গিয়েছিল, সাইরাস মিস্ত্রি গাড়ির পিছনের সিটে ছিলেন। কিন্তু সিটবেল্ট পরে ছিলেন না তিনি। সিটবেল্ট না পরার কারণেই তিনি গুরুতরভাবে আহত হয়েছিলেন ও তাঁর মৃত্যু হয়। আর তারপরেই গাড়ির পিছনের সিটে সিটবেল্ট পরার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরপরেই নিতিন গড়করি ও কেন্দ্র সরকারের তরফে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

    আরও পড়ুন: অ্যামাজনকে সিট বেল্ট অ্যালার্ম বন্ধ করার ক্লিপ বিক্রি বন্ধের নির্দেশ কেন্দ্রের

    অন্যদিকে এই মাসের শুরুতেই, ই-কমার্স সংস্থাগুলিকে গাড়ির সিট বেল্ট অ্যালার্ম (Seat Belt Alarm) অচল করার ডিভাইস বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার। তিনি জানিয়েছেন, তাঁদের লক্ষ্য ২০২৪ সালের মধ্যে গাড়ি দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমানো। তিনি আরও জানিয়েছেন, এবছরই সমস্ত গাড়িতে বাধ্যতামূলক ছয়টি এয়ারব্যাগের জন্য খসড়া তৈরি করার পরিকল্পনা করা হয়েছে।

    এতদিন পর্যন্ত সবাই জানতেন যে, শুধুমাত্র গাড়িতে সামনে বসা চালক এবং তাঁর পাশের সিটের যাত্রীর জন্যই সিটবেল্ট বাধ্যতামূলক ছিল ও নিয়ম না মানলে জরিমানাও দিতে হত। কিন্তু কেন্দ্রীয় মোটরযান আইনের ১৩৮(৩) ধারা অনুযায়ী পিছনের সিটে বসা যাত্রী সিট বেল্ট না পরলে তাঁকেও জরিমানা করার নিয়ম রয়েছে। এই আইনেই বলা হয়েছে, “চালক, চালকের পাশের সিটে বসা যাত্রীকে অবশ্যই সিট বেল্ট পরতে হবে। নয়তো ১ হাজার টাকা অবধি জরিমানা করা হতে পারে।” কিন্তু আইনটি থাকলেও, এই আইনের কথা অনেকেই জানেন না। আবার অনেকে জানলেও তা মেনে চলেন না। এমনকি ট্রাফিক পুলিশরাও এই নিয়ম মানেন না ও যাত্রীদের থেকে জরিমানাও নেন না।

    উল্লেখ্য, একটি রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, ভারতে গাড়ি দুর্ঘটনায় প্রতি চার মিনিটে একজনের মৃত্যু হয়। সড়ক মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে সিট বেল্ট না পরার কারণে দুর্ঘটনায় মৃত্যু হয় ১৫ হাজার ১৪৬ জনের। আহত হন ৩৯ হাজার ১০২ জন।

LinkedIn
Share