Author: নিমাই দে

  • Jammu & Kashmir: ফের এনকাউন্টার কাশ্মীরে! গুলির লড়াইয়ে খতম ৩ লস্কর জঙ্গি

    Jammu & Kashmir: ফের এনকাউন্টার কাশ্মীরে! গুলির লড়াইয়ে খতম ৩ লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। উপত্যকায় তিন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তারক্ষীরা৷ মঙ্গলবার বিকেলে সোপিয়ানে (Shopian) নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়৷ সেই গুলির লড়াইয়ে কয়েক মিনিটের মধ্যই এনকাউন্টারে জঙ্গি নিকেশ করা হয়। গত কয়েকদিন ধরেই কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা।

    পুলিশ সূত্রে জানা যায়, সোপিয়ানের নাগবাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকায় খবর পেয়ে এদিন নিরাপত্তারক্ষীরা সক্রিয় হয়ে ওঠেন। এরপর সেই এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান৷ এই তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিত হয়ে যায়।

    আরও পড়ুন: নাদিমার্গ গণহত্যা মামলা পুনরায় চালুর নির্দেশ জম্মু ও কাশ্মীর হাইকোর্টের

    ডিরেক্টর জেনারেল (Additional Director General of Police) (ADGP) বিজয় কুমার (Vijay Kumar) জানিয়েছেন,  নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা সংগঠনের সদস্য। এই তিন জঙ্গির নাম দানিশ খুরশীদ ভাট (Danish Khursheed Bhat) তানভীর ওয়ানি (Tanveer Wani)  তওসীফ ভাট (Towseef Bhat)। তারা বিভিন্ন জঙ্গি হামলার ক্ষেত্রে জড়িয়ে ছিল। সোপিয়ানের ছেলেদের জঙ্গি দলে নেওয়ার কাজের সঙ্গে জড়িত ছিল। ঘটনার পরে, উপত্যকায় নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ। বেশ কয়েকদিন ধরেই জঙ্গি হামলায় বিপর্যস্ত ভূস্বর্গ।

    সম্প্রতি উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের ওপর জঙ্গিদের হামলা ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছর মে মাসেও জম্মু-কাশ্মীরের বদগামে অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক সরকারি কর্মীকে খুন করেছিল জঙ্গিরা। সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় উপত্যকায়। তার রেশ কাটার আগেই কুলগামে খুন করা হয় আরেক হিন্দু স্কুল শিক্ষিকাকে।  

    আরও পড়ুন: ফের ধস জম্মু-কাশ্মীর কংগ্রেসে, আড়ে বহরে বাড়ছে আজাদ শিবির! 

     

     

  • Health Benefits Of Soybean: মাছ-মাংস-ডিমের চেয়েও বেশি উপকারী সয়াবিন, জানেন কেন?

    Health Benefits Of Soybean: মাছ-মাংস-ডিমের চেয়েও বেশি উপকারী সয়াবিন, জানেন কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আমরা যখন উদ্ভিজ্জ প্রোটিন সম্পর্কে কথা বলি, তখন অবশ্যই আসে সয়াবিনের (Soybean) নাম। এর কারণ সয়াবিন প্রোটিনে সমৃদ্ধ খাবার। ডিম, দুধ এমনকি মাংসে যে প্রোটিন পাওয়া যায় তার চেয়ে বেশি প্রোটিন সয়াবিনে থাকে। তবে অনেকে জানেন যে, থাইরয়েড, স্তন ক্যান্সার, ডিমেনশিয়া ইত্যাদি রোগে থাইরয়েড খাওয়া যায় না। কিন্তু ডায়েটেসিয়ানদের মতে, এখনও এর প্রমাণ পাওয়া যায়নি। সয়াবিন আমাদের শরীরের জন্য খুবই উপকারি। কারণ, সয়াবিন আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করে, ক্যান্সার রোধ করে, হাড় শক্ত করে, ঋতুস্রাবের সময় শরীর ভাল রাখে, সেই সঙ্গে আরও অনেক উপকারে লাগে। সয়াবিন এত ধরণের কাজ করতে পারে, তার কারণ, সয়াবিনের মধ্যে সয়া দুধ এবং উদ্ভিজ্জ প্রোটিন বজায় থাকে। সয়াবিনের উপকারিতা সম্পর্কে আরও জেনে নিন।

    ওজন কমাতে সাহায্য করে

    খাদ্যতালিকায় সয়াকে অন্তর্ভুক্ত করা উচিত, কারণ নিয়মিতভাবে সয়া খেলে শরীরের ওজন, ফ্যাট এবং কোলেস্টেরলের মাত্রা কমে যায়। এছাড়াও সয়াবিন পেশী গঠনের জন্যও ভালো।

    আরও পড়ুন: ডায়াবেটিস আছে? সুস্থ থাকতে বেছে নিন প্রোটিন-জাত খাবার, বলছে গবেষণা

    হার্ট ভালো রাখে

    ডায়েটিসিয়ানদের মতে, সয়া কোলেস্টেরল কমাতে এবং আপনার কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও রক্তচাপ বজায় রাখতে এই সয়াবিনের ফ্যাটি অ্যাসিডগুলির ভূমিকা অনস্বীকার্য।

    হাড় মজবুত রাখতে সাহায্য করে

    সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে। যেমন- ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, সেলেনিয়াম এবং জিঙ্ক। এই উপাদানগুলি আমাদের শরীর গঠনে উল্লেখযোগ্য ভুমিকা গ্রহণ করে। এই উপাদানগুলি হাড়ের বৃদ্ধি এবং শক্তি বাড়াতে সাহায্য করে। তাই বেশ অনেকদিন ধরে যারা সয়াবিন খান, তাঁরা হাড়ের সমস্যা থেকে অনেক দূরে থাকেন।

    স্তন ক্যান্সার থেকে রক্ষা করতে পারে

    সয়াবিন বেশ কিছু ধরণের ক্যান্সার বিশেষ করে স্তন ক্যান্সার রোধ করতে সাহায্য করে। কারণ, সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। এই অ্যান্টি অক্সিডেন্ট শরীরে উপস্থিত ক্ষতিকারক ফ্রি র‍্যাডিকালগুলিকে দুর্বল করতে সাহায্য করে। এরফলে, আমাদের শরীরে কোনও ক্ষতিকারক কোষ গঠন হতে পারে না। এছাড়াও, সয়াবিনের মধ্যে প্রচুর পরিমাণে স্বাস্থ্যকর ফাইবার থাকায়, কোলোরেক্টালের সম্ভাবনা এবং কোলোন ক্যান্সারের সম্ভাবনা থাকে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • DART Mission: পৃথিবীকে বাঁচাতে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ নাসার মহাকাশযানের! দেখতে পাবেন লাইভ

    DART Mission: পৃথিবীকে বাঁচাতে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ নাসার মহাকাশযানের! দেখতে পাবেন লাইভ

    মাধ্যম নিউজ ডেস্ক: পৃথিবীর দিকে ধেয়ে আসা গ্রহাণু কখনও কখনও পৃথিবীর জন্য সমস্যা তৈরি করতে পারে যার ফলে নাসা (NASA) থেকে এক উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রহাণু থেকে পৃথিবীকে বাঁচাতে নাসা তৈরি করেছে ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট বা ডার্ট মিশনের। স্পেস ক্রাফটের মাধ্যমে এই প্রথমবার একটি গ্রহাণুর সঙ্গে ইচ্ছাকৃত সংঘর্ষ করতে চলেছে নাসা (NASA)। শুধু তাই নয়, ডার্ট মিশনের মহাকাশযানকে গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ করার এই বিরল দৃশ্য লাইফ স্ট্রিম করা হবে। আগামী মাসের ২৬ তারিখে এই মিশনের অংশ হিসেবে  গ্রহাণুতে আঘাত করা হবে।

    এমন বিরল ঘটনা হয়তো আগে কখনও ঘটেনি। তবে ১৯৯৮ সালে হলিউডে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘আর্মা গেডন’(Arma Geddon), সেই ছবিতে এমন ঘটনা দেখানো হয়েছিল। সেখানেও গ্রহাণুর সঙ্গে মহাকাশযানের সংঘর্ষ ঘটানো হয়েছিল।

    আরও পড়ুন: ‘নাসা’-র তৈরি রকেটে যান্ত্রিক গোলযোগ! শেষ মুহূর্তে স্থগিত আর্টেমিস ১ উৎক্ষেপণ

    কী এই ডার্ট মিশন?

    পৃথিবীর দিকে যদি কোনওদিন কোনও গ্রহাণু ধেয়ে আসে, তবে তার গতিপথ বদলে দেওয়াই এই মিশনের মূল উদ্দেশ্য। DART মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেস থেকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেটে করে উৎক্ষেপণ করা হয়েছে। গ্রহাণুকে দূরে রাখতে বা তার দিক পরিবর্তন করতে নাসা গত বছর ডার্ট মিশন চালু করেছে।

    ১৬০ মিটার আকৃতি বিশিষ্ট ‘ডিমরফস’ নামক একটি গ্রহাণুর সঙ্গেই এই বিস্ফোরণ ঘটানো হবে। ‘ডিমরফস’ হল একটি ছোট ‘মুনলেট’ যা ‘ডিডিমোস’ (Didymos) নামে একটি বড় গ্রহাণুকে প্রদক্ষিণ করে। এটি প্রায় ৭৮০ মিটার জুড়ে রয়েছে।

    কখন কীভাবে এই দৃশ্য দেখবেন?

    এই ঘটনার লাইভ দেখানো হবে নাসা টিভি নামক চ্যানেলে। ভারতীয় সময় অনুসারে ২৭ সেপ্টেবর মধ্যরাত ৩টা ৩০ মিনিটে দেখানো হবে। এর পাশাপাশি একই সময়ে নাসার ফেসবুক, ট্যুইটার, ইউটিউবে দেখানো হবে। নাসা অনুসারে, ২৬ সেপ্টেম্বর সন্ধ্যে ৭টা ১৪ মিনিটে অর্থাৎ ভারতীয় সময়ে ভোর ৪ টা ৪৫ মিনিটে ডার্টের স্পেসক্রাফট ডিমরফস গ্রহাণুর সম্মুখীন হবে ও সংঘর্ষ ঘটাবে। প্রায় ২৪ হাজার কিলোমিটার বেগে এটি গ্রহাণুর সঙ্গে সংঘর্ষ করবে।

  • Reliance AGM 2022: চলতি বছরেই এফএমসিজি বাজারে আত্মপ্রকাশ রিলায়েন্স রিটেলের, ঘোষণা মুকেশ-কন্যা ইশার

    Reliance AGM 2022: চলতি বছরেই এফএমসিজি বাজারে আত্মপ্রকাশ রিলায়েন্স রিটেলের, ঘোষণা মুকেশ-কন্যা ইশার

    মাধ্যম নিউজ ডেস্ক: রিলায়েন্সের বার্ষিক সাধারণ বৈঠকে (AGM 2022) মুকেশ কন্যা ইশা আম্বানি (Isha Ambani) ঘোষণা করেন রিলায়েন্স রিটেল (Reliance Retail) এই বছর এফএমসিজি-এর (FMCG Business) ব্যবসা লঞ্চ করতে চলেছে। অর্থাৎ রিলায়েন্স রিটেল এবারে খুচরো পণ্যের ব্যবসা শুরু করবে। সোমবার রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (RIL) ৪৫তম বার্ষিক সাধারণ বৈঠক (Reliance Industries AGM 2022) অনুষ্ঠিত হয়। এই মুহূর্তে রিলায়েন্স ভারতের বৃহত্তম সংস্থা৷ আর এই সংস্থার বার্ষিক সভার দিকেই তাকিয়ে থাকে পুরো দেশের শিল্প সমাজ। এই সভায় মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি (Mukesh Ambani)। এছাড়া ভার্চুয়ালি উপস্থিত ছিলেন মুকেশ কন্যা তথা রিলায়েন্স রিটেলের মালিক ইশা আম্বানি। তখনই তিনি এফএমসিজি-এর ঘোষণা করেন।

    ধীরে ধীরে পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়া হচ্ছে রিলায়েন্স গ্রুপের সমস্ত দায়িত্বভার। এর আগেই আকাশ আম্বানি হয়েছেন রিলায়েন্স জিও-র বোর্ডের চেয়ারম্যান। রিলায়েন্স জিও-র বোর্ড কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর রিলায়েন্সে রিটেলের দায়ভার তুলে দেওয়া হয়েছে ইশা আম্বানির হাতে।

    আরও পড়ুন: কালীপুজোর সময়েই আসতে চলেছে জিও ৫জি! আগামী বছরেই সারা দেশে, জানুন কী বললেন মুকেশ আম্বানি

    ইশা আম্বানি এদিন বলেন, “এফএমসিজি ব্যবসার মূল উদ্দেশ্য হল সঠিক সময়ে মানুষের কাছে উন্নতমান ও সাশ্রয়ী নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দেওয়া।“ এছাড়াও তিনি আরও বলেন, তাঁরা খুব শীঘ্রই বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের তৈরি করা পণ্য বাজারে তুলে ধরা হবে ও এই পণ্যের কী কী গুরুত্ব রয়েছে তাও তুলে ধরা হবে। ইশা আরও জানান, এবার এই ব্যবসায় বিভিন্ন ধরণের জিনিস যেমন হোম, পার্সোনাল কেয়ারের ইত্যাদিতে নিজদের ব্যান্ডকে তুলে ধরা হবে।

    রিলায়েন্স রিটেল থেকে জানা গিয়েছে, এই বছরে এখনও পর্যন্ত ২৫০০টি স্টোর খোলা হয়েছে ও আর এই বছরেই এর সংখ্যা দাঁড়াবে ১৫০০০-এ। আবার এদিন নিজেদের ৫জি পরিষেবা চালু করার সময় জানিয়ে দিল ভারতের সবথেকে বড় টেলিকম সংস্থা। আগামী দু’মাসের মধ্যেই জিও-র তরফে ৫জি পরিষেবা চালু করে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। মুকেশ আম্বানি জানিয়েছেন, আগামী দু’মাসের মধ্যে, প্রাথমিক ভাবে দেশের চারটি শহরে এই পরিষেবা চালু হবে। এই শহরগুলির মধ্যে রয়েছে দিল্লি, মুম্বই, চেন্নাই এবং কলকাতা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Filmfare Awards 2022: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…

    Filmfare Awards 2022: অনুষ্ঠিত হল ২০২২ সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, দেখে নিন কারা পেলেন পুরস্কার…

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার সন্ধ্যায় ৬৭তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড Filmfare Awards 2022) অনুষ্ঠিত হয়েছে। ভারতের সিনেমা সম্পর্কিত প্রাচীনতম পুরস্কার অনুষ্ঠানগুলির মধ্যে একটি হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, যেখানে সিনেমা জগতের সঙ্গে জড়িত সমস্ত তারকাদের সম্মানিত করা হয়। ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২২-র এদিনের অনুষ্ঠান ছিল তারকা খচিত। চাঁদের হাট বসেছিল যেন। নয়টি বিভাগে পুরস্কার জিতেছে সুজিত সরকারের ‘সর্দার উধম’। অন্যদিকে ‘শেরশাহ’ সেরা ছবিসহ ৭টি পুরস্কার পেয়েছে।

    নীচে একনজরে জয়ীদের তালিকা:

    সেরা ছবি (সমালোচক)

    ‘সর্দার উধম’

    সেরা ছবি

    ‘সর্দার উধম’

    প্রধান চরিত্রে সেরা অভিনেতা (পুরুষ)

    রণবীর সিং (’83’)

    সেরা অভিনেতা (সমালোচক)

    ভিকি কৌশল (‘সর্দার উধম’)

    প্রধান চরিত্রে সেরা অভিনেতা (মহিলা)

    কৃতি শ্যানন (‘মিমি’)

    সেরা অভিনেত্রী (সমালোচক)

    বিদ্যা বালান (‘শেরনি’)

    সেরা পরিচালক

    বিষ্ণুবর্ধন (‘শেরশাহ’)

    সেরা সহঅভিনেতা (পুরুষ)

    পঙ্কজ ত্রিপাঠী (‘মিমি’)

    সেরা সহঅভিনেতা (মহিলা)

    সাই তামহঙ্কর (‘মিমি’)

    আরও পড়ুন: জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সেরার শিরোপা সুরিয়া-অজয় দেবগনের, জয়জয়কার অভিযাত্রিকের

    সেরা মিউজিক অ্যালবাম

    তানিস্ক বাগচি, বি প্রাক, জানি, জসলিন রয়্যাল, জাভেদ-মহসিন এবং বিক্রম মন্ট্রোজ (‘শেরশাহ’)

    সেরা গানের কথা

    ‘লেহরা দো’ (’83’) এর জন্য কাউসার মুনির

    সেরা প্লেব্যাক গায়ক (পুরুষ)

    ‘মন ভরিয়া’ (‘শেরশাহ’) এর জন্য বি প্রাক

    সেরা প্লেব্যাক গায়ক (মহিলা)

    ‘রাতান লাম্বিয়ান’ (‘শেরশাহ’) এর জন্য আসিস কৌর

    সেরা অ্যাকশন

    স্টেফান রিখটার এবং সুনিয়েল রড্রিগস (‘শেরশাহ’)

    সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর

    শান্তনু মৈত্র (‘সর্দার উধম’)

    সেরা কোরিওগ্রাফি

    ‘চাকা চক’ (‘আতরঙ্গি রে’) এর জন্য বিজয় গাঙ্গুলি

    সেরা সিনেমাটোগ্রাফি

    ‘সর্দার উধম’-এর জন্য অভিক মুখোপাধ্যায়

    সেরা পোশাক

    ‘সর্দার উধম’-এর জন্য ভিরা কাপুর

    সেরা এডিটিং

    ‘শেরশাহ’-এর জন্য শ্রীকর প্রসাদ

    সেরা প্রোডাকশন ডিজাইন

    ‘সর্দার উধম’-এর জন্য মানসী ধ্রুব মেহতা এবং দিমিত্রি মালিচ

    সেরা সাউন্ড ডিজাইন

    ‘সর্দার উধম’-এর জন্য দীপঙ্কর চাকি ও নীহার রঞ্জন সামল

    সেরা ডায়লগ

    ‘সন্দীপ অর পিঙ্কি ফারার’-এর জন্য দিবাকর ব্যানার্জি এবং বরুণ গ্রোভার

    সেরা স্ক্রিনপ্লে

    ‘সর্দার উধম’-এর জন্য শুভেন্দু ভট্টাচার্য ও রিতেশ শাহ

    সেরা গল্প

    ‘চন্ডিগড় কারে আশিকি’-এর জন্য অভিষেক কাপুর, সুপ্রতীক সেন এবং তুষার পরাঞ্জপে।

    সেরা ডেবিউ পরিচালক

    সীমা পাহওয়া (রামপ্রসাদ কি তেহরভি)

    সেরা ডেবিউ মহিলা

    শর্বরী ওয়াঘ (বান্টি অর বাবলি 2)

    সেরা ডেবিউ (পুরুষ)

    এহান ভাট (৯৯ গান)

    লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

    সুভাষ ঘাই

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Pradip Mukherjee: ফের বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত সত্যজিত রায়ের ‘সোমনাথ’

    Pradip Mukherjee: ফের বিনোদন জগতে শোকের ছায়া, প্রয়াত সত্যজিত রায়ের ‘সোমনাথ’

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত সত্যজিত রায়ের (Satyajit Ray) ‘সোমনাথ’। ফের বিনোদন জগতে শোকের ছায়া। সোমবার সকাল ৮টা বেজে ১৫ মিনিট নাগাদ জীবনাবসান হয় বর্ষীয়ান অভিনেতা প্রদীপ মুখোপাধ্যায়ের (Pradip Mukherjee)। ‘জন অরণ্য’ (Jana Aranya) ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্যই তিনি যেন সকলের স্মৃতিতে এখনও বর্তমান। দীর্ঘদিন ধরে ফুসফুস সংক্রান্ত রোগে ভুগছিলেন তিনি। গোরাবাজার মিউনিসিপ্যালিটি হাসপাতালের ওপরের প্রাইভেট হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। এরপর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকায় রবিবারই তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রদীপ মুখোপাধ্যায়।

    প্রদীপবাবুকে শেষ ‘ড্রাকুলা স্যার’ ছবিতে দেখা গিয়েছিল। পরিচালক নির্মল চক্রবর্তীর সিনেমা ‘দত্তা’ -তে কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপরেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। সত্যজিৎ রায়ের পরিচালনায় ‘জন অরণ্য’ ছবিতেই বাংলা সিনেমা জগতে তাঁর হাতে খড়ি। এই ছবিতে তাঁর অভিনয় এখনও দর্শককে মুগ্ধ করে। এরপর তিনি গোলাপ বউ (Golap Bou), দৌড় (Dour), দুরাত্মা (Dooratwa), দুরের নদী (Durer Nadi), অশ্লীলতার দায়ে (Ashleelotar Daye), ললিতা (Lalita), অন্বেষণ (Anweshan), চপার (Chopper), মধুগঞ্জনের সুমতি (Madhuganjer Sumati), সতী (Sati), মানবপ্রেমিক (Manabpremik), সুমতি (Sumati), আনন্দনিকেতন (Anandaniketan), পুরুষোত্তম (Purushottam), হিরের আংটি (Hirer Angti) ইত্যাদি ছবিতে কাজ করেছেন।

    আরও পড়ুন: ‘চাওয়া-পাওয়া’ থেকে ‘ভালোবাসার বাড়ি’! শেষ হল এক যুগ

    এখানেই থেমে নয়, শুধু পুরনো ছবিতেই তিনি কাজ করেছেন এমনটা নয়, বর্তমান প্রজন্মের আধুনিক সিনেমা যেমন ‘উৎসব’, ‘যেখানে ভূতের ভয়’, ‘মাছ, মিষ্টি অ্যান্ড মোর’, ‘গয়নার বাক্স’, ‘বাদশাহী আংটি, ‘সজারুর কাঁটা’, ‘কাহানি ২’, ‘তরুলতার ভূত’ প্রমুখ ছবিতে তিনি অভিনয় করেছেন।

    সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই টলিউড তথা বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। এছাড়াও এই বছরের প্রথম থেকেই একের পর এক দুঃসংবাদ পাওয়া গেছে। চলতি বছরেই প্রয়াত হয়েছেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, পরিচালক তরুণ মজুমদার, গায়িকা নির্মলা মিশ্র প্রমুখ। শুধু বাংলা বিনোদন জগতেই নয়, শোকের ছায়া নেমেছে জাতীয় চলচ্চিত্র জগতেও। কলকাতা এসেই মৃত্যু হয়েছে বলিউড গায়ক কেকে-র। এছাড়াও লতা মঙ্গেশকর, বাপ্পি লাহিড়ির মতো তারকারাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
  • Mars: মঙ্গলে প্রবাহিত নদী-হ্রদ! প্রমাণ হিসেবে মানচিত্র প্রকাশ করল ইউরোপিয়ান স্পেস এজেন্সি

    Mars: মঙ্গলে প্রবাহিত নদী-হ্রদ! প্রমাণ হিসেবে মানচিত্র প্রকাশ করল ইউরোপিয়ান স্পেস এজেন্সি

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলে (Mars) জল আছে বা ছিল, তা আগেই জানতে পেরেছিলেন মহাকাশ বিজ্ঞানীরা। তবে এবারে তার প্রমাণ হিসেবে বিজ্ঞানীরা পেলেন মানচিত্র। সেই মানচিত্রে দেখা যাচ্ছে লাল গ্রহে একসময় প্রবাহিত ছিল নদী এবং হ্রদ। পৃথিবীর নিকটতম লাল গ্রহে জলের প্রমাণ পাওয়ার পর জীবনের সন্ধান করতে মরিয়া হয়ে উঠেছেন মহাকাশ বিজ্ঞানীরা। বিলিয়ন বিলিয়ন বছরের বিবর্তনে লালগ্রহ থেকে জল হারিয়ে গিয়েছিল এবং আজ তার পৃষ্ঠে জলের কোনও চিহ্ন মাত্র নেই। তবে সম্প্রতি কেমিক্যাল এবং স্পেকট্রাল পরীক্ষা করে দেখা গিয়েছে, মঙ্গলে একসময় জল ছিল।

    ইউরোপীয় স্পেস এজেন্সির (ESA) তরফে মঙ্গল গ্রহের জলের প্রথম মানচিত্র প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে মানুষ অবতরণ করতে পারে এমন সম্ভাব্য জায়গাগুলিও দেখা গিয়েছে এই মানচিত্রে। মানচিত্রগুলিতে আরও দেখা গিয়েছে গ্রহ জুড়ে ছড়িয়ে থাকা খনিজ বস্তুগুলিকে। গত দশকের গবেষণা ও পর্যবেক্ষণে পাওয়া তথ্য অনুযায়ী এই মানচিত্র প্রদর্শন করা হয়েছে।

    বিজ্ঞনীরা মনে করছেন, মানুষ মঙ্গল গ্রহে পা রাখার আগে, এই মানচিত্রটি মিশনের জন্য খুবই উপকারী কারণ এর সাহায্যে মঙ্গলে অবতরণ করার জায়গাগুলি সনাক্ত করা যেতে পারে। যেখানে প্রচুর পরিমাণে জলীয় খনিজ রয়েছে সেই স্থানগুলি সন্ধানের জন্য ইউরোপের মার্স এক্সপ্রেস অবজারভেটরি এবং আমেরিকার মার্স রিকনেসেন্স অরবিটার একসঙ্গে কাজ করছে। জানা গিয়েছে, এই খনিজগুলি পাথর থেকে তৈরি হয়, যা অতীতে রাসায়নিক ভাবে জল দ্বারা পরিবর্তিত হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে কাদামাটি এবং লবণে পরিবর্তিত হয়েছে।

    আরও পড়ুন: চাঁদ ও মঙ্গলের পর এবার শুক্রগ্রহে অভিযান চালাবে ইসরো

    বিজ্ঞানীরা জানিয়েছেন, তাঁরা গ্রহের কয়েকটি অংশে এই ধরনের হাজার হাজার খনিজ পদার্থ খুঁজে পেয়েছেন। আর সমস্ত গ্রহ জুড়ে জলীয় খনিজ খুঁজে পাওয়া প্রমাণ করে যে, মঙ্গলে জল শুধুমাত্র কয়েকটি স্থানেই সীমাবদ্ধ ছিল না। গ্রহের চারপাশে ভূতত্ত্ব গঠনেও একটি বিশাল ভূমিকা পালন করেছিল। এখন একটাই প্রশ্ন যে, জল সেখানে স্থায়ী ছিল, নাকি সীমাবদ্ধ ছিল।

    জন কার্টার নামে এক বিজ্ঞানী জানান, বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ভেবেছিলেন যে যখন এটি ভেজা অবস্থায় ছিল, তখনই শুধুমাত্র কয়েক ধরনের কাদামাটির মত খনিজ পদার্থ তৈরি হয়েছিল। তবে নতুন মানচিত্রে অন্য কিছুর ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, যদিও মঙ্গলগ্রহের অনেক লবণ সম্ভবত কাদামাটির থেকে পরে তৈরি হয়েছিল। মানচিত্রে আরও দেখা যায় লবণ ও কাদামাটির ঘনিষ্ঠ মিশ্রণ রয়েছে। আবার কিছু লবণ মাটির থেকেও পুরনো বলে অনুমান করা হয়েছে।

    ইএসএ-র (ESA) প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, জল ও জলের বিবর্তন ততটা স্পষ্ট নয় মানচিত্রে। আবার মঙ্গলে খনিজ পদার্থের বিবর্তনও ব্যাখ্যা করা যাচ্ছেনা । ভূতত্ত্ববিদরা লাল গ্রহের সার্ভে করার জন্য মার্স এক্সপ্রেসের ওমেগা যন্ত্র ও এমআরও-তে মার্সের জন্য কমপ্যাক্ট রিকনাইসেন্স ইমেজিং স্পেকট্রোমিটার (Compact Reconnaissance Imaging Spectrometer for Mars) থেকে ডেটা ব্যবহার করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Google Meet: ‘গুগল মিট’-এ আসতে চলেছে নতুন ফিচার, মিটিং-এ মিউট আনমিউট করা হবে আরও সহজ!

    Google Meet: ‘গুগল মিট’-এ আসতে চলেছে নতুন ফিচার, মিটিং-এ মিউট আনমিউট করা হবে আরও সহজ!

    মাধ্যম নিউজ ডেস্ক: গুগল মিট (Google Meet) নিয়ে এসেছে তাদের নতুন ফিচার। গুগল মিট ভার্চুয়ালি মিটিং করার জন্য খুবই জনপ্রিয়। গুগল মিটে মিটিং চলাকালীন মাইক্রোফোন মিউট (Mute) ও আনমিউট (Unmute) করার অপশন আগেই দেওয়া হয়েছে গুগলের তরফে। কিন্তু এবারে মিউট ও আনমিউট করার ক্ষেত্রে এক পরিবর্তন নিয়ে এসেছে গুগল। এবারে মিউট করা হবে আরও সহজ, তাড়াতাড়ি ও নিরাপদ।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলা হবে আরও মজাদার! দেখা যাবে গ্রুপ সদস্যের প্রোফাইল ফটো

    মিউট ও আনমিউট করার জন্য এবারে আর মিউট অপশনে যেতে হবে না। কিবোর্ডের স্পেসবারে (Spacebar) লং প্রেস করলেই আনমিউট হয়ে যাবে ও স্পেসবারটি ছেড়ে দিলেই আবার মিউট হয়ে যাবে। বর্তমানে গুগল মিটে মিটিং চলাকালীন কোনও কথা বলতে গেলে মিউট করার অপশনে ক্লিক করতে হয় তারপরেই মাইক্রোফোন অন হয় অর্থাৎ আনমিউট হয়। আবার অনেক সময় অনেকেই আনমিউট করে পরে মিউট করতেও ভুলে যায়, সেক্ষেত্রেও অন্য রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই এবারে মিউট আনমিউট করা ব্যবহারকারীদের জন্য আরও বেশি সহজ করা হল।

    আরও পড়ুন: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    তবে এই মিউট-আনমিউট ফিচার ছাড়াও গুগল থেকে জানানো হয়েছে, গুগল মিটেও ‘Hey Google’ ভয়েস কন্ট্রোল চলবে। তবে যখন স্মার্টফোনে কোনও রকম মিটিং চলবে না তখনই গুগল অ্যাসিস্টেন্ট অ্যাক্টিভ থাকবে ও মিটিং শুরু হওয়ার ১০ মিনিট আগে পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। সম্প্রতি গত মাসেই গুগল মিটে এক ফিচার নিয়ে আসার কথা বলা হয়েছিল। এই ফিচারে বলা হয়েছে এবার থেকে ইউটউবে লাইভস্ট্রিম করা যাবে গুগল মিটের মিটিং। অর্থাৎ একসঙ্গে অনেকে মিলে গুগল মিটের মাধ্যমে যখন ভার্চুয়াল মিটিংয়ে যুক্ত হলে, তখন সেই মিটিং সরাসরি ভাবে ইউটিউবে স্ট্রিম করা বা দেখানো যাবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Artemis 1 Mission: আর্টেমিস ১ মিশনের প্রথম ধাপ! আজই চাঁদের উদ্দেশে পাড়ি দিতে চলেছে নাসার মহাকাশযান

    Artemis 1 Mission: আর্টেমিস ১ মিশনের প্রথম ধাপ! আজই চাঁদের উদ্দেশে পাড়ি দিতে চলেছে নাসার মহাকাশযান

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরেই আর্টেমিস ১ মিশনের (Artemis 1 Mission) চন্দ্র যাত্রা শুরু হতে চলেছে। সোমবার অর্থাৎ আজ নাসার কেনেডি স্পেস সেন্টার (NASA’s Kennedy Space Center) থেকে স্থানীয় সময় সকাল ৮টা ৩৩ মিনিটে উৎক্ষেপণ করা হবে এসএলএস রকেট। অর্থাৎ ভারতীয় সময় সন্ধ্যা ৬টা নাগাদ লঞ্চ প্যাড ৩৯ বি -এর মাধ্যমে নাসার ওরিয়ন স্পেসক্রাফট চাঁদের উদ্দেশে রওনা দেবে।

    আর্টেমিস মিশনের তিনটি পর্যায় রয়েছে। সেগুলি হল আর্টমিস ১,২ এবং ৩। স্পেস লঞ্চ সিস্টেম রকেটেই থাকবে ওরিয়ন স্পেসক্রাফট (Orion Spacecraft)। বিশাল এসএলএস রকেট এবং ওরিয়ন স্পেস ক্যাপসুল মহাকাশচারীদের চাঁদের কক্ষপথে নিয়ে যাবে। সেখান থেকে মহাকাশচারীদের চাঁদে নিয়ে যাবে।

    আগে ঠিক করা হয়েছিল যে আবহাওয়া পরিস্কার না থাকলে সেপ্টেম্বরে রকেটটি উৎক্ষেপণ করা হবে। কিন্তু আজ আবহাওয়ার পূর্বাভাস বলছে আকাশ প্রধানত পরিস্কারই থাকবে, ৮০% সুযোগ থাকবে সফল উৎক্ষেপণের। ফলে আজই উৎক্ষেপণ করতে চলেছে রকেট। আর এই মুহূর্তেরই অপেক্ষা করে আছে গোটা বিশ্ব।

    আরও পড়ুন: মানুষ তো খেলনা নয়! জানেন কি আর্টেমিস-১ রকেটে করে মহাকাশে পাঠানো হচ্ছে ‘খেলনা-মানুষ’?

    নাসা (NASA) থেকে জানানো হয়েছে, এই মিশনটি সফল হলেই ২০২৫ সালে মহাকাশচারীরাও পাড়ি দেবেন চাঁদে। সূত্রের খবর, পৃথিবীতে ফিরে আসার আগে মহাকাশযানটি ৪২ দিন ধরে চাঁদকে প্রদক্ষিণ করবে। এরপর ৬ সপ্তাহ পর ফের পৃথিবীতে ফিরে আসবে এবং এটি প্রশান্ত মহাসাগরে এসে নামবে। এই রকেটের মধ্যে ওরিয়ন নামক স্পেসক্রাফটি রয়েছে, তাতে কোনও মানুষ থাকবে না। তবে এতে মানুষ না থাকলেও মানুষের ন্যায় রোবট থাকবে।

    প্রসঙ্গত, চাঁদে শেষবার মানুষ পাড়ি দিয়েছিলেন ১৯৭২ সালের অ্যাপোলো মিশনে (Apollo)। অ্যাপোলো মিশনের পাঁচ দশকের পর আবার চাঁদে যাওয়ার পরিকল্পনা করেছে নাসা (NASA)। সে পরিকল্পনায় প্রথম বড় পদক্ষেপ হতে চলেছে আর্টেমিস ১ মিশন। পরের বছর দ্বিতীয় ধাপে আবার রকেট পাঠানো হবে ও তৃতীয় ধাপে চাঁদের বুকে মানুষ নামবে বলে জানিয়েছে নাসা। ৩২২ ফুট লম্বা রকেটটি বানাতে খরচ হয়েছে ৯৩ বিলিয়ন ডলার, যা নাসার সবচেয়ে শক্তিশালী রকেট বলে জানিয়েছে সংস্থাটি। নাসার এ অভিযান সফল হলে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদের বুকে পা রাখবে মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virus Like Particle: করোনার নতুন টিকা যা হতে পারে বেশি কার্যকরী! ঘোষণা আইআইএসসি-এর

    Virus Like Particle: করোনার নতুন টিকা যা হতে পারে বেশি কার্যকরী! ঘোষণা আইআইএসসি-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার (Corona) জন্য এবারে আরও এক টিকার খোঁজ দিলেন আইআইএসসি (Indian Institute of Science) ব্যাঙ্গালোরের বিজ্ঞানীরা। তাঁরা জানিয়েছেন সারস কোভিড-২-এর ভাইরাসের ন্যায় কৃত্রিম উপায়ে একটি টিকা তৈরি করা হয়েছে যা কোভিড আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কার্যকরী। এক্ষেত্রে তাঁরা ‘ভাইরাস লাইক পার্টিকেল’ তৈরি করেছে।

    SARS-CoV-2 ভাইরাস গবেষণা করার জন্য ভাইরাসটির একটি স্যাম্পেল নিয়ে আলাদা রাখতে হবে ও এর একাধিক কপি তৈরি করতে হবে এবং কোনও জীবন্ত কোষে প্রবেশ করার সময় এটি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে পারে কিনা তা পর্যবেক্ষণ করা হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন এই ধরনের একটি অত্যন্ত সংক্রামক ভাইরাস নিয়ে কাজ করা বিপজ্জনক এবং এর জন্য একটি বায়ো সেফটি লেভেল-3 (BSL-3) ল্যাব প্রয়োজন। ফলে এই ভাইরাস নিয়ে মোকাবিলা করার পরিবর্তে বিজ্ঞানীদের একটি দল নভেল ভাইরাস-জাতীয় কণা (VLP) তৈরি করেছে এবং পরীক্ষা করে দেখা গিয়েছে এটি একটি অ-সংক্রামক ন্যানোস্কেল অণু যা SARS-CoV-2 ভাইরাসের মতো এবং ভাইরাসের মতই আচরণ করে কিন্তু এর স্থানীয় জেনেটিক উপাদান নেই। এই ধরণের ভাইরাস জাতীয় কণা আমাদের দেহে ইমিউনিটি তৈরি করতে একটি গবেষকরা বলেছেন। তাঁরা আরও বলেছেন, এই ভিএলপি গুলি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে পারে।

    আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে চিনের ‘জিরো কোভিড নীতি’, ফের লকডাউনে জিনপিং- এর দেশ

    এক বিশেষজ্ঞ জানিয়েছেন, যখন মহামারী শুরু হয় তখন তেকেই  তাঁর দল SARS-CoV-2-এর জন্য একটি VLP-তে কাজ শুরু করেছে। তাঁদের প্রথমে কৃত্রিমভাবে একটি VLP সংশ্লেষিত করতে হয়েছিল, যেখানে চারটি কাঠামোগত প্রোটিন – স্পাইক, এনভেলপ, মেমব্রেন এবং নিউক্লিওক্যাপসিড যা প্রকৃত ভাইরাসেও দেখা যায়।

    দেখা গিয়েছিল, ৪ ডিগ্রি সেলসিয়াসে এবং ৩৭ ডিগ্রি সেলসিয়াসে (মানুষের স্বাভাবিক তাপমাত্রা) কোষে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। গবেষকদের মতে দলটি যখন ইঁদুরের মধ্যে VLP-এর উচ্চ মাত্রার ইনজেকশন দেয়, তখন এটি লিভার, ফুসফুস বা কিডনি টিস্যুতে কোনও প্রভাব ফেলেনি। এরপর ১৫ দিনের ব্যবধানে ইঁদুরের মডেলগুলিতে একটি প্রাথমিক শট এবং দুটি বুস্টার শট দেওয়া হয়েছে, তারপরেই তাঁরা দেখেছেন যে, এটি ইঁদুরের রক্তের সিরামে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি করেছে। এই অ্যান্টিবডিগুলি ভাইরাসকে নিরপেক্ষ করতেও সক্ষম ছিল। অর্থাৎ যে এটি প্রাণীদের রক্ষা করছে।

    গবেষকরা তাদের ভিএলপির জন্য একটি পেটেন্টের জন্য আবেদন করেছেন এবং এই ভ্যাকসিন কোভিডে আক্রান্ত রোগীদের জন্য কার্যকরী হতে পারে। ফলে তাঁরা পরবর্তীতে অন্যান্য প্রাণী এবং অবশেষে মানুষের উপর VLP এর প্রভাব পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছেন। গবেষকরা বলেছেন যে ভিএলপি ওমিক্রন এবং কোভিডের অন্যান্য ভেরিয়েন্টের বিরুদ্ধে সুরক্ষা দিতেও সক্ষম হতে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

LinkedIn
Share