Author: নিমাই দে

  • Russia: গাড়ি বোমা বিস্ফোরণে রহস্যময় মৃত্যু পুতিন ঘনিষ্ঠ আলেকজান্ডারের মেয়ে দারিয়া দুগিনের

    Russia: গাড়ি বোমা বিস্ফোরণে রহস্যময় মৃত্যু পুতিন ঘনিষ্ঠ আলেকজান্ডারের মেয়ে দারিয়া দুগিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই রাশিয়াতে রহস্যজনক মৃত্যু পুতিন (Vladimid Putin) ঘনিষ্ঠ আলেকজান্ডার দুগিনের (Alexander Dugin) মেয়ে দারিয়া দুগিনের (Darya Dugin)। সূত্রের খবর, গাড়ি বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ওই তরুণীর। শনিবার এই দুর্ঘটনাটি ঘটে। যদিও পুতিন-ঘনিষ্ঠদের দাবি, দারিয়া নন, এই হামলার আসল লক্ষ্য ছিলেন তাঁর বাবা আলেকজান্ডার দুগিন। তবে কে তিনি? রাশিয়ার সরকারের সঙ্গে কী তাঁর সম্পর্ক? এই নিয়েই কৌতুহলের সৃষ্টি হয়েছে।

    [tw]


    [/tw]

    জানা গিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ আলেকজান্ডারকে ‘Putin’s Brain’ বলে ডাকা হয়। অর্থাৎ তাঁকে পুতিনের মস্তিষ্ক তকমা দেওয়া হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পেছনের ‘মাস্টারমাইন্ড’ এনাকেই বলা হয়। রাশিয়ার সাফল্যের ক্ষেত্রে আলেকজান্ডারের অপরিসীম ভূমিকা রয়েছে, আর তার প্রতিশোধ নিতেই ইউক্রেনের এমন সাজানো-গোছানো পরিকল্পনা, এমনটাই দাবি করেছে সংবাদমাধ্যমগুলি।

    সূত্রের খবর, ল্যান্ড ক্রুজার গাড়ি করে বাড়ি ফিরছিলেন দারিয়া। মস্কো শহর থেকে কিছুটা দূরে হঠাৎ ওই গাড়িতে বিস্ফোরণ হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, দারিয়ার গাড়ি দাউ দাউ করে জ্বলছে। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাড়ির কাচ। আর পাশে দেখা গিয়েছে ডুগিনকে। মেয়ের জ্বলন্ত গাড়ির দিকে আতঙ্কগ্রস্ত চোখে তাকিয়ে ছিলেন তিনি। ৬০ বছর বয়সী আলেকজান্ডার দুগিনের মেয়ে একজন জনপ্রিয় লেখিকা।

    [tw]


    [/tw]

    প্রসঙ্গত, এর আগে বহুবার পুতিনের এই ঘনিষ্ঠের ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছে বিশ্বের একাধিক দেশ। ইউক্রেন যুদ্ধ শুরুর ৭ বছর আগে ২০১৫-য় তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা তাঁর সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউস। ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। তখনও এই ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন আলেকজান্ডার। তাই যুদ্ধ শুরু হওয়ার পর তাঁর উপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল ইউরোপিয়ান ইউনিয়ন।  

  • Independence Day 2022: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তো তুললেন, কিন্তু পতাকা ভাঁজ করার সঠিক নিয়ম জানেন কি?

    Independence Day 2022: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা তো তুললেন, কিন্তু পতাকা ভাঁজ করার সঠিক নিয়ম জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতা দিবসে (Independence Day 2022) দেশ জুড়ে উত্তোলিত হয়েছে জাতীয় পতাকা (National Flag)। এবার দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্ণ হল। তাই এই দিনটি বিশেষভাবে পালন করার জন্যে কেন্দ্রীয় সরকার একাধিক অনুষ্ঠানের আয়োজন করেছিল। ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর একটি বিশেষ কর্মসূচি হল ‘হর ঘর তেরঙা’ (Har Ghar Tiranga) অভিযান। সেখানে দেশের সবাইকে জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল পিকচার অথবা ঘরে লাগিয়ে ছবি তুলতে বলা হয়েছিল। তাই প্রতিবারের তুলনায় এবারে বেশিই জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল।

    তবে পতাকা উত্তোলন তো করেছেন, কিন্তু জানেন কি পতাকাকে এবারে কীভাবে ভাঁজ করে রাখবেন? স্বাধীনতা দিবস পেরোনোর পর প্রতি বছরেই দেখা যায় জাতীয় পতাকার অবমাননা হতে। পতাকাকে প্রায়ই মাটিতে ধুলোয় পড়ে থাকতে দেখা যায়। তাই জাতীয় পতাকার অবমাননা রুখতে এবার বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। জাতীয় পতাকাকে কী ভাবে সম্মানের সঙ্গে ভাঁজ করে রাখতে হবে, তার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রকের তরফে। জাতীয় পতাকাকে কীভাবে ভাঁজ করে রাখবেন, তা নিয়ে মন্ত্রকের অফিসিয়াল ট্যুইটার থেকে শেয়ারও করা হয়েছে। আসুন দেখে নেওয়া যাক জাতীয় পতাকা ভাঁজ করার পদ্ধতি।

    আরও পড়ুন: ৫ কোটিরও বেশি সেলফি ‘হর ঘর তিরঙ্গা’-র ওয়েবসাইটে, দাবি কেন্দ্রের

    কীভাবে জাতীয় পতাকা ভাঁজ করবেন?

    • জাতীয় পতাকাকে হরাইজন্টালি বা অনুভূমিকভাবে রাখতে হবে।
    • সাদা অংশের নীচে পতাকার গেরুয়া এবং সবুজ অংশ ভাঁজ করতে রাখতে হবে।
    • তার পর সাদা অংশকে এমন ভাবে ভাঁজ করতে হবে যাতে, কেবল মাত্র পতাকার অশোকচক্র আর গেরুয়া, সবুজ দাগটি দেখা যায়।
    • এটিকে এমনভাবে ভাঁজ করতে হবে যাতে এটি দেখতে স্কোয়ারের মত হয় ও গেরুয়া এবং সবুজ অংশের সঙ্গে অশোক চক্রটিও সম্পূর্ণ ভাবে দেখা যায়।
    • এরপর দুহাতে তুলে নিয়ে সে ভাবেই তা কোনও পরিষ্কার স্থানে রাখতে হবে।

    [tw]


    [/tw]

    পতাকা ক্ষতিগ্রস্থ হলে কী করা উচিত? 

    আবার অনেক ক্ষেত্রে ভুলবশত যদি পতাকা মাটিতে পড়ে যায় বা তাতে নোংরা লেগে যায়, তার ক্ষেত্রেও বিশেষ নিয়ম রয়েছে। ব্যবহার এবং উত্তোলনের পর ক্ষতিগ্রস্ত পতাকাগুলোকে পুড়িয়ে ফেলতে হবে। কাগজের পতাকার ক্ষেত্রেও একইরকম করতে হবে। আবার পতাকা দিয়ে কোনও কিছু ঢাকা দেওয়া যাবে না। কোনও কিছু ধরার জন্য পতাকা ব্যবহার যাবে না। একে কস্টিউমের মত পরাও উচিত না। কোনও যানবাহনে, স্মৃতিস্তম্ভে, বিল্ডিং-এ পতাকা লাগানো নিয়মের বিরুদ্ধে। পতাকায় যেন কোনও নোংরা না লাগে, কিন্তু নোংরা লেগে তা ভালো ভাবে পরিষ্কার করতে হবে।

     

  • Zomato Ad Controversy: ‘মহাকাল’ থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর

    Zomato Ad Controversy: ‘মহাকাল’ থেকে থালি অর্ডার হৃত্বিক রোশনের! বিতর্কের মধ্যে বিজ্ঞাপন প্রত্যাহার জোম্যাটোর

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারে হৃত্বিক রোশনের (Hrithik Roshan) বিজ্ঞাপন ঘিরে শুরু হল বিতর্ক,  সোশ্যাল মিডিয়ায় উঠল ‘বয়কট জ্যোমাটো’ ট্রেন্ড। শনিবার মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরের (Ujjain’s Shree Mahakaleshwar Temple) দু’জন পুরোহিত এই অনলাইন ফুড ডেলিভারি সংস্থার একটি বিজ্ঞাপনের প্রচার বন্ধ করার দাবি জানান৷ তাঁরা অভিযোগ জানিয়েছেন, হৃত্বিক রোশন অভিনীত এই বিজ্ঞাপন হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। অন্যদিকে জোম্যাটোর তরফেও একটি বিবৃতি জারি করে সাফাই দেওয়া হয়েছে।

    [tw]


    [/tw]

    আসলে বিজ্ঞাপনটিতে দেখা যায়, হৃত্বিক রোশনের ‘থালি’ খেতে ইচ্ছে হয়েছে৷ তাই খাবারটি পেয়ে তিনি বাকিদের জানাচ্ছেন, উজ্জয়িনীর ‘মহাকাল’ থেকে ‘থালি’ অর্ডার করেছেন৷ আর এরপরেই এই বিজ্ঞাপন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এদিকে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দির অবস্থিত। ওই দুই পুরোহিত মহেশবাবু ও আশিসবাবু হৃত্বিকের জ্যোমাটো বিজ্ঞাপনের প্রসঙ্গ টেনে বলেন, “মহাকাল মন্দিরে দীর্ঘদিন ধরে ভক্তদের প্রসাদ দেওয়া হচ্ছে। এই প্রসাদের জন্য কোনও অর্থ দিতে হয় না এবং প্রসাদ কোনওভাবেই ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে অর্ডার করা যায় না।” মহেশবাবু আরও বলেন, এই ফুড ডেলিভারি সংস্থা মহাকাল মন্দিরের বিষয়ে ভুল তথ্য প্রচার করছে। এমন ধরণের বিজ্ঞাপন বানানোর আগে তাদের চিন্তা ভাবনা করা উচিত। ফলে মন্দিরের দুই পুরোহিত দাবি করেন, অবিলম্বে এই বিজ্ঞাপন প্রত্যাহার করা উচিত ও জ্যোমাটোর ক্ষমা চাওয়া উচিত।

    [tw]


    [/tw]

    অন্যদিকে জোম্যাটোর তরফে জানানো হয়েছে, উজ্জয়িনীর মহাকাল রেস্তোরাঁকে বিজ্ঞাপনে ‘মহাকাল’ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাতে পবিত্র শ্রী মহাকালেশ্বর মন্দিরের কথা বলা হয়নি। তারা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী ও তাদের কখনও কারও বিশ্বাস ও ভাবাবেগে আঘাতের উদ্দেশ্য ছিল না। এও জানানো হয়েছে যে, তারা এই বিজ্ঞাপনটিকে প্রত্যাহার করা হয়েছে।

    [tw]


    [/tw]

    এদিকে এই বিজ্ঞাপনটি নিয়ে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। উজ্জ্বয়িনীর জেলা শাসকের কাছেও দায়ের হয়েছে অভিযোগ। বিষয়টি মধ্যপ্রদেশ পুলিশকে খতিয়ে দেখতে বলেছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। 

     

  • Sheikh Hasina: “এ দেশে সকলের সমান অধিকার”, জন্মাষ্টমীতে হিন্দুদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন শেখ হাসিনা

    Sheikh Hasina: “এ দেশে সকলের সমান অধিকার”, জন্মাষ্টমীতে হিন্দুদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন শেখ হাসিনা

    মাধ্যম নিউজ ডেস্ক: জন্মাষ্টমীর বিশেষ দিনে বাংলাদেশের হিন্দুদের বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। এদিন তিনি বলেন, “এদেশে আমার যতটা অধিকার আছে ততটা অধিকার আপনাদেরও আছে।“ এদিন কয়েকটি ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন হাসিনা এবং বলেন, এদেশে কারও নিজেকে সংখ্যালঘু মনে করার কোনও কারণ নেই। মুসলিম প্রধান দেশ হলেও বাংলাদেশে সব ধর্মের মানুষই সমান। অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে হিন্দু সম্প্রদায়কে নিজেদের সংখ্যালঘু না ভাবার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ‘বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার।’

    জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজের সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে ঢাকার ঢাকেশ্বরী মন্দির এবং চট্টগ্রামের জেএন সেন হলের জন্মাষ্টমীর অনুষ্ঠানে অংশ নেন। এদিন তিনি বাংলাদেশের হিন্দুদের জন্মাষ্টমীর শুভেচ্ছাও জানিয়েছেন।

    আরও পড়ুন: চরম বিদ্যুৎ সংকটে বাংলাদেশ! নিয়মিত লোডশেডিংয়ের সিদ্ধান্ত

    তিনি আরও বলেন, ‘আমাদের সনাতন হিন্দু সম্প্রদায়কে বলব, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু মনে করবেন না। আপনাদেরও সমানভাবে দেশের নাগরিক হওয়ার অধিকার আছে এবং আমরাও সেইভাবে আপনাদেরকে দেখতে চাই।’ শেখ হাসিনা আরও বলেন, এই আত্মবিশ্বাস নিয়ে যদি চলতে পারেন তাহলে আর খারাপ লোকেরা কোনও ক্ষতিসাধন করতে পারবে না। আর খারাপ লোক সবধর্মেই রয়েছে। এর পাশাপাশি তিনি এটাও বলেন, বাংলাদেশে দুর্গা পুজোর সময় যত মণ্ডপ তৈরি হয়, পশ্চিমবঙ্গেও তা হয় না। তিনি সে দেশের হিন্দুদের মনে করিয়ে দেন, দুর্গাপুজোয় ঢাকায় যে সব মণ্ডপ হয়, তার অনেকেরই উচ্চতা, জাঁকজমক পশ্চিমবঙ্গের চেয়েও বেশি হয়।

    আবার তিনি জানিয়েছেন, অনেক সময় সেখানে হিন্দু সম্প্রদায় নানা অধিকার থেকে বঞ্চিত হয়, কিন্তু এর জন্য আফসোস হয় তাঁর। কিন্তু তিনি জানিয়েছেন, তাঁর সরকার এবং আওয়ামি লিগ কোনও ধর্ম-সম্প্রদায়কেই ছোট মনে করে না, সবাইকেই সে দেশে অধিকারের সঙ্গে থাকার থাকার আহ্বান জানান তিনি।

    আরও পড়ুন: পদ্মা সেতু বাংলাদেশ-চিনের যৌথ প্রকল্প? বেজিংয়ের দাবি ওড়াল ঢাকা 

     

  • Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    Raju Srivastava Health Update: শারীরিক অবস্থার চরম অবনতি, ভেন্টিলেশনে রাখা হয়েছে কমেডিয়ান রাজু শ্রীবাস্তবকে

    মাধ্যম নিউজ ডেস্ক: মন খারাপ করে দেওয়ার মত খবর। টিভির পর্দায় যিনি সবার মুখে হাসি ফোটাতেন, সবার মন ভালো করে দিতেন, আজ তিনিই ভালো নেই। হ্যাঁ আমরা কথা বলছি জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান ও অভিনেতা রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। সূত্রের খবরে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। রাখা হয়েছে ভেন্টিলেশনে। গতকাল সকালে জিম করতে গিয়েই হার্ট অ্যাটাক হয় অভিনেতার। শরীরচর্চা করতে গিয়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। তারপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর আজ সকাল থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর।

    আরও পড়ুন: “আমার ছবি বয়কট করবেন না”, নেটিজেনদের অনুরোধ আমির খানের

    সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, হোটেলের জিমে এক্সারসাইজ করার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তখনই অজ্ঞান হয়ে পড়ে যান। এরপরই দ্রুত ভর্তি করা হয়েছে দিল্লির AIIMS-এ। গতকাল ভর্তি করানোর পরেই তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছিল। কিন্তু, আজ বেলা বাড়তেই এই মন খারাপ করা খবর শোনালেন তাঁর চিকিৎসক। এই খবরে তাঁর অনুরাগীরা ভেঙে পড়েছে। কমেডি দুনিয়া থেকে তাঁর পরিচিতি গড়ে উঠলেও পরে তিনি বলিউডেও জায়গা করে নিয়েছেন। অসংখ্য ভক্ত তাঁর। ‘বিগবস’ থেকে শুরু করে ‘কপিল শর্মা’র শো– এ সবেই নিজের অবদান রেখেছেন রাজু। বেশ কিছু বলিউড ছবিতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি ‘ইন্ডিয়া’জ লাফটার চ্যাম্পিয়ন’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে।

    আরও পড়ুন: সাবধান! ভুলেও অবহেলা করবেন না, হার্ট অ্যাটাকের এই ৮টি লক্ষণ

    সবার মুখে যিনি হাসি নিয়ে আসেন, আজ তাঁরই মুখে হাসি দেখার জন্যে অপেক্ষায় বসে আছেন পুরো দেশবাসী। ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) অভিনেতার স্ত্রীর কাছ থেকে তাঁর স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন। সুত্রের খবর অনুযায়ী, আজই অভিনেতার স্ত্রী শিখা শ্রীবাস্তবের সঙ্গে কথা বলেন মন্ত্রী। অন্যদিকে তাঁর খবর শোনার পরেই অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। অনেক অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

  • Weather Forecast: মেঘভাঙা বৃষ্টিতে ভূমিধস ও বন্যা, দেশজুড়ে মৃত প্রায় ৩৩

    Weather Forecast: মেঘভাঙা বৃষ্টিতে ভূমিধস ও বন্যা, দেশজুড়ে মৃত প্রায় ৩৩

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Himachal Pradesh), ঝাড়খণ্ড (Jharkhand), ওড়িশা (Odisha) এবং উত্তরাখণ্ড (Uttrakhand) সহ বেশ কয়েকটি রাজ্য। ভারী বৃষ্টিপাতের ফলে শনিবার এই রাজ্যগুলিতে বন্যা(Flood) এবং ভূমিধস (Landslides) হয়েছে। এই রাজ্যগুলো থেকে প্রায় ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধার কাজ শুরু করেছে। ত্রাণ বিলিও শুরু হয়েছে। উদ্ধার কার্যে হাত লাগিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

    হিমাচল প্রদেশে একটি পরিবারের ৮ সদস্য সহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার থেকে ভারী বৃষ্টিপাতের কারণে রাজ্যে বিভিন্ন জেলায় ভূমিধস এবং বন্যা হয়েছে ৷ আবার ১০ জন আহতও হয়েছেন। শুধুমাত্র মান্ডিতেই ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ১৩ জন মারা গেছে এবং ছয়জন নিখোঁজ, ডেপুটি কমিশনার অরিন্দম চৌধুরী জানান। নিখোঁজদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বলে জানান তিনি।

    উত্তরাখণ্ডে শনিবার সকালেই মেঘ ভাঙা বৃষ্টি ও তার জেরে বন্যা হওয়ায় ৪ জনের মৃত্যু এবং ১০ জন নিখোঁজ হয়েছেন। বিভিন্ন নদীর সেতু ভেঙে বিপর্যস্ত এলাকা। সেতু ভেসে যাওয়ায় বেশি কয়েকটি এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। প্রশাসনের তরফে বেশ নদীতীরবর্তী একাধিক গ্রাম থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে।

    আরও পড়ুন: প্রাকৃতিক দুর্যোগের শিকার হিমাচল প্রদেশ-উত্তরাখণ্ড, মৃত ২৫

    অন্যদিকে প্রবল বৃষ্টির জেরে বন্যায় প্লাবিত হয়েছে ওড়িশা। বন্যার কবলে পড়েছেন অন্তত ৫০০টি গ্রামের প্রায় ৪ লক্ষ মানুষ। ওড়িশায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শুক্রবার রাত থেকে ওড়িশার উত্তরের কিছু অংশে ভারী বৃষ্টির জেরে আরও ক্ষতি হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যেই ময়ূরভঞ্জ, কেন্দ্রপাড়া এবং বালাসোর সহ বেশ কয়েকটি জেলায় উদ্ধার ও ত্রাণ দল পাঠিয়েছেন। শনিবার প্লাবিত মহানদীর প্রবল স্রোতে একটি নৌকা ভেসে গেলে সেখান থেকে ৭০ জনকে উদ্ধার করা হয়েছে।

    আবার প্রবল বৃষ্টিতে ঝাড়খণ্ডের বেশ কয়েকটি জেলায় বহু গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে এবং নিচু এলাকা জলের তলায় চলে গিয়েছে। পশ্চিম সিংভূমে বাড়ির মাটির দেওয়াল পড়ে এক মহিলার মৃত্যু হয়েছে। আবার নলকারী নদীর জলে দুজন ভেসে গিয়েছেন।

    জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের চূড়ায় অবস্থিত বিখ্যাত মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের যাত্রা (Vaishno Devi Yatra) রবিবার সকালে ফের শুরু হল৷ রাতভর ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে  স্থগিত ছিল তীর্থযাত্রা। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের জন্য স্থগিত করা হয়েছিল যাত্রা। 

     

  • Raju Srivastava Health Update: ‘রাজু এখন স্থিতিশীল’, ব্রেন ডেথের গুজব ওড়ালেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী

    Raju Srivastava Health Update: ‘রাজু এখন স্থিতিশীল’, ব্রেন ডেথের গুজব ওড়ালেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava) অবস্থা এখন স্থিতিশীল। বৃহস্পতিবার এমনটাই জানালেন জনপ্রিয় কমেডিয়ান রাজুর স্ত্রী শিখা শ্রীবাস্তব (Shikha Srivastava)। বৃহস্পতিবার হঠাৎ তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে। কিন্তু হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা স্থিতিশীল হলেও সঙ্কটজনক। গতকাল বিকেল থেকেই শোনা যাচ্ছিল, রাজুর ব্রেন ডেথ (Brain Death) হয়েছে। তবে এই বিষয়ে মুখ খুললেন তাঁর স্ত্রী।

    গতকাল কমেডিয়ান সুনীল পালের একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা গেল, ‘রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা যথেষ্ট সঙ্কটজনক। চিকিৎসকেরা বুঝতে পারছেন না কি করা উচিত। তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন ওনাকে সুস্থ করে তোলার। ওনার মস্তিষ্ক কাজ করছে না। কেবল প্রার্থনা করুন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে।’

    আরও পড়ুন: কেমন আছেন রাজু শ্রীবাস্তব? চিকিৎসায় কি সাড়া দিচ্ছেন?

    এরপরেই দেশবাসী বিশ্বাস করে নেয় যে, তাঁর ব্রেন ডেথ হয়েছে। কিন্তু এই গুজবের উত্তরে কমেডিয়ানের স্ত্রী জানান, তাঁর স্বামীর শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুজব রটায় ভীষণ বিরক্ত তিনি। তিনি এদিন বলেন, “রাজুর অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকেরা দিন-রাত এক করে কাজ করছেন। আমার স্বামী একজন যোদ্ধা, আমি নিশ্চিত, উনি এই যুদ্ধ শেষে ফিরে আসবেই। আবারও আপনাদের সবাইকে হাসাবেন এবং এটি আমার আপনাদের সকলের কাছে প্রতিজ্ঞা। এত লোকের এত প্রার্থনা কোনও ভাবেই বৃথা যেতে পারে না। আমি সবার কাছে অনুরোধ করছি সবাই ওনার জন্য প্রার্থনা করে যাবেন।”

    চিকিৎসকেরা হাল ছেড়ে দিয়েছেন, এই কথা সত্যি কিনা তা তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, এটি মোটেও সত্যি নয়। তিনি বলেন, “আমি হাত জোড় করে সবাইকে বলছি দয়া করে ওনার স্বাস্থ্য নিয়ে মিথ্যে রটাবেন না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা। কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না। চিকিৎসকেরা সবরকমভাবে তাঁকে সারিয়ে তোলার চেষ্টা করছেন।“ কয়েকদিন আগেও রাজু শ্রীবাস্তবের পরিবারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে সমস্ত ভুয়ো খবর বন্ধ করার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু আবার এই ভুয়ো খবর ছড়াতেই এবারে বিরক্তি প্রকাশ করেছেন তিনি।

  • Super-Earth: মহাকাশে আরও এক পৃথিবী! অবিকল পৃথিবীর মতই ‘সুপার-আর্থ’ খুঁজে পেলেন নাসার বিজ্ঞানীরা

    Super-Earth: মহাকাশে আরও এক পৃথিবী! অবিকল পৃথিবীর মতই ‘সুপার-আর্থ’ খুঁজে পেলেন নাসার বিজ্ঞানীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এই মহাবিশ্বে আমরা কি একা? নাকি পৃথিবীর মত আরও গ্রহ আছে, যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। পৃথিবী ছাড়া আর কোনও গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। এভাবেই নাসা আরও এক পৃথিবীর (Exoplanet) সন্ধান দিল এই মহাবিশ্বে। এই পৃথিবীকে নাসার বিজ্ঞানীরা ‘সুপার-আর্থ’ (Super Earth) তকমা দিয়েছে। একইসঙ্গে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এই পৃথিবী আমাদের পৃথিবীর ভরের চার গুণ। আর আমাদের পৃথিবী থেকে মাত্র ৩৭ আলোকবর্ষ দূরে অবস্থান এই সুপার আর্থের।

    নাসা জানিয়েছে, নতুন যে পৃথিবী আবিষ্কার করেছে জ্যোতির্বিজ্ঞানীরা, তার নাম ‘রস ৫০৮বি’ (Ross 508b)। এই পৃথিবী এম টাইপ তারকার (M type Star) চারদিকে ঘুরছে। আর এই তারকাকে একবার পুরো ঘুরে আসতে সময় নেয় মাত্র ১০.৮ দিন। অর্থাৎ ১১ দিনের থেকেও কম। পৃথিবীর মতই এই গ্রহ এম টাইপ তারকাকে ঘিরে ঘুরে চলেছে। ফলে এই নতুন বিশ্বে ১১ দিনের কম সময়েই এক বছর হয়। সুপার আর্থ যে তারকাকে বা বামন গ্রহকে প্রদক্ষিণ করছে তা সূর্যের থেকে অনেক বেশি লাল, ঠান্ডা, ম্লান এবং আকারেও ছোট।

    ৫০৮বি নামের সুপার আর্থটি ৮.২ মিটারের সুবারু টেলিস্কোপে দ্বারা আবিষ্কার করা হয়েছে। এই টেলিস্কোপটি হাওয়াইয়ের মাউনা কেয়া অবজারভেটরিতে অবস্থিত। এই সুপার আর্থের সন্ধান পাওয়ার পরে নাসা থেকেও ট্যুইট করে জানানো হয়েছে।

    [tw]


    [/tw]

    নাসা থেকে আরও জানানো হয়েছে যে, এই সুপার আর্থটি বসবাসের যোগ্য হতে পারে। কারণ এটি তারকাটির habitable zone  বা বসবাসযোগ্য এলাকায় আছে। কিন্তু এটি প্রদক্ষিণ করার সময়ে কিছু সময়ের জন্য তার  বাসযোগ্য অঞ্চলের ভেতরে থাকে। আবার কিছু সময়ের জন্য তার বাইরে চলে যায়। গবেষণা অনুসারে এক্সোপ্ল্যানেট তার নক্ষত্রকে এমন দূরত্বে প্রদক্ষিণ করে যা গ্রহের পৃষ্ঠে জল গঠনের অনুকূল। অর্থাৎ এই গ্রহের পরিবেশ জল তৈরি ও ধরে রাখার পক্ষে অনুকূল, ঠিক যেমন আমাদের পৃথিবীর অবস্থান। আবার ৫০৮বি এক্সোপ্ল্যানেটে পৃথিবীর মতই পাথুরে ভূখন্ড রয়েছে, যা প্রাণের অস্তিস্ব থাকার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তোলে। তবে, এখনও কিছুই প্রমাণ হয়নি, এই সুপার আর্থ আদেও বসবাসের যোগ্য কিনা। তাই এই নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা চালিয়ে যাচ্ছে।

     

     

  • Corbevax Booster Dose: কোভিশিল্ড-কোভ্যাক্সিনের পর বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে কর্বেভ্যাক্সও, অনুমোদন কেন্দ্রের

    Corbevax Booster Dose: কোভিশিল্ড-কোভ্যাক্সিনের পর বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে কর্বেভ্যাক্সও, অনুমোদন কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: বুস্টার ডোজ (Booster Dose) নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এতদিন কোভিডের টিকা হিসেবে কোভিশিল্ড (Covishield) ও কোভ্যাক্সিন (Covaxin) ব্যবহার করা হত। করোনা (Corona) প্রতিষেধক হিসেবে বুস্টার ডোজেও অনুমোদন পেয়েছিল কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। এবার কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের সঙ্গে অনুমোদন পেল কর্বেভ্যাক্সও (Corbevax)। দেশে এই প্রথম বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা হবে কর্বেভ্যাক্সকে। এই টিকা এতদিন প্রাথমিক ডোজ হিসেবে ব্যবহৃত হত। এই প্রথমবার যে, করোনা প্রতিরোধে ব্যবহৃত প্রথম ভ্যাকসিন থেকে অন্য ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে।

    কেন্দ্রের স্বাস্থ্য দফতর থেকে কর্বেভ্যাক্সকে এই ছাড়পত্র দেওয়া হয়েছে। ১৮ বছরের বেশি বয়সিদের জন্য প্রফিল্যাকটিক ডোজ হিসেবে বায়োলজিক্যাল ই কর্বেভ্যাক্স (Biological E’s Corbevax) ব্যবহার করা যাবে। অর্থাৎ যেসব ব্যক্তিরা কোভিড ভ্যাক্সিনে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন দুটি ডোজ নিয়েছেন তারা এখন থেকে তৃতীয় ডোজে কর্বেভ্যাক্স নিতে পারবেন।

    আরও পড়ুন: ভয় ধরাচ্ছে করোনা, দেশে একদিনে আক্রান্ত ১৬,০৪৭ জন, মৃত্যু ৫৪ জনের

    জাতীয় প্রযুক্তিগত উপদেষ্টা গ্রুপের (NTAGI) সুপারিশ মেনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্তে বলা হয়েছে, ১৮ বছরের বেশি বয়সিদের জন্য কোভিশিল্ড বা কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ নেওয়ার তারিখ থেকে ছয় মাস বা ২৬ সপ্তাহ শেষ হওয়ার পর কর্বেভ্যাক্স সতর্কতামূলক ডোজ হিসেবে নেওয়া যাবে।

    সূত্রের খবর, এই কর্বেভ্যাক্স হল ভারতের প্রথম দেশীয়ভাবে তৈরি আরবিডি প্রোটিন সাবুনিট ভ্যাকসিন যা ১২ থেকে ১৪ বছর বয়সি শিশুদের টিকা দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে। ২০ জুলাইয়ে অনুষ্ঠিত একটি বৈঠকে কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপ একটি ডাবল ব্লাইন্ড ব়্যান্ডমাইজড ফেজ-৩ ক্লিনিক্যাল স্টাডি থেকে তথ্য নিয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়েছে যে, করোনার সতর্কতামূলক বুস্টার ডোজ হিসেবে এই কর্বেভ্যাক্স মানব শরীরে ইমিউনিটি গড়ে তুলতে পারছে। এমনকি অ্যান্টিবডি গঠনেও সাহায্য করছে। ১৮ থেকে ৮০ বছর বয়সি স্বেচ্ছাসেবক যাঁরা আগে কোভিশিল্ড বা কোভ্যাক্সিন ডোজ পেয়েছিলেন, তাঁদের শরীর এই টিকা প্রয়োগ করে দেখা হয়, এর ফলে তাদের শরীরে ইতিবাচক প্রভাব পড়েছে। ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল (Drugs Controller General of India) বা ডিজিসিআই কর্বেভ্যাক্সকে ১৮ বছরের বেশি বয়সিদের জন্য প্রফিল্যাকটিক ডোজ হিসেবে অনুমোদন দিয়েছে। উল্লেখ্য ১০ এপ্রিল থেকে ১৮ বছরের বেশি বয়সিদের কোভিড ১৯ টিকার প্রফিল্যাকটিক ডোজ বা বুস্টার ডোজ দেওয়া শুরু হয়।

     

     

  • Sanu Sherpa: দু’বার করে ৮ হাজার মিটার উচ্চতাবিশিষ্ট ১৪টি পর্বতশৃঙ্গ জয়! বিশ্বরেকর্ড গড়লেন সানু শেরপা

    Sanu Sherpa: দু’বার করে ৮ হাজার মিটার উচ্চতাবিশিষ্ট ১৪টি পর্বতশৃঙ্গ জয়! বিশ্বরেকর্ড গড়লেন সানু শেরপা

    মাধ্যম নিউজ ডেস্ক: পর্বতারোহণে বিশ্ব রেকর্ড গড়লেন নেপালের পর্বতারোহী সানু শেরপা (Sanu Sherpa)। ৪৭ বছর বয়সী এই নেপালি পর্বতারোহী প্রথম ব্যক্তি, যিনি বিশ্বের ৮ হাজার মিটার উচ্চতার ১৪টি শৃঙ্গ দুবার করে জয় করেছেন। এরমধ্যে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন সাতবার। বিশ্বে তিনিই প্রথম যিনি এই রেকর্ড গড়ে তুললেন। ১৪ টি শৃঙ্গ একবার নয় দুবার করে জয় করায় ইতিহাসে তিনি তাঁর নাম লিখিয়েছেন।

    [insta]https://www.instagram.com/p/Cc-kL7tJvnU/?utm_source=ig_web_copy_link[/insta]

    আরও পড়ুন: ভাঙলেন নিজের জাতীয় রেকর্ড! ডায়মন্ড লিগে দ্বিতীয় নীরজ

    পর্বত জয় করে দেশে ফেরার পর কাঠমাণ্ডুর ত্রিভুবন বিমানবন্দরে (Tribhuvan International Airport) গতকাল তাঁকে স্বাগত জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন নেপালের পর্যটন মন্ত্রী। পর্বতারোহণের সব রেকর্ড (Mountaineering World Record) যেন ভেঙেচুরে দিলেন নেপালের এই ব্যক্তি সানু শেরপা। বিশ্বের সবকটি আট হাজার উচ্চতা বিশিষ্ট শৃঙ্গ অন্তত দু’বার করে আরোহণ করে জয় করেছেন তিনি।

    আরও পড়ুন: বিশ্ব উষ্ণায়নে গলছে হিমবাহ, জায়গা বদল হচ্ছে এভারেস্ট বেস ক্যাম্পের?

    সানু শেরপা পাকিস্তানের কারাকোরামের গ্যাসারব্রাম-২ পর্বতশৃঙ্গ (Gasherbrum-II peak in Pakistan’s Karakoram Mountain range) জয় করেন, যেটির উচ্চতা ৮ হাজার ৩৫ মিটার। এটি তিনি দুবার জয় করেছেন। এর আগে ২০১৯ সালে এটি জয় করেছিলেন। এই আরোহণের সঙ্গে সঙ্গেই গড়ে ওঠে এক নতুন রেকর্ড। সানু শেরপা সাতবার মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছেন। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গের উচ্চতা ৮ হাজার ৮৪৯ মিটার। এছাড়া তিনবার করে লোৎসে এবং মানাসলুতে উঠেছেন।

    [insta]https://www.instagram.com/p/CdfHEegMH7-/?utm_source=ig_web_copy_link[/insta] 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share