Author: নিমাই দে

  • Chinese Smartphones: ফের চিনের বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের, ১২ হাজারের কম দামের চিনা স্মার্টফোন নিষিদ্ধ হচ্ছে ভারতে

    Chinese Smartphones: ফের চিনের বিরুদ্ধে বড় পদক্ষেপ কেন্দ্রের, ১২ হাজারের কম দামের চিনা স্মার্টফোন নিষিদ্ধ হচ্ছে ভারতে

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের চিনের (China) বিরুদ্ধে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারত সরকার (Indian Government)। ভারতের বাজারে সস্তা স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে চিনা সংস্থাগুলি। তাই এবারে এতে লাগাম টানতে চলেছে মোদি সরকার। জানা গিয়েছে, চিনা সংস্থার তৈরি ১২ হাজার টাকার নীচে স্মার্টফোন বিক্রি করার উপরে নিষেধাজ্ঞা আনতে চলেছে সরকার। ভারতীয় বাজারে একাধিক চিনা সামগ্রী আগেই নিষিদ্ধ করা হয়েছে। তবে এবারে, স্মার্টফোনের ওপর নিষেধাজ্ঞার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ফলে চিনা স্মার্টফোন নিষিদ্ধ করা হলে সংস্থাগুলি বিপুলভাবে ক্ষতির সম্মুখীন হবে। কম দামের ফোনের কথা উঠলেই ক্রেতারা চিনা সংস্থার ফোনগুলিকেই বেছে নেয়। ফলে ভারতীয় সংস্থাগুলি এই প্রতিযোগিতায় টিকতে পারে না। তাই তাদের চাপ কমানোর জন্যই এই বিষয়ে ভাবা হয়েছে, এমনটাই মনে করছে বিভিন্ন মহল।

    আরও পড়ুন: এবার আস্তিন গুটিয়ে চিনের পাল্টা মহড়ায় নামল তাইওয়ানও

    সাম্প্রতিক কয়েক বছরে ভারতের উপর ভর করেই রমরমা ব্যবসা করেছে চিনা সংস্থাগুলি। মার্কেট ট্র্যাকার কাউন্টারপয়েন্টের মতে, ভারতের বাজারে ১৫০ ডলারের অর্থাৎ ১২ হাজারের কম দামের স্মার্টফোনের বিপুল চাহিদা ও এর ক্রেতার সংখ্যাও প্রচুর। ২০২২-এর জুন পর্যন্ত ভারতের স্মার্টফোন বিক্রির মোট সংখ্যার এক-তৃতীয়াংশই এই বিভাগ থেকে হয়েছে। আর তার ৮০%-ই চিনা কোম্পানির ফোন। শাওমি, পোকো, রিয়েলমি-সহ বেশ কিছু চিনা সংস্থার ফোনগুলো ভারতের বাজারে জনপ্রিয়তা পেয়েছে। তাই এই সংস্থার ফোনের পরিবর্তে লাভা (Lava), মাইক্রোম্যাক্সের (Micromax) মতো ভারতীয় সংস্থার ফোনের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যেই এমন পদক্ষেপ। তবে সরকারের তরফে এখনও এই বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

    আরও পড়ুন: তাইওয়ানের ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থার শীর্ষ আধিকারিকের মৃত্যু, রহস্য

    প্রসঙ্গত, শাওমি, ওপ্পো এবং ভিভো-র মতো চিনা সংস্থাগুলির আর্থিক খাতাপত্র খতিয়ে দেখা হয়েছে। তাতে কর ফাঁকি এবং অর্থ পাচারের মতো অভিযোগও উঠে এসেছে। সরকার এর আগে Huawei Technologies Co. এবং ZTE Corp. টেলিকমের সরঞ্জাম নিষিদ্ধ করেছে। যদিও চাইনিজ নেটওয়ার্কিং গিয়ার নিষিদ্ধ করার এখনও পর্যন্ত কোনও সরকারি নীতি নেই। এর আগেও বিভিন্ন চিনা অ্যাপকে নিষিদ্ধ করেছে ভারত সরকার। স্বাধীনতার ৭৫ বছর উদযাপনে এটিও কেন্দ্রের বড়সড় পরিকল্পনা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে এখন এটাই দেখার যে সরকারের এই সিদ্ধান্তে ভারতীয় সংস্থাগুলির ভবিষ্যৎ উজ্জ্বল হয় কিনা ।

  • Telegram: টেলিগ্রামেও রয়েছে ‘সিডিউল মেসেজ’ ফিচার! জানুন কীভাবে মেসেজ সিডিউল করবেন …

    Telegram: টেলিগ্রামেও রয়েছে ‘সিডিউল মেসেজ’ ফিচার! জানুন কীভাবে মেসেজ সিডিউল করবেন …

    মাধ্যম নিউজ ডেস্ক: বর্তমানে যে দুটো মেসেজিং প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করা হয় সেগুলো হল হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম। হোয়াটসঅ্যাপের যেমন চাহিদা রয়েছে তেমনই রাশিয়ান অ্যাপ টেলিগ্রামেরও চাহিদা রয়েছে। তবে এই দুটো মেসেজিং অ্যাপেই কিছু না কিছু খামতি রয়েছে। যেমন হোয়াটসঅ্যাপে End to End Encryption থাকলেও টেলিগ্রামে সেই সুবিধা নেই। অন্যদিকে একাধিক গুরুত্বপূর্ণ ফিচার Telegram এ থাকলেও সেগুলি Whatsapp এ এখনও পর্যন্ত আপডেট হয়নি। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফিচার হল ‘সিডিউল মেসেজ’। অর্থাৎ কোনও ব্যক্তিকে একটি নির্দিষ্ট সময়ে মেসেজ করার ক্ষেত্রে আগের থেকে শিডিউল রাখা যায়। এরপর মেসেজ যে সময়ে সিডিউল করা হবে ঠিক সেই সময়েই সেন্ড হয়ে যাবে।

    আরও পড়ুন: গোপনে কেউ হোয়াটসঅ্য়াপ চ্যাটের স্ক্রিনশট নিচ্ছে? চিন্তা নেই, আসতে চলেছে নতুন ফিচার

    হোয়াটসঅ্যাপের সাহায্যে পেমেন্ট করা, মেসেজ রিঅ্যাকশন ফিচার, নিরাপত্তা ভিত্তিক বিভিন্ন ফিচার থাকলেও এখনও মেসেজ সিডিউলের কোনও অপশন আসেনি। অফিসের কাজে অনেক ক্ষেত্রেই কোনও মেসেজ টাইম স্পেসিফিক থাকে। নির্দিষ্ট সময়েই পাঠাতে হয়। কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে মনে করে রাখতে হয়। কারণ এই অ্যাপে টেলিগ্রামের মত সুবিধা নেই। তবে এই জনপ্রিয় ফিচারটি কিন্তু টেলিগ্রামে নতুন আসেনি। অনেকদিন ধরেই এই ফিচারটি অ্যাপে আছে যা অনেকের অজানা। এমনকি কীভাবে সিডিউল করতে হয় তাও হয়তো অনেকেই জানেন না। তাই আজ খুব সহজেই জেনে নিন কীভাবে মেসেজ সিডিউল করতে হয়-

    • টেলিগ্রাম অ্যাপ খুলুন। যাকে মেসেজ পাঠাতে চাইছেন তার টেক্সট উইন্ডোটি ওপেন করুন।
    • টেক্সটের জায়গায় আপনার মেসেজটি টাইপ করুন।  
    • এরপর Send অ্যারোর জায়গায় লং প্রেস করুন।
    • এরপর একটি Schedule Message বলে অপশন দেখা যাবে।
    • সেখানে ক্লিক করলেই অপশন আসবে কোন দিন এবং কোন সময় মেসেজটি পাঠাতে চাইছেন আপনি।
    • এরপর নিজের প্রয়োজন মতো টাইম ও ডেট সিলেক্ট করে দিন এবং একদম নিচে থাকা নীল বাটনটি প্রেস করুন।
    • এরপরেই আপনার মেসেজটি নির্দিষ্ট টাইমে সেন্ড হয়ে যাবে।
  • Taapsee Pannu in Kolkata: ‘দোবারা’ মুক্তির দিনে কালীঘাটে পুজো, ছবির প্রচারে কলকাতায় তাপসী-পাভেল-একতা

    Taapsee Pannu in Kolkata: ‘দোবারা’ মুক্তির দিনে কালীঘাটে পুজো, ছবির প্রচারে কলকাতায় তাপসী-পাভেল-একতা

    মাধ্যম নিউজ ডেস্ক: মহানগরীতে তাপসী পান্নু (Taapsee Pannu)। ১৯ অগাস্ট অর্থাৎ গতকাল মুক্তি পেয়েছে অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘দোবারা'(Dobaaraa)। নতুন ছবি দোবারা -র প্রচারে বৃহস্পতিবার কলকাতায় এসেছেন তাপসী। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবি ট্রেলার। সেখানে রহস্য, ভয় যেন একত্রে  মিলেমিশে গিয়েছে আর সঙ্গে রয়েছে কল্পবিজ্ঞানের ছোঁয়াও। এদিন ছবির প্রচারে তাপসী ছাড়াও উপস্থিত ছিলেন একতা কাপুর (Ektaa Kapoor) ও পাভেল গুলাটি (Pavail Gulati)। ছবিটি পরিচালনা করেছেন অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)। ছবির প্রযোজকদের মধ্যে অন্যতম একতা কাপুর (Ektaa Kapoor)।

    আরও পড়ুন: ২৩ তম কার্গিল বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধার্ঘ্য বলিউড তারকাদের

    কলকাতায় তাপসী-পাভেল-একতাকে অভ্যর্থনা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। গতকাল কলকাতাতেই আয়োজন করা হয়েছিল একটি স্পেশাল স্ক্রিনিংয়ের। সেখানে হাজির ছিলেন টলিউডের ইন্ডাস্ট্রির অনেককেই দেখা গিয়েছিল। এদিন স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন অনুরাগ কাশ্যপ, ঋতুপর্না সেনগুপ্ত, ঋতাভরী চক্রবর্তী, পরমব্রত প্রমুখ অভিনেতা-অভিনেত্রী।  কলকাতা ছাড়াও মুম্বই, চেন্নাই ও দিল্লি তে প্রচারে গিয়েছিল টিম ‘দোবারা’। এছাড়া আন্তর্জাতিক স্তরেও এই ছবিটির অনেক প্রশংসা করা হয়েছে। বিভিন্ন ফিল্ম ফেস্টিবেল যেমন- মেলবর্নের ফিল্ম ফেস্টিবেল (Film Festival of Melbourne), লন্ডনের ফিল্ম ফেস্টিবেল (the London film festival)-এ এই ছবিটির সুনাম করা হয়েছে। এবারে তাই কলকাতায় পৌঁছে গিয়েছে দোবারা-র টিম।

    আরও পড়ুন: ‘লজ্জাজনক ঘটনা’, কাশ্মীরি পণ্ডিত হত্যার নিন্দায় সরব অনুপম খের

    তাপসীকে শুধু সিনেমা প্রচারেই দেখা যায়নি। গতকাল অর্থাৎ শুক্রবার জন্মাষ্টমীর সকালে কালীঘাটের মন্দিরে পুজো দিলেন তাপসী পান্নু। তাপসীর সঙ্গে ছিলেন সহ অভিনেতা পাভেল গুলাটিও। কালীঘাটে মা কালীর আশীর্বাদ নিয়েই তাঁরা তাঁদের ছবি মুক্তির দিন শুরু করে। এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ মন্দিরে প্রবেশ করেন তাঁরা। পুজো দেওয়ার পাশাপাশি আরতিও দেখেন তাঁরা। এরপর সকাল ৮টার মধ্যেই তাপসী এবং পাভেল মন্দির ছেড়ে বেরিয়ে যান। প্রসঙ্গত, কিছু দিন আগেই সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘সাবাশ মিথু’র প্রচারে কলকাতায় এসেছিলেন নায়িকা। এই কয়েক মাসের মধ্যে দু’বার কলকাতা সফর করলেন তিনি। তবে এবারে কালীঘাটে পুজো দিয়েই এবারের যাত্রা শুরু করলেন।    

     

  • Dog Funeral: অতুলনীয় ভালোবাসা! চোখের জলে ‘রাজকীয়’ বিদায় প্রিয় পোষ্য কুকুর অঞ্জলির, ভিডিও ভাইরাল

    Dog Funeral: অতুলনীয় ভালোবাসা! চোখের জলে ‘রাজকীয়’ বিদায় প্রিয় পোষ্য কুকুর অঞ্জলির, ভিডিও ভাইরাল

    মাধ্যম নিউজ ডেস্ক : পোষ্যের প্রতি এক অপার ভালোবাসার সাক্ষী থাকল গোটা দেশবাসী। পোষ্যদের মধ্যে কুকুরকেই সবচেয়ে বেশি বিশ্বাসী বলে মনে করা হয়। কুকুরের সঙ্গে মানুষের নানান ভিডিও ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। তবে এবারের ভাইরাল ভিডিওটিতে মানুষের সঙ্গে কুকুরের স্বার্থহীন ভালোবাসাকে দেখা গিয়েছে। যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে। তবে কী এমন আছে এই ভিডিওতে? দেখা গিয়েছে, এক পরিবারের পোষ্য কুকুরের হঠাৎ মৃত্যুতে শোকে ভেঙে পড়েছে সেই পরিবার। তাই সেই মৃত কুকুরের অন্তিম যাত্রায় কোনও খামতি না রেখে ধুমধাম করে ফুল দিয়ে সাজিয়ে, ড্রাম, বাজনা বাজিয়ে, আতসবাজি ফাটিয়ে তার শেষকৃত্য পালন করেছে। আর এই ভিডিও সামনে আসতেই ঝড়ের বেগে ভাইরাল হতে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

    [tw]


    [/tw]

    ঘটনাটি ওড়িশার (Odisha) পারলেখমুন্ডি(Paralakhemundi)। পোষ্য কুকুরটির নাম অঞ্জলি। প্রায় ১৭ বছর ধরে পরিবারের সঙ্গে থেকে অঞ্জলি হয়ে উঠেছিল বাড়িরই সদস্য। এমন অবস্থায় কুকুরটির হঠাৎ মৃত্যু হলে টুন্নু গৌদা নামের ব্যক্তির পরিবারে শোকের ছায়া নেমে পড়ে। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। অঞ্জলিকে শুধুমাত্র পরিবারের সদস্যই মনে করত না, তাকে Lucky-Charm বলে মনে করত। কারণ তার মালিক টুন্নু গৌদা বলেছেন “সে গত ১৬ বছর ধরে আমার সাথে ছিল। অঞ্জলি আমার বাড়িতে আসার আগে আমি বেশ কিছু সমস্যায় ভুগছিলাম। তাকে আনার পরে, সবকিছু বদলে গেছে, এবং আমি কখনই কোনও আর্থিক সমস্যার সম্মুখীন হইনি।“

    পোষ্যের মৃত্যু সকলের কাছেই হৃদয়বিদারক ঘটনা। তাই তো টুন্নু গৌদা মানুষের মতই অঞ্জলির মৃতদেহকেও ফুল দিয়ে সাজিয়ে গাড়িতে করে নিয়ে যায় ও আতসবাজি ফাটিয়ে, বাজনা বাজিয়ে শোভাযাত্রার আয়োজন করেন। শুধু তাই নয়, সনাতন হিন্দু রীতি অনুযায়ী তার শেষকৃত্যও সম্পন্ন করেছে এই পরিবার। গৌদা পরিবারের এদিন সকলকেই কান্না ভেজা চোখে বিদায় জানাতে দেখা গিয়েছে। অন্য পশুপ্রেমীদেরও এদিন এই শেষযাত্রায় অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। মানুষ ও পোষ্যের এমন নিঃস্বার্থ ভালোবাসা দেখে সকলে আবেগে ভেসেছে।

  • Jagdeep Dhankhar: কৃষক-পুত্র জগদীপ ধনখড়কে শুভেচ্ছা নরেন্দ্র মোদি সহ অন্যান্য নেতা-নেত্রীদের

    Jagdeep Dhankhar: কৃষক-পুত্র জগদীপ ধনখড়কে শুভেচ্ছা নরেন্দ্র মোদি সহ অন্যান্য নেতা-নেত্রীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং এনডিএ মনোনীত প্রার্থী জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সদ্যনির্বাচিত উপরাষ্ট্রপতি জগদীপ ধনগড়ের জয়ের পরেই শুভেচ্ছা বার্তা জানান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা। তিনি ভারতের ১৪তম উপরাষ্ট্রপতি (Vice President) নির্বাচিত হলেন। ধনখড় পেয়েছেন ৫২৮টি ভোট যা মোট ভোটের ৭০ শতাংশ। শনিবার তিনি ইউপিএ প্রার্থী মার্গারেট আলভাকে হারিয়ে জয়ী হয়েছেন। এদিন বিকেলে ফল ঘোষণার পর থেকেই শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নায়ডু (M Venkaiah Naidu), কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী (Sonia Gandhi), দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (rahul Gandhi)-সহ বহু নেতানেত্রী।

    রাষ্ট্রপতি দৌপদী মুর্মু (Draupadi Murmu) টুইট করে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    [tw]


    [/tw]

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন ও তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান। মোদি টুইট করে বলেছেন, “আমি সেই সমস্ত সাংসদদের ধন্যবাদ জানাই যাঁরা শ্রী জগদীপ ধনখড়কে ভোট দিয়েছেন ৷  যখন ভারত আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে, তখন আমরা একজন কৃষক পুত্রকে উপরাষ্ট্রপতি হিসাবে পেয়ে গর্বিত।“

    [tw]


    [/tw]

    বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা টুইট করে লিখেছেন যে, একজন কৃষক পুত্রকে উপ-রাষ্ট্রপতি হিসেবে পেয়ে দেশ গর্বিত।

    [tw]


    [/tw]

    জগদীপ ধনখড়কে শুভেচ্ছা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট করেন, “আমি নিশ্চিত যে উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে ধনখড়জি সংবিধানের একজন আদর্শ অভিভাবক হিসেবে প্রমাণিত হবেন। আমি তাঁকে এই বিজয়ের জন্য অভিনন্দন জানাই।“  

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: উপরাষ্ট্রপতি পদে জয়ী জগদীপ ধনখড়, জানেন তিনি কত ভোট পেলেন?

    কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, দলের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও এদিন জগদীপ ধনখড়কে অভিনন্দন জানিয়েছেন। রাহুল ধনকড়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আলভাকেও ধন্যবাদ জানিয়েছেন বিরোধী দলের হয়ে লড়াই করার জন্য।

    [tw]


    [/tw]

    দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    আবার বিরোধীদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী মার্গারেট আলভা (Margarate Alva) ধনখড়কে শুভেচ্ছা জানিয়েছেন এবং যারা তাঁকে নির্বাচনে ভোট  দিয়েছেন তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    এছাড়াও এদিন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন টুইটে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    [tw]


    [/tw]

     

  • Partha-Arpita: জেলে খাট পেলেন পার্থ! কেমন কাটছে পার্থ- অর্পিতার জেলের জীবন, জানেন কী?

    Partha-Arpita: জেলে খাট পেলেন পার্থ! কেমন কাটছে পার্থ- অর্পিতার জেলের জীবন, জানেন কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: অবশেষে ঘুমোনোর জন্য জেলে খাট পেলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শুক্রবার পার্থ – অর্পিতাকে (Arpita Mukherjee) ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। তারপর কেটে গেল দ্বিতীয় রাতও। প্রেসিডেন্সি জেলের ২ নম্বর সেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, তাঁর জন্য জেলে আনা হয়েছে খাট। জেলে প্রথম রাতে শোয়ার জন্য কম্বল দেওয়া হয়েছিল তাঁকে। কিন্তু তিনি মাটিতে অর্থাৎ মেঝেতে শুয়ে ঘুমোতে পারেননি। তাই তাঁকে খাট দেওয়ার জন্য বিশেষভাবে জানানো হয়েছিল। এরপরেই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে একটা খাট দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে। এত কিছু ঘটে যাওয়ার পরেও তাঁকে কীভাবে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

    আরও পড়ুন: ডাল-রুটি খেয়ে মেঝেয় কম্বল পেতে শুয়ে পড়লেন পার্থ, খাবার মুখেই তুললেন না অর্পিতা

    শুধু খাটই নয়, তাঁর জন্য রয়েছে খাবারের বিশেষ সুবিধাও। শুক্রবার রাতে তাঁর জন্যে খাবারের মধ্যে ছিল রুটি, ডাল, সবজি। শনিবার সকালে জলখাবারে খেয়েছেন মুড়ি, চা, বিস্কুট। আর দুপুরে খেয়েছেন ভাত, ডাল, মাছ, সবজি। তবে কেন তাঁকে খাট দিয়েছে, এই নিয়ে নানা প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সূত্রের খবরে জানা গিয়েছে, ভারী চেহারার কারণেই মেঝেতে বসা, শোওয়া তাঁর পক্ষে কষ্টকর। ফলে চিকিৎসকের পরামর্শে প্রাক্তন শিক্ষামন্ত্রীকে যেন একটা চেয়ার বা খাট দেওয়া হয়, এই নিয়ে আবেদন করা হয়। এরপর তাঁকে জেল কর্তৃপক্ষের তরফে খাট দেওয়া হয়। এমনকি জেল সূত্রে জানা গিয়েছে, সেলের শৌচাগারে ছিল কমোড। তাই মাটিতে বসতে না পারায় শুক্রবার রাতে সেই কমোডের উপরে বসেই কাটাতে হয় মন্ত্রীকে। এরপরেই গতাকাল তাঁকে খাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

    আরও পড়ুন: প্রাণনাশের আশঙ্কা রয়েছে অর্পিতার! কী বিশেষ নির্দেশ দিলেন বিচারক?

    অন্যদিকে অর্পিতাকে আলিপুর মহিলা সংশোধনাগারের ২ নম্বর ওয়ার্ডে রাখা হয়েছে। তাঁকে শুক্রবার সন্ধ্যে সাতটা নাগাদ জেলে আনা হয়েছে। আদালতের নির্দেশে তাঁকে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে। জেল সূত্রে জানা গিয়েছে, খুবই মনখারাপ করে বসে থাকছে অর্পিতা। মাঝে মাঝে কান্নাকাটিও করছে। অর্পিতার প্রাণহানির আশঙ্কা আছে বলে জানায় ইডি। তাই জেলের মধ্যেও তাঁর জন্য বিশেষ নিরাপত্তাকর্মীর ব্যবস্থা করা হয়েছে ও কোনও খাবার দেওয়ার আগেও সেটি চেক করে নেওয়া হচ্ছে।

     

  • J&K Terrorist Attack: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, শহিদ তিন জওয়ান, নিকেশ দুই জঙ্গি

    J&K Terrorist Attack: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, শহিদ তিন জওয়ান, নিকেশ দুই জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রক্তাক্ত ভূস্বর্গ। স্বাধীনতা দিবস কাছে আসতেই ফের জঙ্গি হামলা (Terrorists Attack) জম্মু কাশ্মীরে (Jammu kashmir)। বৃহস্পতিবার সকালে রাজৌরির (Rajouri) এলওসি-র (Loc) কাছে জঙ্গিদের হামলায় নিহত হয়েছেন তিন সেনা জওয়ান। আহত আরও তিন। সেনার পাল্টা গুলিতে খতম হয়েছে দুই জঙ্গিও।

    খবর সূত্রে জানা গিয়েছে, এদিন ভোরে রাজৌরির কাছে অবস্থিত পারগল (Pargal) এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ওই সেনা শিবিরের উপরে আত্মঘাতী হামলার চেষ্টা করে সন্ত্রাসবাদীরা। ডিরেক্টর জেনারেল মুকেশ সিং জানান, ওই জঙ্গিরা সেনা শিবিরে ঢোকার চেষ্টা করে। যদিও ক্যাম্পে ঢোকা মাত্রই দু-পক্ষের মধ্যে তুমুল গুলির সংঘর্ষ শুরু হয়। বেশ কিছুক্ষণ গুলির লড়াই চলে। ওই দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। অপরদিকে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে শহীদ হন তিন সেনা জওয়ানও। পুলিশ সূত্রে খবর, এই জঙ্গি হামলার পেছনে লস্কর-ই-তৈবা (Lashkar-E-Taiba) জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে। তাই আশঙ্কা করা হচ্ছে, নিহত জঙ্গিরা পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার সদস্য।

    আরও পড়ুন: অসমে জঙ্গিদের নতুন ছক! হাতিয়ার করা হয়েছে মাদ্রাসাগুলোকে, জানুন কীভাবে

    এখনও আশপাশে জঙ্গিদের তল্লাশি চলছে। জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছে সেনারা। মুকেশ সিং বলেছেন, নিরাপত্তা আধিকারিকরা এলাকাটি ঘেরাও করে রেখেছেন এবং ঘটনাস্থলে অতিরিক্ত টিম পাঠানো হয়েছে। উল্লেখ্য, প্রায় কয়েক বছর ধরেই রাজৌরি জেলা এবং জম্মু অঞ্চলের অন্যান্য অংশগুলিতে অত পরিমাণে সন্ত্রাসবাদীদের দেখা যায়নি। কিন্তু গত ছয় মাস ধরে সেখানে একাধিক সন্ত্রাসী ঘটনা ঘটেছে। ২০১৮ সালের পর এই প্রথম এত বড় জঙ্গি হামলা হল জম্মু কাশ্মীরে। এই একইভাবে ২০১৬ সালেও জম্মু কাশ্মীরের উরিতে সেনা ক্যাম্পে হামলা চালিয়েছিল জঙ্গিরা, যার ফলে ১৮ জন সেনা জওয়ান প্রাণ ত্যাগ করছিলেন।

    সম্প্রতি বিজেপির সংখ্যালঘু মোর্চার সোশ্যাল মিডিয়া ইনচার্জ তালিব হুসেন শাহকে গ্রেপ্তার করেছে জম্মু পুলিশ। কারণ পুলিশ অনুমান করেছে যে, সেখানে ঘটা বিভিন্ন হামলার পেছনে তার হাত রয়েছে। বিপুল পরিমাণে অস্ত্রও উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে।

    জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ টুইট করে লিখেছন, “রাজৌরিতে জঙ্গি হামলার পর তিনজন সৈন্যের মৃত্যুর কথা শুনে খুবই দুঃখিত। হামলার নিন্দা করছি ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। হামলায় আহত অফিসার ও জওয়ানদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

  • India-Srilanka: পিছিয়ে গেল চিনা জাহাজের শ্রীলঙ্কায় প্রবেশ, ভারতের অনুরোধে পাশে দাঁড়াল শ্রীলঙ্কা সরকার

    India-Srilanka: পিছিয়ে গেল চিনা জাহাজের শ্রীলঙ্কায় প্রবেশ, ভারতের অনুরোধে পাশে দাঁড়াল শ্রীলঙ্কা সরকার

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতিবেশ দেশ শ্রীলঙ্কার (Srilanka) বিপদের পাশে দাঁড়িয়েছিল ভারত (India)। কিন্তু এবারে শ্রীলঙ্কার জন্য ভারতকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। কারণ চিনের একটি সামরিক জাহাজ সম্প্রতি রওনা দিয়েছে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের উদ্দেশ্যে। আর এই জাহাজকে নিয়েই শুরু হয়েছিল জল্পনা। ফলে এই জাহাজ প্রবেশের সময় পিছিয়ে দিল শ্রীলঙ্কার নতুন সরকার রনিল বিক্রমসিংহে। আগামী সপ্তাহেই হাম্বানটোটা বন্দরে প্রবেশের কথা ছিল এই চিনা ‘গুপ্তচর জাহাজ’ ‘ইউয়ান ওয়াং-৫’-এর। অনুমান করা হয়েছে, ভারতের ওপর নজর রাখার জন্যই এই জাহাজটিকে শ্রীলঙ্কার বন্দরে রাখার চেষ্টা করা হচ্ছিল। তবে শ্রীলঙ্কার নতুন সরকার ভারতের কথা ভেবেই এই জাহাজ প্রবেশে কিছুসময়ের জন্য নিষেধ করেছেন।

    জানা গিয়েছে, শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রক কলম্বোর চিনা দূতাবাসকে জানিয়েছে যে পরবর্তী আলোচনা না হওয়া পর্যন্ত এই জাহাজ শ্রীলঙ্কার বন্দরে প্রবেশ করতে পারবে না। প্রসঙ্গত, ১২ জুলাই শ্রীলঙ্কার বিদেশ মন্ত্রক এই চিনা জাহাজ প্রবেশের অনুমতি দিয়েছিল। অর্থাৎ গোটাবায়া দেশ ছাড়ার আগেই তিনি এই অনুমতি দিয়ে গিয়েছিলেন। এর ফলে যে ভারতের নিরাপত্তা, সুরক্ষায় প্রশ্ন উঠবে তা জেনেও শ্রীলঙ্কা এতে রাজি হয়েছিল। এতে ভারতের নৌবাহিনীর ওপরেও বিপদ আসতে পারে জেনেও তারা এই চিনের কথা মেনে নিয়েছিল। এর ফলেই পরে ভারত শ্রীলঙ্কার এই পদক্ষেপের বিরোধিা করে ও পরে কলম্বো চিনকে জাহাজের প্রবেশের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

    আরও পড়ুন: ভারতের আর্থিক অবস্থা শ্রীলঙ্কা-পাকিস্তানের মতো হবে না, দৃঢ়বিশ্বাসী রঘুরাম রাজন

    শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া মুখপাত্র কর্নেল নলিন হেরাথ (Colonel Nalin Herath) জানিয়েছেন, চীন শ্রীলঙ্কাকে জানিয়েছে যে তারা ভারত মহাসাগরে নজরদারি ও নৌচলাচলের জন্য জাহাজটি পাঠাচ্ছে। এর ফলেই শ্রীলঙ্কার বন্দরে চিনের যুদ্ধজাহাজ আসা নিয়ে ভারত উদ্বেগে রয়েছে। আর ভারত মহাসাগরে ঢুকে শ্রীলঙ্কার কাছাকাছি এলেই চিনা জাহাজ ভারতীয় নৌসেনাদের ওপর নজরদারি চালাতে পারবে বলেই ভারত এই অবস্থায় চিন্তায় রয়েছেন।

    এর আগেও ২০১৪ সালে দু’টি চিনা ডুবোজাহাজের হাম্বানটোটা বন্দরে প্রবেশ করায় আপত্তি করা হয়েছিল নয়াদিল্লির তরফে। সেই সময়ও ভারতীয় নৌ-সেনা সীমান্ত সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল। কিন্তু এবারে আবারও জাহাজ প্রবেশের কথা উঠলে অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলম্বো। আর ভারত যেখানে শ্রীলঙ্কার বিপদে পাশে ছিল তেমনি এবার ভারতের অনুরোধে সাড়া দিয়েই শ্রীলঙ্কার এমন পদক্ষেপ বলে মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।

    আরও পড়ুন: রনিল বিক্রমাসিংহেকে ‘চিঠি’ দিয়ে শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

     

  • Untraceable Monuments: আচমকাই উধাও দেশের ২৪ টি স্মৃতিসৌধ! এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি

    Untraceable Monuments: আচমকাই উধাও দেশের ২৪ টি স্মৃতিসৌধ! এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি

    মাধ্যম নিউজ ডেস্ক: অবিশ্বাস্য! দেশের ২৪ টি স্মৃতিসৌধ আচমকাই উধাও! বর্তমানে এই সৌধগুলির কোনও খোঁজ নেই বলে জানাচ্ছে খোদ কেন্দ্র সরকার। সংসদে এক প্রশ্নের উত্তরে এই তথ্য জানান কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি (Union Culture Minister G Kishan Reddy)। ওই সৌধগুলির কাঠামো ও সৌধ সংলগ্ন এলাকা- কোনও কিছুরই খোঁজ নেই বলে জানিয়েছেন মন্ত্রী। দেশে সংরক্ষিত স্মৃতিসৌধের বিভিন্ন তথ্য দিতে গিয়ে এমনটাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী।

    আরও পড়ুন: মন্দির থেকে নিলামঘরে! ৫০ বছর আগে চুরি যাওয়া দেবীমূর্তির খোঁজ মিলল নিউইয়র্কে

    তিনি এদিন জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে ১৯টি রাজ্যে কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত সৌধগুলির সংলগ্ন জায়গা থেকে মোট ২১০ টি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯১ টি চুরি হওয়া বস্তুও উদ্ধার করা হয়েছে। আরও একজনের প্রশ্নের উত্তরে তিনি জানান, বিগত আট বছরে ৮৪৭৮টি গ্রামে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ সার্ভে করে ২৯১৪টি গ্রাম থেকে প্রাচীন ধ্বংসাবশেষ উদ্ধার করেছে। এছাড়াও এএসআই নিয়মিত ভাবে গ্রামে গ্রামে গিয়ে সার্ভে করে বিভিন্ন ধ্বংসাবশেষের সন্ধান চালায়। ASI দ্বারা সুরক্ষিত ভারতে মোট ৩৬৯৩টি ঐতিহ্যবাহী স্থান রয়েছে, যার মধ্যে ৭৪৩টি উত্তর প্রদেশেই রয়েছে। এইসবের তথ্য দিতে গিয়েই এক প্রশ্নের উত্তরে তিনি জানান, দেশে নিখোঁজ স্মৃতিস্তম্ভের সংখ্যা ২৪টি।

    আরও পড়ুন: তাজমহলের বন্ধ ঘরে আছে বহু হিন্দু দেবদেবীর মূর্তি? আদালতে তালা খোলার আবেদন

    তিনি আরও জানান, ৮৪৭৮টি গ্রামের মধ্যে পাজ্ঞাবে ও কর্ণাটকে সবচেয়ে বেশি সন্ধান চালানো হয়েছে এবং যথাক্রমে ১৩০ ও ৮৬০টি প্রাচীন ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। আবার উত্তরপ্রদেশ থেকেও ১৪৪টি মন্দির সহ ৭৪৩টি স্মৃতিসৌধের সংরক্ষণের কাজ করছে এএসআই। দেশে মোট টিকিটযুক্ত এবং টিকিটবিহীন স্মৃতিসৌধের সংখ্যা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৫৮-এর অধীনে প্রাচীন স্মৃতিসৌধ এবং প্রত্নতাত্ত্বিক স্থান ও ধ্বংসাবশেষ (এএমএএসআর) আইন অনুসারে,  মোট ৩৬৯৩ টি স্মৃতিসৌধ রয়েছে, যেগুলোকে জাতীয় গুরুত্ব হিসেবে ঘোষণা করা হয়েছে। এগুলোর মধ্যে মাত্র ১৪৩টি জায়গায় প্রবেশের জন্য টাকা নেওয়া হয়। সুতরাং স্মৃতিসৌধগুলোকে সংরক্ষণ করার জন্য কেন্দ্র থেকে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে ও নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত জানিয়েছেন জি কিষাণ রেড্ডি। হারিয়ে যাওয়া প্রাচীন ধ্বংসাবশেষ সন্ধানের প্রক্রিয়া ভবিষ্যতেও বহাল থাকবে তা জানিয়েছেনে তিনি।

     

  • Baba Ramdev: অ্যালোপ্যাথি নিয়ে মন্তব্য, রামদেবকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

    Baba Ramdev: অ্যালোপ্যাথি নিয়ে মন্তব্য, রামদেবকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: পতঞ্জলি সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে রামদেব বাবা অ্যালোপ্যাথি ও করোনা ভ্যাকসিন নিয়ে একটি মন্তব্য করে বসেন। আর একে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ফলে এর জল গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই মন্তব্যের জেরে বাবা রামদেবের বিষয়ে কেন্দ্রীয় সরকার ও পতঞ্জলী কর্তৃপক্ষের কাছে একটি নোটিসও পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের মুখ্য বিচারপতি এনভি রমনা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছেন।

    অ্যালোপ্যাথি ওষুধ, চিকিৎসক এবং কোভিড টিকা নিয়ে নিন্দা করে বিজ্ঞাপনে প্রচার চালানো হচ্ছে এই অভিযোগে সুপ্রিম কোর্টে আবেদন করে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। তার শুনানিতেই যোগগুরুকে ভর্ৎসনা করলেন মুখ্য বিচারপতি। আইএমএ-র আবেদনের ভিত্তিতে কেন্দ্রের কাছে জবাব চেয়ে নোটিসও জারি করেছেন তিনি।

    আরও পড়ুন: অসাংবিধানিক! ১৯৮৮ সালের বেনামি লেনদেন আইনের একটি ধারা বাতিল করল সুপ্রিম কোর্ট

    মুখ্য বিচারপতি এনভি রমনা বলেন, ‘বাবা রামদেব কেন অ্যালোপ্যাথি নিয়ে অভিযোগ করছেন? তিনি যোগাকে জনপ্রিয় করেছেন, কিন্তু তাঁর অন্য সিস্টেমের সমালোচনা করা উচিত না। তিনি যা অনুসরণ করেন তা যে সব কিছু সারিয়ে দেবে তার কী গ্যারান্টি আছে?’ তিনি আরও বলেন ‘কীভাবে তিনি ডাক্তারদের দোষী বলতে পারেন? তিনি কখনওই অন্য ডাক্তার ও অন্য চিকিৎসার পদ্ধতিকে নিন্দা করতে পারেন না। এইসব মন্তব্য করা থেকে তিনি দূরে থাকুন তাই ভালো হবে।‘

    আইএমএ-এর তরফে জানানো হয়েছে, কোভিডের দ্বিতীয় ঢেউ-এর সময় তিনি অ্যালোপ্যাথি নিয়ে কিছু মন্তব্য করছিলেন। সেই সময়েই আইএমএ মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। তিনি এও বলেছিলেন, ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরেও দেশে অনেক জন মারা গিয়েছেন। আবারও বিজ্ঞাপনের জন্য তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে আইএমএ।

    প্রসঙ্গত, অন্যদিকে এই মাসের শুরুতে, দিল্লি হাইকোর্ট, বাবা রামদেবের পতঞ্জলি ‘করোনিল’ সম্পর্কিত একটি আবেদনের শুনানি করার সময় অ্যালোপ্যাথির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক মন্তব্য করার থেকে বিরত থাকতে বলেন। এই মামলার পরের শুনানি হবে সেপ্টেম্বরে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share