Author: নিমাই দে

  • Most Expensive Home: ‘বিশ্বের সবচেয়ে দামি’ বাড়িতে থাকেন সৌদি যুবরাজ! এর দাম জানেন?

    Most Expensive Home: ‘বিশ্বের সবচেয়ে দামি’ বাড়িতে থাকেন সৌদি যুবরাজ! এর দাম জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের সবচেয়ে দামি বাড়ি কোনটি আপনি কি জানেন? বা তার দাম কত ও কোথায় আছে সেই বাড়ি, কে ই বা থাকেন সেই বাড়িতে? তবে আজ তারই খোঁজ দিতে চলেছি যার দাম শুনলে আকাশ থেকে পড়বেন। বিশ্বের সবচেয়ে দামি বাড়িটি এই দেশে নয় ফ্রান্সে অবস্থিত। আর খবরসূত্রে জানা গিয়েছে, বাড়িটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের। সম্প্রতি তিনি ইউরোপ সফরে বেরিয়েছেন। বৃহস্পতিবার ফ্রান্সে গিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (Mohammed bin Salman)। এদিন তিনি সন্ধ্যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর (Emmanuel Macron) সঙ্গে তাঁর বাসভবন এলিজি প্যালেসে বৈঠক করেন। ফ্রান্স সফরে গিয়ে তিনি নিজ মালিকানাধীন বিশ্বের সবচেয়ে দামি প্রাসাদ ‘শাত্যো লুই ১৪’-এ (Chateau Louis XIV) উঠেছেন। প্রাসাদটি ২০১৫ সালে তিনি ৩০১ মিলিয়ন ডলারে কিনেছিলেন। ৭,০০০ বর্গমিটারের এই সম্পত্তিটি ফ্রান্সের রাজধানী প্যারিসের (Paris) লুভেসিয়েনসে (Louveciennes) অবস্থিত। মোট ৫৭ একর জায়গার ওপর তৈরি এই বাড়ি। ‘ফরচুন’ নামক ম্যাগাজিনটি এই শাত্যো লুই ১৪ প্রাসাদটিকে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি বলে উল্লেখ করেছেন।

    কোগমেডের ওয়েবসাইট (Cogemad’s website) অনুসারে, এই প্রাসাদের ডিজাইনটি সপ্তদশ শতকের প্রাসাদগুলোর ডিজাইনের অনুকরণেই এই প্রাসাদটির নকশা তৈরি করা হয়েছে। প্রাসাদটির নির্মাতা ছিলেন খাশোগির তুতো ভাই ইমাদ খাশোগি (Emad Khashoggi)। ফ্রান্সে অভিজাত নির্মাণকাজের ব্যবসা রয়েছে তাঁর। এই প্রাসাদের মাঠে লুইস ১৪ -এর একটি মার্বেলের মূর্তি তৈরি করা আছে। তাছাড়াও এই বিশাল প্রাসাদে ১০টি বেডরুম সুইট, লাইব্রেরি, রিসেপশন রুম রয়েছে। আর কি না নেই।

    এই বিলাসবহুল প্রাসাদে বিশাল অ্যাকুইরিয়াম, সিনেমা হল, সোনায় বাঁধানো ফোঁয়ারা রয়েছে। এতে একটি নাইট ক্লাব রয়েছে। এছাড়াও সাদা চামড়ার মোড়া সোফা সহ একটি কাঁচের চেম্বারও রয়েছে প্রাসাদে যা অনেকটা বিশালাকৃতির অ্যাকুইরিয়ামের মত দেখতে ৷ প্রাসাদের ভেতরে ওয়াইন সেলার রয়েছে। রয়েছে গোলকধাধাও।

    নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, প্রাসাদের সোনায় বাঁধানো ফোয়ারাটির সঙ্গে সাউন্ড সিস্টেম, লাইট যুক্ত করা আছে যা আইফোনের সাহায্যে কন্ট্রেল করা যায়। প্রাসাদের দরজাগুলি প্রতিটিই সোনায় মোড়া। গোটা প্রাসাদ জুড়েই বহুমূল্য শিল্পকর্ম ছড়িয়ে রয়েছে। তবে এই প্রাসাদটি সৌদি যুবরাজ কার থেকে কিনেছিলেন তা এখনও জানা যায়নি।

  • Gmail New Feature: এবারে মেসেজ, ভিডিও কল করা যাবে জিমেলে! গুগল নিয়ে এল নতুন ফিচার

    Gmail New Feature: এবারে মেসেজ, ভিডিও কল করা যাবে জিমেলে! গুগল নিয়ে এল নতুন ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: হোয়াটসঅ্যাপের (WhatsApp) পর এবারে নতুন বৈশিষ্ট্য আসতে চলেছে জিমেলে (Gmail)। এতদিন পর্যন্ত গুগল তেমন কোনও নতুন আপডেট আনেনি জিমেলের জন্য। তবে এবারে একাধিক নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে হাজির হয়েছে গুগল। এবারে পুরো চেহারাই বদলে নতুন রূপ দেওয়া হবে গুগল-এর অত্যন্ত জনপ্রিয় এই ইমেল সার্ভিস জিমেলকে। পুরো জিমেল-এর ওয়েবসাইট কে রিডিজাইন করা হবে বলে জানিয়েছে গুগল। আর তাছাড়াও এবার থেকে জিমেলেই আপনি কাউকে মেসেজ করা থেকে শুরু করে ভিডিও কল ইত্যাদি করতে পারবেন। জিমেলকে আরও বেশি আকর্ষণীয় করতে চলেছে গুগল।

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    এরপর থেকে জিমেলেই চলে আসবে গুগল চ্যাট (Google Chat), গুগল মিট (Google Meet) এবং গুগল স্পেস (Google Space)। জিমেল উইন্ডোতেই এই তিনটি সার্ভিস দেখতে পাবেন ইউজাররা। এমনকি গুগল মিটে আর লিঙ্কেরও প্রয়োজন হবে না। গুগল-এর পক্ষ থেকে এদিন জানানো হয়েছে যে, চলতি বছরেই এই নতুন ইন্টারফেসে জিমেল ব্যবহার করতে পারবে ইউজাররা। আবার এতে ‘Material U’ -এর ডিজাইনের বৈশিষ্ট্যটি লঞ্চ করতে চলেছে। যেখানে নতুন বাটান, নতুন রং ব্যবহার করা হবে। এই ফিচারগুলো লঞ্চ করলে ইউজাররা খুব সহজেই শুধুমাত্র গুগল জিমেল থেকেই মেসেজ, ভিডিও কল, গ্রুপ কল করতে পারবেন। জিমেলেই একটি অপশন থাকবে যেখান থেকে আপনি চ্যাট ফিচারটি অন করলেই পাশে একটি প্যানেল চলে আসবে যেখানে চ্যাট, ভিডিও কল করার অপশন দেখাবে।

    আরও পড়ুন: গুগলের নয়া পলিসিতে বাড়বে সুরক্ষা, ফের প্লে স্টোরে যুক্ত করা হবে ‘অ্যাপ পারমিশন’

    তবে এমনটা হতেই পারে যে, জিমেলের নতুন ফিচার, ডিজাইন পছন্দ হয়নি। তবে চিন্তার কোনও কারণ নেই। কারণ আপনারা সহজেই আগের জিমেলে সুইচ করতে পারবেন। এক্ষেত্রে সেটিংসে গিয়ে সুইচ করতে হবে। এছাড়াও ট্যাবলেটে জিমেল ব্যবহার আরও মজাদার করার জন্য গুগল আরও নতুন ফিচারের ওপর কাজ করছে। খুব শীঘ্রই এই ফিচারগুলো সমস্ত ইউজাররা ব্যবহার করতে পারবে।

  • Brine Pool: লোহিত সাগরের তলদেশে ‘ব্রাইন পুল’! যেখানে গেলেই মৃত্যু নিশ্চিত…

    Brine Pool: লোহিত সাগরের তলদেশে ‘ব্রাইন পুল’! যেখানে গেলেই মৃত্যু নিশ্চিত…

    মাধ্যম নিউজ ডেস্ক: সাগরের মধ্যে আরও একটি জলাশয়! তাও আবার প্রাণঘাতী! এমনটাই জানিয়েছেন মিয়ামি ইউনিভার্সিটির (University of Miami) বিজ্ঞানীরা। রহস্যে ভরা পৃথিবীতে কখন যে কী উদ্ধার হয় তার কোনও ঠিক নেই। আর যা কিছুরই খোঁজ পাওয়া যাক না কেন, তা মানুষকে বিস্মিত করে। লোহিত সাগরের (Red Sea) ১.৭ কিলোমিটার নীচে এই ব্রাইন পুলটি উদ্ধার করা হয়েছে। সম্প্রতি তার খোঁজ পেয়েছেন মিয়ামি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা (Scientists)। তাঁরা জানিয়েছেন এই জলাশয়ে কোনও প্রাণী গেলেই তার মৃত্যু নিশ্চিত। দশ ঘণ্টা ধরে লোহিত সাগরের নীচে তল্লাশি চালিয়ে এই জলাশয়ের সন্ধান মিলেছে।

    বিজ্ঞানীরা জানিয়েছেন, এই জাতীয় জলাশয় আসলে ‘ব্রাইন’ প্রজাতির (Brine Pool)। ব্রাইন আসলে সমুদ্রের তলদেশের এক প্রকার নিম্নচাপ। যেখানে লবণের ঘনত্ব ও জলের চাপ সমুদ্রের বাকি অংশের তুলনায় অনেক বেশি। এখানে বিভিন্ন রকমের রাসায়নিক উপাদানও জলের সঙ্গে মিশে রয়েছে। ফলে যে কোনও সামুদ্রিক প্রাণী বা অন্য কিছু এখানে প্রবেশ করলেই তার মৃত্যু হবেই।

    গবেষণার প্রধান গবেষক স্যাম পারকিস (Sam Purkis) এই পুলটিকে পৃথিবীর সবচেয়ে মারাত্মক পুল বলেছেন। তিনি বলেছেন, “যে কোনও প্রাণী ওই পুলে গেলে মৃত্যু নিশ্চিত।” পারকিস আরও জানান যে মাছ, চিংড়ি এবং ঈল অন্য প্রাণীদের  শিকারের জন্য এই জায়গাটি ব্যবহার করে থাকে। কারণ এই প্রাণীগুলি অন্য প্রাণীদের খাওয়ার জন্য এই মারাত্মক পুলের কাছে লুকিয়ে থাকে। যাতে তাদের শিকার করতে সুবিধা হয়।

    তিনি আরও জানান, এই পুল নিয়ে গবেষণা করলে জানা যেতে পারে যে, কীভাবে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে মহাসাগর তৈরি হয়েছিল। তাছাড়া এই বিষাক্ত লবণাক্ত পরিবেশে যে বিরাট সংখ্যক জীবাণু বসবাস করছে, এর থেকেই বোঝা যাবে যে  চরম পরিবেশে কীভাবে অন্যান্য প্রাণী বেঁচে থাকতে পারে। পৃথিবীতে কতটা চরম অবস্থাতেও বেঁচে থাকা সম্ভব এটি বুঝতে পারলেই জানা যাবে যে সৌরজগতের অন্যান্য গ্রহে এবং তার বাইরে অন্য কোথাও জীবনের হদিশ আছে কি নেই।

    তবে পৃথিবীতে এটিই প্রথম ব্রাইন জলাশয় নয়। গত তিরিশ বছর ধরে লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং মেক্সিকো উপসাগরে অন্তত এক ডজন ব্রাইন জলাশয়ের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা।

     

     

  • Indian Navy Agniveer: ভারতীয় নৌসেনাতে অগ্নিবীর নিয়োগ, অনলাইনে শুরু আবেদন প্রক্রিয়া

    Indian Navy Agniveer: ভারতীয় নৌসেনাতে অগ্নিবীর নিয়োগ, অনলাইনে শুরু আবেদন প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌসেনাতে (Indian Navy) অগ্নিবীর (Agniveer) নিয়োগ করার জন্যে গতকাল থেকেই আবেদন পত্র দেওয়া শুরু হয়েছে। বেশ কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্প নিয়ে গোটা দেশ বিক্ষোভ করলেও এখন এই প্রকল্পের মাধ্যমেই দেশের যুবকরা এগিয়ে এসেছে ভারতীয় বাহিনীতে যোগদান করার জন্যে। এবারে ভারতীয় নৌসেনার অগ্নিবীর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসায় আবেদন করতে শুরু করে দিয়েছে প্রার্থীরা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। সব মিলিয়ে মোট ২০০টি শূন্যপদে নিয়োগ করা হবে। ২৫ জুলাই থেকে ৩০ জুলাই অবধি এই পদে আবেদন করা যাবে। পুরুষ, মহিলা নির্বিশেষে এই পদে নিয়োগ করা হবে। যে কোনও ভারতীয় নাগরিকের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই তবে এই পদে আবেদন করতে পারবেন। ফলে যেসব পুরুষ, মহিলারা ভারতীয় নৌসেনাতে অগ্নিবীর পদে ভর্তি হতে চান, তারা শীঘ্রই আবেদন করে নিন।

    আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগের বিজ্ঞপ্তি জারি নৌসেনার, জেনে নিন নিয়োগ প্রক্রিয়া

    কী কী যোগ্যতা লাগবে?

    এই পদে নিয়োগের জন্য আবেদন করতে প্রার্থীকে স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণি পাশ হতে হবে। আর যাদের জন্ম ১৯৯৯ সালের ১ ডিসেম্বর থেকে ২০০৫ সালের ৩১ মে-এর মধ্যেই তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

    কী কী পদ্ধতিতে নিয়োগ করা হবে?

    • দশম শ্রেণীর রেজাল্টের ভিত্তিতে প্রথমে বাছাই করা হবে।
    • এরপর বাছাই করা প্রার্থীদের লেখা পরীক্ষা ও পিএফটি-এর জন্য চিঠি পাঠানো হবে।
    • এরপর লেখা পরীক্ষা ও পিএফটি-এর ওপর ভিত্তি করেই মেরিট লিস্টে প্রার্থীদের বাছাই করা হবে।

    আরও পড়ুন: অগ্নিবীর নিয়োগের পরীক্ষার পাঠক্রম প্রকাশ বায়ুসেনার, জানুন বিস্তারিত

    কীভাবে আবেদন করবেন?

    • অফিশিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ যান।
    • এরপর রেজিস্টারে গিয়ে প্রোফাইলের রেজিস্ট্রেশন করুন।
    • যে কোর্সের জন্য আবেদন করছেন সেটির ফর্ম পূরণ করুন ও বিভিন্ন ডকুমেন্ট আপলড করুন।
    • ফর্ম পূরণের টাকা দিন ও ফর্মটি জমা দিয়ে দিন।
    • এরপর ফর্মটি ডাউনলোড করে একটি প্রিন্ট করে নিন।

     

  • Kargil Vijay Diwas: দেশজুড়ে পালন কার্গিল বিজয় দিবস, বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন ক্রীড়াজগতের

    Kargil Vijay Diwas: দেশজুড়ে পালন কার্গিল বিজয় দিবস, বীর সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন ক্রীড়াজগতের

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ছিল ২৩ তম কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) । ২৬ জুলাই দিনটি প্রতিটি ভারতবাসীর কাছে ‘রেড লেটার ডে’ (red letter day) । ১৯৯৯ সালের এই দিনে পাকিস্তান সেনাদের নিকেশ করে কার্গিলে জাতীয় পতাকা তুলেছিলেন জওয়ানরা (Indian Army)। ভারতের এই জয়লাভে এই দিনটিকে কার্গিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এই বিশেষ দিনে দেশের বাহিনীর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পুরো দেশবাসী। এবার জওয়ানদের স্যালুট জানালেন ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল তাদের শুভেচ্ছা।

    ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) ট্যুইটে লিখেছেন, ‘আমরা ভারতীয় সেনাদের আত্মত্যাগ কখনও ভুলতে পারব না।‘

    [tw]


    [/tw]

    ভিরেন্দর সেহবাগ (Virender Sehwag), ভারতীয় সেনাদের কুর্নিশ জানিয়ে লিখেছেন, ‘কার্গিল বিজয় দিবসের দিনে শহীদদের বলিদানের জন্য তাঁদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। তাঁরা ছিলেন বলেই আমরা আছি।‘

    [tw]


    [/tw]

    গৌতম গম্ভীর (Gautam Gambhir )  সাহসী যোদ্ধাদের স্যালুট জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    যেসব ভারতীয় সেনা দেশরক্ষায় আত্মবলিদান দিয়েছেন তাঁদের কাছে মাথা নত করে দীপা মালিক (Deepa Malik) শ্রদ্ধা জানিয়েছেন।

    [tw]


    [/tw]

    রাজ্যবর্ধন রাঠোর লিখেছেন “অদম্য সাহস আর বীরত্বের জন্যে শত্রু সেনাকে পরাজিত করেছে আমাদের বীর সেনারা। আজ এই ঐতিহাসিক দিবসে বীর সেনাদের স্মরণ করে তাঁদের কাছে ফুল অর্পণ করছি।“

    [tw]


    [/tw]

    ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানিয়েছেন পিটি উষা (PT Usha)।  এই কার্গিল বিজয়ে কার্গিল যুদ্ধের আমাদের বীরদের স্মরণ করছেন তিনি।

    [tw]


    [/tw]

    দেশ সুরক্ষার জন্য কার্গিল যোদ্ধাদের, শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করেছেন যুবরাজ সিং।

    [tw]


    [/tw]

     

  • 5G Network: ৫-জি-এর অপেক্ষা শেষ, আজই শুরু স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া

    5G Network: ৫-জি-এর অপেক্ষা শেষ, আজই শুরু স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব শীঘ্রই শুরু হতে চলেছে ৫-জি পরিষেবা। আজ থেকেই অর্থাৎ ২৬ জুলাই থেকে ৫-জি স্পেকট্রাম নিলাম করা শুরু হবে। বেসরকারি টেলিকম সংস্থাগুলি যাতে ফাইভ-জি মোবাইল পরিষেবা শুরু করতে পারে, তাই ৫-জি স্পেকট্রাম নিলাম করা হচ্ছে। ৪ জি নেটওয়ার্কের থেকে দশগুণ বেশি ইন্টারনেটের গতি হবে ৫-জি নেটওয়ার্কে। আজ বিভিন্ন টেলিকম সংস্থাগুলি নিলামে অংশগ্রহণ করবে বলে, এইদিকেই আজ জনগণের নজর।

    সরকার সূত্রে জানা গিয়েছে, ৫-জি প্রযুক্তির নেটওয়ার্কের গতি, ৪-জি নেটওয়ার্কের থেকে ১০ গুণ ও ৩-জি নেটওয়ার্কের থেকে ৩০ গুণ বেশি। অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশে ৫-জি পরিষেবা চালু করার লক্ষ্য করেছে কেন্দ্র। আজ নিলাম শুরু হলে আগামী ২০ বছরের জন্য সেই সংস্থাকে ৫জি স্পেকট্রামের দায়িত্ব দেওয়া হবে। যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw) জানিয়েছেন, অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফাইভ জি পরিষেবা চালু হতে চলেছে। স্পেকট্রাম নিলাম প্রক্রিয়া মিটলেই বাকি কাজ দ্রুতগতিতে মিটবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

    আরও পড়ুন: দেশের পাঁচটি শহর থেকে প্রথম চালু হচ্ছে সরকারের ই-কমার্স সেক্টর

    জিও (Jio), এয়ারটেল (Airtel) ও ভোডাফোন-আইডিয়ার (Vodafone-Idea) মতো টেলিকম সংস্থাগুলি, আদানি গ্রুপ (Adani Group) স্পেকট্রাম নিলামের বিডিং প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে। এই সংস্থাগুলি মোট ২১,৪০০ কোটি টাকা জমা করেছেন। দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিল্যায়েন্স জিও-এর তরফে ১৪০০০ কোটি দেওয়া হয়েছে। এয়ারটেল ৫৫০০ কোটি টাকা দিয়েছে। আবার আদানি গ্রুপ ১০০ কোটি এর জন্য দিয়েছে। ভোডাফোন দিয়েছে ২২০০ কোটি। সুতরাং বিডারদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে রিল্যায়েন্স জিও গ্রুপ।

    তবে অশ্বিনী বৈষ্ণবের ঠিক করে দেওয়া এই ডেডলাইনের মধ্যে স্পেকট্রাম নিলাম কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছিল টেলিকম সংস্থায়। কারণ ৫-জি স্পেকট্রামের ‘অত্যধিক দাম’ বলে বারেবারেই অভিযোগ করেছে দেশের টেলিকম সংস্থাগুলি। পরিষেবা প্রথমে বড় শহর যেমন,  দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ পাবে। প্রসঙ্গত আগে ৩-জি তে কোনও কিছু ডাউনলোড করতে গেলে যেখানে ২ ঘন্টা ও ৪-জি তে ৪০ মিনিট লাগত, সেখানে ৫-জি তে মাত্র ৩৫ সেকেন্ড লাগবে।

    আরও পড়ুন: ইস্তফা মুকেশ আম্বানির! রিলায়েন্স জিও-এর ডিরেক্টর পদে পুত্র আকাশ

  • WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    WhatsApp New Feature: হোয়াটসঅ্যাপেও এবার বানাতে পারবেন নিজের ‘ডিজিটাল অবতার’, শীঘ্রই আসতে চলেছে এই ফিচার

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের নতুন ফিচার হোয়াটসঅ্যাপে (WhatsApp)! জানা গিয়েছে এবারে ‘অবতার’ (Avatar) সেকশনের জন্য কাজ শুরু করে দিয়েছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এরকম নিজের অবতার বানানো যায় ফেসবুক (Facebook), স্ন্যাপচ্যাটে (Snapchat)। এবারে হোয়াটসঅ্যাপেও এই মজাদার ফিচারটি আসতে চলেছে। বর্তমানে এই অবতার বানানোর ট্রেন্ডটি তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে।

    ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ তাদের প্ল্যাটফর্মটিতে প্রায়শই একাধিক ফিচার যুক্ত করে থাকে। এর মধ্যে অনেক ফিচার বেশ মজাদারও হয়। বেশ কয়েকটি রিপোর্ট থেকে জানা গেছে যে, মেটা (Meta) মালিকানাধীন কোম্পানিটি এবার আনতে চলেছে ডিজিটাল অবতার ফিচার। এছাড়াও আরও জানা গিয়েছে এই ফিচারে ভিডিও কলের সময় অবতারের ছবিটি মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে ব্যবহারকারীরা। এবং পরে এটিকে স্টিকার হিসেবেও ব্যবহার করা যাবে। ভবিষ্যতে আপডেটের মাধ্যমে এই ফিচার মেসেজিং প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: ডিলিট করা মেসেজও পড়া যাবে হোয়াটসঅ্যাপে! এই নয়া ফিচার সম্পর্কে জানেন কী?

    সেকশনটিকে ইতিমধ্যেই সংস্থার অ্যান্ড্রয়েড বিটা ভার্সন ২.২২.১৬.১১-এ দেখা গেছে যা গুগল প্লে (Google Play) বিটা প্রোগ্রামের মাধ্যমে উপলব্ধ। এই ফিচারটি যুক্ত করা হলে ব্যবহারকারীরা নিজেদের অবতার তৈরি এবং কাস্টমাইজ করার পাশাপাশি সেগুলিকে স্টিকার হিসেবে ও ভিডিও কলে মাস্ক হিসেবে ব্যবহার করতে পারবে। জানা গিয়েছে এখনও ফিচারটি ডেভেলপমেন্টের পর্যায়ে রয়েছে। এমনকি এখনও বিটা টেস্টারদের জন্যও উপলব্ধ হয়নি ফিচারটি। এই ফিচারটি হোয়াটসঅ্যাপের জন্য একেবারেই নতুন। তাই এটি হোয়াটসঅ্যাপে অন্তর্ভুক্ত হতে প্রায় অনেকটাই সময় লেগে যাবে বলে আশা করা হচ্ছে।

    উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ বর্তমানে একাধিক নতুন নতুন ফিচারের ওপর কাজ করে চলেছে। অ্যাপটিকে আরও আকর্ষিত করার জন্যে হোয়াটসঅ্যাপ সংস্থা একের পর এক বৈশিষ্ট যোগ করছে। এছাড়াও এটি ইউজারদের নিরাপত্তাও দিয়ে থাকে। তাই তো হেয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যাও ক্রমশ বেড়েই চলেছে। তবে এবারের ফিচারটি একেবারে নতুন, তাই ইউজাররা এই ফিচার ব্যবহার করার জন্যে যথেষ্ট উৎসুক।  

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপের স্টেটাসে এবারে শেয়ার করুন ‘ভয়েস নোট’, নতুন ফিচার লঞ্চ সংস্থার

     

     

     

  • Asim Sarkar- Rudranil Ghosh: গানে-কবিতায় কটাক্ষে এসএসসি নিয়োগ দুর্নীর্তি

    Asim Sarkar- Rudranil Ghosh: গানে-কবিতায় কটাক্ষে এসএসসি নিয়োগ দুর্নীর্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) গ্রেফতারিতে সরগরম রাজ্য-রাজনীতি। এবারে তৃণমূল মন্ত্রী গ্রেফতারের পরেই গান বাঁধলেন বিজেপি বিধায়ক অসিম সরকার। রীতিমতো হার্মোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখা গেল হরিণঘাটার বিধায়ককে। গানের প্রত্যেকটি কথায় কথায় পার্থকে কটাক্ষ করতে দেখা গিয়েছে তাঁকে। গানের নাম ‘চোর ধরো, জেল ভরো’।

    [yt]https://youtu.be/2X9MAoetQyI[/yt]

    আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা পৌঁছে গিয়েছে বাংলাদেশে! ইডি সূত্রে উঠে এল নতুন তথ্য

    হরিনঘাটার এই বিজেপি বিধায়ক রাজনীতি ছাড়াও তিনি সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত। তিনি একজন জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেই শনিবার নিজের ইউটিউব চ্যানেলে এসে লাইভ করেন তিনি। সেখানেই তৃণমূলকে তীব্র আক্রমণ করেন ও এরপরই পার্থ চট্টোপাধ্যায় ও তৃণমূলকে কটাক্ষ করে লেখা একটি গানও শোনান তিনি। এর আগেও নানা সাম্প্রতিক ও রাজনৈতিক বিষয় নিয়ে গান করতে দেখা গিয়েছে তাঁকে। পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিজেপি সহ একাধিক বিরোধী শিবির। আর এরই মধ্যে একটু অন্যরকম পদ্ধতিতে, নিজে গান করে তৃণমূলকে কটাক্ষ করলেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসিম সরকার।

    অন্যদিকে ফেসবুকে পার্থ-অর্পিতার ছবি শেয়ার করে , মমতার সরকারের প্রকল্পকে তীব্র আক্রমণ করলেন রুদ্রনীল ঘোষ। তিনি ‘দুয়ারে গর্ত’ নামে এক কবিতার মাধ্যমে তৃণমূল সহ পার্থ-অর্পিতাকে তীব্র কটাক্ষ করেন। সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্যের শাসক দলের ‘দুয়ারে’ প্রকল্প প্রসঙ্গ টেনেই রুদ্রনীল কটাক্ষ করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে। তবে এখানেই থেমে থাকেননি রুদ্রনীল ঘোষ। এর পাশাপাশি তিনি তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষকেও ব্যঙ্গ করে তাঁর ট্যুইটারের প্রসঙ্গ এনে বলেন যে, “এই টাকার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। সবই অপপ্রচার…।” অভিনেতার এই কবিতায় ২১ শে জুলাই-এর ঘটনা থেকে শুরু করে অর্পিতার ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের সমস্ত দুর্নীতির কথাই উঠে এসেছে। ফলে এভাবেই বিজেপি নেতারা তৃণমূলকে কটাক্ষ করেছেন।

    আরও পড়ুন: পার্থর শুনানিতে প্রভাবশালী তত্ত্ব, SSKM-এ ডনের মত আচরণ করছেন পার্থ, সওয়াল ইডির

    [fb]https://fb.watch/et0dWu5Rvb/[/fb]

  • SSC Scam: ব্যাঙ্কশালে আনতেই জিজ্ঞাসা ‘টাকা কার?’ নিরুত্তর পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

    SSC Scam: ব্যাঙ্কশালে আনতেই জিজ্ঞাসা ‘টাকা কার?’ নিরুত্তর পার্থ ঘনিষ্ঠ অর্পিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: আরও এক “ঘনিষ্ঠের” খোঁজ? রাজ্যের প্রাক্তন শিক্ষ্মমন্ত্রীকে ঘিরে জোর জল্পনা দানা বাঁধছে? তিনিও অধ্যাপিকা। সোস্যাল সাইটে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিয়ে হাজারো মিম-মস্করার মাঝেই উঠে এসেছে তাঁর ছবি আর নাম। শিমুরালি বিএস কলেজের এক অধ্যাপিকাকে ঘিরে জোর শোরগোল। অধ্যাপিকা শ্রীমতী চক্রবর্তীকে পেশাগত জীবনের শীর্ষে তুলতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিশেষ অবদান আছে।

    এর আগেও কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোনালিসা দাসের সঙ্গেও পার্থবাবুর বিশেষ যোগাযোগের কথা শোনা যায়। যদিও মোনালিসা দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, একজন বিভাগীয় প্রধানের সঙ্গে একজন মন্ত্রীর যা সম্পর্ক থাকার কথা ততটাই সম্পর্ক পার্থবাবুর সঙ্গে।

    গত শনিবার তল্লাশি চালানোর পর ‘মন্ত্রী-ঘনিষ্ঠ’ এক অভিনেত্রী-মডেল অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসন থেকে সাড়ে ২২ কোটি টাকা, দেড় কেজি সোনার গয়না,সম্পত্তির দলিল-সহ লক্ষাধিক ডলার মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি।

    অর্পিতা মুখোপাধ্যায়ের কাছে এত টাকা এল কি করে? কী করতেন অর্পিতা? পার্থের সঙ্গেই বা তাঁর সম্পর্ক কেমন? এ নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সোস্যাল সাইটে অর্পিতার দাবি তিনি অভিনেত্রী। ২০০৫-এ কিছু মডেলিং-এর কাজ করতে করতেই অভিনয়ের জগতে পা। ২০১১ সালে একটি সিরিয়ালে কাজ করতে গিয়েই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয়। গত এগারো বছরে দুজনের ঘনিষ্ঠতা বেড়েছে। বাংলা ছাড়াও ওড়িশা তামিল ছবিতেও অভিনয় করতেন তিনি। নাকতলা উদয়নের পুজোর ব্র্যান্ড অ্যাম্বাসাডার বা মূল মুখ ছিলেন তিনি। পার্থ অর্পিতা দুজনকে একসঙ্গে একাধিক জায়গায় দেখা যেত। সে সব ছবি এখন প্রকাশ্যে ঘুরছে সোস্যাল সাইটে। 

    রবিবারে অর্পিতাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হল। শনিবার সন্ধ্যায় অর্পিতাকে বাড়ি থেকে বার করে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে যায় ইডি। বাড়ি থেকে বেরোনোর সময় অর্পিতা দাবি করেন, ‘‘আমি কোনও অন্যায় করিনি। বিজেপির চাল। আমাকে ফাঁসানো হয়েছে।’’ রবিবার সকালে আবারও তাঁকে জোকার ওই হাসপাতালে নিয়ে যায় ইডি। তিনটের সময় তাঁকে নিয়ে আসা হয় ব্যাঙ্কশাল কোর্টে। সাংবাদিকদের জিজ্ঞাসা ‘টাকা কার?’ যদিও সে প্রশ্নের উত্তর দেননি অর্পিতা। অর্পিতার মন্তব্য “আইনের প্রতি তাঁর আস্থা রয়েছে” গতকাল সাংবাদিক বৈঠকে যে কথা বলেছিল তৃণমূল মুখপাত্র। তবে অর্পিতা জানিয়েছেন তিনি কোন দল করেন না। প্রায় চারটের সময় শুনানি শেষ হয়। ইডির পক্ষ থেকে সওয়ালে বলা হয়, ‘‘যা পাওয়া গিয়েছে, তা পেঁয়াজের মতো। খোসা ছাড়ালেই পাওয়া যাবে নতুন তথ্য।’’ তাঁর অর্থ আরও বেশি সম্পত্তির সন্ধান থাকতে পারে পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় যোগ সাজসে।

    মডেলিং জীবনে অর্পিতা কিছু বি়জ্ঞাপনেও কাজ করেছেন। পাশাপাশি, নেল আর্ট (নখের উপর নেলপালিশ দিয়ে বিভিন্ন ধরনের নকশা করার কলা) করার বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন অর্পিতা। তবে ইডি সূত্রে দাবি, এই সমস্ত কাজ করে এই টাকা উপার্জন সম্ভব নয়। কিভাবে কোথা থেকে এল এত  টাকা? কত তিনি উপার্জন করেছেন, তার কোন সদুত্তর দিতে পারেননি অর্পিতা।

    সব মিলিয়ে মোটা অঙ্কের টাকা তদন্তকারীরা উদ্ধার করলেও তাঁদের দাবি, যে পরিমাণ টাকা ও সম্পত্তি উদ্ধার করা হয়েছে, তা সামান্য। মন্ত্রীর ঘনিষ্ঠদের বাড়ি তল্লাশি করলে আরও টাকার খোঁজ মিলতে পারে বলেই ইডির দাবি।

  • Health Tips: হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে ‘নর্ডিক ওয়াকিং’-এর গুরুত্ব জেনে নিন…

    Health Tips: হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে ‘নর্ডিক ওয়াকিং’-এর গুরুত্ব জেনে নিন…

    মাধ্যম নিউজ ডেস্ক: হাঁটার জন্য আলাদা কোনও কিছুর প্রয়োজন পড়ে না। আপনি যেখানে যেভাবে আছেন সেখান থেকেই হাঁটা শুরু করতে পারেন। আসলে হাঁটা হল খুবই সহজ একটি এক্সারসাইজ। তাই সুস্থ থাকার জন্য ও হার্ট ভালো রাখার ক্ষেত্রেও হাঁটার জন্য পরামর্শ দিয়ে থাকেন ডাক্তাররা। তবে জানেন কী ঠিক কতটা হাঁটা দরকার? কারণ অতিরিক্ত হাঁটালেও অনেক সময় সমস্যা দেখা দিতে পারে। তাই দিনে কতক্ষণ হাঁটা আপনার হার্টের জন্য উপযুক্ত, সেটি জানা দরকার।

    চিকিৎসকদের মতে, নিয়মিত হাঁটার অভ্যাসে শরীরের সব অঙ্গে রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং অনেক রোগ দূরে থাকে। এর পাশাপাশি বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হাঁটার অভ্যাস হার্টও সুস্থ রাখে। হৃদরোগের কারণে অকালে বহু মানুষ প্রাণ হারান। হার্ট অ্যাটাক, স্ট্রোক- এসবের মাত্রাও বর্তমানে ক্রমাগত বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে হৃদরোগ দূরে রাখতে নিয়মিত হাঁটার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক থেকে বিশেষজ্ঞরাও।

    আরও পড়ুন: সাবধান! ভুলেও অবহেলা করবেন না, হার্ট অ্যাটাকের এই ৮টি লক্ষণ

    বিশেষজ্ঞদের মতে, যদি প্রতি সপ্তাহে অন্তত আড়াই ঘণ্টা হাঁটা যায়, তবে হৃদরোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়, অর্থাৎ হার্ট সুস্থ রাখতে প্রতিদিন মাত্র ২১ মিনিট হাঁটলেই যথেষ্ট। তাদের মতে, সুস্থ থাকার জন্য যেমন খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হয়। তেমনই শরীরচর্চা করাও খুবই জরুরি। কিন্তু অনেক মানুষই কাজের চাপে শরীরচর্চায় বিশেষ নজর দিয়ে উঠতে পারেন না। সে ক্ষেত্রে নিয়ম করে প্রতিদিন কিছুক্ষণ হাঁটার পরামর্শ দিচ্ছেন তাঁরা।

    এছাড়াও এক নতুন গবেষণায় দেখা গিয়েছে, ওয়ার্কআউটের চেয়েও নর্ডিক হাঁটা (Nordic Walking) আপনার হার্টের ক্ষেত্রে বেশি কার্যকর। নর্ডিক ওয়াকিং-এ লাঠি নিয়ে একটি বিশেষ পদ্ধতিতে হাঁটতে হয়। আর এইভাবে হাঁটলে কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি কমে, উচ্চ রক্তচাপকেও  নিয়ন্ত্রণে আনা যায়।

    আরও পড়ুন: হার্ট ভালো রাখতে সাহায্য করে ডার্ক চকোলেট! কি বলছেন বিশেষজ্ঞরা?

LinkedIn
Share